আমেরিকায় গরমকালে দিন বড় লম্বা আর রাত ভারি ছোট..সকাল সাতটা থেকে রাত্রি নটা অবধি থাকে সূর্যের আলো

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 803

  • @moulybiswasvlog4723
    @moulybiswasvlog4723 Рік тому +958

    এতো তাড়াতাড়ি ভিডিও আসবে ভাবতো পারিনি😊❤, জানেন গোটা বাংলা এখন আপনার গর্বে গর্বিত 🥰🥰বিদেশের মাটিতে বসে বাংলায় কথা বলা,মাছ ভাত, বাঙালিয়ানা দেখে চোখ জুড়িয়ে যায়🥺🌻🧿

  • @suparnachattaraj562
    @suparnachattaraj562 Рік тому +106

    আজ 12 টায় কাজ সেরে ফোন খুলতেই দেখি তোমার ভিডিও সারাদিনের কাজের সব ক্লান্তি মুছে গেল। তুমি বাঙ্গালীদের গর্ব😊❤

  • @sajalbiswas4709
    @sajalbiswas4709 Рік тому +9

    যে যেখানেই থাকুক না কেনো,,,, নিজের দেশের কথা মনে পড়বেই😊 আর সেটা তোমাকে দেখলেই বোঝা যায় দিদিভাই,,,,, তুমি খুব ভালো মনের মানুষ দিদি ভাই,,,, আমেরিকা থেকে ও তুমি সব কিছু কি সুন্দর ধরে রেখেছো এটাই বোধ হয় তোমার শিক্ষা তোমার সঙ্গেস্কৃতী দারুন লাগে যখন তুমি বিদেশের মাটিতে থেকে ইন্ডিয়ার ঐতিহ্য আধুনিকতার ধরে রেখেছো এটাই বা কজন এ রাখে,,, সত্তি দিদি তুমি না থাকলে বোধ হয় জানতেই পারতাম না যে তুমি কত মিষ্টি একটা দিদিভাই,,,, রামকৃষ্ণ নেহা ওরাও যেন তোমার আদলে তৈরী কি দারুন লাগে যখন তোমার ভিডিও গুলো দেখি,,,, ভালো থেকো দিদিভাই ,,,তোমার মা বাবা কে আমার প্রণাম,,,, ওনারা যেন সব সময় ভালো এবং সুস্থ থাকে ❤❤❤❤❤

  • @prabirbiswas3862
    @prabirbiswas3862 Рік тому +12

    কী অদ্ভুত!
    ৪ টের সময় দিন শুরু, রাত নয়টায় সন্ধ্যা! বেশ বিচিত্র!!!

    • @pralaysen95
      @pralaysen95 Рік тому +5

      তেমন শীত কালে উল্টো সকাল ৮ টায় দিন শুরু বিকাল ৪ টে তে অন্ধকার। যেসব এলাকা গরমে যতক্ষণ দিন পাবে শীতে ঠিক ততক্ষণ রাত থাকে ।আপনি আপনার এলাকাতেও একই অবস্থা দেখতে পারেন।

  • @Nezuko100
    @Nezuko100 Рік тому +46

    দিন বড়ো বলে আর স্কুল ছুটি বলে দিদি ভিডিও ছাড়ার সময় পাচ্ছে এখন আর দিদির পরিবারের সকলকে দেখে আমাদের মোন ভালো থাকে❤❤

  • @suparnabhaduri3058
    @suparnabhaduri3058 Рік тому +15

    খুব ভাল..কি সুন্দর ছোট ছোট ব্যাপারে দুই দেশের মধ্যে মিল খুঁজে পেলেন...এটাই আপনার বিশেষত্ব..এই জন্যে এত ভাল লাগে দেখতে ..ভালো থাকবেন সবাই ❤❤

  • @enakamandal1806
    @enakamandal1806 Рік тому +57

    আজকের ভিডিওটা দেখে কত পুরানো দিনের কথা মনে পরে গেলো।তোমরা সবাই খুব ভালো থেকো♥️♥️♥️♥️

  • @devpriyakirtania2778
    @devpriyakirtania2778 Рік тому +110

    পর পর্ দুই দিন ব্লগ দিন টা পুরো জমে গেলো😍🖤 তোমার নিখুঁত ও সহজ সরল বর্ণনা সত্যিই পুরো মণ কাড়ার মতো ♥️💥

