স্বল্প খরচে লাভজনকভাবে বাটা মাছচাষProfitable Culture Methods of Bata Fish Culture by Low Investment

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025
  • স্বল্প খরচে লাভজনকভাবে বাটা মাছচাষ (Profitable Culture Methods of Bata Fish Culture by Low Investment)
    #বাটামাছচাষপদ্ধতি #modernfishculture #লাভজনকমাছচাষপদ্ধতি
    ইউটিউবে হাজারো ভূল তথ্য প্রচারণার মধ্যে সঠিক তথ্য প্রচারে অঙ্গিকারা বদ্ধ
    ★★★ সু-প্রিয় দর্শক ভিডিওটি আপানার ভাল লাগলে অনুগ্রহ করে লাইক দিবেন ★★★ কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত যা আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। ★★★ নিয়মিত মাছচাষ বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকোনটিকে ক্লিক করুন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর বিষয়ে নোঠিশ পেতে পারেন। ★★★ চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ★★★ উপস্থাপিত তথ্য আপনার মাছচাষে কিঞ্চিত ইতি বাচক ভূমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সর্থক হবে। My FB Page : / tofazahamed64 এচ্যানেলে 2২0 টির অধিক মাছচাষের বিভিন্ন প্রযুক্তির ওপর ভিডিও আছে প্লে-লিস্টে গিয়ে পছন্দমত ভিডিও দেখতে পারেন।চ্যানেলের যে কোন ভিডিও দেখতে এ লিং এ ক্লিক করুন / aabd64 . পুকুর বাছাই: মিশ্রচাষের জন্য পুকুর বাছাই করা জরুরি। নিম্নোক্ত গুণাবলী সম্পন্ন পুকুর বাছার করে নিলে ভালো হয়-• ১. কমপক্ষে ৮-১০ মাস পানি থাকে এ রকম অপেক্ষাকৃত বড় আকৃতির পুকুর হলে ভালো হয়।• ২. পুকুরের আয়তন ২০ শতাংশের চেয়ে বড় এবং পানির গড় গভীরতা ৫-৬ ফুট থাকা দরকার।• ৩. পুকুর পাড়ে বড় গাছপালা না থাকাই ভালো।পুকুর প্রস্তুতি: মাছের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য বিজ্ঞানসম্মত উপায়ে পুকুর প্রস্তুত করতে হবে। তাই পোনা মজুদের আগে ভালোভাবে পুকুর প্রস্তুত করতে হবে-• ১. আপুকুরের পাড় ভাঙা থাকলে মেরামত করে বা বেঁধে মজবুত করতে হবে।• ২. পুরাতন পুকুরের তলদেশে পচা কাদা থাকলে তা তুলে ফেলতে হবে।• ৩. রাক্ষুসে মাছ বা মাছ খেকো প্রাণি থাকলে তা দূর করতে হবে।• ৪. পুকুরের আগাছা ও পাড়ের ঝোপঝাড় পরিষ্কার করতে হবে।• ৫. পুকুরের পানি শুকিয়ে ফেলতে হবে। না হলে প্রতি শতাংশে ৫০ গ্রাম রোটেনন প্রয়োগ করতে হবে।• ৬. প্রতি শতাংশে ১.০ কেজি চুন পুরো পুকুরে প্রয়োগ করতে হবে।• ৭. চুন প্রয়োগের ৩-৪ দিন পর প্রতি শতাংশে ৬-৮ কেজি হারে কম্পোস্ট সার ছিটিয়ে দিতে হবে।• ৮. সার প্রয়োগের ৩ দিন পর প্রতি শতাংশে ১০০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম টিএসপি দিতে হবে।পোনা মজুদ: পুকুর প্রস্তুতির পর পোনা মজুদ করতে হবে। পোনা মজুদের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে-• ১. ভালো উৎপাদনের জন্য সুস্থ-সবল পোনা নির্দিষ্ট হারে মজুদ করা উচিত।• ২. প্রতি শতাংশে ৬-৮ সেমি আকারের ১০০-৩০০টি পোনা মজুদ করা যাবে।• ৩. পোনা প্রাপ্তির ওপর মজুদের সময় নির্ভর করে।• ৪. মার্চ-নভেম্বর পর্যন্ত মাছ দ্রুত বাড়ায় পোনা মার্চ মাসের মধ্যেই মজুদ করলে ভালো হয়।• ৫. পোনা মজুদের এক সপ্তাহ পর থেকে পুকুরে সার প্রয়োগ করতে হবে।• ৬. প্রতি শতাংশে প্রথম সপ্তাহে ১০০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম টিএসপি দিতে হবে।