কখন রের্কড মূলে সম্পত্তি মালিকানা দাবি করা যাবে, কখন যাবেনা

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 239

  • @md.delowarhossen3961
    @md.delowarhossen3961 11 днів тому

    Sir, 74 সাল থেকে খাজনা দেওয়া আছে। জমি ক্রয় করি 86 সালে। তার পড় RS রেকর্ড,খাজনা, খারিজ ও দখল সব আসে। সমস্যা হলো SA মালিকের কাছ থেকে 74 সাল জমি ক্রয়ের দলিল নাই বালাম বই ও সুচি পাতা ছেড়া। SA মালিক জমি দাবি করতেছে।করণীয় কি। এ রকম অবস্থায় আদালত কার পক্ষে রায় দিবে।

  • @islamdidar4172
    @islamdidar4172 Рік тому

    Assalamu alaikum, sir ami barishal theke bolci, amr purbo purosher jomi nidite vengge nia gece 40 bosor age jokhon abr jomi chor jaglo tokhon 1 numbere chole gece . sorkar atar upor card dise amra jokhon janlam j ai jomi amder sorkarer birudde mamla korlam ai khetre amra jomi pabo kina SA amder name ace. advice dile upokrito hobo .

  • @MizanChowdhury-cb4qz
    @MizanChowdhury-cb4qz 10 місяців тому

    স্যার আর.এস খতিয়ানের মন্তব্য কলাম নিয়ে আলোচনা এবং অংশ কলাম নিয়ে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ

  • @RuhulAmin-do7nv
    @RuhulAmin-do7nv Рік тому +1

    স্যার প্লিজ আমাকে অকটি সমাধান দিন যে, আমার sa rs পর্চা এক কিন্তু জবাবন্দি দিয়ে উচ্চেদ করতে চায় এখন আমার করণীয় কি ৷

  • @robinhoodpandey7691
    @robinhoodpandey7691 Рік тому +1

    Jader SA jomi theke RS Jomi kom paise, tara kivabe correction korbe?
    (SA and Practical jomi 10 sotok but RS show 8.5 sotok)

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому

      রের্কড সংশোধনের জন্য ঘোষণা মূলক মামলা দিতে হবে

    • @robinhoodpandey7691
      @robinhoodpandey7691 Рік тому

      @@landlowtricks8101 thanks,mamla ki civil na BDS servey somoy correction kora jabe, pls janaben?

  • @imrantvbangla
    @imrantvbangla Рік тому +1

    স্যার, cs &sa তে সব ঠিক কিন্তু rs এ জমি কমিয়ে দিয়ে রেকর্ড করা হইছে এখন এত বছর পর আমরা কি কোন ব্যাবস্থা নিতে পারবো?

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому +1

      জি পারবেন, সমস্যা নেই, সংশোধনের জন্য আবেদন করতে পারবেন

  • @RuhulAmin-do7nv
    @RuhulAmin-do7nv Рік тому +1

    প্রিয় ভাই আমাকে বলুন যে, আমার দাদা পর দাদার জমি এখন অন্যের নামে কিন্তু বিক্রয় ও নয়, আবার দান সূত্রে ও নয়, কিন্তু দেখা গেলো এখন অন্য একজনের নামে ৷
    এখন করণীয় কি প্লিজ জানাবেন ৷

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому

      রের্কড অন্যর নামে হলে, সংশোধন করা যাবে

  • @moriomakther928
    @moriomakther928 Рік тому

    আমি Sa রেকর্ড থেকে জমি কিনেছি এবং Ba রেকর্ড আমার নামে, সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কি না প্লিজ একটু বলবেন

  • @akmferoz8429
    @akmferoz8429 Рік тому

    এস এ, আর এস খতিয়ানে নাম আছে কিন্তু কখনও দখলে ছিল না, সে কি মালিকানা দাবী করলে বৈধ হবে?

  • @masalamm0lla681
    @masalamm0lla681 Рік тому

    আমার দাদার নামে সি এস খতিয়ান কিন্তু এস এ খতিয়ান ভুল ক্রমে অন্যের নামে রেকর্ড হইছে এর বিহিত কি জানাবেন ধন্যবাদ।

  • @MD.ZAHANGIRALOM-pg9rq
    @MD.ZAHANGIRALOM-pg9rq Рік тому +1

  • @md.bappyulislam2630
    @md.bappyulislam2630 2 роки тому +1

    ধন্যবাদ স্যার

    • @MdRipon-kw3wk
      @MdRipon-kw3wk Рік тому

      ভাই আমি আপনার কাছে একটা পরামর্শ চাই আমার বাবা ৪৫ বছর দোরে জমি কিনে বাড়ি কোরেছে দলিল করতে পারিনি ঐ বাড়ির দলিল অন্নের নামে এখন আমি কি করলে জমিটা আমার নামে দলিল করা যায় আমি কি জমি টা দলিল করতে পারবো

  • @maidulislam19934
    @maidulislam19934 Рік тому

    ১৯৪৫ সালে একটা দলিল হইছে। তারপর দলিল দাতা মারা যায়।কিন্তু এসএ রেকর্ড দলিল গ্রহিতার নামে না হয়ে দলিল দাতার বোনের নামে এসএ/বিআরএস পুস্তু হইছে।আমার প্রশ্ন হল দলিলটা কি এখন কার্যকর হবে।

  • @ROLEX_FF_10762
    @ROLEX_FF_10762 Рік тому

    ভাইয়া এসের রেকর্ড দিয়ে জমি কিনলে জমি কি টিপবো

  • @rejaazim3834
    @rejaazim3834 Рік тому +2

    পৈতৃকসম্পত্তি এস এ রেকর্ড ভাইয়ের নামে বোনতো ওই সম্পত্তির ওয়ারিশ হিসাবে বিক্রয় করেছে ক্রেতার নামে আর এস রেকর্ড ভোগ দখল ৫৭ বছর । ভাইয়ের ছেলে পৈতৃকসম্পত্তি হিসেবে দাবি করলে পাবে কিনা।