    • @piyankimukherjee1838
      @piyankimukherjee1838 Рік тому +4

      মণ, একটি ওজনের একক,মন হবে বাবানটা।

    • @piyankimukherjee1838
      @piyankimukherjee1838 Рік тому

      দেখুন, সকলেই বুঝছেন 'বাবানটা' কথাটা এখানে যুক্তিযুক্ত নয়🙂,এটা সিম্পল টাইপো,, কিন্তু মণ-টা আর যাই হোক টাইপো নয়,,আর হ্যাঁ আমি অনেক আগেই দেখেছি বানান না হয়ে 'বাবানটা' হয়ে গেছে কিন্তু ওই যে যন্ত্রের কাছে আমরা বন্দী,,কোনোভাবেই এডিট করতে পারিনি তখন,, টেকনিক্যাল ফল্ট।

    • @devpriyakirtania2778
      @devpriyakirtania2778 Рік тому

      @@piyankimukherjee1838 দেখুন line er vab ta বুজলেই হবে ota kono oto boro ইসু না, মন্ টা মণ হয়ে যাবার জন্যে কোনো খারাপ মানে বোঝাচ্ছে না,sobai bujhte parche ki line er vab ta

  • @sonditamaji3318
    @sonditamaji3318 Рік тому +1

    তোমার এই কথায় যে এত মুগ্ধতা আছে।বার বার এই কথার টানেই ছুটে আসি।

  • @priyamakhal421
    @priyamakhal421 Рік тому +6

    আমি সাধারণত কোনো চ্যানেল সাবস্ক্রাইব করিনা আর কমেন্ট ও করিনা কিন্তু আপনার উপস্থাপনা দেখে খুব ভাল লাগল। ভালো থাকবেন আর এই ভাবে বিদেশে বাঙালিয়ানা কে বাচিয়ে রাখবেন।

  • @StudentAditi98
    @StudentAditi98 Рік тому +91

    আজকাল রোজ ভিডিও আসছে, তাই মন খুব খুশি..... দিদির ভিডিও দিনে দুটো করে আসলেও যেন মন ভরে না। ❤

    • @dipdebnath2754
      @dipdebnath2754 Рік тому

      রত্না মুখার্জী পূর্ব বর্ধমান দুপুরে ভাত খেয়ে ফোন খুলেই তোমার ভিডিও।পেয়ে মনটা খুশিতে ভরে গেলো।তোমার সহজ সরল মনকাড়া বাংলায় বর্ণনা সেইসঙ্গে তোমার দেখে।সব ক্লান্তি দূর হয়ে গেলো।বাড়ি ফিরে তোমরা শুয়ে পড়ো।রাত টা তো ছোটো।একটু পরই সকাল হয়ে যাবে।শুভ রাত্রি।!তোমার না দেখা আর একটা মা।

  • @kaustabdey7532
    @kaustabdey7532 Рік тому +30

    দিদির vlog গুলো দেখলে সব মন খারাপ দুর হয়ে যায় ❤️

  • @munmunganguly6901
    @munmunganguly6901 Рік тому +5

    তোমার vlog খুব সুন্দর লাগে। তোমার ছেলে মেয়ে ভারি মিষ্টি । ঈশ্বরের আশীর্বাদে সংসার নিয়ে সুখে থেকো❤❤

  • @hosnearajannat1698
    @hosnearajannat1698 Рік тому +3

    আগে আমি ৩বেলার ভাত খেতে গেলে কার্টুন দেখতাম। আর এখন ভাত খেতে খেতে আপনার দেওয়া ভিডিও দেখি নতুন পুরাতন মিলে😊

  • @sonalisantra9001
    @sonalisantra9001 Рік тому +5

    তোমার গাছের ফুল ও এগরোল খুব সুন্দর, আর ভাল লাগে তোমার বলার কায়দা। ওখানে থেকেও তুমি যেভাবে বাঙালীয়ানাটাকে ধরে রেখেছো, সত্যিই খুব সুন্দর। ❤❤❤ভাল থেকো মহুয়া।😊

