অধিক ঘনত্বে মাছ চাষ: ১০ টি পরামর্শ।। লোকসান এড়াতে এই ১০ টি বিষয় মেনে চলুন। high density fish farming

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • পুকুরে বেশী লাভবানের আশায় যারা অধিক ঘনত্বে মাছ চাষ করতে যাচ্ছেন তারা এই ১০ টি বিষয় অবশ্যই মেনে চলতে হবে। এই ১০ টি বিষয় কী আসুন জেনে নেই
    ১। পর্যাপ্ত অক্সিজেনে মাছ চাষ
    ২। অধিক ঘনত্বের মাছ চাষে বাড়তি অক্সিজেনের চাহিদা
    ৩। পানি পরিবর্তনের ব্যবস্থা
    ৪। মজুদ ঘনত্ব
    ৫। মাছ চাষে মাছের খাবারের পর্যাপ্ততা
    ৬। পুকুরে গ্যাস দূর করা
    ৭। পুকুরের পাড় উচু ও মজবুত করা
    ৮। মাছ চাষে পুকুরের মাটির ধরন
    ৯। মাছ চাষে মাসিক পরিচর্যা
    ১০। মাছ বিক্রি
    -----------------------------------------------------------------------------------------
    Those who are going to cultivate fish more intensively in the hope of more profit in the pond must follow these 10 things. Let's know what these 10 things are
    1. Fish farming in sufficient oxygen
    2. High density fish farming requires increased oxygen
    3. Water change system
    4. stock density
    5. Adequacy of fish feed in fish farming
    6. Remove gas from pond
    7. Raise and strengthen the bank of the pond
    8. Soil type of fish farming ponds
    9. Menstrual maintenance in fish farming
    10. sell fish
    ----------------------------------------------------------------------
    Connect with us through
    Facebook :- / profile.php
    UA-cam:- / @fishfisheries
    এ চ্যানেলটি খোলার উদ্দেশ্য হলো মূলত যারা মাছ চাষ করছেন বা করতে চাচ্ছেন তাদেরকে বিভিন্ন ভাবে সঠিক পরামর্শ দিয়ে মাছ চাষকে একটি বিজ্ঞান ভিত্তিক চাষে পরিনত করা। পাশাপাশি চাষীরা যেনো সঠিকভাবে মাছ চাষ করতে পারেন এবং সঠিক চিকিৎসা মাছের দিতে পারেন এ চেষ্টাও অব্যাহত থাকবে। - মাঠ পর্যায়ে দক্ষ এবং অভিজ্ঞ চাষীদের কাছ থেকেও বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি এবং চাষ পদ্ধতিও এ চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। মৎস্য অধিদপ্তরের নতুন প্রযুক্তি সমূহ যেগুলো দেশ-বিদেশ ঘুরে মৎস্য চাষীদের জন্য বের করা হচ্ছে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেয়া হবে। - মাছ চাষ করতে গিয়ে চাষিরা মাছের খাবারের সঠিক প্রয়োগমান নিশ্চিত করে পারে না। ফলে খাবারের খরচ বেড়ে গিয়ে চাষীরা লসের সম্মুখিন হোন। খাদ্যের সঠিক মান নিশ্চিত করতে না পারলে মাছ চাষে সফলতার মুখ কখনোই দেখা সম্ভব না। এ বিষয়গুলো নিয়ে বিভিন্ন আলোচনা এ গ্রুপে করা হবে। - পোনার সঠিক মজুদ ঘনত্ব জলাশয়ে নিশ্চিত করা মাছ চাষে সফলতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কী কী ধরনের পোনা মজুদ করতে হয়, কী পরিমান পোনা দিতে হয় এ সকল বিষয় জানা অতিব জরুরী। জলাশয়ের সঠিক ব্যবহার করে, খাদ্যের সুষম ব্যবহার করে, মাছের সঠিক চিকিৎসার মাধ্যমে মাছ চাষকে একটি বিজ্ঞানভিত্তিক চাষের আওতায় আনাই এ চ্যানেলের উদ্দেশ্য। ** এছাড়া চাষীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান দেয়ার চেষ্টাই হবে এ চ্যানেলের উদ্দেশ্য। ** এ চ্যানেল কোন ধরনের মাছ চাষের সাথে জড়িত উপকরন নিয়ে বিজ্ঞাপনের সাথে জড়িত না। ** সব সময় মাছ- চাষের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ** If You liked the vedio Please do Subscribe My Channel Keep Supporting me So I can Continue to provide best result regarding to your fish farming ----------------------------------------
    The purpose of opening this channel is basically to transform fish farming into a science-based farming by giving proper advice to those who are doing or want to do fish farming. Besides, efforts will continue to ensure that farmers can cultivate fish properly and give proper treatment to fish. I will try to introduce various new technologies and farming methods from skilled and experienced farmers at the field level through this channel. The new technologies of the Department of Fisheries which are being brought out for the fish farmers by visiting the country and abroad will be conveyed to you. Farmers cannot ensure proper application of fish food while farming fish. As a result, the cost of food increases and the farmers face losses. If you cannot ensure the correct quality of food, you can never see the face of success in fish farming. Various discussions on these issues will be done in this group. Ensuring proper stocking density of spawn in reservoirs is an important part of success in fish farming. It is very important to know what kind of fodder to stock, what amount of fodder to give. The purpose of this channel is to bring fish farming under a science based farming by proper use of water bodies, balanced use of food, proper treatment of fish. ** Besides, the purpose of this channel will be to try to solve the various problems of the farmers through discussion. ** This channel does not engage in advertising of any kind of fishing equipment. ** Don't forget to subscribe to our channel to get new fish farming videos all the time. **
    ------------------------------------------------------------------------------
    Thank You for Watching
    #আধুনিক_পদ্ধতিতে_মাছ_চাষ #মাছচাষ #fishculture #fishcultivation #fishtraining #fish&fisheries #bangla #fishfarming #india #westbengal #পশ্চিমবঙ্গ_মাছ_চাষ #বাংলা #বর্ধমান #পশ্চিম_মেদিনীপুর ‪@FISHFISHERIES‬
    #bengali #fishfarming

