অধিক লাভজনক পদ্ধতিতে তেলাপিয়া মাছচাষ (More Profitable Method of Tilapia Culture)

Поділитися
Вставка
  • Опубліковано 7 кві 2024
  • অধিক লাভজনক পদ্ধতিতে তেলাপিয়া মাছচাষ (More Profitable Method of Tilapia Culture)
    #তেলাপিয়া_চাষ_পদ্ধতি #modernfishculture #লাভজনকমাছচাষপদ্ধতি
    ইউটিউবে হাজারো ভূল তথ্য প্রচারণার মধ্যে সঠিক তথ্য প্রচারে অঙ্গিকারা বদ্ধ
    ★★★ সু-প্রিয় দর্শক ভিডিওটি আপানার ভাল লাগলে অনুগ্রহ করে লাইক দিবেন ★★★ কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত যা আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। ★★★ নিয়মিত মাছচাষ বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকোনটিকে ক্লিক করুন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর বিষয়ে নোঠিশ পেতে পারেন। ★★★ চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ★★★ উপস্থাপিত তথ্য আপনার মাছচাষে কিঞ্চিত ইতি বাচক ভূমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সর্থক হবে।
    My FB Page : / tofazahamed64
    এচ্যানেলে 2২0 টির অধিক মাছচাষের বিভিন্ন প্রযুক্তির ওপর ভিডিও আছে প্লে-লিস্টে গিয়ে পছন্দমত ভিডিও দেখতে পারেন।
    চ্যানেলের যে কোন ভিডিও দেখতে এ লিং এ ক্লিক করুন / aabd64 .
    একাডেমিক শিক্ষা { (বিএসসি ফিসারিজ) সম্মান এবং এমএসসি ফিসারিজ বায়োলজী এন্ড লিম্নোলজী )} মৎস্য অধিদপ্তরের ৩০ বছরের কার্ম অভিজ্ঞতা, সারা বাংলাদেশের শতশত মাছচাষিদের চাষ বিষয়ে সরেজমিন অভিজ্ঞতা এবং বাস্তব হাতে কলমের কাজথেকে অর্জিত জ্ঞান থেকে তৈরি ভিডিও এ চ্যানেলে আপলোড করা হয়। আপনি মাছচাষি হলে চাষি ভাই এ চ্যানেলটি কেবল আপনারই জন্য নিবেদিত। এ চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি কোনা না কোনভাবে উপকৃত হবেনই এটা নিশ্চিন্তে বলা যায়। এচ্যানেলের ভিডিওগুলো ভালভাবে বুজতে হলে ভিডিও টেনে টেনে নয় শেষ পর্যন্ত ধর্যসহকারে দেখতে হবে। এ চ্যানেলে প্রধানত মাছচাষের বিভন্ন আধুনিক পদ্ধতি নিয়ে দর্শকদের জন্য ভিডিও তৈরি করে থাকে।
    মাছচাষ পদ্ধতিতে প্রতি নিয়ত পরিবর্তন ঘটছে। পরিবর্তনের এ ধারা বা নতুন বিষয়গুলোকেই অগ্রাধিকার দিয়ে এ চ্যানেলে প্রচার করা হয়ে থাকে। আমরা সফল চাষির সফলতা নয় তাঁর চাষ পদ্ধতি আপানদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এ চ্যানেলে বিক্রয়ের জন্য মাছের রেণ, পোনা বা মাছচাষের উপরণের প্রচাণা করা হয় না। মাছচাষে জড়িত ব্যাক্তিবর্গ থেকে প্রতিদিনিই মাছচাষ বিষয়ে নানা ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে করছেন আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে, শিক্ষা, দীর্ঘ দিনের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, সফল মাছচাষির মাছচাষের অিনুসরণীয় পদ্ধতি, যথাযথ তথ্য উপাত্ত সহকারে সে সব প্রশ্নের উত্তর দেয়ার চেস্টা করে থাকি। কারো মাছচাষের সফলতার থেকে মাছচাষের খুটি নাটি বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ভিডিও তৈরি করা হয় খুবই সহজ বোদ্ধ করে। একজন নতুন মাছচাষি কিভাবে মাছচাষে যুক্ত হয়ে সফলতা লাভ করবে তার সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়ে থাকে। কোন প্রকার মাছচাষের উপকরণ বা পোনা বিক্রয় এর বিজ্ঞাপন প্রচারে এ চ্যানেল কাজ করে না। দর্শকের সকল প্রশ্ন সবসময় অগ্রাধীকার দিয়ে উত্তর প্রদান করা হয়ে থাকে।
    বাংদেশের বিভিন্ন এলাকায় কাজ করার কারণে দেশের প্রায় সব অঞ্চলের মাছচাষের ওপর এচ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে এবং এলঅকা ভিত্তিক সফল মাচাষের পদ্ধতি দর্শকদের মাঝে তুলে ধরা হয়েছ্ সেহেতু আমরা চাষি ভায়ের মতামতকে বেশি গুরুত্ব দেয় এবং আমাদের সকল প্রয়াস কেবল চাষিকে উপকার করা এ জন্য আমাদের ভিডিওগুলো তাদের উযোগী করে তৈরি করা হয়েছে।
    এচ্যানেলে চাষি ভাইদের প্রশ্ন থেকে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো বাছাই করে প্রশ্ন উত্তর বপর্ব বলে একটি নতুন উদ্বোগ নেয়া হয়েছে এবং আমাদের এ উত্তর গুলো চাষি ভায়েদের মাঝে বেশ সাড়া ফেলেছে বলে আমাদের মনে হয়েছে।
    e-mail ID tofaz2010@gmail.com
    My Facebook page Link / tofazahamed64
    মনোসেক্স তেলাপিয়া মাছের গুরুত্ব:
    এ মাছ দ্রুত বেড়ে ওঠে;
    উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে;
    এ মাছের চাষাবাদ ব্যবস্থাপনা সহজতর। মনোসেক্স তেলাপিয়া শুধুমাত্র পুরুষ তেলাপিয়া হওয়ায় স্ত্রী তেলাপিয়ার অভাবে প্রজনন সম্পন্ন করতে পারে না। ফলে পুকুরে বাচ্চা হয় না এবং চাষে কোন বিঘ্ন ঘটে না।
    সম্পূরক খাবার দিয়ে অধিক ঘনত্বে চাষ করা যায়।
    মনোসেক্স তেলাপিয়ার চাষ পদ্ধতি:
    মনোসেক্স তেলাপিয়া দুই ধাপে অর্থাৎ নার্সারি ও মজুদ পুকুরে চাষ করা হয়। এতে করে কম সময়ে একই পুকুর হতে অনেক বেশি উৎপাদন পাওয়া সম্ভব।
    পুকুরের চারিদিকে জাল দিয়ে এমনভাবে ঘিরে দিতে হবে যেন ব্যাঙ বা সাপের উপদ্রব না হয়;
    সার প্রয়োগের ৫-৭ দিন পর প্রতি শতকের জন্য ২১-২৮ দিন বয়সের ১০০০-২০০০ টি মনোসেক্স তেলাপিয়ার পোনা মজুদ করতে হবে;
    মজুদকৃত পোনার মোট ওজনের ১০-১৫% হারে ৩৫% আমিষ সমৃদ্ধ খাবার দিনে ৩-৪ বার দিতে হবে। এভাবে নার্সারি পুকুরে ৪০-৬০ দিন পোনা পালন করে পোনার ওজন ২০-৩০ গ্রাম হলে মজুদ পুকুরে ছাড়তে হবে।
    মজুদ পুকুর ব্যবস্থাপনা:
    মজুদ পুকুরের গভীরতা কোন সমস্যা নয়। ফলে বেশি গভীরতার পুকুরকেও তেলাপিয়া মাছ চাষে ব্যবহার করা যায়।
    প্রথমেই সম্পূর্ণ পুকুর শুকিয়ে অথবা বারবার জাল টেনে কিংবা রোটেনন ওষুধ প্রয়োগ করে রাক্ষুসে ও অবাঞ্ছিত মাছ দূর করে নিতে হবে;
    এরপর প্রতি শতকে ১ কেজি চুন, ৫-৭ কেজি গোবর, ১০০-১৫০ গ্রাম ইউরিয়া, ৫০-৭৫ গ্রাম টিএসপি ও ২০ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে;
    সার দেয়ার ৫-৭ দিন পর যখন পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার তৈরি হবে তখন নার্সারি পুকুরে উৎপাদিত ২০-২৫ গ্রাম ওজনের পোনা থেকে প্রতি শতকে ২০০-২৫০ টি হারে পোনা মজুদ করতে হবে;
    পুকুরে প্রাকৃতিক খাবারের যাতে অভাব না হয় সেজন্য প্রতি ৭ দিন পরপর প্রতি শতকে ৪-৫ কেজি গোবর, ২-৩ কেজি মুরগীর বিষ্ঠা, ৩৫ গ্রাম ইউরিয়া ও ২০ গ্রাম টিএসপি সার দিতে হবে। তবে পরবর্তীতে খাবার প্রয়োগের পরিমান বেড়ে গেলে সার প্রয়োগ বন্ধ করে দিতে হবে।
    মাছের গড় ওজন যখন ১০০ গ্রামের বেশি হয় তখন থেকেই দৈনিক ৫% হারে পুকুরের পানি পরিবর্তন করে দিলে ভাল ফল পাওয়া যায়।
  • Наука та технологія

