আমার পুকুরে সাদা মাছ ও চিংড়ি মাছ দুটোই আছে এখন আমি প্রোভাইটিক এর পাশাপাশি আমার মোট খাবারের পরিমাণে তিনভাগের একভাগ খাবার কি সকালে ও রাতে দিতে পারব দুইবার
পুকুর ১৬ শতক তেলাপিয়া ৬০০ (৫০০গ্রাম) স্বরপুটি ৩০০ (২৫০ গ্রাম) দেশী মাছ অনুমানিক ২০০ (৫০০ গ্রাম) সব মাছই পর্যাপ্ত খাবার গ্রহন করছে। পুকুরের পানি একদম স্বচ্ছ হয়ে আছে। শীতে পানি সবুজ করার উপায় কি? আমার এলাকায় রাতে ১৫ ডিগ্রীর মতো তাপমাত্রা নামে, সকাল থেকেই ২০+ হয়ে যায়।
শীতে সার দিলে ক্ষত রোগের প্রাদূর্ভব দেখা দেবার সম্ভাবনা থাকে এ জন্য সাধারণত সার দেয়া হয় না। তবে আপনি মনে করলে সাধারণ মাত্রায় একডোজ সার দিতে পারেন। শতকে ১০০ গ্রাম হারে ইউরিয়া ও টিএসপি । ধন্যবাদ ভাল থাকেন
★★★ সু-প্রিয় দর্শক ভিডিওটি আপানার ভাল লাগলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত যা আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। ★★★ নিয়মিত মাছচাষ বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকোনটিকে ক্লিক করুন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর বিষয়ে নোঠিশ পেতে পারেন। ★★★ চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ★★★ উপস্থাপিত তথ্য আপনার মাছচাষে কিঞ্চিত ইতি বাচক ভূমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি এ সময়ের জন্য অধিক গুরুত্ব বহন করে এ জন্য এটি পুনরায় আপলোড করা হল। এ চ্যানেলে 292 টির অধিক মাছচাষের বিভিন্ন প্রযুক্তির উপর ভিডিও আছে প্লেলিস্টে গিয়ে পছন্দমত ভিডিও গুলো দেখতে পারেন। এ লিং এ ক্লিক করুন ua-cam.com/users/AABD64playlists
আমার লিখতে খুব কস্ট হয়। অমি ২৮ বৎসর মাছ চাষের অভিগ্যতাই এই টুকু শিখেছি ।যে গরমের সময় আমরা অন্ততঃ ৩০ দিনের মধ্যে এক বার জাল দেওয়া দরকার মনে করি।শীতের সময় অন্ততঃ ৪৫ দিনের মধ্যে জাল দেওয়া দরকার আছে বলে মনে করি। আমি আমার অভিজ্ঞতার কথা। আপনার সঙ্গে শেয়ার করলাম। জাল দিলে মাছ শক্ত হয়। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটা আমার ধারণা। আমার কমেন্ট আপনাকে দুঃখ বা মনে কষ্ট দিলে। আমাকে মাফ করবেন।
@@AlamgirBadsha-ds7pc এ ধারণা কেবল আপনার নয় আমার অনেক অফিসারদেরও আছে। আপনাকে এত স্বল্প পরিসরে বুঝাতে পাবব না তবে এ বিষয়ে কিছু ব্যাখ্যা এ ভিডিওতে দেয়া আছে একটু দেখে নিতে পারেন। তবে হঠাৎ কায়িক পরিশ্রম হলে আপনার শরীরে ব্যাথা হয় কি না??? এমন কেন হয় ??? সেটি কখনো ভেবে দেখেছেন???? ua-cam.com/video/nYI4kcrLWv0/v-deo.htmlsi=brIDAWCXoTu-Xenu
আসসালামু আলাইকুম, আমার পুকুর ৫০ শতক আমি মিশ্র কার্প জাতীয় মাছ চাষ করছি। এখন আমি শীতকালে কি পরিমান চুন প্রয়োগ করবো এবং খাবার কি পরিমান দেব,জানালে আমি খুব উপকৃত হব । ধন্যবাদ
আপনাকে মোট ৫০ কেজি চুন দিতে হবে। চুন দু ভাগে ভাগ করে ১ দিন বিরতিতে পুকুরে প্রয়োগ করতে হবে। আর খাবার দিবেন স্বাভাবিক অবস্থায় যা দিচ্ছিলেন তার ৩ ভাগের এক ভাগ। ধন্যবাদ ভাল থাকেন
অনেক ধরনের খাবার দেয়া যায় কোনটার কথা ভলব বলেন????? তবে এখন শীত বাজারের কার্পজাতীয় মাছের ডুবন্ত খাবার দিতে পারন ১০০ কেজির জন্য ১ কেজি হারে। ধন্যবাদ আপনাকে
