গান গুলো শুনলে মনে হয় , জীবন টা অনেক বড়, এত তারাতারি কেন শেষ করে দেয় মানুষ গুলো ? পাঁথরের নগরিতে বাঁচতে হলে, জীবন টা উপভোগ করতে হলে বেঁচে থাকতে হবে! বহু বহু দিন,বহু বহু রাত........! তোমার নামে স্মৃতি রেখে গেলাম! ০৪-০৯-২০০২😢
গুড এনাফ।ভিউ এর দরকার নাই।যে ইচ্ছা করে শুনবে,তারই আজীবন মনে থাকবে এই গান।একদিন না একদিন এই গান ট্রেন্ডিং এ থাকবে আশা করি।আর এইসব গানের যারা প্রকৃত শ্রোতা,তাদের কাছে কোনদিনই পুরোনো হবে না!❤️
আমি কখনোই চাইব না গানটা ট্রেন্ডিং এ যাক!🙂কারন যদি কোনো গান ট্রেন্ডিং এ যায় তাহলে সেটা রুচিশীল-অরুচিশীল সবাই শুনবে!🙂আর আমি কখনোই চাইবো না.....যে যার গানের কোনো choice nai সবসময় "নেশার নৌকা", "অপোরাধী" গান শুনে.....সে এই টাইপ এর গান শুনুক😊যারা গানের lyrics না দেখে কোনো ধরনের feel না পেয়ে শুধুমাত্র গানটার view,likes,trending দেখে গান শুনে তাহলে সে এই টাইপ এর গান শুনার কোনো যোগ্যতাই রাখে না!!এটাও ঠিক যে আমিও চাই Condropith এর মতো band গুলো আরও এগিয়ে যাক,জনপ্রিয়তা লাভ করুক কিন্তু সেটা অবশ্যই রুচিশীল মানুষ এর হাতে গেলে অনেক খুশি হবো☺️ but যদি ভুল মানুষ এর হাতে যায় তাহলে আমি মনে করব এটা লজ্জাজনক! 🙂 coz.....সস্তা জিনিসএ ভীর একটু বেশিই হয়।😊😅btw gaanta onek xoss!🖤🥀
জানি এইসব গান এই দেশের মানুষ খাবেনা। কারণ এরা অখাদ্য টাই বেশি পছন্দ করে তবে আমরা যারা এইগুলার অপেক্ষাই থাকি,সার্চ দিয়ে দিয়ে শুনতে আসি তাদের জন্য হলেও আপনাদের মিউজিকে থাকা দরকার। আপনাদের জন্য শুভ কামনা রইলো। ❤
সব,,,,, অপরাজিত, শূন্য তাকে, সংগী, করে,,গানে,গানে,, বলে,,,,,আমি,,,,, রজনীগন্ধা,,,,, ফুলের, মতো,গন্ধ,বিলিয়ে,,,যায়,আমি,,প্রানের, ব্যধনা,,,,,লুকাতে,চায়,,,,, এভাবেই, শূন্যতার,,, ফাঁকে, ফাঁকে,, জীবনের, শুরু শেষ,সময়, কিভাবে, শেষ হয়ে যায়, ভাবতে খুব কষ্ট হয়,যেন,,কিছছুক্ষণের, স্বপ্নের, মতো মনে হয়,
কয়েকটি লাইন কেনো জানিনা নিজের সাথে খুব বেশি মিলে গেলো। যতবারই গানটা শুনছি নেশার মত কাজ করছে, আর নিজেকে খুজে পাচ্ছি। ধ্যনবাদ এই সুন্দর ভালাবাসাটির জন্য। ভালোবাসা তৈরি করে নিতে পেরেছেন আপনারা। আরো আরো আসাধারন কিছুর আপেক্ষায়।💕
রাত ২:৪১ মিনিট - গানটা শুনছি আর ভাবছি হতাশা ঘিরে চারপাশ। বিশ্ববিদ্যালয়ে পরছি আর ভবিষ্যত নিয়ে শঙ্কা। অনেক দায়িত্ব - এই যে কমেন্ট রেখে গেলাম। একদিন ভালো কিছু করে লং ড্রাইভে এই গানটা ছেড়ে অতীত জীবন হল জীবনের কথা মনে করবো।
ব্যাস!!বেশি ভাইরালের দরকার নেই দু-চার দিন সবার মূখে থাকার চেয়ে! আমাদের মতো অল্প ভক্তের হৃদয়ে থাকবে আজীবন!! এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্য মন থেকে ধন্যবাদ চন্দ্রপিঠ❤️🥀
ব্যাবিলনে শুন্য উদ্যান আর চীনের মহাপ্রাচীর, আমি কিছু দেখে আশ্চর্য হইনা নিজেকে দেখে। আমি স্থির আছি .. আমি তোরই আছি .. তোকে ভালোবেসে, আগের মতন।। চারিদিকে দেখি হায় কিছু চেনা যায়না, শুধু চিনি আমার আমাকে। চারিদিকে দেখি সব কিছু চেনা যায় না, শুধু চিনি আমার এই আমাকে। শুধু চিনি না আমি তোকে কিছু বোঝা বড় দায়, চিনি অন্যরকম আমি আমাকে। আমি স্থির আছি .. আমি তোরই আছি .. তোকে ভালোবেসে, আগের মতন।। শ্রাবনগগন মেঘে ঘন মেঘে রোদ্দুরে আঁখি মনে রূপরেখা তোর, আঁখি মনে রূপরেখা তোর। অন্তরজুড়ে আজ তোর ধ্যান ভাল্লাগেনা মিছে ঘ্যান ঘ্যান, নতুনের রোদে হবে সূর্যস্নান অচলের পথ চলা তোরই কারণ। আমি স্থির আছি .. আমি তোরই আছি .. তোকে ভালোবেসে, আগের মতন।।
অতঃপর অনেক অপেক্ষার প্রহর কাটিয়ে পেয়ে গেলাম আমাদের প্রাণপ্রিয় 'নোয়াখালী'র অহংকার চন্দ্রপীঠ ব্যান্ড-এর "ব্যাবিলন"। আর হ্যাঁ, কিছু গান আন্ডররেটেড থাকাই ভালো, সবাই শুনার দরকার নেই, যে ফিল করতে পারবে সে-ই শুনবে।:3
গত তিন দিন ধরে গানটা মোবাইলে বেজে যাচ্ছে ,কি একটা মাস্টারপিস রে ভাই .... ইচ্ছে করে চিৎকার করে গানটা গেয়ে যাই । আমি স্থির আছি , আমি তোরই আছি............. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Love Condropith ❤️❤️❤️
আমি স্থির আছি,,,দিনশেষে নিজের কাছে এটাই পরম পাওয়া কারণ তার পরিবর্তনে নিজেকে পরিবর্তন করতে পারি নি। ভালোবাসা থেমে নাই...আগের মতোই আছে 🙂🖤......by the way, future এ আরও ভিউ পাবে গানটি ইনশাআল্লাহ.... অসাধারণ ❤️💯💞
২৮/০৩/২০২২ অনেক হাজার মাইল দূর থেকে যখন নতুনদের থেকে এরকম কিছু পাই, অনেক ভালো লাগে। সব গানের লাইন সবাই বোঝেনা, আর বুঝলেও অনেকটা সময় লেগে যায়। কোন এক সময় এই গানের অর্থটা সবার কাছে প্রকাশ পাবে। চন্দ্রপীট এর জন্য শুভ কামনা রইল। ♥️
সে বললো, বিচ্ছেদ চায়। আমি বললাম,কারন?? সে বললোঃ রিলেশন করার ইচ্ছে নেই। -অনেক রিকোয়েস্ট, কান্নার পরও লাভ হলো না, তার বড়ই তাড়া😅 চলে গেল..... যতদূর শুনলাম সে নতুন রিলেশনে গিয়েছিলো কিছুদিন পরই এবং খুব অল্প সময়েই তাদের বিচ্ছেদ হয়😅 সে ব্লক লিস্টে আমার,,,তারপর ঠিক ৩১ দিন পর একটা নতুন আইডি থেকে মেসেজ আসলো,,,,দেখলাম আমি ওকে যে নামে ডাকতাম আইডি টা ওই নামেই🙂 বললাম বলেন,,কে আপনি, বললো তুমি ভালোভাবেই জানো আমি কে,,, আমি বললাম ভালো আছে? সে বললোঃDo you still love me? আমি বললাম হঠাৎ এই প্রশ্ন,, বললো প্লিজ বলো😊 আমি শুধু বললাম যে সত্যিকারের ভালোবাসে তার ভালোবাসা হারায় না,,,, তারপর বললাম না ভালোবাসি না,, সে বললো একটু দেখা করবা প্লিজ আমি বললাম আর হবে না দেখা,সম্ভব না, সে বললো একটু কল দিবা প্লিজ আমি বললাম ওটাও সম্ভব না ভালো থেকো। সে অনেক রিকোয়েস্ট করার পরও তাকে ফিরালাম না,,,ফিরবো বললেই তো ফেরা যায় না😅 ভিতরে ভিতরে বুকটা তো দুমড়ে মুছরে যাচ্ছিলো,,, পারছিলাম না জড়িয়ে ধরে ফিরিয়ে নিতে৷ বাট আফসোস😊তা সম্ভব ছিল না,,,ওর মা বাবা ছিল না,,এগুলা জানার পরও যাকে ভলোবাসলাম আর সে কি না বেইমানি করলো, যে ওয়াদা রাখতে পারে না তাকে আমার দরকার নেই,,নেই দরকার😊 ওই ৩১ দিন তো পাগলের মতো ছিলাম,,,পুরো একটা রুমে বন্দী ছিলাম,,,, আচ্ছা ওরা যদি ফিরেই আসে তাহলে চলে গিয়েছিল কেন???এখন তো ঠিকই আফসোস করে🙃বলে,তোমার মত কেউ ভালোবাসেনি,পারেনি কেউ,,,, তারপরও বলবো ভালোবাসি,,,কিন্তু কাছে টানার সাহস নেই,,,কারন আমার আত্মসম্মান তো আগে,🙃আর সে আবার হাতটি ছাড়তে পিছুপা হবে না😊খুব খুব স্বার্থপর। সে আমার প্রেমে পড়েছিল আর আমি ভালোবেসেছিলাম,,,ভালোবাসার তো আর পাস্ট ফ্রম হয় না,,, তাই ভালোবেসেছিলাম বললে ভুল ,, ভালোবাসি এখনও 😊 আমি স্থির আছি আমি তোরই আছি তোকে ভলোবেসে আগের মতন.....এখনও🥀🥀🥀