КОМЕНТАРІ • 159

  • @user-st2lz9dm2t
    @user-st2lz9dm2t 3 місяці тому +1

    Onak sundor video❤❤❤❤

  • @beautyofbd2023
    @beautyofbd2023 3 місяці тому +1

    খুবই সুন্দর আলোচনা, অনেক উপকৃত হলাম। ধন্যবাদ

  • @md.t227
    @md.t227 2 місяці тому +1

    অনেকরে জন্য ভাল একটি ভিডিও। সুন্দর আরোচনা করেছেন।

  • @roseyesmin9330
    @roseyesmin9330 3 місяці тому +1

    Excellent information thanks

  • @rowfirtofaz2941
    @rowfirtofaz2941 2 години тому

    Good

  • @SofiqulIslam-mf1tm
    @SofiqulIslam-mf1tm 3 місяці тому +1

    খুব শিক্ষনিয় ভিডিও ধন্যবাদ স্যার

  • @AbdurRahim-ky2rw
    @AbdurRahim-ky2rw Місяць тому

    আলহামদুলিল্লাহ ভালো লাগলো।মানুষ উপকৃত হক।
    আল্লাহ সহায় হন। 🤲❤️🤲

  • @Hello.MobileUser
    @Hello.MobileUser Місяць тому

    May Allah bless, Sir...

  • @mdisamad9994
    @mdisamad9994 3 місяці тому +1

    Zazakallh

  • @rubayethasan2511
    @rubayethasan2511 3 місяці тому +2

    Thanks for the effective discussion.