কি মাছচাষ করছেন না জানলে উত্তর দেয়া কঠিন। কার্পজাতীয মাছ হলে নভেম্বরে কেবল চুন দিলেয় চলবে লবণ দিতে হবে না। তবে শিং. পাবদা জাতীয মাছচাষ হলে প্রতি মাসে চুন ও লবণ প্রয়োগ করতে হবে। ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম, আমার পুকুর ৫০ শতক আমি মিশ্র কার্প জাতীয় মাছ চাষ করছি। এখন আমি শীতকালে কি পরিমান চুন প্রয়োগ করবো এবং খাবার কি পরিমান দেব,জানালে আমি খুব উপকৃত হব । ধন্যবাদ
@@monpakhi5604 আপনাকে মোট ৫০ কেজি চুন দিতে হবে শীতের জন্য, ২৫ কেজি একদিন এবং একদিন বাদে অপর ২৫ কেজি দিতে হবে। খাদ্য আগে যা দিচ্ছিলেন তার ৩ ভাগের এক ভাগ দিবেন। ধন্যবাদ ভাল থাকেন
সার আমার একটি পুকুরের জলাকা ১৪ বিঘা পানির গভিরতা ৭ ফুট। পাফদা মাছ আছে চার লাখ ছাপ্পান্ন হাজার এবং টেংরা আছে এক লাক ছত্তিরিস হাজার সাথে বাংলা মাছ। সার আমি সতকে অল্পহারে কিছু চুন আর কিছু ঔষদ দিয়েছিলাম বিশদিন আগে এক ডাক্তারির ফরমুলায়। সার তাহলে আমি শীতকালের জন্য কি কি পরিচর্যা করতে পারি।
আমার এক বিঘা পুকুর এবং গভীরতা ৮-৯ ফিট, এই সপ্তাহে মাছ ১০ কেজি সিলভার/রুই ছেড়েছি। তবে চুন দেওয়া হয়নি। এখন আমি কি পরিমান চুন প্রয়োগ করবো এবং কি চুন। আর ভিটামিন ও খাবার প্রতিদিন কি পরিমান দিলে ভালো হবে?
এখন নয় আরো ১০১২ দিন পরে শতকে ১ কেজি হারে দিবেন তবে ২ ভাগ করবেন মাজে ১ দিন বিরতি দিবেন। এ মাছকে ভিটামিন দেবার প্রয়োজন নাই। খাবার ১০ কেজি মাছের জন্য প্রতিদিন ৫০০ গ্রাম খাবার দিন। ধন্যবাদ ভাল থাকেন
অনলাইনে বিভিন্ন ধরনের যেমন ওয়াটার প্লান্ট, ডাবল গ্রুথ এই জাতীয় পাউডার বা মেডিসিন পুকুরে দিলে মাছের আলাদা বেশি খাবারের প্রয়োজন নাই বলে। এগুলো আসলে ভালো না খারাপ তা জানাবেন।
না ভাই। কেবল একবার নভেম্বর মাসে । পরের মাস সমূহে ২০০-৩০০ গ্রাম হারে যদি ৫ ফূট গভীর হয় এবং পাবদা-গুলশা, শিং-ট্যাংরা, তেলাপিয়া পাংগাস চাষ হয় । ধন্যবাদ আপনাকে
এ গুলো গবেষণা লব্ধ পরামর্শ নয়। মাছের রোগ হলে চিকিৎসা নাই বললেয় চলে। রোগ যাতে না হয় সে জন্য করণীয় কাজ গুলো করতে হবে। এ ভিডিওটি দয়া করে দেখেনিন ua-cam.com/video/JS4QETlwmGI/v-deo.htmlsi=1ur0D6Od9uMCYh2h
আমিও প্রতি বছর শীত শুরু হলে এই নিয়মে চুন প্রয়োগ করি। আমার একটি মাছও মারা যায় না এবং কোন ধরনের সমস্যা ছাড়াই শীতকাল পার হয়ে যায়। যেখানে আশেপাশে অনেক পুকুরে চুন না দেওয়ার কারনে মাছ মারা যায় এমনকি পুরো পুকুরের সবগুলো মাছই মারা যায়। এটা আমি অনেক বার অনেক পুকুরে ঘটতে দেখেছি।
মাছ বিক্রয় করা ছাড়া শীতে পুকুরে জাল দেয়া মাছের জন্য ক্ষতিকর এটি আপনার হয়ত ঘটে নাই তায় বলে বিনা কারণে জাল দেয়া ঠিক আপনি কোথায় পেলেন দয়া করে জানালে উপকৃত হব। আসলে বিনা কারণে শীতের বাইরে অন্য সময়ও জাল টান দেয়া উচিত নয় ।
আসসালামু আলাইকুম ভাই, শীতে ১৫ দিন পর পর প্রোবাওটিক দেওয়া যাবে কিনা? আর একটি কথা, এক ভাই বার বার বলেছেন যে পুকুরের গভীরতা ১০/১২ ফিট্ হলে ভালো হয় এ কথাটা ঠিক কিনা?
