খুবই ভয়ংকর তথ্য শুনলে গা শিহরে উঠবে।। হাজার মামলা করলেও জমি ফেরত পাবেন না।।

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • খুবই ভয়ংকর তথ্য শুনলে গা শিহরে উঠবে।। হাজার মামলা করলেও জমি ফেরত পাবেন না।।
    @stoptorturebd
    #আইন
    #ভূমি
    #land

КОМЕНТАРІ • 253

  • @mizanurrahmanflowermen6977
    @mizanurrahmanflowermen6977 Рік тому +6

    স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করার জন্য

  • @shahmdhedayetullah9786
    @shahmdhedayetullah9786 Рік тому +11

    হে আল্লাহ এই ভাইকে আপনি নেক হায়াত দান করুন। আমিন। ভাইয়ের কথাগুলো আমার খুবই ভালো লাগে।

  • @yeasin279
    @yeasin279 Рік тому +5

    আল্লাহ অসহায় মানুষের সহায় হোক। আর স্যার কথা গুলো বুজিয়ে সর্তক করার জন্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।

  • @hirakhatun7679
    @hirakhatun7679 Рік тому +25

    আল্লাহ তুমি এই বাবাটাকে হেফাজত করুন আমিন আমিন আমিন

  • @NjmulHasan
    @NjmulHasan 9 місяців тому

    ভূমি মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ

  • @mdmohatab4602
    @mdmohatab4602 Рік тому +4

    মাশাল্লাহ অনেক সুন্দর আলোচনা ধন্যবাদ

  • @anwaranwar0076
    @anwaranwar0076 Рік тому

    খুভই ভালো ও দরকারী ভিডিও করেছেন ধন্যবাদ আপনাকে

  • @easyland1
    @easyland1 Рік тому +1

    অনেক সুন্দর আলোচনা স্যার

  • @NazrulIslam-yx7mr
    @NazrulIslam-yx7mr Рік тому +6

    আলহামদুলিল্লাহ সত্যের জয় হোক

  • @d.rgolafrahman432
    @d.rgolafrahman432 Рік тому

    স‍্যার আপনী সত‍্য বাদী আমি অসহায় সকলের পক্ষ থেকে আপনাকে ধন‍্যবাদ জানাই

  • @AmirulIslam-pe7gk
    @AmirulIslam-pe7gk 3 місяці тому

    অনেক অনেক ধন্যবাদ ভাল আলোচনা করার জন্য।

  • @shukhchandali31
    @shukhchandali31 Рік тому

    খুব সুন্দর তথ্য দিয়েছেন আশা করি সবাই উপকৃত হবে।

  • @mstrani3133
    @mstrani3133 Рік тому +4

    আল্লাহ্ আপনাকে দীর্ঘ আয়ু বাড়ায়া দ্বীন আমিন

  • @djdjjdxndnf5935
    @djdjjdxndnf5935 Рік тому +4

    স্যার আপনাকে আল্লাহ হেফাজতে রাখুক আর এই সমস্ত প্রতারককে কঠিন শাস্তি দেওয়া হোক

  • @shahidabegum9004
    @shahidabegum9004 Рік тому +11

    মাননীয় আদালত ভিকটিমদের কথা শুনতে রাজিনা উকিল সাহেব ভিকটিমের কথা আরজিতে লিখতে রাজিনা আশি বছরের পূর্বে মামলার রায় দিতে রাজি না।

  • @mdruhulamin971
    @mdruhulamin971 Рік тому +5

    স্যার ধন্যবাদ আপনাকে

  • @sharifsaydulalam5875
    @sharifsaydulalam5875 Рік тому +5

    অনেক ধন্যবাদ স্যার।

  • @MizanurRahman-sc3bk
    @MizanurRahman-sc3bk Рік тому +3

    অনেক অনেক ধন্যবাদ।

  • @shishirroy1021
    @shishirroy1021 11 місяців тому

    Dear Sir , so so many thanks. God bless you.

  • @nitolmotors4194
    @nitolmotors4194 Рік тому

    স্যার আইনী অনেক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার গত 19.12.22 ইং তারিখে আমার চাচী ও চাচাত ভাইরা জমি বাটোয়ারা দলিল না করে তাদের সব এজমালি সম্প্দ অন্যের নিকট গোপনে বিক্রি করেছে। স্যার এমনত অবস্থায় আমরা কি কোন আইনের সহায়তা পেতে পারি..?