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      Jajak Allahu khairan

  • @firojmahamud5120
    @firojmahamud5120 3 місяці тому +1

    অসাধারণ একটি ভিডিও দেওয়ার জন্য স্যার কে ধন্যবাদ 🎉🎉🎉

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      Jajak Allahu khairan

  • @kazialmamun299
    @kazialmamun299 Місяць тому +1

    ভালো লাগলো শুনে পরামর্শ

    • @AABD64
      @AABD64  Місяць тому

      ধন্যবাদআপনাকে

  • @mdmuniruzzaman8129
    @mdmuniruzzaman8129 Місяць тому +1

    Farmer-friendly nice presentation.

    • @AABD64
      @AABD64  Місяць тому

      যাজাক আল্লাহু খাইরান

  • @amzadkhan2006
    @amzadkhan2006 2 місяці тому +1

    Thank you, sir,❤
    Very helpful video.

    • @AABD64
      @AABD64  2 місяці тому

      Jajakallahu khairan

  • @syedalmansoor9800
    @syedalmansoor9800 26 днів тому +1

    Excellent, very thoughtful. Many thanks.

  • @Shakib_Agrotech_Pvt_Ltd
    @Shakib_Agrotech_Pvt_Ltd 3 місяці тому +3

    অসাধারণ ভিডিও

  • @Md.TabiburRahman-p6i
    @Md.TabiburRahman-p6i 19 днів тому

    Nice

  • @kawsarujjaman
    @kawsarujjaman 3 місяці тому +1

    ভাল ইনফরমেশন

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      ধন্যবাদ আপনাকে

  • @MDAlamin-mm1sr
    @MDAlamin-mm1sr 2 місяці тому +1

    Really good work ❤

    • @AABD64
      @AABD64  2 місяці тому

      Thanks

  • @AABD64
    @AABD64  3 місяці тому +1

    ★★★ সু-প্রিয় দর্শক ভিডিওটি আপানার ভাল লাগলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত যা আমাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে। ★★★ নিয়মিত মাছচাষ বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকোনটিকে ক্লিক করুন যাতে আমাদের আপলোডকৃত ভিডিওর বিষয়ে নোঠিশ পেতে পারেন। ★★★ চ্যানেলের সাথে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ★★★ উপস্থাপিত তথ্য আপনার মাছচাষে কিঞ্চিত ইতি বাচক ভূমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
    এ চ্যানেলে ২৬৫ টির অধিক মাছচাষের বিভিন্ন প্রযুক্তির উপর ভিডিও আছে প্লেলিস্টে গিয়ে পছন্দমত ভিডিও গুলো দেখতে পারেন।
    এ লিং এ ক্লিক করুন ua-cam.com/users/AABD64playlists

    • @abdulwadud332
      @abdulwadud332 Місяць тому

      বস্তার ভিতর খাবার দিলে মাছ কিভাবে খায়?

  • @Tasim-bq6ph
    @Tasim-bq6ph 3 місяці тому +2

    Sir ai rokom same pangas mas chaser video chai ❤❤❤

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      অনেক ধন্যবাদ চেস্টা করব ।

  • @AbidAli-bv2gl
    @AbidAli-bv2gl 3 місяці тому +2

    স্যার, ভাল উপদেশ। সবাই মানবেন।পজেটিভ ফিড ব্যাক দিবেন।

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      Jajak allahu khairan

  • @milonpaul8961
    @milonpaul8961 3 місяці тому +1

    মনিরাম পুর থেকে দেছি

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      অনেক ধন্যবাদ আপনাকে

  • @ashiqurrahman2792
    @ashiqurrahman2792 3 місяці тому +1

    স্যার! কালিবাউস মাছ চাষ নিয়ে একটা ভিডিও খুবই প্রয়োজন ছিলো

    • @AABD64
      @AABD64  3 місяці тому +1

      চেস্টা করব, ধন্যবাদ৷ আপনাকে

  • @azizulmunsi2442
    @azizulmunsi2442 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @mohammedasik9737
    @mohammedasik9737 Місяць тому

    স্যার কেমন আছেন

  • @user-pn8ob2on5q
    @user-pn8ob2on5q 3 місяці тому +1

    Bata mach niye akti video banale valo hoto

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      চেস্টা করব, ধন্যবাদ আপনাকে

  • @KaziRaihan-hy7bd
    @KaziRaihan-hy7bd 10 днів тому +1

    স্যার,,ছায়াযুক্ত গভীর পানির পুকুরে কোন মাছ ভালো হয়??

    • @AABD64
      @AABD64  10 днів тому

      হালকা ঘনত্বে তেলাপিয়া অথবা পাংগাস চাষ করতে পারেন। ছোট পুকুর হলে শিং চেস্টা করতে পারেন। ধন্যবাদ আপনাকে

  • @BabuBabu-mb6ff
    @BabuBabu-mb6ff 3 місяці тому +1

    Sir tilapia ke "BSF larvae " khawano jabe Ki na?tar upor akta video diben please...