ব্যাবিলন আর পূনজর্ন্ম এর মতো গান কানাই নবকান্ত দাদার মতো টিউন & লিরিকিস্ট না পেলে হয়তো জন্মই হতো না। শিল্পীদের তো সম্মানের দরকার আছেই, সাথে সাথে যার মাধ্যমে গানটির জন্ম সেই লিরিকিস্ট এর খোঁজ আমরা কেউ নেই না। এটাই আফসোস লাগে। আসুন সকলে মিলে সকল লিরিকিস্ট দের ও সাপোর্ট করি যেন ভবিষ্যতে এখন আরো হাজারো গান নামক কাব্যগ্রন্থ আমরা শুনতে পারি ,অনুভব করতে পারি। Kanai Nobokanto দাদা 💚🙏
পূনর্জন্ম এখনো প্রতিদিন আমার প্লেলিস্টে বাজে। কোনো একটা দিন বাদ যায়না ৪/৫বার শোনা হয়না। যেদিন ব্যস্ত থাকি ওইদিন টা শেষে রাতে বা বাসায় ফিরার সময় বাসে কানে ইয়ারফোনে ফুল সাউন্ড দিয়ে পূনর্জন্ম শুনি। অনেকখানি রিল্যাক্সড লাগে। পূনর্জন্মের পর এখন ব্যবিলন।। এটাও জায়গা করে নিচ্ছে আস্তে আস্তে। দোয়া রইলো চন্দ্রপীঠের জন্যে আরও অনেক দূর যাওয়া বাকি।। 🖤🖤 অনেক অনেক ভালোবাসা 🖤
রিলিক্স ভিডিওগ্রাফি পুরাই মাস্টারপিস। ❤️ কিন্তু ভিউ দেখে মনটা খারাপ হয়ে গেলো। এতো অসাধারণ গানে ভিউ নেই,সত্যি বলতে এইসব গানগুলোকে কখনোই ভিউ দিয়ে জাজ করা যাবেনা। ধন্যবাদ চন্দ্রপিঠ আবারো এতো অসাধারণ একটা গান আমাদের উপহার দেয়ার জন্য।
আমি চাই তুমি এমন একজন মানুষকে খুঁজে পাও যে তোমার অযত্ন করে না, অবহেলা করে না, অসম্মান করে না। যে ভালোবাসতে জানে। যে ভালো রাখতে জানে। যে তোমার ভালো থাকায় বাঁধা হয়ে দাঁড়ায় না। যে তোমার শান্তির কারণ। যে তোমার কোলবালিশের মতো নিজের। যে তোমার নিজের বিছানার মতো আরামের। যে তোমার দিনের শেষে বাড়ি ফেরার ঠিকানা। যে তোমার শান্তির ঘুমের কারণ... মহারানী ক্যা আমারে তুমি চাইলে না..?? (A+A)
অসম্ভব সুন্দর। খুবি ভালো লাগলো গানটা শুনে। - সাহস থাকলে চোখের দিকে তাকাও. - কি দেখতে পাও? - অফুরন্ত বিষাদ আর নির্ঘুমতার ছাপ দেখতে পাই. - প্রেম দেখতে পাওনা? - না,রাজ্যের বিষাদ সব প্রেম গ্রাস করে খুনি হয়েছি।
২০১৯ এ প্রথম গানটি শুনেছি 💕 ওই সময় জানতামনা যে ২০২২ এ এসে তাদের সাথে ভিডিও এর কাজ আমি নিজে করবো 💕😅 ধন্যবাদ চন্দ্রপীঠ এর সকল ভাইদের এতো সুন্দর একটা কাজের সদস্য করার জন্য 💕💗 ধন্যবাদ সবাইকে 💕💗 আমাদেরকে এতো এতো ভালোবাসা দেয়ার জন্য 💕🥰
চন্দ্রপীঠ অনেক অনেক বেশি ডিজার্ভ করে। আপনারা থেমে থাকবেন না। একদিন অনন্য এক উচ্চতায় পৌঁছে যাবেন। দুইটা গানেই ফ্যান হয়ে গেলাম। আর চন্দ্রপীঠের ভোকাল খুব খুব ভালো। অনবদ্য
একটা কাকতালীয় ব্যাপার শেয়ার করি, আমি পুনর্জন্ম গানটা শুনে অনেকদিন ঘোরের মধ্যে ছিলাম, ঘন্টার পর ঘন্টা গানটা শুনে কাটাই দিতাম, সাইকেল চালাইতাম গানটা হেডফোনে লাগাইয়া দিয়া। পরে কলেজের র্যাগ ডে তে চন্দ্রপীঠ ব্যান্ডে গানটা করলো, আমি অবাক হলাম, চিল্লাইয়া গাইলাম। অইদিন সন্ধ্যায় যখন জানলাম এই গানটা চন্দ্রপীঠ এর অরিজিনাল এবং এটা একটা নোয়াখালীর ব্যান্ড তখন পুরাই অবাক হলাম। সত্যিই দুনিয়াটা অনেক ছোট। আমি মন থেকে বিলিভ করি যে চন্দ্রপীঠ একদিন অনেক মানুষের কাছে পোছাবে। এই গানটাও একটা মাস্টারপিস হতে যাচ্ছে। ভালবাসা রইলো ❤️
Gaan sune santi paici... Vai... Apekha korci gaantar jono ...jani na gaan tar view koto hove karon amader desher manus ra to hindi bade kono gaan buje na.. Kintu dada amader moto kicu pagol ar aro valo valo gaan niye asio... Tomader gaan gula sune to santi pai... Best of Luke . Kono ek din gaanti trending uthbe... . Valobasha nio choto vaitar💗
আরেকটা মাস্টারপিস 🖤অনেক অপেক্ষায় ছিলাম শুনেই শান্তি এই গান গুলোতে ভিউ বেশি না হলেও এগুলো থাকবে আমাদের ❤️ বেস্ট অফ লাক আপনারা আরো অনেক দূর এগিয়ে যান আরো সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিন।ভালোবাসা🖤
জীবন নাটকের চেয়ে নাটকীয়... কল্পনার চেয়েও দ্রুত রং বদলায় এই পৃথিবী এই জীবন!! একটা ছোট ফুল একটা জীবন বিকশিত হওয়ার আগে শেষ করে দেয়!! কান্না করতে করতে শেষ হয়ে গেলেও যেন ভুলের মাশুল শেষ হয় না!! ছটফট করতে হয় সারাটা জীবন!! হয়তো একটা সময় সবকিছু সব ঠিক হয়ে যায় বা যাবে কিন্তু কোথাও যেন একটা হাহাকার থেকে যায়!! মানুষকে বিশ্বাস করা ভালো তবে সেটা মুখে মুখে!! মানুষ বড়ই স্বার্থপর ও বেইমান!! মানুষ বড়ই অকৃতজ্ঞ!! তবে ভাগ্য বলেও একটা জিনিস আছে.. হয়তো ভাগ্য নিজের ধ্বংস দেখাকেই সায় দেয়!! তবু আমি বলি সবাই ভালো থাকুক,সবার মুখে হাসি ফুটুক,,
Boys who lost their loved one after loving so much, boys who wished to be with someone whom they never wanted to lose but lost for them this song will gave them the feelings of last cigarette they take at night. Whenever Rasel vai says "আমি স্থির আছি, আমি তোরই আছি। তোকে ভালোবেসে আগের মতন" It hits like someone thrown an arrow in the chest. We actually don't get the person we truly love Thanks Chandrapith for giving us
