Noyon Bhora Jol Go Tomar | নয়ন ভরা জল গো তোমার | Nazrul Songs by Ferdous Ara | MUSIC VIDEO | iav

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 555

  • @bikramduttaroy2051
    @bikramduttaroy2051 3 роки тому +22

    ফেরদৌস আরা আপনাকে ধন্যবাদ না জানিয়ে কৃতজ্ঞতা জানাই। আপনি যেভাবে গানটি উপস্থাপনা করছেন সেটা অপূর্ব। এক কথায় অসাধারণ। গানটা বহুবার শুনেও আশ মেটেনা। প্রত্যেকবারই নতুন করে আবিষ্কার করি।

  • @mostafizurrahman1303
    @mostafizurrahman1303 5 років тому +157

    এত ভালো লাগে, এত ভালো লাগে। সবটুকু সৌন্দর্য দিয়ে ভগবান নজরুলকে বানিয়েছে😍। এত প্রেম,এত ভালোবাসা,এত বিরহ, এত বিদ্রোহ এত প্রতিবাদ একই কলমে কেউ একই সাথে করতে পারে সেটা নজরুলকে না পেলে আমরা বুঝতেই পারতাম না। বাঙালি হিসেবে তাঁকে নিয়ে আমাদের গর্ব করা উচিত।😍😍😍😍

  • @shubhadipbakshi4327
    @shubhadipbakshi4327 2 роки тому +24

    মোর বিরহে কাঁদো যখন আরও ভালো লাগে ----Goosebumps ❤️

  • @somabose9651
    @somabose9651 2 роки тому +3

    ফেরদৌস মেডাম, অপূর্ব গায়কী আপনার.. এর আগে অনেকবার নানাজনের কন্ঠে শুনেছিলাম..ভাল লেগেছিল প্রত্যেকে বার কিন্ত অসাধারণ লাগল এবার, যেনো আপনার জন্য এই গান সৃষ্টি করেছেন স্রষ্টা কাজী নজরুল ইসলাম। খুব ভাল থাকুন আপনি

  • @faysalibnesayed3588
    @faysalibnesayed3588 3 роки тому +10

    প্রিয় গানের মধ্যে এটা একটা।
    মিউজিক ভিডিওটাও অনেক সুন্দর।

  • @MdAbdusSalam-eg9ro
    @MdAbdusSalam-eg9ro 8 місяців тому +2

    কবিতা ও সংগীত - দুটোতেই নজরুল অতুলনীয় - just unique & unparallel. He is a super brilliant son of the soil of BENGAL - this is our glory, our pride.

  • @maladas5880
    @maladas5880 2 роки тому +12

    অনেক সুন্দর গান লিখেছেন নজরুল। উনি আমার প্রিয় কবি মন ভরে যায়।

  • @ashwinisarkar1455
    @ashwinisarkar1455 Рік тому +14

    নজরুল গীত চিরদিন আমার প্রিয় কি অসাধারণ রচনা সাথে এত সুন্দর শিল্পীর গলায় গানটি শোনা। অসাধারণ তো বটেই মন ও কেড়ে নেয়।

  • @arupkumarkundu8284
    @arupkumarkundu8284 3 місяці тому +2

    অদ্ভুত সুন্দর, কবি গুরু কি সৃষ্টি করে গেছেন যা এত বছর পরে ও মানুষের হৃদয়কে আন্দোলিত করে।

  • @tapankrdasgupta
    @tapankrdasgupta 4 роки тому +3

    এতো বাস্তবের সংগীত।মন নাড়িয়ে দেয়।প্রতিদিন শুনি।আহা কি অপূর্ব সৃষ্টি।

  • @arhamraiyan9024
    @arhamraiyan9024 2 роки тому +2

    চোখ দিয়ে অশ্রু ঝরে পরলো গানের মাঝে.... কি দারুণ গান এবং গানের কথা।

  • @sambhusingha7201
    @sambhusingha7201 5 місяців тому +12

    কাজী সাহেবের এই গান গাই,ওনাকে আমার ভগবান ভবি।
    ওনার নোবেল পাওয়া
    উচিত ছিল

  • @souravbanerjee9522
    @souravbanerjee9522 7 років тому +84

    ওহ,দারুন,,আমার প্রিয় কবি নজরুল,,,,ইনি শুধুই বিদ্রহী ই নন ইনি তো প্রেমেরও দেবতা😊

    • @shyamalbhattacharya1968
      @shyamalbhattacharya1968 6 років тому +1

      Sure

    • @ProjonmerKobita
      @ProjonmerKobita 6 років тому +2

      ❤❤❤

    • @dasraj2094
      @dasraj2094 5 років тому +1

      ♥️♥️♥️

    • @mostafizurrahman3776
      @mostafizurrahman3776 5 років тому

      দেবতা মানে??? কি বাল বলো, সবাই তোমাদের দেবতা নাকি??

