নতুন হিমালয়ানে ওই টিউবলেস টায়ার বাদে আরো এমন অনেক কিছু দিয়েছে যেটা আধুনিক একটি অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে আমরা আশা করি। বড় ফিউয়েল ট্যাঙ্ক, আপসাইড ডাউন ফর্ক, ৪৫২ সি.সি. র অয়েল কুল ইঞ্জিন, এডজাস্টেবল সিট হাইট, এল.ই.ডি. আলো এবং এইরকম আরো অনেক কিছু। বলতে গেলে এমন অনেক বৈশিষ্ট্য এই বাইকটার মধ্যে রয়াল এনফিল্ড দিয়েছে যেটা এর আগের এনফিল্ডের অন্য কোন বাইকের মধ্যে আশা করা যায়নি বা দেখা যায়নি। আর ব্র্যান্ডের কথা যদি বলো তবে বলি যারা এনফিল্ড লাভার্স, তারা সব ছেড়ে ওই এনফিল্ড ই নেবে। আর এইবছর নতুন হিমালয়ানে টিউবলেস স্পোক হুইল দেবে এইরকম কথা আছে শুনেছি। আমার নিজের কাছে অবশ্য পুরোনো হিমালয়ান ই আছে। নতুন টা বুক করিনি।
নতুন হিমালয়ানে ওই টিউবলেস টায়ার বাদে আরো এমন অনেক কিছু দিয়েছে যেটা আধুনিক একটি অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে আমরা আশা করি। বড় ফিউয়েল ট্যাঙ্ক, আপসাইড ডাউন ফর্ক, ৪৫২ সি.সি. র অয়েল কুল ইঞ্জিন, এডজাস্টেবল সিট হাইট, এল.ই.ডি. আলো এবং এইরকম আরো অনেক কিছু। বলতে গেলে এমন অনেক বৈশিষ্ট্য এই বাইকটার মধ্যে রয়াল এনফিল্ড দিয়েছে যেটা এর আগের এনফিল্ডের অন্য কোন বাইকের মধ্যে আশা করা যায়নি বা দেখা যায়নি। আর ব্র্যান্ডের কথা যদি বলো তবে বলি যারা এনফিল্ড লাভার্স, তারা সব ছেড়ে ওই এনফিল্ড ই নেবে। আর এইবছর নতুন হিমালয়ানে টিউবলেস স্পোক হুইল দেবে এইরকম কথা আছে শুনেছি।
আমার নিজের কাছে অবশ্য পুরোনো হিমালয়ান ই আছে। নতুন টা বুক করিনি।
আমি একান্তই মনের কথা বললাম , একচুয়ালি বাইক টার লুক এর দিকথেকে দেখতে গেলে আমার কাছে 411 বেস্ট অ্যান্ড ভ্যালু ফর মানি।
apni khubi bhul dharonar modhye achen. by the way congratssss.
দেখুন আমি একজন বাজেট রাইডার, আমি আমার দিকথেকে বুঝেছি। আপনি হয়ত অন্য দিকথেকে বুঝেছেন। আসলে সব লোকেরই যুক্তি থাকে নিজের মতন।
Dada next ride kothay jabe ? Bolbe kintu...411 tao ektu dekhbo....
Nepal, April
Milege 24 bhai amr ache tao bhalo kore chalale...new ta nite prte vibration ache garite after few days...
হ্যা তাহলে আপনি সিটি তে ড্রাইভ করেন। ভাইব্রেট একটু আছে।