যার পাহাড় সমান টাকা আছে তার বাড়ি ও এ রকম সুন্দর না এটা একটা রুচিশীল বিষয়। ববিতা ম্যাম যেমন উচ্চ রুচিশীল তেমনি চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ সুন্দর করে তার বাড়িটি সাজিয়েছেন। তার মৃত্যুর পর ও যুগ যুগ ধরে ইতিহাস হয়ে থাকবে এই সুন্দর মনোমুগ্ধকর বাড়িটা। দোয়া রইল আপনি সুস্থ সুন্দর থাকুন ❤️
শুধু টাকা থাকলেই হয়না , রুচিবোধ উন্নত থাকতে হয়। অত্যন্ত সুন্দর করে সাজিয়েছেন তিনি তার নিজের ঘর। ভিডিও দেখে মনে হোল চিত্র নায়িকা ববিতা অত্যন্ত উন্নত রুচিবোধের অধিকারী একজন মহিলা...।
জাষ্ট মুগ্ধ হয়ে গেলাম! অসাধারণ ব্যক্তিত্ব কিংবদন্তি অভিনেত্রী ববিতা মহাকালজয়ী অনন্য রেকর্ড সৃষ্টিকারী। আপনাকে কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। ববিতার সর্বাঙ্গ যেন অভিনয় করে।তাকে বলা হয় এক্সপ্রেসন কুইন।
ম্যাডামের প্রতি অনেক ভালো বাসা ও শুভকামনা। সেই অশনি সংকেত এর ববিতা ম্যাডাম শ্রদ্ধেয় স্বর্গীয় সৌমিত্র স্যরের সঙ্গে একটাই সিনেমা দেখে ছিলাম আর আজ সিরাজ ভাই এর সঙ্গে দেখলাম,কি আনন্দটাই না পেলাম। ম্যাডামের সবুজের প্রতি এত টান অকল্পনীয়। আমাদের ইন্ডিয়া তে ও এরকম সচেতনতা খুবই প্রয়োজন। স্যালুট সেলাম ধন্যবাদ ম্যাডাম কে ও আপনাকে। নাগপুর ইন্ডিয়া থেকে।
প্রকৃতিপ্রেমী এবং একজন মননশীল মানুষ ববিতা আন্টি। শহরে থেকে প্রকৃতির প্রতি এমন ভালোবাসা বিরল। সত্যিই শাইখ সিরাজ স্যার সার্থক আপনার মত প্রকৃতিপ্রেমীদের জন্য💐💐
আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটাকে অনুভব করতে পেরেছি এই ভিডিও দেখে। সত্যিই অসাধারণ প্রকৃতি প্রেমী ববিতা মেম। she is a legend from my thinkings.
ববিতা নায়িকা হিসেবে চলচ্চিত্র জগতে অন্যতম নামি-দামি সুপরিচিত হিসেবে বাংলাদেশের চিত্র নায়িকা। বাসায় ছাদের উপরে এতোটাই অপরূপ সুন্দর করে সাজিয়েছে প্রকৃতির দৃশ্যকে হুবহু অনুকরণ করে মন ভরে গেছে। আমি দেখে মুগ্ধ হয়েছি। এইরকম মনমানসিকতা হতে মনের মতো মন দরকার শুধু টাকা থাকলেই হয় না।
প্রকৃতি প্রেমীরাই সারা দিচ্ছে কমেন্টে, আর আমি ত পাক্কা বৃক্ষপ্রেমী। সব থেকে যে দুইটা জিনিস ভালো লেগেছে,সেটি হচ্ছে ওনার নামাজ পড়ার কথাটি শুনে এবং কথা বলার সময় আন্তরিকতা মিশানো টা।সত্যিই এক অসাধারণ শৌখিন মানুষ,,,,,,💓
বাহ আমি কখনো ভাবতে পারিনী বাংলাদেশের গৌরব ববিতা আপা এতো সুন্দর করে ছাদের উপর গাছের বাগান বানিয়েছেন,,আমি দোয়া করি সে যেন এই সুন্দর বাগানকে আগলে ধরে রাখতে পারে সারা জীবন
কি অসাধারণ সুন্দর সবুজের সমারোহ প্রকৃতিকে দিয়ে সাজানো গোছানো অবশ্যই রুচিশীল একজন মানুষ,কি অবাক কান্ড ময়না পাখি হুবহুব হাঁসি নকল করে, দুই জন কৃষি প্রেমী মানুষ দেখে মুগ্ধ হলাম।
বাড়িটা দেখে মনে হয় রাজপাশাদ নামাজ পড়ে পরে হাটতে গেলে মন টা হালকা লাগে খুব ভালো লাগলো রুচিশীল মানুষ , রাজ্জাক , ববিতা, শাবানা,আলমগীর কখনো ভুলা যাবে না আর শাইখ সিরাজ স্যার কে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য
ববিতা আন্টির বাসার সাজানো টা খুব ভালো লাগলো আমি মুগ্ধ বাড়িতে বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ দেখা সাথে পাখির ডাক অপূর্ব সুন্দর সাথে স্মৃতিমাখা দেওয়াল ভর্তি ছবি যবে থেকে বাসাটা দেখেছি আমি অনুপ্রেণিত আমার ইচ্ছে আপনার আদলে আমার বাড়িটা সাজানোর আপনাকে অনেক ভালোবাসা♥️🌹
