গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোগ, ঘরোয়া ও জৈব উপায়ে দমন করুন। Prevent Leaf Curl Diseases for plants..

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 456

  • @greenlover9651
    @greenlover9651 2 роки тому +79

    লঙ্কা ও গোলাপ গাছের পাতা কুঁকড়ে যাওয়া একটা ভয়ঙ্কর সমস্য।
    জৈব ও ঘরোয়া ভাবে এত সুন্দর সমাধান দেখে মুগ্ধ হলাম।
    অবশ্যই apply করবো এই ঘরোয়া টিপস্।
    হিং যেটা আপনি বললেন সেটা মুদী খানা দোকানের থেকে কিনে apply করলে হবে তো?
    সাধের ছাদ বাগান চ্যানেল সবার থেকে আলাদা ও অনন্য।
    এভাবেই যেন সারা জীবন আমরা শিখতে পারি রাজু ভাই, আপনার সুন্দর ভিডিও গুলির থেকে।
    অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইলো আপনার জন্য।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому +7

      হ্যাঁ মুদি খানা দোকানের হিং দিয়েই কাজ হয়ে যাবে। 15 মিনিট ভিজিয়ে রাখবেন ব্যবহার এর আগে।
      অনেক ধন্যবাদ আপনাকে।
      সব সময়ই পাশে আছি।

    • @ramaghosh6562
      @ramaghosh6562 2 роки тому +2

      look

    • @ramaghosh6562
      @ramaghosh6562 2 роки тому +3

      look no

    • @iladutta1541
      @iladutta1541 2 роки тому +2

      ​@@ramaghosh6562 bunJ mo

    • @srestangshukundu8278
      @srestangshukundu8278 2 роки тому +1

      একদম ঠিক বলেছেন।
      খুব ভালো লাগলো আজকের ভিডিওটা।

  • @tarunanjoy7609
    @tarunanjoy7609 Рік тому +1

    আমি তোমার ফ্যান । অনেক দিন খুবই গুরুত্বপূর্ণ একটা উপস্থাপনা খুঁজে পাওয়া গেল।আমি ৭০ বছরের বুড়ো। তোমার সব ভিডিও দেখি এবং সেই পরামর্শ অনুযায়ী চলি খুবই উপকার পাই । আমার মনে হয় তুমি শিক্ষক। আমি ও শিক্ষক ছিলাম।
    ধন্যবাদ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      আমার প্রণতি গ্রহণ করবেন জ্যাঠামশাই।
      কলেজে পড়াই।
      আপনার অনুমান সঠিক।
      সব সময় আপনাদের পাশে আছি।

  • @basudevhensh8596
    @basudevhensh8596 2 роки тому +2

    অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আমার খুব ভালো উপকার হল। আপনার উত্তর পেয়ে। 🌻সাধের ছাদ বাগান। সুধু বাগান নয়। ভালো বাসার ফুল। সব রকম কিছু গাছ নিয়ে।যাবে অনেক দূর। 🌻🙏🙏🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому +1

      বাসুদেব দা
      আপনাকে আমার প্রণতি জানাই।
      ব্যস্ততার কারণে যদি রিপ্লাই দিতে দেরি হয়, আর যদি কোনো emergency থাকে তাহলে আপনার প্রশ্ন টা আরো একবার কষ্ট করে লিখবেন। আসলে 1 দিন বা দুদিন রিপ্লাই দিতে দেরি হলে, কমেন্টস গুলো নীচের দিকে চলে যায়।
      এভাবেই সাথে থাকবেন দাদা।
      নিরন্তর শুভকামনা রইলো।

  • @SaifulIslam-uf7sw
    @SaifulIslam-uf7sw Рік тому +6

    আপনি যে কীটনাশক এর নাম বলেছেন সেগুলো আমাদের বাংলাদেশে অন্য নাম। তবে যদি আমাদের বাংলাদেশে পাওয়া যায় এমন নাম বললে ভালো হয়। Videoটা অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому +2