চন্দপীঠ এর গান ছাড়া আমার রাতের সময়টা কাটেই না। হালকা ড্রীম লাইটের আলোতে হালকা গরম কখনো ঠান্ডায় বেলকনির এক পাশে হেলে দাড়িতে রাত ২ টার পরে হাতে একটা সিগারেট সহ এই টানা শুর শুনে শেষ রাতে ঘুমাতে যাই মায়ার আর এক নাম আমার কাছে ❤
পুনর্জন্ম।।❤ ব্যাবিলন।।🖤 এই গান গুলো হয়তো কোনদিন ভাইরাল হবে না।।কারণ এই গান গুলোর মানে বোঝের মতো ক্ষমতা সবার নেই🙂 যারা হারিয়েছ শুধু তারাই বুঝবে এই গান এর মানে🥀
বাংলা ব্যান্ড এর অভাব কোন দিন হবে না বাংলাদেশে। সোলস মাইলস এল আরবি নগর বাউল যুগের পর আর্টসেল ব্ল্যাক যুগ প্রায় শেষ।ভাল লাগে এখনো সুন্দর গান তৈরি হয় দেখে।আপনাদের জন্যা শুভ কামনা,,, ❤ ভালোবাসা অবিরাম।বছরে দুই তিনটা গান ই দেন।এত গান দরকার নেই।Quality Matters ☺️☺️☺️
একটা মানুষ আছে যাকে ভালোবেসে আমি নিজেই আশ্চর্য!🙂 আসলে সবকিছু এভাবে হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি💔 আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়েছিলাম প্রতিটি সময় আমি তোর সাথেই থাকবো....তোকে ভালোবেসে!এতটা দূর যেতে হবে আমার কভু জানা ছিলো না.. প্রকৃতি! প্রকৃতির নিয়মে এগোচ্ছে আর তুই তোর নিয়মেই আমায় দাঁড় করিয়ে রেখেছিস! বৃষ্টি 😊 আমি তবু বলি.... আমি স্থির আছি,আমি তোরই আছি,তোকে ভালোবেসে...আগের মতো😊 আমি জানি না তুই এই গান শুনবি কি না! ভালোবাসি🖤
ei tokkhon ai পুনর্জন্ম song ta suncilam pore comments box dekhe ব্যাবিলন name akta song tarpor search diye akon sunchi ai niye 5 bar hoitece akbare mon soya song ;;🥰🥰 big fend vai এগিয়ে যাক চন্দ্রপীঠ🖤
অনেক দিন যাবৎ এই গানটা শুনি। মন খারাপ হলে শুনি, মন ভালো হলে শুনি। যেকোনো মোডে বেস্ট সুইটেড একটা গান। ভাই, এতো ভালোলাগা কম গানেই আসে। আসক্ত আমি এই গানটাতে। যখনই শুনি ভালোলাগার সর্বোচ্চ পর্যায়ে চলে যাই। ভালোবাসা সবসময় ভাই।এই গানের ভক্ত হয়ে থাকলাম।
তাকে হারিয়ে নিজেকে চিনতে শিখেছি, গানের মাঝে নিজেকে হারিয়েছি, গানের ওপারে তাকে খুঁজে নিয়েছি, গানে হারিয়ে তোমাদের মত অসাধারণ কথার জাদুকর খুঁজে পেয়েছি, গানের ওপারে তাকে নিয়ে বেশ ভালোই আছি❣️
আজকে প্রথম শুনলাম গানটা সেটাও আবার যখন আমার ব্রেকআপ হয় সে সময় টায় ইউটিউব ভেন্সড থেকে ব্যাকগ্রাউন্ড এ চলতে থাকে এই সময়টায় এই গান আর সাথে সিচুয়েশনে সব মিলে গেলো কান্না থামানোর মত না স্টিল চোখের পানি অঝোরে পড়ছে🙂 আমি স্থির আছি আমি তোরই আছি তোকে ভালোবেসে আগের মতন🙂
তোমাদের গানে নিচে অনেকেই তাদের স্মৃতি অনেক যত্নে আগলে রেখে যায় আমার মত হাজার বিধ্বস্ত নাবিক স্মৃতি গুলো না বলে । অন্যের স্মৃতি পরে আর অজান্তেই নিজের মনে স্মৃতির সমুদ্রে নিমজ্জিত হয়ে যায় 💫🥀💔
সবার এইরকম গান শুনার ভাগ্য হবে না,,কোনো একদিন এই গানও মিলিয়ন ভিউ হবে,,,সেদিন কারো চোখে এই কমেন্ট পড়বে,,সেই আগুন্তকঃ কে বলছি,,আমাদের জেনারেশন ধন্য কারন আমরা চন্দ্রপিঠ কে পেয়েছি,,,,তোমাদের সময় হইতো আরো অনেক গান/ব্যান্ড বের হবে,,,,হইতো ওইগুলার আড়ালে এই গান হারিয়ে যাবে,,কিন্তু আমাদের অন্তরে থাকবে,, চিরকাল,,,,,,,,,,,!!!!!!আসলেই আমি ঠিক আছি তাকে না পাওয়ার পরেও
ভালোবাসায় কোন বিরাম নেই, ভালোবাসা অস্ত যায় না! হয়তো নতুন নতুন ধরণ সংযোজন বা বিয়োজন হবে, কিন্তু ভালোবাসা থেকে যাবে প্রাণের উপস্থিতির মধ্যেই। চন্দ্রপাঠ ধন্যবাদ শব্দ এবং যন্ত্রের ব্যবহারে দুর্দান্ত সমন্বয় করে কানের মাধ্যমে মস্তিষ্কে দারুন অনুভুতি প্রদানের জন্য। সামনে এগিয়ে যাক চন্দ্রপাঠ
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতোনা প্রিয়। স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে যখন মানুষ গানটি শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি বারবার শুনতে আসব প্রিয় গানটা
প্রিয়, সাথে থাকলে জীবন মন্দ হতো না, ফিরে এলেই পারতে, সবকিছু ভুলে নাইবা গেলেও পারতে, সব-সময় তোমাই মনে করে নিজেরেই কষ্ট দিয়ে গেলাম হতে পারে ভালোবাসা'র অপরাধে মৃত্যু অনিবার্য। ভালো থাকুক প্রিয় আমর
ভালোবাসা হলো এক অসমাপ্ত উপন্যাস, যার কোনো শেষ নেই। সভ্যতার শুরু থেকে আজ অবধি, এই অব্যপ্ত অনুভূতির জোরেই, টিকে আছে মায়াজালে ঘেরা, অদ্ভুত পৃথিবীর অস্তিত্ব। এই টা এমন একটা অনুভূতি, যা এক এক জনের কাছে, এক এক রকম হয়ে সংজ্ঞায়িত হয়ে থাকে। আমরা যতই নিজেকে, শক্ত বলে প্রকাশ করি না কেনো। দিন শেষে কিছু না কিছু একটা, আঁকড়ে ধরে রাখার প্রবল ইচ্ছে, থেকেই যায় সবার মনে। ভালোবাসা একটা মানুষের মনকে, যেমন এলোমেলো করে। ঠিক তেমনি ভাবেই, পৃথিবীর সব থেকে অগোছালো মানুষটাকেও, গুছিয়ে দেয় এই ভালোবাসা। কেউ এটাকে অনুভূতি বলে, কেউ আস্তা, কেউ ভরসা, কেউ বিশ্বাস, কেউ মায়া, কেউ'বা প্রেম। ব্যখ্যা যায় হোক না কেনো, এই স্পর্শ কাতর ব্যাপারটা, জীবনের প্রতিটি অধ্যায়ে, ওতোপ্রোতো ভাবে মিশে থাকে। তবে সব কিছুর পরেও, ভালোবাসা হোক ভালো রাখার। ভালোবাসা হোক হাসি মুখে জীবনটাকে, আরো কিছুটা অধ্যায় বাড়িয়ে পড়ার। ভালোবাসা হোক! সুন্দর, সাবলীল, সম্মানের। বুকের বা পাশে চামড়া ও পাজরের আবৃত, হৃদ স্পন্দন হোক ভালোবাসার অন্তিম শব্দ।
Also available on
Shadhin :: bit.ly/3JQAAz7
GP Music :: bit.ly/3HgCmYK
Splash :: bit.ly/3JUTp4r
Vibe :: bit.ly/3sgG68l
JioSaavn :: bit.ly/34Y5Mhj
Wynk :: bit.ly/3JUOikL
Gaana :: bit.ly/3seVG4c
Amazon :: amzn.to/3BMVUmh
Resso :: m.resso.com/ZSe3k6BDf/
Spotify :: spoti.fi/3vd8UQY
Apple :: apple.co/3tbnK8a
UA-cam Music :: bit.ly/3JSiFrO
qqq
hotat
গান গুলো শুনলে মনে হয় ,
জীবন টা অনেক বড়,
এত তারাতারি কেন শেষ করে দেয় মানুষ গুলো ?
