না সজনি না, আমি জানি জানি সে আসিবে না,----শিল্পীর কন্ঠে প্রেম পর্যায়ের এই গানটি শুনুন।

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024
  • পূর্বেই জানিয়েছি,এবছরের একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার। আমাদের দেশের সরকারি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক এটি। বাংলাদেশ থেকে শান্তিনিকেতনে প্রথম ব্যাচের ছাত্রী তিনি।শিল্পীর কন্ঠের সাথে কারো কন্ঠের আংশিক বা অনেকটা মিল একেবারেই পাওয়া যায় না। একটু ভিন্ন ধরনের আকর্ষণীয় কন্ঠ বৈশিষ্ট্য তার মধ্যে। কিশোর উত্তীর্ণ কালে এই গানটি আমরা খুব শুনতাম। রবীন্দ্রসঙ্গীত না বুঝলেও গানটি ভালো লাগতো। এখনো যে ভালো বুঝি,তাও নয়। না সজনি না, আমি জানি জানি সে আসিবে না,----শিল্পীর কন্ঠে প্রেম পর্যায়ের এই গানটি শুনুন।

КОМЕНТАРІ • 14

  • @mahmudaparvin7221
    @mahmudaparvin7221 День тому

    , অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে লিখতে হচ্ছে মরহু্মা পাপিয়া সারোয়ার আমাদের হাজার হাজার দর্শককে কান্নার সাগরের ভাসিয়ে ইহকালে চলে গিয়েছেন!! আল্লাহ রাব্বুল আলামীন আপনার কৃপা গুনে এই ওনাকে জান্নাতুল ফেরদৌসরে সুউচ্চ মর্যাদা দা।ন❤❤❤ করুন

  • @simplerecipes1251
    @simplerecipes1251 5 днів тому +6

    প্রিয় শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি 🥲🥲🥲

  • @md.abdulquddus9451
    @md.abdulquddus9451 3 дні тому

    নিরহংকার, অন্তরালে থাকতেন,অসম্ভব উঁচু মানের শিল্পী ছিলেন, আমরা বেশীদিন তাকে পেলাম না, কষ্ট লাগে।

  • @Amarkobita-n8e
    @Amarkobita-n8e 10 годин тому

    অসাধারণ একটি কন্ঠের অধিকারিনী ছিলেন | ❤❤❤❤❤

  • @MdFabirIslam
    @MdFabirIslam 5 днів тому

    অসময়ে প্রিয় শিল্পির চলে যাওয়া বেদনার। তার আত্মার মাগফেরাত কামনা করছি।

  • @bazlulghanibhuiyan5566
    @bazlulghanibhuiyan5566 5 днів тому +1

    আমার প্রিয় শিল্পী, আল্লাহ ওনাকে ক্ষমা করে বেহেশতে রাখুন।।

  • @kabirdarpan6772
    @kabirdarpan6772 5 днів тому +1

    চলে গেলেন কিংবদন্তি শিল্পী পাপিয়া সারোয়ার.. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন.. তার আত্মার আত্মার মাগফেরাত কামনা করছি..
    রবীন্দ্রনাথের গান গাইলেও "নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম" গানটি তাকে অন্যরকম জনপ্রিয়তা এনে দেয়। "পাপিয়া রে পাপিয়া" গানটিও শ্রোতামহলে সমাদৃত হয়।
    "আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল",
    "হৃদয়ের এ কূল ও কূল",
    "আমারও পরাণও যাহা চায় ",
    "বরিষ ধরা মাঝে শান্তির বারী" প্রমুখ রবি ঠাকুরের গানগুলো আজও শ্রোতা হৃদয়ে নাড়া দিয়ে যায়..
    ওপারে ভালো থাকবেন প্রিয় শিল্পী 🇧🇩❤️

  • @babitabarua8714
    @babitabarua8714 4 дні тому

    প্রিয় শিল্পীর মৃত্যুতে গভীর শোকাহত আমি।😢😢😢

  • @alponajahansunny246
    @alponajahansunny246 5 днів тому +1

    প্রিয় শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা।
    আমি জানি এই শিল্পীর গানের অনুষ্ঠান থাকলে আমি কখনো টেলিভিশনের সামনে থেকে উঠতাম না।
    ভিষণ কষ্ট পেয়েছি তাঁর মৃত্যুতে।

  • @عائشهتمنى-ل9ث
    @عائشهتمنى-ل9ث 4 місяці тому

    অনেক দিন গানটা খুজছিলাম কিন্তু মনে পরছিল না,আজ সকালে মনে পরতেই কয়েকবার শুনলাম। আমার প্রিয় একজন শিল্পী ।

  • @promadhar4391
    @promadhar4391 2 роки тому +3

    না, সজনী, না, না, সজনী, না
    আমি জানি জানি সে আসিবে না
    এমনি কাঁদিয়ে পোহাইবে যামিনী
    বাসনা তবু পূরিবে না
    জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল না
    না, সজনী, না, না, সজনী, না
    যদি বা সে আসে, সখী, কী হবে আমার তায়
    সে তো মোরে, সজনী লো
    ভালো কভু বাসে না, জানি লো
    যদি বা সে আসে, সখী, কী হবে আমার তায়
    সে তো মোরে, সজনী লো
    ভালো কভু বাসে না, জানি লো
    ভালো করে কবে না কথা, চেয়েও না দেখিবে
    ভালো করে কবে না কথা, চেয়েও না দেখিবে
    বড়ো আশা করে শেষে পূরিবে না কামনা
    না, সজনী, না, না, সজনী, না
    আমি জানি জানি, সে আসিবে না
    এমনি কাঁদিয়ে পোহাইবে যামিনী
    বাসনা তবু পূরিবে না
    জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল না
    না, সজনী, না, না, সজনী, না

  • @MdMohsin-r9b
    @MdMohsin-r9b 3 дні тому

    May Allah forgive her and send her to heaven.

  • @jesminmasud6628
    @jesminmasud6628 3 місяці тому

    Excellent

  • @MdMohsin-r9b
    @MdMohsin-r9b 3 дні тому

    This song reveals the hidden spirit of the noted singer.