  • @masumsardar2729
    @masumsardar2729 Рік тому

    আসসালামু আলাইকুম স্যার৷ ধন্যবাদ স্যার৷

  • @KHALED-hq5ec
    @KHALED-hq5ec Рік тому

    Good information thanks

  • @saifmahmud3457
    @saifmahmud3457 Рік тому +6

    আললাহ আপনাকে লম্বা এবং সুসথ হায়াত দান করুন

  • @ahidhusainchanal6854
    @ahidhusainchanal6854 15 днів тому

    আমি মানিক গজ থেকে দেখছি

  • @mdjahirulislam506
    @mdjahirulislam506 Рік тому +4

    ধন্যবাদ স্যার

  • @amzadhossain1197
    @amzadhossain1197 7 місяців тому

    Allah neak hiat dan korun ameen

  • @mdsumonmiah7520
    @mdsumonmiah7520 Рік тому +4

    ধন্যবাদ 💖💖

  • @foysalahammad9831
    @foysalahammad9831 Рік тому

    আসসালামুয়ালাইকুম আশা করি ভাল আছেন। আপনার ভিডিও গুলো আমার কাছে ভালো লাগে। অনেক কিছুই জানতে পারছি।

  • @shaheenakter8313
    @shaheenakter8313 Рік тому +3

    আল্লাহ আমাদের রক্ষা করুন আমিন

  • @PlumberSecretTrick
    @PlumberSecretTrick Рік тому

    Good video thanks sir 👍

  • @mohammedsattar1289
    @mohammedsattar1289 Рік тому +1

    Thank you for your valuable information video presentation

  • @ahsanmohammad3995
    @ahsanmohammad3995 Рік тому

    সুন্দর আলোচনা

  • @robmolla2221
    @robmolla2221 Рік тому

    আপনার ভিডিওদেখি ভালো লাগে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করেন। আমিন আমার কোন পোরশ্নো থাকলে কিভাবে করবো?

  • @belalhussainmd5996
    @belalhussainmd5996 Рік тому +1

    ধন্যবাদ স্যার?

  • @sirajulhoque9330
    @sirajulhoque9330 Рік тому

    Thank you so for the information

  • @HappyIslandRetreat-yq3dj
    @HappyIslandRetreat-yq3dj 5 місяців тому

    Thanks Sir

  • @shirajulislam2703
    @shirajulislam2703 Рік тому

    অদ‍্যবধি দেওয়ানী আদালতে এ সংক্রান্ত মোকদ্দমা চলমান। এখন জেলা জজকোর্ট আদালতে মামলা চলমান। আর কতকাল কোর্টের বারান্দায় ঘুরতে হবে আল্লাহ্ জানেন।

  • @marujislam5529
    @marujislam5529 Рік тому

    আসসালামু আলাইকুম আসল দলিলের নকশা দেওয়া আছে এখন কি স্কেচ বানানো খুব জরুরী প্লিজ জানাবেন 🤔🤔🤔

  • @emranhossain7946
    @emranhossain7946 Рік тому +1

    অবগত কারার জন্য ধন্যবাদ স্যার ।

  • @md.shafiqulislam1964
    @md.shafiqulislam1964 Рік тому +4

    BS জরিপ বাতিলের মামলা চলমান এখন কি আমাদের আবার নতুন করে BDS জরিপ বাতিলের মামলা করতে হবে?

  • @sayonrabin9058
    @sayonrabin9058 Рік тому

    Thanks for good information

  • @serajsikdar7639
    @serajsikdar7639 Рік тому +2

    ধন্যবাদ

  • @mdsirajsorder123
    @mdsirajsorder123 Рік тому +1

    স্যার আমার সিএস খতিয়ান নাম্বার ৩৫৬ এই খতিয়ানের পিএস এসএ খতিয়ান কি ভাবে বাহির করবো

  • @tayeburrahman3656
    @tayeburrahman3656 Рік тому

    ১৯৫৪ সালে দলিল করেছে কিন্তু মিউটেশন করে নাই খাজনা দেই নাই, খাজনা দেয় পুরবের মালিক এর অরেশ গন এবং দখল পুরবের মালিক গন, দাতা গ্রহিতা কেউ বেচে নাই এখন কি হবে।