আপনি কি মাছচাষ করছেন বললে ভাল হত । রুই জাতীয মাছের ক্ষেত্রে এ সব তেমন দেবার দরকার নাই তবে । যদি অধিক ঘনত্বে শিং পাবদা, গুলশা, ট্যাংরা চাষ করেন তবে দিতে হবে। পুকুরের গভীরতা বেশি হলে মাছ বেশি চাষ করা যায় সে হিসেবে ১০-১২ ফুট হলে ভাল হয়। বিশেষ করে বড় আকারের রুই জাতীয় মাছচাষ করার ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে
আপনি কিছু মনে করবেন না, আমি বিশেষজ্ঞ নই -তবে আমার ধারণা মতে, বাংলাদেশের যে পর্যায়ের শীত পড়ে -এই শীতে মাছের তেমন কোন সমস্যা হয় বলে আমার কাছে মনে হয় না.
মাছচাষের সাথে যারা জড়িত তারায় জানে কিকি সমস্যা ফেস করতে হয়। আমার ভেটকি খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে আপনি কি বলবেন????? মাছে নান ধরনের রোড় দেখা দিচ্ছে প্রতিদিন ৩-৪ জনের মোবাইল পাচ্ছি এ সব সমস্যা নিয়ে এখনও আপনি বলবেন শীতে সমস্যা হয় না। ধন্যবাদ মতামত প্রদানের জন্য।
আপনার শীরের জন্য বেয়াম লাগে মাছের জন্য লাগে না। তা হলে মাছের দেহ নেইমারের মত হয়ে যাবে। এখন আপনি কি চান চিকন চাকান বডি না মোটাসোটা ভারি মাছ????? ধন্যবাদ আপনাকে
সময় উপযোগী তথ্য বহুল আলোচনা ধন্যবাদ
জাঝাকাল্লাহু খাইরান ফিদ্দুনয়া ওয়াল আখিরহ বারাকাল্লাহু ফিক
পাথুরে চুন দিতে হবে। যে টাকে পোড়া চুন বরে। ধন্যবাদ
খুব উপকৃত হলাম,
VeriNice Sir WestBengel lndia
Many many thanks God Bless you
Assallamulaicom Sir pokure a pine lile hola ki kobare janaben.
ভাল মানের প্রবায়টিক্স দিতে পারেন। ধন্যবাদ আপনাকে
স্যার ধন্যবাদ আপনাকে। গ্ৰীন হাউস পদ্ধতি বিষয়ে জানালে উপকৃত হব।
@@hakimuddinmiah2363 ধন্যবাদ আপনাকে ভালো থাকেন
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
আমার পুকুরে সাদা মাছ ও চিংড়ি মাছ দুটোই আছে এখন আমি প্রোভাইটিক এর পাশাপাশি আমার মোট খাবারের পরিমাণে তিনভাগের একভাগ খাবার কি সকালে ও রাতে দিতে পারব দুইবার
খাবার দু বেলা ভাগ করে দিতে পারেন। ধন্যবাদ আপনাকে ভাল থাকেন
দোয়া রোইলো❤❤❤❤।
স্যার চুন ও লবন এক সংগে মিলিয়ে দিতে হবে না আলাদা ভাবে দিব জানালে উপকৃত হব? আপনাকে জানাচ্ছি মোবারক বাদ
সরিষার খোল খাওয়ানো যাবে
দিতে পারেন তবে কম মাত্রায় । খাবার দু বেলা ভাগ করে দিতে পারেন। ধন্যবাদ আপনাকে ভাল থাকেন
ধন্যবাদ সুন্দর আলোচনা
যাজাক আল্লাহু খাইরান
স্যার শীতে কি সরিষার খৈল খাওয়ানো যাবে
sir একটা দেশি টেংরা অনুমান কতোটা বাচ্ছা দেয় জানাবেন দয়াকরে।
এটি নির্ভর করে মাছের আকারের ওপর তবে সাধারণত ২০-৩০ হাজার টি। ধন্যবাদ
ধন্যবাদ স্যার
পুকুর ১৬ শতক
তেলাপিয়া ৬০০ (৫০০গ্রাম)
স্বরপুটি ৩০০ (২৫০ গ্রাম)
দেশী মাছ অনুমানিক ২০০ (৫০০ গ্রাম)
সব মাছই পর্যাপ্ত খাবার গ্রহন করছে।
পুকুরের পানি একদম স্বচ্ছ হয়ে আছে। শীতে পানি সবুজ করার উপায় কি?