КОМЕНТАРІ • 80

  • @m.mislam3940
    @m.mislam3940 2 місяці тому +1

    আসসালামু আলাইকুম,
    আমার বাসার সাথে ১৮ শতাংশের ৫ ফুট গভীর একটি জলাশয় আছে। পুকুরে কাঁদার পরিমাণ প্রায় ২ ফুট।
    আমি বানিজ্যিকভাবে অধিক ঘনত্বে একক পাংগাস (এভারেজ) ৬ টায় কেজি ওজনের প্রায় ২৫০০ শত মাছ ছেড়েছি। এবার আমি ডুবন্ত ফিড খাবারের সিদ্ধান্ত নিয়েছি।
    এ বিষয়ে আপনার পরামর্শ এবং সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। আপনার চমৎকার এবং যুক্তিনির্ভর বিশ্লেষণ আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ।

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  2 місяці тому

      পাংগাস মাছের প্রোটিন চাহিদা প্রায় ২৮% এর মতো,,ডুবা পিলেট খাদ্যে প্রোটিন কম থাকে,আপনি মাছের চাহিদা অনুযায়ী প্রোটিন বজায় রেখে খাওয়াতে পারলে উপকার পাবেন

  • @noorislam7662
    @noorislam7662 4 місяці тому +3

    খুবই সুন্দর আলোচনা

  • @n4kitchen484
    @n4kitchen484 4 місяці тому +1

    ধন্যবাদ দাদা, মাছ চাষ বিষয়ক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য । " কিন্তু ".. হলো গিয়ে " এ, বাড়তি মাত্রা যোগ না করলে খুশি হবো।

  • @golamazam3000
    @golamazam3000 4 місяці тому +1

    পুরো আলোচনা শুনেছি।

  • @amzadkhan2006
    @amzadkhan2006 3 місяці тому +1

    Thank you, sir.❤
    Very helpful video.

