Amay nohe go valobaso sudhu | আমায় নহে গো | Priyanka Biswas
Вставка
- Опубліковано 7 лют 2025
- A tribute to Kazi Nazrul Islam by Priyanka Biswas.
Kazi Nazrul Islam (24 May 1899 - 29 August 1976) was a Bengali poet, writer and musician and the national poet of Bangladesh.Popularly known as Nazrul, he produced a large body of poetry and music with themes that included religious devotion and rebellion against oppression. Nazrul's activism for political and social justice earned him the title of "Rebel Poet".His compositions form the avant-garde genre of Nazrul Geeti (Music of Nazrul).
Born in a Bengali Muslim Kazi family, Nazrul Islam received religious education and as a young man worked as a muezzin at a local mosque. He learned about poetry, drama, and literature while working with the rural theatrical group Letor Dal. He joined the British Indian Army in 1917. After serving in the British Indian Army in the Middle East (Mesopotamian campaign) during World War I, Nazrul established himself as a journalist in Calcutta. He criticised the British Raj and called for revolution through his poetic works, such as "Bidrohi" ("বিদ্রোহী", 'The Rebel') and "Bhangar Gaan" ("ভাঙার গান", 'The Song of Destruction'), as well as in his publication Dhumketu ('The Comet'). His nationalist activism in Indian independence movement led to his frequent imprisonment by the colonial British authorities. While in prison, Nazrul wrote the "Rajbandir Jabanbandi" ("রাজবন্দীর জবানবন্দী", 'Deposition of a Political Prisoner').His writings greatly inspired Bengalis of East Pakistan during the Bangladesh Liberation War.
Nazrul Sangeet
নজরুল সঙ্গীত...
#কাজী নজরুল ইসলাম
#Priyanka Biswas
#Amay Nohe Go Valobaso Sudhu
#Live
#NewSong
#LivePerformance
#Kazi Nazrul Islam
#Nazrul Sangeet
#Nazrul Geeti
Enjoy and stay connected with us !!
Facebook Fan Page: / priyankabisw. .
Twitter Account: / priyankaaa1294
Instagram Account: / priyankaaa_. .
** ANTI-PIRACY WARNING **
This content is Copyright Video. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited from this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
অসাধারণ। আমি নজরুল গীতির একজন একনিষ্ঠ শ্রোতা। এত সুন্দর কণ্ঠ আর এক্সপ্রেশন আগে কখনো দেখিনি বা শুনি নাই।
Khub valo kantha
একমত। বড় ভালো লাগলো।
অসাধারণ যন্ত্র সংগীত। গায়কী আরও সুন্দর হলে আরো ভালো লাগতো। মনে হচ্ছিল কোথায় যেন একটু কম পাচ্ছি। Otherwise fine.
Mmmm.mmmmm1 il.lllĺĺlĺllllllllllllĺllllllllĺĺllll.lllll
When I listen this song, tears is comes out.
Priyanka আপনার গায়কী অপূর্ব। আপনি কাজিসাহেবের গান কে হৃদয়স্পর্শী করে পরি বেশন করেছেন এটাই আপনার কৃতিত্ব।খুব ভালো থাকবেন আর এইরকম আরো গান শোনাবেন। নমস্কার।
প্রিয়াংকা,
অসাধারণ ! আমরা শবনম মুশতারি ও ফিরোজা বেগমের পর নজরুল সঙ্গীতে তোমাকে পেলাম ! আলো জ্বালাবে তুমি ।
তোমার জন্য শুভ কামনা রইলো তোমার জন্য ।
ua-cam.com/video/Q83pOOJKYIs/v-deo.html as you are a music lover please listen.
Eai ganti atyanta marma sporshi. Jato baar suni tatabarei jeno hariea jetehoy ek anabil melodyr andhakare. Sundar sirela kantha dieachen priyanka biswas tanke dhannyabad.
কিশোরী প্রিয়াঙ্কার গলায় এই নজরুলগীতি শুনে দারুন ভালো লাগলো, ওকে দেখতে অনেক বছর আগে আমার হারিয়ে যাওয়া মেয়ের মত । তাই প্রত্যেকদিন একবার দুইবার এই গানটা শুনি আর ওর মধ্যে আমার মেয়েকে দেখতে পাই । প্রিয়াঙ্কা তোমাকে জানাই অনেক আশীর্বাদ। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে বলছি।
অসাধারণ গায়কী,,, অনেক শুনেছি, যখনই মন চায় শুনি।
What a splendid God gifted voice
বোন প্রিয়াঙ্কার কন্ঠে এই গান টি আনেক বার শুনেছি ।খুব ভালো লাগে
Asadharan
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️
Good expression and voice. Really nazrul sangeet sadhika. Too much beautiful. From calcutta. India.