I appreciate you Bobita Mam। কতোটা পরিচ্ছন্ন আর প্রকৃতি প্রিয় হলে এমনটা করা যায়।আপনাদের এসব কর্মকান্ড আমাকে মোটিভেট করে।বাংগালীর সাথে মাটি ও মানুষের টান তারই প্রমান।আমার ছোট্ট ছাদ কৃষি আছে ফুল ও সব্জীর বাগান। একদিন যদি আমার বাগানে যাওয়া অসম্ভব হয় মনে হয় বিশাল কিছু মিস করছি। কতো কাজ সেখানে আর এতো বাগানে তো গোটা দিন-ই কিছু না কিছু করা লাগবে। ভালোবাসা তাদের প্রতি যারা প্রকৃতি ভালোবাসে।
মোট কয় তলা নিয়ে বাড়ি ম্যাম??? খুবই সুন্দর, সত্যি এমন বাড়িতে থাকলে ৯৯% কেউ সহজে মানসিক রোগে ভুগবেনা। আর একটা কথা না বললেই নয়, ববিতা ম্যাম এর রুচি এত সুন্দর, আর এক কথায় রুচিশীল।
কেয়ামতে মতে দিন বাবা তার মেয়েকে চিনবেনা মা তার ছেলেকে চিনবেনা সেদিনও একজন মানুষ কাদঁবেন আর বলবেন রাবিব হাবলি উম্মাত আর সে হল হযরত মুহাম্মাদ সাঃ ৷ আললা আমাদের সকলকে আমল করার তউফিক দান করউক আমিন
ছাদের উপর এতো বড় বিশাল অপরুপ দৃশ্য অসাধারণ দেখতে লাগছে এটা শুধু টাকা পয়সার দিয়ে সম্ভব নয় বিশাল অসাধারণ মনের বেপার এবং বিলাসবহুল মন থাকতে হয় আমি তাহার বিলাসবহুল মনের সম্মান জানাই শুভ কামনা রইলো
একটা জিনিস সতর্ক থাকতে হবে বাড়ির ছাদের ছাইডে যেন ফুলের টপ অথবা অন্য গাছ এর টপ আমরা না রাখি কারন ঝর বৃষ্টি সময় এগুলা নিচে পরে দুর্ঘটনা ঘটতে পারে এই বেপারে সবাই সতর্ক থাকবেন আমার লেখাএ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
ইশ যদি ববিতা আন্টির বাড়ি টা ঘুরে দেখতে পারতাম আর ওনাকেও দেখার শুযোগ টা পাইতাম। এমন এক জন গুনি মানুষ ।ওনার ব্যবহার যেমন সুন্দর ওনার মন টা তেমন সুন্দর। এবং ওনার বাগান টা ও অনেক সুন্দর
👉 নায়ীকা ভবিতা তার অভিনয় এবং কাজের মাধ্যমে জনগনের মনের খোরাগ জুগীয়েছেন। অপর দিকে শায়েখ সিরাজ তার প্রতিবা ও কাজের মাধ্যমে বাংলার লক্ষ লক্ষ মানুষকে সুন্দর ভাবে বেচেঁ থাকার রাস্তা দেখিয়েছে। স্যালুট আপনাদের।
কি বলবো এই মানুষটাকে নিয়ে। অনেক অনেক ভালো লাগে স্যার আপনাকে। অনেক সময় ভাবি যদি আমিও আপনার মতো এমন হতে পারতাম। যদি পারতাম আপনার সহচর হতে নিজেকে ধন্য মনে করতাম। আর যাই হোক সোনার বাংলার সোনার মানুষদের (কৃষক) অনেকটাই কাছাকাছি থাকতে পারতাম।
ববিতা ম্যাডামের বাড়ির ছাদকৃষি দেখার আগে আমার মনটা খুব খারাপ ছির কিন্তু এটা দেখার পরে খুব হালকা লাগছে সত্যিই খুব সুন্দর যা দেখরে সবারই ভাল লাগবে আরো ভাল লাগত যদি সরাসরি দেখতে পারতাম
আমি ভারতের আসাম থেকে বলছি অসাধারণ খুব ভালো লাগছে ।আমার মনটা ভরে গেলো।বাংলাদেশে অতো সুন্দর বাড়ি আছে আজ প্রথম দেখলাম । কিন্তু সিনেমাই এই বাড়ি গুলো কেনো দেখানো হয় না ।
মাটির সাথে আজন্মকাল মিশে আছে সাইখ সিরাজের নাম।কৃষি ও প্রকৃতি বিষয়ক এত সুন্দর অনুষ্ঠান আমার মনে হয় পৃথিবীতে খুব কমই দেখা যায়।এ মাটির মানুষটিকে নোবেলপুরস্কার দেওয়া উচিত।
আমি এতদিন মনে মনে ভাবতাম জীবনে এক দিন আপনার বাসার ছাদটা নিজের চোখে দেখব কিন্তু কিভাবে আজ মানুষের কমেন্ট পড়ে দেখলাম আমার মত হাজার ছেলে মেয়েরা এই ছাদ দেখার জন্য পাগল আমার মনটা ভেঙে গেল কারন যেখানে হাজার ছেলেরা দেখতে পারেনা সেখানে আমি গরীব হয়ে কিভাবে পারব তাই এখন শুধু মোবাইলে দেখেই মনকে শান্তনা দিয়ে যাই এটাই আমার নিয়তি
অামি বুঝিনা,এত সুন্দর একটা অনুষ্ঠান,এত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা ভরে গেল।ঐসব বিকৃতী রুচিসম্পন্ন লোক কারা,যারা এই অনুষ্ঠানে ডিজলাইক মারে....????
