আমার বা‌'চ্চার সামনে নতুন স্বামী ফুড আপ্পিকে কো*লে নেয়।Knr Media

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 383

  • @abdullahbinnoortanim1853
    @abdullahbinnoortanim1853 Рік тому +41

    রুহুল আমীন আমার সাথে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস স্কুলে পড়েছে। সে খুব ভালো ছাত্র ও ভালো ভদ্র ছেলে ছিল!

  • @AyashaAkter-xg4ql
    @AyashaAkter-xg4ql Рік тому +25

    একটা অসাধারণ বাস্তব সত্য কথা হলো
    একটা মেয়ে বিয়ের পরে বাবা মায়ের আন্ডারে থাকা বা বাবা মায়ের কান পড়া নেওয়া মানে সংসার শেষ!!!!
    রাহুল ভাই বাবা হিসেবে সেরা💯

  • @naomibiswas7537
    @naomibiswas7537 Рік тому +38

    মামলা করে মনিষা নিজের ছেলেরই ক্ষতি করছে এতো হিংসা ভাল না

  • @zahirulhoque7819
    @zahirulhoque7819 Рік тому +39

    প্রেমিকা হিসেবে হয়ত 50% কিন্তু মা হিসেবে ডাইনি

    • @nazmulalam9029
      @nazmulalam9029 Рік тому

      চোলেন সোবাই গিয়ে ই মোহিলার ওহংকার মাত্তে মিশে দেই, তার পেজ এবং চ্যানেল ই গিয়ে রিপোর্ট করি.....

    • @ummenusaiba5056
      @ummenusaiba5056 8 місяців тому +1

      আমি ঘটকালি কাজ কমবেশি জড়িত আছি।।৬০ বছর বয়স্ক পুরুষ ও সএী ডিভোর্স বা মারা গেলে ৩০ এর বেশি বয়স পাএী চায়।।ফুড আপপি কেন দিতীয় বিয়ে করবেনা?? সন্তান ই জীবনের সব?? জোয়ান বয়সে ভালো মনের সামী দরকার নাই?? বিয়ে নারীর লাগেনা?? তাহলে সর্ব শ্রেসঠ নবী মুহাম্মাদ সাঃ এতজন বিধবাকে বিয়ে করেন কেন? ডিভোর্সী বিয়ে করেন কেন?? পুরুষ শাসিত সমাজ নারীর দিতীয় বিয়ে সয়না কিন্তু ইসলাম নারীর জন্য ডিভোর্স ও দিতীয় বিয়ে পরিস্থিতি জটিল হলে জায়েজ।।ফুড আপপি সুখী সএী ছিলোনা।।সন্তান এর জন্য আললাহ সুবহানাতায়ালা ই যথেষ্ট।।

  • @sajedaakter2185
    @sajedaakter2185 Рік тому +42

    বাচ্চা গ্যারেজে দেখতে গেলে সম্মান নষ্ট হয়,কিনতু এখন কোটি মানুষ দেখে সম্মান কি বাড়ছে? আসলে এভাবে ব্যাকতিগত বিষয় এভাবে বলা উচিত হয়নি,এখনতো আপনি (মনীষা)পুরাই পঁচে গেছেন।

    • @nohacknomode9211
      @nohacknomode9211 Рік тому

      er jonno ae rohul soytan e daiye

    • @julioxhong2307
      @julioxhong2307 Рік тому

      মনীষা পঁচেনি, পঁচেছে আপনাদের বিবেক

    • @abdullahbinnoortanim1853
      @abdullahbinnoortanim1853 Рік тому +1

      আপনি ফুড আপ্পির ফ‍্যান নাকি?

    • @julioxhong2307
      @julioxhong2307 Рік тому

      @@abdullahbinnoortanim1853 আপনি রুহুল আমিনের ফ্যান নাকি?

    • @flowerfairy2905
      @flowerfairy2905 Рік тому

      Abal ase paser manush je baje kotha bole oita tui shunbi?bolodchoda

  • @halimaakteraney7697
    @halimaakteraney7697 Рік тому +55

    এত ভাল মা যে কিনা ডিভোর্স এর পরে পূনরায় বিয়ে না করে থাকতে পারে নাই সামাজিকতার দহাই দিয়ে ফুড আপা যে কেমন মা বুঝা যায়।
    ২.৫ বয়সের বাচ্চা ফেলে নিজের জীবন সাজায়
    এমন পুরুষ অনেক কম যে কিনা ৭ টা বছর নিজের সন্তান কে আগলে রেখেছেন। ভাইয়া এক জন মেয়ে হয়েও আপনার জন্য অনেক অনেক সম্মান।

    • @moriomkhanom9580
      @moriomkhanom9580 Рік тому

      শোনেন আজাইরা কথা বলবেননা,আপনাদের এই পুরুষ তান্ত্রিক সমাজে divorce মেয়েদের কত কথা শুনতে হয় জানেন,বাপের বাড়ি থাকলে ভাবি ভাবির বাপ মা এবং আত্মীয় স্বজন প্রতিবেশি,,এবং সবার কাছে বোঝা,,তালাক দিছে আবার বৈধ বিয়ে করেছে তাতে খারাপ এর কি হলো,একটা ছেলে বিয়ে ছাড়া থাকলেও কোন কিছু বলবেনা,,আর ভালোবাসার মানুষ কে ভুলতে হলেও আরেক জনকে লাগে,,বিয়ে না করে আত্মহত্যা করবে তাইতো,আপনাদের মত মানুষের জন্যই মানুষ সুইসাইড করে।ভাইয়া থাকছে বলে সাধু হয়ে গেছে তাইতো,ওনাকে কি নিষেধ করেছে বিয়ে করতে,যদি আজীবন না করে থাকতো তাহলে বুঝতাম

    • @aishorjohassan5613
      @aishorjohassan5613 Рік тому +4

      বিয়ে করা খারাপ জিনিস না, এভাবে বলবেন না ।

    • @runaruna5122
      @runaruna5122 Рік тому +3

      Purush manus er biye kora lagena😅😅😅

    • @Arslanbey-ny2gq
      @Arslanbey-ny2gq Рік тому

      ঠিক বলেছেন।

    • @bpbp2684
      @bpbp2684 8 місяців тому +1

      ছাড় দেওয়ার মানসিকতা না থাকা, পাশাপাশি মনিষার মায়ের অতিলোভের কারণে আজ এতোগুলা মানুষের কষ্ট হচ্ছে। সম্মান তো যা যাওয়ার তা গেছেই।

  • @NusratJahanMaisha-j1l
    @NusratJahanMaisha-j1l Рік тому +68

    কিবরিয়া ভাই তো ওনাকে মন খোলে কথা বলার সুযোগ ঐ দেয়নি। ওনি বলতে গেলেই মনীষা কে ডাকে ।।

    • @nohacknomode9211
      @nohacknomode9211 Рік тому +3

      akhon ae beti orthat oposthapika darling kotha bolta decha🤣🤣🤣

    • @ayeshabegum11
      @ayeshabegum11 Рік тому

      Food appir kotha kibriya bai akhtorfa shunlen fura duniyake shunar shuzuk dilen, unar shami zokon gelo tokon shob reference diyhe kotha bolteh hole ta o abar food appike samne rekeh, oitha kun doroner bisar, Rj kibriar studio tho kuno adaloth chilona tahole kneh purushke reference diya shob bolteh holo,oithar protibad kora dorkar

    • @ummenusaiba5056
      @ummenusaiba5056 8 місяців тому

      পুরুষ শাসিত সমাজ চায় নারীরা সবসময় বেকায়দায় পড়ে মজলুম ও বনচনার জীবন বেছে নিক।।কেন?? সএী মরলে ৬০ বছরের পুরুষ ও বলে,,পাএী চাই তাহলে ফুড আপপি তো ডিভোর্স দিয়ে বিয়ে করে।। সমস্যা কেন?