  • @maidulislam19934
    @maidulislam19934 Рік тому

    এসএ রেকর্ডে পূর্বপাকিস্তান প্রদেশ পক্ষে কালেক্টর ওফিস রংপুর।বলতে কি বুঝায়?❤❤❤❤

  • @sazzakakondo1877
    @sazzakakondo1877 Рік тому +2

    ভাই আমার বাবার নামে saনাম আছে কিন্তুRsনাম নাই জমিটার কিন্তু করো দলিল নাই তাহলে আমরা কি জমি পাবো সঠিক জানতে চাই

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому

      পাবেন, নতুন রের্কড সংশোধন করেন

    • @MdShahjalal-lz4py
      @MdShahjalal-lz4py 3 місяці тому

      পাবেন ১০০%
      রেকর্ড সংশোধনের মামলা করেন

  • @birajmondol5432
    @birajmondol5432 Рік тому +1

    স্যার এসে রেকর্ড আমাদের নামে কিন্তু আরএস রেকর্ড অন্যের নামে এবং আর এস রেকর্ড এর বিপক্ষে আমরা মামলা করেছি ল্যান্ড ছাড়বে ট্রাইব্যুনাল এবং রায় ও পাইছি কিন্তু বিপক্ষ পার্টি হাইকোর্টে রিট করে তার কারণে আমরা রেকর্ড সংশোধন করতে পারিনি এবং হাইকোর্টে ল্যানছার্ভেএ কোন কোড নাই এখন আমরা কি করব একটু বললে ভাল হত

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому

      চুরানত রায় যার সে পাবে

  • @mdkhirol572
    @mdkhirol572 Рік тому +1

    আসসালামু আলাইকুম ভাই ময়মনসিংহ গৌরীপুর অচিন্তপুর ইউনিয়ন পাচকাহুনিয়া মৌজা আমার একটা দলিল ৭৬ সনের কুজে পাইনা এখন কোথায় গেলে পাব দয়া করে জানালে উপকৃত হব

  • @mizan1148
    @mizan1148 Рік тому +1

    ক এর সাথে খ এর এওয়াজ রেজিস্ট্রি হয়েছে । ক ঠিক জমি ই দিয়েছে কিন্তু খ যে জমি দিয়েছে সেটার মালিক আসলে সে নই। এক্ষেত্রে খ তো সঠিক জমি ই পেয়েছে এখন তার কি কোন সমস্যা হবে?

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому

      জি সমস্যা হবে, তবে, এ বিষয়ে লিগাল একশনে জেতে পারবে

  • @lutherprice463
    @lutherprice463 Рік тому +2

    স্যার csদলিল আমাদের নামে তার পরে মিথ্যা ভাবে আন্যরা তাদের নামে সব গুলো রেকর্ড করে নিছে এখন তাদের কাছে কোনো দলিল নাই আমরা কি মামলা করলে কি আমাদের জমিন পাবো দয়া করে জানাবেন

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому

      আপনাদের দখলে থাকলে কিছু করার দরকার নাই

  • @halimsardar8897
    @halimsardar8897 Рік тому +1

    এএসে খতিয়ানে খারিজ খাজনা সব কিছুই আছে কিন্তু ইউনিয়ন ভূমি অফিসে সেই পাতা টা বা উপজেলায় পাটা নাই বা জিলাতে নাই এখন আমি কি ভাবে পেতে পারি আমাকে সাহায্য করবে

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому

      এসিলেনড অফিসে যোগাযোগ করেন

  • @Mdjoy-yv7yq
    @Mdjoy-yv7yq Рік тому

    Sir apnr sate kotha bola jabe

  • @mrrahman7834
    @mrrahman7834 Рік тому

    আচ্ছালামুয়ালাইকুম,
    আমাদের এক টুকরো জমি আছে।
    যেখানে আমরা প্রায় ৭০ বছর যাবত বসবাস করি,
    আমাদের নামে এসএ রেকর্ড আছে ও আমরা খাজনা দেয়।
    কিছুদিন যাবৎ এক লোক এই জমির মালিকানা দাবি করতেছে,
    ডকুমেন্টস হিসেবে ১৮৩২ সালের একটা কবুলিয়তনামা দেখাচ্ছে, উনার আর কোন ডকুমেন্টস নেই।
    এমতাবস্থায় জমির আইনানুগ মালিক কি আমরা থাকতে পারবো দয়া করে জানাবেন?

  • @porimolroy261
    @porimolroy261 2 роки тому +1

    ভাই সি,এস,আমার নামে আছে,কিন্তু এস,এ, রেকড আরেক জনার নামে, তা হলে কী আমি মালিক আনা দাবি করতে পারবো কী না।

  • @akando8313
    @akando8313 Рік тому +1

    এখন তো দলিলের কোন দাম নেই জোর রেকট করেছে এখন দেখি কোন দাম নেই

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому

      দখল করলে মামলা দিতে হবে

  • @tariqulislam4230
    @tariqulislam4230 Місяць тому

    ভাই আমাদের একটা সমস্যা হচ্ছে কি।আমার দাদার ৬ টা ছেলে জায়গা আছে ৩০ শতক। কিন্তু ওখান থেকে আমার চাচা এবং সৎ দাদির নামে ৬ + ৬ =১২শতক লিখে নিছে।এখন হচ্ছে আজ
    থেকে ৩ বছর আগে ওনা রা ওই ১২শতক জায়গার পরিবর্তে বাইরে ওই পরিমাণ জায়গা নিয়েছেন।এখন আমার চাচা বলতেছে বাসার মধ্যে যে জায়গা ওনি পাইতো এখন নাকি ওনি শুধু আমার কাছ থেকে নিবে।ওনি মামলা করবে।এখানে কি সমাধান পাওয়া যাবে ভাই

  • @bmjahangiralam1013
    @bmjahangiralam1013 Рік тому +1

    ২ টা রেকর্ড আছে,,,এবং প্রতিপক্ষ দলিলের উড়লা পিঠে স্বাক্ষর করে দলিল ফেরত দিয়েছিল, সে দলিল কি টিকবে

  • @KironAzad-i7i
    @KironAzad-i7i 11 місяців тому

    এক খতিয়ানে ৫ দাগ আছে সেক্ষেত্রে এক দাগ থেকে মুল মালিক ওয়ারিসে মোট সম্পত্তি বিক্রি করলে, ওয়ারিস একই খতিয়ানের অন্য দাগে সম্পত্তি পাবে কিনা? কারন ওয়ারিসের মোট সম্পত্তি একই খতিয়ানে বিদয়মান।