  • @siddharthabose4668
    @siddharthabose4668 Рік тому +9

    আপনার গাছের জবাফুল এবং স্ট্রবেরি গুলো খুব সুন্দর লাগছে। আমেরিকায় জবাফুল দারুন ব্যাপার। সত্যি বড় অবাখ লাগছে রাত্রি আটতাতেও সূর্য। একসাথে সবাই মিলে সিনেমা দেখছে, বাচ্ছারা সবাই ছোটাছুটি করছে দারুন ব্যাপার একটা বড় গেটটুগেদারের মতো। দারুন লাগলো ভিডিওটা। ভালো এবং আনন্দে থাকবেন।

  • @sharmisthaghosh9867
    @sharmisthaghosh9867 Рік тому +9

    মহুয়া সত্যি তোমার ভিডিও দেখে এত ভালো লাগে যে কি বলব, মন, প্রাণ সব জুড়িয়ে যায়😊তোমরা সবাই খুব ভালো থেকো❤❤❤❤

  • @saikatmondal5523
    @saikatmondal5523 Рік тому +23

    Mam, আপনার ভিডিও তে সব থেকে ভালো লাগে, আপনার খাঁটি বাঙালী কথাবাত্রা। আমরা খুব গর্বিত আপনি বাঙ্গালী দের REPRESENT করছেন।❤

    • @manuakarguha9318
      @manuakarguha9318 Рік тому

      Uni to bangali....bangla kotha bolben ...tao abar gramer meye....khub natural

  • @e-taxationkunalsaha2492
    @e-taxationkunalsaha2492 Рік тому

    Ami ekjon Tax consultant Advocate ...Apnar video dekhle r skip kora jai na...uposthapona khub sundor...onek informative. Aro valo kichur opekkhai thaklam

  • @mrxyzhacker12345
    @mrxyzhacker12345 Рік тому +3

    মা বাবার মুখে ছোটো বেলাকার ভিডিও দেখার কথা শুনেছি আর প্রবাশে প্রজেক্টার দেখে সেই কথাই মনে পড়ে গেল তাই অতিত যেন বার বার ফিরে আসে ।ভাল থাকুন।😊❤

  • @sayantikadutta643
    @sayantikadutta643 Рік тому +35

    আমার কাছে এই দৈনন্দিন জীবনের vlog বিষয়টা কখনোই ভালো লাগেনি, শুধু মনে হতো কেন রে বাবা, আমি অন্যের জীবন চরিত দেখতে যাবো, নিজেরটা দেখে হচ্ছে না! কি আর এমন দেখাবে ওই তো থোর খোড় বড়ি নইলে বড়ি খোড় থোর... কিন্তু না আপনার ভ্লগ দেখতে দেখতে বুঝলাম অন্যের জীবন যাত্রাও ভালো লাগতে পারে, এই যে সারাদিনের সংসার, রান্না, বাজার, সন্তান পালন সবই কেমন সুন্দর লাগছে... তারপর বুঝলাম আসলে আপনার বচন প্রক্রিয়া, ব্যাবহার, সন্তানকে দেওয়া শিক্ষা, অন্যের প্রতি সহানুভূতিশীল মনোভাব এসবই আসলে আকর্ষণ করছি... আপনার vlog এ আপনি খুব কমই ক্যামেরার সামনে থাকেন কিন্তু আমরা যেন দেখতে পাই আপনি আছেন, এই তো সবজি কাটছেন বা মাছ ধুচ্ছেন... ভালো লাগে। আপনি সুস্থ থাকুন, আপনার সংসার যেন আপনার জবা গাছের মতোই উজ্জ্বল হতে থাকুক, আপনার সন্তানেরা যেন সত্যি মানুষ হয়ে... মাইল শত দূর থেকেই আমরা আপনার জন্য প্রার্থনা করলাম।

    • @debjanisenguptamitra3661
      @debjanisenguptamitra3661 14 днів тому

      Amio etai bhabtam... Onyer jibon ami dekhei ba ki korbo.... Mohuya sei dharona palte diyeche

  • @palas6
    @palas6 Рік тому +13

    আমাদের ছোট বেলার দিনে ভিডিও আজকে প্রজেকটার রূপে এসেছে। কিন্তু সবাই মিলে ভিডিও দেখার অনুভূতিটা আজ খুব সুন্দর লাগলো।