  • @mdwasim1432
    @mdwasim1432 Рік тому

    ধন্য বাদ

  • @BiswajitMondal-xf5ze
    @BiswajitMondal-xf5ze Рік тому

    স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আপনার প্রতিটা ভিডিও ধৈর্য্য সহকারে শোনে থাকি। আমি একটা সমস্যার আইনগত ব্যখ্যার জন্য আপনার শরণাপন্ন হলাম। সমস্যা _আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার কেনা সম্পত্তি আমরা চার ভাই ওয়ারিশ সূত্র মালিক । আমার এক ভাই তার ভাগ আমাদের না জানিয়ে আমার দিদিমার সৎ ভাইয়ের ছেলে অর্থাত্ আমার সৎ মামার নিকট দানপত দলিল মূলে বিক্রি করে দিয়েছে। আমাদের মধ্যে কোন বন্টননামা দলিল নেই। আমি এই জমি ফেরত পাবার কোন আইনগত ব্যবস্থা আছে কিনা জানালে বাধিত থাকব। আপনার সুন্দর, সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি।

  • @mdmahmud2776
    @mdmahmud2776 Рік тому

    আপিল মামলা শেষ হতে কতদিন লাগে এবং আপিলের ধাপগুলো জানালে খুশি হব

  • @NokkhotroBithi
    @NokkhotroBithi Рік тому +1

    স্যার আপনার ভিডিও আমি সব সময় দেখি, এবং খুব ভালো লাগে। আমি একটি বিষয় জানতে চাই, কোন মায়ের যদি চার ছেলে এবং তিন মেয়ে থাকে এবং সেই মা কোন ঘোষনা না দিয়েই, যদি তার দলিল করা নিজের জমি শুধু মাত্র দুই ছেলেকে দলিল করে দিয়ে দেয় এবং ঐ দুই ছেলে হ্যাবা দলিল করে নেয়, এর পরে যদি সেই মা মারা যায়, তখন অন্যান্য সন্তানদের কি মায়ের সেই জমির যার যার নিজের ভাগ ফেরত পাওয়ার কি কোন সুযোগ আছে? স্যার উত্তর জানালে উপকৃত হবো।

  • @mdrobiulhossain9589
    @mdrobiulhossain9589 Рік тому

    আমার 28 গনডা জমি চুরি হয়ে গেছে। নামজারি খতিয়ান 1862 শিকলবাহা কর্নফুলী চট্টগ্রাম।

  • @suzonmahmud1496
    @suzonmahmud1496 Рік тому

    May you live long

  • @emol4206
    @emol4206 Рік тому +1

    আপনাকে হাজার বছর হায়াত দান করুক😓🤲🤲

  • @rustamalimohamed1912
    @rustamalimohamed1912 Рік тому

    Thanks for vidieo

  • @Alamin-hy3de
    @Alamin-hy3de Рік тому +1

    ধন্যবাদ।

    • @ataurrahman3350
      @ataurrahman3350 Рік тому

      কোন দলিল রেজিস্ট্রি হওয়ার পর জমি দখলে নেওয়ার ক্ষেত্রে কোন সময় সীমা কি নির্ধারিত আছে?

  • @khezerali47
    @khezerali47 Рік тому +6

    আসসালামু আলাইকুম স্যার ,স্যার আমি নিম্নলিখিত বিষয় সম্বন্ধে জানার জন্য অনুরোধ করছি আমি নিয়মিত আপনার আপডেট ভিডিও দেখি:
    (১) সিএস রেকর্ডের মালিক আমরা ।
    (২) ডিসি অফিসে এস এ রেকর্ড ছেড়া পাওয়া যাচ্ছে যদিও বিনষ্ট হয়ে যাওয়া এই মর্মে আমি ডকুমেন্ট নিয়েছি এবং লোকাল ভূমি অফিসে এস এ রেকর্ড অন্যদের নামে করেছে ।
    (৩) অথচ জমিজমা বিক্রি করার সময় সিএস এর মূল মালিক যিনি তাকে না রেখে অন্য কাউকে সিএস এর মালিক করে জমি জমা বিক্রি করেছে ।
    (৪) দাতা হিসেবে সিএস এর মূল মালিক কখনো জমি বিক্রি করেননি আমি ১৯৩০ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত রেজিস্ট্রি অফিসে সার্চিং করেছি কিন্তু cs এর মালিক কোন জমি বিক্রি করেননি ।
    (৫) ১৪-একর ৮২ শতক জমির মধ্যে কিছু অংশ নিলাম দেখানো হয়েছে তারপরও নিলাম অফিসে টাকা-পয়সা দিয়ে খোঁজখবর নিয়েছি যে ওই দাগে কোন জমে নিলাম হয়নি ।
    (৬) যদিও আমি ২০২০ সালে খুলনাতে সাবজজ-৩ মামলা করেছি দখল দেখিয়ে যদিও বাস্তবতায় আমার কোন দখল নাই যদি তাবেদারি ২৮ দ্বারা আইনটা বাতিল হয় আমার পক্ষে রায় হওয়ার কি কোন সুযোগ আছে, দয়া করে জানাবেন । দোয়া করি সুস্থ থাকেন ভালো থাকেন ।

