বিনিময় করা জমি আমাদের এডিসি সাহেব নিকট থেকে মিসকেস মাধ্যমে খারিজ করা হয় জমি। সি এস এবং এস এ রেকর্ড আমাদের সকল দলিল মুলে মালিক আমরা চারটি সাটিফিকেট দলিল আদালত জমা দেওয়া হয়েছে। জাল দাখিলা বানিয়ে যাদের সাথে আমরা বিনিময় করি ছি তাদের কে বিবাদি করে গোপন একতরফা রায় ও ডিগ্রি করে আর এস রেকর্ড নামজারি করেছে দখল করে নিয়েছে ধান কেটে জমি। মামলা করে নিম্ন আদালত আমাদের পক্ষ রায় দেয় সিনিয়র সহকারী জজ সাহেব। তারা আপিল করে দুর্নীতি করে তামাদি দেখিয়ে তাদের পক্ষে আপিল মনজুর করে অতিরিক্ত জেলা জজ শওকত আহমেদ ঝিনাইদহ সাবেক তিনি বলেছেন পতারনার করে একতরফা রায় ও ডিগ্রি করে এরা সফল হয়েছে রায়ে তিনি এটা বলেন তামাদি দেখিয়ে তাদের রায় দেয়। হাইকোর্ট আপিল করেছি লাম কিন্তু দলিল সাটিফিকেট কপি আদালত জমা দেওয়া কারণে ও সাখখী দুই জন ও দুবল হওয়ার কারণে হাইকোর্ট আপিল খারিজ করে দিয়েছে এখন কি করবো সুপ্রিম কোর্টের আপিল করবো না মামলা বাদ দেব নতুন আইনে এর বিচার কে করবে
স্যার আমার দাদার নামে একটা জমি আছে যৌথ সম্পত্তি এক দলিলে চার জনের নাম।সিএস,এস এ,দলিল মালিকানা ধারাবাহিকতা সব ঠিক আছে। কিন্তু সর্বশেষ আরএস রেকর্ডের সময় জরিপ কর্মকর্তা কর্মচারীদের মন্ত্রমূলকভাবে পুরো জমিটা তাদের নামে রেকর্ড করে নেয় এই অপরাধটা কি মোবাইল কোডের মাধ্যমে বিচার্য হবে
জনাব,আমার একটি প্রশ্ন ছিল অনুগ্রহ করে উত্তর দিলে অনেক উপকৃত হতাম প্রশ্নটি হল-- দাদি তার নাবালক নাতিকে হেবা বিল এওয়াজ দলিল করে দিয়েছে সেটি কি আইনসম্মতভাবে বৈধ হবে?? যদিও তার পুত্র সন্তান বেঁচে ছিল নাবালক বরাবর কি হেবা বিল এওয়াজ দলিল করা যায়??
আমার কাছে বিক্রির পরে আরেকজনের কাছে ৬ শতাংশ বিক্রি করেছে। ৬ শতাংশ তার ছেলে ভোগ করছে। আমি বর্তমানে ৬/৭ মাস হলো জানতে পেরেছি। কিন্তু জমি ক্রয় করেছি ২৭ বছর পুর্বে। উনি আমার আত্তীয় ও প্রতিবেশি। ৫৯ শতাংশ জমির মধ্যে ৫৯ শতকেরই দখল দিয়েছে। এই ৫৯ শতাংশের মধ্যে অন্য লোকের ১২ শতাংশ জমি আছে । কিন্তু অন্য ২ টি দাগে আমাকে ৬+৬ শতাংশ জমি দলিলে উল্লেখ করলেও আমাকে মেপে বুঝিয়েও দেয়নি,বলেওনি। এমতাবস্থায় কি করতে পারি ?
থ্যাঙ্ক ইউ স্যার ধন্যবাদ ভাই ভালো থাকবেন সিরাজগঞ্জ জেলার থেকে দেখছি
চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করতে আনুমানিক কত টাকা খরচ মেতে পারে?
