ঘর সাজাতে সেরা ১০ টি ইনডোর প্ল্যান্ট |ঘর সাজানোর গাছ | সেরা ইনডোর গাছ - Top 10 indoor plants

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • ঘর সজ্জায় ব্যবহার করার মত ১০টি ইনডোর প্ল্যান্ট
    May 30, 2020 | By Zahra Tasnim
    আমরা আমাদের ঘরকে নিজের রুচি এবং পছন্দ অনুযায়ী নানাভাবে সাজাতে পারি। সেটা হতে পারে দেয়ালে বাঁধানো ফ্রেমবন্দি প্রিয় কোনো ছবি দিয়ে, অথবা সাইড টেবিলের ওপরে রুচিশীল কোনো শোপিস রেখে, কিংবা সোফার নিচে সুন্দর ছিমছাম কোনো কার্পেটের ব্যবহার করে। এসব কিছুই আপনার বাসাকে নান্দনিকতার ছোঁয়া দেয়। কিন্তু ঘরের সৌন্দর্যচর্চায় সবসময় নিত্যনতুন জিনিস কেনা আপনার পকেট কিংবা বাজেটের পক্ষে সুখকর নাও হতে পারে। আর এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে আমাদের ‘মাদার ন্যাচার’।
    ঘরে লাগানো ইনডোর প্ল্যান্টের ব্যবহার যে ঘরকে শুধুমাত্র সতেজতাই নিয়ে আসে এমনটা নয়, বরং সৌন্দর্য বাড়াতেও এর জুড়ি নেই। ইনডোর প্ল্যান্টের সবুজ সতেজতা আপনার ঘরকে দিবে নির্মলতার ছোঁয়া; যা আপনার মনকেও সাহায্য করবে প্রশান্তির পরশ পেতে। এসব ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে, যার কারণে আপনি ঘরে ইনডোর প্ল্যান্ট লাগাবেন। যেমন- গাছ আপনার ঘরের বাড়তি খালি জায়গাটুকুকে ভরাট করে নতুনত্ব নিয়ে আসতে পারে। যদি আপনার ঘরের কোণায় খালি জায়গা থাকে, তবে আপনি সেখানে একটি গাছ রাখতে পারেন এবং এর সঙ্গী হতে পারে বেহালা কিংবা তানপুরার মতো কোনো বাদ্যযন্ত্র। আর এর মধ্যে দিয়েই সেই খালি জায়গাটি পাবে নতুনত্বের ছোঁয়া।
    গুরুত্বপূর্ণ বিয়য় হচ্ছে, ঘরে রাখা চারাগাছ কিংবা ইনডোর প্ল্যান্ট আপনার ঘরের বায়ু সংশোধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাসার এক গবেষণায় দেখা গেছে, ঘরের চারাগাছ বায়ুর ৮৭ শতাংশ দূষণ রোধ করতে সক্ষম। গৃহবাসীদের জন্য উপযোগী এবং নির্মল বায়ু যোগান দিতে পারে ঘরে রাখা এই চারাগাছগুলো।
    #indoorplants
    #কবুতর #carrot #গাজর #gach #গাছ
    #স্নেক_প্লান্ট
    #পিস_লিলি
    Music: Rain
    Musician: @iksonmusic

КОМЕНТАРІ • 1