পাঁথরের নগরিতে বাঁচতে হলে,
জীবন টা উপভোগ করতে হলে বেঁচে থাকতে হবে!
বহু বহু দিন,বহু বহু রাত........!
তোমার নামে স্মৃতি রেখে গেলাম!
০৪-০৯-২০০২😢
❤️❤️❤️
গান ভাইরাল হলে তো মানুষের মুখে মুখে থাকবেন। দু'চারটা দিন মুখে মুখে থাকার দরকার নেই, আজীবন দু'চার জনের হৃদয়েই থাকেন..❤️
Onek sundor lagse kothata❤️
Etai tik kotha
Right
কমেন্ট টা ❤
আপনার সাথে একমত হতে ইচ্ছে করছে ভীষন।
গুড এনাফ।ভিউ এর দরকার নাই।যে ইচ্ছা করে শুনবে,তারই আজীবন মনে থাকবে এই গান।একদিন না একদিন এই গান ট্রেন্ডিং এ থাকবে আশা করি।আর এইসব গানের যারা প্রকৃত শ্রোতা,তাদের কাছে কোনদিনই পুরোনো হবে না!❤️
যেমন আমিও আইচি
আমি কখনোই চাইব না গানটা ট্রেন্ডিং এ যাক!🙂কারন যদি কোনো গান ট্রেন্ডিং এ যায় তাহলে সেটা রুচিশীল-অরুচিশীল সবাই শুনবে!🙂আর আমি কখনোই চাইবো না.....যে যার গানের কোনো choice nai সবসময় "নেশার নৌকা", "অপোরাধী" গান শুনে.....সে এই টাইপ এর গান শুনুক😊যারা গানের lyrics না দেখে কোনো ধরনের feel না পেয়ে শুধুমাত্র গানটার view,likes,trending দেখে গান শুনে তাহলে সে এই টাইপ এর গান শুনার কোনো যোগ্যতাই রাখে না!!এটাও ঠিক যে আমিও চাই Condropith এর মতো band গুলো আরও এগিয়ে যাক,জনপ্রিয়তা লাভ করুক কিন্তু সেটা অবশ্যই রুচিশীল মানুষ এর হাতে গেলে অনেক খুশি হবো☺️ but যদি ভুল মানুষ এর হাতে যায় তাহলে আমি মনে করব এটা লজ্জাজনক! 🙂 coz.....সস্তা জিনিসএ ভীর একটু বেশিই হয়।😊😅btw gaanta onek xoss!🖤🥀
Agree vai!!!
সহমত
সত্যি কথা ভাই💖
জানি এইসব গান এই দেশের মানুষ খাবেনা। কারণ এরা অখাদ্য টাই বেশি পছন্দ করে তবে আমরা যারা এইগুলার অপেক্ষাই থাকি,সার্চ দিয়ে দিয়ে শুনতে আসি তাদের জন্য হলেও আপনাদের মিউজিকে থাকা দরকার।
আপনাদের জন্য শুভ কামনা রইলো। ❤
Right
গানটা তাদেরই জন্য, যারা সব হারানো সত্তেও
প্রকাশ্যে কখনই কাঁদতে পারেনা।
ধন্যবাদ Chondropith 🖤🌺
সব,,,,, অপরাজিত, শূন্য তাকে, সংগী,
করে,,গানে,গানে,, বলে,,,,,আমি,,,,,
রজনীগন্ধা,,,,, ফুলের, মতো,গন্ধ,বিলিয়ে,,,যায়,আমি,,প্রানের,
ব্যধনা,,,,,লুকাতে,চায়,,,,, এভাবেই,
শূন্যতার,,, ফাঁকে, ফাঁকে,, জীবনের,
শুরু শেষ,সময়, কিভাবে, শেষ হয়ে যায়,
ভাবতে খুব কষ্ট হয়,যেন,,কিছছুক্ষণের,
স্বপ্নের, মতো মনে হয়,
Hm😢
নিজেকে অভাগা মনে হচ্ছে এই গানটা রিলিজের ১১মাস পর শুনতে পেলাম,, তবুও আমি ধন্য, ধন্যবাদ চন্দ্রপীঠ
পুনর্জন্ম
ব্যাবিলন
এগিয়ে যাক চন্দ্রপীঠ🖤
পুনজন্ম is the best song ❤
কয়েকটি লাইন কেনো জানিনা নিজের সাথে খুব বেশি মিলে গেলো। যতবারই গানটা শুনছি নেশার মত কাজ করছে, আর নিজেকে খুজে পাচ্ছি। ধ্যনবাদ এই সুন্দর ভালাবাসাটির জন্য। ভালোবাসা তৈরি করে নিতে পেরেছেন আপনারা। আরো আরো আসাধারন কিছুর আপেক্ষায়।💕
সুন্দরের একটা সীমা থাকা দরকার! এই সৌন্দর্য তো মন এবং মস্তিষ্ক কাঁপিয়ে ফেলছে! 💛🤍🖤
"সব ছেলে একরকম না" is such an old sentence, it should be called "আমি স্থির আছি, আমি তোরই আছি, তোকে ভালোবেসে আগের মতোন।" ❤️
ভালো বলেছেন....সব ছেলেরা এক হয়না বলেও মানুষ একইরময় চেহারা দেখিয়ে দেয় একসময়😅
রাত ২:৪১ মিনিট - গানটা শুনছি আর ভাবছি হতাশা ঘিরে চারপাশ। বিশ্ববিদ্যালয়ে পরছি আর ভবিষ্যত নিয়ে শঙ্কা। অনেক দায়িত্ব - এই যে কমেন্ট রেখে গেলাম। একদিন ভালো কিছু করে লং ড্রাইভে এই গানটা ছেড়ে অতীত জীবন হল জীবনের কথা মনে করবো।
হাজার হাজার গান এর দরকার নাই গান এর মতো গান দু একটাই যথেষ্ট চন্দ্রপিঠ এর গান অল্প কিন্তু যে দুটো আছে সে দুটা গান মানতে হবে 🥰😘😘😘
ঘুমের ঘোরটাই উড়ে গেছে চোখ থেকে এতটাই মত্ত হয়ে গেছি ব্যাবিলনে🔥🔥🔥
পুনর্জন্ম থেকে ব্যাবিলন। "চন্দ্রপীঠ" নামটাই যেন নেশায় পরিণত হয়ে উঠছে❤
অসম্ভব সুন্দর প্রিয়ো চন্দ্রপীঠ। অনেক ভালোবাসা থাকলো
Heii golpo dada😊
আমি স্থীর আছি,, আমি তোরই আছি"
তোকে ভালোবেসে আগের মতো"
প্রিয়তমা..স্বপ্না"💚
কেবল তোমাকেই প্রতিনিয়ত চেয়ে যাচ্ছি মহান সৃষ্টিকর্তার কাছে" 🤲
একবুক কান্না চেপে ,সবার মাঝে হেসে বেড়ানো অভিমানী আমি 😌
এই গান গুলো নতুন করে বাঁচতে শেখায় কিছু অবহেলিত মানুষ দের কে ❤❤
ব্যাস!!বেশি ভাইরালের দরকার নেই দু-চার দিন সবার মূখে থাকার চেয়ে! আমাদের মতো অল্প ভক্তের হৃদয়ে থাকবে আজীবন!!
এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্য মন থেকে
ধন্যবাদ চন্দ্রপিঠ❤️🥀
অনবদ্য.......
লিরিক দাতা আসলেই এক অন্য লেভেল এর মানুষ,,,কৃতজ্ঞতা তার প্রতি,,, কৃতজ্ঞতা চন্দ্রপীঠ ব্যান্ডের সবার প্রতি...❤️
রাসেল ভাই,,, আপনার ভয়েস স্থির থাকতে দেয় না,,, অসাধারণ আরেকটি সৃষ্টি,, ভালোবাসা চন্দ্রপীঠ 🖤
আমি স্থির আছি..
আমি তোরই আছি..
তোকে ভালোবেসে,
আগের মতন।
I didn’t expect these lines🖤
আমি স্থির আছি, আমি তোরই আছি।
তোকে ভালোবেসে আগের মতন।
নিগুঢ় বাস্তবতা। জাস্ট অসাধারণ।
ব্যাবিলনে শুন্য উদ্যান
আর চীনের মহাপ্রাচীর,
আমি কিছু দেখে আশ্চর্য হইনা
নিজেকে দেখে।
আমি স্থির আছি ..
আমি তোরই আছি ..
তোকে ভালোবেসে,
আগের মতন।।
চারিদিকে দেখি হায়
কিছু চেনা যায়না,
শুধু চিনি আমার আমাকে।
চারিদিকে দেখি সব
কিছু চেনা যায় না,
শুধু চিনি আমার এই আমাকে।
শুধু চিনি না আমি তোকে
কিছু বোঝা বড় দায়,
চিনি অন্যরকম আমি আমাকে।
আমি স্থির আছি ..
আমি তোরই আছি ..
তোকে ভালোবেসে, আগের মতন।।
শ্রাবনগগন মেঘে ঘন মেঘে রোদ্দুরে
আঁখি মনে রূপরেখা তোর,
আঁখি মনে রূপরেখা তোর।
অন্তরজুড়ে আজ তোর ধ্যান
ভাল্লাগেনা মিছে ঘ্যান ঘ্যান,
নতুনের রোদে হবে সূর্যস্নান
অচলের পথ চলা তোরই কারণ।
আমি স্থির আছি ..
আমি তোরই আছি ..
তোকে ভালোবেসে,
আগের মতন।।
শূন্য উদ্যান
শূন্য উদ্যান হবে শব্দটা
গানটা শুনার পর কিছু বলার নাই সত্যি অসাধারণ একটি গান।কিছু ভালবাসা আসলে অনেক কষ্টদায়ক। সব ভালবাসা পূর্ণতা পাইনা। হয়ত এটাই নিয়তি💔
তরী আছি হবে।
স্থির তরী science er ভাষা
Babylon mane ki bolben plz
কাল সন্ধ্যায় বিদায় দিয়েছি,সত্যিই আশ্চর্য হয়েছিলাম।
আমি স্থির ছিলাম, আছি আর থাকব।
ধন্যবাদ condhropith এত সুন্দর গান দেয়ার জন্য।
Ami stir asi
Ami tori asi
What a voice and .giter sound..
Sob miliye..darun..mon kere niyesee🥀🖤🥰
পূর্ণজন্ম এর পর আরেকটি মাস্টারপিস 💝। ভালোবাসা রইল প্রিয় ব্যান্ড 💝।
অতঃপর অনেক অপেক্ষার প্রহর কাটিয়ে পেয়ে গেলাম আমাদের প্রাণপ্রিয় 'নোয়াখালী'র অহংকার চন্দ্রপীঠ ব্যান্ড-এর "ব্যাবিলন"।
আর হ্যাঁ, কিছু গান আন্ডররেটেড থাকাই ভালো, সবাই শুনার দরকার নেই, যে ফিল করতে পারবে সে-ই শুনবে।:3
গত তিন দিন ধরে গানটা মোবাইলে বেজে যাচ্ছে ,কি একটা মাস্টারপিস রে ভাই ....
ইচ্ছে করে চিৎকার করে গানটা গেয়ে যাই ।
আমি স্থির আছি , আমি তোরই আছি............. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Love Condropith ❤️❤️❤️
"পুনর্জন্ম" এর পর এক্সপেক্টেশন এমনই অনেক ছিলো , আর "ব্যাবিলন" এক্সপেক্টেশন এর চেয়েও অনেক বেশি দারুন ।
চন্দ্রপীঠ ❤️
আমি স্থির আছি,,,দিনশেষে নিজের কাছে এটাই পরম পাওয়া কারণ তার পরিবর্তনে নিজেকে পরিবর্তন করতে পারি নি।
ভালোবাসা থেমে নাই...আগের মতোই আছে 🙂🖤......by the way, future এ আরও ভিউ পাবে গানটি ইনশাআল্লাহ.... অসাধারণ ❤️💯💞
সহজ সুন্দর...
শত প্রাণের আর্তনাদ, আর শত আত্মার ক্রন্দনের একমাত্র উপঢৌকন....
🖤🖤🖤🇧🇩🖤🖤🖤
সে থাকলে আরও কতো সুন্দর লাগতো সব!
নিজের দিকে তাকিয়ে খুব অদ্ভুত হই,,,!
এক জায়গায় সীমাবদ্ধ মানুষ গুলো আসলেই অদ্ভুত হয়।
💔
সৃষ্টি কর্তাকে বলবাে যার জন্য যাকে বানাও নি , তার প্রতি ভালােবাসা দিও না🥺😥😥
২৮/০৩/২০২২
অনেক হাজার মাইল দূর থেকে যখন নতুনদের থেকে এরকম কিছু পাই, অনেক ভালো লাগে। সব গানের লাইন সবাই বোঝেনা, আর বুঝলেও অনেকটা সময় লেগে যায়। কোন এক সময় এই গানের অর্থটা সবার কাছে প্রকাশ পাবে।
চন্দ্রপীট এর জন্য শুভ কামনা রইল। ♥️
সে বললো, বিচ্ছেদ চায়।
আমি বললাম,কারন??
সে বললোঃ রিলেশন করার ইচ্ছে নেই।
-অনেক রিকোয়েস্ট, কান্নার পরও লাভ হলো না, তার বড়ই তাড়া😅
চলে গেল.....
যতদূর শুনলাম সে নতুন রিলেশনে গিয়েছিলো কিছুদিন পরই এবং খুব অল্প সময়েই তাদের বিচ্ছেদ হয়😅
সে ব্লক লিস্টে আমার,,,তারপর
ঠিক ৩১ দিন পর একটা নতুন আইডি থেকে মেসেজ আসলো,,,,দেখলাম আমি ওকে যে নামে ডাকতাম আইডি টা ওই নামেই🙂
বললাম বলেন,,কে আপনি,
বললো তুমি ভালোভাবেই জানো আমি কে,,,
আমি বললাম ভালো আছে?
সে বললোঃDo you still love me?
