আপনার শশা চাষের ভিডিওটা একাধিকবার দেখেছি শেষে আবার ডাউনলোড করে নিয়েছি। আমিও এটা এপ্লাই করব ইনশাল্লাহ। কিন্তু একটা বিষয় জানার জন্য লিখতেই হল। যেটা আপনি হয়ত মিছ করেছেন অথবা প্রয়জন আছেকিনা জানাবেন। আর বিষয়টি হল শশা গাছে 3 g / 2 g কাটিং এর প্রয়জন আছে কি?
রাসায়নিক ব্যবহার করলে ইউরিয়া ,সাথ যে কোনো গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন।সাথে কীটনাশক ৭ দিন অন্তর দেবেন । গাছের ডগা পোকার আক্রমণ রোধ করতে।acktara বা admair কমদামের এই কীটনাশক।
আমার বাড়ির উঠোনে শসা গাছ চাষ করেছিলাম । অনেক জালি তো ধরেছিল ।কিন্তু বেশিরভাগ জালি পচে গেছে। তারপরে ফল গুলো সব ছোট ছোট হচ্ছে আর বেঁকে যাচ্ছে। তারপরে শসা গুলো আবার লাল হয়ে যাচ্ছে । ছোট পিঁপড়ের মতো কালো পোকায় গাছ ভর্তি হয়ে যাচ্ছে।কী করা যায় বলুন।
প্লানাম৫০ wg ১ লিটার জলে ১ গ্রাম স্প্রে করতে হবে। এছাড়া সবিক্রন৪২৫ ইসি লিটারে ২ ml স্প্রে করে ভিজিএ দিন । মাছি আক্রমণ হলে পাতা ও ফল পোকা ধরার ফলে ফল ঝরে জায় । গাছে বিকেলে জল স্প্রে করে ধুয়ে দেবেন । গাছে খাবার অভাব হলে শসা বাঁকা হয় । জিপসাম , দস্তা , বোরক্স সার ববহার করুন। অর্গানিক দিলে ভার্মিকম্পোস্ট , গোবর সার , সাদা পটাশ সপ্তাহ এক বার স্প্রে করুন ।
খুব সুন্দর শশা গাছ
বেশ ভালো পদ্ধতি
Daroon lagche DaDa thank u for sharing 🥰♥️💚💚💚
মাশাআল্লাহ অনেক সুন্দর 😊😊😊
ভিডিও ভালো হয়েছে
আপনার শশা চাষের ভিডিওটা একাধিকবার দেখেছি শেষে আবার ডাউনলোড করে নিয়েছি। আমিও এটা এপ্লাই করব ইনশাল্লাহ। কিন্তু একটা বিষয় জানার জন্য লিখতেই হল। যেটা আপনি হয়ত মিছ করেছেন অথবা প্রয়জন আছেকিনা জানাবেন। আর বিষয়টি হল শশা গাছে 3 g / 2 g কাটিং এর প্রয়জন আছে কি?
Nice video 😊
ভালো দাদা
ভাইয়া শশা গাছে কয়বেলা পানি দিতে হবে?
