অনেকদিন পর বিশিষ্ট সূরকার মান্নান মোহাম্মদ ভাই'র কন্ঠে এমন হৃদয়গ্রাহী গান শুনতে পাবো কল্পনাও করিনি।সত্যি অসাধারণ গেয়েছেন।কোন প্রসংশাই যথাযথ নয়, এই গানটির ক্ষেত্রে। দীর্ঘ জীবি হোন,প্রিয় শিল্পী মান্নান মোহাম্মদ।
আজ বাঙালি ও বাংলাদেশী হিসেবে সত্যিই খুব গর্বিত মনে হচ্ছে নিজেকে। এত সুন্দর গান এখনও এদেশে সৃষ্টি হয়! পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো গানকে টেক্কা দেওয়ার জন্য এই একটা গানই যথেষ্ট। ধন্যবাদ তাপস ভাই আর উস্তাদ "মান্নান মোহাম্মদ" কে! আপনারা আমাদের গৌরব, ভালবাসা 💜
মান্নান মোহাম্মদ নামটা শুধু মিউজিক ডিরেক্টর হিসাবে জানতাম কিন্তু আজ ওনার গান শুনে অবাক হয়ে গেলেম। অসাধারণ অসাধারণ অসাধারণ লাগলো। গান যে অন্তর দিয়ে গাওয়া লাগে এইধরনের গান না শুনলে স্রোতা বুঝতে পারবে না। ভালো গান এবং শিল্পী প্রচারের অভাবে আড়ালেই থেকে যায়। গান বাংলা এবং উইন্ড অফ চেইঞ্জ কে অসংখ্য ধন্যবাদ।
যারা বলেন এটা ব্যর্থ প্রেমের গান তারা ভুল। এটা মোটেও ব্যর্থ প্রেমের গান নয়! বরং সত্যিকার ভালোবাসার বহিঃপ্রকাশ এই গানের প্রতিটা ভাজে ভাজে সুর আর সঙ্গীতে। একটা গান যে কতটা মায়াবী আর আবেগময় হতে পারে তার প্রত্যক্ষ প্রমান এই গান। শত হাজার বার শুনলেও মন বলে আরো.... love from USA 😍
মান্নান ভাই এখনো সেই আগের গলার ভাজ পাগল হয়ে গেলাম..তাপস ভাই আপনার এই উদ্যোগটা সত্যিই অসাধারন..কারন তাদের মত রত্ন যেন আমরা হারিয়ে না ফেলি..সবাই ভুলে গেলেও আমরা যারা ভুলতে পারিনা এরকম রত্নদের তাদের সাথে থাকবেন আশা করি... ♥
আমি লিখার ভাষা হারিয়ে ফেলেছি। শুধু এটুকুই বলবো গানের কথা ও সুর দুইটাই আমাকে এলোমেলো করে দিলো। অসাধারণ সুন্দর এই গানটা জীবনের অনেক কিছুর সাথে মিলে যাওয়াতে ভিতরটা ওলটপালট হয়ে গেলো। 😭😭😭😭😭😭😭😭 গান শুনে যতোটা মুগ্ধ হলাম তার দ্বিগুন আবার আহত হলাম কিছু জিনিস অনুভব করে। এই গানটার মতো এতো সুন্দর কথা আর গান সহজে আমার চোখে পড়েনা। বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি শিল্পী জনাব মান্নান মোহাম্মদ ভাই এর প্রতি আর বিশিষ্ট গুনী তাপস ভাই এর প্রতি। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
I'm truly ashamed that I wasn't familiar with Mr. Mannan Mohammad and this is the very first time I heard him singing! What an astonishing voice he has, oh my goodness!! I'm absolutely spellbound!
ইনি হলেন বাংলার সংগীত জগতের মিউজিকের বস মান্নান মোহাম্মদ। তিনি মুলত একজন মিউজিক ডিরেক্টর এবং কিবোর্ডিসট। তিনি আসিফের ওপ্রিয়া তুমি কোথায়, আতিক হাসানের মাধবি কি ছিল গো ভুল, নাসিরের সকল এলবাম, শরিফের লাল গোলাপী, বেবি নাজনিন, মমতাজ এই সকল শিল্পীদের গানের মিউজিক তিনি করেছিলেন।
ছোটবেলায় ঈদের সময়ে নাটকের জন্য অপেক্ষা করতাম আর এখন Wind of Change এর জন্য অপেক্ষা করি। তাপস ভাই,আমাদের জন্য হলেও দেখেন যে বছরে কম পক্ষে ৩ টা সিজন করা যায় কিনা।
লোকটা কে আমি জানি না, কিনতু অসাধারন গেয়েছে, জীবনের প্রতিটা বাকে বাকে গানের কথাগুলো মিল পেয়েছি। বয়স বারছে, হয়ত চোখেরও সমস্যা হচ্ছে না হলে গানটা শুনে চোখের পনি এত বের হবে কেন?
বিশিষ্ট সূরকার মান্নান মোহাম্মদ ভাই'র কন্ঠে এমন হৃদয়গ্রাহী গান শুনতে পাবো কল্পনাও করিনি।সত্যি অসাধারণ গেয়েছেন।কোন প্রসংশাই যথাযথ নয়, এই গানটির ক্ষেত্রে। দীর্ঘ জীবি হোন,প্রিয় শিল্পী মান্নান মোহাম্মদ।
AHAREY !! what a fabulous arrangement ! You will get goosebump hearing that voice and that flute solo !!! I am absolutely loving the sound of Saz & Esraj. Brilliant playing by Sinan Ayyildiz & Arshad Khan. Hats off to everyone.
i am speechless..... seriously. everything seems so perfect that i can't explain. Flute, esraz, violin, vocal everything is so damn good. truly a masterpiece... thank u everyone for this amazing song...