    • @STOPTORTUREBD
      @STOPTORTUREBD  Рік тому

      01782998833 এই মন্বরে কল করবেন।

    • @nonx5148
      @nonx5148 Рік тому

      আমার একটা এমন সমস্যা আছে।

    • @STOPTORTUREBD
      @STOPTORTUREBD  Рік тому +1

      @@nonx5148 হোয়াটসআপে লিখে জানাবেন।

  • @faridmiya5086
    @faridmiya5086 Рік тому +1

    আমার একটি অংসিদার দোয়াকা লি করার কারনে আমার জমির অংস পায়ার হয়নি আমার কি করনি দয়াকরে বলবেন কি

  • @biswajitpaul8784
    @biswajitpaul8784 Рік тому +2

    Sir চাচার জমি কি ভাতিজারা দাবি করতে পারব । চাচাতো দাদুর সম্পত্তির মালিকানা দাবি করাযাবে। নোটারী পাওয়ার মাধ্যমে জমি বিক্রি করা যাবে কি না। জানাবেন দয়াকরে উপকৃত হব

  • @md.shafiqulislam1964
    @md.shafiqulislam1964 Рік тому +2

    BS জরিপ বাতিল এর জন্য আদালতের মামলা চলমান তবে আমরা কিভাবে BDS জরিপ করতে পারবো

    • @STOPTORTUREBD
      @STOPTORTUREBD  Рік тому +1

      মামলার রায় আপনাদের পক্ষে আসলে এমনিতেই বিডিএস জরিপ হবে।

    • @md.shafiqulislam1964
      @md.shafiqulislam1964 Рік тому

      @@STOPTORTUREBD Thanks

  • @ahidhusainchanal6854
    @ahidhusainchanal6854 15 днів тому

    আমারো একই স্যামসা আমার বাবা জমি আমার বড়বোন নিয়েছে

  • @parvezahmed9627
    @parvezahmed9627 Рік тому

    আসসালামু আলাইকুম প্রিয় স্যার আমার মামা একজন মুক্তি যোদ্ধা ছিলেন তিনি যোদ্ধা রত অবস্থা শহীদ খন তখন সরকার পক্ষে থেকে তখন আমার নানুর নামে সরকারি বাড়ি বরাদ্দ হয়েছিলো আর আমার মামা ছিলো অবিবাহিত আর এই বাড়ি তে এক দল মানুষ তাদের নামে দলিল করে তার দখল করে আছে আমার প্রশ্ন স্যর তারা দলিল করো কেমন করে আর এইটার বর্তমান আইনে কোনো সমাধান আছে কি না প্লিজ একটা পরামর্শ দিয়েন

  • @s.mhazratali2182
    @s.mhazratali2182 Рік тому

    জনাব, আপনার কাছে আমার প্রশ্ন, সি,এস-এস,এ-আর,এস জরিপে একটি জমি ৫০শতাংশ লিপিবদ্ধ আছে, কিন্তু আর,এস নকশায় চৌহদ্দিতে কালি করে দেখা যাচ্ছে জমির পরিমাণ হচ্ছে ৪৮ শতাংশ। নকশায় ২ শতাংশ কম আছে। B D S জরিপে আমার জমির দলিল পএ অনুযায়ী ৫০ শতাংশ রেকর্ড করা হবে। নাকি ৪৮ শতাংশ রেকর্ড করা হবে। উত্তর জনালে খুব উপকৃত হবো।

  • @md.tushar1057
    @md.tushar1057 Рік тому +1

    আমি নরসিংদী রায়পুরা থেকে। স্যার আমি কি আপনার সাথে পরামর্শ নেয়ার জন্য কিছু কাগজপত্র নিয়ে দেখা করতে পারি? যদি সেই সুজুগ থাকে তাহলে কখন কোথায় কিভাবে দেখা করবো বলবেন কি?