আমার এলাকায় রাতে ১৫ ডিগ্রীর মতো তাপমাত্রা নামে, সকাল থেকেই ২০+ হয়ে যায়।
শীতে সার দিলে ক্ষত রোগের প্রাদূর্ভব দেখা দেবার সম্ভাবনা থাকে এ জন্য সাধারণত সার দেয়া হয় না। তবে আপনি মনে করলে সাধারণ মাত্রায় একডোজ সার দিতে পারেন। শতকে ১০০ গ্রাম হারে ইউরিয়া ও টিএসপি । ধন্যবাদ ভাল থাকেন
★★★ সু-প্রিয় দর্শক ভিডিওটি আপানার ভাল লাগলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত যা আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। ★★★ নিয়মিত মাছচাষ বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকোনটিকে ক্লিক করুন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর বিষয়ে নোঠিশ পেতে পারেন। ★★★ চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ★★★ উপস্থাপিত তথ্য আপনার মাছচাষে কিঞ্চিত ইতি বাচক ভূমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
ভিডিওটি এ সময়ের জন্য অধিক গুরুত্ব বহন করে এ জন্য এটি পুনরায় আপলোড করা হল।
এ চ্যানেলে 292 টির অধিক মাছচাষের বিভিন্ন প্রযুক্তির উপর ভিডিও আছে প্লেলিস্টে গিয়ে পছন্দমত ভিডিও গুলো দেখতে পারেন।
এ লিং এ ক্লিক করুন ua-cam.com/users/AABD64playlists
আমার লিখতে খুব কস্ট হয়। অমি ২৮ বৎসর মাছ চাষের অভিগ্যতাই এই টুকু শিখেছি ।যে গরমের সময় আমরা অন্ততঃ ৩০ দিনের মধ্যে এক বার জাল দেওয়া দরকার মনে করি।শীতের সময় অন্ততঃ ৪৫ দিনের মধ্যে জাল দেওয়া দরকার আছে বলে মনে করি। আমি আমার অভিজ্ঞতার কথা। আপনার সঙ্গে শেয়ার করলাম। জাল দিলে মাছ শক্ত হয়। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটা আমার ধারণা। আমার কমেন্ট আপনাকে দুঃখ বা মনে কষ্ট দিলে। আমাকে মাফ করবেন।
@@AlamgirBadsha-ds7pc এ ধারণা কেবল আপনার নয় আমার অনেক অফিসারদেরও আছে। আপনাকে এত স্বল্প পরিসরে বুঝাতে পাবব না তবে এ বিষয়ে কিছু ব্যাখ্যা এ ভিডিওতে দেয়া আছে একটু দেখে নিতে পারেন। তবে হঠাৎ কায়িক পরিশ্রম হলে আপনার শরীরে ব্যাথা হয় কি না??? এমন কেন হয় ??? সেটি কখনো ভেবে দেখেছেন????
ua-cam.com/video/nYI4kcrLWv0/v-deo.htmlsi=brIDAWCXoTu-Xenu
Sir pukur a ki bactronil dite parbo? R zeolite r probiotics ki ak dine used korbo na alada dine ?
কি মাছচাষ করছেন যে এগুলো দিতে চাচ্ছেন ?????
Bangla mach ar satha 4000pc koi ache.
@sayaldutta6347 তা ওসব দেবার দরকার নাই কেবল আর ১০-১২ দিন পরে ১ কেজি হারে চুন দিন দু ভাগ করে ১ ূিন ব্যবধানে, ধন্যবাদ আপনাকে ভালো থাকেন
আসসালামু আলাইকুম, আমার পুকুর ৫০ শতক আমি মিশ্র কার্প জাতীয় মাছ চাষ করছি। এখন আমি শীতকালে কি পরিমান চুন প্রয়োগ করবো এবং খাবার কি পরিমান দেব,জানালে আমি খুব উপকৃত হব । ধন্যবাদ
আপনাকে মোট ৫০ কেজি চুন দিতে হবে। চুন দু ভাগে ভাগ করে ১ দিন বিরতিতে পুকুরে প্রয়োগ করতে হবে। আর খাবার দিবেন স্বাভাবিক অবস্থায় যা দিচ্ছিলেন তার ৩ ভাগের এক ভাগ। ধন্যবাদ ভাল থাকেন
৩০ শতাংশ পুকুরে ৫/৬ সেমি আকারের রুই মাছ আছে, কী খাবার খাওয়াব
অনেক ধরনের খাবার দেয়া যায় কোনটার কথা ভলব বলেন????? তবে এখন শীত বাজারের কার্পজাতীয় মাছের ডুবন্ত খাবার দিতে পারন ১০০ কেজির জন্য ১ কেজি হারে। ধন্যবাদ আপনাকে
@@AABD64 স্যার, আমি খৈল,কুড়া,ভুষি দিয়ে বল বানিয়ে দেই।
@@AbdullahalMamun-wl4tf খেয়াল রাখতে হবে সব খাবার ব্যবহার হয় কি না। শীতে খাবার একটু কম হোক কিন্তু কোন ভাবে যেন বেশি না হয় । ধন্যবাদ আপনাকে
স্যার এই শীতে কচুরিপানার কম্পোস্ট দেওয়া যাবে কিনা জানাবেন
দেয়া যাবে দতে পরিমাণে কম ধন্যবাদ আপনাকে
স্যার,,শীতকালে চুন,লবণ ও পটাশিয়াম পারমঙ্গানেট একসাথে মিশিয়ে কিভাবে প্রয়োগ করা যাবে?