  • @masudkabir4461
    @masudkabir4461 Рік тому +21

    এমন নারী যেন কোন পুরুষের জিবনে না আসে

  • @Jenuk-qy1wb
    @Jenuk-qy1wb Рік тому +12

    ঘটনা গুলো লুকিয়ে ছিল। মনিষা প্রকাশ করে সবাই কে জানিয়ে দিল আসলেই তার ex husband খুব ভালো ছিল। ওটা আল্লাহর রহমত রাহুল ভাইর জন্য। ও যতই মিথ্যা বলতে থাকুক মানুষ বিবেক দিয়ে বুঝে গেছে যে রাহুলই ভালো মনিষা না।

    • @Arslanbey-ny2gq
      @Arslanbey-ny2gq Рік тому

      ঠিক বলেছেন। কোন মানুষ কিরকম সেটা তার বাচনভঙ্গি দেখলেই বোঝা যায়।

  • @naomibiswas7537
    @naomibiswas7537 Рік тому +25

    বিয়ের পর বাপের বাড়ি বৌ রাখতে নেই ঠিক কথা

  • @shalinaakhter6529
    @shalinaakhter6529 Рік тому +12

    মা ত মা মায়ের বদনামকরি লাভ নাই এগুলাত কিবরিয়া ভাইর কাছে বলাহইছে সবাই শুনছে আবার কেন ছেম কিচ্ছ ?আল্লাহ যেন সবাই হেদায়েত নচিব করুন।

  • @mansuramukta6600
    @mansuramukta6600 Рік тому +37

    ফুড আপ্পি যদি এত ভাল মানুষ হয়,তাহলে তার জীবনের এত সমস্যা কেন? একটা সময় উনি ওনার ক্যারিয়ার নিয়ে ব্যাস্ত ছিল,বিয়ে করে সংসারি হয়েছে,নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছে, খুবচালাক, বাবা হিসেবে অনেক করেছে।

    • @shohagkhan9358
      @shohagkhan9358 Рік тому +1

      😂😂😂😂

    • @jornakhalil7288
      @jornakhalil7288 Рік тому +2

      ফুড আমি অনেক ভালো এক মানুষ

    • @nazmulalam9029
      @nazmulalam9029 Рік тому

      চোলেন সোবাই গিয়ে ই মোহিলার ওহংকার মাত্তে মিশে দেই, তার পেজ এবং চ্যানেল ই গিয়ে রিপোর্ট করি.....

  • @MOBINURRAHMANNABIL-v8n
    @MOBINURRAHMANNABIL-v8n Рік тому +17

    ruhul vai apni shoytan theke nazat peyechen, alhamdulillah poren. you are enough calm person and handled the situation perfectly

  • @tiyashitiyashi4480
    @tiyashitiyashi4480 Рік тому +59

    বিবেক,মনুষ্যত্ব,নীতি কারো মাঝে থাকলে তারা এই লোকটাকে কখনো খারাপ বলবে না।

    • @nohacknomode9211
      @nohacknomode9211 Рік тому

      ae lokta akhon o denmohor aday korani.abar bivinno video te golabazi kore.lojja tor lojja howa uchit

    • @julioxhong2307
      @julioxhong2307 Рік тому +2

      keno? bibek khali apnar e ache?

    • @abdullahbinnoortanim1853
      @abdullahbinnoortanim1853 Рік тому +2

      এত লাগে কেন? আপনি ফুড আপ্পির ফ‍্যান নাকি?

    • @julioxhong2307
      @julioxhong2307 Рік тому +2

      @@abdullahbinnoortanim1853 আপনার এতো দরদ ক্যান? আপনি রুহুল আমিনের ফ্যান নাকি?

    • @Arslanbey-ny2gq
      @Arslanbey-ny2gq Рік тому +3

      ভ্লগার মেয়েটা যেই পথের সত্য মিথ্যা যাচাই না করে কথা বলা মানুষ গুলোও সেই পথের।

  • @rubelhossin4550
    @rubelhossin4550 Рік тому +14

    একটা পুরুষ মানুষকে কি পরিমাণ 😢 প্যারা দেয় একটা মাইয়া মানুষ

  • @NazmaAkter-z3d
    @NazmaAkter-z3d Рік тому +50

    সব বুঝলাম, বাট শ্বশুরের জায়গায় আপনারা ফ্ল্যাট করতে গেলেন কেন?

    • @nohacknomode9211
      @nohacknomode9211 Рік тому +4

      ara lovi manus.sobidhbadi manus

    • @ShamimHasan-hu1fm
      @ShamimHasan-hu1fm Рік тому

      @@nohacknomode9211 কি জন্য করছে ফ্ল্যাট ওখানে আগের ভিডিও দেখেন। এখানে এই লোকটির দোষ ছিলো না

    • @saikattelevision5200
      @saikattelevision5200 Рік тому +3

      আমি যা বুঝলাম, এই লোক পরিস্থিতির স্বীকার।

    • @Arslanbey-ny2gq
      @Arslanbey-ny2gq Рік тому

      শ্বশুরের জাগায় ফ্ল্যাট করে নাই। শ্বশুর শ্বাশুড়ি ফ্যাট বানানোর জন্য রুহুলদের কাছ থেকে ধার নিছিলো। আপনি মনে পুরা ঘটনা শোনেন নাই।

    • @bpbp2684
      @bpbp2684 8 місяців тому

      এখানে চুরের উপর বাটপারি করা হয়েছে।

  • @rastimasud9808
    @rastimasud9808 Рік тому +25

    একটা সন্তানের সুখের জন্য সব চেয়ে যে বেশি ত্যাগ স্বীকার করেন সে হচ্ছে মা তাই আল্লাহ তায়ালা মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত লিখছেন।কিন্তু এইটা কেমন মা।

    • @nohacknomode9211
      @nohacknomode9211 Рік тому

      or bap kharap

    • @masudkabir4461
      @masudkabir4461 Рік тому

      মেয়েটা মনে হয় লোভী, ও অহংকার, চালাক

    • @Arslanbey-ny2gq
      @Arslanbey-ny2gq Рік тому

      দুনিয়াতে যেমন ভালো মা আছে তেমনি খারাপ মাও আছে।

  • @mosaddekhossain9135
    @mosaddekhossain9135 Рік тому +22

    বিয়ে দ্বিতীয় করে প্রথম স্বামীর থেকে কিভাবে খরচ চায় বুঝলাম না নতুন আইন নেমেছে নাকি তাহলে তো এই ধরনের মেয়েরা এগুলা শুরু করবে

    • @nazmulalam9029
      @nazmulalam9029 Рік тому

      চোলেন সোবাই গিয়ে ই মোহিলার ওহংকার মাত্তে মিশে দেই, তার পেজ এবং চ্যানেল ই গিয়ে রিপোর্ট করি.....