  • @skatviralbednparty
    @skatviralbednparty Рік тому

    মেজিস্ট্রেট এর উপস্থিতে দাতা ও গ্রহীতা'র হস্তান্তর এর নিয়ম রয়েছে তবে কি করে গোপন ভাবে অন্যের নামে জমি হয়ে যায় |

  • @abdullahilwafee8471
    @abdullahilwafee8471 Рік тому

    Thanks

  • @mohonkanu4539
    @mohonkanu4539 Рік тому

    সরকার কর্ওৃক ৯৯ বছরের জন্য লীজ নেয় পরবর্তীতে তিনি জমি অন্য ব্যক্তির নিকট হস্তান্তর করে ভারতে চলে গেছেন,,,,,
    তার হস্তান্তর জমি টিকবে কি না,,,,,,,জানাবেন প্লিজ

  • @tuhinawal1260
    @tuhinawal1260 Рік тому

    বালামের টিপ সহি chalange করলেইতো হয়।

  • @riponkhan99555
    @riponkhan99555 Рік тому +1

    sir jodi dag kete fele taholo ki vabe sogsodun korbo

  • @manikkumar9632
    @manikkumar9632 Рік тому

    Sir apnar sathe ekta bisoye kotha bola khub dorkar...phn dile ki apnake pabo...

  • @mosarafhossain727
    @mosarafhossain727 Рік тому

    সুন্দর কথা

  • @belalhussainmd5996
    @belalhussainmd5996 Рік тому +1

    আল্লাহ্'র আদালত থেকে রেহাই পাবে না?
    এদের বিচার আল্লাহ অবশ্যই করবে?

  • @emonhassan799
    @emonhassan799 Рік тому +1

    আসসালামু আলাইকুম স্যার, আমার বাসা ময়মনসিংহ,আমার বাবারা চার ভাই, চার জনের বাবার কাছ থেকে পুত্র সন্তান নাই বলে জমি নিয়ে নিচে দলিল করে,আমার দাদার আরেক ভাই কিন্তু চায় সন্তান তখন জীবিত ছিল। এখন কি আমাদের কিছু করার আছে

  • @balalhossain3045
    @balalhossain3045 Рік тому

    আসসালামু আলাইকুম, আমার দাদার সম্পত্তি যা আমার বাবা ও কাকা দীর্ঘ দিন যাবত আবাদ করে আসছি বর্তমানে একজন ভুমি দস্যু সে দাবি করে যে এই সম্পত্তি তার বাবার নামে আরোয়ার আছে যা আবার যৌথ আরোয়ার ২৫ জনের নামে এখন আমাদের আছে শুধু রায়তি স্হিতিবান এখন করনীয় কি

  • @ferdausibegum5194
    @ferdausibegum5194 Рік тому

    Nice.

  • @newsamsung7639
    @newsamsung7639 Рік тому +2

    SIR Na dabi kinba. Muktinama deed ki Balit ki

  • @kazidipu9332
    @kazidipu9332 Рік тому

    আমার বাবাকে জোরপূর্বক ৪৫ বছর আগে আমার চাচা ঠকিয়েছিল,,। আজ বাবা চাচা কেউ নেই, এখন মাপামাপি করে জায়গা পেতে চাই চাইলে তারা দিচ্ছে না,,। এখন কি করব,,,?

  • @nahidhassan5072
    @nahidhassan5072 Рік тому

    ছমির উদদীন নারিযার ঢাকনাই মৌজায় হারাটি ইউনিয়ন লালমনিরহাট মহেন্দ্র নগর ইউনিয়ন নিজপাড়া দুই মওজাুয় আমার সারে ৩ একর এর বেশি ছমির ১৯৭২ সালে মারা যাওয়া পর তারচাচতো ভাইয়েরা ৯০ রিকোট করেন তার দুটো নাতি এতো জমি কি দুই তিন বৎসচএর বিক্রি করতে পারে। কিন্তু দনিল গুলো তারা দেখায় না তার তাদের কাছচ কোন দলিল নাই

  • @MdRahman-nf4gz
    @MdRahman-nf4gz Рік тому

    আসসালামু আলাইকুম,, ভাই আমাদের বাড়ির সব দলিল হারায়ে গেছে,, বাড়ির দাগ মুজা নাম্বার জানি,, দলিল নাম্বার সন তারিখ জানি না,, এখন কি করবো জদি দয়া করে রিপ্লাই দিয়ে পরামর্শ দেন, উপকার হবে

  • @swponsaha7898
    @swponsaha7898 Рік тому

    স্যার আমার বাড়ি কুমিল্লা জিলা সনাতনধর্ম । আমাদের অজান্তে আমার পিসি মা অর্থাৎ আমার বাবার বোন অন্যের কাছে সম্পদ বিক্রি করছে তার পরে আমাদের বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে আমরা আর কখনো বাড়িতে জেতে পারি নাই । আমাদের কাছে পুরনো কোন কাগজ পত্র নাই । কিন্তু সি এস খতিয়ানে আমাদের দাদাদের নাম আছে. আর এস খতিয়ানে আমাদের বাবা ও কাকা দের নাম আছে . বি আর এস খতিয়ানে বর্তমান মালিকের নাম আছে সেই ক্ষেত্রে আমাদের করনীয় কি? স্যার যদি আমাদের কে একটা ভালো উপদেশ দেন তাহলে আমরা খুবই উপকৃত হবো ।