এক সাথে না দেযায় ভাল ৫-৭ দিন গ্যাপ দিয়ে দিন। ধন্যবাদ ভাল থাকেন।
Thanks
স্যার আমি একজন নতুন মাছ চাষি
চুন এবং লবন দেওয়ার নিয়ম যদি বলতেন
আগে চুন নাকি লবন দেবো?
শীতের সময় পুকুরে কী সার প্রয়োগ করতে পারব?
না ভাই সার দেয়া ঠিক হবে না। ভাল থাকেন
তাহলে পানির রং সবুজ করবো কি করে?@@AABD64
@@babusarkar428 সবুজ রং করা জরুরী নয়। ধন্যবাদ আপনাকে
Sound খুব কম Sir
স্যার পুকুরে কোন কম্পানির প্রোবায়োটিক জিওলাইট মাল্টিভিটামিন এনজাইম ভিটামিন সি মিনারেল দেওয়া যাবে প্রতিমাসে একবার করে
নির্দিস্ট কোন কম্পানির নাম বলতে পারব না তবে বাংলাদেশে ফিসটেক, একমি, স্কয়ার, ইয়ন, এসকেএফ এরা সকলেয় ভাল প্রডাক্ট সেল করে বলেয় আমার ধারণা আপনাকে ধন্যবাদ
আমার পুকুর 50 শতাংশ পানি 8 ফুট কি পরিমান চুন ও লবন দিব এবং কতদিন পর পর দেব শীতকালে এবং শীতকালে কখন থেকে সার দেওয়া বন্ধ করব।
কি মাছচাষ করছেন না জানলে উত্তর দেয়া কঠিন। কার্পজাতীয মাছ হলে নভেম্বরে কেবল চুন দিলেয় চলবে লবণ দিতে হবে না। তবে শিং. পাবদা জাতীয মাছচাষ হলে প্রতি মাসে চুন ও লবণ প্রয়োগ করতে হবে। ধন্যবাদ আপনাকে
আসসালামু আলাইকুম, আমার পুকুর ৫০ শতক আমি মিশ্র কার্প জাতীয় মাছ চাষ করছি। এখন আমি শীতকালে কি পরিমান চুন প্রয়োগ করবো এবং খাবার কি পরিমান দেব,জানালে আমি খুব উপকৃত হব । ধন্যবাদ
@@monpakhi5604 আপনাকে মোট ৫০ কেজি চুন দিতে হবে শীতের জন্য, ২৫ কেজি একদিন এবং একদিন বাদে অপর ২৫ কেজি দিতে হবে। খাদ্য আগে যা দিচ্ছিলেন তার ৩ ভাগের এক ভাগ দিবেন। ধন্যবাদ ভাল থাকেন
ভাই আমার পুকুরে 3000 হাজার তেলাপিয়া আছে 5 টায় কেজি খাবার অরদেক খাচ্ছেন সকালে ভাসে খাবার দোবেলা দেব নাকি এক বেলা জানাবেন
শীতের মাসগুলো দুপুরে এক বার খাবার ভাসমান খাবার দিন। ধন্যবাদ আপানকে
@@AABD64 ঠেংকিউ সোমাছ
স্যার,আমার ৮ শতাংশ একটা পুকুরে ২০০ গ্রাম সাইজের বেশকিছু শোল মাছ সংরক্ষণ করা আছে।
শোল মাছের ক্ষত রোগের প্রতিরোধে করনীয় কি? একটু বলবেন প্লিজ
দ্রুত ৫০০ গ্রাম হারে চুন দিন ১ দিন বাদে পরপর দুদিন। ধন্যবাদ আপনাকে
শীতে কি ষার দেয়া জাবে পুকুরে
শীতে দু মাস সার না দেয়ায় ভাল। ধন্যবাদ আপনাকে
কতদিন পরপর চুন প্রয়োগ করতে হবে এবং লবন প্রয়োগের পরিমান,সময় ও কতদিন পরপর প্রয়োগ করা প্রয়োজন।।
@@md.jahidulislamjewel4297 আপনি কি মাছচাষ করছেন সেটি বললে ভাল হত, কার্পজাতীয় মাছের জন্য নভেম্বরে শুধু চুন দিলেয় যথেস্ট, পাবদা, গুলশা শিং হলে প্রতি মাসেয় চুন লবণ দূটয় দিতে হবে, ধন্যবাদ আপনাকে ভালো থাকেন
স্যার কয়েকটি ফিড কোম্পানির নাম বলবেন যেগুলো ভালো?
@@babusarkar428 মেগা, নারিশ, কোয়ালিটি, রুপসি, প্যারাগণ, সিপি,
পুকুুরে যদি রুই কাতলা মাছের সঙ্গে ক্যাটফিশ থাকে তাহলে কি ১ কেজি হারে চুন দেওয়া যাবে?
না ভাই দেয়া ঠিক হবে না। বিশেস করে শিং থাকলে চুনের মাত্রা কমিয়ে দিতে হবে ।থবা কৃষি চুন দেয়া যেতে পারে । ধন্যবাদ আপনাকে
Sir আমি india থেকে বলছি
আমার পুকুরের জল রং হালকা লালি ভাব
আর মাছ গুলি সকালে খুবই ভাসছে
আমি কি করবো আপনি যদি আমায় বলেন
তাহলে খুবই উপকৃত হবো
সকালে পানির ফোয়ারা দিন, আর বড় আকারের মাছ ধরে বিক্রয় করে মাছের সংখ্যা কমিয়ে দিন। ধন্যবাদ আপনাকে
@@ak2bangalthim696 PH&Ammonia আগে চেক করেন তার পরে আপনে পরামর্শ নিতে হবে
পাংগাস মাছের সাথে লোকাল মাছ চাষ করি,পানিটা কি সবুজ করতে হবে?
পানি সব সময় হালকা সবুজ রং রাখতে হবে। যদি অটোমেটিক সবুজ হয় তা হলে সার দিতে হবে না। আর যদি না হয় সে ক্ষেত্রে অবশ্যয় সার দিতে হবে। ধন্যবাদ আপনাকে
বেশি সবুজ হলে লোকাল মাছ মরতে পারে ভাই
@@nahidulislam2248 Correct, Thanks
Alhamdulillah
সার আমার একটি পুকুরের জলাকা ১৪ বিঘা পানির গভিরতা ৭ ফুট। পাফদা মাছ আছে চার লাখ ছাপ্পান্ন হাজার এবং টেংরা আছে এক লাক ছত্তিরিস হাজার সাথে বাংলা মাছ। সার আমি সতকে অল্পহারে কিছু চুন আর কিছু ঔষদ দিয়েছিলাম বিশদিন আগে এক ডাক্তারির ফরমুলায়। সার তাহলে আমি শীতকালের জন্য কি কি পরিচর্যা করতে পারি।
এভিডিওতে যা বলা হয়েছে সেগুলোয় করুন। ধন্যবাদ আপনাকে
স্যার শীতে নিয়মিত পুকুরে সার দেওয়া জাবে
শত শুরু হলে আর দেয়া ঠিক হবে না। ধন্যবাদ
স্যার শীতে কি পুকুরের পানি সবুজ রাখতে হবে
শীত শুরু হলে আর সার দেয়া যাবে না। ধন্যবাদ আপনাকে
আমার এক বিঘা পুকুর এবং গভীরতা ৮-৯ ফিট, এই সপ্তাহে মাছ ১০ কেজি সিলভার/রুই ছেড়েছি। তবে চুন দেওয়া হয়নি। এখন আমি কি পরিমান চুন প্রয়োগ করবো এবং কি চুন। আর ভিটামিন ও খাবার প্রতিদিন কি পরিমান দিলে ভালো হবে?
এখন নয় আরো ১০১২ দিন পরে শতকে ১ কেজি হারে দিবেন তবে ২ ভাগ করবেন মাজে ১ দিন বিরতি দিবেন। এ মাছকে ভিটামিন দেবার প্রয়োজন নাই। খাবার ১০ কেজি মাছের জন্য প্রতিদিন ৫০০ গ্রাম খাবার দিন। ধন্যবাদ ভাল থাকেন
@@AABD64 ধন্যবাদ,
এবং ১ বিঘা পুকুরে সর্বোচ্চ কত কেজি মাছ মিশ্র চাষ করলে ভালো হবে।
@@ridoykobir6018আপনি এ ভিডিওটি একটু দেখে নিন
ua-cam.com/video/xL-A2CP5TTE/v-deo.htmlsi=yoP756DSJR2saIkv
খৈল কি খাওয়ানো যাবে? এই শীতে।?
Im from Assam
@@NazrulIslam-l6y Thanks
@@NazrulIslam-l6y district
Sir son Lobon ak dine dewajabe
@@AliAli-qq7sw লবন আগে দিন একয় দিনে না দিয়ে ২-৩ দিন পরপর দেয়ায় ভাল, ধন্যবাদ আপনাকে ভালো থাকেন
অনলাইনে বিভিন্ন ধরনের যেমন ওয়াটার প্লান্ট, ডাবল গ্রুথ এই জাতীয় পাউডার বা মেডিসিন পুকুরে দিলে মাছের আলাদা বেশি খাবারের প্রয়োজন নাই বলে। এগুলো আসলে ভালো না খারাপ তা জানাবেন।
এভাবে সরা সরি বলা ঠিক নয়। আপনি দয়া করে এ ভিডিওটি একটু দেখে নিন
ua-cam.com/video/5Z5J_ZNJ_kI/v-deo.htmlsi=sGH8Kr-r8rE0M7cb
Aye gula vua bhai .
