Checkout Grameenphone Academy’s Ekattorer Kotha and play the quiz : gpsocial.co/EkattorerKotha আমাকে জানায়েন কিন্তু কতোগুলার উত্তর দিতে পারছেন আর কতক্ষণ সময় লেগেছে !!
ভাই লাবিদ আমি ইন্ডিয়া'র কলকাতা থেকে বলছি, আমি আপনাকে আপনার ৩০ হাজার সাবস্ক্রাইবার থেকে অনুসরণ করি এবং প্রত্যেকটি ভিডিও দেখি।বিশ্বাস করুন আপনার মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি করা ভিডিওগুলি সত্যিই আমার লোম শিহরিত করে। স্যালুট আমার ওপার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের, স্যালুট আমার ওপার বাংলাদেশের ভাইদের। ভালো থাকুক আমার ওপার বাংলা। আর আমার মহান দেশের তৎকালীন সরকারকে ধন্যবাদ, যারা বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছে। জয় বাংলা। জয় ভারত। 🇧🇩🇮🇳
@@Mondol234-k7t সেটা হবেনা।আমরা ভারতীয়।ভারতেই মরবো। ভারত e adi অকৃত্তিম। যদি মিলতেই হয়। আপনারা ভারত e মিলে যান। একটা বড় বেঙ্গল স্টেট হবে রাজস্থানের সাইজ এর
ভিডিও দেখতে দেখতে কিছুটা অনুধাবন করতেছিলাম কি লোমহর্ষক পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করেছিল দেশমাতৃকার জন্য স্যালুট সকল মুক্তিযোদ্ধা এবং তাদের সাহায্যকারীদের ❤️❤️❤️
অপারেশন কিলো ফ্লাইট এর নাম শুনেছি।কিন্তু এ সম্পর্কে কোনো ধারণা ছিল না।আজকে আপনার কাছ থেকে ঘটনাটা জানতে পেরে এদেশের নাগরিক হিসেবে খুব গর্বিতবোধ করছি।দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে কেনা নয়....সত্যি মুক্তিযোদ্ধাদের অবদান কখনো অম্লান হওয়ার নয়।এই বীরদের প্রতি জানাই আমার সহস্র সালাম ও কৃতজ্ঞতা।❤
ভিডিওটা অনেক অনুপ্রেরণামূলক ছিল। আমাদের মুক্তিযোদ্ধারা নিজেদের দেশকে কতটা ভালোবাসত, এসব ঘটনাই তার প্রমাণ। আমরাও আমাদের দেশকে সারাজীবন ভালোবাসব আর আমাদের দেশের জন্য কাজ করব ইনশাআল্লাহ। আর ভারতকেও অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। ❤
ধন্যবাদ রাহাত ভাই।মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাসটা তুলে ধরেন গবেষনাভিত্তিকভাবে।এদেশে পাকিস্তানপন্থীরা দেশের ইতিহাস এত বিকৃতি করেছে যে এটা নিয়ে অনেকে সঠিক কথা বলতেই সংকোচ বোধ করে।এবং হয়ত আপনাকেও ইনিয়ে বিনিয়ে অনেক কথা শুনতে হবে যেহেতু এমন একটা প্লাটফর্ম ব্যাবহার করছেন।কিন্তু আপনার জন্য শুভকামনা।
কনো ডিরেকশন ছাড়া ফেনী নদী দিয়ে এগনো, কেরসিনের বাতি টর্চলাইট এ ল্যান্ডিং, বিষ্ফোরন না হওয়া সত্বেও কয়েকবার বম ফেলা 😮 কতটুকু সাহস আর দেশের প্রতি ভালোবাসা দরকার বুঝতে পারছেন😮 পায়ে ধরে সালাম করতে ইচ্ছা করছে❤
এক যুগ আগের পঠিত গৌরবময় ইতিহাস গুলো লাবিদ রাহাত এর ভিডিও এর মাধ্যমে রিভাইস হয়ে যাচ্ছে। পড়ার সময় যেভাবে গুজবাম্পস হত, দেখার সময়ও তেমন হচ্ছে। অনেক অনেক শুভকামনা... ❤❤❤❤
আমাদের মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ইতিহাস শুনে, আমাদের মনে দেশ প্রেম আরো দৃঢ় ভাবে জাগ্রত হয়। এবং আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসা বেড়ে যায়। ভালোবাসা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন
I felt goosebumps during the entire video...hats off to our real heroes and Indian friends who helped us in need of help! And also hats off to Labid Rahat to present our heroes in front us ❤
তাদের সফল এটাক আর জীবিত ফিরে আসা !!! আমার লোম খারা করে দিয়েছে । মনে হচ্ছিল আমিই সেই ফ্লাইটে আছি । তাদের এই সফলতার জন্য আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ ।
Goosebumps.Would love see some similar contents like Battle of Kamalpur(Jamalpur), Crack platoons operations, and those underrated operations which turned the tide of this war.