    • @AABD64
      @AABD64  3 місяці тому +1

      আপনি খাওয়াতে পারেন তবে আমার বিষয়টি পছন্দ নয়, ধন্যবাদ আপনাকে

  • @YasinShaki
    @YasinShaki 14 днів тому +1

    বৃষ্টির সময মাছ ভাসলে কি করতে পারি❤❤

    • @AABD64
      @AABD64  13 днів тому

      @@YasinShaki মাছ যাতে না ভাসে সে জন্য ব্যবস্থনেওয়া দরককাট, সাধারণত মাছ বেশি হয়েগেলে বা পুকুরের পানি বগে থেকে কিছিটা দূষণ ঘটলে এসমস্যা হতে পারে, আবার এটি দিনটির ওপরও নির্ভর করে, বৃস্টির আগে প্রচন্ড গরম থাকলে এসমস্যা দেখাদিতে পাটে সমস্যার ধরন বুঝে প্রতিিকারের ব্যবস্থা নিতে জবে

  • @user-gf3zd1dy3e
    @user-gf3zd1dy3e 12 днів тому +1

    স্যর আমার পুকুরে ভোর বেলাতে তেলাপিয়া জাগে অনেক ডক্টর সাজেশন নিয়ে ও কাজ হচ্ছে না

    • @AABD64
      @AABD64  12 днів тому +1

      দেখেন তেলাপয়িা যাতে না ভাসে এ জন্য ঘনত্ব ঠিক রাখতে হবে, পানির পরিবেশ ভাল রাখতে হবে। খাবার ব্যবস্থাপনা এমন করতে হবে যেন কোন অংশ নস্ট না হয়, পুকুরের পানির রং যাতে গাড় না হয়ে যায় সে চেস্টা করতে হবে। মাছ সকালে ভেসে থাকাটা প্রমাণ করে মাছ পিড়ন অবস্থায় আছে । মাছের বর্ধন স্বাভাবিক হবে না। ধন্যবাদ

  • @monirulsworld
    @monirulsworld 3 місяці тому +1

    স্যার, প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য। গ্রামের বাড়ির পুকুরে ১০ শতক জায়গায় মাছ চাষ করতে চাইছি। আপনার পরামর্শ অনুযায়ী চাষ করবো, যদি আপনার কোন বিশেষ পরামর্শ থাকে তাহলে জানালে খুবই উপকৃত হবো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      বিশেষ কোন পরামর্শ নাই এগিয়ে যান ভাল থাকেন

  • @muradkhan9946
    @muradkhan9946 22 дні тому +1

    আসসালামু আলাইকুম স্যার তেলাপুয়া মাছ কি টেংকে করা যাবে?

    • @AABD64
      @AABD64  22 дні тому +1

      @@muradkhan9946 না ভই

  • @fannytv4047
    @fannytv4047 3 місяці тому +1

    Ami New Kore Suru korte Chai Sir 🎉

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      ভাল এগিয়ে যান, ধন্যবাদ আপনাকে

  • @niloykhan400
    @niloykhan400 Місяць тому

    ১০ ডিসিমের পুকুরে অন্যান্য মাছের সাথে কি পরিমান তেলাপিয়া দেয়া যাবে

  • @mohammedasik9737
    @mohammedasik9737 Місяць тому

    স্যার তেলাপিয়া পাবদা মাছ কি এক পুকুরে সাস করা যায়

  • @mohammadamin7112
    @mohammadamin7112 20 днів тому +1

    আমার একটি এক একরের পুকুর চৈত্র বৈশাখ মাসে শুকিয়ে যায়। এমতাবস্থায় পুকুরে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির উপায় নিয়ে একটা ভিডিও দিবেন প্লীজ।

    • @AABD64
      @AABD64  20 днів тому

      @@mohammadamin7112 ঐ পুকুরে পর পর কয়েকবা তেলাপিয়া অথবা পাংগাস চাষ করুন পানি ধাটণ ক্ষতা বেড়ে যাবে, ভালো থাকেন

  • @powerdance4327
    @powerdance4327 Місяць тому

    ভাইয়া উত্তর দিয়ে সহায়তা করবেন। আমি নতুন চাষী, ৪৫ শতাংশ পুুকুরে কত হাজার মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে পারবো, সাথে বাংলা মাছও দিবো, যেমন রুই, কাতলা, সিলভর, প্রধান মাছ মনোসেক্স তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়ার জন্য কোন কোম্পানির ফিড ভাল হবে, বলবেন । আমি আপনার নিকট হতে পোনা নিবো, যোগাযোগ অলরেডি করেছি।

  • @user-gf3zd1dy3e
    @user-gf3zd1dy3e 12 днів тому +1

    স্যার ৪১ শতকে ২০০০ তেলাপিয়া ও ৩০০ রুই এবং সিলভার বিট ২০ পিস দেওয়া আছে এখন কি আমি ৩০০০ মাগুর মাছ দিতে পারবো

    • @AABD64
      @AABD64  12 днів тому

      হা পারবেন কোন বাড়তি খাবার দিতে হবে না। ভালো থাকেন

  • @mohammedmohibul3223
    @mohammedmohibul3223 2 місяці тому

    স্যার বস্তায় খাবার দিলে খাবারটা মাছে কিভাবে খাবে একটু প্লিজ জানাবেন খাবার তো বস্তার ভিতরই থাকি যাইবো

  • @RajibNandi-ki7qx
    @RajibNandi-ki7qx 3 місяці тому +1

    Sair cement tank march chas kora sombov

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      শিং. কৈ চাষ করা যাবে অন্য মাছ নয়। এ ভিডিওটি দেখুন
      ua-cam.com/video/QlmE3jhvy3w/v-deo.htmlsi=kg2jlKwwUkfLhjtw

  • @baturiyad-iq8kl
    @baturiyad-iq8kl Місяць тому +1

    Zeolite use korar por ki sar use Kora jabe?

    • @AABD64
      @AABD64  Місяць тому

      জিওলাইটের কাজ আর সারের কাজ এক নয় অতএব জিওলাইট দেবার ৩-৪ দিন পর দেয়া যেতে পারে ধন্যবাদ আপনাকে

  • @saifultv6282
    @saifultv6282 3 місяці тому +2

    স্যার নিচের জন্য, শতকে ৩ পিচ করে মৃগেল মাছ দিলে কেমন হয়? মৃগেল তো বারে দ্রুত

    • @AABD64
      @AABD64  3 місяці тому +1

      দেয়া যেতে পারে ধন্যবাদ

  • @sujonahmed9236
    @sujonahmed9236 3 місяці тому +1

    Sir! 12 shotoke ki telapiya chash korte parbo???