মা তো তাই ছেলেকে খুব মিস করছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে... অনিকবাবু এলে আরেকটা ভিডিও দেখতে চাই... মায়ের হাঁসিটাই আসল... প্রার্থনা করি উনি সুস্থ আর ভালো থাকুন
যার পাহাড় সমান টাকা আছে তার বাড়ি ও এ রকম সুন্দর না এটা একটা রুচিশীল বিষয়। ববিতা ম্যাম যেমন উচ্চ রুচিশীল তেমনি চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ সুন্দর করে তার বাড়িটি সাজিয়েছেন। তার মৃত্যুর পর ও যুগ যুগ ধরে ইতিহাস হয়ে থাকবে এই সুন্দর মনোমুগ্ধকর বাড়িটা। দোয়া রইল আপনি সুস্থ সুন্দর থাকুন ❤️
শুধু টাকা থাকলেই হয়না , রুচিবোধ উন্নত থাকতে হয়। অত্যন্ত সুন্দর করে সাজিয়েছেন তিনি তার নিজের ঘর। ভিডিও দেখে মনে হোল চিত্র নায়িকা ববিতা অত্যন্ত উন্নত রুচিবোধের অধিকারী একজন মহিলা...।
Thanks
@@sabrinjahansaifa2223 ..
Best house of the world
অনেক ভাল লাগলো ববিতা আপু ছাঁদ কৃষি
parves asif হাই
টাকা তো সবারই থাকে কিন্তু এরকম রুচি কয়জন মানুষ এর থাকে ❤️❤️❤️❤️❤️❤️❤️ বাসা টা কতো সুন্দর আর পরিবেশ টা ঘর সাজানো টা অসাধারণ ❤️❣️🥰🥰😍
একটা মানুষের এতো সুন্দর ইচ্ছে আজ প্রথম দেখলাম.. সত্যি মুগ্ধ এই ছোট্ট বেলার প্রিয় ববিতা আপার প্রতি
(Apu porda korben please) So beautiful & very nice.
যত ছাদ কৃষি দেখলাম ববিতা ম্যাডামের টাই বেস্ট।
কি দেখলেন😏অন্যান্য ছাদকৃষিতে আরও অনেক বেশি মনোরম থাকে
তুমি কি জানো ম্যাডামের বাড়ি কোথায়
Right
vk Liton reported
S.M Mohiul Islam কোথায় বলবেন প্লিজ
জাষ্ট মুগ্ধ হয়ে গেলাম! অসাধারণ ব্যক্তিত্ব কিংবদন্তি অভিনেত্রী ববিতা মহাকালজয়ী অনন্য রেকর্ড সৃষ্টিকারী। আপনাকে কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। ববিতার সর্বাঙ্গ যেন অভিনয় করে।তাকে বলা হয় এক্সপ্রেসন কুইন।
ম্যাডামের প্রতি অনেক ভালো বাসা ও শুভকামনা। সেই অশনি সংকেত এর ববিতা ম্যাডাম শ্রদ্ধেয় স্বর্গীয় সৌমিত্র স্যরের সঙ্গে একটাই সিনেমা দেখে ছিলাম আর আজ সিরাজ ভাই এর সঙ্গে দেখলাম,কি আনন্দটাই না পেলাম। ম্যাডামের সবুজের প্রতি এত টান অকল্পনীয়। আমাদের ইন্ডিয়া তে ও এরকম সচেতনতা খুবই প্রয়োজন। স্যালুট সেলাম ধন্যবাদ ম্যাডাম কে ও আপনাকে। নাগপুর ইন্ডিয়া থেকে।
ববিতা শুধু অসাধারণ অভিনেত্রীইই নন, তার শিল্পী সত্তা আর রুচি অসাধারণ। শেখার আছে সবার।
প্রকৃতিপ্রেমী এবং একজন মননশীল মানুষ ববিতা আন্টি। শহরে থেকে প্রকৃতির প্রতি এমন ভালোবাসা বিরল। সত্যিই শাইখ সিরাজ স্যার সার্থক আপনার মত প্রকৃতিপ্রেমীদের জন্য💐💐
আমি আমার জীবনের সবচেয়ে
সুন্দর মুহূর্তটাকে অনুভব করতে পেরেছি
এই ভিডিও দেখে।
সত্যিই অসাধারণ প্রকৃতি প্রেমী ববিতা মেম।
she is a legend from my thinkings.
ববিতা আন্টির বাড়ি টা আসলেই অসাধারণ। এই ভিডিও টি অনেকবার দেখেছি যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়।
Hello sumaiya. How are you?