অনেক ভালো লাগলো videoটি। বাংলাদেশের প্রথম বিমানবাহিনীর সদস্যের তালিকাতে আপনি যে কয়জনের নাম দিয়েছেন তার মধ্যে Captain Muqeet আমার চাচা। ছোট বেলায় ওনার অনেক গল্প শুনেছি। এখন অনেক রাশভাড়ি ও সাহসি একজন মানুষ। ধন্যবাদ এত তথ্যবহুল ভিডিও এত সুন্দর করে তুলে ধরার জন্য।
Please add English subtitle. Some of my foreign friends are interested about this video. And thank u very much for highlighting the heroic history of our country ❤️❤️
আমি চট্টগ্রামের পতেংজ্ঞা তে থাকি। আব্বুর কাছ থেকে এসব নিয়ে অনেক কথা ই শুনেছি। আব্বু বলতো,যুদ্ধের সময় নাকি আমাদের বাড়ির পাশে অর্থাৎ , অয়েল রিফাইনারি তে কিছু ভারতীয় প্লেন ফজর ফজর এসে বোম ফেলে এবং গুলি বর্ষণ করে চলে যেতো। যেখানে বাংলাদেশি পাইলটরা বিমান গুলো চালাতো। তখন নাকি আমার আব্বু এবং দাদা-দাদিরা মাটির নিচে কিছু, এল সেইপ, ভি সেইপ,এধরণের কিছু ঘর এ গিয়ে আশ্রয় নিতো। এগুলো কে চট্টগ্রাম এর ভাষায় "মরিচ্চা" বলা হতো। আজ সেই সব ইতিহাস নিয়ে আরো বেশি জানতে পেরে আমাদের দেশের প্রতিটি মানুষ যারা নিজের জীবনের বাজি রেখে এই দেশকে সাধীন করেছে।তাদের জন্য সত্যি গর্ব বোধ করছি।
অনেক চমৎকার হয়েছে ভিডিওটা, আমি আমার মেয়েকে সাথে নিয়ে দেখলাম, যদিও ওর বয়স ৫ বছর এবং আমেরিকান বাংলাদেশী, তার পরও কানেক্ট করতে পারছিল, অনেক প্রশ্ন করলো যেমন, কেরাসিনের বাতি কি? কেন একটা আইপ্যাড নিয়ে ফ্লাই করে নাই,? জিপিএস ছাড়া ফ্লাই তহ ঠিক না - আমিও চেস্টা করলাম উত্তর দেবার, লিঙ্ক টা সেভ করে রাখলাম, ২/৩ মাস পর পর আমার মেয়েকে দেখাবো। গুড জব!
ভাই ধন্যবাদ। আমি আপনার সব ভিডিও দেখে থাকি। বাট ব্যস্ততা আর অন্যান্য কারনে এই ভিডিও দেরীতে দেখা হলো। আর টিভিতে ইউটউব ভিডিও দেখার কারনে কমেন্ট করে ধন্যবাদ দেওয়া হয় না। কিন্তু এই ভিডিওটি দেখে আপনাকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না। one of the best videos of your channel. Personally i am grateful to you for this content and video.. Lots of love and doa for your channel, your upcoming videos and your future.. Love u bro... Just amazing.. এরকম একটা বাস্তবিক ও আমাদের গর্বের ঘটনা পাঠ্যবই এ থাকার কথা!! 🤔🤔 আর আমরা কি না!! অর্থ্যাৎ আমি জানতামই না। ভালো থাকবেন ❤❤ আগাম ঈদ মোবারক।🥰🥰
সেইইই সন্ধ্যা ৭টা ২মিনিটে মোবাইলের নোটিফিকেশন সেন্টারে ইউটিউব থেকে এই ভিডিওর নোটিফিকেশন এসেছে। কিন্তু ব্যস্ততার মধ্যে দেখবো না বলে নোটিফিকেশন সেভাবেই রেখে দিয়েছিলাম। রাত ১১:১২মিনিটে সব কাজ শেষে দেখা শুরু করলাম। বর্তমানের এই মোবাইল নির্ভর যুগে এসে একটা মোবাইল নোটিফিকেশনকে ৪ঘন্টা বয়ে বেড়ানো বিরাট ব্যাপার। মন আঁকুপাঁকু করে বারবার দেখার জন্য, তবু দেখিনাই। এখন পরপর দুইবার দেখলাম ভিডিওটা। সত্যি বলতে কি লাবিদ রাহাতের ভিডিও গুলো স্পেশাল কিছু হিসাবেই ব্রেইন রিয়্যাক্ট করে, তাই এভাবেই দেখি ❤️❤️❤️ সত্যিই ভিডিওটা জোশ ছিল।
hats off bro. I'm preparing for bcs exam and studied operation kiloflight. you explained it perfectly. go ahead bro. I'm learning a lot from your playlist. God bless you.