      আন্তরিক ধন্যবাদ।
      আসলে টেকনিক্যাল নাম দিয়ে সার্চ করলেই পাবেন।
      আমি একটা ভিডিও পাঠালাম, এটা দেখুন এবং এই টেকনিক্যাল নাম অনুসারে ঔষধ কিনে রাখুন আপনার বাগানের জন্য।
      ua-cam.com/video/I-MhsoHQiVI/v-deo.html

  • @srestangshukundu8278
    @srestangshukundu8278 2 роки тому +3

    Asadharon ভিডিও
    দারুণ উপকার পেলাম আজ।
    থ্যাংক ইউ রাজু ভাই।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      মোস্ট ওয়েলকাম।
      খুব ভালো লাগলো আপনার অনুভব এ।

  • @pujabandyopadhyay9395
    @pujabandyopadhyay9395 4 місяці тому

    Ei video ta khub kajer.ami upokar peyechi

  • @sunitadas2946
    @sunitadas2946 Рік тому

    আমি কাকা ব্যবহার করি।খুব ভালো এটি। অনেক ধন্যবাদ।

  • @shuvapratimsaha3508
    @shuvapratimsaha3508 2 роки тому +1

    গাছের পাতা কুকড়ে যাওয়ার সম্পূর্ন সমাধান। ইউটিউব এর সেরা ভিডিও।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      থ্যাংক ইউ ভেরি মাচ।

  • @sharatchakraborty9946
    @sharatchakraborty9946 Рік тому +1

    Khuboi Sundar o upokari alochona...adhikangsho manuser kaje lagbe...Dada,Apake anek anek dannobad...shubhoratri...sc..from cob.distt.(WB)

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে শরৎ দা।
      এভাবেই পাশে থাকবেন।
      আপনার বাগানের গাছেদের সতেজ ও সবুজ রাখবেন।

  • @chitrachatterjee7560
    @chitrachatterjee7560 2 роки тому +3

    খুব ভাল লাগল, আমার এই রকম উপাদান খুব দরকার ছিল, thank you very much

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому +1

      Welcome চিত্রা দি।
      Step by step ফলো করে উপাদান গুলো দিয়ে pesticide বানিয়ে নিন
      আর গাছের পাতা কুঁকড়ে যাওয়া রোগ থেকে রক্ষা করুন গাছকে।
      পাশে আছি।

  • @sumitabiswas6434
    @sumitabiswas6434 Рік тому +2

    Khub bhalo laglo. Informative video. Many thanks.

  • @babyhore435
    @babyhore435 11 місяців тому

    Vison bhalo laglo,try kore dekhbo.Eto sundor bornonar jonno ekta thanks janatei hoy.Valo thakben.

  • @jayabiswasart
    @jayabiswasart 4 місяці тому +1

    Videota dekhe khub upokar holo.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  4 місяці тому

      তাই।
      অশেষ ধন্যবাদ আপনাকে।

  • @asrafulalam1025
    @asrafulalam1025 2 роки тому +4

    Dada valo achen? Vdo ta khub valo laglo, ei tips ta khub proyojon chilo, apnake onek dhonnobad. Valo thakun, sustho thakun r eibhabe notun notun vdo diye gach premider sahajjo korun.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      আমি অনেক অনেক অনেক অনুপ্রেরণা পেলাম আশরাফুল দা।
      খুব ভালো লাগলো আপনার অনুভব।
      আপনারা পাশে থাকলে এই রকম ভিডিও আরো পোস্ট করতে পারবো।
      আপনিও ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
      শুভকামনা নিরন্তর।

  • @DilipDas-or9bw
    @DilipDas-or9bw Рік тому +1

    এতো সুন্দর চ্যানেল আমি খুব কম দেখেছি ।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      অনেক অনুপ্রেরণা পেলাম।
      পাশে থাকবেন।