আমি বললাম হঠাৎ এই প্রশ্ন,,
বললো প্লিজ বলো😊
আমি শুধু বললাম যে সত্যিকারের ভালোবাসে তার ভালোবাসা হারায় না,,,,
তারপর বললাম না ভালোবাসি না,,
সে বললো একটু দেখা করবা প্লিজ
আমি বললাম আর হবে না দেখা,সম্ভব না,
সে বললো একটু কল দিবা প্লিজ আমি বললাম ওটাও সম্ভব না ভালো থেকো।
সে অনেক রিকোয়েস্ট করার পরও তাকে ফিরালাম না,,,ফিরবো বললেই তো ফেরা যায় না😅
ভিতরে ভিতরে বুকটা তো দুমড়ে মুছরে যাচ্ছিলো,,,
পারছিলাম না জড়িয়ে ধরে ফিরিয়ে নিতে৷
বাট আফসোস😊তা সম্ভব ছিল না,,,ওর মা বাবা ছিল না,,এগুলা জানার পরও যাকে ভলোবাসলাম আর সে কি না বেইমানি করলো, যে ওয়াদা রাখতে পারে না তাকে আমার দরকার নেই,,নেই দরকার😊
ওই ৩১ দিন তো পাগলের মতো ছিলাম,,,পুরো একটা রুমে বন্দী ছিলাম,,,,
আচ্ছা ওরা যদি ফিরেই আসে তাহলে চলে গিয়েছিল কেন???এখন তো ঠিকই আফসোস করে🙃বলে,তোমার মত কেউ ভালোবাসেনি,পারেনি কেউ,,,,
তারপরও বলবো ভালোবাসি,,,কিন্তু কাছে টানার সাহস নেই,,,কারন আমার আত্মসম্মান তো আগে,🙃আর সে আবার হাতটি ছাড়তে পিছুপা হবে না😊খুব খুব স্বার্থপর।
সে আমার প্রেমে পড়েছিল আর আমি ভালোবেসেছিলাম,,,ভালোবাসার তো আর পাস্ট ফ্রম হয় না,,, তাই ভালোবেসেছিলাম বললে ভুল ,, ভালোবাসি এখনও 😊
আমি স্থির আছি
আমি তোরই আছি
তোকে ভলোবেসে আগের মতন.....এখনও🥀🥀🥀
ভাই আপনি সুখী হবেন। আমি বললাম মিলিয়ে নিয়েন।
🙂🙂
@@musfiqulislamprince3558 ইনশাআল্লাহ ভাই,,দোয়া করবেন।😊❤️
ভাই ওরা ভাল থাকুক।
আপনার ভালোবাসার গল্প আর আমার আমার ভালোবাসার গল্প পুরোপুরি ভাবে মিলে গেলো, ভালো থাকুন, সুন্দর থাকুন, ভালোবাসুন।
2:25 দ্যাট ব্রেকডাউন এন্ড রিফ কনসিস্টেন্সি ইট'স আ সলিড পান্চ। সলোটা তো পুরাই জুস। বেজের কামাল সেটা কান বেশ ভালোভাবেই টের পাচ্ছিল। ডোন্ট লুজ হোপ, এভাবেই আমাদেরকে এরকম অসাধারণ উপহার দিয়ে যাবেন আশা করি।
Take love guys ❤️❤️
বাহ্ ,,,, অসাধারণ বেজ~লিড~ভোকাল মন মাতানো কম্পোজিশন।
চন্দ্রপিঠ ব্যান্ডটি আমার পাশের বাড়ির সেটাই আমার জানা হলো পূনজন্ম ভিডিও দেখে, ভালোবাসা অবিরাম পুরো টিমের জন্য , এগিয়ে যাক আগামীর প্রত্যাশায় শুভকামনা সবসময়।
ব্যাবিলন আর পূনজর্ন্ম এর মতো গান কানাই নবকান্ত দাদার মতো টিউন & লিরিকিস্ট না পেলে হয়তো জন্মই হতো না। শিল্পীদের তো সম্মানের দরকার আছেই, সাথে সাথে যার মাধ্যমে গানটির জন্ম সেই লিরিকিস্ট এর খোঁজ আমরা কেউ নেই না। এটাই আফসোস লাগে। আসুন সকলে মিলে সকল লিরিকিস্ট দের ও সাপোর্ট করি যেন ভবিষ্যতে এখন আরো হাজারো গান নামক কাব্যগ্রন্থ আমরা শুনতে পারি ,অনুভব করতে পারি।
Kanai Nobokanto দাদা 💚🙏
পূনর্জন্ম এখনো প্রতিদিন আমার প্লেলিস্টে বাজে। কোনো একটা দিন বাদ যায়না ৪/৫বার শোনা হয়না। যেদিন ব্যস্ত থাকি ওইদিন টা শেষে রাতে বা বাসায় ফিরার সময় বাসে কানে ইয়ারফোনে ফুল সাউন্ড দিয়ে পূনর্জন্ম শুনি। অনেকখানি রিল্যাক্সড লাগে।
পূনর্জন্মের পর এখন ব্যবিলন।। এটাও জায়গা করে নিচ্ছে আস্তে আস্তে।
দোয়া রইলো চন্দ্রপীঠের জন্যে আরও অনেক দূর যাওয়া বাকি।। 🖤🖤
অনেক অনেক ভালোবাসা 🖤
Lyrics, composition, vocal 👌❤️
Shuvo kamona "Chandrapith" er jonno 🌸
চন্দ্রপীঠ! Remember this name!
This band is going to be a GREAT thing (hopefully) 🙂❤️
চন্দ্রপীঠের গানগুলায় অন্যরকম একটা স্নিগ্ধতা আছে,এটা সব গানে বজায় থাকুক সবসময়।অসম্ভব সুন্দর,প্রত্যাশার চেয়েও বেশি।
আমাদের নোয়াখালীর ব্র্যান্ড চন্দ্রপীঠ...❤️🥰
ভালোবাসা অবিরাম চন্দ্রপীঠ❤️
নোয়াখালি বিভাগ চাই
@@masterclips.1144 বাংলাদেশের উপদেশ হিসেবে নোয়াখালীর সিকৃতি চাই
আমি স্থির আছি। আমি তোরই আছি। তোকে ভালোবেসে আগের মত। লাইনটা অন্যরকম এক অনুভূতির সৃষ্টি করে।
রিলিক্স ভিডিওগ্রাফি পুরাই মাস্টারপিস। ❤️
কিন্তু ভিউ দেখে মনটা খারাপ হয়ে গেলো। এতো অসাধারণ গানে ভিউ নেই,সত্যি বলতে এইসব গানগুলোকে কখনোই ভিউ দিয়ে জাজ করা যাবেনা।
ধন্যবাদ চন্দ্রপিঠ আবারো এতো অসাধারণ একটা গান আমাদের উপহার দেয়ার জন্য।
অসম্ভব সুন্দর একটা গান। হৃদয় ছুয়ে গেল ❤❤
প্রায় ১ বছর প্রতীক্ষার পর আরও একটা হৃদয় শুয়ে যাওয়ার গান। গানের সাথে মনের কথার কত্ত মিল।
ভালোবাসা অবিরাম চন্দ্রপীঠ❤️❤️
আমি তোরই আছি, তোরই ছিলাম, তোরই হয়ে থাকব প্রিয়তমা। ধন্যবাদ চন্দ্রপীট
ব্যাবিলন কে দিয়েই ব্যান্ডের সাথে পরিচয় হলো, এটি স্পেশাল হয়েই থাকবে। শুভকামনা রইলো ❤️
পুনজন্ম শোনেন আশা করি ভালো লাগবে
@@nibeshchakma3940 জী, পুনর্জন্মও শুনেছি। ইভেন এই গান দুইটা মুখস্থও হয়ে গেছে প্রায়😄
এক তর্ফা ভালোবাসা যে কতটা মধুর তা বোঝানোর ভাষা জানা নেই।জানি সবার স্বপ্ন সত্যি হয় না।
তবুও এই গানটার মধ্যে আমি আমার মানষিক শান্তি খুঁজে পাই।
আমি চাই তুমি এমন একজন মানুষকে খুঁজে পাও যে
তোমার অযত্ন করে না, অবহেলা করে না, অসম্মান করে না।
যে ভালোবাসতে জানে। যে ভালো রাখতে জানে। যে তোমার ভালো থাকায় বাঁধা হয়ে দাঁড়ায় না। যে তোমার শান্তির কারণ। যে তোমার কোলবালিশের মতো নিজের। যে তোমার নিজের বিছানার মতো আরামের। যে তোমার দিনের শেষে বাড়ি ফেরার ঠিকানা। যে তোমার শান্তির ঘুমের কারণ...
মহারানী ক্যা আমারে তুমি চাইলে না..?? (A+A)
HSC exam time বুকের উপর বই রেখে, বাইরে বৃষ্টি আর কানে হেড ফোন! উফফ!কি যে এক অনুভূতি! 🌸🖤
স্মৃতি রেখে গেলাম!❤
আমি স্থীর আছি,আমি তোরি আছি তোকে ভালবাসি,আগের মতন..!🌺
Another Masterpiece from চন্দ্রপীঠ💝
অসম্ভব সুন্দর।
খুবি ভালো লাগলো গানটা শুনে।
- সাহস থাকলে চোখের দিকে তাকাও.
- কি দেখতে পাও?
- অফুরন্ত বিষাদ আর নির্ঘুমতার ছাপ দেখতে পাই.
- প্রেম দেখতে পাওনা?