I have faced the question in the BCS written Model Test "Write about the Operation Kilo Flight" yesterday. Guess what? I have written everything I could remember from this video. Thanks, A lot. Make more videos like these. We as a nation, must learn about our untold heroes.
I got goosebumps while I was watching the video. I explicitly knew about several operations on sea level during our Liberation War. Nevertheless, any information on air operations has never come to us broadly. Impressive!!! I salute the freedom fighters. And Vai, Thank you for the video.
ব্যাটল অফ শিরোমণি অপারেশন জ্যাকপট অপারেশন কিলো ফ্লাইট স্বাধীনতার জন্যে আমাদের পূর্বপুরুষরা নিজেদের জীবনকে কতটা তুচ্ছ করে সংগ্রামে নেমেছিলেন, তা উপলব্ধি করার জন্যে এই তিন টা ঘটনাই যথেষ্ট! জয় বাংলা♥
Bhai, you are an amazing boss in your work...... you made me cry frequently through your video. This video enhanced Bangladeshi country love 😘 Long Live Bangladesh ❤
আর কিছু পাবলিক এখন সেই স্বাধীনতা নিয়ে প্রশ্ন করে, তাদের কাছের স্বাধীনতার কোন মূল্য নেই এখন।স্বাধীনতা দিয়ে কি হবে এমন প্রশ্ন তোলে, কিন্তু স্বাধীনতার পিছনের গল্প, কত মানুষদের সংগ্রাম, লাখ লাখ মানুষদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। আমাদের সবারই উচিত ব্যাক্তিগতভাবে এই স্বাধীনতা কে সম্মান করা স্বাধীনতা রক্ষা। বর্তমানে দেশের বহিরাগত বিষয়কে জড়িয়ে স্বাধীনতা নিয়ে প্রশ্ন না তোলা।
onek onek dhonnobad Labid bhai ai history ta jananor jonno!!! ami Cumilla city er basinda..apnake asar jonno dawat roilo..amio apnar moto tuk tak history nea ghataghati kori… asa kori ek din dekha hobe !! IN SHA ALLAH !!
আসলে সত্যি কথা বলতে কি আমি যখন এই অপারেশনের এনিমেশনটি দেখছি তখন শুধু টপগান mavrick মুভি টার কথা মনে হচ্ছিল। আফসোস আজকে আমাদের চলচ্চিত্র এত এগোয় নি। ভবিষ্যতে হয়তো এটা নিয়ে সুপার একটা মুভি হবে। এবং বাংলাদেশের মানুষরা জানবে আমাদেরও aircraft ছিল এবং আমরাও পেরেছিলাম। Well done fighters...Thank you @Labib rahat vai 10:40
মুক্তিযুদ্ধের সব কটি ইপিসোডই গাম হিম করা, শরীরের লোম খাড়া হয়ে যায়। অপারেশন কিলোফ্লাইট এ এখান থেকে দুটি তথ্য নতুন জানলাম। দারুন হয়েছে। আপনার গ্রামের এলাকায় ভারতীয় বিমান বাহিনীর আঘাতে কিভাবে রুহুল আমিন বীরশ্রেষ্ঠ হয়েছিলেন তার ভিডিওর অপেক্ষায় আছি। তবে এখন পর্যন্ত অপারেশন জ্যাকপট বেষ্ট
Checkout Grameenphone Academy’s Ekattorer Kotha and play the quiz : gpsocial.co/EkattorerKotha
আমাকে জানায়েন কিন্তু কতোগুলার উত্তর দিতে পারছেন আর কতক্ষণ সময় লেগেছে !!
আসামের মুসলমানদের নিয়ে ভিডিও চাই
Is there anyway to contact with you?please give your email address.
Pala Empire aro anno ancient Empire uprai video banan
চৌদু বাঙালি 🇧🇩😆😆❤️❤️🇵🇰❤️❤️
🚽🚽🚽🚽🇮🇳🚽🚽🚽🚽
ভাই লাবিদ আমি ইন্ডিয়া'র কলকাতা থেকে বলছি, আমি আপনাকে আপনার ৩০ হাজার সাবস্ক্রাইবার থেকে অনুসরণ করি এবং প্রত্যেকটি ভিডিও দেখি।বিশ্বাস করুন আপনার মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি করা ভিডিওগুলি সত্যিই আমার লোম শিহরিত করে। স্যালুট আমার ওপার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের, স্যালুট আমার ওপার বাংলাদেশের ভাইদের। ভালো থাকুক আমার ওপার বাংলা। আর আমার মহান দেশের তৎকালীন সরকারকে ধন্যবাদ, যারা বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছে। জয় বাংলা। জয় ভারত। 🇧🇩🇮🇳
ভালোবাসা বাংলাদেশ থেকে ।
Valobasa niben dada..... Aipar theke dawat roilo
ভাই ভীষণ ভাল লাগল আপনার comment টা পড়ে।আপনি বয়সে আমার পুত্রসম।আমি গর্বিত আপনার মতন স্বদেশবাসী পেয়ে।
@@Mondol234-k7t সেটা হবেনা।আমরা ভারতীয়।ভারতেই মরবো। ভারত e adi অকৃত্তিম। যদি মিলতেই হয়। আপনারা ভারত e মিলে যান। একটা বড় বেঙ্গল স্টেট হবে রাজস্থানের সাইজ এর
Obiram valobasa bhai
কেরাসিনের বাতি, টর্চ লাইট দিয়ে হেলিপ্যাড এ ল্যান্ডিং। Hats off to them..