  • @mdalamgir606
    @mdalamgir606 Рік тому

    আসসালামু আলাইকুম, ভাই আশা করি ভালো আছেন। দলিলে মালিক আমি এস এ এবং বিআরএস দুইটার মালিক অন্যজন। আমার দখলে আংশিক জমি আছে
    এখন করনীয় কি দয়া করে একটু জানাবেন।

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому

      বাকি অংশ দখলে, সে কিসের ভিত্ততে দখলে, একটু জানান

  • @Ileasable
    @Ileasable Рік тому +1

    স্যার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য চেষ্টা করুন। আমার ২০০৩ সালের একটি রেকর্ড ছুট মামলা এখনও শেষ হয়নি।

  • @krishnachatterjee1437
    @krishnachatterjee1437 Рік тому

    Amar choto dadur nama record KB mother copi te,pore LR,/next amader register kore dey record hoy amader name, but dadur sarik Dadar chelar chele oi goni dabi korche,
    Please bolben, India westbengal

  • @shokatale7757
    @shokatale7757 Рік тому

    ভাইয়ার ,cs,ওন্য লোকের নামে ,sa আমার দাদার নামে দলিল নাই আমাদের, আমরা কি দাবি করতে পারি ,এর এস রেকর্ড এখনো তুলি নাই ,এস এ রেকর্ড মুলে কি মালিকানা দাবি করতে পারি

  • @sayefkhan41
    @sayefkhan41 2 роки тому +1

    ভাই যায়গা আমাদের দখলে আজ ২৫ বছর থেকে জায়গার উপর আমাদের ব্যাবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে। আমাদের নামে কোন দলিল নাই তবে আর এস রেকর্ড আমার বাবার নামে এসেছে৷ এখন প্রশ্ন হলো এস খতিয়ান মূলে যিনি জমির মালিক ছিলেন তিনার কাছ থেকে আমার বাবা তৃতীয় পর্টির নামে ২৫ বছর আগে জায়গা ক্রয় করান। তৃতীয় পার্টি লন্ডন প্রবাসী হওয়ায় উনি আমাদের জায়গা রেজিস্ট্রার করে দিতে পারেন নাই পাসপোর্ট সমস্যা থাকায় তাই লন্ডন থেকে আমাদের পরিবারের অন্য এক সদস্য কে পাওয়ার দিছেন যাতে উনি আমাদের এই জায়গা রেজিস্ট্রার করে দেন। কিন্তু দুঃখের বিষয় যে যার নামে পাওয়ার এসেছে উনি আমাদের কে জায়গা টা রেজিস্ট্রার করে দিচ্ছেন না তাল বাহানা করতেছেন। আবার এদিকে আর এস পরচা ও আমার বাবা নামে এসেছে এখন যদি আমাদের জায়গা টা উনি রেজিষ্ট্রার করে না দেন তাহলে কি আমাদের জমির মালিকানা কি টিকবে।?

  • @fazlulhaque2966
    @fazlulhaque2966 2 роки тому +1

    এস এ দাগের উপর রেকর্ড হলে কি জমির মালিকানা দাবী করা যাবে?এস এ খতিয়ান হয়েছে ৪৫৮/১/১ এখন এই রেকর্ডের পরে কি কোনো খতিয়ান হয়েছে? হলে কোথা থেকে সেই খতিয়ান পাবো?

  • @সবারজন্যবিনোদন-ভ৯ঙ

    ভাই জমিন কিনছি আমরা দলিল আছে আমাদের কিন্তু রেকর্ড অন্য জনের নামে এখন এই জমিনের মালিক কে

  • @tinu52
    @tinu52 Рік тому

    নমস্কার দাদা, আমার বাবার 1991 সালে কুড়ি শতক জমির মধ্যে পূর্ব প্রান্ত থেকে10 শতক জমি বিক্রি করেন , তারপর যে 10 শতক ব্যালেন্স বেঁচে ছিল ঐখানে বসবাস করতে থাকেন, 1997 সালে যে ব্যক্তির কাছে 10 শতক জমি বিক্রি করেছিলেন, কাছ থেকে জমি ফিরিয়ে নিতে যায়, তখন উনি ঠিক করেন একদিন দিনক্ষণ ঠিক করে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করিয়া জমি ফিরিয়ে দেবে, একদিন রেজিস্ট্রি অফিসে যায় কোন কারণবশত সেদিন রেজিস্ট্রি হয় না জমি, কিন্তু আমার বাবা জমির টাকা পয়সা সব মিটিয়ে দেয় মিটিয়ে দেওয়ার পরে উনার কাছে দলিল চাই যে আমার দলিল ফিরিয়ে দাও, উনি কি করেন ওখানে একজনের কাছ থেকে ডেমি পেপার এর পরে লিখিয়ে নেয় যে উনি আমাকে জমির টাকা ফিরিয়ে দিয়েছেন এত তারিখের মধ্যে রেজিস্ট্রি করিয়ে নিতে হবে, তারপর আমার বাবা আবার দলিল চায় দলিল চাইলে তখন উনি ওই ডেমি পেপার টি ধরিয়ে দেয় ধরিয়ে দিয়ে বলে-এটা দলিলের কাজ করবে, আগেকার এর মানুষ সাদাসিধা মূর্খ মানুষ ছিল অত বুঝেন নাই যা বুঝিয়েছ তাই বুঝেছেন, তারপর আমার বাবা আর জমি রেজিস্ট্রি করে নেয় নি, আর যিনি 1991 সালে জমি কিনেছিলেন তিনি রেকর্ড করে নেয় নি ওই অবস্থাতে দলিল আছে, আমার বাবার অসুস্থতার কারণে
    2005 সালে ওই পূর্বের প্রান্তের 10 শতক জমি একজনকে রেকর্ড মূলে বিক্রি করেন, তিনি রেকর্ড করে নেয়, যার কাছে ওই জমি বিক্রি করে 2005 সালে তিনি খুব দুষ্টু ব্যক্তি, 2007 সালে আমার বাবার ক্যান্সার ধরা পড়ে তখন ওই দুষ্টু ব্যক্তি আমার বাবার থেকে আরও তিন শতক জমি লিখে নেয় এবং তিনি রেকর্ড করে নেয়, আমরা ওই 7 শতক জমির উপর এইযে ব্যালান্স বেঁচে ছিল সেখানে বসবাস করতে থাকি,
    যিনি 1991 সালে জমি কিনে ছিলেন উনি 20016 সালে রেকর্ড করতে যান রেকর্ড করতে গিয়ে দেখেন 7শতক জমি পড়ে আছে তখন হাতের মাথায় যতটা পেয়েছে ততটাই উনি রেকর্ড করে নিয়েছেন, 2019 সালে উনি এসে আমাদেরকে হুমকি দেয় যে এটা আমার জমি আমার জমি তোমাদেরকে ছাড়তে হবে, তখন আমরা তার হাতে পায়ে ধরে বলে বুঝিয়ে তার থেকে বাজার মূল্য দিয়ে উনার থেকে আমরা জমি রেজিস্ট্রি করে নিই উনার দলিলে যেমন 10 শতক ছিল ঠিক তেমনি আমাদের দলিলে রেজিস্ট্রি করে নিই,
    এবার ব্যাপারটা হল যিনি 2005 সালে জমি কিনেছিলেন 10 শতক তারপর আবার 2007 সালে 3 শতক জমি লিখিয়ে নিয়েছেন, এখন আমাদের ওই জমি ফিরিয়ে দিচ্ছেন না উনি বলেছিলেন যে তিন শতক জমি তোমাদেরকে ফিরিয়ে দেবো পরে, এখন উনি আমাদের সঙ্গে প্রভাব খাটাচ্ছেন এবং আমাদের সাথে ঝামেলা গন্ডগোল করছেন এমনকি আমাদেরকে বের হওয়ার রাস্তা ও দিচ্ছে না, আর উনার আগের দলিল হল 1991 সালে যিনি কিনেছেন তার কাছ থেকে আমরা আবার কিনে নিয়েছি, কিন্তু আমরা যখন আবার রেকর্ড করতে যাই তখন 7 শতক জমি পাই ও সাত শতক জমি রেকর্ড করি অশান্তি না বাড়িয়ে আমাদের দলিলে 10 শতক জমি ছিল, এখন কথা হল যে আমরা 3শতক জমি কি ফিরে পাবো? অনুরোধ রইল একটু জানাবেন