• ৭. পরবর্তী সপ্তাহে প্রতি শতাংশে ৪-৬ কেজি কম্পোস্ট সার দিতে হবে।• ৮. পর্যায়ক্রমে অজৈব ও জৈব সার পুকুরে প্রয়োগ করলে মাছের উৎপাদন ভালো হয়।• ৯. পুকুরের পানি যদি বেশি সবুজ হয়, তাহলে সার প্রয়োগ বন্ধ রাখতে হবে।খাবার: পুকুরে প্রাকৃতিক উপায়ে তৈরি খাবারের পাশাপাশি সম্পূরক খাবারও সরবরাহ করতে হবে-• ১. চালের কূড়া (৮০%), সরিষার খৈল (১৫%) ও ফিশমিলের (০৫%) মিশ্রণ পুকুরে সরবরাহ করতে হবে।• ২. মাছ ছাড়ার ১৫ দিন থেকে প্রতিদিন সকালে মাছের ওজনের শতকরা ২-৫ ভাগ খাবার দিতে হবে।• ৩. সপ্তাহে ১ দিন এবং মেঘলা দিনে খাবার সরবরাহ থেকে বিরত থাকতে হবে।• ৪. প্রতি মাসে একবার জাল টেনে মাছের ওজন জেনে খাবারের পরিমাণ বাড়াতে হবে।পরিচর্যা: পুকুর বাছাই-প্রস্তুতির পর পোনা মজুদ করে বসে থাকলে চলবে না। নিয়মিত পরিচর্যা করতে হবে-১. পুকুরের আগাছা পরিষ্কার রাখতে • হবে।• ২. পানি দ্রুত কমে গেলে অন্য কোনো উপায়ে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে।• ৩. পানির স্বচ্ছতা ৮ সেন্টিমিটারের নিচে নামলে সার ও খাবার দেওয়া বন্ধ রাখতে হবে।• ৪. পানিতে অক্সিজেনের অভাব হলে বিশুদ্ধ পানি সরবরাহ বা অক্সিজেন বাড়ানোর ওষুধ দিতে হবে।• ৫. মাঝে মাঝে হররা টেনে পুকুরের তলার বিষাক্ত গ্যাস দূর করার ব্যবস্থা করতে হবে।আহরণ: বাটা মাছের মিশ্রচাষের পর মাছ আহরণ করতে হবে-• ১. বাটা মাছ ৬-৭ মাসে খাবার উপযোগী এবং বিক্রিয়যোগ্য হয়।• ২. মাছ ধরার জন্য ঝাকি জাল বা টানা বেড়জাল ব্যবহার করা যায়।• ৩. মাছের মিশ্রচাষ করে হেক্টর প্রতি এক ফসলে ৫.৫-৬.০ টন মাছ উৎপাদন করা যায়।
    একাডেমিক শিক্ষা { (বিএসসি ফিসারিজ) সম্মান এবং এমএসসি ফিসারিজ বায়োলজী এন্ড লিম্নোলজী )} মৎস্য অধিদপ্তরের ৩০ বছরের কার্ম অভিজ্ঞতা, সারা বাংলাদেশের শতশত মাছচাষিদের চাষ বিষয়ে সরেজমিন অভিজ্ঞতা এবং বাস্তব হাতে কলমের কাজথেকে অর্জিত জ্ঞান থেকে তৈরি ভিডিও এ চ্যানেলে আপলোড করা হয়। আপনি মাছচাষি হলে চাষি ভাই এ চ্যানেলটি কেবল আপনারই জন্য নিবেদিত। এ চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি কোনা না কোনভাবে উপকৃত হবেনই এটা নিশ্চিন্তে বলা যায়। এচ্যানেলের ভিডিওগুলো ভালভাবে বুজতে হলে ভিডিও টেনে টেনে নয় শেষ পর্যন্ত ধর্যসহকারে দেখতে হবে। এ চ্যানেলে প্রধানত মাছচাষের বিভন্ন আধুনিক পদ্ধতি নিয়ে দর্শকদের জন্য ভিডিও তৈরি করে থাকে।
    মাছচাষ পদ্ধতিতে প্রতি নিয়ত পরিবর্তন ঘটছে। পরিবর্তনের এ ধারা বা নতুন বিষয়গুলোকেই অগ্রাধিকার দিয়ে এ চ্যানেলে প্রচার করা হয়ে থাকে। আমরা সফল চাষির সফলতা নয় তাঁর চাষ পদ্ধতি আপানদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এ চ্যানেলে বিক্রয়ের জন্য মাছের রেণ, পোনা বা মাছচাষের উপরণের প্রচাণা করা হয় না। মাছচাষে জড়িত ব্যাক্তিবর্গ থেকে প্রতিদিনিই মাছচাষ বিষয়ে নানা ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে করছেন আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে, শিক্ষা, দীর্ঘ দিনের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, সফল মাছচাষির মাছচাষের অিনুসরণীয় পদ্ধতি, যথাযথ তথ্য উপাত্ত সহকারে সে সব প্রশ্নের উত্তর দেয়ার চেস্টা করে থাকি।
    e-mail ID tofaz2010@gmail.com
    My Facebook page Link / tofazahamed64

КОМЕНТАРІ • 63