Worldwide Best Whipping and Reef Knot for Scouting.

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Worldwide Best Whipping and Reef Knot for Scouting. স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বি-পি)। দড়ি ও লাঠি স্কাউট পোশাকের অংশ হিসাবে বিদ্যমান। দড়ি স্কাউটদের ভাল বন্ধু ( ‍A rope is a good friend of scout) এবং তাদের এ বন্ধু সম্পর্ক ভাল ভাবে জানা দরকার। স্কাউটেরা দড়ির নানাবিধ ব্যবহার করে থাকে। তবে স্কাউটিং কার্যক্রমে বিভিন্ন ধরনের গেরো বাঁধতে দড়ির বহুল ব্যবহার লক্ষ্যনীয় । স্কাউটেরা তাদের বিভিন্ন কার্যক্রমে গেরো ব্যবহার করে। দড়ির কাজের মাধ্যমে যেমন সহজে দক্ষতা বৃদ্ধি করা , তেমনি ব্যক্তিগত জীবনে দড়ির ব্যবহার প্রচুর , যাতে করে প্রশিক্ষণের চর্চা ঘটে ,ফলে জ্ঞানের বিকাশ তরান্বিত হয় এবং Best Azopi Therapy and Scouting এর বিভিন্ন ভিডিওর মাধ্যমে দড়ির ব্যবহার সুন্দর ভাবে শেখা যায় । Scout বন্ধুরা Video দেখে দেখে অনুশীলন করলে তোমার ইউনিটের স্কাউট ডেনে , বিভিন্ন সমাবেশ ,জাম্বুরীতে Pioneering Project ও গেজেট তৈরি করে তোমার দক্ষতা প্রদর্শন করতে পারবে।
    দড়ি সাধারণত: পাট,শন, নারিকেলের ছোবড়া, ম্যানিলা, নাইলন, স্টীল, লোহা, তামা ইত্যাদি দিয়ে তৈরি করা হয় । দড়ি প্রধানত: তিন প্রকার --
    ১) হসার লেড রোপ(Hawser Laid Rope) : এই দড়ি তিনগুন ওয়ালা যা বাম দিক হতে ডান দিকে পেঁচিয়ে তৈরি করা হয়।
    ২) শ্রাউড লেড রোপ (Shroud Laid Rope) : এই দড়ি পাঁচগুন ওয়ালা এবং বাম দিক হতে ডান দিকে পেঁচিয়ে তৈরি করা হয় । এই দড়ি তৈরি করা সময় একটি গুন মাঝখানে থাকে ও অন্য চারটি ঐ গুনের ওপর দিয়ে বাম দিক হতে ডান দিকে
    প্যাঁচানো থাকে ।
    ৩) ক্যাবল লেড রোপ (Cable Laid Rope) : এই দড়ি তিনগুন ওয়ালা এবং তিনটি হসার লেড রোপ দিয়ে তৈরি ।
    দড়ির বিভিন্ন অংশ -একটি দড়ির দু‘টি অংশ থাকে। যে প্রান্ত দিয়ে কাজ করা হয় তাকে চলমান প্রান্ত (Running Part) এবং যে প্রান্ত ব্যবহার করা হয় না তাকে স্থির প্রান্ত ( (Standing Part) বলে ।
    Whipping ; দড়ি মুখ খুলে গিয়ে গুনগুলো যতে ছড়িয়ে না পরে তার জন্য দড়ি মুখকে কোন সরু সুতা দিয়ে বেঁধে রাখার নাম Whipping. স্কাউটিংয়ে তিন ধরনের হুইপিং ব্যবহার করা হয়ে থাকে -- ১) সাধারণ হুইপিং (Common Whipping) ২) সেইল মেকার হুইপিং ( Sailmaker`s Whipping) ৩) ওয়েষ্ট কানট্রি হুইপিং ( West Country Whipping).
    সাধারণ হুইপিং (Common Whipping) : একাদিক গুনের দড়ির মুখ বাঁধার জন্য একহাত পরিমান চিকন সুতার প্রয়োজন হয়। চিকন সুতা ১ ইঞ্চি পরিমান দিয়ে লুপ তৈরি করে , লুপটি দড়ি মাথার কিছুটা নিচের দিকে স্থাপন করে ২ আঙ্গুল দিয়ে চেপে ধরে অন্য হাত দিয়ে নিচের দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আঁধা ইঞ্চি পরিমান প্যাচাতে হবে। তারপর প্যাচানো প্রান্তটি লুপের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিতে হবে । তারপর চিকন সুতার লুপের প্রান্ত টান দিতে হবে। এবার সাধারণ হুইপিং (Common Whipping) হয়ে যাবে ।
    ডাক্তারী গেরো ( Reef Knot ) : দুটি একই মাপের দড়ির প্রান্ত জোড়া দেয়ার জন্য উভয় দড়ির চলমান প্রান্ত এমন ভাবে ধরতে হবে যাতে সামনে সামনে বাড়তি থাকে । বাম হাতের প্রান্ত ডান হাতের প্রান্ত উপর রেখে ডান হাত দিয়ে প্রান্তকে নিচের দড়িতে ডানদিকে একটি প্যাচ দিয়ে উঠিয়ে বাম হাতের প্রান্তের উপর ডান প্রান্ত দিয়ে পূর্বরমত প্যাচ দিয়ে ডাক্তারী গেরো দেয়া হয় । ইংরেজীতে Reef Knot তৈরীর কৌশল ভালভাবে মনে রাখা যায় Left to the right & Right to the Left.
    besthealthcare......
    আযোপি ব্যায়াম বিষয়ক ব্যক্তিগত আলাপ করতে আমার ফেইসবুকে পেইজে যোগাযোগ করতে পারেন।
    / mens-sana-in. .
    আমার ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট:
    www.facebook.c....
    টুইটার অ্যাকাউন্ট:
    / ab_abdulwahab4best
    #আযোপি ব্যায়াম
    #Best Azopi Therapy
    #Abdul wahab7
    #Scouting
    #Best Azopi Therapy Exercise
    #Best Azopi Therapy & Scouting
    #Azopi therapy beyam
    #ঔষধ বিহীন জীবন যাপন
    #Acupressure
    #Acupressure ponts
    #Health Exercise
    #Baden Powell`s Six Scout Exercise
    #scout
    #scouting
    #baden powell
    #scout pubg
    #scout twerk
    #scout live
    #pubg live dynamo
    #pubg live
    #pubg mobile live
    #pubg mobile live stream
    #acupressure points
    #exercise
    #benefits of exercise
    #mental health
    #pubg
    #walk at home
    #walking exercise for weight loss

КОМЕНТАРІ •