  • @tcafemadaripur9447
    @tcafemadaripur9447 Рік тому +1

    স্যার, আমার দাদার নামে RS, কিন্তু SA তে খাস, কিন্তু বর্তমান BRS আমার বাবার নামে আছে, আমার বাবা মারা গেছেন, এখন আমি কিভাবে সেই জমি নাম জারি করব?

  • @chanmiamolla
    @chanmiamolla Рік тому +2

    ধরাটি মধুপুর টাংগাইল

  • @ontukhanontukhan
    @ontukhanontukhan Рік тому

    ভাই সি এস এবং এস এ খতিয়ান একই
    আছে। কিনতু বি এস খতিয়ানে একটা দাগ
    বাদ পরেছে।এতে দেখা যাচ্ছে পাশের জমির মালিকের জমির পরিমাণ দলিলে আছে ১২ শতক কিন্তু বাস্তবে সরজমিনে
    পাওয়া যায় ২২ শতক।গেজেটেও সেই
    দাগ পাওয়া যায় নাই।এক কথায় বি এস
    জরিপে একটা দাগটি মিস হয়েছে। এখন
    করনিয় কি।

  • @rjrajibsarder2963
    @rjrajibsarder2963 2 роки тому

    আমার নামে এস এ রকড আর কোন ডকুমেন্স নাই জমি অন্যের দখলে 60বছর আমি নিজেও জানতাম না আমার নামে এস রেকড এখন দেখতে পাইছি আমি কি ঐ জমির দখলে যেতে পারবো

  • @jewelairinternational
    @jewelairinternational 2 роки тому

    ভাই CS আছে আমার বড় বাবার নামে আমার দাদার নামে SA খতিয়ান ও RS এস খতিয়ান আছে BS আছে কিন্তু কোন দলিল নাই ফাইনাল BRS নাই পর্চা এখন কি মালিকানা দাবি করতে পারবো।

  • @MDALAUDDIN-fe4un
    @MDALAUDDIN-fe4un Рік тому

    বৃটিশ আমলের কাগজ পত্র দিয়ে কি হবে ওদের কে তো ভাগিয়ে দেওয়া হয়েছে। সিএস দিয়ে চুবিয়ে চুবিয়ে পানি খেতে হবে

  • @Mdadanahmed2766
    @Mdadanahmed2766 3 роки тому +1

    Next record kobe theke hote pare ?

  • @abdullahalmamun3270
    @abdullahalmamun3270 Рік тому +1

    এসএতে রেকর্ড দলিলও আছে কিন্তু আরএস এ এসে খাস তাহলে কি করব

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому

      সংশোধনের জন্য আবেদন করতে হবে, মেজিস্টেট অফিসে

    • @abdullahalmamun3270
      @abdullahalmamun3270 Рік тому

      @@landlowtricks8101 apnr contract no ta ki ektu diben?

    • @abdullahalmamun3270
      @abdullahalmamun3270 Рік тому

      @@landlowtricks8101 eta ki mamla korte hbe naki sosodhoner abedon krte hbe

  • @mominmohammed3398
    @mominmohammed3398 3 роки тому +1

    ধন্যবাদ

  • @manikhdmedia
    @manikhdmedia Рік тому +1

    সার আপনার নাম্বারটা যদি দিতেন অনেক অনেক উপকার হতো, আমার দাদার জমির দলিল ও আরএস রেকট আছে তবে আরেক জন এসএ রেকট করে বিক্রি করে দিয়েছে এখন কিভাবে পাবো ভাই👌👌👌👌

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому

      দখলে কার? মামলার সুযোগ আছে

    • @manikhdmedia
      @manikhdmedia Рік тому

      @@landlowtricks8101 যিনি জায়গা রাখছে তার দখলে, নাম্বার যদি দিতেন,

  • @farukislam877
    @farukislam877 2 роки тому

    এস সি বা বিনিময় আমার দাদার বা আমার ৬২ রেকর্ডে অন্য যেকোনোভাবে রেকর্ড করে নিয়েছে এখন ওই জমির কি আমরা মালিকানাধীন হতে পারব বর্তমান ও জমির মাঠ পর্চা অ্যাটাসটেশন ডিভিসহ এখন আমরা করে নিয়েছি এবং চলমান চলতেছে