    • @khairulalam2390
      @khairulalam2390 5 років тому

      ওহ দারুণ আমার প্রিয় কবি নজরুল ইসলামের গান এই ধরনের গানের কোন তুলনা নাই যতবার শুনি শুনতে ইচ্ছে করে পুরনো হয় না আগে আমি অন্য শিল্পীর কন্ঠে শুনেছি আজ ফেরদৌস আরা ম্যাডামের কণ্ঠে শুনে ভালো লাগলো ধন্যবাদ ম্যাডাম কে ।

  • @farhanaakter3582
    @farhanaakter3582 3 роки тому +3

    ধন্যবাদ না দিলে নিজের কাছে অপরাধি মনে হয়। এ-তো সুন্দর উপস্থাপনা ধন্যবাদ ফেরদৌসী আপা। অসাধারণ। তুলনা হয় না।

  • @subratasen2627
    @subratasen2627 2 роки тому +4

    হা গোবিন্দ! এত ভালো মনের মানুষটাকে এত দুঃখ এত নিষ্ঠুর কষ্ট কেনো দিলে প্রভু?

  • @kazolbiswas7098
    @kazolbiswas7098 Рік тому +3

    অসাধারণ হয়েছে ভিডিও মডেলিং । ক্ষণিকের জন্যেও আমার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে। অসাধারণ হয়েছে গান এবং গানের অভিনয়।

  • @kushiararkul
    @kushiararkul 13 днів тому +1

    এতো কমেন্ট এর ভিতরে আমার কেবা দেখবে এর পর বলে দিলাম ভালো বাসা বেছে থাকুক অনেক যোগ যোগ

  • @nazmaalam1624
    @nazmaalam1624 3 роки тому +1

    Ek kothai ashadharon. Du Noyon bhorey emnitey jol as hey galo.

  • @subashalder2683
    @subashalder2683 Рік тому +21

    হে মহামানব। প্রণাম লহ প্রিয় কবি। আবার ফিরে এসো এই বাংলায়।

  • @mdahad1041
    @mdahad1041 3 роки тому +3

    কি মায়া কি ভালোবাসা এক কথায় অসাধারণ

  • @tapankrdasgupta
    @tapankrdasgupta 4 роки тому +7

    জীবনে যৌবনে বার্ধ্যকে স্বার্থক নজরূল গীতি।উপস্থাপনা চোখে জল গড়িয়ে পড়ে।

  • @bhimbhabanimandal7537
    @bhimbhabanimandal7537 5 років тому +14

    এতক্ষণ মোহাম্মদ রফির নজরুল গীত শুনছিলাম। অতুলনীয় গান। যেমন কবি নজরুলের ভাব,তেমনি রফির গলা ওসুর। এক অনির্বচনীয় ভাবজগতে পৌঁছে যাই। ধন্যবাদ এইরুপ গানের জন্য। এইভাবেই মন ভরিয়ে, তৃষা হরিয়ে, আরো, আরো দাও গান। ভরে দাও মন প্রাণ।

    • @nkmedium9903
      @nkmedium9903 3 роки тому +1

      দাদা লিংক প্লিজ

    • @rajatde2348
      @rajatde2348 5 місяців тому +1

      রফির থেকে ফেরদৌস দিদি অনেক অনেক ভালো গান করেন ❤❤ মা সরস্বতী উনার মঙ্গল করুন ❤❤

  • @raghunathkundu2486
    @raghunathkundu2486 3 роки тому +3

    খুব খুব সুন্দর হয়েছে। অন্তর ভরে গেল।

  • @rajatde2348
    @rajatde2348 6 місяців тому +1

    কি অপূর্ব কন্ঠ মা সরস্বতী আপনার মঙ্গল করুন ❤❤ 🙏🙌 দুর্ধর্ষ গান করেন আপনি। শুকনো পাতার নুপুর পায়ে এই গান টা আমার সব চেয়ে প্রিয়❤❤