খুব খুব ভালো লাগলো, আমি সব করে দিয়েছি এবার বলুন শশা গাছ কোন সময় রোপন কোরবো খুব শীঘ্রই জানাবেন ,আমার ভালবাসা রইলো ইতি দিদি।
গরমের শুরু ওশীতেরআগে ,
Krisi kaj khubi bhalo
দারুণ
Wow so beautiful 🤩 Ma sha Allah 👌🏽👌🏽👌🏽💚💚💚💚💚💚💐💐💐💐🥀🥀🥀🥒🥒🥒🥒🥒🥒🥒
Ami Jodi 1 bare e boro patre bij lagai 1 ta 2 ta tahole ki gas hobe vaia please reply ❤
Hobe lagate paren
@@MyHomeGardening thanks ❤️❤️
ডিটারজেন্ট জলে দিয়ে স্প্রে করা যাবে। জানাবেন প্লিজ। ধন্যবাদ
হালকা করে স্প্রে করতে পারেন মিলিবাগ আসবে না । একতারা স্প্রে করবেন খুব ভালো কাজ করবে।
কাকু এই চারা গুলো ঠিক কোন সময়ে তৈরি করলে গরমে ফল পাবো?😊
February-October মাসে সসা লাগাতে পারেন ,বীজ সিজেন অনুযায়ি বীজ লাগাতে হবে । গরমের বীজ আলাদা আর শীতের বীজ আলাদা ।
আমার গাছ বৃদ্ধি করার জন্য কি ইউরিয়া সার ব্যবহার করা যাবে
রাসায়নিক ব্যবহার করলে ইউরিয়া ,সাথ যে কোনো গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন।সাথে কীটনাশক ৭ দিন অন্তর দেবেন । গাছের ডগা পোকার আক্রমণ রোধ করতে।acktara বা admair কমদামের এই কীটনাশক।
ভাই আমার গাছটা একটা বস্তার মধ্যে রোপন করেছি ৩০,৩৫দিন হয়েছে কিন্তু গাছ বারছে না তুমি বলে দাও আমি কি করবো ইতি দিদি
গাছে aktara স্প্রে করুন ওষুধ , যে কোনো এনপিকে ,সাথে ম্যাগনেসিয়াম সালফেট ১ মাস ১০ দিন অন্তর । শশা গাছে কীটনাশক মাসে ২-৩ বার দিতে হয় ।
দাদা এই সবজির খোসার বোতলে পোকা হবেনা?
না পোকা হবে না
Amar gache female flower khub kom hocche ki kora jai?
অণুখাদ্য ব্যবহার করুন lava gold 21
সাদা মাছি তো বললেন ,কিন্তু রেড বিটল পোকা কিভাবে আটকাবো??
আক্রমণ কম হলে ছাই দিতে পারেন | বেশি হলে lancer gold (UPL) ২এমএল প্রতি লিটারে ডিএ বিকালে স্প্রে করবেন।
@@MyHomeGardening ok ...onek onek dhonyobad
@@devjanirduniya9449😊
Valo laglo dada.. One of your subscriber...
Amar chanel ar sathy thakben.
আমার বাড়ির উঠোনে শসা গাছ চাষ করেছিলাম । অনেক জালি তো ধরেছিল ।কিন্তু বেশিরভাগ জালি পচে গেছে। তারপরে ফল গুলো সব ছোট ছোট হচ্ছে আর বেঁকে যাচ্ছে। তারপরে শসা গুলো আবার লাল হয়ে যাচ্ছে । ছোট পিঁপড়ের মতো কালো পোকায় গাছ ভর্তি হয়ে যাচ্ছে।কী করা যায় বলুন।
প্লানাম৫০ wg ১ লিটার জলে ১ গ্রাম স্প্রে করতে হবে। এছাড়া সবিক্রন৪২৫ ইসি লিটারে ২ ml স্প্রে করে ভিজিএ দিন । মাছি আক্রমণ হলে পাতা ও ফল পোকা ধরার ফলে ফল ঝরে জায় । গাছে বিকেলে জল স্প্রে করে ধুয়ে দেবেন । গাছে খাবার অভাব হলে শসা বাঁকা হয় । জিপসাম , দস্তা , বোরক্স সার ববহার করুন। অর্গানিক দিলে ভার্মিকম্পোস্ট , গোবর সার , সাদা পটাশ সপ্তাহ এক বার স্প্রে করুন ।
Vai apnar number ta pawa jabe? Plant related kichu bishoy jana r jonno
+91 8478072503
নিম তেল পানির মধ্যে দিলে ভেসে থাকে জমাট বেধে থাকে। এটা কি এমনি থাকে নাকি আমার তেলটা নষ্ট বুঝতে পারছি না।কেউ জেনে থাকলে আমাকে একটু জানাবেন
নিম তেল গায়ে মাখার টা জলে ভেসে থাকে ,গাছের নিম জলে দিলে সাদা হয় । সাথে স্টিকার এক ফোঁটা দেবেন যেকোনো স্প্রের সাথে ।
অনুখাদ্য এটা কি
কিছু খাবার যা খুব সামান্য লাগে , যেমন ভিটামিন
পি জি আর দিবেন বুসটার ২ ১ লিটার পানিতে এক পোটা গাছে ইসপে করবেন গাছের ফুল ফল ভালো হবে
১ মিনিট ১৮ সেকেন্ড তো আজাইরা বকবক করলেন।।