  • @Ovimusicstation
    @Ovimusicstation 2 місяці тому +2

    আমার বাড়ি কুমিল্লা মুরাদনগর থানা,,আমাদের এলাকায় প্রায় সময় দুষ্ট প্রকৃতির মানুষ পুকুরে রাতের আঁধারে ঔষধ মেরে দেয়,, আমার একটা চিন্তা করতেছি 5 লক্ষ টাকা ইনভেস্ট করব,, ভয় সেখানে যদি কেউ এমন কাজ করে তাহলে নিঃস্ব হয়ে যাবো,, তবে আপনাদের কাছ থেকে কি সুযোগ সুবিধা পেতে পারি দয়া করে উত্তর দিবেন....!!

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  2 місяці тому

      স্থানীয় মৎস্য অফিসে যোগাযোগ করুন

  • @user-qx9gi6dj3t
    @user-qx9gi6dj3t 4 місяці тому +1

    ধন্যবাদ স্যার।

  • @mdsadekurrahaman6555
    @mdsadekurrahaman6555 3 місяці тому +1

    স্যার আমার ১২ শতাংশ নতুন কাটা পুকুরে তেলাপিয়া মাছের সাথে কিছু বাংলা মাছ দিয়েছি।৪-৫ ফিট গভিরতা সবসময় পানি গোলাটে থাকে। ভাসমান ফিড দেই। পানির রং সবুজ হয় না। এয়ারটর ব্যাবহার করি। করনীয় কি জানাবেন।কি ধরনের সার প্রয়োগ করতে হবে।ডেপ সার আছে। কুমিল্লা জেলা

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  3 місяці тому +1

      নতুন কাটা পুকুরে প্রাকৃতিক খাবার এতো সহজে হবেনা,,সময় সাপেক্ষ,,,প্রথমে পাড়ে ঘাস লাগাবেন যাতে মাটি চুয়ে পানি পুকুরে না পড়ে,,,১ম বছর শুধু বাংলা মাছ চাষ করা দরকার ছিলো জৈব ও অজৈব সার দিয়ে,,

  • @ramhaldhar2318
    @ramhaldhar2318 4 місяці тому +2

    আমি পদ্মা নদীতে খাচায় চাষ করতে চাইছি। বর্ষার মৌসুমে ঘোলা পানি এবং অতরিক্ত স্রোত মাছের কোন সমস্যা হবে কি না। খাচা নদীতে টিকিয়ে রাখার ব্যাবস্থা আমি শক্ত ভাবে করবো।

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому

      জী,,সমস্যা হবে,,,,তবে চাদপুরের মেঘনা নদীতে অনেকে খাচা করে,,আপনি তাদের সাথে কথা বলে অভিজ্ঞতা জেনে নিতে পারেন

  • @user-uc8lt8ji3g
    @user-uc8lt8ji3g 27 днів тому

    ১০ শতকে পুকুরে ৫ ফুট পানির গভীরতা। তেলাপিয়া ৩০০০ হাজার। কারফু ১০০০ পিস। কোনো সমস্যা হবে।। একটু জানাবেন।।।

  • @user-uc8lt8ji3g
    @user-uc8lt8ji3g 27 днів тому

    ১০ শতকে পুকুরে ৫ ফুট পানির গভীরতা। তেলাপিয়া ৩০০০ হাজার। কারফু ১০০০ পিস। কোনো সমস্যা হবে।। একটু জানাবেন।।। কিন্তু মাছ ভাসে না।। পানি দেই প্রতিদিন।