  • @taslimaaktar3443
    @taslimaaktar3443 Рік тому +10

    এছেলেটার মত পতি ঘরে ঘরে ছেলে থাকলে বয়স হলে কোন বাবা মাকে বিদাআসরমে জেতেহবে না

  • @TanjilaskitchenITALY
    @TanjilaskitchenITALY Рік тому +11

    এই ভাই সারাক্ষণ মা মা করে অথচ বাচ্চার মা বাচ্চার থেকে দূরে😢

    • @knrmedia9999
      @knrmedia9999  Рік тому +4

      বাচ্চার মা নিজেই বাবার কাছে সন্তানকে দিয়ে দিয়েছে

    • @tanjilasvloginitaly9094
      @tanjilasvloginitaly9094 Рік тому +1

      আমি পুরো ঘটনার ভিডিও দেখেছি আপু উনি বাচ্চাকে বাচ্চার মায়ের সাথে দেখা ও করতে দেয না ঠিক মতো 😢

  • @salmanparvez2473
    @salmanparvez2473 Рік тому +8

    আল্লাহ তুমি ভাইকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দাও তার ধৈর্যের উত্তমপতিদান দাও তার পরিবারের সকল সদস্যকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুন আমিন আমিন আমিন হে আল্লাহ ওই মহিলাটা কে একটু লজ্জা শরম দাও হেদায়াত দাও আমি মেয়ে হয়ে লজ্জিত আমি একজন মেয়ে হয়ে চিন্তা করলে ওআমার লজ্জা লাগে

  • @moriomkhanom9580
    @moriomkhanom9580 Рік тому +91

    ২ পক্ষেরই দোষ আছে আপনিও সাধু না বাপ মায়ের কথায় ভালোবাসার মানুষ কে তালাক দিলেন কেন?কেস তো খাবেনই।

    • @Mymuna-l6s
      @Mymuna-l6s Рік тому +5

      Exactly

    • @SSSBangla
      @SSSBangla Рік тому +6

      ঠিক বলেছেন,তবে যত যাই হোক,হতে পারে,হবে হয়ত,এসব ভেবে তালাক দেয়া উচিৎ হয়নি,,,আরো সময় নিয়ে বোঝাবুঝির দরকার ছিলো,কারণ তারা দুজন দুজনকে ভালোবাসতো,এখনও ভালোবাসে,এটা কিবরিয়া rj সো তে তাদের কিছু কিছু কথাবর্তাতে বোঝা গেছে,,,,
      আর তাছাড়াও তার বাচ্চার মা,,
      যাই হোক যা কিছু হয়েছে,তা তাদের ভাগ্য লিখা ছিলো,আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে

    • @RozysRannaGhor
      @RozysRannaGhor Рік тому

      ভালবাসেন বলে সব খুন মাফ ,উনি ফুড আপিপ জন্য আলাদা বাসা নিয়েছিল কিন্ত ফুড আপিপ ফ্যামিলির কথায় উনাকে জেলের ভাত খাওয়াছে এর পর কেমনে সংসার করবে আপনে পারবেন!!!???

    • @tomagomes1155
      @tomagomes1155 Рік тому

      ওনি যে ভাবে ওনার এক্স ওয়াইফ কে দোষ দিচ্ছে আর বোঝাচ্ছে মা হিসেবে ওনি পারফেক্ট ছিলনা যত্ন নেয়নি ওনি কোন না কোন দিন আবার বিয়ে করবে ওনার ওই ওয়াইফ কি এ বাচ্চাকে নিজের মার থেকে বেশি ভালবাসা দিবে এটার গ্যারান্টি কি ওনি দিতে পারবে।

    • @afrinanazmin8232
      @afrinanazmin8232 Рік тому +9

      Onar kotha sune 100% genuine... Ai food appi and tar baba ma froud.
      Jamai er bap er tk dia tala banay abr sei tk ferot o dey ni.
      Rabish typ family and oi food bedi..

  • @alamin-u3y9i
    @alamin-u3y9i Рік тому +8

    Rj Kibria ওইখানেও এই ভিডিওটা তিন ঘণ্টা ২৫ মিনিট সারারাত দেখলাম, আমার জায়গা থেকে যেটা আমি বলতে চাই, যে মেয়ের মা হয় বেশি চালাক, সে মেয়ে খাবে বেশি বেশি তালাক,
    যে ছেলে বাবা-মার অবাধ্য হয়ে শ্বশুর বাড়িতে গড়বে সম্পদ,
    সেই ছেলেকে পড়তে হবে একদিন না একদিন ওই মহান আদালত।
    এখানে মেয়েটা নিজের স্বার্থের জন্য কিনা করেছে, আর ছেলেটা দিনের পর দিন আদর্শ বাবা হয়েছে স্যালুট ভাই তোমায়।

  • @Shaki.786.b
    @Shaki.786.b Рік тому +8

    বয়কট ফুড আপ্পি

  • @saikattelevision5200
    @saikattelevision5200 Рік тому +8

    সুন্দরী মেয়েরা কেঁদে অনেককিছু জয় করে, যা ছেলেরা পারে না। মেয়েটা ঠিকই দ্বিতীয় বিয়ে করেছে। কিন্তু এই ছেলেটা আর তার বাচ্চার কি হবে??!!

    • @nazmulalam9029
      @nazmulalam9029 Рік тому

      চোলেন সোবাই গিয়ে ই মোহিলার ওহংকার মাত্তে মিশে দেই, তার পেজ এবং চ্যানেল ই গিয়ে রিপোর্ট করি.....

    • @Tazkeya-h2d
      @Tazkeya-h2d Рік тому

      মেয়েটা যদি দ্বিতীয় বিয়ে না করতো তাহলে মেয়েটার জীবনের কী অবস্থা হতো একবার ভেবেছেন? ডিভোর্স তো মেয়ে টা দেয় নাই, মেয়ে টার কী দোষ শুনি? বিনা কারণে শারীরিক মানসিক নির্যাতনের পর ছেলেটায় তো মনিষা কে ডিভোর্স দিলো।জীবন কারো জন্য অপেক্ষা করে না।জীবন তার নিজস্ব গতিতে চলে। যদি রুহুল আমিন এতটুকু চিন্তা করতো যে আমার + আমার বাচ্চার কী অবস্থা হবে? এই কথা চিন্তা করলে সে কখনও এই নির্দোষ মেয়েটাকে ডিভোর্স দিতে পারতোনা।

  • @shanosultana7068
    @shanosultana7068 Рік тому +11

    আপু আমিওএকমত বিয়ের পর মা বাবা বাড়ীতেই থাকলে স্বামীর ঘর করতে পারে না ।

  • @MahbubaKhatun-q9h
    @MahbubaKhatun-q9h Рік тому +4

    ভাই, আপনি ঠিক

  • @sudhritidas6705
    @sudhritidas6705 Рік тому +21

    এই যে একটা কথা, মা বাবার কথা শুনতেই হবে, প্লিজ, এটা সবাই মেনে চলার চেষ্টা করবেন, জয়ী হবেন নিশ্চয়ই।

    • @sumaiyasultana7424
      @sumaiyasultana7424 Рік тому +1

      Jei lok nijer baccha k tar ma theke alada rakhe se kokhonoi valona..

    • @abdullahbinnoortanim1853
      @abdullahbinnoortanim1853 Рік тому +2

      আপনি এই মেয়ের ফ‍্যান নাকি?

    • @RR-oh8qs
      @RR-oh8qs Рік тому +2

      Marriage is personal opinion, parents don’t have rights to force.