@@mdsakib10280 😃😃😄😄😁😁🤣🤣
ববিতা নায়িকা হিসেবে চলচ্চিত্র জগতে অন্যতম নামি-দামি সুপরিচিত হিসেবে বাংলাদেশের চিত্র নায়িকা। বাসায় ছাদের উপরে এতোটাই অপরূপ সুন্দর করে সাজিয়েছে প্রকৃতির দৃশ্যকে হুবহু অনুকরণ করে মন ভরে গেছে। আমি দেখে মুগ্ধ হয়েছি। এইরকম মনমানসিকতা হতে মনের মতো মন দরকার শুধু টাকা থাকলেই হয় না।
ববিতা মেম এর ভক্ত যেন আমরা সব। বাংলাদেশে এই রকম মানুষের জন্য আমর গর্বিত
প্রকৃতি প্রেমীরাই সারা দিচ্ছে কমেন্টে, আর আমি ত পাক্কা বৃক্ষপ্রেমী।
সব থেকে যে দুইটা জিনিস ভালো লেগেছে,সেটি হচ্ছে ওনার নামাজ পড়ার কথাটি শুনে এবং কথা বলার সময় আন্তরিকতা মিশানো টা।সত্যিই এক অসাধারণ শৌখিন মানুষ,,,,,,💓
বাড়িটা আসলেই অনেক সুন্দর😍😍😍,এতো সুন্দর বাংলাদেশে কোনো নায়িকার বাড়ি আছে আগে জানতাম নাহ
নায়িকা মৌসুমীর ছাদ অনেক সুন্দর
বাহ আমি কখনো ভাবতে পারিনী বাংলাদেশের গৌরব ববিতা আপা এতো সুন্দর করে ছাদের উপর গাছের বাগান বানিয়েছেন,,আমি দোয়া করি সে যেন এই সুন্দর বাগানকে আগলে ধরে রাখতে পারে সারা জীবন
নিজেকে আসলেই অনেক ছোট মনে হয় । ইচ্ছা আছে but সামর্থ নাই। অনেক সুন্দর mam ❤️
Apnar moddhe o hoyto onek boro valo kicho ache. Cheshta chaliye jan shofolota ashbe inshallah. Shamortho thaka ta boro kichu na
muhammadbin abdullah thnQ brother and ya I am trying to make something
hmmmm vai
ববিতা, শাবানা এদের তো টাকার পাহাড়। উনাদের সচ্ছলতা দেখে আমাদের হিংসা করে লাভ নেই।
অসম্ভব সৌখিন একজন মানুষ। তাঁর বাড়ী আর বাগানই সৌখিনতার পরিচয় বহন করে। আমার খুব খুব খুব প্রিয় অভিনেত্রী।
এর জবাব নাই রে যদু, জবাব নেই!! ইনি ত মারাত্মক রুচিশীল মানুষ। অসাধারণ সুন্দর মনের মানুষ, সত্যি ই অসাধারণ!!
sotti tini valo moner manush
JASIM UDDIN gg
JASIM UDDIN djgdkkehdjhd
@Pulak Ghosh tui murkho
JASIM UDDIN p
আল্লাহর রহমতে,আমার ও একটি সুন্দর এবং পরিপাটি ছাদ কৃষি রয়েছে। ধন্যবাদ শাইখ সিরাজ স্যার কে।
কি অসাধারণ সুন্দর সবুজের সমারোহ প্রকৃতিকে দিয়ে সাজানো গোছানো অবশ্যই রুচিশীল একজন মানুষ,কি অবাক কান্ড ময়না পাখি হুবহুব হাঁসি নকল করে, দুই জন কৃষি প্রেমী মানুষ দেখে মুগ্ধ হলাম।
ববিতা আপু আপনার বাড়ির পাসা পাসি আপনার মনটাও অনেক ভালো বিসেস করে নামাজের কথাটা সুনে আরো ভালোবাসা বেরে গেলো অপূর্ব আপনার বাড়ি রুচি ও মন দোয়া রইলো আপনার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ছালাম....😍😍😍
নামাজ পড়লেই হবে না,,,পরদা ফরজ ভুলো না আন্টি
একজন নামাযী মহিলা কখনো অভিনেত্রী হতে পারেনা,মাথার কাপর ছাড়া গায়ের কাপর ছাড়া কথা বলতে পারেনা
মুসলিম হয়েও তার বাড়িতে বিভিন্ন মুর্তি দিয়ে ভরা।এটা অনেক খারাপ লাগলো।
@@ParvinAkter-kp5jv right
Allah apnake jannate barer korrr tufiq din amin
ববিতা আপুর বাড়ি সুন্দর, কিন্তু তারচে বড় সুন্দর আপুর ময়না পাখিটা।
Marium
Nice
@@priya.fashion211 qqqqqq1
Apu k anek Valo base
অসাধারণ লাগলো। একবার চিড়িয়াখানায় গিয়েছিলাম। ময়না পাখি আমার সাথে কথা বলেছিল। আমি বললাম ময়না ময়না আমার ভাগ্য কি ভালো বলল ভাগ্য ভালো ভাগ্য।