  • @mazharulislam6415
    @mazharulislam6415 Рік тому

    আসসালামু আলাইকুম, আমারা সাধারণত কোর্টে কোন উকিল সাহেবের মাধ্যমে যেকোনো বিচারিক কার্যে প্রতিকার পেতে চাইলে উকিল সাহেব ড্রাফ্ট ছাড়া ওকালতনামাতে স্বা‍ক্ষর করতে বলে। এতে কোন অসুবিধা আছে কি না ? বা মক্কেলের করণীয় কি?

  • @shamimmahamud4726
    @shamimmahamud4726 Рік тому

    সেই ব্যাক্তি আমার চাচা।

  • @md.abdullaalmamun1865
    @md.abdullaalmamun1865 Рік тому

    স্যার, দলিল মায়ের নামে রেকর্ড বাবার নামে । মা যদি জমি বিকৃ করে পরে সন্তানরা সেই জমির অংশ দাবি করতে পারবে কি ?

  • @shahadathossain3385
    @shahadathossain3385 Рік тому

    ৫ টা দলিল একত্রে নামজারী করা যায় কি না স্যার একটু কষ্ট করে বললেন প্লিজ।

  • @toufikalam462
    @toufikalam462 Рік тому +1

    আমার একটি প্রশ্ন বাংলাদেশ স্বাধিনা পড় 1980 সালে এই ঘটনা আমাদের এলাকায় এইটা আমাকে যানাবেন*এই সময়ে দাদু বেছে ছিল ও বাবা মারা যায় তার পড় চাচা মারা যায় বাবার এক ছেলে এক মেয়ে ওই চাচা সম্পতি কি বাবা ছেলে পাবেন কি বাবা ও চাচা রা কিন্তু চার ভাই বাবা থেকে আরো বড় ভাই দুইটি ছিল এখন কিন্তু বাবা, চাচা ও বাবা বড় ভাই দুইটি মারা গেছেন সবাই এখন শুধু ছেলেরাই রয়েছে সুতরাং বাবা বড় ভাই দুইটি ছেলেরা চাচা সম্পতি নিয়েছে আর বাবা ছেলে ও মেয়ে কে সম্পতি ভাগ দেয়নি সম্পতি যায় নিয়েছে তারা বলেন তুমি তোয়( মহরুম চাচা সম্পতি থেকে বাবা ছেলেকে ও মেয়ে এখন পর্যন্ত সম্পতির ভাগ দেয়নি ) সেকি চাচা সম্পতি পাবেন এই আমার প্রশ্ন আসায় করি বিষয়টি উওর দিবেন অনেক ধন্যবাদ

  • @MdRasel-jt7rj
    @MdRasel-jt7rj Рік тому

    স্যার আমি সাভারে একটি জমি কিনতে চাই কি কি কাগজ চাইতে পারি, প্লিজ জানতে চায়

  • @parthasarathichowdhury8349
    @parthasarathichowdhury8349 Рік тому

    আপনার কাছে আমার এ বিষয়ে একটা প্রশ্ন আছে। আশা করি সদুত্তোর দেনেন। দলিল সম্পাদমের তিন মাসের মধ্যে রেজিষ্ট্রী করতে হয়। রেজিষ্ট্রীর সময় দাতাকে সশরীরে উপস্হিত হতে হয় এবং টিপ সহি বইতে রেজিষ্রীর টিপ সহি দিতে হয়। ঐ টিপ সহি এক্ষেত্রে প্রমান করবে দলিলটি প্রকৃত দাতা কর্তৃক রেজিঢ্ট্রী দেওয়া হয়েছে কিনা। ভূয়া ব্যক্তির টিপ আসল মালিকের টিপের সাথে কোন দিন মিলবে না। টিপ সহি বই প্রমান করবে, দলিলটি প্রকৃত মালিকের টিপ কিনা? সেক্ষেত্রে জালিয়াতি করার সুযোগ নাই। আদালত সহজেই দলিলটি চিহ্নিত করতে পারবেন। এই কাজের জন্য রেজিষ্ট্রারসহ সংশ্লিষ্ঠ সকলে দন্ডযোগ্য অপরাধ করেছেন।

  • @mintoahmed
    @mintoahmed Рік тому +1

    British law ban. Islamic law is best.