এত সুন্দর গান অনেক দিন পর শুনলাম। মনটা ছুয়ে গেলো। তাপস ভাইকে অনেক ধন্যবাদ। আর যিনি গানটা গাইলেন, তার কাছে অনুরোধ রইলো এমন চমৎকার গান আরো উপহার দেয়ার জন্য। সত্যিই অসাধারন।
I feel proud as a Bangladeshi. Here is the boss of music industry of Bangladesh Mr. Mannan mohammad. Sir salute you thousand times. You’re the soul of music & keyboard.
কৈলাস খের এবং এই দাদু ভাই এর গায়কীর মধ্যে আমি অনেকটা মিল খুঁজে পাই।।এমন একটি গানই এক জীবনের জন্যে যথেষ্ট।। গানের মধ্যে আরো অনেক কথা বলা বাকি রয়ে গেছে,এই শূন্যতা পূরণ হবার নয়।।
I am very pleased. .... Tapos sir thank you very much..... For you we have seen many legend of music..... Love you very much..... Want more song and singer like you gathered.......
দেশ থেকে হাজার হাজর মাইল দূরে আছি অনেকগুলো বছর কিন্তু তাপস আর সুরকার মান্নান বাংলাদেশের স্মৃতিতে টেনে হিঁচরে নিয়ে গেল। যতবার গানটা শুনি ততবার ভিন্ন এক জগতে চলে যাই। আমি জীবনে সফল ও সুখি তবুও এই গানটা যদিও বিরহের তাও এর সুর ও সঙ্গীত- এর সাথে মান্নান মোহাম্মদের গায়কি মিশে একটা অসাধারণ শিহরণের প্রেমের দোলায় মোহিত হয়ে যাই বারবার। যদি থাকতো শত সহস্র মুখ, তবুও হার মানতাম আপনাদের ধন্যবাদ দিয়ে মান্নান মোহাম্মদ ও তাপস ও বাদ্যকারগন 🙏🙏🙏 যারা এই গানটাকে dislike 👎 দিয়েছে তাপসের এমন কম্পোজিশন, এমন অসাধারন সুরযন্ত্র-শিল্পীদের, মান্নান মহাম্মদের এমন সুর ও সুরের কারুকার্যপূর্ণ গায়কি কে এবং সর্ব্বপরি এমন একটা সৃষ্টিকে। তাদের অন্তরআত্মা কি দিয়ে যে সৃষ্টি তা আমি তো দুরের কথা; তারাও জানে না! কিভাবে সম্ভব এই সৃষ্টিকে অপছন্দ করা!!!
আমি ও সহমত প্রকাশ করছি ভাই। অসাধারণ এক গান। হাজার বার শুনলে ও তৃপ্তি মেটেনা। আর যারা ডিস লাইক করে তাদের কোনো হার্ট আছে বলে মনে হয়না। তারা মানুষ রুপী একধরনের নাম ধারী মানুষ।
Khub valo lagse, sotti I came to know him now. Thanks to ganbangla as well as to Mr. Taposh, ei dhoroner shilpi der unveiled korar jonno. This is one of many reasons, GB will get that high altitude where rest of the world can see us.
বাংলা গানকে তথা বাংলাদেশ কে এক অন্য মাত্রায় এগিয়ে আনার জন্য তাপস ভাইকে অন্তরের অন্তস্থল হতে সাধুবাদ জানাই। গান বাংলা পরিবারের প্রতি রইলো অগাধ ভালোবাসা।😘😘😘😍😍😍🙌🙌🙌
এত অদ্ভুত সুন্দর আর মানসম্মত গানটার ভিও দেখে কষ্ট লাগে!! আমরা কি ভালোর কদর করতে একদম ই ভুলে গেলাম? এই গানগুলিই যদি বাইরের দেশের কেউ করতো তখন ঠিকই সেটা ভাইরাল হতো আর ভিওটার মিলিয়ন হয়ে যেত!. এই গানগুলি ভাইরাল করি না আমরা, আমরা পরে থাকি অপরাধি, নেশা, এইসব নিয়ে!!!....
ভালোবাসা নিবেন, ভাই আমি আপনার কথায় একমত কিন্তু অপরাধী তো আমাদেরই গান। সুতরাং আমাদের গান গুলোকে আমাদের মত করে ভালবাসতে দেন। wind of change কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মানসম্মত গান গুলো তুলে ধরার জন্য। আপনাকে ধন্যবাদ
ese geche ekjon like er kangal. beta india theke likchi likle like paile ki youtube thke taka pawa ja? naki kono meye knock kore bole " dada o dada….."
অত্যন্ত দরদ দিয়ে গেয়েছেন!!! আর মান্নান মোহাম্মাদ স্যারের দরদী কন্ঠ আগে থেকেই!! ছোট বেলায় যাদের গান শুনতাম তাদের বেশির ভাগ গানের পেছনেই মান্নান স্যারের অবদান রয়েছে যা অনেকের ই অজানা
Mesmerizing, I must say. The vocal is himself outstanding and the music composition, I almost couldn’t believe that it’s a Bangladeshi production. Hats off to you great Mannan bhai and Gaan Bangla.
অদ্ভুত সুন্দর , শিল্পী Mannan Mohammad এর গান আজ প্রথম শুনলাম, খুবই ভালো লেগেছে, তবে এই গানটা আগে শুনেছি , ভালো লাগার গানের তালিকায় এই গানটা ও আছে, শিল্পী এবং তাপস ভাইকে অসংখ্য ধন্যবাদ , এখন পাখি জপে অন্যের বুলি লয়না আমার নাম ...........