While watching this video while being in the half I thought about BD producers should make a movie. And in the end Sir Labid said the same.
@@mominullah1139 Very true
Op
Goosebumps
I literally had goosebumps while watching 🙂
ক্যাপ্টেন আকারমে স্যারের মুখে শুনেছিলাম মুক্তিযুদ্ধে প্রথম বিমান চালানোর গল্প। গর্ব লাগে তিনি আমাদের বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ও খুলনার সন্তান❤️
ক্যাপ্টন আকরাম আহমেদ আমাদের মাঝে আর নেই। উনি ৭ ডিসেম্বরে সি এম এইচ হাসপাতালে মারা যান।
@@prithulthepianoboy.4207afsos amra tar shomporke kichu janio na mostly manush
গায়ের লোম খাড়া হয়ে গেলো। Hats off to Them..The real Heroes.
“It's Not The Plane, It's The Pilot.”
Proud to be a member of Bangladesh Air Force 🇧🇩✌️
Thanks for serving the country ! ❤
It's an honour to have Brave soldiers like you.
আমিও একজন #Bangladesh Air Force এর গর্বিত সদস্য ছিলাম।তবে স্বেচ্ছায় সেখান থেকে চলে এসেছি আরও বড় স্বপ্নের জন্য।
@@human750 May Allah protect you and help you to achieve your goals.
@@mominullah1139 ইনশাআল্লাহ্ ❤️✌️
সত্যি গায়ে কাঁটা দিচ্ছে, চোখে জল। কলকাতা থেকে প্রাণভরা শুভেচ্ছা
ভিডিও দেখতে দেখতে কিছুটা অনুধাবন করতেছিলাম
কি লোমহর্ষক পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করেছিল দেশমাতৃকার জন্য
স্যালুট সকল মুক্তিযোদ্ধা এবং তাদের সাহায্যকারীদের ❤️❤️❤️
অপারেশন কিলো ফ্লাইট এর নাম শুনেছি।কিন্তু এ সম্পর্কে কোনো ধারণা ছিল না।আজকে আপনার কাছ থেকে ঘটনাটা জানতে পেরে এদেশের নাগরিক হিসেবে খুব গর্বিতবোধ করছি।দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে কেনা নয়....সত্যি মুক্তিযোদ্ধাদের অবদান কখনো অম্লান হওয়ার নয়।এই বীরদের প্রতি জানাই আমার সহস্র সালাম ও কৃতজ্ঞতা।❤
বহুদিন পর কোনো ভিডিও দেখে গায়ে কাঁটা দিয়ে উঠলো। এসব ভিডিও-ই আমাদেরকে শত দুঃখ-কষ্টের মাঝেও এই দেশকে ভালোবাসতে শেখাবে।
এসব ভিডিও-ই আমাদেরকে শত দুঃখ-কষ্টের মাঝেও এই দেশকে ভালোবাসতে শেখাবে। Thank You
Labid Rahat
❤❤❤❤
কীসের লাইট, কীসের নেভিগেশন সিস্টেম! হৃদয়ে দেশপ্রেম থাকলে খালি চোখ দিয়েই এমন কিছু দেখা যায়, যা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমেও দেখা সম্ভব নয়! 🫡
ভিডিওটা অনেক অনুপ্রেরণামূলক ছিল। আমাদের মুক্তিযোদ্ধারা নিজেদের দেশকে কতটা ভালোবাসত, এসব ঘটনাই তার প্রমাণ। আমরাও আমাদের দেশকে সারাজীবন ভালোবাসব আর আমাদের দেশের জন্য কাজ করব ইনশাআল্লাহ।
আর ভারতকেও অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। ❤
সবকিছুই অসাধারন, শুধু একটাই আফসোস, এত চমৎকার কন্টেন্ট র ভিউয়ার দেখছি একদিনে ৩৫-৪০ হাজার, আর অখাদ্য কিছু চ্যানেলের ভিউয়ার লক্ষ কোটির উপর থাকে।
অসাধারণ না জানা ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ লাবিব ভাই 🥰
ধন্যবাদ রাহাত ভাই।মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাসটা তুলে ধরেন গবেষনাভিত্তিকভাবে।এদেশে পাকিস্তানপন্থীরা দেশের ইতিহাস এত বিকৃতি করেছে যে এটা নিয়ে অনেকে সঠিক কথা বলতেই সংকোচ বোধ করে।এবং হয়ত আপনাকেও ইনিয়ে বিনিয়ে অনেক কথা শুনতে হবে যেহেতু এমন একটা প্লাটফর্ম ব্যাবহার করছেন।কিন্তু আপনার জন্য শুভকামনা।