  • @rakhipaul9891
    @rakhipaul9891 Рік тому +1

    কি অসাধারণ আপনার উপস্থাপনা । আপনি সুদূর বিদেশে থেকে কি সুন্দর ভাবে নিজেকে ধরে রেখেছেন ❤ সাধারণ এর মধ্যেও কি অসাধারণ আপনি । আপনি বোধয় নিজেও জানেন না আপনি কলকাতা বা দেশের মানুষ দের মন কতটা জয় করে নিয়েছেন ❤ এমনি থাকবেন সবসময় ।ভালো থাকবেন ❤

  • @tapatibagchi4754
    @tapatibagchi4754 Рік тому +11

    জানো দিদি আমাদের এদেশে ও তো পুজোর ছুটির সময় পর্দায় সিনেমা দেখানো হতো বড় মাঠে,,, কিছু টা সেই অনুভূতি, সেই স্মৃতি ফিরে পেলাম ♥️♥️

  • @shinjinibhattacharyya1061
    @shinjinibhattacharyya1061 Рік тому +3

    এতো তাড়াতাড়ি ব্লগ আর খুলেই রোল দেখে পেটে খিদে পেয়ে গেলো আর তার সাথে তোমার এতো সুন্দর বলা সবটাই আমাকে এখন ফোন এ আটকে রাখবে কোন দিকে যেতে পারবো না অনেক ভালোবাসা তোমাদের ❤❤

  • @sipraparuadas3800
    @sipraparuadas3800 Рік тому +1

    আমার বয়স এখন 25। আমি যখন প্রায় 7 কি 8 বছর তখন দেখেছি আমাদের গ্রামে এই রকম ভিডিও দেখানো হতো। তখন আমাদের গ্রামে হাতে গোনা কয়েকজনের বাড়িতে টিভি ছিলো। তাই যখন কোনো অনুষ্ঠান হতো তখন এই রকম ভিডিও দেখানো হতো । সেই অনুভূতি টা দারুন ছিলো।

  • @shikhadas6040
    @shikhadas6040 Рік тому +8

    বাহ ভারী মজার ব্যাপার তো , আমাদের দেশেও এরকম পার্কে সিনেমা দেখানো হলে কি ভালোই না হতো ❤️❤️

    • @parinita555
      @parinita555 Рік тому +2

      Park a cinema? abar free te? Maramari lege jeto. Bisrikhola toiri hoto. Police chole asto. 😂😂😂

  • @GOPALSONA685
    @GOPALSONA685 Рік тому +2

    किं अद्भुतं स्वरम् 😍 মা সরস্বতী আপনার কণ্ঠে বসবাস করছেন ♥️ aunty ❤ May Radhakrishna Blessings You ❤

  • @swopnonir454
    @swopnonir454 Рік тому +5

    দিদিভাই তুমি আমার মতো অনেক কে আমেরিকা দেখিয়ে ফেললে ❤️❤️ আমেরিকা দেখার সুযোগ আমার হবে না thank you didivai❤❤

  • @angshumanmukherjee3722
    @angshumanmukherjee3722 Рік тому

    ভ্লগটা দারুণ লাগলো আজকের‌ ভ্লগটা এত তাড়াতাড়ি আসায় খুব ভালো লাগলো

  • @tumpadeyrecitation8464
    @tumpadeyrecitation8464 Рік тому +1

    নতুন ভিডিও না আসলে পুরোনো গুলো বারবার দেখি,কি যে ভালোবাসা জন্মে গেছে তোমার আর তোমার ফ্যামিলির সাথে বোঝাতে পারবো না। রাতে তোমার ব্লগ দেখেই তারপর ঘুমাই।

  • @enakamandal1806
    @enakamandal1806 Рік тому

    গত কাল থেকেই সেই ভিডিওটি আমাকে অনেক ভাবিয়েছে তবে এটুকু বুঝেছি যে আমাদের অতি প্রিয় মহুয়া কখনোই তেমনটি নয় যেমনটি তাকে সব্যস্ত করার চেষ্টা করা হয়েছে।তুমি খুব ভালো থেকো দেখা হবে পরের একটি ভ্লগে।অনেক ভালোবাসা জানাই তোমাকে❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @subhankarsaha1130
    @subhankarsaha1130 Рік тому

    West Bengal er sob theke sundor valo ekjon UA-camr jar kono tulona nei....❤❤❤❤❤❤❤❤ek kothay osadharon...