  • @santwanadas7873
    @santwanadas7873 5 років тому +4

    অনেক ধন্যবাদ,সেই পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে কবি গুরুর সাথে আর একজন আছেন তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ,তিনি যে সত্যি ই......সাথে সেই গায়কী দের অনেক অনেক ধন্যবাদ সবাইকে ই,সবাই ভাল থাকবেন 💐💐💐👌👌👌👌এগুলো অমূল্য রত্ন,এখন আর তেমন পাওয়া সহজ নয়, 🙏🙏🙏🌸💟

  • @mdmoniruzzaman1452
    @mdmoniruzzaman1452 4 роки тому +12

    হে মহামানব নজরল আমি তোমাকে জাতীয় কবি হিসাবে স্বীকার করি না।
    আমি তোমাকে জাতীয়তার বেড়াজালে সীমিত করতে পারিনা।
    তুমি বিশ্ব জগতের কবি।
    সারা পৃথিবীতে তোমার বিপ্লবের সুর শুনি, শুনি বিশ্বময় তোমার বিদ্রোহ।
    তুমি এসেছিলে বিশ্ব থেকে অন্যায়, অত্যচার, নিপীড়ণ, শোষণ অপসারণ তরে।
    তাই তুমি কোনো জাতির নও।
    তুমি বিশ্বের, তুমি বিশ্ব সম্পদ, তুমিই মহামানব।

  • @khadizabegum8739
    @khadizabegum8739 4 роки тому +5

    বারবার শুনি,,,,যেমন কালজয়ী গান, শিল্পীর কিন্নর কন্ঠ তেমনি ভিডিও

  • @jitendranathkabiraj839
    @jitendranathkabiraj839 3 роки тому +20

    সেই ছোটবেলা থেকেই আমি এই গান গুলো শুনে আসছি,এখন ষাটবৎসর পেড়িয়েছে, এখনো এইসব গান নতুন লাগে।

  • @tonmoythakur3983
    @tonmoythakur3983 Місяць тому

    শত শত প্রণামের মালিকা গ্রহণ করো হে কবি, তোমার প্রশংসা, স্তুতি করার সামর্থ্য আমার মতো অধমের নাই।
    ধন্য এ ধরা তোমার চরণস্পর্শে হৃদয়দেবতা।

  • @amolsarker2168
    @amolsarker2168 3 дні тому

    ❤❤❤❤❤❤❤❤
    এতো‌ সুন্দর গান।
    অসাধারণ প্রিয় কবি কাজী নজরুল ইসলাম ❤❤

  • @ashwinisarkar2763
    @ashwinisarkar2763 5 років тому +5

    এ গানের কোনো তুলনা নাই। অপূর্ব রচনা। যতবারই শুনি
    ততবার ই নতুন লাগে। মনে হয় আবার শুনি।

  • @SetuHalder-p5i
    @SetuHalder-p5i 8 днів тому

    প্রান জুড়িয়ে যায় নজরুল গীতি শুনলে,,,❤❤

  • @sushantadas6493
    @sushantadas6493 3 роки тому +2

    হৃদয়ের নিঃসরিত প্রেম এর স্বাদ অতি মধূর , কিন্তু প্রেমে যেমনি মধূর তেমনি জীবন নাশক । সত্য ভালোবাসায় কোনোদিন মিলন হবে না । Love = l = দির্ঘ দুঃখ , 0 = চোঁখের জলে একটা সুমদ্র হবে , v= বিচ্ছেদ , e = end of life = জীবনটা শেষ হবে ।

  • @rajatde2348
    @rajatde2348 6 місяців тому +1

    নজরুল সঙ্গীত খুবই প্রিয় আমার ❤❤ এই গান তো সত্যি অপূর্ব অসাধারণ অনবদ্য ❤❤🎉

  • @goutampathak3923
    @goutampathak3923 17 днів тому

    অসাধারণ গেয়েছেন। লা জবাব ওস্তাদ!