@Pm Tv ভাই সবাই সবকিছু জানবে বা সবাইকে চিনবে এমন তো কথা না, আমি হয়তো এমন কোনও শিল্পীকে চিনি যাকে আপনি চিনেন না , যাহোক এই গানের মাধ্যমে শিল্পী মাননান মোহাম্মদ এর সাথে আমার পরিচয় হলো এবং তার গানে আমি মুগ্ধ ! উনার দীর্ঘায়ু কামনা করি এবং আপনি ও ভালো থাকবেন
আহা! কি চমৎকার কন্ঠ, আবেগ! মান্নান ভাইয়ের উচিত ছিল সুর সংগীত পরিচালনার পাশাপাশি নিয়মিত গান গাওয়া! এতো সুন্দর গান এতো সুন্দর ব্লেন্ডিং! একদম চমৎকৃত হয়ে গেলাম। গান বাংলার রুপকার কে অশেষ ধন্যবাদ।
আমরাও চমৎকৃত আপনার মন্তব্যে। এক গুনী শিল্পী আরেক গুনী শিল্পীর প্রশংসা করছেন এটা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির সৌন্দর্য। আপনাকেও গান বাংলার আয়োজনে দেখতে চাই। আর সবশেষে আগামী নির্বাচনে আপনার আশু সাফল্য কামনা করছি।
I hv lost my words! Superb! Taposh bhai is truly a visionary world class musician. Mannan Mohammed's soulful voice with a classical flavour mesmerized all.
What a wonderful song! Lyrics, voice just awesome. Very very touchy. I wish i could listen such type of music more. Expressing good wishes for the singer. Expecting to listen more from him.
অসাধারণ একটি গান উপহার দেওয়ার জন্য তাপস ভাইকে ধন্যবাদ। আমি মন্নান ভাইয়ে গান আজ প্রথম সুনলাম। আমার কাছে এতটা ভাল লাগেছে যে আমি মুখের ভাষায় বুঝাতে পারবো না।
অনেকদিন পর বিশিষ্ট সূরকার মান্নান মোহাম্মদ ভাই'র কন্ঠে এমন হৃদয়গ্রাহী গান শুনতে পাবো কল্পনাও করিনি।সত্যি অসাধারণ গেয়েছেন।কোন প্রসংশাই যথাযথ নয়, এই গানটির ক্ষেত্রে। দীর্ঘ জীবি হোন,প্রিয় শিল্পী মান্নান মোহাম্মদ।
কোন স্কুল কলেজে না পড়েও পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন আমাদের প্রিয় নবী হুযুর পাক মুহাম্মাদ সাঃ আলাইহি ওয়াসাল্লাম ❤❤❤❤❤❤❤
তাই গান শুনতেসেন??
আজ বাঙালি ও বাংলাদেশী হিসেবে সত্যিই খুব গর্বিত মনে হচ্ছে নিজেকে। এত সুন্দর গান এখনও এদেশে সৃষ্টি হয়! পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো গানকে টেক্কা দেওয়ার জন্য এই একটা গানই যথেষ্ট। ধন্যবাদ তাপস ভাই আর উস্তাদ "মান্নান মোহাম্মদ" কে! আপনারা আমাদের গৌরব, ভালবাসা 💜
ঠিক বোলেছেন ভাই 👍
সহমত প্রকাশ করছি ভাই।
👌👌👌👌👌👌👌
😂😂
তুলনা নেই এ গানের!
অভিনন্দন শিল্পীকে -
মান্নান মোহাম্মদ নামটা শুধু মিউজিক ডিরেক্টর হিসাবে জানতাম কিন্তু আজ ওনার গান শুনে অবাক হয়ে গেলেম। অসাধারণ অসাধারণ অসাধারণ লাগলো। গান যে অন্তর দিয়ে গাওয়া লাগে এইধরনের গান না শুনলে স্রোতা বুঝতে পারবে না। ভালো গান এবং শিল্পী প্রচারের অভাবে আড়ালেই থেকে যায়। গান বাংলা এবং উইন্ড অফ চেইঞ্জ কে অসংখ্য ধন্যবাদ।
যারা বলেন এটা ব্যর্থ প্রেমের গান তারা ভুল। এটা মোটেও ব্যর্থ প্রেমের গান নয়! বরং সত্যিকার ভালোবাসার বহিঃপ্রকাশ এই গানের প্রতিটা ভাজে ভাজে সুর আর সঙ্গীতে। একটা গান যে কতটা মায়াবী আর আবেগময় হতে পারে তার প্রত্যক্ষ প্রমান এই গান। শত হাজার বার শুনলেও মন বলে আরো.... love from USA 😍
হ্যা অবশ্যই, সেটা আমি বুঝতে পারছি।আজ কমপক্ষে যস কতোবাএ শুনেছি নিজেও জানি না।
এক কথায়-অসাধারণ!
আমি একজন ভারতীয় হয়ে বলছি, বাংলাদেশ আছে বলেই বাংলা গান ,নাটক আজও টিকে আছে।
ছোট বেলা বাবার মুখে শুনেই প্রেমে পড়ে গেছিলাম এই শিল্পির।।। ভাল থাকবেন। তাপস ভাই কেও অনেক ধন্যবাদ।।
Thnx for support to my country song
apaaaaaaaaaaaaaaaaaa@aaaaaaaa@a@aaaaaaa@a@@aaaa@a@@@aaaaaaaaa@aa@aa@@@@aa0apappa@@@@aaaa@
@
Bangladesh amar gorbo
I love Bangladesh.