  • @bidesheghorebaire
    @bidesheghorebaire Рік тому +2

    খুব ভালো লাগলো Mahua। Summer vacation এ বাচ্চারা বাড়িতে আছে বলে আরও ভালো লাগছে dekhe।আমাদের Canada তে তাই, দেরী করে sunset হয় বলে অনেক আনন্দ করে সবাই আর অনেক প্রোগ্রাম হয় বাইরে। ভালো থেকো। ❤

  • @GitanjaliSaha-t4q
    @GitanjaliSaha-t4q Рік тому

    Khub valo laglo
    Valo thakun apnio

  • @Sanjay-ir3ib
    @Sanjay-ir3ib Рік тому

    দিদি,আমরা ব্লগ দেখে দারুণ আনন্দ পেলাম। খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন।

  • @moumitapoddar8029
    @moumitapoddar8029 Рік тому

    Ekdom sotti didi tomar vlog dekhe tomar Katha sune monta juriye really proud fill hoy tumi desh theke ato dure thekeo bangali ir oithijjo bojai rekhecho so proud of you ❤ khub bhalo theko sustho theko sobai ke niye ❤️🧿

  • @kshamachakraborty7292
    @kshamachakraborty7292 Рік тому

    Khub sundor blog.

  • @piyalisen601
    @piyalisen601 Рік тому +51

    Respect button for mohuya di ❤️

  • @atishmukherjee3064
    @atishmukherjee3064 Рік тому +1

    মাঠে ছোটো স্ক্রিনে সিনেমা আমি ও দেখেছি অনেক বার। বেশি র ভাগ সময়ে পথের পাঁচালী। একবার অমর প্রেম। সিনেমা র প্রথমে "ফ্লিম ডিভিশন প্রেজেন্ট" ভারতের নানা রকম উন্নয়নের ব্যাপারে....
    আমার ওটা ই বেশি ভালো লাগতো।
    দিন বদলে যায়, অনেক কিছু একই থাকে। তবে রকম বদলাতে পারে।

  • @kitchen-singerkaberi3372
    @kitchen-singerkaberi3372 Рік тому

    সহজ, সরল জিনিস যে কত সুন্দর,আকর্ষণীয় তা তোমার এই ভ্লগ গুলো দেখলেই বোঝা যায়।আসলেই সত্য সবসময় সুন্দর।আর চাই সততা আর বিনয়।এসব আছে বলেই এত সম্মোহিত সকলে।আমিও।❤
    ভাল থেকো।আমি মাত্র কটা ভিডিও দেখেই মন্তব্য করলাম।

  • @Monalisa._.Basu30
    @Monalisa._.Basu30 Рік тому

    Khub bhalo laglo ❤❤

  • @multitask719
    @multitask719 Рік тому +1

    সংসারে কেনার শেষ হয়না, বিশেষতঃ যখন সপরিবারে কোথাও যাই তখন নানানরকম জিনিস প্রয়োজন হয়।। ভালোও লাগে এমন আউটিং।। আমার মেয়েও মেহার বয়সী প্রায়, সবে এগারো হল, ও কোথাও গেলে ওর ব‍্যাগে কত কী যে গুছিয়ে নিয়ে যায় !!! ভালো থাকুক মেহা আর রামা।

  • @blackmailer5401
    @blackmailer5401 Рік тому +3

    মনে পড়ে গেলো সেই ছোট বেলার কথা, ভিডিও ভাড়া করে নিয়ে আসা, আর রাত 2 টা অব্দি ঘুম ঘুম চোখে chinema দেখা।

  • @nandinimukherjee207
    @nandinimukherjee207 Рік тому

    Khub valo laglo chotobalar Katha mone pore galo.❤

  • @sumanapal7547
    @sumanapal7547 Рік тому

    Ato taratari video upload hoeche dekhe khub khusi holam go....roj video pele khusi hobo....opekkhy thki tomar video r jonyo....khub valo theko....❤️❤️