আমার এই বাড়িটি দেখে মনে হচ্ছে যেন যেকোনো অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে।
EMRSN KHAN nice
It's my dream house really excellent idea and wonderful house
nice
@@subornakhan7520 ধন্যবাদআপা
একজন নায়িকার বাড়ির পানি পান করাও ঠিক না।
কারণ পর্দা আল্লাহর একটি ফরজ বিধান।
এমন ছাদকৃষি আর কখনও দেখিনি। অনেক ভালো লাগলো। ধন্যবাদ সবাই কে।
আমার দেখার মধ্যে সবচেয়ে সুন্দর দৃশ্য এবং বাগান। খুব খুব খুব খুব খুব খুব সুন্দর।
বাড়িটা দেখে মনে হয় রাজপাশাদ নামাজ পড়ে পরে হাটতে গেলে মন টা হালকা লাগে খুব ভালো লাগলো রুচিশীল মানুষ , রাজ্জাক , ববিতা, শাবানা,আলমগীর কখনো ভুলা যাবে না আর শাইখ সিরাজ স্যার কে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য
আমি কয়েকদিন পরপরই ববিতার এই ভিডিওটি দেখি। ভিডিওটি এতো এতো ভালো লাগে যা ভাষায় প্রকাশ করার মতো না।
আঃ কি মনরম মন মুগ্ধকর পরিবেশ আমার মন ভরে গেল । ববিতা আন্টিকে আমার অনুরোধ 🐦 পাখি গুলো কে খাঁচায় রাখবেন না। 🇮🇳
ববিতা ম্যম একজন কিংবদন্তি অভিনেত্রী, তার রুচি এবং সৃজনশীলতা দেখে আজ আরো তার ফ্যান হয়ে গেলাম!!
ববিতা মেম সত্যিই একজন ভালোবাসার মানুষ। আমরা তার নেক হায়াত কামনা করি ❤️❤️
ববিতা আন্টির বাসার সাজানো টা খুব ভালো লাগলো আমি মুগ্ধ
বাড়িতে বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ দেখা সাথে পাখির ডাক অপূর্ব সুন্দর
সাথে স্মৃতিমাখা দেওয়াল ভর্তি ছবি
যবে থেকে বাসাটা দেখেছি আমি অনুপ্রেণিত আমার ইচ্ছে আপনার আদলে আমার বাড়িটা সাজানোর
আপনাকে অনেক ভালোবাসা♥️🌹
এক কথায় অসাধারণ 😍
ভালো লাগা ও ভালোবাসার আরেক নাম প্রকৃতি
তোমার আমার বাংলাদেশ
সুন্দরের নাই শেষ।
বাংলাদেশের ববিতা
সকলের হৃদয়ে গাথা।
I appreciate you Bobita Mam। কতোটা পরিচ্ছন্ন আর প্রকৃতি প্রিয় হলে এমনটা করা যায়।আপনাদের এসব কর্মকান্ড আমাকে মোটিভেট করে।বাংগালীর সাথে মাটি ও মানুষের টান তারই প্রমান।আমার ছোট্ট ছাদ কৃষি আছে ফুল ও সব্জীর বাগান। একদিন যদি আমার বাগানে যাওয়া অসম্ভব হয় মনে হয় বিশাল কিছু মিস করছি। কতো কাজ সেখানে আর এতো বাগানে তো গোটা দিন-ই কিছু না কিছু করা লাগবে। ভালোবাসা তাদের প্রতি যারা প্রকৃতি ভালোবাসে।
ববিতা আপু কে আমার অনেক ভালো লাগে😍
উনার জন্য অফুরন্ত ভালোভাবে ও দোয়া রইল 🥰
মোট কয় তলা নিয়ে বাড়ি ম্যাম???
খুবই সুন্দর, সত্যি
এমন বাড়িতে থাকলে ৯৯% কেউ সহজে মানসিক রোগে ভুগবেনা। আর একটা কথা না বললেই নয়, ববিতা ম্যাম এর রুচি এত সুন্দর, আর এক কথায় রুচিশীল।
অসাধারণ... ববিতা আনটি একজন মহিয়ষি নারী... উনার মতো মাতা ভগ্নি রাই আমাদের প্রকৃত শিকড়... তাঁর জন্য অশেষ শুভকামনা...
Osadaron very nice
অবাক হলাম এত সুন্দর ববিতা, আর তার মন।
ধন্যবাদ সিরাজ স্যার আপনাকে।
আসলেই প্রকৃতির প্রতি এমন ভালবাসা দেখে ববিতা দাদির প্রতি আরো ১০০ গুন ভালোবাসা বেড়ে গেল। 😍
সত্যি এরকম বাড়ি করতে পারলে জীবন সার্থক হয়ে যাবে। 😍
@gaming with mahammad Rahim হুম
Bobita tomar dadi..Taile tomar Dada ke
ববিতা আপা এতটা সাবলীল ভাবে আজকে কথা বললেন এতটা ভাল লাগা কখনো কারো উপর কাজ করেনি
নামাজ পড়েন শুনে খুব ভালো লাগলো
me to 😋😋😋
Uni nijei bollo fozorer namaz pore haten, kane kom shunen?