- না,রাজ্যের বিষাদ সব প্রেম গ্রাস করে খুনি হয়েছি।
খুবই সুন্দর একটা গান। বিশেষকরে লিরিক্স🖤 আশা করি আপনারা এভাবেই সুন্দর গান আমাদের উপহার দিয়ে যাবেন। নিরন্তর শুভকামনা চন্দ্রপীঠ এর জন্য।
হিসেব মিলাতে না পেরে বন্ধ করে রাখা পাওয়া না পাওয়ার খাতাটা আবার নতুন করে মিলিয়ে দেখতে ইচ্ছে করে।
নাইস কম্পোজিশন, চন্দ্রপিঠ! শুভকামনা।
২০১৯ এ প্রথম গানটি শুনেছি 💕 ওই সময় জানতামনা যে ২০২২ এ এসে তাদের সাথে ভিডিও এর কাজ আমি নিজে করবো 💕😅 ধন্যবাদ চন্দ্রপীঠ এর সকল ভাইদের এতো সুন্দর একটা কাজের সদস্য করার জন্য 💕💗
ধন্যবাদ সবাইকে 💕💗
আমাদেরকে এতো এতো ভালোবাসা দেয়ার জন্য 💕🥰
এই গান গুলো ভুক্ত ভুগিদের হৃদয় প্রাচীরে আঘাত করে🖤
চন্দ্রপীঠ অনেক অনেক বেশি ডিজার্ভ করে। আপনারা থেমে থাকবেন না। একদিন অনন্য এক উচ্চতায় পৌঁছে যাবেন। দুইটা গানেই ফ্যান হয়ে গেলাম। আর চন্দ্রপীঠের ভোকাল খুব খুব ভালো। অনবদ্য
একটা কাকতালীয় ব্যাপার শেয়ার করি,
আমি পুনর্জন্ম গানটা শুনে অনেকদিন ঘোরের মধ্যে ছিলাম, ঘন্টার পর ঘন্টা গানটা শুনে কাটাই দিতাম, সাইকেল চালাইতাম গানটা হেডফোনে লাগাইয়া দিয়া। পরে কলেজের র্যাগ ডে তে চন্দ্রপীঠ ব্যান্ডে গানটা করলো, আমি অবাক হলাম, চিল্লাইয়া গাইলাম। অইদিন সন্ধ্যায় যখন জানলাম এই গানটা চন্দ্রপীঠ এর অরিজিনাল এবং এটা একটা নোয়াখালীর ব্যান্ড তখন পুরাই অবাক হলাম। সত্যিই দুনিয়াটা অনেক ছোট।
আমি মন থেকে বিলিভ করি যে চন্দ্রপীঠ একদিন অনেক মানুষের কাছে পোছাবে। এই গানটাও একটা মাস্টারপিস হতে যাচ্ছে। ভালবাসা রইলো ❤️
Gaan sune santi paici... Vai... Apekha korci gaantar jono ...jani na gaan tar view koto hove karon amader desher manus ra to hindi bade kono gaan buje na.. Kintu dada amader moto kicu pagol ar aro valo valo gaan niye asio... Tomader gaan gula sune to santi pai... Best of Luke . Kono ek din gaanti trending uthbe...
. Valobasha nio choto vaitar💗
ব্যাবিলন এমন একটা গান। শুনলে নিজেকে অন্য কোথাও খুজে পাই। শতবছর আগে হারিয়ে জাই প্রাচীনকালে🙂। যত শুনি তত ভালোলাগে। আশা করি সামনে আরো ভালোকিছু উপহার দিবেন আমাদের😊
আহা🥰
প্রাণের শহর নোয়াখালী ✌️
এবং তারপর অবশেষে চলেই এলো আসছে আসছে করে।
গীতিতে, সুরে, উপস্থাপনায় বিমোহিত হয়ে ভালোবাসা দিলাম মন ভরে।
❤️❤️❤️
যাদের প্রতি কখনো ভালবাসা হারায় না তারা চন্দ্রপীঠের মতো ব্যান্ড 💟💟💟
আরেকটা মাস্টারপিস 🖤অনেক অপেক্ষায় ছিলাম শুনেই শান্তি এই গান গুলোতে ভিউ বেশি না হলেও এগুলো থাকবে আমাদের ❤️ বেস্ট অফ লাক আপনারা আরো অনেক দূর এগিয়ে যান আরো সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিন।ভালোবাসা🖤
জীবন নাটকের চেয়ে নাটকীয়... কল্পনার চেয়েও দ্রুত রং বদলায় এই পৃথিবী এই জীবন!! একটা ছোট ফুল একটা জীবন বিকশিত হওয়ার আগে শেষ করে দেয়!! কান্না করতে করতে শেষ হয়ে গেলেও যেন ভুলের মাশুল শেষ হয় না!! ছটফট করতে হয় সারাটা জীবন!! হয়তো একটা সময় সবকিছু সব ঠিক হয়ে যায় বা যাবে কিন্তু কোথাও যেন একটা হাহাকার থেকে যায়!! মানুষকে বিশ্বাস করা ভালো তবে সেটা মুখে মুখে!! মানুষ বড়ই স্বার্থপর ও বেইমান!! মানুষ বড়ই অকৃতজ্ঞ!! তবে ভাগ্য বলেও একটা জিনিস আছে.. হয়তো ভাগ্য নিজের ধ্বংস দেখাকেই সায় দেয়!! তবু আমি বলি সবাই ভালো থাকুক,সবার মুখে হাসি ফুটুক,,
Boys who lost their loved one after loving so much, boys who wished to be with someone whom they never wanted to lose but lost for them this song will gave them the feelings of last cigarette they take at night.
Whenever Rasel vai says "আমি স্থির আছি, আমি তোরই আছি। তোকে ভালোবেসে আগের মতন" It hits like someone thrown an arrow in the chest.
We actually don't get the person we truly love
Thanks Chandrapith for giving us
চন্দপীঠ এর গান ছাড়া আমার রাতের সময়টা কাটেই না।
হালকা ড্রীম লাইটের আলোতে হালকা গরম কখনো ঠান্ডায় বেলকনির এক পাশে হেলে দাড়িতে রাত ২ টার পরে হাতে একটা সিগারেট সহ এই টানা শুর শুনে শেষ রাতে ঘুমাতে যাই
মায়ার আর এক নাম আমার কাছে ❤
পুনর্জন্ম।।❤
ব্যাবিলন।।🖤
এই গান গুলো হয়তো কোনদিন ভাইরাল হবে না।।কারণ এই গান গুলোর মানে বোঝের মতো ক্ষমতা সবার নেই🙂
যারা হারিয়েছ শুধু তারাই বুঝবে এই গান এর মানে🥀
বাংলা ব্যান্ড এর অভাব কোন দিন হবে না বাংলাদেশে। সোলস মাইলস এল আরবি নগর বাউল যুগের পর আর্টসেল ব্ল্যাক যুগ প্রায় শেষ।ভাল লাগে এখনো সুন্দর গান তৈরি হয় দেখে।আপনাদের জন্যা শুভ কামনা,,, ❤ ভালোবাসা অবিরাম।বছরে দুই তিনটা গান ই দেন।এত গান দরকার নেই।Quality Matters ☺️☺️☺️
একটা মানুষ আছে যাকে ভালোবেসে আমি নিজেই আশ্চর্য!🙂 আসলে সবকিছু এভাবে হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি💔 আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়েছিলাম প্রতিটি সময় আমি তোর সাথেই থাকবো....তোকে ভালোবেসে!এতটা দূর যেতে হবে আমার কভু জানা ছিলো না.. প্রকৃতি! প্রকৃতির নিয়মে এগোচ্ছে আর তুই তোর নিয়মেই আমায় দাঁড় করিয়ে রেখেছিস! বৃষ্টি 😊 আমি তবু বলি.... আমি স্থির আছি,আমি তোরই আছি,তোকে ভালোবেসে...আগের মতো😊
আমি জানি না তুই এই গান শুনবি কি না!