Amar suggestion thakbe , mash eh ekbar pro biotic use korte paren .
স্যার, আমার পুকুরে পানি আছে ১৩ ফুট। আমি শতকে কি পরিমাণ চুন দিবো৷ ১২১ শতক পুকুর৷
আপনি ১.৫ কেজি দিবেন তবে দুেই ভাগ করে দিবেন। মাঝে ১ দিন গ্যাপ দিবেন। ধন্যবাদ আপনাকে
শীতের সময়, প্রতি মাসেই কি 1 কেজি হাড়ের চুন প্রয়োগ করতে হবে ?
না ভাই। কেবল একবার নভেম্বর মাসে । পরের মাস সমূহে ২০০-৩০০ গ্রাম হারে যদি ৫ ফূট গভীর হয় এবং পাবদা-গুলশা, শিং-ট্যাংরা, তেলাপিয়া পাংগাস চাষ হয় । ধন্যবাদ আপনাকে
স্ট্রেপটোকক্কাস সংক্রমণ- এর জন্য কি এই ঔষধটা খাওয়ান যাবে ইরাইথ্রোমাইসিন আমার মনে হয় এইটা মানুষের ঔষধ। আর কয় ভেলা দিব।
এ গুলো গবেষণা লব্ধ পরামর্শ নয়। মাছের রোগ হলে চিকিৎসা নাই বললেয় চলে। রোগ যাতে না হয় সে জন্য করণীয় কাজ গুলো করতে হবে। এ ভিডিওটি দয়া করে দেখেনিন
ua-cam.com/video/JS4QETlwmGI/v-deo.htmlsi=1ur0D6Od9uMCYh2h
শীতকালীন সময় পুকুরে ক্যাটফিশ জাতীয় কি কি মাছ ছাড়া যাবে
শীতে মাছ ছাড়াতো ঠিক নয়। ক্যাটফিসতো আরো সমস্যা। তবে শীতে মাছ ছাড়লে বাড়তি সাবধানতা অবলম্বন করা ভালো। ধন্যবাদ আপনাকে
চুন কোন টা দিব।কেসিয়াম চুন নাকি পাথরে চুন
কি মাছচ চাষ করছেন বললে বুঝতে সুবিধা হত। কার্প মিশ্র চাষ হলে পাথুরে চুন দিন। চিংড়ি হলে কৃষি চুন (ক্যালশিয়াম কার্বনেট) দিলে ভাল হয়। ধন্যবাদ আপনাকে
@AABD64 রুই কাতল ও মৃরকা মাছ
স্যার শীতের সময় বাংলা চাপের আমার আছে কি খাবার দিবো ভিটামিন কি দিবো????
যে কোন খাবার দিন ৭ দিন পর পর ভিটামিন সি দিন। ধন্যবাদ আপনাকে
স্যার ভিটামিন c নাম টা যদি বলেন একটু
@@Md.Keramot-m2b যে কোন নামী কম্পানির টা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ আপনাকে
স্যার যে কোনো কোম্পানির নামে ওষুধ খাওয়ালে কি হবে স্যার
@@Md.Keramot-m2b না ভাই যে কোন ভাল একটি কম্পানির টা নির্বাচন করুন। ধন্যবাদ আপনাকে
আমিও প্রতি বছর শীত শুরু হলে এই নিয়মে চুন প্রয়োগ করি। আমার একটি মাছও মারা যায় না এবং কোন ধরনের সমস্যা ছাড়াই শীতকাল পার হয়ে যায়। যেখানে আশেপাশে অনেক পুকুরে চুন না দেওয়ার কারনে মাছ মারা যায় এমনকি পুরো পুকুরের সবগুলো মাছই মারা যায়। এটা আমি অনেক বার অনেক পুকুরে ঘটতে দেখেছি।
ধন্যবাদ আপনাকে
এক বেলা দিব নাকি এক বেলা দিব,, ওই একবলোতেই কি দু বেলার পরিমান খাবার দিতে পারব যদি মাছ খায়??