এমন একটা গান এতোদিন পর শুনলাম। দুঃখিত। অসাধারণ গায়কি আর সুর। তবলার বোল অনন্য। ধন্যবাদ মান্নান মোহাম্মদ আর তাপস ভাইকে।
Assalamualaikum
মান্নান মামা কে বহু বছর পর দেখলাম
অসাধারন
ভূলা যায় না
অডিও আর্ট , ডিজিটোন এবং বেলী রোড়ের সেই
সোনালী দিন গুলি
মামা দীর্ঘ জীবি হোন
আমিন
মান্নান ভাই এখনো সেই আগের গলার ভাজ পাগল হয়ে গেলাম..তাপস ভাই আপনার এই উদ্যোগটা সত্যিই অসাধারন..কারন তাদের মত রত্ন যেন আমরা হারিয়ে না ফেলি..সবাই ভুলে গেলেও আমরা যারা ভুলতে পারিনা এরকম রত্নদের তাদের সাথে থাকবেন আশা করি... ♥
আমি লিখার ভাষা হারিয়ে ফেলেছি।
শুধু এটুকুই বলবো গানের কথা ও সুর দুইটাই আমাকে এলোমেলো করে দিলো।
অসাধারণ সুন্দর এই গানটা জীবনের অনেক কিছুর সাথে মিলে যাওয়াতে ভিতরটা ওলটপালট হয়ে গেলো।
😭😭😭😭😭😭😭😭
গান শুনে যতোটা মুগ্ধ হলাম তার দ্বিগুন আবার আহত হলাম কিছু জিনিস অনুভব করে।
এই গানটার মতো এতো সুন্দর কথা আর গান সহজে আমার চোখে পড়েনা।
বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি শিল্পী জনাব মান্নান মোহাম্মদ ভাই এর প্রতি আর বিশিষ্ট গুনী তাপস ভাই এর প্রতি।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
যত শুনছি ততই সুরের প্রেমে পড়ে যাচ্ছি।তাপস দা ধন্যবাদ আপনাকে। সত্যিই তাপস দা একজন গুনী কম্পোজার
শুধু অসাধারণ বললে ভুল হবে, এমন দরদী কন্ঠ.....আহ্ পরান জুড়ানো সুর। সশ্রদ্ধ সালাম, আল্লাহপাক আপনাকে দীর্ঘজীবি করুন।
I'm truly ashamed that I wasn't familiar with Mr. Mannan Mohammad and this is the very first time I heard him singing! What an astonishing voice he has, oh my goodness!! I'm absolutely spellbound!
Thanks bro
মান্নান মোহাম্মদ ভাইকে ধন্যবাদ জানিয়ে বলবো। আপনার এই গানের মধ্যে দিয়ে, অনেক মানুষের জীবন ঘটে যাওয়া ঘটনা। তুলে ধরছেন যার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।
wind of change এ আমার দেখা সেরা গান। অসাধারণ গায়কী, কম্পোজিশন সবকিছু মিলিয়ে গানটি প্রশংসার দাবীদার।
গান বাংলায় আমার দেখা সেরা গান মান্নান মোহাম্মদের বেইমান পাখি ।।।❤
hum
যেমন গানের কথা তেমন দরদ ভরা কন্ঠ। বাঁশি আর তবলা হৃদয়ে মোচড় দিল। অসাধারণ..... যুগ যুগ বেঁচে থাকুক বাংলা গান
ইনি হলেন বাংলার সংগীত জগতের মিউজিকের বস মান্নান মোহাম্মদ। তিনি মুলত একজন মিউজিক ডিরেক্টর এবং কিবোর্ডিসট। তিনি আসিফের ওপ্রিয়া তুমি কোথায়, আতিক হাসানের মাধবি কি ছিল গো ভুল, নাসিরের সকল এলবাম, শরিফের লাল গোলাপী, বেবি নাজনিন, মমতাজ এই সকল শিল্পীদের গানের মিউজিক তিনি করেছিলেন।
ধন্যবাদ শিল্পীর বিষয়ে বিস্তারিত জানানোর জন্যে
Nice
Nice
যারা এই রকমের আবেগ এর গান পছন্দ করেন তারা এই গানটি শোনে দেখতে পারেন।
ua-cam.com/video/miPVeBj7Ozk/v-deo.html
@@lovemontreal6417 8
অসাধারণ, কিন্তূ দুঃখের বিষয় এনার জনপ্রিয়তা পায়না, পায় শান্তর মতো গানের বারোটা বাজানোওয়ালারা.
ছোটবেলায় ঈদের সময়ে নাটকের জন্য অপেক্ষা করতাম আর এখন Wind of Change এর জন্য অপেক্ষা করি।
তাপস ভাই,আমাদের জন্য হলেও দেখেন যে বছরে কম পক্ষে ৩ টা সিজন করা যায় কিনা।
আমিও ভাই
গানটা সবার জন্য না সবাই এই গান টা বুজবে না।🎉ধন্যবাদ তাপস ভাই গান গুলো আবার আমাদের মাঝে তুলে ধরার জন্য।❤❤
গানের টানে শরীরের পশম দাঁড়িয়ে যায়.. প্লিজ ভাই এমন এমন গান দিবেন যেনো হাজার বার শুনার ইচ্ছা করে প্লিজ ভাই
Bhai kamni shomvob osadharon gayoki....