  • @subhasghosh4117
    @subhasghosh4117 3 роки тому +25

    জানি না এই ৭৫-এ এসেও কবি কাজী নজরুল কেন তাঁর প্রেম ও পূজার ডালি (হৃদয়-নিঙ্ড়ানো সঙ্গীত) নিয়ে এখনও নাড়া দিয়ে যায়।
    তোমার রাতুল চরণে আভূমি প্রণতি জানাই কবিবর।

  • @AmirKhan-yf4mb
    @AmirKhan-yf4mb Рік тому +3

    মালা যখন গাঁথ তখন পাওয়ার স্বাদ যে জাগে,,
    মোর বিরহে কাঁদো যখন আরো ভালো লাগে💗💗💗💗

  • @masudalalam-xh9un
    @masudalalam-xh9un 2 місяці тому

    মধুর আকর্ষণীয় বিরহের সঙ্গীত মধুর কণ্ঠে, আত্মিক সম্পর্ক, শিল্পীকে অশেষ ধন্যবাদ !

  • @farazibrothers
    @farazibrothers 5 років тому +65

    দুই বাংলায় নজরুল যে সমান জনপ্রিয় কমেন্ট বক্সই প্রমাণ করে,,,,,,
    ভালোবাসি রবীন্দ্র-নজরুল!!!

  • @arunchanda9590
    @arunchanda9590 8 місяців тому +1

    অপূর্ব অসাধারণ আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শুভ রাত্রি

  • @snehangsumaulik1297
    @snehangsumaulik1297 Рік тому +1

    অসাধারণ এই সমস্ত গানের কোন বিকল্প হবে না।

  • @ndutta5896
    @ndutta5896 4 роки тому +6

    পরিবেশন এবং পরিবেশ দুটোই সুন্দর ।Thanks to Ara and also to violinist to create such a lively atmosphere of Kabi Nazrul

  • @altafhassainkp3573
    @altafhassainkp3573 2 роки тому +1

    apurbo apurbo apurbo apurbo.outstanding.mindbloyong

  • @satyandranathbiswas3071
    @satyandranathbiswas3071 3 роки тому +7

    My Favorite Song .
    Kothay Bole OLD is Gold .

  • @parthasarathi3360
    @parthasarathi3360 10 днів тому

    Excellent video .Lovely melodious Nazrul song .❤ 🎉

  • @MilonMahmud-u5k
    @MilonMahmud-u5k 3 місяці тому +9

    এই যুগেও যারা এই গান গুলো শুনে সত্যি তারা রুচিশীল মানুষ

    • @SUJOYSarkar-s9u
      @SUJOYSarkar-s9u 3 місяці тому +1

      আমি প্রতিদিন শুনি রেডিও তে ❤

    • @MilonMahmud-u5k
      @MilonMahmud-u5k 2 місяці тому

      @@SUJOYSarkar-s9u where are you from

    • @NilladryNill
      @NilladryNill 2 місяці тому +1

      আমি শুনি 🥰

    • @MilonMahmud-u5k
      @MilonMahmud-u5k 2 місяці тому +1

      @@NilladryNill কোথা থেকে বলছেন,? আমি রংপুর, বাংলাদেশ

    • @NilladryNill
      @NilladryNill 2 місяці тому

      @@MilonMahmud-u5k Tangail bd

  • @sadhanmehena7649
    @sadhanmehena7649 Рік тому +3

    জয়গুরু খুব মনোরম গান সুন্দর পরিবেশ ও পরিবেশ হও আনন্দ উপভোগ করলা ম

  • @sahmimakter2583
    @sahmimakter2583 Рік тому +1

    অসাধারণ গান। মন জুড়িয়ে গেল।

  • @md.shahidurrahmanrahman1282
    @md.shahidurrahmanrahman1282 Місяць тому

    হাজার বছর চলে গেলেও নজরুল এর গান মানুষের মাঝে বেঁচে থাকবে।

  • @biswajitchattopadhyay7059
    @biswajitchattopadhyay7059 5 місяців тому

    এইসব গান দিব্য জগতের উদ্দেশ্যে নিবেদিত হলে আরো প্রাণ পাবে ❤

  • @hatisoutik
    @hatisoutik Рік тому +1

    Proti raate shuni. Ar ektu ektu chokher jol feli😢❤

  • @dhirendranathroy8094
    @dhirendranathroy8094 Рік тому +1

    আহ্ কি আবেগি শিল্পী !!!