  • @mabiyanislam5673
    @mabiyanislam5673 2 роки тому

    Vai amar nanar jomir dolil nai sa recod ase jomi onno loker dokole ase kintu nana sei jomi thake kisu jomi bikroy koresilo tader do lol o ase kintu kivabe ,nanar name kothao dolil passi na aktu janabe Vai

  • @reallylife6377
    @reallylife6377 2 роки тому +1

    ❤️❤️❤️

  • @DebashisMitra-dc1qh
    @DebashisMitra-dc1qh Рік тому

    আসসালামু আলাইকুম স্যার স্যার এসে রেকর্ড অন্যের নামে বিআরএস আমাদের নামে আমরা সে জমি বিক্রি করেছি তার নামে মিউটেশন হয়েছে দলিল হয়েছে সে দখলে আছে সে তার জমির দাখিলা কেটেছে এখন এসে রেকর্ডে পাওয়া সম্পত্তির মালিক জমির মালিকানা দাবি করছে আমাদের নামে কেস করেছে এখন আমাদের করণীয় কি আপনার কাছে পরামর্শ চাচ্ছি

  • @tychgfhdffg6187
    @tychgfhdffg6187 2 роки тому +1

    আর এস ১৯৪৮ সালের রেকর্ডে নাম নাই।
    এস এ ১৯৬২ সালের রেকর্ডে নাম আছে।
    কিন্তুু এখানে বুঝা যাচ্ছে এস এ রেকর্ডে ক্রয় সুত্রে মালিক। এখন এস এ খতিয়ান মূলে রেকর্ড পাচ্ছি।কিন্তুু দলিল পাওয়া যাচ্ছে না ভলিউম বই/বালাম বই ছেড়া ছেড়া বলছে ১৯৪৮ থেকে ১৯৬২ পযর্ন্ত তল্লাশি দিতে গেলে ওরা বলে বই ছেড়া পাওয়া যাবেনা।
    এখন কি এস এ খতিয়ান মূলে লেন্ড সারর্ভে মামলা দেওয়া যাবে। বি আর এস রেকর্ডের বিরুদ্ধে। যাদের নামে বি আর এস রেকর্ড হয়েছে তারা আবার বলছে ১৯৬২সালের এস এ রেকর্ডের মালিক কে বাদ রেখে। ১৯৪৮ সালের আর এস রেকর্ডিয় মালিকের ওয়ারিশদের নিকট থেকে ক্রয় করে বি আর এস রেকর্ড করিয়েছে১৯৮৭ সালে তাহলে ১৯৬২ সালের এস এ রেকর্ডিয় মালিকের কি মূল্য থাকলো তার ওয়ারিশদের তো ১৯৮৭ সালে বি আর এস রেকর্ড পাবার কথা ছিলো। রেকর্ড অন্যর নামে বি আর এস রেকর্ড হয়েছে। এখন কি ১৯৬২ সালের রেকর্ড দিয়ে ল্যান্ড সারর্ভে মামলা করা যাবে ১৯৮৭ সালের বি আর এস রেকর্ডিয় মালিকের বিরুদ্ধে। দয়া করে বলেন ভাই কি করবো এখন। এবং ১৯৪৮ থেকে ১৯৬২ সালের দলিল কি ভাবে পাওয়া যাবে । কি ভাবে তল্লাশি দিতে হবে যানাবেন

  • @MDMizan-ki4wv
    @MDMizan-ki4wv Рік тому

    ভাই আমার জমিতে একজন আছে সে জমির ওয়ারিস ও না কিছুই না সে কিন্তু দলিল এ তার নাম আছে সে কি মালিক হতে পারবে

  • @mdrejaul5273
    @mdrejaul5273 Рік тому +1

    এস এ খতিয়ান নাং৭৪৭৷৷৷ জমির পরিমান ৯৮ সতক ইসমাইল সদ্দার সফি সদ্দার পিতা জুনু সদ্দার আয়শা বিবি শামি ইসমাইল সদ্দার আঃছামাদ সদ্দার পিতা ইসমাইল সদ্দার দুলযান বিবি শামি সফি সদ্দার৷৷ এখানে লেখা আছে অংস ১

  • @shahedkhan5287
    @shahedkhan5287 2 роки тому +3

    আসসালামু আলাইকুম স্যার, সি.এস এবং এস.এ মুলে আমরা কি জমির মালিকানা ফিরে পাবো, বর্তমানে জমিটি পোস্ট অফিসের দখলে আছে, এখন আমাদের করণীয় কি মেহেরবানী করে জানালে অনেক উপকৃত হবো স্যার, ধন্যবাদ

  • @Sompod-Faruk
    @Sompod-Faruk Рік тому

    আসসালামুয়ালাইকুম...আমার দাদা মারা গেছেন। বংশ সুত্রে আমার দাদার জমি আমার বাবা চাচা এবং ফুফুরা পাবে..কিন্তু জমিটি গ্রামে থাকার কারনে গ্রামের কয়েক জন লোককে দেখা শোনা করতে দেওয়া হলে তারা সেগুলো দখল করে আছে... আমাদের SA এবং CS আর কিছু দলিল আছে.. কি উপায়ে জমিটি উদ্ধার করবো জানালে উপক্রিত হতাম।

  • @akramhosen9519
    @akramhosen9519 2 роки тому

    আচ্ছালামুয়ালাইকুম।
    মিউটেশন অথবা নাম জারি করতে কতদিন সময় লাগতে পারে। মিউটেশন উপজেলা ভুমি অফিসে করতে হয় নাকি জেলা ভমি অফিসে করতে হয়। আমার জানা নেই আশা করি সঠিক পরামর্শ দিবেন।

  • @bangdesh5500
    @bangdesh5500 10 місяців тому

    স্যার সিএস দাদার নামে এস এ ও বি এস খতিযান চাচা ওজেঠার নাম কিন্ত নমস্কার ফুফুদের নাই এখন কি ফুফুরা তাদেরপিতার মালিক সূএ জমি বিক্রি করতে পারবে কিনা না