ভালোবাসি🖤
ei tokkhon ai পুনর্জন্ম
song ta suncilam pore comments box dekhe
ব্যাবিলন name akta song tarpor search diye akon sunchi ai niye 5 bar hoitece akbare mon soya song ;;🥰🥰 big fend vai
এগিয়ে যাক চন্দ্রপীঠ🖤
এবারও হতাশ করেনি চন্দ্রপীঠ।সবকিছুই অসাধারণ ছিলো ❤️
অনেক দিন যাবৎ এই গানটা শুনি। মন খারাপ হলে শুনি, মন ভালো হলে শুনি। যেকোনো মোডে বেস্ট সুইটেড একটা গান। ভাই, এতো ভালোলাগা কম গানেই আসে। আসক্ত আমি এই গানটাতে। যখনই শুনি ভালোলাগার সর্বোচ্চ পর্যায়ে চলে যাই।
ভালোবাসা সবসময় ভাই।এই গানের ভক্ত হয়ে থাকলাম।
চন্দ্রপিঠ মানেই নতুন কিছু❤️❤️
এক কথায় অসাধারণ...❤️
চিনি অন্য করম আমি আমাকে 🤟🤟
তাকে হারিয়ে নিজেকে চিনতে শিখেছি, গানের মাঝে নিজেকে হারিয়েছি, গানের ওপারে তাকে খুঁজে নিয়েছি, গানে হারিয়ে তোমাদের মত অসাধারণ কথার জাদুকর খুঁজে পেয়েছি, গানের ওপারে তাকে নিয়ে বেশ ভালোই আছি❣️
পুনর্জন্ম সারাদিন শুনতাম😊এখন এই ব্যবিলনটাও শুনবো❤️❤️গানগুলো প্রাণ ছুয়ে যায়❤️💥
Apni onek baggoban je maye hoiya ai gan gola sonen akhon ker maye ra to aisob gan er kisoy bojbe na 😊
আজকে প্রথম শুনলাম গানটা
সেটাও আবার যখন আমার ব্রেকআপ হয় সে সময় টায় ইউটিউব ভেন্সড থেকে ব্যাকগ্রাউন্ড এ চলতে থাকে
এই সময়টায় এই গান আর সাথে সিচুয়েশনে সব মিলে গেলো
কান্না থামানোর মত না
স্টিল চোখের পানি অঝোরে পড়ছে🙂
আমি স্থির আছি
আমি তোরই আছি
তোকে ভালোবেসে
আগের মতন🙂
আমি কিচ্ছু দেখে আশ্চর্য হয় না,নিজেকে দেখে🖤🖤
আজ আমার জন্মদিন।প্রেমিকা হারিয়েছি আজ ৫ মাস শেষে ৬ মাস হতে চললো।গভীর রাতে ছাদে দাড়িয়ে হালকা বাতাসে গানের সাথে স্মৃতিগুলো কেন যেনো জীবন্ত হয়ে উঠছে।
চন্দ্রপীঠ ব্যান্ড এর জন্য ভালোবাসা রইলো 😊
প্রিয় রাসেল ভাই এর জন্য শুভকামনা রইল
প্রিয়া জানিনা কেন জানি গানটা শুনলে তোমার কথা অনেক বেশি মনে পড়ে।তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে হয়ত কোন দিন এত সুন্দর একটা গান শোনা হতো না।
We believe in kanai sir's supremacy ♥
তোমাদের গানে নিচে অনেকেই তাদের স্মৃতি অনেক যত্নে আগলে রেখে যায়
আমার মত হাজার বিধ্বস্ত নাবিক স্মৃতি গুলো না বলে । অন্যের স্মৃতি পরে আর অজান্তেই নিজের মনে স্মৃতির সমুদ্রে নিমজ্জিত হয়ে যায় 💫🥀💔
সবার এইরকম গান শুনার ভাগ্য হবে না,,কোনো একদিন এই গানও মিলিয়ন ভিউ হবে,,,সেদিন কারো চোখে এই কমেন্ট পড়বে,,সেই আগুন্তকঃ কে বলছি,,আমাদের জেনারেশন ধন্য কারন আমরা চন্দ্রপিঠ কে পেয়েছি,,,,তোমাদের সময় হইতো আরো অনেক গান/ব্যান্ড বের হবে,,,,হইতো ওইগুলার আড়ালে এই গান হারিয়ে যাবে,,কিন্তু আমাদের অন্তরে থাকবে,, চিরকাল,,,,,,,,,,,!!!!!!আসলেই আমি ঠিক আছি তাকে না পাওয়ার পরেও
🎉
কথাগুলোর ওজন নিতে খুব কষ্ট ও আনন্দ দুটোই লাগলো।দারুন লিখেছেন।
1st time : This song is so so
2nd time: It's amazing
3rd time: Loop starts..............
What a masterpiece!! ❤️❤️
ভালোবাসায় কোন বিরাম নেই, ভালোবাসা অস্ত যায় না! হয়তো নতুন নতুন ধরণ সংযোজন বা বিয়োজন হবে, কিন্তু ভালোবাসা থেকে যাবে প্রাণের উপস্থিতির মধ্যেই।
চন্দ্রপাঠ ধন্যবাদ শব্দ এবং যন্ত্রের ব্যবহারে দুর্দান্ত সমন্বয় করে কানের মাধ্যমে মস্তিষ্কে দারুন অনুভুতি প্রদানের জন্য। সামনে এগিয়ে যাক চন্দ্রপাঠ
Another Master piece from চন্দ্রপীঠ 🧡
লিরিক্স, সুর, ভয়েস, মিউজিক সব কিছুই অনেক ভালো লাগছে, অনেক সুন্দর হইছে।
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতোনা প্রিয়। স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে যখন মানুষ গানটি শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি বারবার শুনতে আসব প্রিয় গানটা
প্রিয়,
সাথে থাকলে জীবন মন্দ হতো না,
ফিরে এলেই পারতে, সবকিছু ভুলে নাইবা গেলেও পারতে, সব-সময় তোমাই মনে করে নিজেরেই কষ্ট দিয়ে গেলাম
হতে পারে ভালোবাসা'র অপরাধে মৃত্যু অনিবার্য।
ভালো থাকুক প্রিয় আমর
আমি স্থির আছি,আমি তোরই আছি
তোকে ভালবাসে আগের মতন🖤
ভালোবাসা হলো এক অসমাপ্ত উপন্যাস,
যার কোনো শেষ নেই।
সভ্যতার শুরু থেকে আজ অবধি,
এই অব্যপ্ত অনুভূতির জোরেই,
টিকে আছে মায়াজালে ঘেরা,
অদ্ভুত পৃথিবীর অস্তিত্ব।
এই টা এমন একটা অনুভূতি,
যা এক এক জনের কাছে,
এক এক রকম হয়ে সংজ্ঞায়িত হয়ে থাকে।
আমরা যতই নিজেকে,
শক্ত বলে প্রকাশ করি না কেনো।
দিন শেষে কিছু না কিছু একটা,
আঁকড়ে ধরে রাখার প্রবল ইচ্ছে,
থেকেই যায় সবার মনে।
ভালোবাসা একটা মানুষের মনকে,
যেমন এলোমেলো করে।
ঠিক তেমনি ভাবেই,
পৃথিবীর সব থেকে অগোছালো মানুষটাকেও,
গুছিয়ে দেয় এই ভালোবাসা।
কেউ এটাকে অনুভূতি বলে,
কেউ আস্তা, কেউ ভরসা, কেউ বিশ্বাস,
কেউ মায়া, কেউ'বা প্রেম।
ব্যখ্যা যায় হোক না কেনো,
এই স্পর্শ কাতর ব্যাপারটা,
জীবনের প্রতিটি অধ্যায়ে,
ওতোপ্রোতো ভাবে মিশে থাকে।
তবে সব কিছুর পরেও,
ভালোবাসা হোক ভালো রাখার।
ভালোবাসা হোক হাসি মুখে জীবনটাকে,
আরো কিছুটা অধ্যায় বাড়িয়ে পড়ার।
ভালোবাসা হোক!
সুন্দর, সাবলীল, সম্মানের।
বুকের বা পাশে চামড়া ও পাজরের আবৃত,
হৃদ স্পন্দন হোক ভালোবাসার অন্তিম শব্দ।
হাজার ছেলের কান্না থামিয়ে রাখতে পারবে না এই গানটা শুনে 💔💔
আহা রিলিক্স!
কি অসাধারণ মিউজিক?
কি শ্রুতি মধুর কন্ঠস্বর?
এক কথায় অসাধারণ ❤️🥰
আমাদের নোয়াখালীর গর্ব তোমরা ভাই🖤
সেরা ছিলো🔥
তুমি আজ অন্য কারোর সত্য😶
কেউ তোমার স্পর্শে বসবাস করে,
আর আমি তোমার স্পর্শে বুকে আগলে নিয়ে বেঁচে থাকি!
লিরিক্স, ভয়েস, মিউজিক এক কথায় অসাধারণ 🥰
ভালোবাসা রইল চন্দ্রপীঠের সকল মেম্বারের প্রতি❤️
আরো কিছু মাস্টারপিসের অপেক্ষায় রইলাম 🤞🏻
আমি কিচ্ছু দেখে আশ্চর্য হয়না, যোতো না নিজেকে দেখে হয় 💔
চন্দ্র পীঠ অলয়েজ লাভ. ব্রো 💝💝💝