Amar Mayer posonder bakti really nice
নামাজ পড়লে ও সালাম দিতো ও মাই গড বলতো না
Hmm
শিক্ষিত মায়ের শিক্ষিত মেয়ে, ভালো লাগলো ম্যমের আন্তরিকতা, রুচি। সব কিছু মুগ্ধ করার মত। ময়নাপাখিটার জন্য ভালোবাসা।
আম্মুর প্রতি ভালোবাসা অবিরাম
Hello! Vhiya
Vai ato valobasha thakle ammur kache Ashe thaken . Apnar maa apnake onek miss kore.
Pitibir sob sontan tar ma k obiram valobase
আপনি কানাডায় পইরা আছেন কেনো বউকে নিয়ে? মাকে নিয়ো দেশে থাকুন
আপনার মা ববিতা
সত্যি অসাধারণ মন টা ভালো হয়ে গেছে স্যার
ববিতা মেম কে salute
কেয়ামতে মতে দিন বাবা তার মেয়েকে চিনবেনা মা তার ছেলেকে চিনবেনা সেদিনও একজন মানুষ কাদঁবেন আর বলবেন রাবিব হাবলি উম্মাত
আর সে হল হযরত মুহাম্মাদ সাঃ ৷ আললা আমাদের সকলকে আমল করার তউফিক দান করউক আমিন
Right bolcen apni
আমিন
প্লিজ ল
নায়িকা গায়িকারা যখন ঘুমায়, নামাজ পড়ে তখনো তাদের জন্য গুনাহ লিখা হয় কারণ মানুষেরা তখন তাদের নাটক সিনামা দেখে।
কি বদনসিব!
আল্লাহ ছাড়া বাচানোর একমত মালিক
Masallah masallah onak,nice,Very very,thanks. ❤❤
অনেক সুন্দর রুচিশীল পরিপাটি একজন মহিলা ববিতা আপা।
মনের মতো বাড়ী আর ছাদ কৃষি,এক কথায় অসম্ভব সুন্দর।
ছাদের উপর এতো বড় বিশাল অপরুপ দৃশ্য অসাধারণ দেখতে লাগছে এটা শুধু টাকা পয়সার দিয়ে সম্ভব নয় বিশাল অসাধারণ মনের বেপার এবং বিলাসবহুল মন থাকতে হয় আমি তাহার বিলাসবহুল মনের সম্মান জানাই শুভ কামনা রইলো
জীবনে অনেক বাড়ি দেখেছি। কিন্তু এটা অকল্পনীয়।
T ime and your family are in my opinion is
Wow...
আমার অনে ভালো লাগছে
Black Shadow N
@@kamrunnahar443 's
একটা জিনিস সতর্ক থাকতে হবে বাড়ির ছাদের ছাইডে যেন ফুলের টপ অথবা অন্য গাছ এর টপ আমরা না রাখি কারন ঝর বৃষ্টি সময় এগুলা নিচে পরে দুর্ঘটনা ঘটতে পারে এই বেপারে সবাই সতর্ক থাকবেন আমার লেখাএ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
*so true ☺*
ঠিক
আশা করি উনি সতর্ক আছেন
ঠিক বলেছেন ৷
একদম ঠিক বলেছেন
ইশ যদি ববিতা আন্টির বাড়ি টা ঘুরে দেখতে পারতাম আর ওনাকেও দেখার শুযোগ টা পাইতাম। এমন এক জন গুনি মানুষ ।ওনার ব্যবহার যেমন সুন্দর ওনার মন টা তেমন সুন্দর। এবং ওনার বাগান টা ও অনেক সুন্দর
এভার ভেবে দেখেন জান্নাত কত সুন্দর হতে পারে, যে জান্নাত কেউ কল্পো নাও করতে পারে না, কোন চোখ দেখে না
আসসালামু আলাইকুম মেডাম আপনার বাসায় আমাকে কাজে রাখবেন
চমৎকার
Tr Allah key cude
hmm
Nice
আলহামদুলিল্লাহ " ববিতা, আপুর পতি অনেক ভালোবাসা সহ যত্নে রইল
👉 নায়ীকা ভবিতা তার অভিনয় এবং কাজের মাধ্যমে জনগনের মনের খোরাগ জুগীয়েছেন। অপর দিকে শায়েখ সিরাজ তার প্রতিবা ও কাজের মাধ্যমে বাংলার লক্ষ লক্ষ মানুষকে সুন্দর ভাবে বেচেঁ থাকার রাস্তা দেখিয়েছে। স্যালুট আপনাদের।
চোখ জুড়িয়ে গেল সত্যি অসাধারণ। One of best Roof I have ever seen in Bangladesh 😍
স্বপ্নের সবুজ রাজ মহল অসাধারন যা বলে শেষ করার নয় সবুজের সমারোহে সুসজ্জিত তাইতো এইবয়সে ও তিনি এখন ও সবুজ চির তরুনি💓💓💓
আল্লাহ এত সুন্দর বাড়ি সবচেয়ে সেরা ববিতা মেডামের বাড়ি।এরকম বাড়ি করার আল্লাহ যেন তোফিক দান করে। সবারই মনের আসা পুরণ করুক আল্লাহ।
ছাদ কৃষিতে এটাই নাম্বার। এরপরও কখনো মনে এত সুন্দর ছাদ কৃষি বা বাসা খুজে পাওয়া যাবে না।
কি বলবো এই মানুষটাকে নিয়ে।
অনেক অনেক ভালো লাগে স্যার আপনাকে।
অনেক সময় ভাবি যদি আমিও আপনার মতো এমন হতে পারতাম।
যদি পারতাম আপনার সহচর হতে নিজেকে ধন্য মনে করতাম।
আর যাই হোক সোনার বাংলার সোনার মানুষদের (কৃষক) অনেকটাই কাছাকাছি থাকতে পারতাম।
ববিতা আন্টি ছোট বেলায় আপনার অনেক ছবি দেখেছি, আপনি মানুষ টা যেমন সুন্দর আপনার ঘর আর চারিপাশে মারাত্মক সুন্দর এক কথায় রুচিশীল মানুষ ❤❤❤
সকাল বেলা নামাজ পড়ে হাটি ,just awesome...Allah given you popularity in this earthly life I wish after life too Mam
nice ja bola says kora jay na,,,,
Apu ami tomar bokto.mashallah onek shundor koreso tmar chade atokisu koreso monta bore jai.