  • @monjurulkader2772
    @monjurulkader2772 Рік тому

    SA record এর মালিকরাই আসল ভূমির মালিক। এদের নামেই ভুমি BDS রেকর্ড দিয়ে( যদি বিক্রি বা দান করে না থাকেন) দেওয়া উচিৎ।
    ধন্যবাদ।

  • @MdMurad-my3tt
    @MdMurad-my3tt Рік тому

    ১৯৬২ চারজন মালিক ছিল তাদের মধ্যে দুইজন ১৯৯২ পর্যন্ত দখলে আছে বাকি দুইজন জমি কোথায় গেল বিক্রি করছে কিনা তা আমি জানিনা কিভাবে জানতে পারব বাকি দুজনের জমে কোথায়

  • @Wunar73
    @Wunar73 2 роки тому

    ভাই আমার বাড়ির দলিল নাই কোনো
    কাগজ পত্র নাই। 20বসর দরে আমার দখলে আছে আমি বাড়ি করে বসবাস করছি অন্য কেউ দাবি করছে জমি উনার
    আমাকে জমি বাড়ি ঘর ছেড়ে দিতে হবে
    নাকি জমির মালিক হতে পারব

  • @ahmedjihad4739
    @ahmedjihad4739 Рік тому +1

    আমার দাদার সম্পত্তি আমার কাকার নাম এক্ষেত্রে নিয়ে গেছে সে ক্ষেত্রে আমার কি করনীয়

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому

      বাটোয়ারা আইনে মামলা দিতে হবে

  • @maksudabegom7046
    @maksudabegom7046 Рік тому +1

    CS আমার নামে SA আমার নামে দলিলও আমার নামে RS অন্যের নামে তারা দখলে আসে জায়গা কি আমি পাব

    • @alamtutorialhome-yo6ji
      @alamtutorialhome-yo6ji 4 місяці тому

      হুম পাবেন,,তবে মামলা করতে হবে

  • @asharfHosain
    @asharfHosain 10 місяців тому

    CS RSকিএক না ভিন্ন বললে খুশি হব।

  • @আরমান-ড৩ষ
    @আরমান-ড৩ষ Рік тому

    এস রেকট আর এস রেকট মালিক আমার দহলে আছে আমার দলিল আছে এই জমির অওন মালিক দাবিকরতেপারবে

  • @HazratAli-gq9sh
    @HazratAli-gq9sh 2 роки тому

    s.a রেকর্ড েে নাম আছে দখল নাই আর এস কতিয়ানে নাম নাই আমি কী জমি পাব

  • @ab1bd
    @ab1bd Рік тому

    আমার বাবার নামে আর এস এবং এম আর আর আছে। কিন্তু একজন ঔ জমির মালিকের ছেলেদের কাছ থেকে একটি ৬০ সালের কবলা দলিল দিয়ে জমিটি ভোগ করছে, সে কি জমি পাবে

  • @sahanahmed2749
    @sahanahmed2749 2 роки тому

    আমাদের সম্পত্তি আমার দাদার ভাই প্রায় ৩০ বছর থেকে ভোগ করছে।এখন কাগজ পত্র দলিল এবং রেকর্ড সব আামার দাদার নামে আমরা কি জমির মালিকানা দাবি করতে পারি।গ্রামের সবাই ওদের পক্ষে।প্লিজ জানাবেন।

    • @mdmotalebpatwoari2893
      @mdmotalebpatwoari2893 2 роки тому

      ওনাদের দলিল না থাকলে তাহলে অবশ্যই আপনি পারবেন

  • @idanetglobal3739
    @idanetglobal3739 Рік тому +1

    s a record সঙসুদনের বেবসতা কি

  • @mominmohammed3398
    @mominmohammed3398 3 роки тому +2

    আসসালামুয়ালাইকুম
    কেমন আছেন ভাইয়া
    আমার নামে দলিল আছে এবং দখলে আছে কিন্তু রেকর্ড অন্যজনের এ জমি কি আমরা সংশোধন করে পাব নাকি
    দয়া করে একটু জানাবেন ভাইয়া

    • @landlowtricks8101
      @landlowtricks8101  3 роки тому

      মিস কেস দায়ের করতে হবে

  • @NazmuHossain-ds8jd
    @NazmuHossain-ds8jd Рік тому

    আমার বাবার করিদা দলিলে 16 সতক কমিবেশী এবং এসএ খিতিয়ানে 19 শতাংশ আছে এখন বাকি তিন শতাংশ আর এস রেকর্ডে আমার বাবার নামে আসে এবং দখলে আমরা আছি । এখন এই তিন শতাংশ জায়গা সাবেক মালিকের বোন দাবি করতে ছে তারা ৫৫ বছর আগে বিক্রি করে গেছেন এই মহিলা র ভাইয়াইন তে এখন কে পাবে এই জায়গায় টা দয়াকরে জানাবেন ভাই

  • @ashrafulentertainment7710
    @ashrafulentertainment7710 Рік тому

    ভূমিহীন যদি কোন জমি পায় সে জমি কি ভূমিহীন 99 বছরের জন্য কি কাউকে বর্গা দিতে পারবেন।

  • @fazlulhaque2966
    @fazlulhaque2966 2 роки тому

    আমার দাদা ৪৫৮/১ এস এ খতিয়ানের মালিক। এখন ঐ খতিয়ান থেকে আমার বাবার নামে ৪৫৮/১/১ খতিয়ানে রেকর্ড হয়। এখন এর আর এস খতিয়ান কি হয়েছে? হইলে আর এস খতিয়ান কোথায় পাওয়া যাবে? দয়াকরে বলবেন।

  • @nayon3666
    @nayon3666 2 роки тому

    ভাই।আমার একটা প্রশ্ন একটা জমি যেটা আমার দাদার নামে সি এস এবং আমার বাবার নামে এস এ। এবং আমার নামে বি আর এস রিকোর্ট হয় কিন্তু আমার দখলে নাই। তাহলে আমি কি ভাবে আমি সমাধানে আসতে পারবো