  • @apudas574
    @apudas574 2 роки тому +2

    অসাধারণ গান ❤❤❤

  • @paramanandaroy6870
    @paramanandaroy6870 Рік тому

    Excellent combination between the song and acting. ❤ I am big fan of your song/music ❤

  • @KakaliGain-by6cy
    @KakaliGain-by6cy 9 місяців тому +1

    ২০২৪ এসে ও গানটা হৃদয় ছুঁয়ে দিল ❤️
    কিছু ক্ষন আগে আমার একটা ফ্রেন্ড গানটা গেয়ে ফেজবুকে দিয়ে,,,গানটা শুনা মাত্র মনের পরে গেলো স্কুল লাইফের কথা মনের ভিতর কি যেন একটা উকি দিয়ে উঠলো ভ,,,তাই ওর গান টা না শুনে নিজেই গানটা গাইতে শুরু করলাম। আজ অনেক দিন পরে গান গাইলাম,, গলা ছেড়ে মনের তৃপ্তি নিয়ে ❤
    তাই আজ একটা স্মৃতি রেখে গেলাম।
    28 March 2024

  • @mdakid6550
    @mdakid6550 Рік тому +1

    Asadharon

  • @dulaldas8479
    @dulaldas8479 8 місяців тому

    যেমনি কথা, তেমনই সুর। পরিবেশনা আরও সুন্দর করে তুলেছে।

  • @kobitaysusamay7247
    @kobitaysusamay7247 2 роки тому +2

    দারুন গেয়েছেন খুব ভালো লাগলো।

  • @anishaahmed3223
    @anishaahmed3223 2 роки тому +2

    এত ভালো লাগে,,,মনে বড়ই প্রেম জাগে গো কবি নজরুল।

  • @shimasultana-sh6xh
    @shimasultana-sh6xh Рік тому +1

    নজরুল সংগীত । রবিন্দ্র সংগীত কখনো পুরনো হবার নয়।
    আর কখনো স্রতাদের কাছে অপ্রিয় হয় নাই।

  • @prasantachakraborty8767
    @prasantachakraborty8767 Місяць тому +1

    অসাধারণ গানের কন্ঠস্বর আপনার গান।

  • @aminkhan2733
    @aminkhan2733 3 роки тому +2

    এত সুন্দর গান যত বার শুনছি তত ভালো লাগছে

  • @mafiaislam947
    @mafiaislam947 3 роки тому +1

    গানটি এক কথায় অসাধারন 🖤

  • @bimal-hu1sn
    @bimal-hu1sn Рік тому +2

    সুন্দর গান ❤❤

  • @ManindranathBiswas-hc4sp
    @ManindranathBiswas-hc4sp Рік тому +1

    উ অসাধারণ

  • @afrozabegum9330
    @afrozabegum9330 Рік тому +1

    এতোবার শুনেছি, তারপরেও মনে হচ্ছে কেবল শুনছি!!!

  • @mdzasimuddin471
    @mdzasimuddin471 6 місяців тому +50

    আমি বিয়ে করেছি ৩ মে ২০২৪ সালে। আমি একটি বেসরকারি ঔষধ কম্পানিতে চাকরি করি। এবারের ঈদ উল আযহার ছুটি শেষে ঈদ এর পরের দিন যখন রওনা দিব, তখন আমার বউ পা ধরে কেঁদে কেঁদে বলছে তুমি যেওনা গো,আর একটা দিন থেকে যাও। আমি সাথে সাথে কান্না করে দিয়েছি।আমি থাকতে পারিনি,আমাকে চলে আসতে হয়েছে।আমার বউ আমাকে অনেক ভালবাসে।

    • @muhammadalam6866
      @muhammadalam6866 6 місяців тому +4

      ওনাকে এই গানটা পাঠিয়ে দিন॥

    • @MdMahit-q9y
      @MdMahit-q9y 5 місяців тому +5

      এই তো আমাদের জীবন, সব পেয়েও কিছু পায়নি। আপনারা ভালো থাকবেন।

    • @jibanacharjee774
      @jibanacharjee774 5 місяців тому

      ​@@MdMahit-q9yaaaaaaaaaa aw wwwwwa😂😂raqaaaawa😂waawwa😂w😂a😂aa😂aw😂😂wa😂wa😂😂w😂aw😂😂w😂a😂waw😂😂www😂w😂w😂😂w😂w😂😂w😂😂aa😂a😂aaaaaaa😂aaaaaaaaaaaaaaa aa rhi a aa aa rhi a a aa rhi aa rha tha a new a a aa rha tha na a a aaaaaaaa aa a aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaeaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa🎉aaawaaaaawa🎉aaaaaaaAaa early to s🎉🎉a😂😂😂😂😂😂😂😂😂 the eaa awwwwwa wwwwwwwawwwww ww wwwwwwwwwww2wwaawwww22wwww2w2www2?😂😂😂