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      অবশ্যয় পারবেন। এবং ভালভাবে চাষ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে

  • @azizulmunsi2442
    @azizulmunsi2442 3 місяці тому +2

    স্যার এক বিঘা জায়গা তেলাপিয়া চাষে মোট কত টাকা খরচ হতে পারে

    • @AABD64
      @AABD64  3 місяці тому +1

      সুনির্দিস্ট করে বলা মুশকিল সবার জন্য বিষয়গুরেঅ এক রকম নয়। তবে সাধারণ ভাবে ভালভাবে করলে ২ লক্ষ টাকার কাছাকাছি খরচ হবে এবং ৩ লক্ষ টাকার মত আয় হতে পারে। যাজাক আল্লাহু খাইরান

  • @md.mizanurrahman1523
    @md.mizanurrahman1523 2 місяці тому +1

    স্যার তেলাপিয়া পুকুরে খইল পচিয়ে তার সাথে সার মিশিয়ে প্রয়োগ করা য়াবে কি না।

    • @AABD64
      @AABD64  2 місяці тому

      এ ভাবে দেবার কোন কারণ আছে বলে বমার মনে হয় না, ধন্যবাদ আপনাকে

  • @arifhossainarifhossain7878
    @arifhossainarifhossain7878 13 днів тому +1

    মিশ্র মাছ চাষে বেকারির পঁচা রুটি বিস্কুট পচিয়ে যে সাদা পোকা উৎপন্ন হয় তা খাওয়ালে কেমন রেজাল্ট পাবো

    • @AABD64
      @AABD64  13 днів тому

      @@arifhossainarifhossain7878 না ভাই এ ধরনের কোন বিষয়ে আমার জানা,নাই,

  • @rajughosh8
    @rajughosh8 3 місяці тому +1

    Sir,
    Amar akti 15 shatak er pukur achhe, tate talapia na bata konta bhalo habe? Pani shukano jabe na, pukurer pare anek bari achhe, tai municipality permission debe na, pukur shukno na kore ai pukure ki chash korle bhalo hoy ? Abong puro chashe approx kato kharoch habe ? Jal die mach dharer o akta problem achhe, karon pukurtar tin dike bansher piling kara achhe abong sai dik gulo 8 ft kore pani thake, tai jele ra mati te pa pay na fale sob machh jal thake barie jay, sorry anekta baro hoye galo, kintu ai abosthay aponer paramarsho khub darker..... please....🙏🙏🙏

    • @AABD64
      @AABD64  3 місяці тому +1

      তেলাপিয়ায় ভার হবে মাছ বর্ষি দিঢেয় ধরবেন আর খাবেন। ধন্যবাদ আপনাকে

    • @rajughosh8
      @rajughosh8 3 місяці тому +1

      @@AABD64 Thanks sir,🙏 akhon satai kori ,but kono bhabai ki ai pukur theke alpo kichhu earn Kara jabe na......?

  • @MdForid-gy9li
    @MdForid-gy9li 3 місяці тому +1

    স্যার পানি কত দিন পর পরিবর্তন করলে ভালো হয় এবং পানি চলমান রাখলে কেমন হবে জানতে চাই

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      কেন পরিবর্তন করতে চাচ্ছেন??? পুকুরের পানি অবস্থা বুঝে অংশ বিশেষ পরিবর্তন করতে পারলে ভাল হয়। যাজাক আল্লাহু খাইরান

  • @shazal1976
    @shazal1976 3 місяці тому +1

    আমার নার্সিং পুকুর, চাষের পুকুর একই পুকুর। ছোট পুকুর, ১৬ শতক। সামনের সপ্তাহে ২০০০ তেলাপিয়া রেনু ছাড়বো। পুকুরে প্রচুর ব্যাঙ আছে। আমি কি রেনুকে সরাসরি পুকুরে দিয়ে দিলে ভাল হবে নাকি ৬*৯ ফুট হাপায় দিলে ভাল হবে?

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      এভাবে হাপায় না দিয়ে মাটির সাথে নীল নেট দিয়ে ঘিরে এক শতক জায়গাতে ছাড়লে ভাল হত। ধন্যবাদ আপনাকে

    • @shazal1976
      @shazal1976 3 місяці тому +1

      অনেক ধন্যবাদ, আপনার পরামর্শ মতোই করবো। এই একশতক জায়গায় কত লাইনে আসা পর্যন্ত রাখা যাবে?

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      @@shazal1976 ১ মাস লাখতে হবে। ধন্যবাদ আপনাকে

  • @user-ds7sm5vm9c
    @user-ds7sm5vm9c 3 місяці тому +1

    আমার পুরুরে জোয়ার ভাটার পানি আশা যাওয়া করে,আমি কি পদ্ধতি অবলম্বন করব তেলাপিয়া মাছের জন্য

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      আপনার পুকুরে যে কোন প্রকারের মাছচাষ ভালো হওয়ার কথা, ধ ন্যবাদ আপনাকে

  • @viky9281
    @viky9281 3 місяці тому +1

    Sir Fostoxin diye gas korar age besi chun diye ba kono koushole sob mach dhora ki sombhob?
    Thank you sir

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      গ্যাস ট্যাব্লেট দিলেয়তো মাছ ধরা যায় তাহলে কেন চুন দিতে হবে? এটি একটি বাড়তি খরছ কেন করবেন???? আর চুন দিয়ে মাছ ধরার বিষয়ে আমার তেমন জানা নাই, আপনাকে ধন্যবাদ আপনাকে

    • @viky9281
      @viky9281 3 місяці тому +1

      @@AABD64 sir ami prosno theek korini. Ami apnar ek ta comments dekhechilam jekhane ekjon bakery r nosto biscuit chanachur diye mach dhorechilo Fostoxin na kore.