    • @mdmotalebpatwoari2893
      @mdmotalebpatwoari2893 2 роки тому

      ওনারা ক্রয় সূত্রে দলিল থাকলে তাহলে আপনার কিছুই করার নাই

  • @AlMamun-es5ww
    @AlMamun-es5ww Рік тому

    আসসালামুআলাইকুম, স্যার, আমি নরসিংদী থেকে মামুন বলছি, আমার দাদার জমি, আমার বাবা পারা লেখা জানতনা, ছোট চাচা মাষ্টার, আমার বাবা বেচে নেই, বাবা এই জমিতে ৩০ বছর বাড়ি করে থেকে গেছে, এখন আমরা ও এই বাড়িতে বসবাস করতেছি, কিন্তু চাচা চালাকি করে চাচার নামে এস এ রের্কড করে ফেলে, এখন বাবা না থাকায়, চাচা এসে বাড়ির যায়গা দাবি করে, আমরা এখনও দখলেই আছি, এখন আমি কি করতে পারি সু পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকবো।

  • @zikrulhaque-bd8iq
    @zikrulhaque-bd8iq Рік тому

    সি এস মুলে মালিকের কাছে যদি ক্রয় করে দলিল মুলে এস এ খতিয়ান মালিক হয়, সেই জমি যদি অন্য কেউ বিক্রয় করে,তারপর সেই জমি কয়েক বার বেচা বিক্রয় হয় এবং তাদের নামে বি এস খতিয়ান হয় সে ক্ষেত্রে দলিল মুলে এস এ মালিক কি জমির পাবে কি না?

  • @idanetglobal3739
    @idanetglobal3739 Рік тому +1

    পটটাতে আছে sa ভুল b s ভুল সংসুদনের বেবসত কি দয়া করে জানাবেন সার

  • @KHATNAHOSPITALJASHORE
    @KHATNAHOSPITALJASHORE Рік тому +1

    আপনি c s কে জোর করে তাড়িয়ে দিয়ে কি ভাবে এস এ মালিক হলেন। দলিল নেই। ভোয়া আইন

  • @mdkhairul2377
    @mdkhairul2377 2 роки тому

    ভাই আমার দাদী দুই বোন এক ভাই, দাদী বাবার নামে এস এ রেকর্ড, দাবীর ভাই জমি অন্য লোকের কাছে বিক্রি করছেন, আমার দাদী বিক্রি করে নাই,জিনি ক্রয় করেছেন আর এস রেকর্ড করে নিয়েছেন, আমার বাবার নামে রেকর্ড হয়নাই,এখন এর করনিয় কি, কিভাবে রেকর্ড করবে জানাবেন?

  • @mdrejaulkarimraj
    @mdrejaulkarimraj Рік тому

    আমার বাবার নামে আরএস এস এস রেকট দুটোই আমার বাবার নামে কিন্তু জমি দখলে অন্য জন তাহলে কি জমি আমি পাবো

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому

      ১৮৮৮ সালের সুনির্দিষ্ট পতিকার আইনের ৮ ধারাতে মামলা দিতে হবে

  • @imamimam9979
    @imamimam9979 2 роки тому

    পোড়া বালামের দলিল কি ক্যানসেল করা যায় যদি গৃহীত নাদাবী মুক্তিপত্র দিয়ে থাকে

  • @shekabdullah5247
    @shekabdullah5247 3 роки тому +1

    স্যার জানার বিষয় সি এস এ নাম অাছে এস এ জরিপের পূর্বেই স্বামীর বাড়িতে ছেলে সন্তান রেখে মারা গেলে ছেলে সন্তান মামার বাড়ীতে জরিপকালে নাম এস এ ও অার এস এ নাম অাসে নাই এখন মামার বাড়ির জমিনত দখল নাই এখন বাটোয়ারা মামলা ব্যাতিত বিকল্প পন্থাকি জানাবেন কি?

    • @MdMilon-jo7wm
      @MdMilon-jo7wm 2 роки тому

      .
      sir sa motabek amar babar name rekod hoyece r sete holo amader pattrik sampottim kintu seta onno jone vog kortice amader k dakol disce na ata kotokhani write aktu bujaben

  • @matin1abdulmatin353
    @matin1abdulmatin353 Рік тому +1

    আপনি অনেক কথা বলেন, কম কথা বলে ==আসল কথা বলুন।

  • @truenews9744
    @truenews9744 2 роки тому

    খাস জমি আমার দখলে থাকলে অন্য কেউ রিকর্ড করলে,,, ঐ খাস জমি কি? রেকর্ড ওয়াল ব্যক্তি দাবী করতে পারবে।

  • @mdzasim7628
    @mdzasim7628 Рік тому

    যদি ভুল করে আমার দাগের জমির দলিল করে সেটা কি তার হয়ে যাবে

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому

      দলিল বাতিলের মামলা দিতে হবে

  • @mdbillalhossain1258
    @mdbillalhossain1258 2 роки тому

    ভাই saরেকড মালিকানার কাছ থেকে আমি জমিটা কিনেছি এবং আমার নামে আর এস রেকডও আছে। আমার দখলেও আছে
    এখন অন্য একজন দলিলের বলে আমার নামে কেস করছে। এখন এই জমিটা কার সমাধান দেন

    • @pallobghosh7109
      @pallobghosh7109 2 роки тому

      দুইটা দলিল রেকর্ড কি ভূমি অফিসে আছে?

  • @giyamd6399
    @giyamd6399 Рік тому +1

    ভাই আমার বাবা না ত একজ্য বলছেন আমার বাবা জিম বিক্রি করেচে তবে আমার বাবা নামে বি আর এচ নাই তবে রেকট বাবার নামে তবে তারা বলছে বাবা বিক্রি করেচে দলিল করে দিয়ে চে

    • @landlowtricks8101
      @landlowtricks8101  Рік тому

      বিক্রি করলে, আপনার বাবার নামে রের্কড থাকলে, যারা কিনছে ওরা সংশোধন করতে পারবে

  • @alimullah4449
    @alimullah4449 2 роки тому

    স্যার আসসালামু আলাইকুম বড় ভাইয়ের নামে সি এস কিন্তু পরে এসে জরিপে ছোট ভাই ও ভাই বোন সবাই আছে এখন ছোট ভাইরা কি মালিক হবে না সিএস বললে বড় ভাইয়ের আওলাদের মামলা করেছে এই মামলার কি হইতে পারে জানাবেন স্যার

  • @hafizrahman1298
    @hafizrahman1298 Рік тому

    Sa kotiyan Amar nam ace
    Rs khotoyan Amar chachatoh vai er nam ace jumir Malik k hobe