  • @tomatomalvaibon
    @tomatomalvaibon Рік тому +3

    প্রত্যেক বিয়ের সময় মেয়ের মায়ের অঙ্গীকার নেওয়া উচিত যাতে বিয়ের পর মেয়ের মা তার মেয়ের সংসারে নাক না গলায়

  • @shahinaakther9929
    @shahinaakther9929 Рік тому +12

    এটা হাদিস আছে যে লেনদেনে করতে হলে প্রমান রাখতে হবে।

    • @Arslanbey-ny2gq
      @Arslanbey-ny2gq Рік тому

      এই হাদিস টা না মানলেই বিপদ।

    • @ক্ষণকালএজীবন
      @ক্ষণকালএজীবন Рік тому

      কুরআনে আল্লাহ বলেছেন সূরা বাকারায়।
      ২ : ২৮২
      হাদীস তো পরে।
      এটা ফরজ।
      না করা দুই পক্ষের জন্যই হারাম ।

  • @DelwarHusen-xg3rl
    @DelwarHusen-xg3rl Рік тому +4

    আমদের সমাজে সবাই পুরুষদের দোসদেয়।

  • @tanjilasvloginitaly9094
    @tanjilasvloginitaly9094 Рік тому +4

    ভাই আমি একটা কথা বলি আপনি আর কখনও বিয়ে কইরেন না ,আসলেই আবার ডিজাস্টার হবে ,মা আর ভাই কে নিয়ে থাকেন সারাজীবন । আপনার বাচ্চাকে আপনার মা আর আপনার ভাইয়ের থেকে কেউ বেশি টেককেয়ার করতে পারবে না

  • @TanzirRahman
    @TanzirRahman Рік тому +16

    বাচ্চাকে সে নিজের পেটে ধরেছে, দশমাস গর্ভে রেখেছে বাচ্চার উপর তার সম্পূর্ণ অধিকার আছে। তোমার থেকে বাচ্চার উপর তার অধিকার অনেক বেশি। তুমি গাড়ির গ্যারেজে বাচ্চাকে দেখাবে কেন?

    • @sharminyousuf9327
      @sharminyousuf9327 Рік тому +6

      Hmmm baccha 9month gorbe rakhlei ja khushi korte parbe...what a thought!!

    • @বিদ্রোহী-ঝ৯হ
      @বিদ্রোহী-ঝ৯হ Рік тому

      আরে বেটা করনা কালিন সময় এটা করেছে বলদ তার পর ও তো কাছে গিয়ে দেখছে

    • @aslamuddin2976
      @aslamuddin2976 Рік тому +2

      ১০ মাস রেখে বাচ্চা কে নিজে দিয়ে দেয় কেমনে,আবার বিয়ে করে

    • @TanzirRahman
      @TanzirRahman Рік тому +2

      @@aslamuddin2976 নিজে দেয় না, বাচ্চার বাপে নিয়ে গেছে।

    • @Arslanbey-ny2gq
      @Arslanbey-ny2gq Рік тому +1

      @@TanzirRahman বিয়ে বসবে বলে নিজেই বাচ্চাকে বাবার দিয়ে গেছে। পুরা ঘটনা শুনলে জানতে পরবেন।

  • @Jamilajannat844
    @Jamilajannat844 Рік тому +2

    O allah bair kanna dake kno kanna aslo 😢Allhamdullia husband bacca Niye happy aci

  • @Alimulneloy
    @Alimulneloy Рік тому +48

    ভাই যার কথা শুনবেন তারটাই ভালো লাগবে, এক হাতে তালি বাজে না,কারো দোষ বেশি কারো কম

    • @farahyeasmin6230
      @farahyeasmin6230 Рік тому

      Na food na ki jeno uni j chapa martesilo bujha gese to

    • @khalidbinwalid-gl2ie
      @khalidbinwalid-gl2ie Рік тому +4

      স্যার, সে তো তার ভোল গুলো স্বীকার করেছে!!! আর ফুডা প্পি তো ফেরেশতা সাজি গেছে😂😂😂😂

    • @1lovelukhan141
      @1lovelukhan141 Рік тому +3

      স্বামী সঠিক।

    • @ArifHossain-bx9mw
      @ArifHossain-bx9mw Рік тому

      তুই যে রাম ছাগল

  • @TanzirRahman
    @TanzirRahman Рік тому +7

    উপস্থাপিকা কম কথা বলো। কথা শোনো।

  • @robinma1249
    @robinma1249 Рік тому +11

    আপনি কি বিয়ে করবেন না কখনো 😐
    আপনি বিয়ে করে তাকে দেখিয়ে দিবেন পেটে ধরলেই মা হওয়া যায়না❤

  • @mddaud-oe9cm
    @mddaud-oe9cm Рік тому +3

    বিষয়টি ভীষণ কষ্টের! বাচ্চাটার জন্য ভীষণ খারাপ লাগছে!

  • @shirinislam4039
    @shirinislam4039 Рік тому +4

    onk dhorjo niya sb kichu sunlam...akhane food appir dos ache...Ex hb aktu ghawra but sottobadi

  • @Rimi_Vlogs_1992
    @Rimi_Vlogs_1992 Рік тому +11

    ফুড আপির জন্যও কিন্তু ভাইরাল হলেন। গুড জব

    • @sharminyousuf9327
      @sharminyousuf9327 Рік тому +5

      Apnar ki bibek kj kore???naki abege comment koren

    • @Rimi_Vlogs_1992
      @Rimi_Vlogs_1992 Рік тому

      @@sharminyousuf9327 আপনার কি কাজ করে সেটা বলেন আপা

  • @saydaafrozjoty7344
    @saydaafrozjoty7344 4 місяці тому +1

    ভাইয়ার প্রতিটা কথা authentic, মহিলার নাটকীয়তা বেশি এটা তার কথার ভংগিমায় বুজা যাচ্ছে

    • @knrmedia9999
      @knrmedia9999  4 місяці тому

      কোন মহিলার

    • @saydaafrozjoty7344
      @saydaafrozjoty7344 2 місяці тому

      @@knrmedia9999 ওনার প্রাক্তন স্ত্রী

  • @dilrubaali5418
    @dilrubaali5418 Рік тому +5

    Food appi aro upore uthar Jonno ashob korche

  • @lailahossain4150
    @lailahossain4150 Рік тому +17

    এই সব ফালতু বিষয় নিয়ে ভিডিও করবেন না l ফালতু

  • @Raj.shanto.923
    @Raj.shanto.923 3 місяці тому

    Nice video 📷

  • @RAISAVLOGS-q3y
    @RAISAVLOGS-q3y 2 місяці тому

    ভাইয়া কুব ভালো কুব সুন্দর

  • @wahidaalamchowdhury9766
    @wahidaalamchowdhury9766 Рік тому +20

    আপু আমি কি একটা প্রশন করতে পারি।উনি কি মেয়ে বাচচা হলে নিজের কাছে রাখতো।ছেলে বাচচা বলে নিজের কাছে রেখেছে।