আপনার ভিডিও প্রায় শুনে থাকি, ভালো লাগে। অনুগ্রহ করে বিধিমালা কখন আসছে জানালে উপকৃত হবো। ধন্যবাদ
অনেক ধন্যবাদ। অবশ্যই জানাবো। চোখ রাখুন
বিনিময় করা জমি আমাদের এডিসি সাহেব নিকট থেকে মিসকেস মাধ্যমে খারিজ করা হয় জমি। সি এস এবং এস এ রেকর্ড আমাদের সকল দলিল মুলে মালিক আমরা চারটি সাটিফিকেট দলিল আদালত জমা দেওয়া হয়েছে। জাল দাখিলা বানিয়ে যাদের সাথে আমরা বিনিময় করি ছি তাদের কে বিবাদি করে গোপন একতরফা রায় ও ডিগ্রি করে আর এস রেকর্ড নামজারি করেছে দখল করে নিয়েছে ধান কেটে জমি। মামলা করে নিম্ন আদালত আমাদের পক্ষ রায় দেয় সিনিয়র সহকারী জজ সাহেব। তারা আপিল করে দুর্নীতি করে তামাদি দেখিয়ে তাদের পক্ষে আপিল মনজুর করে অতিরিক্ত জেলা জজ শওকত আহমেদ ঝিনাইদহ সাবেক তিনি বলেছেন পতারনার করে একতরফা রায় ও ডিগ্রি করে এরা সফল হয়েছে রায়ে তিনি এটা বলেন তামাদি দেখিয়ে তাদের রায় দেয়। হাইকোর্ট আপিল করেছি লাম কিন্তু দলিল সাটিফিকেট কপি আদালত জমা দেওয়া কারণে ও সাখখী দুই জন ও দুবল হওয়ার কারণে হাইকোর্ট আপিল খারিজ করে দিয়েছে এখন কি করবো সুপ্রিম কোর্টের আপিল করবো না মামলা বাদ দেব নতুন আইনে এর বিচার কে করবে
অবৈধ দখল উচ্ছেদ মামলা সিভিল কোর্টে চলমান থাকলে নতুন আইন ৮ধারা ৭উপধারা অনিযায়ী কিভাবে সুফল পেতে পারি।
ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই
Thank you sir
Sir, অনুমতি দখল কারীকে কি ভাবে জমি থেকে উঠানো যায় এ ব্যাপারে সিভিল ও নতুন ভুমি আইন অনুযায়ী আমরা কি করতে পারি একটু জানাবেন প্লিজ
স্যার আমি অন্যের জমি নিজের বলে দাবি করলে উপায় কি
স্যার আমার দাদার নামে একটা জমি আছে যৌথ সম্পত্তি এক দলিলে চার জনের নাম।সিএস,এস এ,দলিল মালিকানা ধারাবাহিকতা সব ঠিক আছে। কিন্তু সর্বশেষ আরএস রেকর্ডের সময় জরিপ কর্মকর্তা কর্মচারীদের মন্ত্রমূলকভাবে পুরো জমিটা তাদের নামে রেকর্ড করে নেয় এই অপরাধটা কি মোবাইল কোডের মাধ্যমে বিচার্য হবে
স্যার আমার বাবার তিন দলিলের জমি এক দাগে এক দলিল দেখে জমি তিন দলিলের ভোগ দখল করা
জনাব,আমার একটি প্রশ্ন ছিল অনুগ্রহ করে উত্তর দিলে অনেক উপকৃত হতাম
প্রশ্নটি হল-- দাদি তার নাবালক নাতিকে হেবা বিল এওয়াজ দলিল করে দিয়েছে সেটি কি আইনসম্মতভাবে বৈধ হবে?? যদিও তার পুত্র সন্তান বেঁচে ছিল
নাবালক বরাবর কি হেবা বিল এওয়াজ দলিল করা যায়??
বিধি বিধান হয়নি বলে জেলা ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রামে কোন মামলা ফাইলিং করছে না।
ধন্যবাদ আপনাকে।
আমার কাছে বিক্রির পরে আরেকজনের কাছে ৬ শতাংশ বিক্রি করেছে। ৬ শতাংশ তার ছেলে ভোগ করছে। আমি বর্তমানে ৬/৭ মাস হলো জানতে পেরেছি। কিন্তু জমি ক্রয় করেছি ২৭ বছর পুর্বে। উনি আমার আত্তীয় ও প্রতিবেশি। ৫৯ শতাংশ জমির মধ্যে ৫৯ শতকেরই দখল দিয়েছে। এই ৫৯ শতাংশের মধ্যে অন্য লোকের ১২ শতাংশ জমি আছে । কিন্তু অন্য ২ টি দাগে আমাকে ৬+৬ শতাংশ জমি দলিলে উল্লেখ করলেও আমাকে মেপে বুঝিয়েও দেয়নি,বলেওনি। এমতাবস্থায় কি করতে পারি ?
তামাদি আইন বাতিল করা না হলে ,দখলে আমি প্রচার করব এই জমি আমার তখন কি অপরাধ হবে ।
আমার বাবার নামে রেকর্ডিয় জমি আমার কাছে বিক্রি করে থাকলে আমি কিভাবে প্রতিকার পাব। ধন্যবাদ
স্যার আপনার পরিচয়টা জানাবেন প্লিজ
বস প্রবিধান কি প্রনয়ণ করা হয়েছে??
না বস
মামলা করে তাকে জেল হাজতে প্রেরন করা গেল। কিন্তু যার কাছে বিক্রি করা হল সে কি তার টাকা ফেরত পাবে
অবশ্যই
Amar-baba-amader-jomi-debana-ar-
ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার মোবাইল নম্বর টা দিবেন। আপনার সাথে আমার কিছু কথা আছে আমার অনেক উপকার হবে। নাম্বার টা দিবেন দয়া করে।
আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে?