45 টাকায় লোকাল ট্রেন এ দীঘা | HWH to DGHA local train journey experience | Explorer Shibaji
Вставка
- Опубліковано 7 лют 2025
- #digha #train #trainvideo #trainvlog
Hotel Swapnodeep Residency Digha - +919830404093
Location: maps.app.goo.g...
We went to Digha on 19/06/2024 by local train. We boarded 5:45 am Haldia local from Howrah and went to Mecheda
------------------------------------------------------------------------------------------------------------------
Join this channel to get access to perks:
/ @explorershibaji
-------------------------------------------------------------------------------------------------------------------
For any query: shibaji.explorer@gmail.com
------------------------------------------------------------------------------------------------------------------
Instagram: bit.ly/explore... (Preferable)
Facebook: bit.ly/explorer...
Facebook group: bit.ly/bhromon...
-------------------------------------------------------------------------------------------------------------------
Music from Epidemic Sound, get one month free using the following referral link:
www.epidemicso...
-------------------------------------------------------------------------------------------------------------------
Popular Playlists of Explorer Shibaji:
👉 Explorer Shibaji Train 🚅 Journeys: • Explorer Shibaji Train...
👉 Explorer Shibaji Vaishno Devi & Kashmir: • Explorer Shibaji in Ja...
👉 Explorer Shibaji Kedarnath: • Explorer Shibaji Kedar...
👉 Explorer Shibaji Thailand: • Explorer Shibaji in Th...
👉 Explorer Shibaji Bangladesh 2022 : • Explorer Shibaji Bangl...
👉 Explorer Shibaji Bangladesh Sundarbans 2023: • Bangladesh Sundarbans ...
👉 Explorer Shibaji Nepal 2023: • Explorer Shibaji Nepal...
👉 Explorer Shibaji Meghalaya: • Explorer Shibaji Megha...
👉 Explorer Shibaji Purulia: • Purulia Ajodhya Pahar ...
👉 Explorer Shibaji Garpanchakot: • Garhpanchakot Aug 2020...
👉 Explorer Shibaji Caravan Tour: • Purulia By Caravan
👉 Explorer Shibaji Uttarakhand 2021: • Uttarakhand July 2021
👉 Explorer Shibaji Kumaon 2021: • Kumaon 2021
👉 Explorer Shibaji Maharastra 2022: • Explorer Shibaji Mahar...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Products that I use, following are Amazon affiliate links, when you purchase a product using the following link I get small commission from your purchase, although that does not cost you extra.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
My Vlogging camera:
I use two GoPro cameras, GoPro Hero 9 and Hero 10:
GoPro Hero 10 : amzn.to/3UjSFft
GoPro Hero 9: amzn.to/3KD7BlP
For live sound recording, I use Rode Wireless Go II, although bit costly,
but this is the best without doubt:
Here is the link: amzn.to/3nKWIoW
Mic that I use for voice over: amzn.to/411NkeN
Micro SD Card for my camera: amzn.to/3nQH7nD
I have an alternative mic as well and that is Rode Videomicro: amzn.to/3Ujo0Py
GoPro Battery: amzn.to/3Kb5GmR
GoPro Charger: amzn.to/414fk1C
2TB External Hard Disk that I Use: amzn.to/3Ms0Cgy
My Macbook: amzn.to/43cPyu2
পৃথিজিৎ বাবুর সঙ্গে গত রবিবার মেট্রো তে Esplanade থেকে Dumdum পযন্ত যাত্রা করলাম, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, খুব খুব ভালো লাগলো ❤️❤️❤️
Kostar.madhya Anand ha
How you make video too much overcrowded. Thanks for your good effort.
কষ্টার মাধ্য আনন্দ হা ... মানে??
দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি, আপনাদের সাথে টুর করতে চাই ?
@@dipanjansaha4348 কষ্টের মধ্যেই আনন্দ হয়।
শিবাজী বাবু আপনিএত দেশ বিদেশে ঘুরছেন কিন্ত আপনার এই বাঙালিয়ানা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।এই রকমই থাকুন। অনেক শুভেচ্ছা থাকল।
এই ট্রেনে আমি নিত্য দিন আশা পূর্ণা অবধি যাই সাঁতরাগাছি থেকে, ওখানে স্কুলে আমি শিক্ষিকা।তাই আমি জানি কত ভীড় হয়, আপনি সেখানে ভিডিও করলেন কিভাবে শিবাজী দা 😮, আমি সত্যি অবাক হচ্ছি। একটা কাজের প্রতি কত টা ভালোবাসা, dedication থাকলে তবে এতো কষ্ট করা যায়, সত্যি শিক্ষণীয়। ভালো থাকবেন দাদা আপনারা 🙏❤️
Apanr to khubi kosto ato dur roj journey koren ki vabe samna samni transfer kore nin
মেসেজ দাও
Kon school ar teacher apni ??
Pichhaboni naki ??
Madam ei train ki santragachi theke digha jai??
Keep it up Ami tomake support korlam tomio amake support korbe♥️
#explorewithsanjib
দাদা তোমার চ্যানেল টা এখন আর ছোট নেই ।
যত ব্লগার আছে তুমি সব থেকে বেস্ট, তোমার পরিচালনা করার যে প্রয়াস সেটা কারো সাথে তুলনা হয় না আর তোমার মানিয়ে নেওয়ার ক্ষমতা আর পৃথিজিত দার সাথে এডজাস্ট মেন্ট অসাধারণ ,আমার জীবনে খুব ইচ্ছা ছিল কিছু একটা নিজে থেকে করার কিন্তু ভরসা পাই না ,কিন্তু তোমাদের যত দেখি খুব ভালো লাগে ,তোমার হাসি ভরা মুখটা সব অসম্ভব কে সম্ভব করে দেয়। অনেক বড়ো হোক তোমার প্রচেষ্টা,যদিও তোমার চালেন ছোট নেই এখন।🎉
Thanks দাদা
আমার চোখে দেখা Banglar সেরা Travel Vloger Shibaji Sir.আমার কাছে ভগোবান ইনি🙏🙏🙏
আপনাদের কষ্ট হলো সত্যি কিন্তু রেলের সাধারণ যাত্রীর নিত্যদিনের যাতনার এক অনন্য স্বাক্ষী হয়ে রইলো ভিডিওটি। ধন্যবাদ।
ভাবা যাচ্ছেনা জাস্ট।এরকম ভ্লগ শিবাজীদাই পারেন বানাতে একমাত্র। পুরো ফ্লেভারটা এনজয় করেছি খুউব।👍👍❤❤
হঠাৎ করেই ব্লগটা চোখে পড়ল। প্রাণবন্ত দুটি মাটির মানুষকে হাসিমুখে দেখতে দেখতে ফ্যান হয়ে পড়লাম ❤❤❤ মন পরিষ্কার না হলে এরকম প্রাণবন্ত হওয়া অসম্ভব ❤❤❤❤🙏🙏🙏
আন্তরিক ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকুন। ভালো থাকবেন।
@@explorershibaji❤❤❤
সত্যি ১৫ নম্বর প্লাটফর্ম ভীষণ চাপের হয়ে যায়।
এইট্রেনে ঘুগনি আর মুড়ি বিখ্যাত
যথারীতি ভিডিও টা👌👌
উফ্ আপনাদের দ্বারাই সম্ভব। নিজেদের কমফোর্ট জোনের বাইরে এইভাবে হাসিমুখে একটুও নাক না কুঁচকে...... সব জায়গায় সমান স্বচ্ছন্দ আপনারা। ভালো থাকবেন।
কষ্ট হয়েছে তবে এই যে এত ভিড়ের মাঝে থেকে থেকে গ্ৰাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যর ছোট ছোট মূহুর্তগুলো তুলে ধরেছিলেন বেশ ভালো লাগলো। এই জার্নিকে যে আপনাদের ইউটিউব যাত্রায় দ্বিতীয় সেরা জার্নির তকমা দিলেন বেশ লাগলো। আর পৃথ্বিদা গুরুদেব 🙏, "ইউটিউবে কত কামাও না, রোজ সকালে কামাই 😂"। ভালো থাকবেন দাদারা ❤️🙏
অত্তো ভিড়ের মাঝেও আনন্দ পেলাম।
অনেক বড় অভিজ্ঞতা হলো সবার।
খুব ভালো থাকবেন সবাই। শুভকামনা সবসময়।
কিন্তু লোকাল ট্রেনের এই অভিজ্ঞতা এই ভিড়ের সমস্ত মানুষদের সাথে কথাবার্তা একটা আলাদা রকমের ভালো লাগলো খুব সুন্দর হয়েছে ভিডিওটা
একজন বলল “ছোট চ্যানেল বড় হোক” ! উনি হয়তো জানেন না এই চ্যানেলের কত সাবস্ক্রাইবার ! তবে হ্যাঁ ছোট বড় সবই আপেক্ষিক ব্যাপার । এই চ্যানেল আরও বড় হোক এই কামনা করি । ❤
প্রতিদিনই আমরা নতুন নতুন জিনিস শিখছি, শেখার কোন শেষ নেই।
ভুল করতে করতেই তো মানুষ শেখে, মোটিভেশনাল ভিডিও খুব ভালো লাগলো 😊😊
এটা মিস করে গেছিলাম। দেখে খুব ভালো লাগলো। এই তো সাধারণ মানুষের জীবন। ❤️
সাধারণ মানুষের নিত্যদিনের সংগ্রামের এক অপরূপ ছবি তুলে দিলেন মানুষের জন্য। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
দারুন একটা ভিডিও সত্যি এটাই হলো আসল ট্রেন জার্নি যেটা হাজার হাজার লোক করছে। এটাও একটা অভিজ্ঞতা আমার নামখানা লোকাল এ এই রকম অবস্থা হয়েছিল কদিন আগে। এরকম আরো রও ভিডিও চাই 🤘🤘🤘
ua-cam.com/video/jJ0_p2GKvY8/v-deo.html
এই হল অনুসন্ধান (explore) করা। এই ভিডিও টা অন্য অনেক নামজাদা জায়গার ভিডিও র থেকেও ভাল লেগেছে। একদম মাটির কাছে । এই সফর টা আপনাদের মহারাষ্ট্র ট্যুরের সঙ্গে খনিকটা তুলনীয়। এই রকম ভিডিও আরও দেখতে চাই। এই সম্পর্কে যেকোন সাহায্য করার জন্য আমরা তৈরী।
Apnar video eto tai mon chhuye jaye tar ekta ghotona share korchi..
Ami ar amar wife kalke bikel 4ter dike lunch er pore digha journey er video dekhchilam,dekhe ghumiye porlam,ghum theke uthe wife amake bolche,ami swapno dekhlam Shibaji and Prithwijit sea beach e geche,megh kete bohut rod esche...aro onek kichu..sotti e..mon chhuye gele erokom e howa ta shavabik...❤❤❤❤❤
শুভ সন্ধ্যা শিবাজী দা এবং পৃথ্বীজিত দা,,আমার দীর্ঘদিনের আশা আকাঙ্খা যে আপনাদের দুইজনের সঙ্গে সাক্ষাৎ করবো, সেটা অল্পের জন্য মিস হয়ে গেলো,,, ওই দিন ওই লোকাল ট্রেন এ করেই আমি ও আমার তিন বন্ধু দীঘায় গিয়েছিলাম,, সাঁতরাগাছির পরের স্টেশন মৌরিগ্রাম এর পাশেই আমার বাড়ি,, সেই সুবাদে সকাল 6:49 মিনিট এ ট্রেন ধরেছিলাম,,সিট ও পেয়েছিলাম,ব্যাপক ভিড় হয়ে ছিল,,কতই না সৌভাগ্য হতো যে আমাদের সিট ছেড়ে দিয়ে আপনারদের দুইজনকে বসতে দিতাম,,আমি নিয়মিত আপনার ব্লগ দেখি,,, ভালো থাকবেন ❤❤❤❤
দাদা তোমার চ্যানেল মোটেও ছোট নয়.. গুণগত মান এ তো এই চ্যানেল সংখ্যার চেয়েও বড়.. একটা অদ্ভুত ব্যাপার আছে আপনাদের উপস্থাপনায়.. ❤
আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন আর এভাবেই সঙ্গে থাকবেন।
এতসুন্দর ভাবে সাবলীল ভাষায় ভ্রমণ আপডেট দিয়েছেন। খুব ভালো লেগেছে। আমি কখনো এতো ধৈর্য নিয়ে ইউটিউব ভিডিও দেখি না। কিন্তু আপনার কথার মাধুর্যে র জন্য পুরো ভিডিও টি দেখলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
এই vlog একেবারে জমজমাট। প্রথম ভাগ টা রোমান্টিক, দ্বিতীয় টা সাসপেন্স আর এডভেঞ্চার এ ভরপুর। সঙ্গে পৃথিজিৎদার কমিক টাইমিং। ❤❤❤❤
শিবাজী বাবু, আপনার লন্ডন থেকে এডিনবার্গ ট্রেন যাত্রা আগেই দেখেছি ২০০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলতে। এখন পৃথ্বীজিৎ বাবুকে সঙ্গে নিয়ে লোকাল ট্রেনে দীঘা ভ্রমণের অভিজ্ঞতা সঞ্চয় করলাম। অসাধারণ আপনার সহনশীলতা। আপনার সহযাত্রীদের বোধহয় জানা নেই আপনার ব্লগের পরিধি বা ব্যাপ্তি কতদূর! ভালো থাকুন দাদা।
যে যাই বলুক .. probably one of the best tour made by you two. এত ভীড়ে এই রকম raw video বানানো .. Hats off.. Hats off.. 🙏❤🙏❤🙏❤
Ei manush dujon ke je ki bhalo laage...seta bojhanoi day...
Shibaji da tomake onek bhalobasa r prochur prochur suvechha...
Bolte paari nirdidhay .. this is the best channel in bengal ❤❤
মনেহয় জার্নিটা বুধবার ছিলো?? আমি পাঁশকুড়া থেকে ট্রেনে উঠতে পারিনি এতো ভিড় ছিলো। সাধারনত দীঘা লোকালে এতো ভিড় থাকে না। যাইহোক ভিড়ের মধ্যেও এতো সুন্দর ভিডিও সত্যিই মনোমুগ্ধকর।। ভালোবাসা রইলো।❤❤
হ্যাঁ,বুধবার ছিলো।
Good information.
শিবাজী দা পৃথ্বী দা এই ট্যুর টার জন্য ধন্যবাদ ধৈর্য্য আছে দাদা তোমাদের। একেই বলে বাংলার ছেলেদের দমআছে
দারুন লাগলো এই লোকাল ট্রেন যাত্রা। এই ভাবে ঘুরতে ঘুরতে একদিন টুক করে কল্যানী চলে আসুন। এইতো সোদপুর থেকে কিছুটা দূরেই। আপনাদের সাথে সাক্ষাত করার অনেকদিনের ইচ্ছে শিবাজী দা এবং পৃথ্বিজিৎ দা। ❤️
সত্যি আপনাদের যাযাবর জীবন আমি ভীষন ভাবে উপভোগ করি।দীঘা আমার ঘরবাড়ী বছরে পাচ ছয়বার আমি দীঘা ঘুরতে যাই।আমি নৈহাটি থাকি সেখান থেকে এসি দীঘার বাস ছাড়ে আমি তাতে করেই দীঘা যাই।আমার খুব ভালো লাগার জায়গা ।গতবছর দীঘা থেকে তাম্র লিপ্ত একসপেসে হাওড়া এসেছিলাম।ঐ গাড়ি তে দারুন ঘুঘনি পাওয়া যায ।এইভাবে দীঘা ঘুরতে যাওয়া দারুন উপভোগ করছি।ধন্যবাদ
যে যাই বলে বলুক আমি মুগ্ধ।
তোমরা great শিবাজী।
আপনারা দুজনেই যোগীপুরুষ ...এই ভিড় আর গরমে এত হাসিমুখ 😊
বাংলা ও বাঙালির গর্ব আপনি এবং পৃথ্বিজিতদা। আপনাদের অসীম পরিশ্রমের ফলস্বরূপ যে ভিডিও গুলি আপনার উপহার দেন তার জুড়ি মেলা ভার। Hats off Sir 🙏🏻
শিবাজির শৌর্য ও সাহস যেমন অনবদ্য তেমনি পৃথ্বীজিতের পৃথিবী কে জেতার বাসনা যেন পূর্ণ হোক।এটাই কামনা।ভালো থাকবেন।❤
😊❤🙏
Eto kosto r moddhe o bhalo hoyeche video ta....apnader video dekhe mon bhalo hoye jay...dui Dadar jonno onek 💓💗💖💝
আপনাদের সহযাত্রী রা একেবারেই আপনাদের ফ্যান বেস নয় দেখলাম।
কেউই আপনাদের চিনতে পারলো না।
খুব ভাল করছেন এই বাজেট টুরগুলি করে।
প্রচুর লোক আপনাদের এইবার পরিচিতি পাবে।
ওই অসম্ভব ভিড়ে vlogging কিন্তু অসাধারণ হয়েছে।
হ্যাটস অফ
কি যে ভালো লাগে আপনাদের ভিডিও গুলো, ভাষায় প্রকাশ করার নয়। একেক টা পর্ব তারিয়ে তারিয়ে উপভোগ করি। শিবাজী অসাধারণ আর পৃথ্বী তো সবচেয়ে প্রিয় আমাদের পরিবারে। ❤
আপনার ব্লগ আমি সবসময়ই দেখি খুব ভালো লাগে। সত্যি লোকাল ট্রেনে দীঘা যাত্রা খুব কষ্টকর।
খুব ভালো লাগলো এতো সাধারণ ভাবে ঘুরে বেড়ানো দেখে আমি তো অবাক😮
Thank You শিবাজী দা & পৃথ্বিজিৎ দা আমি এই ধরনের ভিডিওর ই রিকোয়েস্ট করেছিলাম।
😊❤
Apnader moto ato knowledgeable der jonno sotti eta akta listen ....kintu jiboner proti bhalobasha apnader Asadharon 😊... life always tech us ...just enjoy every moment of life ❤️
Just Africa series ses korlam, sondhebela ontoto 2to video na dekle mone hoi jeno ki jeno ekta kaj korar Kotha chilo, kintu kore uthte parlam na. Video gulo dekhe eto relaxed lage, mind fresh hoe jai ♥️
ভিডিওতে দিঘা টুর দেখে খুব আনন্দ পেলাম আমার বাড়ি নন্দকুমারে আমরা অটোতে করে বাড়ির সবাইকে নিয়ে দিঘা যাই ❤🎉 ধন্যবাদ জয়গুরু নেবেন ❤🎉❤🎉❤🎉
অভিনব vlog। আপনার vlog এর সঙ্গে সঙ্গতি রেখেই বলছি, এরকম ট্রাভেল vlog ' বাপের জন্মে দেখিনি'। Hitch hiking এর থেকে পরপর vlog গুলো খুব এনজয় করলাম। আপনাদের বেশ কষ্ট হয়েছে, কিন্তু দর্শক হিসাবে আমরা খুব এনজয় করলাম। এই সব innovative ideas এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
দাদা আপনার সব ভিডিও গুলো দেখি। তবে এ ভিডিও টা দেখে খুব আনন্দ পেলাম। সত্যি একটা ব্যতিক্রম ভিডিও।
ধন্যবাদ শিবাজী দা আমাদের মোত নিন্মবিত্তরা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে ।
25:55 তবে পৃথিজিৎ বাবুর উত্তরটা কিন্তু সেরা ছিল😆😆😆😆👌👌👌👌👌 জিও পৃথিজিৎ বাবু
Please don't care about this distressful experence
As here only excitement enhances
Please don't care whether in taking decision you were right or not
It is sure that in the first part of this tour you enjoyed a lot
Please don't care about this experience was old or new
From my point of view the best travelling youtuber is one and only you👍
Pritijit dar vote nia ukti ta bes darun laglo sadaron manush er moner khota
মারাত্মক অভিজ্ঞতা আপনাদের এই সফরে। আমি তো ভিডিওটা দেখেই ক্লান্ত হয়ে গেলাম, আপনারা প্রত্যক্ষ করেছেন এই যাত্রা। যাইহোক এটাও দরকার জীবনে।। ভালো থাকুন সবাই ❤
অসাধারণ অভিজ্ঞতা
সাধারণ মানুষের জীবনে রোজ এটাই হয় আসল স্ট্রাগল
খুব ভালো বানিয়েছেন ভিডিওটা
শিবাজী দা, আমার ভিডিও দেখছি আর খুব হাসছি, খুব ভালো লাগছে কিন্তু, তবে আপনাদের খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কলেজ জীবনের কথা বার বার মনে করিয়ে দিচ্ছে, পুরানো সেই দিনের কথা 😊😃👌👌👍🙏
Darun Darun tour,hotat abhijaan.anek bhalo laglo video ta Tao abar train a.darun.anek bhalovasa o suveccha Shibaji Da o Prithwijit Dadara.pronaam.❤🙏
😊❤
২৭ পয়সায় এক কিলোমিটার ... এর থেকে চমৎকার অভিজ্ঞতা হতে পারতো না। দারুন লাগলো।
খুব ভাল লাগে আপনাদের ভিডিওগুলি। অনেক কিছূ জানতে পারি। শিবাজী বাবু আপনি অসাধারণ আর পৃথ্বীজিৎ বাবু কোন কথা হবে না ❤
শিবাজী বাবুকে লোকাল ট্রেনে করে দীঘায় স্বাগতম।
কাঁথি থেকে.....
🎉
সব সময়ই প্রাণবন্ত ও ইনফর্মেটিভ.......এমন ভাবেই জয় যাত্রা অব্যাহত থাক ❤❤
Apnader sathe dekha korar Onek eccha ache dada ... jodi konodin hoy ....darun hobe😊
নিত্য যাত্রীদের কতো কষ্ট করে daily যাতায়াত করে আজ নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন ❤❤❤আপনি এতবড় vloger হয়েও আমাদের মতো সাধারণ মানুষ কি ভাবে কম খরচে দিঘা বেড়াতে যেতে পারেন তাদের জন্যে এই ভিডিও বানানোর জন্যে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ❤❤❤
Howrah to mechada প্রায়ই যাতায়াত করি। তমলুকে বাড়ি তাই মেচাদা তে নেমে বাস ধরতে হয়। আজ আপনাদের video এর মাধ্যমে নিজের পরিচিত জায়গাগুলো দেখে বেশ ভালো লাগলো।
Dada atoh jata obostha 😮. Apnara sotti uccho marg er manush❤. Pandemic er por local train a othar kotha vabte pari na😮. apnader pronam 😊.
Hat's off শিবাজী ও পৃথ্বী জিত । সত্যিই তোমরা ভাই Great Explorer. এটা একটা ছোটখাটো যুদ্ধ জয় আর কি ।
এই রকম অভিজ্ঞতা দরকার সব সময় যে ভালো ভাবে যেতে হবে তার কি আছে খুব ভালো লাগলো আজকের এই পর্ব অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ আপনাদের ❤❤
লোকাল ট্রেনে যারা যাতায়াত করে তাদের কত কষ্ট হয়। প্রত্যেকদিন প্রচন্ড ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে উঠতে হয়ে নামতে হয়। এই ভিডিও দেখলে নিশ্চয়ই রেল কোম্পানির এটা হৃদয়ঙ্গম হবে । বাস্তব পরিস্থিতি তুলে ধরার জন্য এক্সপ্লোরার শিবাজী কে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও অজস্র হোক।
ekon SER rail er ja obostha, ta te first train ta time e pouchalei hoi. tarpor bhir niye bhabbe.
না, 27 পয়সা প্রতি কিমিতে এর থেকে বেশি ভালো সার্ভিস দেওয়া যায়না
Train time e cholle vir hoy na byaktigoto abhigyota theke bolchi.
@@kunalsenguptaরেলটা তোর বাপের ব্যবসা নয় |
Digha niye ekta valo informative video Korar jonno thank you . UA-cam onek dighar video ache but segulo dekhkar moton noi. Bachelor couples ra video baniyeche segulo family r sathe dekhkar moton noi. But apnara jevabe digha tour ta explore korechen khubi valo laglo .
Sincerely appreciate korchi ei udyog..... Apnar moto vlogger shudhu travel vlogging korey anondo diye thaken tar thekeo beshi apnara social influencer.
Ei blog er madhyam ey jodi indian rail er dristri akorshon hoy.... Sadharon manush er ki j korun obostha, seta urdhoton kotripokkhe'r nojorey asha uchit!!
😊❤️🙏
"অপ্রয়োজনীয় বংশ বৃদ্ধি" - পৃথ্বী স্যার এক্সপ্লোর করার জন্য ধন্যবাদ।
😊🙏
Prithhijit has become so natural off late, really enjoying his words nowadays.
Explorer Shibaji akhan real explorer haye gechen. Kakhono bideshe kakhono rasta te hitchhiking karchen abar kakhono local train e chire chypta haye travel karchen. Darun darun. Apnar video dekhe local train r experience karte parlam. Apnader kasta hayeche khub , kintu bhebe dekhben aai journey ta jibon e kakhono bhulben na. Bhalo thakben aai bhabe amader nana rakam r experience karaben apnar video diye. ❤❤
আপনাদের সব কটা ভিডিও দেখি,,,,চ্যানেল টা এখন আর মোটেও ছোট নয়,,,যাই হোক আমার অবাক লাগলো যে,,এতজন মানুষের মধ্যে কেউ আপনাদের চিনতে পারলো না কেন?
❤ from Sydney … your blogs are like a fresh air, v informative Shibaji & Prithi
Thank you so much 😊
🚂🌟 আরেকটি চমত্কার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা, শিবাজি দা! এইচডব্লিউএইচ থেকে ডিজিএইচএ পর্যন্ত লোকাল ট্রেনে যাত্রা একটি দুঃসাহসিক কাজ বলে মনে হচ্ছে। আমি পছন্দ করেছি আপনি পথ ধরে প্রাকৃতিক দৃশ্য বন্দী কিভাবে. আমাদের সাথে এই রত্নগুলি অন্বেষণ এবং শেয়ার করুন! 🌄👏
দাদা ব্যাক গ্রাউন্ড মিউজিক টা অস্থির 👌👌👍👍
ঢাকা, বাংলাদেশ থেকে।
আমি আপনার অনেক পুরনো স্যাবচকাইবার।
আপনাদেরএত ধৈর্য কোথা থেকে আসে একে অপরের পরিপূরক, যেমন প্রীথ্রি দা তেমন আপনি আপনারা এমন সুন্দর ভাবে কথা বলেন আপনাদের কথা শুনতে শুনতে সবাই গন্তব্যস্থলে পৌঁছে যাবে কষ্টটা কষ্টই মনে হবে না, আপনাদেরকে যে ছাচে ঢালবে আপনারা সেই ছাঁচেই হয়ে যান ,অদ্ভুত, ধন্যবাদ আবারো, ভগবানের আশীর্বাদ, ভালো থাকবেন আপনারা, আর এইভাবে ভালো ভালো ভিডিওগুলি আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ।😊🙏 31:22
জীবন ও জীবিকা চলমান রাখতে ধৈর্য্যর বিরাট ভূমিকা ,৬১বৎসর বয়সে দুরারোগ্য ব্যাধির কবলে সঠিক Mediclam না থেকেও টুক টুক করে ৬ মাস পার করলাম,এটা আমার জীবনে বড় পাওয়া। এখানে মূলত ধৈর্য ও অনেক এর সহযোগীতায় এগিয়ে চলছি ।
দীঘা Bhramaner Vedio টি। বেশ ভালোই লাগল ।আজ থেকে অনেক বছর আগে আমি দীঘায় বেড়াতে গিয়েছিলাম ।তবে এখানকার দীঘা আর আগের সেই দীঘার পরিবেশ অনেক পরিবর্তন। হয়েছে দেখলাম আপনাদের এই ভিডিও উপহারের মাধ্যমে ।.ধন্যবাদ জানাই আপনাদের ।
"Video " not vedio
@@bijayamahanti9641 sorry .
@@bijayamahanti9641 ভুল দেথিয়ে দেওয়ার জন্য । ধন্যবাদ ।
Frend ship ta khoob valo🎉❤❤❤
What a horrific experience brother. Hats to you and your friend for completing this journey and showing us this experience. Common people and their day-to-day life struggles. Keep up the good work.
Dekhe khub moja pelam ajker vlog 😂
Prithijit দা আপনি স্যালুট প্রকাশ্যে সত্য বলবার জন্য গুপি বাঘা জিও❤
😊❤
Prithijeet dar kotha sune hasi paye gelo local train uthle khide pai ❤❤
ঐরকম ভিড়ের মাঝে থেকেও এতো সুন্দর ভিডিও করলেন কীভাবে??
আমি নিজে প্রতিদিন এইভাবেই লোকাল ট্রেনে (লক্ষ্মীকান্তপুর) যাতায়াত করি। যেখানে দাঁড়িয়ে থাকাটাই একটা challenge সেখানে ভিডিও বানানো কতটা কষ্টসাধ্য সেটা ভেবেই অবাক হচ্ছি।
Bhul thekei manush sekhe ebong manush ke sekhai.
Anyorokom ekti experience...khub Valo proyas.
Thanks ❤️
অসম্ভব সুন্দর । A real train vlog highlighting a different experience. ❤❤
রাজার মত ফ্লাইটে বসে বা 1st AC তে বসে খাবার খাওয়া আর লোকাল ট্রেনের ধাক্কা খাওয়া, একেই বলে A to Z experience , A to Z বল্গ। সাবাস, খুউব সুন্দর।
বিশিষ্ঠ ব্যক্তিরা ভিডিও করতে অনেক সময়ে আপত্তি করলেও নিরহংকারী সাধারণ মানুষরা সব সময়ই আপত্তি করেন না ।
😊❤
আজকের ব্লগ টা তে আপনাদের দেখে আমার খুব অসস্তি লাগছিল কি করে আপনারা পৌঁছালেন দীঘা 😮😮
Masters er ek year porechilam Calcutta University College life e evabe jayata kortum sonarpur to ballygunge. Tarpor vaggobole Kanpur chole jai . kintu oi ek year je vir thele gechi bujhe gechi manush kirkm kosto kore jatayat kore. Apnader hats off. Local train ta besh poriskar dekhchi. erkm poriskar local train e chorar souvaggyo hoyni amar.
Common man's (aam aadmi's) journey in real life! No ac, no comfort, no negotiation just SURVIVAL! 💯😎👍✌️
দাদা একবার আসানসোল এ আসুন ❤️ভাগ্য ভালো আপনি বাংলার লোকাল ট্রেন এ চেপেছেন, একবার বিহার এর লোকাল ট্রেন এ চেপে অভিজ্ঞতা জানাবেন 😅
Explorer Shibaji ar Pritthwijeet😊🎉❤ অন্তবিহীন পথে এগিয়ে চলুক তোমাদের আগামী সব অভিযান 😊❤ আর আমরাও এভাবেই পথের অনাবিল আনন্দ উপলব্ধি করতে থাকি তোমাদের সাথে😊❤🎉 খুব ভালো থেকো তোমরা 😊😊
এবারই সত্যিকারের ভ্রমণ comfort jone থেকে বেরিয়ে যদিও আপনার sodepureer বাসিন্দা হিসাবে লোকাল ট্রেনের যাত্রীহিসাবে অনেক অভিজ্ঞতা আছে। আর এটা আপনার mynmer ba sabuj diper sponsored programme নয়।ভালো থাকবেন সঙ্গে নতুন যাত্রা নিয়ে
খুব ভাল লাগল। আপনারা হাসিমুখে সব কিছু মানিয়ে নিতে পারেন দেখে খুব ভাল লাগল।
রবিবাসরীয় মাটন কষা উইথ শিবাজী ও পৃথ্বীজিৎ দা।।। আপনারা সমৃদ্ধ হোন, বিশ্বব্রহ্মাণ্ড ছড়িয়ে পড়ুন। গ্রীনল্যান্ড, আইসল্যান্ড এগুলো চাই। পরম করুণাময় ঈশ্বরের আশীবার্দে ও আমাদের সকলের শুভেচ্ছায় গোটা বিশ্বজয় হবেই❤❤❤।।।
একদিন বনগাঁ তে আসুন। বনগাঁ শহরে আপনাদের স্বাগতম💐💐
সব রকম অভিজ্ঞতায় জীবন ভরপুর।❤❤
এতো ভিড় আর কষ্টের মাঝেও আপনার মুখের হাসিটা একবারের জন্যও মিলিয়ে যায়নি.... দাদা আপনাকে hats off 👍👍❤
একটা ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের ঘর্মাক্ত গ্ল্যামার বিহীন যাত্রাও উপস্থাপনার গুণে কি অসাধারণ হয়ে উঠতে পারে সেটা "explorer shibaji" না দেখলে কেউ ভাবতেই পারবে না।
Hats off ❤
Shivaji da oto bhir trene apni ki kore hashi mukhe video kore gelen eta bhebei ami obak hochchi. Hats off apnader ke.
দাদা, ট্রেনটা সাঁতরাগাছি 6:45 time. আর আপনাদের ট্রেন যদি মাত্র 10 মিনিট দেরিতে মেচেদা পৌঁছে থাকে তো আপনার ভীষণই lucky। কারণ এখন দক্ষিণ পূর্ব রেলওয়ের ট্রেন মোটামুটি average 50 মিনিট থেকে 1 ঘন্টা লেটে চলে। জানিনা আপনারা কবে গিয়েছিলেন। তবে ওটা আগের কোনও লেট ট্রেন হওয়ার খুবই সম্ভাবনা।
But oi somoy santragachi theke dighar kono train dekachee na dada
@@debduttahazra6415 সাঁতরাগাছি থেকে দিঘার কোন লোকাল ট্রেন দেখাবে না। ওটাকে সাঁতরাগাছি থেকে প্রথমে মেচেদা লোকাল হিসেবে পাঠানো হয়। তারপর মেচেদা গিয়ে ওটাকেই দীঘা লোকাল হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। এ ভাবেই বছরের পর বছর চলছে। ফেরার সময়ও একই হয়
লোকাল ট্রেনে তোমাদের পরিস্থিতি দেখে মনে হচ্ছিল , নেমে যাও। খুব কষ্টদায়ক। আমরা স্টেটবাসে গিয়েছিলাম। বেশ আরামদায়ক যাত্রা ছিল। তবে সব অভিজ্ঞতা ই জীবনে প্রয়োজন। ভালো থেকো তোমরা।
মিঃশিবাজী+ মিঃপৃত্থীজিৎ# ভুল থেকেই শিক্ষা নিতে হবে। এটাই স্বাভাবিক। বাংলার প্রকৃতি সবচেয়ে সুন্দর। বিধাতা সবকিছু উজাড় করে দিয়েছেন বাংলা অঞ্চলে। লোকাল ট্রেনে আপনাদের ধৈর্য্য দেখে অভিভূত।# বাংলাদেশ # ২৩/০৬/২০২৪ ইং।
Darun experience.nan rokom situation er sathey maniye choler nam mone hoy "Jibon."
লোকাল ট্রেনের অভিজ্ঞতা অনন্য। নানান ক্লাসের মানুষদের দেখতে পাওয়া যায়।
"Cheerey chaapta " train journey video, darun laaglo.
Hats off to you both. People around you in the train with positive smile on their faces taking day to day's struggle as a challenge and I am sure they are achieving their goals.
Made me laugh, your discussions " pa ta charun dada, paer opor pa ".
" Aakta jaaegaey aatkey aachi " not noron choron.
What a experience, Thanks for sharing lovely video. 🙏