  • @plantscare7593
    @plantscare7593 2 роки тому +2

    জাস্ট ফাটাফাটি রাজু ভাই।
    একটা ভিডিওতে
    গাছের পাতা কুঁকড়ে যাবার সাত কাহন।
    অপূর্ব ও অনবদ্য।
    কি দারুণ ভাবে যেভাবে আপনি একটার পর একটা পাতা কুঁকড়ে যাবার কারন বললেন ও তার সমাধান জৈব উপায়ে বলে দিলেন তা এক কথায় অসাধারণ।
    খুবই গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও, আমার মতো বহু ছাদ বাগানি উপকার পাবেন।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      আপনাদের উপকারে আসলে আমি ধন্য হবো।
      পুরোটাই জৈব উপায়ে কন্ট্রোল করা শেখালাম। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টস বক্স এ জানাবেন।

  • @chaitalibasak8500
    @chaitalibasak8500 2 роки тому +5

    এই সমস্যার সমাধান খুঁজে পেয়ে খুব খুশি হলাম। ভালো থাকবেন

  • @nikhilchandramalakar5754
    @nikhilchandramalakar5754 Рік тому +4

    খুব সুন্দর করে আলোচনা করলেন দাদা,আমি বেশ উপকৃত হব, সমস্যাটা আমার আছে,,,,শশা নিয়ে বিডিও দেবেন,,,, ধন্যবাদ,,,

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      Welcome
      আচ্ছা অবশ্যই চেষ্টা করবো শশা নিয়ে experiment করবার।
      আসলে অনেক আগে ছাদে শশা চাষ করতাম।
      এখন অনেকদিন করিনি।
      ছাদে শশা লাগিয়ে তারপর এক্সপেরিমেন্ট সফল হলে তবেই ভিডিও করবো।
      একটু সময় দিন plz

  • @SawpanSarkar-v6m
    @SawpanSarkar-v6m 8 місяців тому

    ❤❤❤ marvellous ,namaste ,খুব ভাল লাগল।

  • @ARIFHOSSAIN-cg9nc
    @ARIFHOSSAIN-cg9nc Рік тому

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভিডিও টি ডাউনলোড করে রাখলাম

  • @chanchalmondal1999
    @chanchalmondal1999 2 роки тому +1

    অনেক কিছু জানলাম । ধন্যবাদ।

  • @shrabaniroy2432
    @shrabaniroy2432 Рік тому +1

    Khubi upokrito holam.

  • @lipichowdhury2140
    @lipichowdhury2140 Рік тому +1

    খুব ভালো লাগলো ভিডিও টা আমি নীম ওয়েল ব্য্যবহার করি কিন্তুউ 1000ppm এর ব্যাপারে জানতাম না
    অনেক ধন্যবাদ দাদা

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому +2

      Welcome
      আন্তরিক শুভকামনা।
      সব সময় ppm দেখে নিম অয়েল কিনবেন।

    • @lipichowdhury2140
      @lipichowdhury2140 Рік тому

      @@sadherchhadbagan hai amar neem oil ta 1500ppm check korlam

  • @faridafoodz007
    @faridafoodz007 Рік тому +2

    অনেক উপকারী ভিডিও ভাইয়া।

  • @dilipghosh3792
    @dilipghosh3792 2 роки тому +1

    দারুন প্রেজেন্টেশন ....... ধন্যবাদ ,

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      আন্তরিক শুভকামনা।
      শুভ দীপাবলি।

  • @laxmipriyabiswas5089
    @laxmipriyabiswas5089 2 роки тому +1

    Ei video r jonno onk onk thank u

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      আন্তরিক ধন্যবাদ দিদি।
      আপনার কমেন্টস গুলো আমকে অনেক প্রেরণা জোগায়।
      সঙ্গে থাকবেন।

  • @somasaha5880
    @somasaha5880 Рік тому

    Thank u dada khub upokrito holam

  • @homemadegheebehalakolkata
    @homemadegheebehalakolkata 9 місяців тому +1

    ভালো লাগলো.
    আরো কম সময় নিয়ে ভিডিও বানান.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  9 місяців тому