এক কথায় অসাধারন, কিছু কিছু সালারা আছে যে ভাল কিছু পছন্দ হয় না তা এই ভিডিও দেখে বোঝা যায়,আমি যাদের কথা বলছি, যারা এই ভিডিওটিতে ডিসলাইক দিছে!
ঠিকই বলছেন ভাই রুচি বলতে ওদের কিছু নাই.
8788887uy7n '^&€¥&£9
মা সাআল্লাহ্ অনেক সুন্দর ভিডিও দেকলাম আরো ভালো লেগেছে নামাজের কথা শুনে উনাকে নেক হায়াত দান করুন
ছাদে বাঁশ বাগান!!!! অসম্ভব সুন্দর একটা বাড়ি!!!💜
ববিতা ম্যাডামের বাড়ির ছাদকৃষি দেখার আগে আমার মনটা খুব খারাপ ছির
কিন্তু এটা দেখার পরে খুব হালকা লাগছে
সত্যিই খুব সুন্দর
যা দেখরে সবারই ভাল লাগবে
আরো ভাল লাগত যদি সরাসরি দেখতে পারতাম
অনেক সুন্দর লাগছে আপুকে।
অনেক পছন্দের এক অভিনেত্রী।
অনেক সাদা মাঠা মনের মানুষ উনি।
আমি ভারতের আসাম থেকে বলছি অসাধারণ খুব ভালো লাগছে ।আমার মনটা ভরে গেলো।বাংলাদেশে অতো সুন্দর বাড়ি আছে আজ প্রথম দেখলাম । কিন্তু সিনেমাই এই বাড়ি গুলো কেনো দেখানো হয় না ।
Lol
Bangladesh er cheye 10× sundor bari ache
Ar chayeo onek sundur sundur bari ase hajar hajar lac lac movie te dekhay ken janina....
@@khprince1145 yes
azan rahman
সিনেমা দিয়ে দেশকে মূল্যবান করবেন না দাদা।
অবশ্য আপনার কথা কি বলবো,,,
আমিও ভারতীয় সিনেমা গুলো দেখে সিনেমা ভিত্তিক একটা ভাবনা ভারত সমপর্কে মনে হয়।
ভালো মানুষ না হলে ভালো শিল্পী হওয়া যায় না , শিল্পী মন সব সময় শৈল্পিক হয় যেন ছবির মতন , অনেক ভালো লাগলো ।
Rongdhonu Bangla Channel > ভালো মানুষের সজ্ঞা কি?
কি সুন্দর সুবহানাল্লাহ। অনেক ভালো লাগলো যেন আপনার প্রতি বিশেষ করে ধন্যবাদ না জানিয়ে পারছি না। দীর্ঘদিন পর্যন্ত বেচে থাকুন।
মাটির সাথে আজন্মকাল মিশে আছে সাইখ সিরাজের নাম।কৃষি ও প্রকৃতি বিষয়ক এত সুন্দর অনুষ্ঠান আমার মনে হয় পৃথিবীতে খুব কমই দেখা যায়।এ মাটির মানুষটিকে নোবেলপুরস্কার দেওয়া উচিত।
Sky Noor right
Sky Noor সহ মত আমার ভাই
Mashaallh so beautiful chad bagan apu
আমি এতদিন মনে মনে ভাবতাম জীবনে এক দিন আপনার বাসার ছাদটা নিজের চোখে দেখব কিন্তু কিভাবে আজ মানুষের কমেন্ট পড়ে দেখলাম আমার মত হাজার ছেলে মেয়েরা এই ছাদ দেখার জন্য পাগল আমার মনটা ভেঙে গেল কারন যেখানে হাজার ছেলেরা দেখতে পারেনা সেখানে আমি গরীব হয়ে কিভাবে পারব তাই এখন শুধু মোবাইলে দেখেই মনকে শান্তনা দিয়ে যাই এটাই আমার নিয়তি
😂😂😂😂😭😭😭😭😭
@@jannatislam763 হাসছেন যে?