  • @mdisamad9994
    @mdisamad9994 4 місяці тому +1

    Very good idea

  • @wwnakramul729
    @wwnakramul729 Місяць тому

    দাদা আমি একজন নতুন মাছচাষি আপনার ভিডিওগুলো আমি প্রতিনিয়ত ফলো করি সেই অনুযায়ী নতুন পুকুরে মাটি কেটে চুল দিয়ে পানি ছাড়ি তারপর শতক প্রতি সার ব্যবহার করি এরপর কোন সাইজের মাছদিলে আমি লাভবান হতে পারবো জানাবেন

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  Місяць тому

      দাদা আমার playlist অনেক ভিডিও দেয়া আছে,,,এগুলো দেখে বুঝে তারপর নিজের সিদ্ধান্ত নিন,,এতে আপনারই উপকার হবে,,কারণ এক এক জনের পুকুরের অবস্থা,চাষীর আর্থিক অবস্থা,,সর্বোপরি পারিপার্শ্বিক অবস্থা ভিন্ন,,তাই আপনার জন্য কোন চাষ পদ্ধতি ভালো হবে সেটা আপনিই বলতে পারবেন

  • @mohammedasik9737
    @mohammedasik9737 2 місяці тому +1

    স্যার তেলাপিয়া আর হচ্ছে পাবদা মাছ একসাথে চাষ করা যায় প্লিজ একটু জানাবেন

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  2 місяці тому

      ভালো ফলাফল পাবেন না

  • @mdoviislamhimel6213
    @mdoviislamhimel6213 25 днів тому

    স্যার ভাল একটি বই এর নাম বলেন প্লিজ (বাংলা মাছ এর)

  • @md.amirulislam9914
    @md.amirulislam9914 3 місяці тому +2

    আমার ১০০ শতাংশ পুকুরে ১ কেজি ওজনের বাংলা মাছ ছাড়তে চাই কোন মাছ কি পরিমাণ দেব।

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  3 місяці тому

      এই ভিডিও দেখলে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন
      ua-cam.com/video/-DQfi7lqSQ8/v-deo.html

  • @Nick-tt9lh
    @Nick-tt9lh 4 місяці тому +1

    Sir, ami India theke. Ami mach chasher shathe shathe mach abon poultry er somprikto khabar er chhuto kore ekta manufacturing business shuru korte chai. Er upor ekta video baniye help koren please. ki ki raw materials abon formulation ki hobe, poultry er jonno ki abon kun mach er jonno ki formulation etc. Thank you.

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому

      এটি দেখতে পারেন
      ua-cam.com/video/_aia2PDGzeQ/v-deo.html

  • @muslimataher2238
    @muslimataher2238 4 місяці тому +1

    স্যার আসসালামু আলাইকুম, আমাদের নতুন কাটা পুকুর,একদম এটেল মাটি,৪০শতক ৪,৫ফিট গভিরতা, এখানে কি কি মাছ কি পরিমান এ সুইটাবল হবে?

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому

      প্রথম বছর বাংলা মাছ করেন,,,আর অতিরিক্ত কাদা তুলে ফেলে পাড় মেরামত করুন,,শতকে ২০-২৫ টি হারে বাংলা মাছ দিতে পারেন

  • @user-qe7le2rb4j
    @user-qe7le2rb4j 4 місяці тому +1

    ভাই ফ্রিট ছাড়া প্রাকৃরিতিক নিয়মে কি ভাবেই বাংলা মাছ চাষ করার ভিডিও চাই।

  • @saikatchakraborty3693
    @saikatchakraborty3693 4 місяці тому +1

    Uccho ghonotto bolte tao koto feet deep? R natural way te joler oxygen maintain kivabe kora jete pare?

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому

      অধিক ঘনত্ব বলতে শতাংশে অধিক মাছ দেবার কথা বলা হয়েছে,,,,আর প্রাকৃতিকভাবে অক্সিজেন বাড়াতে হলে সূর্যের আলোর উপর নির্ভর করতে হয়,,,

  • @gmshahin
    @gmshahin 4 місяці тому +2

    স্যার, আমি ৪০ শতক পুকুরে (যার গভীরতা ৪/৫ ফিট) উচ্চ ঘনত্বে সর্বেোচ্চ কতটি ভিয়েতনামী কই মাছ চাষ করতে পারবো?