      শর্ট ভিডিও গুলো দেখুন আমার চ্যানেলের
      59 সেকেন্ড এর।

  • @alpanamondal4788
    @alpanamondal4788 2 роки тому +1

    Khub upoker holo thanks

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      ওয়েলকাম।
      শুভকামনা জানাই।

  • @sumanadas9975
    @sumanadas9975 3 місяці тому

    ভিডিওটা সেভ করে রাখলাম আমার লঙ্কা গাছের জন্য প্রয়োগ করবো

  • @lutfurrahman1326
    @lutfurrahman1326 Рік тому

    সুন্দর পরামর্শ পেলাম।

  • @dipaliseatingshowcreativit8300
    @dipaliseatingshowcreativit8300 6 місяців тому

    Khub valo laglo video ta bhai 👍♥️

  • @swapandey4911
    @swapandey4911 5 місяців тому

    বেশ ভালো লাগলো

  • @enakshimajumder813
    @enakshimajumder813 2 роки тому +1

    Khub upokar holo ra vay

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      আচ্ছা দিদি।
      আমি আপ্লুত হলাম।

  • @halibarbaro6849
    @halibarbaro6849 Рік тому +3

    It is a very good & easy tip for new farmer, thankyou very much.

  • @minabose9374
    @minabose9374 2 роки тому +1

    এটা দারুন বলেছেন

  • @sunandasinha6375
    @sunandasinha6375 2 роки тому +2

    খুব খুবই প্রয়োজনীয় তথ্য।

  • @kalyanikandar8589
    @kalyanikandar8589 2 роки тому +2

    অনেক ধন্যবাদ।

  • @venusgarden959
    @venusgarden959 Рік тому +3

    Amazing video🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @কাব্যসুধা
    @কাব্যসুধা Рік тому +2

    ড্রাগন ফলের পরিচর্যা বিষয়ে একটি বিস্তারিত ভিডিও দিন প্লিজ।

  • @shukdevprodhan2217
    @shukdevprodhan2217 Рік тому +1

    খুব সুন্দর লাগলো

  • @asitbaranchakraborty9711
    @asitbaranchakraborty9711 2 роки тому +1

    খুব ভালো লাগলো। ধন্যবাদ।

  • @baisakhibhowmick5620
    @baisakhibhowmick5620 6 місяців тому +1

    Akdom thik. ...holud neem oil ar lonka guro diyei kella fote hoye gache. .....ami prochur dami pesticide use korechi....holud er solution ta cheke nite hobe noyto sprayer nosto hoye jaye

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  6 місяців тому

      একদমই ঠিক।
      আমিও উপকার পেয়েছি প্রচুর।

  • @aditymukherjee5079
    @aditymukherjee5079 Рік тому +1

    khub helpful video

  • @barichoudhury5591
    @barichoudhury5591 Рік тому +1

    Best video.Thanks from Bangladesh

  • @aniruddhmukerji9008
    @aniruddhmukerji9008 Рік тому +1

    Thank you so much for your lovely information,bhai.

  • @sandozhalder9616
    @sandozhalder9616 Рік тому +3

    ভালো কিন্তু সময় অনেক বেশি লেগেছে ❤

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      Dhonyobad
      অবশ্যই চেষ্টা করবো, ছোট ভিডিও করতে।

  • @sangitasarkar253
    @sangitasarkar253 2 роки тому +1

    Anek dhanyabad dada..Neem oil er PPM jantam na...anek upokar korlen..

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      আন্তরিক শুভকামনা সঙ্গীতাদি।
      ভালো থাকবেন।
      1000 এর নীচের ppm এর নিম অয়েল কিনবেন না।

  • @shampachoudhury8191
    @shampachoudhury8191 Рік тому +1

    খুব সুন্দর একটি ভিডিও

  • @samirparia9913
    @samirparia9913 Рік тому +1

    খুবই ভালো লাগলো আপনার ভিডিওটি দেখে খুবই উপকৃত হলাম এরূপ আরো ভিডিও ডাউনলোড করলে সাধারণ মানুষ উপকৃত হবে প্লাস্টিক টপ এ গাছ লাগানো কোন অসুবিধা হবে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন....