    • @viky9281
      @viky9281 3 місяці тому

      @@AABD64 sir ami prosno theek korini. Ami apnar ek ta comments dekhechilam jekhane ekjon bakery r nosto biscuit chanachur diye mach dhorechilo Fostoxin na kore.

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      সরিষার কাচা খৈল ছিটিয়ে দিয়েও তলদেশের মাছ ভাষিয়ে ধরা যায়, আপনাকে ধন্যবাদ আপনাকে

    • @viky9281
      @viky9281 3 місяці тому

      @@AABD64 Apnake osonkho dhonnobad sir. Kacha khoil bolte ki je kono sorisae khoil ebong ki porimane site hobe sir.

  • @Tarakmalick-wl5th
    @Tarakmalick-wl5th 2 місяці тому +1

    পুকুরখেকেআমিপুরোমাছতুলতেচাইকিবেবহারকরেতুলবোএকটাওনামাছথাকেমাছহলোআমারশাদাপোনা

    • @AABD64
      @AABD64  2 місяці тому

      প্রশ্ন টা বোঝা গেল না দয়া করে আর একবার লিখতে হবে। ধন্যবাদ আপনাকে

  • @sarukkhan394
    @sarukkhan394 3 місяці тому +1

    Sir amar pukur konodin sukay na ki korbo sir

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      তা হলে আপনাকে এ কাজটি অবশ্যয় করতে হবে। ভিডিওতে দেখুন। ধন্যবাদ আপনাকে
      ua-cam.com/users/shortsPlx9LPWPPdI?si=VtL9KfLgmLYt0AG9

  • @shazal1976
    @shazal1976 3 місяці тому +1

    স্যার, আপনার পরামর্শ মতো পুকুরের একশতক জায়গায় নেটিং করে তেলাপিয়া রেনু দিয়োছি ৫ দিন আগে ৩ হাজার লাইন। কিন্তু নেটের বাইরের মাছে উকুন ও হাসপোকা আছে। আগামীকাল সুমিথিয়ন দিতে চাচ্ছি, কতটুকু দেব?

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      আমিকি এক শতকের কথা বলেছি ??? মনে হয় ছোট জায়গাতে অনেক বেশি মাছ রেখেন এমন হলে বেশি দিন রাখা ঠিক হবে না। বাকি জয়গাতে উকুন আছে এটা বুঝলেন কিভাবে???? হাস পোকা সেটা দেখাযায় কিন্তু উকুন ???? যায় হোক হাস পোকা হলে ডিজেল দিতে পারেন । সুমথিযন দিতে চািইলে ২-৩ দিন পরে দেন। ধন্যবাদ ভাল থাকেন

  • @humairahimu380
    @humairahimu380 3 місяці тому +1

    স্যার আমার ১০ শতাংশ রেসওয়ে ট্যাংকে কতপিছ তেলাপিয়া দেওয়া যাবে। আর প্যাডেল হুইওলার এরেটর কতক্ষন চালাতে হবে। বটম ক্লিন রেসওয়ে ট্যাংকে মাছ চাষ এ কি সফলতা পাওয়া যেতে পারে?

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      এ পদ্ধতিতে ভাল হবে না, আপনার ট্যাংকে এ পদ্ধতিতে চাষ করুন ভিডিও লিং দিলাম। ধন্যবাদ আপনাকে
      ua-cam.com/play/PL0fnAiLMvXKWb3Ne13g1KFZqM0oTBKq8r.html

    • @humairahimu380
      @humairahimu380 3 місяці тому +1

      স্যার আমার ১০ শতাংশ বটম ক্লিন রেসওয়ে পুকুর
      আমি চাচ্ছি ট্রায়াল হিসাবে মাছ চাষ করতে।
      বটমক্লিন রেসওয়ে পুকুরের সুবিধা অসুবিধা গুলো নিয়ে যদি একটা ভিডিও করতেন তাহলে ভাল হত।
      আমি বড় পরিসরে করতে চাচ্ছিলাম।আপনার আপনার আনুকূল্য উপদেশ প্রয়োজন।

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      @@humairahimu380আপনাকে যে ভিডিওগুলেঅ দেখতে দিয়েছি ওগুলো মনোযোগ দিয়ে দেখলে স্বচ্ছ ধারণা পেয়ে যায়তেন বোলে আমার ধারণা। আপনি মাছচাষ করুন এ্যারেশন ছাড়া, প্রথবার ভিয়েতনামী কৈ মাছচাষ করুন । পরে শিং মাছ করেন। ঐ তালিকা থেকে রিসেন্ট ভিডিওগুলেঅ দেখেন। ভাল থাকেন

  • @babusarkar428
    @babusarkar428 9 годин тому

    স্যার ৯০ শতকের পুকুরে গড় ৩ ফুট গভীরতায় ১০ হাজার সিপি কোম্পানির তেলাপিয়া ৪ মাসের জন্য চাষ করতে কত কেজি খাবার লাগবে? ৪ টায় কেজি করবো এবং কেনা ভাসা খাবার খায়াবো জানাবেন প্লিজ। আর আপনার পরমার্শ দেবেন

