সালামুআলাইকুম স্যার আমি আপনার ভিডিওগুলো অনেক আগে থেকেই ফলো করতাম কিন্তু মাঝখানে প্রায় 2-3 বছর আপনি ভিডিও দেন নাই আবার নতুন করে ভিডিও ইউটিউব এ দিতেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রত্যেকটা ভিডিও আমাদের উপকৃত
ভাই, আমি আপনার বেশ কিছু ভিডিও দেখেছি, এবং সোলার সম্পর্কে জেনেছি। আমার ২৫০ ওয়াট ২৪ ভোল্টের সোলার প্যানেল, ১২ ভোল্টের ১৩০AH ব্যাটারি আছে। আমি কি ১২/২৪ ভোল্টের চার্জার কন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট ব্যাটারী চার্জ করতে পারবো। জানালে উপকৃত হবো।ধন্যবাদ।
কিছু কিছু PWM চার্জ কন্ট্রোলারের VOC 50 ভোল্ট বা এর আশেপাশে হয়ে থাকে, সেই চার্জ কন্ট্রোলার গুলো ব্যবহার করে 24 ভোল্টের প্যানেল ব্যবহার করে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। ম্যানুয়াল বইতে VOC উল্লেখ থাকবে। তবে সবচেয়ে ভালো হয় MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে। MPPT তে পাওয়ার লস হয় না এবং খুব সুন্দর ভাবে 12 ভোল্টের ব্যাটারি কে চার্জ করতে পারে।
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ভাই আমি ১০০+২০ ওয়াট সোলার প্যানেলের সাথে ইজিবাইকের ২২০ এম্পায়ারের ব্যাটারি দিয়ে চালাচ্ছি ঠিক মতো আউটপুট পাচ্ছিনা এজন্য ৩৫৫ ওয়াট একটা longi solar panel এড করতে চাচ্ছি আমার ১২ ভোল্টের ব্যাটারি দিয়ে কি ২৪ ভোল্টের সোলার pwm চাইনিজ কন্টোলার ঠিক হবে কিনা
অলাইকুম আসসালাম। 24 ভোল্টের প্যানেল দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে চাইলে আপনাকে একটা MPPT সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে। কিছু কিছু PWM কন্ট্রোলার ২৪ ভোল্টের প্যানেল দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারে কিন্তু PWM ব্যবহার করলে প্যানেলের পারফরমেন্স অর্ধেক হয়ে যাবে। তখন আপনি আগের সেটআপের সমান পারফরম্যান্স পাবেন।
আসসালামুয়ালাইকুম স্যার আমি 300 ওয়াট প্যানেলের সাথে 150 এম্পিয়ার ব্যাটারি দিয়ে সোলার সিস্টেম ইউজ করতে চাই এই ক্ষেত্রে আমার জন্য এমপিপিটি চার্জার কন্ট্রোলার ভালো হবে নাকি পিডব্লিউ আমি ভালো হবে একটু জানাবেন আশা করি
অলাইকুম আসসালাম। MPPT চার্জ কন্ট্রোলার দিয়ে ২৪ ভোল্টের প্যানেল ব্যবহার করলে সিস্টেম বেশি রেসপন্সিভ হয় এবং তুলনামূলক একটা স্ট্যাবল সোলার সিস্টেম বিল্ড করা যায়। এখানে খরচ কমানোর জন্য ২৪ ভোল্টের প্যানেল এবং তুলনামূলক চিকন তার ব্যবহার করতে পারবেন। এখানে ব্যাটারিটা ১২ ভোল্টের ব্যবহার করতে পারবেন।
MPPT চার্জ কন্ট্রোলার থাকলে কোন সমস্যা হবে না। তবে ১২ ভোল্টের দুইটি প্যানেল সিরিজে সংযুক্ত করলে আপনি শুধু ক্যাবল এর খরচটা একটু কমাতে পারবেন। রিয়েল ২৪ ভোল্টের প্যানেলগুলো কিনলে সাধারণত অনেক কম টাকায় হাই কোয়ালিটির প্যানেল পাওয়া যায়।
হ্যাঁ ওইটা কিছুদিন আগে আমি একটু পার্সোনালি চেক করে দেখেছিলাম। ওটার পারফরম্যান্স আর এটার পারফরম্যান্স প্রায় সেম, দুইটাই আমার কাছে ভালো লেগেছে। তবে চেষ্টা করবেন ৩০ এম্পিয়ার অথবা এর উপরের এম্পিয়ার গুলো কিনতে।
বাজেট যদি ভালো হয় তাহলে SRNE কোম্পানির MPPT নিতে পারেন। একটু কম বাজেটের মধ্যে PWM 20A নিলে এটা ভালো হবে। এটা ঢাকার কাপ্তানবাজার সোলার মার্কেটের অনেক দোকানেই পাওয়া যায়। আপনি অনলাইনে কিনতে চাইলে বিডি ট্রনিকস্ এর ওয়েবসাইট থেকে কিনতে পারেন। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন। এছাড়াও দারাজ এ দেখতে পারেন এবং এটা Solar Edition নামের একটি ফেসবুক পেজেও পাওয়া যায়। দারাজ থেকে ক্রয় করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি।
