চট্টগ্রামের সফল উদ্যোক্তা হিসেবে ‘বেস্ট অব চিটাগাং এওয়ার্ড-২০২০ অর্জন করলেন সৈয়দ রুম্মান আহাম্মেদ

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • চট্টগ্রামের সফল উদ্যোক্তা হিসেবে ‘বেস্ট অব চিটাগাং এওয়ার্ড-২০২০ অর্জন করলেন সৈয়দ রুম্মান আহাম্মেদ
    বন্দরনগরী চট্টগ্রামের তরুন সফল উদ্যোক্তা হিসেবে বেস্ট অব চিটাগাং এওয়ার্ড ২০২০ অর্জন করেছেন সৈয়দ রুম্মান আহাম্মেদ। চট্টগ্রাম মহানগরীতে শিশু কিশোরদের জন্য বিশ্বমানের ডিজিটাল বিনোদন পার্ক প্রতিষ্ঠা, বিউটি লাইফ স্টাইল এবং রেস্টুরেন্ট বিজনেসে ব্যাপক সাফল্য অর্জনের পাশাপাশি বিপুলসংখ্য বেকার তরুন-তরুনীর কর্মসংস্থান সৃষ্টি মাধ্যমে সফল তরুন উদ্যোক্তার স্বীকৃতি অর্জন করেন সৈয়দ রুম্মান আহাম্মেদ।
    রোববার সন্ধ্যায় হ্যালো চিটাগাং-এর উদ্যোগে নগরীর চিটাগাং ক্লাবের ব্যাংকুইট হলে আয়োজিত এক্সক্লুসিভ সেলিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে সৈয়দ রুম্মান আহাম্মেদের হাতে এই এওয়ার্ড তুলে দেওয়া হয়। দুই বছরের ধারাবাহিকতায় ‘হ্যালো চিটাগাং’ এই বেস্ট অব চিটাগাং এওয়ার্ডের আয়োজন করে।
    উল্লেখ্য, সৈয়দ রুম্মান আহাম্মেদ চট্টগ্রাম নগরীতে নারী ও পুরুষদের জন্য বিশ^মানের ফিটনেস সেন্টার এন্ড জিম ‘হ্যামার স্ট্রেংথ’, আন্তর্জাতিক মানের ব্র্যান্ড বিউটি সেলুন হাবিব তাজকিরাজের চেয়ারম্যান। একই সাথে তিনি নগরীর রুফটপ মিউজিক লাউঞ্জ ‘উইন্ড অব চেইঞ্জ রেস্টুরেন্ট, গ্রেভি ডাইন রেস্টুরেন্ট, আধুনিক শপিংমল সানমার ওশান সিটি এবং কনকর্ড টাউন সেন্টারে শিশু কিশোরদের জন্য প্রতিষ্ঠিত ডিজিটাল থিম পার্কেরও চেয়ারম্যান। একই সাথে তিনি খুলশি টাউন সেন্টার শপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
    চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ফরেস্ট্রি বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রীধারী রুম্মান আহাম্মেদ এমবিএ ডিগ্রী অর্জন করেন চট্টগ্রামের ইউএসটিসি থেকে।

КОМЕНТАРІ • 2