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому +1

      ৮০০-১০০০

    • @user-qg6nn7mz6o
      @user-qg6nn7mz6o 4 місяці тому +1

      স্যার আমার ৮০শতক পুকুর, পাংগাস ৪হাজার৫০০, পিজ রুই৬০০পিজ,কাতল৫০ পিজ,মৃগেল৪০০ পিজ, কারপু ৫০০ পিজ, এখন প্রতিদিন সকালে মাছ ভাসে এখন কি করনীয়।

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому

      বর্তমান তাপমাত্রায় অতিরিক্ত মজুদ ঘনত্ব পরিহার করতে হবে,,,আপনি বাংলা মাছ অতিরিক্ত ঘনত্বে দিয়ে রেখেছেন,,,,আমার শেষ ভিডিও ট দেখুন,,ধারনা পাবেন কী করতে হবে

  • @alirmolla7895
    @alirmolla7895 4 місяці тому +1

    Bhai golda chingri misro gher e ki horra tana jabe?

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому

      চিংড়ির বিষয়টি ভিন্ন,,আপনি স্থানীয় মৎস্য অফিসে যোগাযোগ করুন

  • @JakirMizi-fp8qu
    @JakirMizi-fp8qu 3 місяці тому +1

    ধন্যবাদ imc মাছের জন্য ২০০ থেকে ৩০০ গেরামের সাইজের। ১০০কেজি মাছের জন্য কত কেজি খাবার দিতে হবে জানাবেন

  • @anisasarkar6093
    @anisasarkar6093 4 місяці тому +1

    Sir akas jokhon magla thake tokhon panggas mach ke khaber daowa jabe

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому

      পারবেন,,,,নিম্নচাপ/লঘুচাপ/তাপদাহ তে পরিস্থিতি বুঝে দিবেন

  • @rajibimran4985
    @rajibimran4985 4 місяці тому +1

    আমি রুই কাতল ও মৃরকা চাষ করি।প্রবায়টিক কি প্রতি মাসে দিতে হবে।

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому +1

      পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে,,,

  • @mohammeduzzal2194
    @mohammeduzzal2194 4 місяці тому +1

    Vaiya ami 1ekor pukure koto mash chash korte parbo & ki ki mash,ki poriman charbo.jodi ektu bolten

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому

      কী ধরনের মাছ চাষ করবেন সেটি আপনার উপর নির্ভর করে,,,বিভিন্ন ধরনের মাছ চাষ পদ্ধতি রয়েছে,,আমার ভিডিও গুলো দেখলে নিজেই বুঝতে পারবেন

  • @mashrurrahmansarker3871
    @mashrurrahmansarker3871 Місяць тому

    স্যার আদাব
    স্যার আমার প্রশ্ন হচ্ছে যে পাঙ্গাস কি ভাসমান খাবার খায় না ডুবন্ত খাবার খায়? ফলাফল ভালো হয় কোন খাবারে ডুবন্ত না ভাসমান খাবারে?

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  Місяць тому

      উত্তর দেয়া হয়েছে

  • @MdsharifKhan-turyjom
    @MdsharifKhan-turyjom 4 місяці тому +1

    আমার খুব ইচে আছে ❤❤❤❤❤❤❤

  • @rxutp4817
    @rxutp4817 2 місяці тому

    স্যার বাংলা মাছের কী কী খাবার দিবো বানিজ্যিক চাষে

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  2 місяці тому

      ডুবা পিলেট+ভাসা+হাতে বানানো খাবার,,ফলাফল ভালো পাবেন

  • @MizanurRahman-xv2gh
    @MizanurRahman-xv2gh 4 місяці тому +1

    আমার 33শতকে বিঘা 2 বিঘা জমিতে 15শ বাংলা মাছ আছে দৈনিক কয় কেজি খাবার লাগবে

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому

      বাংলা মাছের ক্ষেত্রে সাইজ অনুযায়ী ওজনের ৬-৩%

  • @mainuddinmobarak2668
    @mainuddinmobarak2668 4 місяці тому +1

    Comilla kothay asen....amito murad nagar thana.
    .