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      আপনার কমেন্টস পেয়ে অনুপ্রেরণা পেলাম।
      প্লাস্টিকের টবে গাছ না লাগানোই ভালো।
      কারণ অতিরিক্ত জল মাটির টবের রন্ধ্র দিয়ে বেরিয়ে আসতে সক্ষম।
      প্লাস্টিকের টবে সেটা হয় না।
      মাটির টব অতিরিক্ত জল শুষে নিয়ে গাছের মাটি ঝুরঝুরে রাখতে সাহায্য করে।
      প্লাস্টিকের টবে সেটা কখনোই সম্ভব নয়।
      মাটির টব ভারী হওয়ায় হাওয়া দিলে উল্টে যায় না।
      প্লাস্টিকের টব কিন্তু ঝড়ে উল্টে যাবেই।

  • @TapasRoy-m5y
    @TapasRoy-m5y 10 місяців тому

    Nice presentation for orange chilly jplant

  • @sunandasinha6375
    @sunandasinha6375 Рік тому +1

    উপকারী তথ্য।

  • @pravatidas743
    @pravatidas743 Рік тому +1

    ধন্যবাদ ভাই

  • @akdutta4501
    @akdutta4501 2 роки тому +1

    Satty Apnar theke onek kichui sekhar Ache.

  • @humayunkabir-dn7tx
    @humayunkabir-dn7tx 2 роки тому +1

    ধন্যবাদ মহাশয়

  • @anjalibiswas6419
    @anjalibiswas6419 Рік тому

    Thank you bhai for your suggestion

  • @nilufayasmin9425
    @nilufayasmin9425 2 роки тому +1

    খুব ভালো লাগলো

  • @bablisinha9442
    @bablisinha9442 2 роки тому +1

    Khub valo laglo

  • @kingshukchakraborty9370
    @kingshukchakraborty9370 Рік тому

    Very very good tip's and like
    Like. Ok

  • @pradipkumardas7455
    @pradipkumardas7455 4 місяці тому

    raju vai
    lonka gacher tober matite kon jaibo sar debo?

  • @nonigopalgoswami2785
    @nonigopalgoswami2785 Рік тому +1

    Good guideline 🙏🙏

  • @abhi78-h5t
    @abhi78-h5t Рік тому +2

    Dada amader ekhaney jol r TDS 1100 ppm toh shetay problem hobe dada?

  • @bimalchatterjee2094
    @bimalchatterjee2094 2 роки тому +1

    Bhalo laglo

  • @parthabapi1
    @parthabapi1 4 місяці тому

    Neem oil এর সাথেই KAKA আর Hing মিশিয়ে ব্যবহার করা যেতে পারে? জানান প্লিজ।

  • @umeshchroy6960
    @umeshchroy6960 7 днів тому

    Dada amar lebu gachher pata halud haye jhare parchhe ami dui bar mirakulan spre karechhilam akhan ki karbo balle bhalohoto.

  • @monalisachakrabarti8825
    @monalisachakrabarti8825 2 місяці тому

    Raju Bhai, namaskar. Aries company r Trishool neem oil kothaye pawa jabe kindly bolun. Amazon a pachhi na. Amar gaach gulo infected hoy gache.