  • @bithislifestyle7634
    @bithislifestyle7634 Рік тому

    Lk diea dekhlam r kichu sikhlam

  • @DebasmitaBhadra-fy6eg
    @DebasmitaBhadra-fy6eg 4 місяці тому

    Khub bhalo laglo blog ta didi❤❤

  • @prosantodebnath5531
    @prosantodebnath5531 Рік тому +2

    দিদি আজ আপনার জন্য কেউ না কেউ ভিডিও করছে । এটা সবার জন্য হয় না দারুন লাগলো ।💝💝

  • @VLOGWITHSHAMPA
    @VLOGWITHSHAMPA Рік тому

    Khub bhalo laglo video ta.. Onek kotha money poray geylo chotobeler

  • @sumidutta21
    @sumidutta21 Рік тому +1

    আমেরিকার অনেক ছোটো খাটো জিনিসও তোমার vlog এর মাধ্যমে জানতে পারি, ভালো থেকো মহুয়া।

  • @sanchayeetaroy7522
    @sanchayeetaroy7522 Рік тому

    Apner kotha r vabna prokash korar vasha gulo asadharon mone hoy jeno golpo sunchi apner kache khub valo thakben didi ♥️♥️♥️

  • @rupakayal9083
    @rupakayal9083 Рік тому

    Apnar sob video dekhi.. asadharon lage...ki sundor vabe guchhiye ktha bolen apni... 💖💖💖💖💖💖

  • @SayantaniManna02
    @SayantaniManna02 Рік тому +2

    খুব ভালো লাগলো ভ্লগ টা ❤️😊

  • @rupasreedeydutta8654
    @rupasreedeydutta8654 Рік тому +1

    অসাধারণ ❤️❤️❤️❤️

  • @aniketghosh3963
    @aniketghosh3963 Рік тому

    Khub sundor laglo vlog ta.

  • @mrinaldas9573
    @mrinaldas9573 Рік тому +16

    আমাদের বাংলা শিক্ষক একটা কথা বলতেন,"ফুরায়াউ ফুরাইলো না এই গল্পঃ খানি"। ঠিক তেমনি আপনার ভিডিও গুলো দেখলে বার বার মনে হয় ,যদি আর একটু আপনার ভিডিও টা বড় হতো। খুব খুব গর্ব বোধ করি নিজেকে একজন বাঙালি হিসেবে❤,যখন আপনার ভিডিও গুলি দেখি দিদিভাই। আপনি এত সুন্দর সহজ সরল ভাবে বাংলা বলেন যেনো মনে হয় যেন আমি নিজেই ওখানে উপস্থিত আছি। আপনার পরিবারের জন্যও অনেক অনেক ভালোবাসা রইলো দিদিভাই❤।আরো নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় রইলাম দিদিভাই।আমাদের বাঙালির গর্ভের উচ্চ শিখরে পৌঁছান সেই কামনাই রইলো দিদিভাই❤।

  • @debrajguhaniyogi803
    @debrajguhaniyogi803 Рік тому

    Khub bhalo laglo.tomrao vhalo theko shustho theko.

  • @shipramondal2875
    @shipramondal2875 Рік тому +1

    আমি আর আমার দিদি এরকম ভিডিও দেখতে যেতাম। ছোট্ট বেলার স্রিতি মনে পড়লো। খুব ভালো লাগলো আপনার ভিডিও ❤

  • @somachakraborty6552
    @somachakraborty6552 Рік тому

    Khub enjoy Karo garamer chhuti tomra sakole.... valo theko sustho theko ❤️❤️

  • @sanarkitchen3009
    @sanarkitchen3009 Рік тому +4

    আজকে তোমার ভিডিও পেয়ে মনে হল মেঘ না চাইতে জল পেয়ে গেছি ❤❤❤❤ মনটা খুব ভালো হয়ে গেল

  • @kanikahalder4882
    @kanikahalder4882 Рік тому +1

    Bidash r mati te bashe khati nipat bangla vasha ta asadharon lage tomar kanthe khub khub valo thako

  • @atasidawn5112
    @atasidawn5112 Рік тому

    Very very nice vlog testy dinner khub valo laglo sabai khub valo theko❤❤

  • @ariffasultana5400
    @ariffasultana5400 Рік тому

    Darun laglo notun kichu

  • @debikadey9634
    @debikadey9634 Рік тому

    খুব সুন্দর ভিডিওটা

  • @r.pfamily7778
    @r.pfamily7778 Рік тому

    Khub valo laglo ❤ valo theko

  • @sukla1322
    @sukla1322 Рік тому

    Apner Rollgulo
    Khub sundar vedio.Khub Valo laglo.