ভারতপন্থীরা তো বাংলাদেশের মুক্তিযোদ্বাদের স্বীকৃতই দিতে চায় না। তারা সরাসরি ভারতের যুদ্ধ বলে
কনো ডিরেকশন ছাড়া ফেনী নদী দিয়ে এগনো,
কেরসিনের বাতি টর্চলাইট এ ল্যান্ডিং,
বিষ্ফোরন না হওয়া সত্বেও কয়েকবার বম ফেলা 😮
কতটুকু সাহস আর দেশের প্রতি ভালোবাসা দরকার বুঝতে পারছেন😮
পায়ে ধরে সালাম করতে ইচ্ছা করছে❤
এক যুগ আগের পঠিত গৌরবময় ইতিহাস গুলো লাবিদ রাহাত এর ভিডিও এর মাধ্যমে রিভাইস হয়ে যাচ্ছে। পড়ার সময় যেভাবে গুজবাম্পস হত, দেখার সময়ও তেমন হচ্ছে। অনেক অনেক শুভকামনা... ❤❤❤❤
ব্যবহৃত মানচিত্র গুলো আর বর্ণনা ছিলো অসাধারণ ❤️🇧🇩❤️
goosebumps diye dise🙂 proud moment ❤❤
আমাদের মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ইতিহাস শুনে, আমাদের মনে দেশ প্রেম আরো দৃঢ় ভাবে জাগ্রত হয়। এবং আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসা বেড়ে যায়। ভালোবাসা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন
I felt goosebumps during the entire video...hats off to our real heroes and Indian friends who helped us in need of help! And also hats off to Labid Rahat to present our heroes in front us ❤
তাদের সফল এটাক আর জীবিত ফিরে আসা !!! আমার লোম খারা করে দিয়েছে । মনে হচ্ছিল আমিই সেই ফ্লাইটে আছি । তাদের এই সফলতার জন্য আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ ।
Goosebumps.Would love see some similar contents like Battle of Kamalpur(Jamalpur), Crack platoons operations, and those underrated operations which turned the tide of this war.
আমি ৯মিনিট ১০ সেকেন্ডে কমেন্টটি করছি। 'কেরোসিনের বাতি' কথাটায় গুসবাম্প শুরু হইছে ভাই!
অসাধারণ ভিডিও। 🤍
খুব ভালো লাগে যখন নিজের দেশের এই সুন্দর ঘটনাগুলো জানতে পারি😊
বাংলাদেশি হিসেবে নিজেকে গর্বিত মনে হচ্ছে। ❤❤❤❤😢
ওহ দারুন, শরীরের লোম দাড়িয়ে গেছে ভাই❤️❤️❤️🇧🇩
মুক্তিযুদ্ধের অসাধারণ এই ভিডিও করার জন্য আপনাকে ধন্যবাদ।।❤
ইতিহাসের প্রফেসর স্যার লাবিত রাহাত। অসাধারণ ভিডিও ছিল স্যার❤️❣️
এক কথায় অসাধারণ । অনেক দোয়া আপনার জন্য ।
অনেক ভালো লাগলো videoটি। বাংলাদেশের প্রথম বিমানবাহিনীর সদস্যের তালিকাতে আপনি যে কয়জনের নাম দিয়েছেন তার মধ্যে Captain Muqeet আমার চাচা। ছোট বেলায় ওনার অনেক গল্প শুনেছি। এখন অনেক রাশভাড়ি ও সাহসি একজন মানুষ। ধন্যবাদ এত তথ্যবহুল ভিডিও এত সুন্দর করে তুলে ধরার জন্য।
Please add English subtitle. Some of my foreign friends are interested about this video. And thank u very much for highlighting the heroic history of our country ❤️❤️
অন্যান্য ভিডিও থেকে যুদ্ধ সম্পর্কিত ভিডিও গুলো বেশি ভালো লাগে ভাই
আমারো বানাতে বেশি ভালো লাগে ! 😅
ভাই আপনার এই টাইপের কন্টেন্ট যখন দেখি যখন শুনি , গায়ে কাটা দেইয় শরিরে শিহরণ জাগে ।। হ্যাটস অফ ভাই , এত সুন্দর করে হিস্টোরি বলার জন্য ...
এরকম মুক্তিযুদ্ধ নিয়ে ভিডিও আরো চাই ♥️
গায়ে কাঁটা দিয়ে উঠছে।
তাঁদের প্রতি অনেক সম্মান।🥺
So exciting story it was. Even better than "Top Gun" storyline. Salute to our fighters, they did almost impossible job.