  • @BabluMia-i9w
    @BabluMia-i9w Місяць тому

    চাঁদ দেখে জমি বাপের ঘর চার ভাই দুই ভাই রেকর্ড করে নিচ্ছে আর এক ভাইয়ের অংশ আমার বাবা কিনছে ইনার পর রেকর্ড করি আমার বাবার নিচ্ছে সে জমি আমাদের দখলে নাই এখন কি করলে সে জমি

  • @AminurRahman-nh1mz
    @AminurRahman-nh1mz Рік тому

    ব্যাংক থেকে ঋণ নিয়ে ছিলাম, জায়গা বন্দক রেখে।১৫ কিস্তি পরিশোধ করার পর , বাকি টাকা পুরো পরিশোধ করা হয়েছে।ব্যাংক দলিল ফেরত দিয়েছে।ওলেনদেন নাই মমে সার্টিফিকেট দিয়েছে।এখন প্রশ্ল হলো সাব রেজিস্ট্রার অফিস থেকে ব্যাংক কোন কাগজ পত্র দেয় নাই, এতে কোন সমস্যা হবে।

  • @shumanshuman9731
    @shumanshuman9731 Рік тому

    মহিলা যত টুকু মালিক ততটুকু নিতে পারবে

  • @nojrulislam8013
    @nojrulislam8013 Рік тому +1

    Very good

  • @MdRubelMia-n9s
    @MdRubelMia-n9s 3 місяці тому

    স্যার একটি দাগে ৪০শতক জমি আছে মনে করেন জমির মালিক আমি ১৯৬৪সালে ৪১৫৫নং দলিলে আপনার কাছে এক দাগে ২১শতক জমি বিক্রি করি একই সময় সাথে সাথে আপনার কাছ থেকে আবার ৪১৫৬ নং দলিলে ৩৩শতক জমি ফেরত নেই এই দলিলটা কোনটা টিকবে বলবেন

  • @AmirHossain-iq8pb
    @AmirHossain-iq8pb Рік тому

    আসসালামু আলাইকুম আমি ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি দেশে কোন সত আইনজীবি নেই কোন বিচারক নেই কারণ ভাগ বাটাওয়ারা মামলা দীর্ঘ ১০ বছর শেষ। এখন পর্যন্ত কোন রায় হয়নি।

  • @imranulislam4453
    @imranulislam4453 Рік тому

    স্যার আমি একজনের ১৪ শতক জমি ক্রয় করি ২০১১ সালে।সে এখন আমাকে বলে যে আমাকে যে জমি দিয়েছন তার দাগ নম্বর ভুল।দলিলে চৌহদ্দি ও আছে।সে আমাকে বলছে চৌহাদ্দি চৌহাদ্দি অনুযায়ী আমি জমি পাবনা।এখন আমি কি করতে পারি।আমি কি টাকা ফেরত পাওয়ার জন্য কি করতে পারি।

  • @ismatulbari1641
    @ismatulbari1641 Рік тому

    সত ভাইরা আমার বাবার ত্যায্য বিত্ত্ব বন্টনের জন্য বসতেছে না। কি করতে হবে দয়াকরে পরামর্শ দিন।
    আকবর হোসেন চৌধুরী। চট্টগ্রাম।

  • @BIPUL.COOKING
    @BIPUL.COOKING Рік тому

    বারো ভাগের দুই ভাগ, পুকুরের অংশ বিক্রি করে দলিল মুলে। এখন দখল ছাড়েনা। আমি একা কি করব। আমার ব্যাবসা নেই। চার পাঁচ জনে মিলে মাছ বিক্রি করে দেয়

  • @ajmeriajmeri7707
    @ajmeriajmeri7707 Рік тому

    Subregister Der k jail e neya dorkar .koti koti tk churi krtecey .koti tkr Malik hoccey

  • @NazmulIslam-ec5dd
    @NazmulIslam-ec5dd Рік тому +1

    আসসালামু আলাইকুম স্যার আমার বাসা ময়মনসিং আমি জানতে চাই আমাদের সাব-রেজিস্ট্রার অফিসে চওড়া থানায় একজনের শত বাকিতা দলিল ফটোকপি করে নিয়ে গিয়ে কিভাবে অন্য একজন দলিল করিয়া নেই।

  • @ArifHussain-yh7yx
    @ArifHussain-yh7yx Рік тому

    অনেকেই এই ধরনের videos তৈরি করে। সবাই সুন্দর একটা সমাধানের পথ দেখান। আর আপনি শুধু মানুষকে মামলা দিতে উদসাহ দেন।