হে মহামানব নজরল আমি তোমাকে জাতীয় কবি হিসাবে স্বীকার করি না।
আমি তোমাকে জাতীয়তার বেড়াজালে সীমিত করতে পারিনা।
তুমি বিশ্ব জগতের কবি।
সারা পৃথিবীতে তোমার বিপ্লবের সুর শুনি, শুনি বিশ্বময় তোমার বিদ্রোহ।
তুমি এসেছিলে বিশ্ব থেকে অন্যায়, অত্যচার, নিপীড়ণ, শোষণ অপসারণ তরে।
তাই তুমি কোনো জাতির নও।
তুমি বিশ্বের, তুমি বিশ্ব সম্পদ, তুমিই মহামানব।
Though Nazrul Islam was a Behari (Patna) muslim, migrated to Asansol, Bardhaman...yet many do not know how far he was deeply attached to Bengal and Bengali Songs
He was a great man, who tried to solve the problems of the then Hindu Muslim dispute
@@basudevmondal5913 bihari noy.. bengali.. asansol churulia bangla tei..bihare ny
ua-cam.com/video/Q83pOOJKYIs/v-deo.html as you are a music lover please listen.
Asasdaron.
Moniruzzaman Bhai , l am senior citizen
khub sunder, mon bhare gelo
আপনি এত সুন্দর করে গানটি গেয়েছেন তা আমি ভাষায় প্রাকশ করতে পারছিনা,একজন নজরুল প্রেমি মানুষ হিসেবে আপনার জন্য আমার দোয়া রইল।
Oshadaron gaiokee, Didi ALLAH apnakee dirgha jibee korur.
দিদি,আপনি আমাদের বিশ্ব বরেণ্য কবি নজরুলের অসাধারণ এই গানের মধ্যে অমৃত ঢালিয়া দিয়াছেন ।তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার কাছে অনুরোধ আপনি আরো অনেক নজরুল গীতি এই ভাবে পরিবেশন করার মধ্যে দিয়ে আমাদের অন্তরের সুখ প্রদান করুন ।ভালো থাকবেন ।
Oshadharon...❤❤❤❤❤
অসাধারণ গায়কী,চমৎকার কন্ঠ মাধুর্য্য, সূক্ষ্ম সূক্ষ্ম কারুকাজগুলো অদ্ভুত সুন্দর হয়েছে। শিল্পীর উজ্জ্বল সাফল্য কামনা করি।
বাহ্ বাহ্ চমৎকার
নজরুলগীতির গায়কির এত সুন্দর ও সঠিক প্রকাশ ! অভিনন্দন ! - মুরসালিন
Asadharon sur..
আমি এই নজরুল গীতি সারাজীবন ধরে অনেকের কন্ঠেই শুনেছি,আজ প্রথম বার আমার মন-প্রাণ ভরে গেল এই প্রিয়াঙ্কা মা'র কন্ঠে গানটি শুনে।
Khub khub khub sundar. R o unnati hok
কঠিন গান অনবদ্য গাইলেন। অনেক তরুণ বয়সী আপনি। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন।
Darun. God bless you. Aro gan sunio.
অসাধারণ। রাতে শুয়ে শুয়ে শুনছি । মন ভরে গেল । ভগবান তোমার আরও উন্নতির জন্য শুভ দৃষ্টি দেন এটাই চাই ।
মুগ্ধ আমি, অসাধারণ।
আপনার কন্ঠে এ গানটি অনেকবার শুনেছি। যতবার শুনি নতুন লাগে। এমন শিল্পীর জন্যই নজরুল এ গান লিখেছিলেন। অসাধারণ সবকিছু মিলে। শুভকামনা নিরন্তর।
right
Fast
M vv C c
U
@@monwarabegum7995 98b. n. 99
Ez Izaak kmn JuN lom K
Onek sundor geyecen,,,,
আমি কলেজ জীবন থেকে এই সঙ্গীত শুনে এসেছি।প্রতিটি কথার অর্থ এবং শিল্পীর কণ্ঠ আমাকে আকৃষ্ট করেছে।
Ñnnn
Vision sundar..bar bar suni.