    • @saptamibaidya5732
      @saptamibaidya5732 4 місяці тому

      Valo thakun apnara.

    • @WalidHasan-s5q
      @WalidHasan-s5q 4 місяці тому +2

      যদি সম্ভব হয় তাকে আপনার সাথে বাসায় নিয়ে রাখেন।

  • @kishorekumarmandal5055
    @kishorekumarmandal5055 9 місяців тому

    এত ভালো গান কোনোদিন ভুলবেন না। রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গান বাংলার গর্ব। আর সেই সব মানুষদের দেখা নাই। তথাকথিত বুদ্ধিজীবীদের নাটক বোঝা যাচ্ছে।

  • @khorshed-alampatwary5367
    @khorshed-alampatwary5367 3 роки тому +1

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর প্রচার প্রসারে
    আপনাকে সম্পৃত্ত করার অভিপ্রায়ে। আপনারও বিশেষ উদ্দেশ্য রয়েছে এই মহান কবিকে নিয়ে
    কিছু করার।

  • @wahidar-rahman1094
    @wahidar-rahman1094 3 роки тому +3

    পৃথিবী যতদিন থাকবে এই সংগীতগুলিও ততদিন থাকবে।

  • @zamanmisbha
    @zamanmisbha Місяць тому

    খুব ভালো লাগলো আপা শুভকামনা

  • @arabindabasak2028
    @arabindabasak2028 8 місяців тому

    Very beautiful sensitive sweet song. Simple highlighted artist. Bhalo thakun.

  • @sarojbiswas-fs4dr
    @sarojbiswas-fs4dr 7 місяців тому +1

    Khub valor!

  • @dinabandhuguin6111
    @dinabandhuguin6111 4 роки тому +13

    এখনো এই নজরুল গীতি গুলি মলিন হয়ে যায় নি। সমান জনপ্রিয় হয়ে আছে।

  • @nimaichandraghose2433
    @nimaichandraghose2433 Рік тому +1

    খুবই ভাল লাগল।

  • @sufiamohisindk8820
    @sufiamohisindk8820 2 роки тому +1

    নজরুলের এই গানটা আমার খুব প্রিয়,রাগ বাগ্রীশ্রী উপর।

  • @bijoylakshmichowdhury8810
    @bijoylakshmichowdhury8810 8 місяців тому

    এই গান গুলি বার বার শুতে ইচ্ছা করে আমার প্রিয় গান টি ধন্য বাদ বোন ❤❤❤

  • @jibondas6440
    @jibondas6440 2 місяці тому

    Khub sundar hoyeche. thanks

  • @rabindrabiswasharmarabinsa3965
    @rabindrabiswasharmarabinsa3965 3 роки тому

    অপূর্ব,ছোট বেলা থেকেই শুনছি তৃপ্তি মেটেনা।

  • @dnbhattacharya2664
    @dnbhattacharya2664 Рік тому +1

    Khub sunder gaechen shilpi.