  • @sayaniroy1760
    @sayaniroy1760 Рік тому

    Khub bhalo lage jokhon duto vlog taratari eshe jae. Khub bhalo laglo. Bhalo theko tomra

  • @rinkukarmakar6135
    @rinkukarmakar6135 Рік тому

    Didibhai khub bhalo laglo tomra sabai bhalo thako.

  • @rebabiswas6852
    @rebabiswas6852 Рік тому

    দিদি তোমার কাছে থেকে অনেক কিছু শিখতে পারি,মেহা মা খুব কাজের হয়েছে ,ঠিক আমার মেয়ের মতো,এই রকম সিনেমা সবার সাথে দেখতে পেলাম,ভালো লাগে,ভালো থেকো সবাই

  • @piyalimajumder111
    @piyalimajumder111 Рік тому

    খুব সুন্দর 🥰🥰 মেহা খুব লক্ষ্মী মন্ত্র মেয়ে খুব ভালো লাগলো মেহা আর রামা কে অনেক ভালোবাসা ❤️

  • @sankardas7534
    @sankardas7534 Рік тому

    Ato tara tari video peye khub valo laglo didi valo theko sobai

  • @bengalivolg6864
    @bengalivolg6864 Рік тому +4

    দারুন লাগে আপনার ভিডিও দেখতে অপেক্ষায় থাকি বেশি বড়ো করে করবেন ভিডিও ❤❤❤❤ ভালোবাসা রইলো

  • @sumanabanerjee9568
    @sumanabanerjee9568 Рік тому

    Roj wait kore thaki tomar videor jonno....khub valo theko

  • @pujachakraborty8552
    @pujachakraborty8552 Рік тому

    এত তাড়াতাড়ি তোমার ভিডিও❤❤❤ তোমার অপেক্ষায় থাকি গো...জানো মঙ্গলবার ট্রেনে ফিরছিলাম শুনতে পেলাম আমার সামনের সিটের একজন তোমার ভিডিও শুনছে আর তখন নামছি তখন দেখছি একজন তোমার ভিডিও দেখছে..ইসসস কি ভালো লাগছিল ❤❤❤❤

  • @payelguhathakurta4128
    @payelguhathakurta4128 Рік тому

    Bahhh...khub shundor ekta video...❤❤❤❤

  • @nilkonar9796
    @nilkonar9796 Рік тому

    অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏🏻 আমি ঠিক এইরকম কমেন্ট করেছিলাম আপনি সেই বিষয়ে একটি ভিডিও দিলেন 😊

  • @sujatachattopadhyay8983
    @sujatachattopadhyay8983 Рік тому

    Khub khub valo laglo tomar blog tumi khub valo thako ❤❤❤❤Mohua

  • @monojitmondal2848
    @monojitmondal2848 Рік тому +2

    খুব সুন্দর ভিডিও ভয়েস টাও খুব সুন্দর দেখলে স্কিফ করতে মন যায়না যত খন শেষ না হয়

  • @DrDelwarHossain
    @DrDelwarHossain Рік тому

    আপনার উপস্থাপনা সত্যি অসাধারণ।

  • @SibanandaSandhaki
    @SibanandaSandhaki Рік тому

    Khub valo laglo didi ❤

  • @tanmoydeb9583
    @tanmoydeb9583 Рік тому

    Khub vlo hoyeche didi video ta

  • @TinaDas-je2kb
    @TinaDas-je2kb Рік тому +2

    তাড়াতাড়ি কাজ সেরে ফোন খুলতেই তোমার ভিডিও দেখে মনটা আনন্দে ভরে গেল।

  • @anasuaroychowdhury3516
    @anasuaroychowdhury3516 Рік тому

    ঠিক,এইভাবেই সবকিছু...প্রজন্মের পরম্পরা যোগসূত্রে বাঁধা... all connected 😊😊

  • @bhaswatiroy1469
    @bhaswatiroy1469 Рік тому

    খুব ভালো লাগলো।

  • @souravmondal7385
    @souravmondal7385 Рік тому +2

    তোমাদের সন্ধ্যে সাড়ে 7টা দেখে আমাদের এখানের সকাল সাড়ে 7 টার মতো আলো ।।

  • @kabitashallucination7131
    @kabitashallucination7131 Рік тому

    Ami to dekhi amar 6yrs ar cheleu bhison bhalobashe tomar vlog dekhte....thank you Mohua...