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому

      ভিডিওর শুরুতে লিখা আছে

  • @shariarmahamud5363
    @shariarmahamud5363 4 місяці тому +1

    যশোর

  • @mdfarukmondal6712
    @mdfarukmondal6712 4 місяці тому +1

    পানিতে অকিজেন কি ভাবে থাকে ?

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому +2

      দ্রবীভূত অবস্থায়

  • @agrobusinessbd
    @agrobusinessbd 4 місяці тому +1

    উচ্চঘনত্ব বলতে প্রতি শতকে মাছের সংখ্যা বলে দিলে বুঝতে সহজ হয়।
    একনজরে দশটি পরামর্শ 👇
    ১.পর্যাপ্ত অক্সিজেন
    ২.আবহাওয়া ক্রান্তিলগ্নে অক্সিজেন সাপ্লাই
    ৩.পানি পরিবর্তন
    ৪.মাছ মজুূদের হিসাব
    ৫.খাবারের পর্যাপ্ততা
    ৬.গ্যাস অপসারণ
    ৭.পাড় উঁচু ও মজবুত
    ৮.মাটির গুণাগুণ
    ৯.মাসিক পরিচর্যা ( চুন+ লবন)
    ১০.লাভজনক সময়ে মাছ বাজারজাতকরণ (সেপ্টেম্বর /অক্টোবর / মে/ জুন)
    ধন্যবাদ।

  • @user-mm7og4zf2x
    @user-mm7og4zf2x 4 місяці тому +1

    . আমার পামপের পানিতে আয়রন বেশি্ এতে কি খতি হয়

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому

      আয়রনযুক্ত পানি অবশ্যই মাছ চাষের জন্য অনুপযুক্ত,,,,পানিতে অক্সিজেন স্বল্পতা দেয়া দেয়

  • @shahidulislamripon7312
    @shahidulislamripon7312 4 місяці тому +1

    উচ্চ ঘনত্বে তেলাপিয়া ও কার্পিয় জাতীয় মাছ চাষ করতে চাই ও অধিক খাদ্যও দিতে চাই; এই ক্ষেত্রে মজুদ ঘনত্ব কতো হবে মনো-সেক্স তেলাপিয়া ও কার্প মাছের???

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому +1

      মজুদ ঘনত্বের বিষয়টি এক কথায় উত্তর দেবার বিষয় নয়,,,,,আমার ভিডিওগুলো দেখলে নিজেই সিদ্ধান্ত নিতে অয়ারবেন,,এছাড়া শতকে মাছের হিসাবের একটি ভিডিও আপলোড দেয়া আছে

  • @ShiponBiswas-ew9he
    @ShiponBiswas-ew9he 3 місяці тому +1

    স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  3 місяці тому

      facebook messenger এ যোগাযোগ করতে পারেন

  • @masudsikder6567
    @masudsikder6567 4 місяці тому +1

    সার আপনার ফোন নং দেয়াজাবে

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому

      ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন

  • @Ahmadalnawaj
    @Ahmadalnawaj 4 місяці тому +3

    দেড় ভিগায় কত পিস শিং মাছ দেওয়া যায়? পানি বদলানো যাবে না অক্সিজেন দেওয় যাবে না

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  4 місяці тому +1

      ua-cam.com/video/i0V40ifo4t8/v-deo.html

  • @user-ts5cw2so3k
    @user-ts5cw2so3k 3 місяці тому +1

    স্যার আপনার হোয়াটসফ নাম্বারটা দিলে উপকৃত হব
    ধন্যবাদ

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  3 місяці тому

      ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করুন