  • @TapasRoy-m5y
    @TapasRoy-m5y 7 місяців тому

    Amar Lebu gach er abastha ei boat shaped pata hoeche mara jacbe ei gulo proyog kochi dekhi ki hoiThanks fr advice

  • @pallabray7678
    @pallabray7678 2 роки тому +5

    খুব ভালো demonstration. সমৃদ্ধ হলাম। ধন্যবাদ। আপনার sprayerটার সমন্ধে একটু জানাবেন? তাহলে আরও উপকৃত হব।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому +2

      পল্লব দা
      ওয়েলকাম।
      আমার স্প্রেয়ার টা Aspee কোম্পানির।
      এটা ব্যাটারী চালিত।
      সাথে রয়েছে 16 লিটারের জলের ট্যাঙ্ক।
      একবার চার্জ দিলে থাকে 15 দিন।
      আমি তিন বছর আগে যখন কিনেছিলাম তখন দাম নিয়েছিল ৩০০০ টাকা।
      এখন হয়ত আরও ৩০০টাকা বেড়েছে।
      আপনি চাঁদনী চক মেট্রো স্টেশন এর পাশে 16 গণেশ chandra Avenue এর 3rd floor এ চলে যাবেন।
      পেয়ে যাবেন।

    • @pallabray7678
      @pallabray7678 2 роки тому +1

      @@sadherchhadbagan আমার curiosity মিটানোর জন্য ধন্যবাদ। খুব খুশি হয়েছি। আমি কেনার চেষ্টা করবো।যদি পাই আপনাকে inform করব।

    • @sikhachowdhury3792
      @sikhachowdhury3792 2 роки тому

      Eatoupay akr sathe bolle kechu mone thake na jtay bhalo kaje hobe setai bolben

    • @asimroy100
      @asimroy100 Рік тому

      আমার বাড়ীর সামনে গোল্ডেন দুরন্ত হেজে আছে কিন্তু পাতা কুকড়ে যাচ্ছে ,সাপ দিচ্ছি কিন্তু যাচ্ছে না ,আশা করি আপনার ভিডিও দেখে কাজ হবে

  • @chandanabandyopadhyay2294
    @chandanabandyopadhyay2294 Місяць тому

    আমার বাগানে জমিতে দুটো বেশ বড়সড় এবং লম্বা শিউলি ফুলের গাছ। ২/৩ বছর যাবৎ এই পাতা কোঁকড়ানো অসুখ হচ্ছে। এবার তো একেবারেই ফুলের দেখা নেই। খুব মনখারাপ হচ্ছে।

  • @shilpibiswas9398
    @shilpibiswas9398 2 роки тому +1

    Darun post 👌👌👌

  • @RobaidaRuna
    @RobaidaRuna Рік тому +1

    আমার বম্বে মরিচ গাছের একি সমস্যা। আমি পাতাসমেত ডালপালা কেটে ফেলেছি। নতুন কুশিতেও একি সমস্যা হচ্ছে।

  • @sumankumarghosh9835
    @sumankumarghosh9835 Рік тому +1

    sir, Theeta use korle hobe mites and thrips er khetre?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      হ্যাঁ হবে।
      সাথে Confider রাখুন।

  • @আমরাচটিচাটারদল

    জয়গুরু

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      জয়গুরু
      বন্দে পুরুষোত্তমম

  • @taposhsen5621
    @taposhsen5621 11 місяців тому +1

    গোলাপ গাছের ড্রাইব্যাকএ কি পরিচর্যা করতে হবে?

  • @shemolhaldar-th4et
    @shemolhaldar-th4et Рік тому +1

    Thank you for your advice

  • @drbikashbaran108
    @drbikashbaran108 7 місяців тому

    আপনি যে লম্বা water sprayer ব্যবহার করেছেন ওটার নাম ও মডেল সংখ্যা টি জানাবেন অনুগ্রহ করে। অনেক ধন্যবাদ।

  • @manhuguha3898
    @manhuguha3898 2 роки тому

    আপনাকে অনেক ধন্যবাদ।

  • @malatighosh442
    @malatighosh442 11 місяців тому

    Good tips

  • @bilwapadadas3947
    @bilwapadadas3947 9 місяців тому +1

    Asesh dannabad aei tripser jannya

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  9 місяців тому

      আন্তরিক শুভকামনায়
      সাধের ছাদ বাগান।

  • @shibanimukherjee7295
    @shibanimukherjee7295 2 місяці тому +1

    Amer akta Siuly gacher pata kukre geche. 3/4 yrs dhore khub ful dichhilo.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 місяці тому