    • @mahiakthar6855
      @mahiakthar6855 Рік тому

      Ota o meye basca

    • @rumaislam3105
      @rumaislam3105 Рік тому +6

      Ekdom meye hole rakhto na chele dekhe dada dadi rakhche

    • @nivakhan3225
      @nivakhan3225 Рік тому

      আইন অনুযায়ী ছেলে বাচ্চা বাবা পাবে আর মেয়ে বাচ্চা মা পাবে

  • @Lovestory_0099
    @Lovestory_0099 Рік тому +5

    বাচ্চাকে নিয়েও ফুড ব্লগ করে আরও ভাইরাল হতে চেয়েছিল 😢

    • @knrmedia9999
      @knrmedia9999  Рік тому +2

      একদম ঠিক বলেছেন

  • @sfmasudentertainment7021
    @sfmasudentertainment7021 Рік тому +3

    ভাই সত্য বলছে তাই ওনার কথা অনেক ভাল লাগলো

  • @shiponAna
    @shiponAna Рік тому +20

    এই মহিলার মতো যেন আর কোনো পুরুষের জীবন নষ্ট না হয়

    • @moriomkhanom9580
      @moriomkhanom9580 Рік тому +6

      না যেনে বলেন কেন, অকারন তালাক দিলে তো কেস করবেই,ওনি এত সাধু তাহলে ভালোবাসার মানুষ কে মায়ের কথায় তালাক দিলো কেন।

    • @shiponAna
      @shiponAna Рік тому +1

      @@moriomkhanom9580 একটা বাবা কখনো মিথ্যা হতে পারে না,মা সব সময় খারাপ হয়।উনার চোখের জল মিথ্যা হতে পারে না

    • @manikchandrasarker7510
      @manikchandrasarker7510 Рік тому +1

      ​@@shiponAna ma sobsomoy kharap hoi?😂 eta ki bollen vhai. Apnaro o kintu ma ase nijer make eshob bolle mante parben?

  • @aishorjohassan5613
    @aishorjohassan5613 Рік тому +7

    ভাইয়া ডাইপার পরলে বাচ্চারা এভাবেই পটি করে । এটা খুব স্বাভাবিক বিষয় । আর এখনকার বেশিরভাগ বাচ্চাকেই parents রা ডাইপার পরায় । কথা হচ্ছে একেকজনের বাচ্চা পালনের ধরন একেক রকম । কারো টা কারো পছন্দ না ই হতে পারে ।

    • @knrmedia9999
      @knrmedia9999  Рік тому +2

      কিন্তু বাচ্চাকে অভ্যাস করাতে হয়

    • @ক্ষণকালএজীবন
      @ক্ষণকালএজীবন Рік тому

      নানী কি করত ?
      দাদী যা পারে !!!

    • @aishorjohassan5613
      @aishorjohassan5613 Рік тому +2

      ভাই… যদি ভুল ধরতে চান তবে পৃথিবীর সবচেয়ে ভালো মা, যার মতো ভালো বাচ্চাকে কেউ বাসতে পারেনা তারও কয়েকশো ভুল ধরতে পারবেন । আর কর্মজীবী মানুষদের ও তো বাচ্চা আছে, একজন স্কুল শিক্ষক মায়ের ও সন্তান থাকে । তাকেও চাইলে আপনি বিচার করতে পারেন । তার বাচ্চাকেও আপনি এই দৃষ্টিকোণ থেকে দেখে বলতে পারেন যে বাচ্চার যত্ন নেয় না, বাচ্চাকে ভালোবাসে না । মা তার বাচ্চাকে ভালোবাসেনা এটা আমি মানতে পারলাম না । দুই একজনের উদাহরণ দেবেন না প্লিজ । এই বিষয়ে কথা বলতে গিয়ে নিজের ব্যক্তিগত বিষয়েও কথা বলতে হচ্ছে । আমার বাচ্চা ও ডায়পার পরে । ওর বয়স দুই বছর । সময় হলে পটি ট্রেনিং ও দেবো । আমার আশেপাশে সবাই বাচ্চাকে ডায়পার পরায় । দেশেও বেশিরভাগ মানুষকে বাচ্চাকে ডায়পার পরাতে দেখেছি । আমার আম্মুও আমার ছোট ভাইকে পরাতেন । এবার যখন দেশে গেলাম মশার কামড়ে বাবুর হাতে পায়ে অনেক দাগ নিয়ে আসতে হয়েছে, যদিও ওকে মশারির মধ্যে রেখেছি বেশিরভাগ সময় । তারপরও মশার কামড়ের ফোলা জায়গাগুলোতে বাবু চুলকে চুলকে একদম দাগ করে ফেলেছে । এত গরম ছিলো যে ফুল হাতা কিছু পরানো যায়নি । মাও মানুষ , মানুষ পারফেক্ট হয়না । মানুষেরই ভুল হয় । কোনো মাকে জাজ করবেন না, আমার অনুরোধ । এই মনীষা আপুর কথা কি আমরা ব্যক্তিগতভাবে জানি? এক বছর দেখা করতে যায় নি, তার পেছনে কি কারণ আছে আমরা কি সেটা জানি ? অথবা দেখেছে ও হয়তো । কে জানে । আরও কয়েক বছর যে গিয়েছে তার কথা তো কেউ বললেন না । আপনারা যারা মা বাবাকে গ্রামে রেখে এসে শহরে কাজ করেন । লম্বা সময় পরে বাড়ি যান, আপনারা ওনাদের ভালোবাসেন না ? এই মনীষা আপুকে আমি চিনিও না, জানিও না কিন্তু একজন মাকে বাচ্চার লালন পালন, ভালোবাসার ঘাটতির ব্যাপারে কেউ এভাবে মন চাইলো বলে দিলো সেটা মানতে পারলাম না । সবকিছু তো আর মানুষের কন্ট্রোলে থাকে না । আমরা বাচ্চাকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভালোবেসে, যত্ন করেই বড় করি । তারপরও দূর্ঘটনা ঘটে । আপনাদের বাচ্চা কখনো খাট বা চেয়ার থেকে পড়ে যায়নি? অথবা এমনিতে পড়ে হাতে পায়ে কোথাও টেম্পরারি দাগও হয়নি? এই বাচ্চাটা তার বাবার কাছে থাকে । ও কি সেই আড়াই বছর বয়সের পর থেকে মশার কাম খায়নি ? একবারও পড়ে যায়নি ? জ্বর হয়নি কখনো? সর্দি ? যদি হয়ে থাকে তাহলে বাবাসহ পরিবারের চারটা মানুষ একসাথে হয়েও বাচ্চাটাকে ঠিকমতো লালন পালন করছেনা, ভালোবাসছে না ।এই কথাটা আমি রাগ থেকে বললাম কিন্তু কথার সাথে আমি নিজেও একমত না । বাচ্চাকে উভয় পরিবারই ভালোবাসে । মানুষে মানুষে ভালোবাসা প্রকাশের ধরনে ওতো কত পার্থক্য ।

  • @rezwanrabbi2369
    @rezwanrabbi2369 Рік тому

    Vai apni thik asen ❤❤

  • @Md.AbdullahAlNoman-ic3cu
    @Md.AbdullahAlNoman-ic3cu Рік тому +6

    Thik bolce bhiya ta ...baccha ke valobasle to se 1 years na deikha thakte parto na abar vlog korbe ...food appir dhong sob

    • @fayzulayan2613
      @fayzulayan2613 Рік тому

      Islamic niyome ma hazar kharap hoile o sontan ma k somman korbe.kintok a cele ta baje .karon ar karone sontan ma k somman korbe na

    • @brishtyakter1801
      @brishtyakter1801 Рік тому

      Tura meye hole bujte

    • @Arslanbey-ny2gq
      @Arslanbey-ny2gq Рік тому

      R8

  • @KAJALMIAH-yj7es
    @KAJALMIAH-yj7es Місяць тому

    😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @identityofallah
    @identityofallah Рік тому +5