সত্যি ম্যাডামের বাড়িটা অসম্ভব সুন্দর, মনোমুগ্ধকর দৃশ্য আমার ইচ্ছে আছে এমন একটা বাড়ির।
খুবই বিনয়ী একজন মহিলা❤️🇧🇩
সত্যি আসাধারন। এমন ময়না পাখি কথা আমি কখনো শুনিনি।
আহ! এরকম একটা বাড়ির ডেকোরেশন, আর সবুজের সমারোহ,খুব সুন্দর, খুব ভালো লাগলো।
শুধুমাত্র অর্থ নয় প্রয়োজন রুচিশীলতা যা তার আছে।💚💗
সহমত
Jakhi nqrbnamore
Nusaiba Jahra হাই
Nusaiba Jahra কে
একদম সঠিক ৷
ওয়াও, এতো সুন্দর! মন ভরে গেলো। পুরো বাসাটাই সবুজ বাগান। আমি মুগ্ধ! 😍😍
ববিতার বাড়ি দেখে মনে হলো 5স্টার,হোটেল রেডিসন, শেরাটন এসব উনার বাড়ির কাছে ফেইল।
বিশেষ করে উনার ময়না পাখি টা অসম্ভব সুন্দর করে হাসতে পারে। ভাল্লাগছে
মাশাল্লাহ...... উনি যেমন সুন্দরী.... রুচিও তেমন অসাধারণ....... ❤
ডগ
I am from Assam (India). I heard 'shonar Bangla' After watching this today I would like to slute to shonar bangla
Tnx
ধন্যবাদ
❤❤❤ববিতা ম্যামের বাড়ি যেন এক সর্গ, যেন একটা বৃন্দাবন ❤❤❤
আহ...😍
এরকম একটা বাড়িরই তো স্বপ্ন দেখি। ❤
দারুণ! দারুণ!
ধন্যবাদ ববিতা ম্যাডাম ও শাইখ সিরাজ স্যার।
Ato sondor barita kothai
আপনার সব ভিডিওর ভিতর সেরা ভিডিও হলো ববিতা ম্যামের বাসা,তাই তো বার বার দেখি😍
শুধু টাকা থাকলেই হবে না,,,
উন্নত রুচিশীল মনোভাব থাকতে হবে,,,
ববিতা আপু আমার মত বড় মনের মানুষ সব সময় ভালো চিতা বাবনা নাইচ
খুব সুন্দর মাশাল্লাহ অসাধারণ একটা বাড়ি পাখি টা খুব সুন্দর
রাইট,,,,👍👍👍
একদম ভাই আপনি ঠিক বলেছেন.....👍
অসাধারন, অসাধারণ ববিতা আপা, সত্যিই... দেখে মুগ্ধ হলাম আপনার বাড়ি, পাখি, ও সবুজে সমারোহ দেখে.....খুব ভালো থাকবেন 👌👌👌👍
স্যার আপনার কথা আমার কাছে অনেক ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।
আহ কি সুন্দর,মন ভরে গেল,আল্লাহ অপরূপ সৃষ্টিকে এত সুন্দর করে বিসলেশন করেছেন।
ওমা মনে হয়ে এইটা একটা রাজ্য। কি সুন্দর।সবার স্বপ্নের বাড়ি।
imo 01639096959
shathi akter হাই
shathi akter প
shathi akter
shathi akter .
সাউন্ড মিসিং হচ্ছে কেন ?
এটার জন্য খুব খারাপ লেগেছে
সত্যি!!
Hae very bad
রাইট 😡
সত্যি খুবই সুন্দর লাগলো ববিতা ম্যাডামের বাড়ি ও ছাদ কৃষি। ধন্যবাদ জানাচ্ছি সায়েক স্যারকে সুন্দর একটা প্রতিবেদন জন্য।
অামি বুঝিনা,এত সুন্দর একটা অনুষ্ঠান,এত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা ভরে গেল।ঐসব বিকৃতী রুচিসম্পন্ন লোক কারা,যারা এই অনুষ্ঠানে ডিজলাইক মারে....????
মা তো তাই ছেলেকে খুব মিস করছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে... অনিকবাবু এলে আরেকটা ভিডিও দেখতে চাই... মায়ের হাঁসিটাই আসল... প্রার্থনা করি উনি সুস্থ আর ভালো থাকুন
অভিয়াসলি ববিতা ম্যাডাম আমাদের ভীষণ ভীষণ ভীষণ প্রিয় মানুষ? কিন্তু শাইখ সিরাজ সস্যরের তুলনা হয়না 👌👌👌
অসাধারণ!!! বর্ণনা করার মত ভাষা খোঁজে পাচ্ছি না।আমি দেখছি আর অবাক হচ্ছি।
★এতো সুন্দর 💕💕💕ববিতার রুচি,তার সব কিছু আমাকে অবাক করে দিয়েছে।আমার একটা এরকম বাগানবাড়ি থাকলে আর কিছু চাইনা।
সত্যি আপনার তুলোনা হয় না ববিতা আন্টি ওসাধোরন 🥰🥰🥰🥰💖💖💖💖👌👌👌
প্রকৃতিকে যে ভালোবাসে সে মানুষকে ভালবাসতে জানে সেলুট মেডাম