      ভিডিওটা সম্পূর্ন দেখুন।
      কুঁকড়ে গেলে কি ঔষধ দিতে হবে, আপনি নিজেই পারবেন।

  • @sharmisthadas7136
    @sharmisthadas7136 2 роки тому +2

    দাদা এই পেস্টিসাইড স্প্রে করার পরের দিন কি ঠান্ডা জল স্প্রে করা যাবে বা কদিন পরে করবো। সবসময় সব কিছু কেনা সম্ভব হয়ে ওঠে না, বাঁচালেন দাদা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকম ভালো ভালো ভিডিও উপহার দেবেন, ভালো থাকবেন।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому +1

      Thank you শর্মিষ্ঠা দি।
      ঔষধ বা ফার্টিলাইজার দেবার 20 ঘন্টা পর,
      পরের দিনই গাছে ঠান্ডা জল দিতে পারবেন।

    • @animasharma4221
      @animasharma4221 Рік тому

      দাদা নিম তেল ছাড়াও কি এই মিশ্রণটি ব্যবহার করতে পারবো?

  • @biswajitmondal1316
    @biswajitmondal1316 2 роки тому +1

    জারবেরা গছে ফাঙ্গাস এর সমস্যা নিয়ে একটা ভিডিও করুন দাদা ।

  • @umeshchroy6960
    @umeshchroy6960 7 днів тому

    Joyguru dada.

  • @anjudey5720
    @anjudey5720 Рік тому +1

    Beli fuler gachher kolom kamon kore &kon mase korbo& or dekhasuna kamon kore korbo ?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Рік тому

      মার্চ মাসে ডাল লাগালেই বেলি ফুল গাছ হয়ে যাবে।
      পরিচর্যার জন্য ua-cam.com/video/If_jptYj9KA/v-deo.html এই ভিডিওটি দেখুন।

  • @AsmaAkter-st5oc
    @AsmaAkter-st5oc 9 місяців тому

    রাসায়নিক সারের পাশাপাশি kaka এবং নিম অয়েল কি ব্যবহার করা যাবে?

  • @sanjayroychowdhury7091
    @sanjayroychowdhury7091 2 роки тому +1

    Dada valobasa nio asoknagar theke...
    Omite e valo result pelam ager theke valoi komeche... Dada akhono obdi golap e darun ful pelam sudhu matro apnar porichorja deke... Akhon pata gulo holud hoe porejache ful katchi na.. Tahole ki golap gach gulo dormancy te jache..?

  • @chaitalipachhal931
    @chaitalipachhal931 2 роки тому +1

    খুব ভালো লাগলো 👌👌
    আমার ছাদ বাগানে অনেক ফল ও ফুলের গাছ আছে। কিন্তু চড়াই পাখিতে জবা গাছের সব কুঁড়ি খেয়ে শেষ করে দিচ্ছে, 15/16 রঙের জবা গাছের একটা ফুল ও পাই না। টুনটুনির অত্যাচের কুল গাছের সব পাতা ও ফুল সব খেয়ে ধ্বংস করে দিচ্ছে। তাড়ানোর কোনো উপায় থাকলে জানাবেন 🙏🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      দুটো জিনিস বলছি try করে দেখতে পারেন
      ১) ভিনিগার কাপড়ে ভিজিয়ে কয়েকটি জায়গায় রাখুন ছাদ বাগানের।
      দেখবেন পাখির উৎপাত কমে গেছে।
      ২) রান্না করার বিশুদ্ধ হিং কাপড়ে মুড়িয়ে ছাদ বাগানের কয়েকটি জায়গায় রাখুন।
      দেখবেন উৎপাত কমে গেছে।