    আল্লাহ্ তায়ালা আছেন আসমানে
    মহান আরশের উরধে সমুন্নত,
    সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
    কোথাও কিছু নেই আল্লাহ্র মতো।
    ...সতর্ক থাকো আত্মীয়তার বন্ধন সম্পর্কে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর তীক্ষ দৃষ্টি রাখেন। ’ (সুরা নিসা, আয়াত : ১)

  • @ajinurakter4414
    @ajinurakter4414 Рік тому

    Kibriya vaiyar okhane vaiya expressed howar sujog dewa hoyni, kno bujhte parlam na

  • @urmiislam6417
    @urmiislam6417 Рік тому +19

    এক হাতে তালি বাজে না

  • @Rimi_Vlogs_1992
    @Rimi_Vlogs_1992 Рік тому +10

    ভাই ভাইরাল হয়ে গেলেন। এতো কিছু এই জন্যই করলেন। ভালো

    • @fhrelaxation
      @fhrelaxation Рік тому +3

      কয়েকমাস আগে যখন ফুড আপ্পি যাতা ইচ্ছা মিথ্যা গল্প বলে গেলো। কই ছিলেন, এখন কাউন্টার দিয়ে সত্যটা বলা অপরাধ নাকি😂

    • @Rimi_Vlogs_1992
      @Rimi_Vlogs_1992 Рік тому

      @@fhrelaxation নাহ। সত্য বললে কয়েক মাস আগেই বলতে পারতো উনি তাই না। আসলে এনারা দজনেই পাবলিক ফিগার হতে চায়ছে

    • @fhrelaxation
      @fhrelaxation Рік тому

      @@Rimi_Vlogs_1992 উনি অই ভিডিও আর জে কিবরিয়া থেকে পাবলিশ হওয়ার পরে অনেক খারাপ পরিস্থিতির শিকার হয়েছেন, সবাই উনাকে এই বিষয়ে প্রশ্নবিদ্ধ করতেছিলো, তাই উনি কিবরিয়া কে ফোন করে বলেছিলো উনিও কিছু বলতে চায়। উনার বক্তব্যের সময় ফুড আপ্পিকে কলে জয়েন করে বক্তব্য রেকর্ড করে। সবগুলো মিথ্যা তার সামনে ধরিয়ে দিয়ে যায় উনি। পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো। ফুড আপ্পি সামান্য সিম্পেথি গেইন করার জন্য একের পর এক মিথ্যা বলেছে।

    • @Arslanbey-ny2gq
      @Arslanbey-ny2gq Рік тому

      রুহুলের ভালো জব আছে তা করে তার ভালো মতোই চলে যায়। ফালতু ভ্লগিং করে বেড়ানো মানুষ ও না। সবাইকে নিজেদের মতো ভাবা ঠিক না।

  • @naomibiswas7537
    @naomibiswas7537 Рік тому +2

    ভাইয়া খুব ভাল

  • @mahmudulsumon-ov2mb
    @mahmudulsumon-ov2mb Рік тому +1

    Allah Subhanahu Wa Ta'ala said:
    يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰۤى اَجَلٍ مُّسَمًّى فَا كْتُبُوْهُ ۗ وَلْيَكْتُبْ بَّيْنَكُمْ كَا تِبٌ بِۢا لْعَدْلِ ۖ وَلَا يَأْبَ كَا تِبٌ اَنْ يَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ فَلْيَكْتُبْ ۚ وَلْيُمْلِلِ الَّذِيْ عَلَيْهِ الْحَـقُّ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْــئًا ۗ فَاِ نْ كَا نَ الَّذِيْ عَلَيْهِ الْحَـقُّ سَفِيْهًا اَوْ ضَعِيْفًا اَوْ لَا يَسْتَطِيْعُ اَنْ يُّمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهٗ بِا لْعَدْلِ ۗ وَا سْتَشْهِدُوْا شَهِيْدَيْنِ مِنْ رِّجَا لِكُمْ ۚ فَاِ نْ لَّمْ يَكُوْنَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَّا مْرَاَ تٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰٮهُمَا فَتُذَكِّرَ اِحْدٰٮهُمَا الْاُ خْرٰى ۗ وَ لَا يَأْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا ۗ وَلَا تَسْــئَمُوْۤا اَنْ تَكْتُبُوْهُ صَغِيْرًا اَوْ كَبِيْرًا اِلٰۤى اَجَلِهٖ ۗ ذٰ لِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَ قْوَمُ لِلشَّهَا دَةِ وَاَ دْنٰۤى اَ لَّا تَرْتَا بُوْۤا اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَا رَةً حَا ضِرَةً تُدِيْرُوْنَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَا حٌ اَ لَّا تَكْتُبُوْهَا ۗ وَاَ شْهِدُوْۤا اِذَا تَبَايَعْتُمْ ۖ وَلَا يُضَآ رَّ كَا تِبٌ وَّلَا شَهِيْدٌ ۗ وَاِ نْ تَفْعَلُوْا فَاِ نَّهٗ فُسُوْقٌ بِۢكُمْ ۗ وَ اتَّقُوا اللّٰهَ ۗ وَيُعَلِّمُكُمُ اللّٰهُ ۗ وَا للّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ
    ইয়া আইয়ূহাল্লাযীনা আ-মানূইযা-তাদা-ইয়ানতুম বিদাইনিন ইলা-আজালিম মুছাম্মান ফাকতুবূহু ওয়ালইয়াকতুব বাইনাকুম কা-তিবুম বিল‘আদলি ওয়ালা-ইয়া’বা কাতিবুন আইঁ ইয়াকতুবা কামা-‘আল্লামাহুল্লা-হু ফালইয়াকতুব ওয়াল ইউমলিলিল্লাযী ‘আলাইহিল হাক্কুওয়াল ইয়াত্তাকিল্লা-হা রাব্বাহূওয়ালা-ইয়াবখাছ মিনহু শাইআন ফাইন কা-নাল্লাযী আলাইহিল হাক্কুছাফীহান আও দা‘ঈফান আও লা-ইয়াছতাতী‘উ আই ইউমিল্লা হুওয়া ফাল ইউমলিল ওয়ালিইইয়ুহু বিল‘আদলি ওয়াছতাশহিদূ শাহীদাইনি মিররিজা-লিকুম ফাইল্লাম ইয়াকূনা রাজুলাইনি ফারাজুলুওঁ ওয়ামরাআতা-নি মিম্মান তারদাওনা মিনাশ শুহাদাই আন তাদিল্লা ইহদা -হুমা ফাতুযাককিরা ইহদা-হুমাল উখরা ওয়ালা-ইয়া’বাশশুহাদাউ ইযা-মা দু‘ঊ ওয়ালা-তাছআমূ আন তাকতুবূহু ছাগীরান আও কাবীরান ইলা আজালিহী যা-লিকুম আকছাতু‘ইনদাল্লা-হি ওয়াআকওয়ামুলিশশাহা-দাতি ওয়াআদনা আল্লা-তারতা-বূইল্লা আন তাকূনা তিজারাতান হা-দিরাতান তুদীরূনাহা-বাইনাকুম ফালাইছা ‘আলাইকুম জুনা-হুন আল্লাতাকতুবূহা-ওয়াআশহিদূ ইযা-তাবা-ইয়া‘তুম ওয়ালা-ইউদাররা কা-তিবুওঁ ওয়ালা-শাহীদুওঁ ওয়া ইন তাফ‘আলূফাইষর নযধু -হরহ ওঅষ'সকুম ওয়াত্তাকুল্লা-হা ওয়া ইউ‘আলিলমুকুমুল্লা-হু ওয়াল্লা-হু বিকুল্লি শাইইন ‘আলীম।
    "হে বিশ্বাসীগণ! যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ধারে কারবার করবে, তখন তা লিখে রাখবে, তোমাদের মধ্যে যেন কোন একজন লেখক ন্যায্যভাবে লিখে দেয়, লেখক যেন লিখতে অস্বীকার না করে, যেরূপ আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন, কাজেই সে যেন লিখে এবং কর্জ-গ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তার প্রতিপালক আল্লাহর ভয় রাখে এবং প্রাপ্য হতে যেন কোনও প্রকারের কাটছাঁট না করে। যদি কর্জ-গ্রহীতা স্বল্প-বুদ্ধি অথবা দুর্বল কিংবা লেখার বিষয়বস্তু বলতে অক্ষম হয়, তবে তার অভিভাবক যেন লেখার বিষয়বস্তু ন্যায্যভাবে বলে দেয় এবং তোমাদের আপন পুরুষ লোকের মধ্য হতে দু’জন সাক্ষী রাখ, যদি দু’জন পুরুষ না পাওয়া যায়, তাহলে একজন পুরুষ ও দু’জন স্ত্রী লোক, যাদের সাক্ষ্য সম্পর্কে তোমরা রাজী আছ, এটা এজন্য যে, যদি একজন ভুলে যায় তবে অন্যজন স্মরণ করিয়ে দেবে এবং যখন সাক্ষীগণকে ডাকা হবে, তখন যেন (সাক্ষ্য দিতে) অস্বীকার না করে। ছোট হোক বা বড় হোক তোমরা নির্দিষ্ট মেয়াদসহ লিখে রাখাকে তাচ্ছিল্যভরে উপেক্ষা করো না, এ লিখে রাখা আল্লাহর নিকট ইনসাফ বজায় রাখার জন্য দৃঢ়তর, সঠিক প্রমাণের জন্য সহজতর এবং তোমরা যাতে কোনও সন্দেহে পতিত না হও এর নিকটবর্তী। কিন্তু যদি কোন সওদা তোমরা পরস্পর নগদ নগদ সম্পাদন কর, তবে না লিখলেও তোমাদের কোন দোষ নেই। আর তোমরা যখন পরস্পর কেনাবেচা কর তখন সাক্ষী রেখ। কোনও লেখক ও সাক্ষীকে যেন কষ্ট দেয়া না হয় এবং যদি এরূপ কর, তাহলে তোমাদের গুনাহ হবে। কাজেই আল্লাহকে ভয় কর এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং আল্লাহ সর্ববিষয়ে সুপরিজ্ঞাত।"
    (QS. Al-Baqarah 2: Verse 282)

  • @masumlens
    @masumlens Рік тому +1

    Rj Kibria bhai, tar video gulo delete kore dise....
    Ei video gulo fb te diye dile hoto aro beshi reach pabe.... At least one-sided query thakbe na🤔
    Bhai tar kotha khubi logical, most of the relationships bhangar main reason thake sasori😥

  • @Jamilajannat844
    @Jamilajannat844 Рік тому +2

    Hayre balovasa😢

  • @TanjilaskitchenITALY
    @TanjilaskitchenITALY Рік тому +3

    হে ভাই আপনার মা আপনার ভাই আপনার বাচ্চার জন্য বেস্ট আর আপনার বাচ্চার মা কিছু না😢

  • @mdalaminhossain6569
    @mdalaminhossain6569 Рік тому +1

    Good ভাই

  • @nafisakakoli6662
    @nafisakakoli6662 Рік тому

    আমার মনে হচ্ছে বাচ্চার মা বাচ্চার উছিলায় দু'দিক কন্টিনিউ করতে চায়।

  • @HumayraAfreenSalma
    @HumayraAfreenSalma 5 місяців тому +1

    Onk Somoy Baba mayer karone songsar venge jai

  • @Amivaloni
    @Amivaloni Рік тому +1

    জিতলো কে ❓

  • @SabihaLiz
    @SabihaLiz 8 місяців тому

    উচিত সবসময় সত্যি কথা বলা

  • @nafisakakoli6662
    @nafisakakoli6662 Рік тому

    বাচ্চার একটা ভিডিও দেখতে পারতাম।

  • @abusayedkhudri7404
    @abusayedkhudri7404 Рік тому +2

    Food appi boro noti

  • @abrarDin-c5w
    @abrarDin-c5w 4 місяці тому

    মেয়াটা বীয়ে না করলে সব ঠিক হয়ে য়েত আল্লাহ র রহমতে

  • @tomalikatori7526
    @tomalikatori7526 Рік тому +1

    Akjon purush manush hoyeo apne bea na kore baccar jnno nijeke akhono single acen ata obosshoi onk boro sacrifice.r uni akjon mey hoye onno akta bea kore r ekta bacca o nea nice

    • @Arslanbey-ny2gq
      @Arslanbey-ny2gq Рік тому

      মেয়েটা নাকি বিয়ে করেছে সমাজের চাপে, তাহলে মনে হয় হাসি খুশি থাকে সমাজের চাপে, ফুর্তি করে খেয়ে বেড়ায় সমাজের চাপে, ভ্লগিংও করে সমাজের চাপে 😆😆😆😆😆

  • @thisisadibah
    @thisisadibah Рік тому

    Ei documents er kahini amar babao korse tar friend k diye amr ammo kisoi jantona😅😅

  • @rosnyakter1715
    @rosnyakter1715 Рік тому +1

    Monisha natok a parfect
    Mittha kothay first

  • @আকাশHowladar-m3x
    @আকাশHowladar-m3x 3 місяці тому

    মেয়ে মানুষের জে কতটা ভয়ানক রুপ আল্লাহ যানে

    • @knrmedia9999
      @knrmedia9999  3 місяці тому

      সেড। এক নারীর জন্য সব নারীর খারাপ

  • @TorikulIslam-go5jp
    @TorikulIslam-go5jp 2 місяці тому

    ভাই আপনি বেঁচে গেছেন।এইরকম মেয়ে র সঙ্গে সংসার না করার।

  • @shalinaakhter6529
    @shalinaakhter6529 Рік тому +1

    সাধু

  • @nargismussamat1875
    @nargismussamat1875 Рік тому +1

    আমি এই গল্প শোনার পরে আর কোন কমেন্ট করতে চাইনা

    • @knrmedia9999
      @knrmedia9999  Рік тому

      ভালো সিদ্ধান্ত

  • @FriendsAddaBD
    @FriendsAddaBD Рік тому

    Mamlai to ses hosse na biye korben kokon.