    • @AABD64
      @AABD64  5 годин тому

      পরামর্শ তো ভিডিওতে দেয়া আছে ৩.৫ -৪.০ টন খাবার লঅগতে পারে। তবে বিষয়টি অনেক গুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। ধন্যবাদ ভাল থাকেন

  • @TheJoysmith463
    @TheJoysmith463 3 місяці тому +1

    আসসালামু আলাইকুম। স্যার আমি নতুন পুকুর তৈরী করছি। তেলাপিয়া চাষ করবো। আমার পুকুরের পানির বেবস্থা ডিপ টিউবওয়েল থেকে করতে হবে। ৪০ ফিট নিচ থেকে পানির লেয়ার পাওয়া যায় কিন্তু আইরন মুক্ত পানির জন্য ৫০০ ফিট নিচে যেতে হবে। যার খরচ অনেক বেশি। এই অবস্থায় আমার কি করণীয়।

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      যেহেতু পুকুর করবেন অতএব এগিয়ে যান ধন্যবাদ আপনাকে

    • @TheJoysmith463
      @TheJoysmith463 3 місяці тому

      @@AABD64
      স্যার আমার প্রশ্নের উত্তর টা দিয়েন দয়াকরে। পানি কি আইরন মুক্ত জরুরী?

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      আপনার প্রশ্ন এর উত্তর দিয়েছি আপনি আর কি, জানতে চাচ্ছেন বললে চেষ্টা করতে পারি

    • @TheJoysmith463
      @TheJoysmith463 3 місяці тому

      @@AABD64 আমার পুকুরের পানির বেবস্থা ডিপ টিউবওয়েল থেকে করতে হবে। ৪০ ফিট নিচ থেকে পানির লেয়ার পাওয়া যায় কিন্তু আইরন মুক্ত পানির জন্য ৫০০ ফিট নিচে যেতে হবে। যার খরচ অনেক বেশি। এই অবস্থায় আমার কি করণীয়।

  • @rajibimran4985
    @rajibimran4985 3 місяці тому +1

    রুই ও কাতলা মাছের সাথে কি চাষ করা য়াবে।

    • @AABD64
      @AABD64  3 місяці тому +1

      রুই এবং কাতল দেয়া যাবে। এ ভিডিওটি দেখুন দযা করে। আপনাকে ধন্যবাদ
      ua-cam.com/video/CbZRx377aE0/v-deo.htmlsi=235dJb_kC7PT5au5

    • @rajibimran4985
      @rajibimran4985 3 місяці тому +1

      আকাশ মেগলা থাকলে কি খাবার দেয়া য়াবে।

    • @AABD64
      @AABD64  3 місяці тому +1

      @@rajibimran4985 অপেক্ষা করতে হবে বিরতি দিলে অন্য দিনের তুলনায় কম দিতে হবে। ভাসমান হলে যতটুকু খায় ততটুকু দিতে হবে। ১ বার দেযায় ভাল। ধন্যবাদ আপনাকে

    • @rajibimran4985
      @rajibimran4985 3 місяці тому +1

      স্যার কেমন আছেন।আমার পুকুরে নতুন করে পানি দিতেছি। পানি দেয়ার পর কি কজ করব জানাবেন।

    • @rajibimran4985
      @rajibimran4985 3 місяці тому +1

      পুকুরে পানি ছিল ৩ফুট।এখন দিব ৩ফুট

  • @mozammel8090
    @mozammel8090 2 місяці тому +1

    স্যার আমার গভীর পুকুর ৯০ শতক,আমি ৩" সাইজের ১০০০০ সিপি তেলাপিয়া দিয়েছি, সাথে অন্য কোন মাছ দেইনি,তেলাপিয়া কি আরোবেশি দেওয়া যাবে?

    • @AABD64
      @AABD64  2 місяці тому +1

      শুধু তেলাপিয়া দিলে আরো ৫-৬ হাজার দিতে পারবেন তবে যেহেতু গভীর পুকুর সেহেতু ৫০০০ পাংগাস দিতে পারেন। অথবা ১০০০ সাদা মাছ দিতে পারেন। ধন্যবাদ আপনাকে

    • @mozammel8090
      @mozammel8090 2 місяці тому +1

      @@AABD64ধন্যবাদ স্যার

    • @user-bm6ur9bt2q
      @user-bm6ur9bt2q 7 днів тому +1

      স্যার তেলাপিয়া আর পাঙ্গাশ এক সাথে চাষ করা যাবে?

    • @AABD64
      @AABD64  7 днів тому

      @@user-bm6ur9bt2q হা যাবে ভালো থাকেন

  • @saifultv6282
    @saifultv6282 3 місяці тому +2

    স্যার আমি অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিক্রি করি

    • @AABD64
      @AABD64  3 місяці тому +1

      খুব ভাল খবর কোন এরাকায় আপনার খামার ???