এই কনটেন্ট গুলো সবাইকে দেখা ও জানা বাধ্যতামূলক করা উচিৎ।
এটাই আমাদের বীরত্বের ইতিহাস।
ধন্যবাদ ভাই। সেলুট আপনার জন্য।
আমি চট্টগ্রামের পতেংজ্ঞা তে থাকি।
আব্বুর কাছ থেকে এসব নিয়ে অনেক কথা ই শুনেছি। আব্বু বলতো,যুদ্ধের সময় নাকি আমাদের বাড়ির পাশে অর্থাৎ , অয়েল রিফাইনারি তে কিছু ভারতীয় প্লেন ফজর ফজর এসে বোম ফেলে এবং গুলি বর্ষণ করে চলে যেতো। যেখানে বাংলাদেশি পাইলটরা বিমান গুলো চালাতো।
তখন নাকি আমার আব্বু এবং দাদা-দাদিরা মাটির নিচে কিছু, এল সেইপ, ভি সেইপ,এধরণের কিছু ঘর এ গিয়ে আশ্রয় নিতো। এগুলো কে চট্টগ্রাম এর ভাষায় "মরিচ্চা" বলা হতো।
আজ সেই সব ইতিহাস নিয়ে আরো বেশি জানতে পেরে আমাদের দেশের প্রতিটি মানুষ যারা নিজের জীবনের বাজি রেখে এই দেশকে সাধীন করেছে।তাদের জন্য সত্যি গর্ব বোধ করছি।
অনেক চমৎকার হয়েছে ভিডিওটা, আমি আমার মেয়েকে সাথে নিয়ে দেখলাম, যদিও ওর বয়স ৫ বছর এবং আমেরিকান বাংলাদেশী, তার পরও কানেক্ট করতে পারছিল, অনেক প্রশ্ন করলো যেমন, কেরাসিনের বাতি কি? কেন একটা আইপ্যাড নিয়ে ফ্লাই করে নাই,? জিপিএস ছাড়া ফ্লাই তহ ঠিক না - আমিও চেস্টা করলাম উত্তর দেবার, লিঙ্ক টা সেভ করে রাখলাম, ২/৩ মাস পর পর আমার মেয়েকে দেখাবো।
গুড জব!
অনেক অনেক শুভকামনা আপনার মেয়ের জন্য ❤️
বাহ।
This guy is going to another level. Thanks for making such contents based on liberation war which literally gives goosebumps 💛
They all deserve a salute from all the people of Bangladesh.
& Thank you bro for this untold story
ধন্যবাদ লাবিদ রাহাত ভাই এতো সুন্দরভাবে আমাদের গৌরবের ইতিহাস তুলে ধরার জন্য। প্রাউড অফ মাই কান্ট্রি ❤️❤️💚🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Really splendid
সত্যি,ভিডিও টা দেখে অনেক ভালো লাগলো ❤️❤️
ধন্যবাদ রাহাত ভাই আপনার এই ভিডিওর ফলে Bangladesh Airforce সম্পর্কে একটি দূর্ধষ ইতিহাস জানতে পারলাম।💖💖
সুন্দর কনটেন্ট ভাই।
দারুন explanations।
And salute to those heroes ❣️
ভাই ধন্যবাদ। আমি আপনার সব ভিডিও দেখে থাকি। বাট ব্যস্ততা আর অন্যান্য কারনে এই ভিডিও দেরীতে দেখা হলো। আর টিভিতে ইউটউব ভিডিও দেখার কারনে কমেন্ট করে ধন্যবাদ দেওয়া হয় না। কিন্তু এই ভিডিওটি দেখে আপনাকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না। one of the best videos of your channel. Personally i am grateful to you for this content and video.. Lots of love and doa for your channel, your upcoming videos and your future.. Love u bro... Just amazing.. এরকম একটা বাস্তবিক ও আমাদের গর্বের ঘটনা পাঠ্যবই এ থাকার কথা!! 🤔🤔 আর আমরা কি না!! অর্থ্যাৎ আমি জানতামই না। ভালো থাকবেন ❤❤ আগাম ঈদ মোবারক।🥰🥰
Thank you so much for the appreciation brother ❤️
ভাইয়া অসাধারণ, এই ভিডিও দেখে গায়ের লোম খাড়া হয়ে গেল, এইভিডিও না দেখলে আমাদের মুক্তিযুদ্ধের অনেক কিছু না জানা থাকতো।
ও ভাই কি শুনলাম ! সেলুট তাদের ❤
আমরা গর্বিত৷৷৷ আপনাদের সাহসিকতার জন্য
দারুণ হয়েছে,অন্যান্য ভিডিওগুলোর মতোই।চালিয়ে যান,স্যার।শুভকামনা।
মাশাল্লাহ ভাইয়া, দারুণ হইসে। আরো এগিয়ে যান, আল্লাহ মেহেরবান। ❤
সেইইই সন্ধ্যা ৭টা ২মিনিটে মোবাইলের নোটিফিকেশন সেন্টারে ইউটিউব থেকে এই ভিডিওর নোটিফিকেশন এসেছে। কিন্তু ব্যস্ততার মধ্যে দেখবো না বলে নোটিফিকেশন সেভাবেই রেখে দিয়েছিলাম। রাত ১১:১২মিনিটে সব কাজ শেষে দেখা শুরু করলাম। বর্তমানের এই মোবাইল নির্ভর যুগে এসে একটা মোবাইল নোটিফিকেশনকে ৪ঘন্টা বয়ে বেড়ানো বিরাট ব্যাপার। মন আঁকুপাঁকু করে বারবার দেখার জন্য, তবু দেখিনাই। এখন পরপর দুইবার দেখলাম ভিডিওটা। সত্যি বলতে কি লাবিদ রাহাতের ভিডিও গুলো স্পেশাল কিছু হিসাবেই ব্রেইন রিয়্যাক্ট করে, তাই এভাবেই দেখি ❤️❤️❤️ সত্যিই ভিডিওটা জোশ ছিল।
আরে ভাই অনেক অনেক ধন্যবাদ ❤️❤️🔥
hats off bro. I'm preparing for bcs exam and studied operation kiloflight. you explained it perfectly. go ahead bro. I'm learning a lot from your playlist. God bless you.
দেশপ্রেম মানুষকে কতটা প্রফেসনাল করতে পারে তা আপনার এই সিরিজ গুলো দেখলে বোঝা যায়।
Keep it up. May Allah bless you.
ভাই আপনাকে দিয়ে হবে, অনেক ভালো লাগছে ভিডিওটা। সঠিক ইতিহাসটা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই এই প্রথম এই ইতিহাস ভালোভাবে রপ্ত করতে পারছি । এরকম আরো অনেক ইতিহাস জানতে চাচ্ছি আপনার ভিডিওগুলোর মাধ্যমে। অপেক্ষায় রইলাম।
I have faced the question in the BCS written Model Test "Write about the Operation Kilo Flight" yesterday. Guess what? I have written everything I could remember from this video. Thanks, A lot. Make more videos like these. We as a nation, must learn about our untold heroes.
I got goosebumps while I was watching the video. I explicitly knew about several operations on sea level during our Liberation War. Nevertheless, any information on air operations has never come to us broadly.
Impressive!!!
I salute the freedom fighters. And Vai, Thank you for the video.
Thank you Labid for the topic you have covered. This helps a lot to know the history properly.
এতো গৌরবের একটা ইতিহাস জানতে পেরে খুব ভালো লাগছে
ধন্যবাদ এই ধরনের ভিডিও বানানোর জন্য 🥰🥰🥰
আপনার অ্যানিমেশন টা ঘটনাটা বুঝতে সহায়তা করেছে
ধন্যবাদ ভায়া ❤
সত্য গঠনা তুলে ধরার জন্য 🖤💥😊
ব্যাটল অফ শিরোমণি
অপারেশন জ্যাকপট
অপারেশন কিলো ফ্লাইট
স্বাধীনতার জন্যে আমাদের পূর্বপুরুষরা নিজেদের জীবনকে কতটা তুচ্ছ করে সংগ্রামে নেমেছিলেন, তা উপলব্ধি করার জন্যে এই তিন টা ঘটনাই যথেষ্ট!
জয় বাংলা♥
গায়ের লোম দাঁড়িয়ে গেলো। দারুণ রিসার্চ ভাই।
সত্যি কথা গুলো শুনে গাঁয়ের লোক সিউরে উঠে। অফুরন্ত দোয়া ও ভালোবাসা। স্যালুট
চোখ বেয়ে পানি নেমে এলো! যাদের রক্ত আর বীরত্বের বিনিময়ে এই স্বাধীনতা তা যেন নষ্ট হয়ে না যায়।
Goosebumps ❤!!
বাংলার দামাল ছেলেদের এমন সাহসিকতার গল্পঃ শুনলে গর্ব হয়। স্বাধীনতার চেতনা হোক নতুন বাংলাদেশের অন্যতম মন্ত্র।
এরকম ইতিহাস শুনে ভালো লাগলো।। Love from India 🇮🇳😊❤
পুরো ভিডিও দেখে শরীরে লোম খাড়া হয়ে গেলো❤️🔥 আহা স্যালুট বাঙ্গালি যোদ্ধাদের🫡
You are great man, spreading such lovely things.
