না সজনি না, আমি জানি জানি সে আসিবে না,----শিল্পীর কন্ঠে প্রেম পর্যায়ের এই গানটি শুনুন।

Поділитися
Вставка
  • Опубліковано 1 сер 2024
  • পূর্বেই জানিয়েছি,এবছরের একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার। আমাদের দেশের সরকারি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক এটি। বাংলাদেশ থেকে শান্তিনিকেতনে প্রথম ব্যাচের ছাত্রী তিনি।শিল্পীর কন্ঠের সাথে কারো কন্ঠের আংশিক বা অনেকটা মিল একেবারেই পাওয়া যায় না। একটু ভিন্ন ধরনের আকর্ষণীয় কন্ঠ বৈশিষ্ট্য তার মধ্যে। কিশোর উত্তীর্ণ কালে এই গানটি আমরা খুব শুনতাম। রবীন্দ্রসঙ্গীত না বুঝলেও গানটি ভালো লাগতো। এখনো যে ভালো বুঝি,তাও নয়। না সজনি না, আমি জানি জানি সে আসিবে না,----শিল্পীর কন্ঠে প্রেম পর্যায়ের এই গানটি শুনুন।

КОМЕНТАРІ • 1

  • @promadhar4391
    @promadhar4391 2 роки тому

    না, সজনী, না, না, সজনী, না
    আমি জানি জানি সে আসিবে না
    এমনি কাঁদিয়ে পোহাইবে যামিনী
    বাসনা তবু পূরিবে না
    জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল না
    না, সজনী, না, না, সজনী, না
    যদি বা সে আসে, সখী, কী হবে আমার তায়
    সে তো মোরে, সজনী লো
    ভালো কভু বাসে না, জানি লো
    যদি বা সে আসে, সখী, কী হবে আমার তায়
    সে তো মোরে, সজনী লো
    ভালো কভু বাসে না, জানি লো
    ভালো করে কবে না কথা, চেয়েও না দেখিবে
    ভালো করে কবে না কথা, চেয়েও না দেখিবে
    বড়ো আশা করে শেষে পূরিবে না কামনা
    না, সজনী, না, না, সজনী, না
    আমি জানি জানি, সে আসিবে না
    এমনি কাঁদিয়ে পোহাইবে যামিনী
    বাসনা তবু পূরিবে না
    জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল না
    না, সজনী, না, না, সজনী, না