  • @user-bz8zn1zz7juthi
    @user-bz8zn1zz7juthi Рік тому

    Ami akjon meye hisebe ekta kothay boltsi bacchara apon por bojena ora jar kase adar valobasha Maya momota pabe tar kasey jabe takey apon vabbe sey khetre akjon ma hisebe tar obodhan ki silo
    Bortoman somoye bacchader take care j koto ta kosto ta akjon sottikarer careful baba or ma e bojbe oni ato momota moye ma deykhay divorce payte na payte bie korar jonno osthir
    R rohol vai bier kotha sonle atke othe onar kotha golo vitor theke ase jkhane mittha ta khob kom e r fajil appir kotha jokhon 1st time sonci tokhoni amar kase mittha banoat mone hoise
    Allah rohol vai k bachayse nari or ma namer kolongko theyka
    Ami akjon meye hoye khob lojjito

  • @RomeoIolliet
    @RomeoIolliet Рік тому +1

    আরে উনি মানে লোকটা যত টা ভালো সাজে ততটাও ভালো না। দোষ ভুল ২ জনের আচে।

    • @knrmedia9999
      @knrmedia9999  Рік тому +3

      তিনি তো আগে কিছু বলতে আসে নাই, শুরুটা তো করেছেন খাদ্য আপা

  • @Ifraayaat-wn8hl
    @Ifraayaat-wn8hl Рік тому

    Kou ki rohul baiyar numbar ta dite parbe

  • @amenaakhter4411
    @amenaakhter4411 Рік тому +4

    ভাই তালাক তুমি আগে দিছে

  • @rehenabegum600
    @rehenabegum600 Рік тому +8

    এই মা আর মেয়ের হাত থেকে রক্ষা পাইছেন

  • @treebreak458
    @treebreak458 Рік тому +1

    Ai luker koto sommossa. Keno akta ma baccha dekthe gareze jabe

  • @nilufanilufa2956
    @nilufanilufa2956 Рік тому +9

    লোকটা মনে হয় অনেক ঘাউড়া। বাবা কখনোই মায়ের ভালোবাসার অভাব দূর করতে পারে না।

    • @knrmedia9999
      @knrmedia9999  Рік тому +6

      আর ফুড আপা বুঝি ভালো

    • @runaruna5122
      @runaruna5122 Рік тому

      Apnak koto taka diyeche safai gawar jonno.duniyar guliye dileo ma er valobashar soman hoina.r ai lok dhowa tulshi pata na.ruhul er ma baba r monishar ma babar jonnoi aj ai porinoti.r akta bacca k apni vul ja bujhaben se tai bujhbe.

    • @pjm_lachimolalaaa
      @pjm_lachimolalaaa Рік тому

      ​@@knrmedia9999 biased হয়ে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়না। একজন নারী হয়ে আরেকজন নারীকে সম্মান দিতে শিখুন। জানা মতে আপনিও একজনের মা। আর দেড় বছর যে বলতেছে এর মধ্যে উনি প্র্যাগনেন্ট ছিলেন। তার আরেকটা বাচ্চা হয়েছে যার বয়স এখন ৭ মাস। এত ইলজিক্যাল কথা বলেন কিভাবে? এই মানুষের সমস্যা তার ডিভোর্সি বউ কেন আরেকজনকে বিয়ে করলো? কেন সে আরেকজনের ঘরে সুখী জীবন কাটাচ্ছে? কেন সারাটা জীবন এই মায়ের আঁচলে বাঁধা লোকটার পায়ে ধরে ধরে কেঁদে কাটিয়ে দেয়নি। কেন সে সুখী! সম্পূর্ণ ভিডিও দেখে এটাই মনে হলো। আর এই লোক সবসময় বলে ভিউসের জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য সে এমন করতেছে। কতটুকু নীচ মানসিকতা হলে একজন বাবা তার বাচ্চার মা কে যোগ্য সম্মান দিতে পারেন না!
      উনি যদি এতই সাধু হলেন, এতই ভালো হলেন তাহলে কেন শ্বশুরের জায়গায় ফ্ল্যাট করতে গেলেন? এদের এতই বোকা ভাবছেন নাকি! একেকটা শয়তান বোঝাই যাচ্ছে। ফুডাপ্পি আরেকবার বিয়ে করেছে বেশ করেছে। নিজের জীবনকে শূণ্য থেকে শুরু করার অধিকার সবারই আছে। কতটা ভন্ড এই লোক নিজের বাচ্চার মায়ের চরিত্র নিয়ে মিথ্যা অভিযোগ করে! ছিহহহ। এসবের মাধ্যমে তিনি তার সন্তানকে মায়ের প্রতি বিদ্বেষই শেখাচ্ছেন এর চেয়ে বেশি কিছুই নাহহহ।

    • @Arslanbey-ny2gq
      @Arslanbey-ny2gq Рік тому

      ঘাউড়ারা চোখের সামনে যাকে দেখে তাকেই নিজের মতোই ভাবে।

    • @Oman0hone
      @Oman0hone Рік тому +3

      তুমি নিজেও তেরা কারন সাবার কমেন্ট এক ধরনের তুমার অন্য ধরনের

  • @MorshedaKhanom-r8v
    @MorshedaKhanom-r8v Рік тому +3

    ছেলেটি ভালো না গিবাদ করে

    • @jerinhumaira3908
      @jerinhumaira3908 Рік тому

      আহা রে, অল্পবিদ্যা ভয়ঙ্করী। কোন হাদিস কোনখানে এপ্লাই করতে হয় সেটা আগে শেখেন। এটা প্রমাণের স্থান, সে কোর্টের দলিল অনুযায়ী কথা তুলে ধরেছে। এটাকে গীবত বলে না, এটাকে বলে সাখ্য, প্রমাণ।

    • @Arslanbey-ny2gq
      @Arslanbey-ny2gq Рік тому

      রুহুল গীবত করে নি সত্য মিথ্যা তুলে ধরছে।

  • @junayedvhuyan-ip5ri
    @junayedvhuyan-ip5ri Рік тому +1

    এক হাতে কখনো তালি বাজে না।

  • @missesofebrahim2912
    @missesofebrahim2912 3 місяці тому

    Apne jode valo hon tahole debos delen keno, bai

  • @shohagkhan9358
    @shohagkhan9358 Рік тому +2

    এক তরফা কথা সুনে কেউ উলটা পালটা কথা বইলেন্না

  • @mdmahfuj366
    @mdmahfuj366 3 місяці тому

    Food appi ekta bessha, karon shea tar roop bikri kore khay

  • @mobildokan6214
    @mobildokan6214 3 місяці тому

    😭😭🤲🤲🤲🤲👍👍👍👍😜

  • @mdwashim990
    @mdwashim990 Рік тому +7

    রাবিশ পরিবারের মেয়ে

  • @Roman-yp1in
    @Roman-yp1in Рік тому +2

  • @SelinaAhmed-v7e
    @SelinaAhmed-v7e 2 місяці тому

    Sob dos cheletar.....r Kono kotha nai.....

  • @ShahidulIslam-is7kl
    @ShahidulIslam-is7kl Рік тому +1

    মনীষার ও মনীষার পরিবার লোভী।

  • @MostLataKhatun
    @MostLataKhatun 4 місяці тому

    Tahole alada holen kno vai.

  • @MsRume-y8j
    @MsRume-y8j Рік тому +1

    Ami bhaiya ka saport kori ak Jon baba bachha ka fala jata Para kintu ak Jon Maa fala jata Para na apni kamon maa apnar balobasai kono mullo nai

  • @sikderrabith640
    @sikderrabith640 Рік тому

    😢😢

  • @MsMs-vp2pw
    @MsMs-vp2pw Рік тому

    বাচ্চা থেকে মাকে আলাদা করচেন

  • @rahimaakterrahimaakter8671
    @rahimaakterrahimaakter8671 Рік тому +4

    দুইজনে থেকে কোনো জনেরই ধৈর্য্য নাই,,,,,সব থেকে বেশি আমি দোষী মনে করি রুহুল ভাইকে,,,কারণ আপনি বুঝে মানুষ না বুঝার মতো কাজ করতেছেন,,,????