  • @mdmokabberrhaman7002
    @mdmokabberrhaman7002 Рік тому +1

    দিরঘোজিবি হোক আমিন

  • @monjurulislam9671
    @monjurulislam9671 7 місяців тому

    স্যার আসসালামুআলাইকুম, আমি কুড়িগ্রাম থেকে,একটা বিষয় জানতে চাই সেটা হল,আমার বাবা এবং জ্যাঠা তাদের বোনদের অংশ বের করে দিয়ে বাকী জমি দু ভাই ভাগ করে নেয়,পরবর্তিতে আবার সেই বোনের ছেলে এসে আমার বাবার জমি অংশীদার বলে অন্যের কাছে বিক্রি করে,আমার বাবা সহজ,সরল তাই কোন প্রতিবাদ করেননি,আমার প্রশ্ন হল তারা পাঁচ ভাই বোন থাকা সত্বেও একাই আমার বাবার জমি বিক্রি করে,যদি তারা অংশীদার হয়েও থাকে তাহলে আমার জ্যাঠার কাছেও জমি পাবে,সেখানে না গিয়ে শুধুমাএ আমার বাবার জমি অন্যের কাছে বিক্রি করে,অথচ তাদের অংশ বের করে দিয়ে আমার বাবা ও জ্যাঠা বাকী জমি ভাগ করে নেয়।যারা জমি কিনেছে তাদের ঐ জমি আইন মোতাবেক কতটুকু বৈধতা পাবে,দয়া করে জানাবেন।

  • @sajibahammed5549
    @sajibahammed5549 Рік тому

    স্যর কেমন আছেন আপনার ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে স্যার আপনি জা বলেন আমার একটু ওলটা হয়ে গেছে আমি ১৯ সালে ৩ কাটার একটু কম জমি কিনি আমার নিজ খালা মা কাজ থেকে খালা মা ২ ছেলে ২ মে তার ১ ছেলে জেলে ছিলো আর একটা ছেলে বিদেশে পালাইছে মানুষ টাকা মেরে দিয়ে ২মে বিয়ে হয়ে গেছে আর খালুর নামে সরকারি দুননিতি মামলা খেছে তার ছেলে জখন জেলে ছিলো তখন আমার কাছে এসে বলে বাবা তুমি আমার জমি টা কেনো আমি তা হলে আমার ছোটু ছেলেকে ছারাই নিতে পারি তা পর অনেক কিছু চিনতা করে আমি রাজি হয়ে জমি টা কিনি কেনার পর আমাকে বলে তোমার জমি আমি পরে মেপে দিবো একথা বলে আমি বলাম কেনো সে আমাকে বললো এখোন জদি মেপে দিয় তা হলে আমি তোমার ছোটু ভাইকে ছারাতে পার বো না তা হলে টাকা তোমার বড় ভাই দেনা আলারা আমার কাছথেকে টাকা নিয়ে নেবে তোমার বনের সামিরা আমার কাছথেকে টাকা নিয়ে জাবে তোমাকে পরে জমি মেপে দিবো এই বলে তিন বছর কেটে গেলে আমি বলি আমার জমি মেপে দেন সে আমাকে তার বড়ো ছেলেকে নিয়ে বলে আমি তোমার কাছে টাকা পাই কিন্তু আমি তাকে জমি রেজেসটি করে সব টাকা দিয়ে দেই তার পর ও আমার কাছে টাকা ৷ দাবি করে আমি দিতে অসিকার করি আমি আর টাকা দিবো না সে তা পর আমার নামে মিথ্যা মামলা করে আমার জমির সব কাগজ করা হয়ে গেছে মিওটোসোন আমার নামে খাজনা দিয় আমার নামে কিন্তু আমি জমি তে গেলে আমাকে অপোমান করে বলে তোর জমি নিতে হলে টাকা দিবি তার পর তারা আদালোতে ইনজাকসোন জারি নটিস করে আদালত তাকে কিছু দেয়া না কারন তার কাছে কোনো কাগজ নাই জমি কেনার পর সব কাগজ আমাকে দিয়ে দেয় আমি সব কাগজ আদালোত কে সব দিয়ে দেই এখোন আমি কি করবো বলবেন স্যার আমি খুলনা থেকে বলছি ৷আমার খালম মার নিজ নামে জবটা ছিলো কোনো ছেলে অথোবা কোনো মের নামে নাই তার নিজ নামে জমি টা ছিলো