@@MdGias-347 এক বেলায় দিবেন, শীতে আসলেয় কম খায়, ধন্যবাদ
স্যার আমি মাহামুদুল। আমার ঘেরে মাছ মারা যাচ্ছে বিস্তারিত কিছু পরামর্শ নেয়ার জন্য আপনার ফোন নামবার টা চাচ্ছিলাম। খুবই প্রয়োজন স্যার
ফেইজবুক পেইজে গেলে নাম্বার পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে
স্যার আমার পুকুরের পানি ৯ ফিট আমি কতটুকু পরিমাণে চুন দিব
পুকুরের গড় গভীরতা ৯ ফুট হলে ১.৫ কেজি হারে চুন দিতে হবে শীতে ক্ষত রোগ থেকে নিরাপদ থাকতে তবে চুন দু দিনে ভাগ করে দিতে হবে। ধন্যবাদ আপনাকে
@AABD64 এটা কি শতাংশ প্রতি স্যার দিতে হবে
@@Bismillahac হা শতাংশ প্রতি
চুন পাথরি না মাছের চুন দিবো জানাবেন
❤❤❤
পুকুরে চিটাগুড় কেনো দেয়া হয়?
❤❤❤❤❤
🥰🥰
sir apnar number ta plz den
স্যার আপনার মোবাইল নাম্বার দিবেন?
@@rajanpoddar3349 দয়া করে ফেইজ বুক পেইজে গেলে পেয়ে যাবেন ধন্যবাদ আপনাকে ভালো থাকেন
শীতের সময় জাল দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ ভুল কথা।
মাছ বিক্রয় করা ছাড়া শীতে পুকুরে জাল দেয়া মাছের জন্য ক্ষতিকর এটি আপনার হয়ত ঘটে নাই তায় বলে বিনা কারণে জাল দেয়া ঠিক আপনি কোথায় পেলেন দয়া করে জানালে উপকৃত হব। আসলে বিনা কারণে শীতের বাইরে অন্য সময়ও জাল টান দেয়া উচিত নয় ।
একদম সঠিক তথ্য এটা পুকুরে net দিলে প্রচুর পরিমানে রোগের পাদুরভাব ঘটে।
@@AlamgirBadsha-ds7pc সমস্যা নেই তুই দে😁
ভাই ভাই আপনি বার বার জাল দেন আ, মাছ আরোহণ করেন নিজেও মরেন আর অন্য কেউ মারেন ।😅😅😅
@@NaniDas-u9y ধন্যবাদ আপনাকে ভাল থাকেন
Vondo
আপনাকে কোন কথায় এক মত হতেয় হবে এমন কখনই বলা হয় নি তা হলে কেন আপনি এ ধরনের শব্দ ব্যবহার করলেন ??? এ খানে আপনার সাথে কি ভন্ডামি করা হয়েছে ????
আসসালামু আলাইকুম ভাই, শীতে ১৫ দিন পর পর প্রোবাওটিক দেওয়া যাবে কিনা? আর একটি কথা, এক ভাই বার বার বলেছেন যে পুকুরের গভীরতা ১০/১২ ফিট্ হলে ভালো হয় এ কথাটা ঠিক কিনা?
আপনি কি মাছচাষ করছেন বললে ভাল হত । রুই জাতীয মাছের ক্ষেত্রে এ সব তেমন দেবার দরকার নাই তবে । যদি অধিক ঘনত্বে শিং পাবদা, গুলশা, ট্যাংরা চাষ করেন তবে দিতে হবে। পুকুরের গভীরতা বেশি হলে মাছ বেশি চাষ করা যায় সে হিসেবে ১০-১২ ফুট হলে ভাল হয়। বিশেষ করে বড় আকারের রুই জাতীয় মাছচাষ করার ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে
@AABD64 রুই,জাতীয়, বাংলা মাছ৷
আপনি কিছু মনে করবেন না, আমি বিশেষজ্ঞ নই -তবে আমার ধারণা মতে, বাংলাদেশের যে পর্যায়ের শীত পড়ে -এই শীতে মাছের তেমন কোন সমস্যা হয় বলে আমার কাছে মনে হয় না.
মাছচাষের সাথে যারা জড়িত তারায় জানে কিকি সমস্যা ফেস করতে হয়। আমার ভেটকি খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে আপনি কি বলবেন????? মাছে নান ধরনের রোড় দেখা দিচ্ছে প্রতিদিন ৩-৪ জনের মোবাইল পাচ্ছি এ সব সমস্যা নিয়ে এখনও আপনি বলবেন শীতে সমস্যা হয় না। ধন্যবাদ মতামত প্রদানের জন্য।
Jal na korle macher byam kivabe hobe?
আপনার শীরের জন্য বেয়াম লাগে মাছের জন্য লাগে না। তা হলে মাছের দেহ নেইমারের মত হয়ে যাবে। এখন আপনি কি চান চিকন চাকান বডি না মোটাসোটা ভারি মাছ????? ধন্যবাদ আপনাকে
@@AABD64 নেইমারের উদাহরণটা ভালো ছিলো 😂
Vai. Nije chas kore dekhun. Baje bola bondho hobe.
❤❤❤
❤❤❤❤❤