Waz
আমি একমত আপনার সাথে। আসলেই অসাধারণ গায়কি।আমিও চিনতামনা উনাকে। তবে এখন গানটা প্রাই শুনি।
আর কতবার শুনলে মন ভরবে জানিনা।মান্নান ভাই আপনি হাজার বছর বেচে থাকেন আনাদের মাঝে। অসাধারণ সৃষ্টি তাপস ভাই। ধন্যবাদ সকল মিউসিশিয়ান দের।
লোকটা কে আমি জানি না, কিনতু অসাধারন গেয়েছে, জীবনের প্রতিটা বাকে বাকে গানের কথাগুলো মিল পেয়েছি। বয়স বারছে, হয়ত চোখেরও সমস্যা হচ্ছে না হলে গানটা শুনে চোখের পনি এত বের হবে কেন?
dada khub valo laglo
🦧🦜🦜🦜
কৃতজ্ঞতা স্যার,ভালোবাসা অবিরাম♥
আহা কত দরদ দিয়ে গাইলেন
ভেতর বাহির তোলপাড় করে দিলেন।
সকাল থেকে ১৯ বার শুনলাম আর বার বার ই কেদে ফেলেছি...খুব ভাল গেয়েছেন...আর তাপস দা কে বুক ভরা ভালবাসা জানাচ্ছি...অনেক ভাল থেকো..দাদা....
খুবি সুন্দর গান
osam
আমার তো ভাই পুরা রাত চলে গেছে!!!
আমিও ....
বিশিষ্ট সূরকার মান্নান মোহাম্মদ ভাই'র কন্ঠে এমন হৃদয়গ্রাহী গান শুনতে পাবো কল্পনাও করিনি।সত্যি অসাধারণ গেয়েছেন।কোন প্রসংশাই যথাযথ নয়, এই গানটির ক্ষেত্রে। দীর্ঘ জীবি হোন,প্রিয় শিল্পী মান্নান মোহাম্মদ।
❤❤❤❤❤❤❤
মিউজিক কম্পজিসন টা একে বারে হ্রদয়ের মাজ খানে গিয়া লাগল আর ভোকাল এর গলা আহহ অনেক দিন পর কোন গান এত ভালো লাগলো
'জড
অস্তাদের মাইর ভোররাইতে কথায় আছে। আমি আপনার সাথে একমত।
কৃতজ্ঞতা ❤️।। আপনি নিজেও হয়ত জানেন না, গানটা কি অসাধারণ ভাবেই আপনি গেয়েছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালবাসা রইল 🌷❤️।।
শিল্পী এবং তাপস ভাইকে অসংখ্য ধন্যবাদ . . . ধন্যবাদ সকল যন্ত্রশিল্পীদের . . . অসাধারণ, মুগ্ধ
গানের কথা গুলো ভাল লাগলো|
"আমি এ কি করিলাম টাকা দিয়ে বেইমান পাখি কিনিয়াছিলাম...
আমি নিজে না খাইয়া সেই পাখিরে খাওয়াইতাম..."
কি অসাধারন সঙ্গীত আয়োজন, ধন্যবাদ তাপস ভাই
AHAREY !! what a fabulous arrangement ! You will get goosebump hearing that voice and that flute solo !!! I am absolutely loving the sound of Saz & Esraj. Brilliant playing by Sinan Ayyildiz & Arshad Khan. Hats off to everyone.
অসাধারণ গায়কি। অথচ আমরা ক'জন মান্নান মোহাম্মদকে চিনি? আহা! আফসোস...
KI korar Vai? Emon ekta deshe jonmechhi je desh nijeder sompodkei valovabe chene na, othhochho bideshi sompod thikoi chene. Bangladesh thheke bideshi sob channel bondhho Korte hobe. Ta na hole future generation o deshider chinbe na, chinbe shudhhu bideshider.
ভালো সবাই চিনেনা, ভালো চিনতেও যোগ্যতা লাগে
@@mehrabahmed4691 ঠিক কথা বলেছেন।
ai desehe oporadhi gan viral hoy...... valo ganer mullo ki bujhbe se jati
কীভাবে এত আবেগ দিয়ে গায়?! তাপস ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা গান এমন গুণী একজন শিল্পীর কন্ঠে উপহার দেয়ার জন্য! ভালোবাসা রইল পুরো টিমের জন্য!
এই গানটার একটাই সমস্যা, মাত্র ৬ মিনিটে শেষ হয়ে যায়। এমন গান ১ ঘন্টা হওয়া উচিত। 😥😥
😥😥😥
Seriously
Hmmm
হুম
Right tell bai
i am speechless..... seriously. everything seems so perfect that i can't explain. Flute, esraz, violin, vocal everything is so damn good. truly a masterpiece... thank u everyone for this amazing song...
hum,you are 100% right ♥......
@@sadnanhasansaad1968 oh really
ধন্যবাদ "TAPOSH VAI" তুমি এক "LEGEND " আর তোমার জন্যে অনেক "LEGEND" কে দেখতে পেলাম
এত সুন্দর গান অনেক দিন পর শুনলাম। মনটা ছুয়ে গেলো। তাপস ভাইকে অনেক ধন্যবাদ। আর যিনি গানটা গাইলেন, তার কাছে অনুরোধ রইলো এমন চমৎকার গান আরো উপহার দেয়ার জন্য। সত্যিই অসাধারন।
Md Manik
এত সুন্দর একটা গানের ভিউ এতই কম যে, আমাদের দেশের গানের রুচি কোথায় গিয়ে দাঁড়াবে আমি সত্যিই সন্ধিহান।
ভাই এ দেশে 'অপরাধীর' মত গান ভাইরাল হই কিন্তুু এই রকম Heart touching গান ভাইরাল হয় না।
@@shakilsimanto5374 Hindi Gan hoyle tik e view paito
হুম😢
আমাদের দেশের কিছু ইয়ং জেনারেশন এরাই ধরনের গান পছন্দ করেনা এরা হিন্দি নেকেড ফিল্ম পছন্দ করে তাই এইসব গানে ডিসলাইক দেয় এবং
I feel proud as a Bangladeshi. Here is the boss of music industry of Bangladesh Mr. Mannan mohammad. Sir salute you thousand times. You’re the soul of music & keyboard.