অনবদ্য।
এই ভাবেই মায়াময় কন্ঠে যুগ যুগ আমাদের অন্তরে বেঁচে থাকুক নজরুল গীতি।
বেশ কিছুদিন ধরে এই গানটি নিয়মিত মন্ত্রমুগ্ধের মত শুনছি।অসাধারণ গায়নশৈলী,প্রক্ষেপণ,বাচনভঙ্গি,উচ্চারণ।আয়ুষ্মতী হোন।শুভ কামনা নিরন্তর।
মাগো তোমার কন্ঠস্বর ও মার্জিত শারীরিক ভাষা আমাকে মুগ্ধ করেছে । আমি একজন ৬৩ বছরের অবসরযাপিত মানুষ। , গান শুনে সময় কাটাই । তোমার নজরুল গীতি দিনে বহুবার শুনি ।মনটা ভরে যায় । ফিরোজা বেগম, ফেরদৌস আরা ,এদের সমকক্ষ হয়ে উঠেছ । তোমার সাধারণ পোশাক ও আমাকে মুগ্ধ করেছে । শিল্পী মাত্রই দেখি তরমুজের ফালির মতো ঠোঁট আর অতিব অলংকৃত ।তোমার সমন্ধে সব বিষয়ে জানার খুবই আগ্ৰহ ।
Excellent and appropriate comments 👌 👍
কিছু কিছু গান কিছু কিছুর শিল্পীর কণ্ঠে ছাড়া শুনতেই ইচ্ছা করে না।এটা আপনার অনবদ্য পরিবেশনা💝
সহজ সরল সাবলীল মনমুগ্ধকর অনবদ্য পরিবেশনা । speechless. মন ভরে না
যখন দুনিয়ার সব গানের প্রতি বিতৃষ্ণা আসে.. তখন এসব শুনি , অমৃত যেন❤❤❤
Joto bar suni totobar i valo lage.
Melodious, প্রিয়াঙ্কা বিশ্বাস। মনোমুগ্ধকর এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গায়কী। সব মিলিয়ে অসাধারণ। আমি বলি অপূর্ব।
নাহিদুল ইসলাম : অতুলনীয় কন্ঠ সত্যি মনটা ভরে গেল। আমার মনে হয় কম পক্ষে একহাজার বার শুনেছি অসাধারণ।
অসাধারণ, মন ভরে গেল। আরো শোনা র অপেক্ষা য় রইলাম।
প্রীয়াংকা, আপনি সত্যিই আপনার পুরোটা দিয়েই গানটি গেয়েছেন।
অসাধারণ, অসাধারণ।
ua-cam.com/video/Q83pOOJKYIs/v-deo.html as you are a music lover please listen.
খুব সুন্দর। মুগ্ধ হয়ে গেলাম
দারুন গেয়েছেন গানটি। একদম হৃদয় দিয়ে গেয়েছেন। খুব ভালো লাগলো আপনার গায়কি দেখে। আরো অনেক গান শোনার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।❤️❤️❤️
Unfortunately there is the option for one like Only.. I would rather prefer thousands of like. This is the best singing of this song.
নজরুলের প্রকৃত মেজাজটি যথাযথভাবে আপনার গায়কীতে পাওয়া গেল । আপনার সাফল্য কামনা করছি ...
Khub sundur
Wanderful
খুব ভালো লাগল।
অসাধারন।
Prinka ganta ato darad diea gaeache hriday gavirvabe sparsho korche barbar shunche prinkar kanthaswar abn gaoki darun sunder o jano chirodin aevabe gan kore jay
একদম মন ছুঁয়ে যাওয়ার মতো সুর৷
আর গীতিকারের তথা নজরুল এর কথা কি বলবো, সে তো অতূলনীয় অসাধারণ।
অসাধারণ গাওয়া, যত বারই শুনি, আবার শুনতে ইচ্ছা করে। ৫০ বছর ধরে a গান শুনে ও বাজিয়ে আসছি, তবু এতো মিষ্টি গাওয়া শুনে নতুন লাগছে। শিল্পীর অত্যন্ত উজ্বল ভবিষ্যত কামনা করি 🙏
আপনার কে অন্য আর কোন গান গাইতে দেখছি না। এই একটি গান গেয়েছেন আপনার প্রতি আমাদের অনেক প্রত্যাসা রইলো ।
আমি পুরো সময়টা চোখ বন্ধ করে শুনছিলাম। নিজের অজান্তে শরীরে কাটা দিয়ে উঠছিলো।
ধন্যবাদ আপনাকে। ❤️
ua-cam.com/video/Q83pOOJKYIs/v-deo.html as you are a music lover please listen.