এমন video আরো চাই। মহান মুক্তিযুদ্ধের এমন war ভিডিও কোথাও পাওয়া যায়না। তাই আরো বেশি বেশি এমন ভাই।❤
অসাধারণ ভিডিও। ধন্যবাদ ❤️
চমৎকার উপস্থাপনা।
What a coincidence! Today I just uploaded a video on the same topic 💖💖 Great work
Bhai, you are an amazing boss in your work...... you made me cry frequently through your video. This video enhanced Bangladeshi country love 😘 Long Live Bangladesh ❤
আর কিছু পাবলিক এখন সেই স্বাধীনতা নিয়ে প্রশ্ন করে, তাদের কাছের স্বাধীনতার কোন মূল্য নেই এখন।স্বাধীনতা দিয়ে কি হবে এমন প্রশ্ন তোলে,
কিন্তু স্বাধীনতার পিছনের গল্প, কত মানুষদের সংগ্রাম, লাখ লাখ মানুষদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। আমাদের সবারই উচিত ব্যাক্তিগতভাবে এই স্বাধীনতা কে সম্মান করা স্বাধীনতা রক্ষা। বর্তমানে দেশের বহিরাগত বিষয়কে জড়িয়ে স্বাধীনতা নিয়ে প্রশ্ন না তোলা।
I felt like I saw the gameplay of a video game; beautiful presentation.
onek onek dhonnobad Labid bhai ai history ta jananor jonno!!! ami Cumilla city er basinda..apnake asar jonno dawat roilo..amio apnar moto tuk tak history nea ghataghati kori… asa kori ek din dekha hobe !! IN SHA ALLAH !!
আসলে সত্যি কথা বলতে কি আমি যখন এই অপারেশনের এনিমেশনটি দেখছি তখন শুধু টপগান mavrick মুভি টার কথা মনে হচ্ছিল। আফসোস আজকে আমাদের চলচ্চিত্র এত এগোয় নি। ভবিষ্যতে হয়তো এটা নিয়ে সুপার একটা মুভি হবে। এবং বাংলাদেশের মানুষরা জানবে আমাদেরও aircraft ছিল এবং আমরাও পেরেছিলাম। Well done fighters...Thank you @Labib rahat vai 10:40
শরীরের লোম দাঁড়িয়ে গেছে ভিডিওটি দেখে। সাথে মনের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসছে।
Very good content. Keep it up dear Labid Rahat. Best wishes.
ইতিহাসের প্রফেসর স্যার লাবিত রাহাত। অসাধারণ ভিডিও ছিল স্যার
Late Bir Uttam Shamsul Alam was from my birthplace Bauphal! He is my idol. I want to join BAF as a GD Pilot like him. Wish me good luck!
Top Gun, Meverik এর মুভি আসলে বানানো সম্ভব। কিন্তু আমাদের ঢালিউডে সেটা পসিবল না।
এই ঘটনা যদি ভারতে হইত, কমপক্ষে ৫টা মুভি তারা বানাতো। 😢
I really love this channel and the way u explain❤❤
মুক্তিযুদ্ধের সব কটি ইপিসোডই গাম হিম করা, শরীরের লোম খাড়া হয়ে যায়। অপারেশন কিলোফ্লাইট এ এখান থেকে দুটি তথ্য নতুন জানলাম। দারুন হয়েছে।
আপনার গ্রামের এলাকায় ভারতীয় বিমান বাহিনীর আঘাতে কিভাবে রুহুল আমিন বীরশ্রেষ্ঠ হয়েছিলেন তার ভিডিওর অপেক্ষায় আছি।
তবে এখন পর্যন্ত অপারেশন জ্যাকপট বেষ্ট
একই সময়ে আমি ক্লেভার হাউস, শিলচরে মুক্তিযোদ্ধাদের ট্রেনার। স্মৃতি ছোঁয়ায় শুধুই শিহরিত হচ্ছি, চোখে জল ।
অনেক ধন্যবাদ ভাইয়া। এই সম্পর্কে আগে কিছুই জানতাম না,সঠিক ইতিহাস জানানোর আপনার জন্য মন থেকে ভালোবাসা 🤍🤍।
আপনার বর্ণনা শুনে শরীরের প্রতিটা লোমকূপ দাড়িয়ে যাচ্ছিল। চমৎকার ইতিহাস। আসলেই, সরকারী অনুদানে এই ঘটনা নিয়ে একটা সিনেমা হলে ভাল হয়।
Most favorite playlist.Thank you so much .
make more and more ...
.
এত চমৎকার ইতিহাস আমাদের আছে! এই স্টোরির উপর ওয়ার্ড ক্লাস মুভি বানানো সম্ভব।
গায়ের পশমগুলা দাঁড়িয়ে গেলো।
ধন্যবাদ লাবিব।
অসাধারণ উপস্থাপন 👍
*What a news tnx Labid Rahat*
Goosebumps brother
Very informative video...Thank you...
অসাধারণ মেধা ও দেশপ্রেম ছিলো তাদের❤
Ajker video ta sotti khob khob valo laglo.😊
Wow... I've heard about this mission but didn't know that details...keep it up and feed us more analysis like this one
বাপরে, গায়ের লোম দাড়িয়ে গেলো... অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা যাদের জন্য স্বাধীন দেশ পেলাম...