  • @subratakumarghosh8687
    @subratakumarghosh8687 Рік тому +2

    খুব সুন্দর।অতি সুন্দর।

  • @sanatanpal6941
    @sanatanpal6941 5 місяців тому +1

    খুব ভালো লাগলো, তোমাদের মা সারদা শান্তিতে রাখবেন।
    আর, সারদা মা তো অবিভক্ত ভারতমাতার সকলের মা।
    এই গান যখন রচনা হয়েছিল, তখন
    সারদা মা জীবিত ছিল, ভারতমাতাও অখন্ড ছিল, আর আমারা জন্মভূমি অখন্ড ভারতমাতা, অখন্ড বঙ্গজননী।
    আজ আমারা হিন্দু মুসলমান বলে
    পৃথক ।
    বলতো মা----যেখানে মানুষ প্রজাতিতে মানবসন্তান উৎপাদনের প্রক্রিয়া একটা, সেখানে মানুষে মানুষে বিভেদ কেন ?
    তোমাকে মা, জাফর আলী মহাশয়ের লেখা ঐ যে গানটা গেয়ে
    সকলকে শুনাতে অনুরোধ করলাম।
    তুঝসে হামনে দিলকো লগায়া---
    ------
    ক্যা মলায়ক্ ক্যা ইনসান্, ক্যা হিন্দু ক্যা মোসলমান ----
    সোচা সমঝা----
    জো কুছ হ্যায় সো তূহী হ্যায়।
    গানটি :গজল-ঠুমরী
    অবিভক্ত ভারতমার সন্তানদের প্রনাম করে গেলাম।

  • @samratkhan-kw8tr
    @samratkhan-kw8tr Рік тому +1

    এত মধুর গান এ শুধু গান নয় জীবনের একটি অংশ

  • @pulinbiharinayek3973
    @pulinbiharinayek3973 Рік тому

    How nice and extraordinary song! This song bring back to all my past memories every moment. This is heart wrenching.

  • @mdnasiruddin3812
    @mdnasiruddin3812 Рік тому +2

    হে প্রিয় নজরুল,
    আমার আজি বড় ভুল।
    তোমাকে দেখতে পাইনি বেচেঁ থাকা কালে ,
    লেখা নেই মোর এই ভালে।ভ🙏🙏🙏🙏🇧🇩🇧🇩

  • @mdgolamkhaja7155
    @mdgolamkhaja7155 3 роки тому +2

    অসাধারণ একটি গান

  • @badaruddinahmed183
    @badaruddinahmed183 Рік тому +1

    খুউব ভাল লাগলো

  • @pankajkumarroy392
    @pankajkumarroy392 Рік тому +1

    * বিরহ বেদনার অমর সৃষ্টি
    প্রিয় কবি নজরুল
    * বেদনাবিধুর সুমধুর গানে
    আমরা চির মশগুল।"

  • @arupsarkar7344
    @arupsarkar7344 5 років тому +15

    Ki Sundor. Bangladeshi citizens are far more Bengali than us living in West Bengal. Proud to be a Bengali

  • @munchurali-ug4ci
    @munchurali-ug4ci 10 місяців тому

    নজরুলের গানের কথা গুলো হৃদয়কাড়া সেই সঙ্গে সুর গানকে আরো সমৃদ্ধ করেছে।

  • @SyedSodrulAmin
    @SyedSodrulAmin Місяць тому

    No doubt satinath babu is a great singer of golden era of Bengali music and kazi nazrul Islam is great music composer

  • @mdusufali1941
    @mdusufali1941 3 роки тому +1

    Khub bhalo gaan .

  • @sumonshil2802
    @sumonshil2802 5 років тому

    আহা কত সুন্দর সব কিছু ঠিক ঠাক মতো এককথায় অসাধারণ অতুলনীয়

  • @dhirendranathroy8094
    @dhirendranathroy8094 Рік тому

    মনে হয় সারাক্ষণ শুনতে থাকি, হায় হায় নজরুল !

  • @sumonsarker6866
    @sumonsarker6866 4 роки тому

    Onk sundor ganer kotha gula... kobi amder jonno koto sundor sundor gan rochona kore gesen..

  • @MDSaiful-mg8on
    @MDSaiful-mg8on 3 роки тому +1

    I love Ferdous Ara. I love Nazrul Sangeet.

  • @puspenroy1295
    @puspenroy1295 Місяць тому

    অনেক পছন্দের ❤❤❤❤❤❤

  • @mdmostafigurrahaman8842
    @mdmostafigurrahaman8842 2 роки тому

    So sweet music and so sincere singing and so celestial wordings of immortal Nazrul that make me shed tears whenever I happen to hear it.

  • @debdulalchakraborty8794
    @debdulalchakraborty8794 3 роки тому

    Darun, darun darun ❤️❤️❤️❤️❤️❤️

  • @AminulIslam-hf6fn
    @AminulIslam-hf6fn 4 роки тому +8

    Incomparable beautiful song of Kazi Nazrul Islam. Excellent rendition by famous artiste Ferdous Ara . Excellent performance of the models. Thanks for uploading.