অসম্ভব সুন্দর হয়েছে
আমার খুব প্রিয় একটি নজরুলগীতি। খুব ভালো লাগল! অনেক নামীদামি শিল্পীর থেকে কোন অংশে কম নয় ।
আমার তো মনে হয়েছে কিছু- কিছু, নামি-দামি শিল্পির থেকেও ভালো গেয়েছেন।
খুব সুন্দর মুগ্ধ হলাম
খুব ভালো হয়েছে। আরও নজরুল গীতি গেও। শুভেচ্ছা রইল।
Khub sundor
সত্যিই গায়কীর প্রসংশা করার ভাষা হারিয়ে ফেলেছি। এক কথায় "লা জওয়াব "
ঠিক বলেছেন
যেমন রপ তেমনি গুন যাকে বলে সোনায় সোহাগা। সুললিত কন্ঠে গানটা খুব ভালো লাগলো।
মনোমুগ্ধকর গায়কী, অনেক অনেক শুভকামনা আপনার জন্যে৷
মনে হয় হাজার কন্ঠে নজরুলের এই গানটি শুনেছি কিন্তু এমন আবেদন কেহ পূরণ করতে পারেনি ৷ মনে হয় কন্ঠে স্বয়ং নজরুল ভর করেছে ৷
You have sung this song better than many renound singer 😍😍😍😍... I have become fan of yours.. খুবই শিক্ষিত গায়কী কৌশল❤️❤️❤️..
"renowned"
L
From santiniketan bolpur... খুব ভালো লাগলো
শুধু এই গানটি কতবার শুনেছি বলা যাবেনা,,, শুধু আপনার কন্ঠে,,,এক কথায় সুপার
শিল্পী এই গানটি কে সত্যিই প্রাণ দান করেছেন । অসাধারণ ।
অতুলনীয়!! দারুন! চমৎকার! অপূর্ব! অসাধারণ! হৃদয়গ্রাহী গানটিকে গাইলেন, বারবার শুনতে মন চাইছে, শুনে হৃদয় মন ভরে গেল।❤️❤️❤️
Excellent! Mind blowing. God Bless You. Thank you very much.
তোমার কণ্ঠ, গায়কী এবং সঙ্গত সব মিলিয়ে গানটিকে অনবদ্য করে তুলেছে । যখনই শুনি আমার মন প্রাণ ভরে যায় ।
খুব সুন্দর কণ্ঠ মমো, আজও পৃথিবীতে মুগ্ধ করেছে মোরে। আললা তোমার হায়াত দরাজ করুন।
এতো সুন্দর করে গানটি গেয়েছেন যে বার বার শুনতে ইচ্ছা করে।
বিশ্বাস, গোপ,সাধনা,আবেদী এবং বিজন মিস্ত্রি ও ইউসুফ সবার গায়কী চমৎকার। নজরুল গীতি চর্চায় এভাবে প্রজন্ম পরম্পরায় চলতেই থাকবে। শুভকামনা রইল।
Excellent rendition by Priyanka Biswash.
Mind Blowing. Commendable. ❤💙💚💛💜
শিল্পীর জন্য অনেক শুভকামনা।
অসাধারণ,,,,,
অসাধারণ একটি নজরুল সঙ্গীত ❤❤❤
Joyanto ZONE 8
অপূর্ব সুন্দর দরদ দিয়ে গাওয়া সুন্দর কন্ঠ খুব খুব ভালো লাগলো। ধন্যবাদ।
স্বর এর অসধারণ চর্চার ফল, লাভইউ প্রিয়াংকা দিদি, অসম্ভব ভালোলেগেছে।
অসাধারণ উপহার দিদি ভালো থাকবেন শুসথ থাকবেন শুসথ
গত এক বছরে কতবার যে গানটি শুনেছি তার হিসাব নেই ।সত্যিই অসাধারণ গলা ।
মাশাআল্লাহ অনেক সুন্দর গানেরগলা আপনার, আমার অতিপ্রিয় এই গানটা এতো সুন্দর ভাবে গাওয়ার জন্য আন্তরিক অভিনন্দন আপনাকে।
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে, India থেকে।
এই গানে আপনার সাথে কোন শিল্পীর তুলনা হয় না ।সারাদিন এই গানটাই শুনতে ইচ্ছে করে ।যতই শুনি আশা মেটেনা।
নজরুল ইসলামের গান(নজরুল সংগীত) নিয়ে কোন কথা বলার জায়গা নেই তেমনি তোমার তুলনা নাই। খুব ভালো। কন্ঠ ও সুরে গানটি অসাধারণ লাগছে।
আপনার সুর তালে আমি খুশি,আমার ছাত্র জীবন এ ছাত্র সংসদে প্রতি যোগিতায় গেয়েছিলাম।
দিদি তুমি আনেক দরদ দিয়ে গেয়েছো গানটি।যেন সুরের ভুবনে হারিয়ে গেছো।"ধন্যবাদ "
আহা, বড় ভালো গেয়েছ ! তোমার গাওয়া এ গানটি আমার মন প্রাণ ভরিয়ে দেয় ।
ua-cam.com/video/8_r_t2Za9Xk/v-deo.html
মোর প্রিয়া হবে এসো রানী তোমার কন্ঠ শুনতে চাই।
পুরো গানটা যতবারই শুনি নজরুলের কারুকাজ যেমন মনকে বিমোহিত করে তেমনি প্রিয়াঙ্কা দি'র কণ্ঠের যাদুও কোন অংশে কম যায় না।অসাধারণ গেয়েছেন দিদি। স্যালুট আপনাকে।
ভালো লাগলো আপনার গায়কি।কন্ঠ ও খুব ভালো। পশ্চিম বঙ্গ থেকে অনেক শুভেচ্ছা আপনাকে।
এক গানেই বাজিমাত। অসাধারণ গায়কী। অভিভূত।
এতো সুন্দর কন্ঠ!
বিমোহিত হয়ে যাই।
ভালোবাসা নজরুল, ভালোবাসা দিদি🥰
অসাধারণ খুবই ভালো লাগলো দিদি মনি।।
সমস্ত কম্বিনেশন টাই অসাধারণ হয়েছে, গায়কি, তবলা, বাশি...। আর পিয়াংকা দিদিও এই গানটা যতটা দরদ দিয়ে গেয়েছেন, এমন করে এই গানটা আমি আর কারো কণ্ঠে শুনিনি।
Beautiful ,soulful rendition...astounding voice ...very sweet...Nazrul would have been proud of!
Excellent job. Thanks.
নীরবে আপনার গানটি শুনলাম। আপনার সাফল্য কামনা করছি ...
গানের সাথে একেবারে মিশে গেছে....
অনবদ্য। অতুলনীয়। জটিল।
মাগো ধন্য আমি তব গানে।
কবির চরনে এই অধমের সশ্রদ্ধ সালাম ও অসীম ভক্তি নিবেদন করি। শিল্পীর প্রতি কৃতজ্ঞতা জানাই এত সুন্দর নিবেদনের জন্য।
Wow , excellent.
Wow an outstanding heart touching performance keep it up 👍
পরানটা জুড়িয়ে গেল,এত সুন্দর গানের সুর!গান তো এমনি হওয়া উচিত?
Pran vore gelo ❤️❤️❤️🙏।
কবি কাজী নজরুল ইসলামকে উনার পরিবারকে আল্লাহ হেফাজত 😭😭😭🙏🙏🙏
গতকাল থেকে শুধু এই গানটি শুনছি
আহা ! যখনই শুনি প্রাণ মন ভরে যায় ।তোমাকে অনেক শুভেচ্ছা জানাই ।
অনেক শিল্পীর কণ্ঠে এই গানটি শুনেছি কিন্তু প্রিয়াঙ্কা বিশ্বাস আমার কাছে সেরা।
Excellent singing Priyanka! God blessed
এমন করে আর কারো কন্ঠে শুনিনি।
আমি বিমুগ্ধ চিত্তে শুনছিলাম।
মোহিত,আপ্লুত,বিমোহিত।
God bless you
গানটা আমার হৃদয় স্পর্শ করে যায় 😘পড়েনা চোখের পলক, মুভিতে গানটা শুনে, এখানে হাজির হলাম😘
নজরুলগীতি গাওয়া কতটা কঠিন কিন্তু তা এত সুন্দর ভাবে গাওয়া যায়, শুনে ভালো লাগলো।
বিনম্র শ্রদ্ধা কবিগুরু 🙏, অশেষ শ্রদ্ধা হে শিল্পী।
আহ্ আহ্ কি যে সুন্দর কি যে একটা ভালো লাগা হৃদয়ে অনুভূত হলো বলে বুঝাতে পারবো না।এত সুমধুর কন্ঠ,,,, অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিলাম
প্রিয়ংকাতোমার গান অনবদ্য ।বহু বার শুনলাম তোমার এই গান ।কখনোই পুরোনো মনে হয়না ।অনবদ্য নজরুল ইসলাম এর সৃষ্টি এবং অনবদ্য তোমার গলার স্বর ।খুব ভালো, খুব ভালো ।Thanks.
অসাধারণ।খুব ভালো গেয়েছো💕