  • @mohammadmamun728
    @mohammadmamun728 3 роки тому

    আসসালামুআলাইকুম ভাই আমাদের কাছে এস এ রেকর্ড আর এস রেকর্ড বি এস রেকর্ড আমরা দখলে আছি আমরা কি জায়গার মালিকানা পাব

  • @JahangirAlom-cc8hh
    @JahangirAlom-cc8hh 2 роки тому

    ভাই দলিলে আছে ৯০ শতাংশ
    এস এ খতিয়ান ৫০ শতাংশ
    বি এস খতিয়ান ৫০ শতাংশ
    এখন আমি কি দলিল মোলে ৯০ শতাংশ পাবো

    • @hamimgazi3180
      @hamimgazi3180 2 роки тому

      ৫০ শতাংশ রাইট হবে

  • @itcreatorsbd1089
    @itcreatorsbd1089 3 роки тому +1

    ভাই আমার একটি জমি আছে কিন্তুু SA খতিয়ান আরেক জনের নামে আর RS আমার নামে দখল আমার কাছে ৪০ বছর দরে কিন্তুু দলিল দুইজনে কাছে নাই? SA খতিয়ান মালিক দাবি করে। এখন মালিক কে?

    • @computerworld8178
      @computerworld8178 3 роки тому

      আমিও জানতে চায় বিষয়টি

    • @hajaraakter8393
      @hajaraakter8393 2 роки тому

      Amio jante ci

    • @mdsayed4921
      @mdsayed4921 2 роки тому

      আমিও জানতে চাই

    • @sumonghosh470
      @sumonghosh470 2 роки тому +1

      ভাই এটার উত্তর দিবেন প্লিজ

    • @ssdht5789
      @ssdht5789 2 роки тому

      একজনের পাঁচটি ছেলে ছিল এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ৪ নাম্বার তারা তাদের মনের ইচ্ছেমতো ভালো জমি বন্টন করে নিয়েছে কিন্তু পাঁচ নাম্বার জনকে একটা জমি দিয়েছে সেই জমিতে আলু বাদাম অনেক কিছু করা হইত ইত্যাদি সেই জমিটা দিয়েছিল আজ থেকে 40 বছর আগে ওই তারাই চারজন বন্টন করে দিয়েছিল সেই জমিটা পাঁচ নাম্বার জনের দখলে আছে ৪০ বছর ধরে এবং তার নামই মাঠ রেকর্ড এগুলো তো প্রত্যেক সম্পত্তি এক বাইরে জমিটা আরেক ভাইয়ের নামে থাকতেই পারে স্বাভাবিক যেহেতু বাবা ১ ছেলে ৫ জন এখন আমার কথা হল স্যার দুই নাম্বার জন বলেছে ৫ নাম্বার জনকে যে জমিটা দিয়েছিল সেই জমির মালিক নাকি তার বাবার নামে আরুয়ার মাঠ রেকর্ড এর আগে হয়েছিল ৪০ বছর আগে এখন সেই জমিটা ৫ নাম্বার জনের নামে মার রেকর্ড এবং তার দহলে 40 বছর ধরে এখন আমি কি করতে পারি স্যার আমি সত্যটা চাই আমি কি হেল্প চাইতে পারি স্যার আপনার স্যার আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @taiishikawa6240
    @taiishikawa6240 2 роки тому

    দাদা আগে পৃথিবীতে আসলো?
    না বাবা আগে পৃথিবীতে আসলো?

  • @hafezfazlududumia4286
    @hafezfazlududumia4286 2 роки тому

    স্যার এসে মুলে জাগার মালিক এক জন তবে ওই মালিকের কাজ তেকে মুকিক বাভে কিনচি আমার বাবার নামে আরএস হয়চে বাবা মারা গেচে আমরা তিন ভাই একন বড় সামান বাভে বাগ করা হরচে তবে হতাট এক দিন বড় ভাই জোর করে তিন ভাগ দকল করিয়া লয়চে৷ তবে আমার অংস আমি কারিজ করিয়া লয়চি একন বড় ভাই বলে আমি কিনচি বুলে আর এস আমার বাবার নামে ওরচে তেবে আদা লতে আমরা দুই ভাই দকল সুরত মামলা দিচি স্যা একন আমরা জাগা পায়ার আসা আচে নি চার তারিক গেচে বাদি একন সময় নেয়

  • @najmaislam6234
    @najmaislam6234 2 роки тому +1

    Vai apnar theke kiso janar silo apnar number ta ki deoa jabe

    • @landlowtricks8101
      @landlowtricks8101  2 роки тому

      ফেইসবুক পেইজে যোগাযোগ করেন

  • @alfalahpaints4480
    @alfalahpaints4480 2 роки тому

    আসসালামু আলাইকুম ভাই, আমার একটা বিষয় জানার জন্য,, আমার দাদার বাবা রায়তি মালিক, দাদার বাবা মারা গেলে, থাকে তিন জন,দাদা রা,দুই ভাই, এক বোন,এস এ খতিয়ানে,নাম আসে দাদারা দুই ভাই এর নামে, ভোনের নাম বুল বসত হয় নাই, তাই আমার জিজ্ঞেস দাদার বোন ঐজমিন এর মালিক হবেন কি? ঐ বোন জমিন বিক্রি করতে পারবেন,

  • @rjrajibsarder2963
    @rjrajibsarder2963 2 роки тому

    পিলিজ ভাই উত্তর দিবে আমার নামে এস এ রেকড আছে কিন্তু আর কোন কিছু নেই যেই জমির রেকড আমার নামে তা 60বছর অন্যের দখলে এখন আমি কি জমির মালিকানা দাবি করে জমি ফেরত আনতে পারবো

  • @mdb5418
    @mdb5418 Рік тому

    আপনি কি কমেন্ট রিপলাই করেন যদি না করেন,,,,,,,

  • @moududurrahman3850
    @moududurrahman3850 3 роки тому

    দলিল আছে কি না কোথায় কিভাবে জানা যাবে

  • @mahfuzalam1982
    @mahfuzalam1982 Рік тому

    সব এলাকায় এস এ হয় নাই এটা জানেন আপনি

    • @mahfuzalam1982
      @mahfuzalam1982 Рік тому

      কি বলেন আপনি, তাহলে যার দলিল আছে সে কি করবে ভাই