  • @sailbose3299
    @sailbose3299 2 місяці тому +1

    ঝরে সব পরে যাচ্ছে কি করতে হবে জানাবেন দাদা উপকৃত হব দাদা আমার শিউলি ফুলের পাতা

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 місяці тому

      শিউলি গাছে বেশী মাত্রায় সার প্রয়োগ করলে অথবা টবের ড্রেনেজ সিস্টেম ভালো না থাকলে পাতা ঝরে পরে।
      আপনি নতুন ভাবে ফ্রেস মাটিতে গাছ বসান।
      আশাকরি ঠিক হয়ে যাবে।

  • @prithwisbera160
    @prithwisbera160 2 роки тому

    আপনার ভিডিও দেখে ভালো লাগলো। মাটিতে লাগানো জবা ও পেঁপে গাছের পাতা কুঁকড়ে যায়। সমাধান কী করে হবে।

  • @uttamkumarsaha7666
    @uttamkumarsaha7666 10 місяців тому +1

    Apner organic pesticides onion, garlic, chilly powder nd shampoo koto din preserve korte parbo?

  • @TotaMia-h7z
    @TotaMia-h7z 3 місяці тому

    Neem oil kthai pya jabe

  • @subhadipchakrabortty8920
    @subhadipchakrabortty8920 Рік тому +1

    Thank you sir

  • @praneshsaha2082
    @praneshsaha2082 2 роки тому +1

    Darun idea

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      আন্তরিক ধন্যবাদ আপনাকে প্রাণেশ দা।

  • @anamikabandyopadhyay7077
    @anamikabandyopadhyay7077 Рік тому +1

    Lanka gacher je pata gulo kukre gaache sei dal ba pata gulo ki kete phele debo??
    Plz janaben

  • @abirsmithvlog380
    @abirsmithvlog380 2 роки тому +1

    Dada lychee gacher growth niye ekta vedio korben anurod roilo

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      আচ্ছা করবো।
      একটু সময় দিন বন্ধু।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      আচ্ছা করবো।
      একটু সময় সিন বন্ধু।

    • @abirsmithvlog380
      @abirsmithvlog380 2 роки тому

      Thank you dada

  • @sumitabiswas6434
    @sumitabiswas6434 Рік тому

    Astha and Aries er neem oil kisi bhabe pete pari jodi janan upokrito hobo. Many thanks.

  • @SikhaMazumder
    @SikhaMazumder Рік тому

    Amar gache khub pipre r makorsa... Ki korbo jdi bolen🙏

  • @shaswatisarkar8585
    @shaswatisarkar8585 5 місяців тому

    👌👌👌

  • @samarmajhi3703
    @samarmajhi3703 8 місяців тому +1

    ঝাউ গাছ সতেজ থাকার উপায় বললে ভালো হয়।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  8 місяців тому

      শুধুমাত্র নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিন।
      আর fungicide স্প্রে করুন নিয়ম মেনে।
      ভালো থাকবে ঝাউ গাছ।

  • @anjalichakraborty6056
    @anjalichakraborty6056 2 роки тому +1

    তোমার স্প্রেয়ার টা খুব সুন্দর, আমার স্প্রেয়ারে এতো জোরে স্প্রে হয় না, কোথায় পাব জানাবে

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  2 роки тому

      আমার স্প্রেয়ার টা Aspee কোম্পানির।
      এটা ব্যাটারী চালিত।
      সাথে রয়েছে 16 লিটারের জলের ট্যাঙ্ক।
      একবার চার্জ দিলে থাকে 15 দিন।
      আমি তিন বছর আগে যখন কিনেছিলাম তখন দাম নিয়েছিল ৩০০০ টাকা।
      এখন হয়ত আরও ৩০০টাকা বেড়েছে।
      আপনি চাঁদনী চক মেট্রো স্টেশন এর পাশে
      16 No Ganesh Chandra Avenue এর 3rd floor এ চলে যাবেন।
      পেয়ে যাবেন।

    • @anjalichakraborty6056
      @anjalichakraborty6056 2 роки тому

      @@sadherchhadbagan অনেক অনেক ধন্যবাদ ভাই

    • @sulekhalahiry2069
      @sulekhalahiry2069 Рік тому

      Sulekha.Thank you for good sugetion.