    • @saifultv6282
      @saifultv6282 3 місяці тому +1

      @@AABD64 গ্রাম ধলা থানা ত্রিশাল জেলা ময়মনসিংহ

    • @AABD64
      @AABD64  3 місяці тому +1

      @@saifultv6282 মাছের পোনার ঘাটিতে অনেক ধন্যবাদ আপনাকে

    • @saifultv6282
      @saifultv6282 3 місяці тому +1

      ​@@AABD64 স্যার আপনার মাছ চাষের পরামর্শ গোল খুব ভালো,, আপনার সব ভিডিও দেখি ❤️❤️❤️

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      @@saifultv6282 অনেক অনেক ধন্যবাদ আপনাকে

  • @shazal1976
    @shazal1976 3 місяці тому +2

    স্যার, একটা চরম ভুল করে পেলেছি তাই আপনাকে নক দিচ্ছি। আমি আজ রেনু ছাড়বো। গতকাল বিকেলে পুকুরে রিপকর্ড প্রয়োগ করেছি। ভুলবসত ০.৪ মিঃলিঃ এর জায়গায় ৪ মিলি হারে প্রয়োগ করে পেলেছি। এখন আজ রেনু চলে আসবে, এখন আমি কি করবো? অনুমানিক প্রয়োগের ১৫ ঘন্টা পর রেনু আসবে।

    • @AABD64
      @AABD64  3 місяці тому +2

      একন একটায় করণীয় রেেণু না ছাড়া, আর কি করার আছে আমি বুঝতে পারছি না, রেণু সরবরাকারীকে কিছু ক্ষতি পূরণ দিয়ে রেণূ না নেবার চেস্টা করূন

  • @user-kv3tg3pl4u
    @user-kv3tg3pl4u 3 місяці тому +2

    সার ৩০শতক জাগায় কতপিছ তেলাপিয়া ছারতে পারব

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      5-6 হাজার, ধন্যবা আপনাকে

  • @user-ii2ie6xg7p
    @user-ii2ie6xg7p Місяць тому

    এখানে যারা আছেন কেউ কি কারো কাছ থেকে রেনু মাছ নিয়ে প্রত্যাশিত রেজাল্ট পেয়েছেন???? তাহলে নাম্বার দিলে উপকৃত হতাম

  • @rajibimran4985
    @rajibimran4985 3 місяці тому +1

    স্যার এরিটর কি প্রতি দিন চালাব?

    • @AABD64
      @AABD64  3 місяці тому +1

      দিনে কম পক্ষে দুবার চালঅতে হবে। ভোর রাতে এবংবিকালে ধন্যবাদ আপনাকে

    • @rajibimran4985
      @rajibimran4985 3 місяці тому +1

      @@AABD64 মছকে কি কৃমি নাসক দিতে হয়

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      @@rajibimran4985 মাছের কোন ক্রিমি নাশক নাই । ধন্যবাদ আপনাকে

    • @rajibimran4985
      @rajibimran4985 2 місяці тому +1

      ভিটামিন সি কি খাবারের সাথে মিশিয়ে দিব।নাকি পুকুরে সিটিয়ে দিব এবং কি পরিমান দিব ১০০শতাংশে।

    • @AABD64
      @AABD64  2 місяці тому +1

      @@rajibimran4985 ভিটামিন আসলে কম লাগে। আপনাকে খাবারের সাথে মিশিয়ে দিতে হবে। এ ভিডিওটি দেখুন এবং সেভাবে কাজ করুন ধন্যবাদ আপনাকে
      ua-cam.com/video/twCopR_Wryw/v-deo.htmlsi=bvCtZZc60nzAIsNq

  • @serasur2275
    @serasur2275 3 місяці тому

    আমার পুকুরের পানি কালো রং ধারন করেছে! পুকুরে পুরা ছেলা ভর্তি মাছ ছেড়েছি ৫৮ পিচ গ্লাসকাপ তিন কেজি তেলাপিয়া! এখন কি করণীয়?

    • @AABD64
      @AABD64  3 місяці тому

      ছেলা কি ভাই??? পুকুরের আকার কত???? ধন্যবাদ আপনাকে

    • @serasur2275
      @serasur2275 3 місяці тому

      @@AABD64 44 শতক শেওলা

    • @AABD64
      @AABD64  3 місяці тому +1

      শেওলা বেশী থাকলে কায়িক পরিশ্রমে অবশ্যয় তিলে ফেলতে হবে, যদি গ্রাসকার্পে কমাতে না পারে, শাওলা বেশী থাকলে কোন মেডিসিন দিয়ে লাভ হবে না, ধন্যবাদ আপনাকে

    • @serasur2275
      @serasur2275 3 місяці тому

      শেওলা অনেক পুরা হয়ে গেছে

    • @AABD64
      @AABD64  3 місяці тому +1

      তুলে ফেলতে হবে নয়ত পচে ক্ষতি হতে পারে

  • @babusarkar428
    @babusarkar428 Місяць тому +2

    স্যার আমি যদি ৯০ শতাংশ পুকুরে ১৫০০০ তেলাপিয়া চাষ করি ৪ মাসে ৩ টায় কেজি আসে তাহলে ৫০০০ কেজি হয়। যা ১০০ টাকা করে কেজি বিক্রি করলে ৫ লক্ষ টাকা দাম হয়। ১৫০০০ মাছ আড়ায় টাকা পিস কিনলে প্রায় ৪০০০০ টাকা লাগে খাদ্য খরচ ধরলাম ২ লক্ষ । হিসাব কি ঠিক আছে?

    • @AABD64
      @AABD64  Місяць тому +2

      জীবন্ত প্রাণী নিয়ে কাজ হিসাবটা এত সহজ সরল নয়??? ধন্যবাদ আপনাকে

    • @reactworld5248
      @reactworld5248 25 днів тому +1

      Minimum 7 lac tk feed lagbe 15000 pcs er jonno

    • @babusarkar428
      @babusarkar428 День тому

      তাহলে তো লস হবে​@@reactworld5248

  • @mohammedasik9737
    @mohammedasik9737 Місяць тому

    স্যার তেলাপিয়া পাবদা মাছ কি এক পুকুরে সাস করা যায়

  • @mohammedasik9737
    @mohammedasik9737 Місяць тому

    স্যার তেলাপিয়া পাবদা মাছ কি এক পুকুরে সাস করা যায়