বাংলায় অনুভূতি প্রকাশ করতে কি লজ্জা লাগে?
সত্যি অসাধারণ গেয়েছেন।কোন প্রসংশাই যথাযথ নয়, এই গানটির ক্ষেত্রে। দীর্ঘ জীবি হোন,শিল্পী মান্নান মোহাম্মদ।
বাঁশি আর তবলার কি চমতকার এক ছন্দ!!! এক কথায় অসাধারণ....
কৈলাস খের এবং এই দাদু ভাই এর গায়কীর মধ্যে আমি অনেকটা মিল খুঁজে পাই।।এমন একটি গানই এক জীবনের জন্যে যথেষ্ট।। গানের মধ্যে আরো অনেক কথা বলা বাকি রয়ে গেছে,এই শূন্যতা পূরণ হবার নয়।।
গানটার সিঙ্গেল ভিডিওর জন্য অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ গানবাংলা 👌
The
GB TV তে Wind of change এ ফার্স্ট টাইম গানটা শুনলাম, প্রথমবারেই হৃদয় ছুয়ে গেল মনে হল একবার শুনে মন ভরেনি । তাই ইউটিউব এ ছুটে এলাম❤❤❤❤
আমার মনে কথা বলেছেন,, আমি ও,,, তাই করেছি,,, একবার শুনে মন ভরে নাই
অসম্ভব সুন্দর গায়কী!.. পিউর ওয়ার্ল্ডক্লাস কম্পোজিশন। যতবার শুনছি ততই বেশি ভালো লাগছে গানটা। গ্রেট ওয়ার্ক তাপস ভাই। 'বেহায়া মন' এর পর আরেকটা মাষ্টারপিস হতে যাচ্ছে এই গান। এগিয়ে যাক উইন্ড অফ চেঞ্জ।
I am very pleased. ....
Tapos sir thank you very much.....
For you we have seen many legend of music.....
Love you very much.....
Want more song and singer like you gathered.......
Unique music and presentation of Bangladesh culture . greetings from u.k.
তাপস দাদা নিজেই একজন রত্ন । একজন রত্ন অন্য রত্নের কদর বুঝে। আপনার জন্য অনেক ভালবাসা।
সুমন বাপ্পী ও পলাশর আমি আর ভালবাসবোনা মান্নান মোহাম্মদ সুর ও সংগীতে অসাধারণ একটি এলবাম এখনো শুনি ... আমার প্রিয় সুরকার
সত্যই খুব অসাধণ গান
আচ্ছা সুমন বাপ্পি কোথায় হারিয়ে গেল এখনো তার নতুন গানের জন্য অপেক্ষায় থাকি
দেশ থেকে হাজার হাজর মাইল দূরে আছি অনেকগুলো বছর কিন্তু তাপস আর সুরকার মান্নান বাংলাদেশের স্মৃতিতে টেনে হিঁচরে নিয়ে গেল। যতবার গানটা শুনি ততবার ভিন্ন এক জগতে চলে যাই। আমি জীবনে সফল ও সুখি তবুও এই গানটা যদিও বিরহের তাও এর সুর ও সঙ্গীত- এর সাথে মান্নান মোহাম্মদের গায়কি মিশে একটা অসাধারণ শিহরণের প্রেমের দোলায় মোহিত হয়ে যাই বারবার। যদি থাকতো শত সহস্র মুখ, তবুও হার মানতাম আপনাদের ধন্যবাদ দিয়ে মান্নান মোহাম্মদ ও তাপস ও বাদ্যকারগন 🙏🙏🙏
যারা এই গানটাকে dislike 👎 দিয়েছে তাপসের এমন কম্পোজিশন, এমন অসাধারন সুরযন্ত্র-শিল্পীদের, মান্নান মহাম্মদের এমন সুর ও সুরের কারুকার্যপূর্ণ গায়কি কে এবং সর্ব্বপরি এমন একটা সৃষ্টিকে। তাদের অন্তরআত্মা কি দিয়ে যে সৃষ্টি তা আমি তো দুরের কথা; তারাও জানে না! কিভাবে সম্ভব এই সৃষ্টিকে অপছন্দ করা!!!
আমি ও সহমত প্রকাশ করছি ভাই।
অসাধারণ এক গান।
হাজার বার শুনলে ও তৃপ্তি মেটেনা।
আর যারা ডিস লাইক করে তাদের কোনো হার্ট আছে বলে মনে হয়না।
তারা মানুষ রুপী একধরনের নাম ধারী মানুষ।
অসম্ভব ভালো লাগলো !
হৃদয় ভাঙা কষ্টে চুরমার হয়ে গেল মনটা.....! শিল্পীকে আমার আন্তরিক অভিনন্দন ! শিল্পীর কন্ঠে আরও আরও গান শুনতে চাই !
when singer sang a song from bottom of his heart than it is tooo good to hair.
কি বলে ধন্যবাদ দিব জানিনা তাপস ভাইকে, অসাধারণ শিল্পী মান্নান মোহাম্মদ, গায়ের পশম দাঁড়িয়ে যায় এই গানটি শুনলে
The best version so far. Very unique!!! The classical touch made this song very special.
আমি খালি গানটা বারবার শুনতে থাকি, গানের কি টান কি দরদ,মন জুড়িয়ে গেছে,অসাধারণ মান্নান মোহাম্মদ
অসাধারণ হৃদয় জুড়ানো, চোখের মেঘে ভেসে উঠছে হাজারটা হারানো স্মৃতি
চোখের মেঘে ভেসে উঠেছে হাজারটা স্মৃতি
থাকো তুমি সুখে, নাইবা জললো এ ঘরের বাতি
চমৎকার কন্ঠ আর লিরিক্স তো অনবদ্য !