  • @jagaranchattaraj1347
    @jagaranchattaraj1347 Рік тому +3

    এতো অপ্রত্যাশিত!এত তাড়াতাড়ি ব্লগটা পাবো ভাবতেই পারিনি।খুব সুন্দর ।কি সুন্দর পরিপাটি কাজ মেহার।আর ভীষণ রিজার্ভ।খুব ভালো লাগে মেহার এই অ্যাটিটুডটা।আপনারা সবাই খুব ভালো থাকুন,পরেরটার অপেক্ষায় রইলাম।

  • @prabirchakraborty5819
    @prabirchakraborty5819 Рік тому

    খুব খুব ভালো লাগল

  • @Samvijay95
    @Samvijay95 Рік тому

    Trm vlog na dhakle mone hoy sara din a kichu 1ta korini 2din por por vlog khub valo laglo😊😊

  • @NandiniBanerjee-df5gs
    @NandiniBanerjee-df5gs Рік тому

    Besh laglo blog ta, egg roll ta kintu bhison lovonio chilo😋

  • @anjansaha9557
    @anjansaha9557 Рік тому

    দিদি আপনার ব্লগ দেখতে আমার খুব খুব ভালো লাগে মনে হয় আপনার কাছাকাছি আছি মেহার ইংলিশ বলার স্পোকেন আমার খুব ভালো লাগে দিদি

  • @sreeparnachatterjee4253
    @sreeparnachatterjee4253 Рік тому

    Sotti,Mohua di ami sochorachor comments kori na,bolte paren lethargy kintu apnar blog pray ek bochor dhore follow kore ar dhore rakhte parlam na nijeke ,eto bhalo lage apnar bolar bhongima ,apnar family member der je utsuk hoe thaki dekhte.Khub bhalo thakben ar belated Happy birthday 🎉🎉 ..

  • @aparnachakrabortyjoyshreer1415

    সত্যি এতো তারাতারি ভিডিও পাবো ভাবতেই পরি নি।বেশ ভালো লাগছে।অপেক্ষায় থাকি কখন ভিডিও আসবে।

  • @shefalichandra6273
    @shefalichandra6273 Рік тому

    Khub sundor lagloo ajker video ta ... sotty agekar diner kotha mone pore gelo go sei mathe bose cinema dekha ar badam vaja khawa ..😊 ... khub valo theko tomra ...💖💖💖💖🥰🥰🥰

  • @grihokonevrindavan3825
    @grihokonevrindavan3825 Рік тому +2

    রাধে রাধে ❤❤❤❤❤❤❤❤

  • @sutapaparial4304
    @sutapaparial4304 Рік тому

    আবার একটা নতুন কিছু জানলাম,দেখলাম ,। তোমার ভিডিও ভীষণ ভালো লাগে,নতুন করে বলার কিছু নেই ,এগ রোল দেখে আরো ভালো লাগলো,তোমরা ভালো থেকো ঠাকুর কে বলি❤❤❤❤

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Рік тому +1

      Thank you 🙏 😊 ❤️

    • @sutapaparial4304
      @sutapaparial4304 Рік тому

      @@probaseghorkonna2712 বোন তুমি কি কোনো গিফট পাঠিয়েছিলে???

  • @vlogs_with_Twinkle
    @vlogs_with_Twinkle Рік тому

    খুব সুন্দর একটি vlog 😊😊 দেখলেই মন ভালো হয়ে যায় ❤

  • @eaglegaming2019
    @eaglegaming2019 Рік тому

    খুব সুন্দর। দারুন লাগলো 👌😊🥰

  • @Malabika22
    @Malabika22 Рік тому

    Apnar video khub bhalo laglo