Just awesome 🤘🤘
"Wind of Change" has surpassed Coke, undoubtedly. My heartfelt salute to you, Taposh Bhai. You are a pride of this country.
বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি মান্নান মোহাম্মদ, স্রষ্টার কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবি হোন, যতবার শুনি ততই ভালো লাগে গানটি।
Khub valo lagse, sotti I came to know him now. Thanks to ganbangla as well as to Mr. Taposh, ei dhoroner shilpi der unveiled korar jonno. This is one of many reasons, GB will get that high altitude where rest of the world can see us.
এটা আবেগ ময় গান নয়।অপ্রাপ্ত সত্যি ভালোবাসার বহিঃপ্রকাশ।।
বাংলা গানকে তথা বাংলাদেশ কে এক অন্য মাত্রায় এগিয়ে আনার জন্য তাপস ভাইকে অন্তরের অন্তস্থল হতে সাধুবাদ জানাই। গান বাংলা পরিবারের প্রতি রইলো অগাধ ভালোবাসা।😘😘😘😍😍😍🙌🙌🙌
First I heard of him and become his fan. Thanks Mr. Taposh to bring this talent. What a husky tone! Love the lyrics, tune and composition
yes
এত অদ্ভুত সুন্দর আর মানসম্মত গানটার ভিও দেখে কষ্ট লাগে!! আমরা কি ভালোর কদর করতে একদম ই ভুলে গেলাম? এই গানগুলিই যদি বাইরের দেশের কেউ করতো তখন ঠিকই সেটা ভাইরাল হতো আর ভিওটার মিলিয়ন হয়ে যেত!. এই গানগুলি ভাইরাল করি না আমরা, আমরা পরে থাকি অপরাধি, নেশা, এইসব নিয়ে!!!....
you're right
ভালোবাসা নিবেন,
ভাই আমি আপনার কথায় একমত কিন্তু অপরাধী তো আমাদেরই গান। সুতরাং আমাদের গান গুলোকে আমাদের মত করে ভালবাসতে দেন। wind of change কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মানসম্মত গান গুলো তুলে ধরার জন্য। আপনাকে ধন্যবাদ
Yes i am agree..
Aaha re view Dekhi kosto lagi...gayoki style osadharon.gan banglar sera gan...
গান শোনা এক অার বাস্তব অার এক! এই গানের অর্থ এখন অামি হাড়ে হাড়ে বুঝি! অাল্লাহ রাব্বুল অামিন অামাকে অারো অনেক অনেক ধৈর্য্য দিক! অামিন!
Lots of love from India..
Gradually I am in love with GanBanglaTV by breaking up with Coke Studio.. ❤️❤️❤️❤️❤️
ধন্যবাদ ভাই
ese geche ekjon like er kangal. beta india theke likchi likle like paile ki youtube thke taka pawa ja? naki kono meye knock kore bole " dada o dada….."
Excellent
@@fslmetal apnak kew bolche je like pawar jonno uni ata bolche.......jotto sob pagol.
খুব ভালো লাগলো গান
অত্যন্ত দরদ দিয়ে গেয়েছেন!!! আর মান্নান মোহাম্মাদ স্যারের দরদী কন্ঠ আগে থেকেই!! ছোট বেলায় যাদের গান শুনতাম তাদের বেশির ভাগ গানের পেছনেই মান্নান স্যারের অবদান রয়েছে যা অনেকের ই অজানা
Mesmerizing, I must say. The vocal is himself outstanding and the music composition, I almost couldn’t believe that it’s a Bangladeshi production. Hats off to you great Mannan bhai and Gaan Bangla.
কি সুন্দর গান, মান্নান মোহাম্মদ ভাইয়া আপনি অসাধারণ। আপনার গানের আগে কখনো শুনিনি বলে আমি দুঃখিত।
অদ্ভুত সুন্দর , শিল্পী Mannan Mohammad এর গান আজ প্রথম শুনলাম, খুবই ভালো লেগেছে, তবে এই গানটা আগে শুনেছি , ভালো লাগার গানের তালিকায় এই গানটা ও আছে, শিল্পী এবং তাপস ভাইকে অসংখ্য ধন্যবাদ , এখন পাখি জপে অন্যের বুলি লয়না আমার নাম ...........
same 2 u hro
99
Love Montreal
jotho bar e gaan ta soni kolizai gia lage
@Pm Tv ভাই সবাই সবকিছু জানবে বা সবাইকে চিনবে এমন তো কথা না, আমি হয়তো এমন কোনও শিল্পীকে চিনি যাকে আপনি চিনেন না , যাহোক এই গানের মাধ্যমে শিল্পী মাননান মোহাম্মদ এর সাথে আমার পরিচয় হলো এবং তার গানে আমি মুগ্ধ ! উনার দীর্ঘায়ু কামনা করি এবং আপনি ও ভালো থাকবেন
সত্যি অসাধারণ, মন্নান ভাইদের মতো শিল্পরা বেচে থাকুন যুগ যুগ ধরে।
আমি তার দীর্ঘ আয়ু কামনা করছি।
ধন্যবাদ
Magic happens when all talented and trained musicians work together. Pure Gold !!!
আমি আজ প্রথম শুনলাম। অসাধারণ । কদাচিৎ এরকম গান শোনা যায়।
WOW super Arrangement.......just loved it and thanks to main vocal artist he is great
What a song !!! Really so wonderful and beautiful singer and the song. I really like it. Not with Taka but with life I bought this Bird.
এত সুন্দর সুর!!! আহা! গায়কের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।
This immoral song brings peace and joy to my blazing heart.I relished about a hundred times and more.Salute to the artist.
Sottie dada tomar composition hridoy suye jay.... Atto talented.... Proud of u bro
এই এধরনের গুনি শিল্পী আছে বলে বাংলাদেশের লোকোজ মৌলিক গান আমরা শুনতে পাই। ধন্যবাদ দরদী শিল্পীকে।
বিমোহিত হয়ে গেলাম,,,,
সত্যিই অসাধারণ,,,
ধন্যবাদ তাপস দা এবং মান্নান স্যারকে,,,
ভালোবাসা নিবেন,,,
আহা! কি চমৎকার কন্ঠ, আবেগ! মান্নান ভাইয়ের উচিত ছিল সুর সংগীত পরিচালনার পাশাপাশি নিয়মিত গান গাওয়া! এতো সুন্দর গান এতো সুন্দর ব্লেন্ডিং! একদম চমৎকৃত হয়ে গেলাম। গান বাংলার রুপকার কে অশেষ ধন্যবাদ।
আমরাও চমৎকৃত আপনার মন্তব্যে। এক গুনী শিল্পী আরেক গুনী শিল্পীর প্রশংসা করছেন এটা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির সৌন্দর্য। আপনাকেও গান বাংলার আয়োজনে দেখতে চাই। আর সবশেষে আগামী নির্বাচনে আপনার আশু সাফল্য কামনা
করছি।
মান্নান কাকা... আপনারে অন্তর থেকে কলিজা ছেড়া ভালোবাসা 😍
I hv lost my words! Superb! Taposh bhai is truly a visionary world class musician. Mannan Mohammed's soulful voice with a classical flavour mesmerized all.
এই নিয়ে ৯৩ বার গানটা সুনলাম💗💗আরো শুনতে ভালো লাগছে.........
Ami 60 ber hobe
My god. I have lost myself. What a extraordinary singing. This is outstanding. Loved it. And mr taposh thanks a lot
এমন ভাবে কেও গান গায়।।। ভিতর টা পুরাই শেষ করে দিছে😭😭😭😭 শরীর এর পশম দাড়িয়ে গেছে।
plz help me.. আমি একটা বার তার সাথে দেখা করতে চাই
Atn Bangla te ashlei paben.
আপ্নি কি সত্যি দেখা করতে চান।
Ami o chai dekha korte
Gulshan niketon e basha..khoj koren
Niketon e 1no road e asian tv er office er ager golir morey basa
ওয়াও, সত্যিই অসাধারণ। হৃদয় ছোঁয়া সুর আর কম্পোজিশন
এক কথায় দারুন লিরিক্স আর মিউজিক্টা পুরাই কইলজায় লাগছে 😍😍😍
ধন্যবাদ তাপস ভাইকে বাংলাদেশের সকল হীরার খনিদের আমাদের সামনে নিয়ে আসার জন্য। মান্নান স্যার আপনার গলাটা এক কথায় মাশাল্লাহ।
Gan ar modde ma sha allah bolte hoi na onno kichu bolte parten ata na bole
এই দরদী রিয়েল কন্ঠের মানুষ এত আড়ালে কেনো?জাতির কাছে আমার প্রশ্ন
মানুষ আজ অপরাধীতে ব্যাস্ত
জাতি আগাগোড়া বেঈমান জাতি।
আমাদের Young Generation এর কাছে এনারা সত্যি একটা আইকন,,আমি মুগ্ধ এনার কণ্ঠ শুনে আর প্রচুর বিমোহিত🥰🥰🥰🥰!!
এদেরকে সামনে আনুন।
ভাই দেশে ভালো জিনিসের কদর নাই।
আহ!!!বার বার শুনলাম।পিওর ভকাল।মিউজিক হৃদয় ছুঁয়ে গেছে।শুভকামনা নিরন্তর।
Oh my God. What a music composition. Awesome
Bağlaman, şelpen ne güzel bir çeşitlilik katmış. Çok güzel dillerde çok güzel sentezler, ellerinize sağlık...
অসাধারণ.... মন ছুঁয়ে যাওয়া গান গুলো নতুন আঙ্গিকে উপহার দেয়ার জন্য গান বাংলাকে অনেক ধন্যবাদ! তাপস ভাইর জন্য অনেক অনেক ভালবাসা ও শুভকামনা
বারি সিদ্দিকির আমার গায়ে যত দুঃখ সয় গান টার পরে এটাই প্রথম আবার হৃদয়ে লাগলো। বাংলাগানে আর এক অনবদ্য সৃষ্টি।
What a wonderful song! Lyrics, voice just awesome. Very very touchy. I wish i could listen such type of music more. Expressing good wishes for the singer. Expecting to listen more from him.
অামি প্রথমেই ধন্যবাদ দিতে চাই তাপস ছ্যারকে এবং অবশ্যই গায়ক + যারা মিউজিক করেছেন💗💗🇧🇩🇧🇩
জানি কতটা কষ্ট পেলে মানুষ এরকম গান লিখতে পারে, আর গাইতে পারে।
আসলেই অসাধারণ একটি গান।
গান টা অসাধারন। যত বার শুনি ততবার ভাল লাগে। ভাল ভাল মিউজিশান আছে এই গান এ
অসাধারণ একটি গান উপহার দেওয়ার জন্য তাপস ভাইকে ধন্যবাদ। আমি মন্নান ভাইয়ে গান আজ প্রথম সুনলাম। আমার কাছে এতটা ভাল লাগেছে যে আমি মুখের ভাষায় বুঝাতে পারবো না।
Wow very very nice song & excellent video upload dear new friend thank you so much.