ভ্যানের পাউডার ব্যাটারি/sealed lead acid battery/SLA সিলেক্ট করতে 1b1 সিলেক্ট করুন। এটা শুধু এই কন্ট্রোলারের জন্য প্রযোজ্য। অন্য কন্ট্রোলারে এটার সেটিংস ভিন্ন। কোন ভোল্টেজ সিলেক্ট করতে হবে না অটোমেটিক হয়ে যাবে।
ভাই, আমার প্রতান্ত গ্ৰাম অঞ্চলে বাড়ি, ১০০ওয়াডের কোন সোলার প্যানেল ৩ টা বাতী,১টা ঝুলন্ত জালি ফ্যানের জন্য কোন ব্যাটারি, সোলার প্যানেল এবং চাজ কন্ট্রোল কম দামে ভালো কোনটা কিনলে ভালো হয়, দয়া করে বলবেন
কম বাজেটের মধ্যে আলো, জেনেটিক, ফরচুন ইত্যাদি সোলার প্যানেল নিতে পারেন। 100 ওয়াট সোলার প্যানেলের সাথে 60Ah হ্যামকো অথবা রহিম আফরোজ এর সোলার ব্যাটারি নিতে পারেন। চার্জ কন্ট্রোলার কমের মধ্যে সুপারস্টার প্রিমিয়াম টা ভালো, এছাড়াও অল্প কিছু বেশি দিয়ে ASC কোম্পানিটা নিতে পারেন। সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত ৪০/৭৬ ক্যাবল ব্যবহার করতে হবে। লোডের জন্য ২৩/৭৬ ক্যাবল ব্যবহার করতে হবে। ব্যাটারির কানেকশন একটু মোটা 4rm ফ্লেক্সিবল ক্যাবল দিয়ে করবেন।
@@TechnologyBanglaShahin ভাইজান, আপনাকে ধন্যবাদ, আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত দান করুন আমিন 🤲 ভাই, আনুমানিক মোট কত টাকা লাগতে পারে, ৩০ ওয়ার্ডের ব্যাটারি তে কি সমস্যা হবে, সত্যি কথা ভাই আমি গরীব মানুষ কম দামের মধ্যে একটু ভালো কোয়ালিটির জিনিস ,ভাই সোলার প্যানেল ফুল প্যাকেজ কত টাকা লাগবে, দয়া করে যদি বলতেন। সুস্থতায় সুখী হোক আপনার প্রতিটি ক্ষন,, অসংখ্য ধন্যবাদ,
30Ah ব্যাটারিতে হবে কিন্ত বড় ব্যাটারি ব্যবহার করলে বেশি টেকসই হতে দেখেছি। মানে ব্যাটারি যত নিচে ড্রেইন করা হয় তত স্থায়িত্ব হারাতে থাকে। বাজেট কম থাকলে 30Ah কিনুন। আসলে প্রাইস এক এক জায়গায় একেক রকম, এছাড়াও কোম্পানি ভেদে প্রচুর প্রাইস ওঠানামা করে। আপনার এলাকায় প্রাইস কেমন এটা আপনি একদিন গিয়ে খোঁজ নিন। আর অন্য কোন টেকনিক্যাল সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবেন।
SRNE MPPT যে শুধু এম্পিয়ার বেশি দেয় বিষয়টা কিন্তু তা নয়। এটা ব্যাটারিকে ইকুলাইজেশন এর মাধ্যমে প্লেটের অযাচিত সালফেট দূর করে ও সেলগুলোর ভোল্টেজ ব্যালেন্স করে যা দীর্ঘদিন ব্যাটারির হেলথ ভালো থাকার জন্য অত্যন্ত জরুরী। এটাতে প্রয়োজন মত এম্পিয়ার লিমিট করা যায়। এটাতে ব্লুটুথ ও ওয়াইফাই এর মাধ্যমে দূর থেকে মনিটর করা যায়। এটা ব্যাটারিকে মাল্টি স্টেজে চার্জ দেয় ফলে ব্যাটারি পরিপূর্ণ ভাবে চার্জ হতে পারে। এটা ব্যাটারি তে কতটুকু পাওয়ার ঢুকলো এবং কতটুকু বের হলো সব হিসাব আপনাকে দেখাবে। তবে আপনার যদি সিস্টেম ছোট হয় এবং শুধু এম্পিয়ার বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই MPPT কন্ট্রোলার না নিয়ে আরেকটি প্যানেল ক্রয় করা বেশি লাভজনক হবে।
@@TechnologyBanglaShahin জ্বী সেটাই চিন্তা করে দেখলাম। ওই টাকা দিয়ে আরেকটা প্যানেল বাড়ানোই ভাল হবে। আরেকটা ওয়াট মিটার বসিয়ে নিলেই হবে। আপনার ক্লাম্প মিটার টার মডেল কত? কোথা থেকে নিয়েছিলেন? ac dc দুটাই এম্পিয়ার মাপা যায়?
সেক্ষেত্রে B1 হবে। তবে অন্য কোম্পানির চার্জ কন্ট্রোল হলে ম্যানুয়াল টা একবার একটু দেখে নিবেন। নোট: আপনার ব্যাটারিটি রহিম আফরোজ এর এসিড পানি ব্যাটারি। এটা Flooded lead acid battery.
আমি আসলে ভালো কন্ট্রোলার ছাড়া রিভিউ করিনা ও নিজেও ব্যবহার করিনা। দুইটাই ভালো লেগেছে দেখে কিনেছি। তবে এটাতে সব ভালো হলেও ইকুলাইজেশন চার্জিং নাই যা srne তে আছে।
Amar kace 1000v sign web ips & 200ah tall tubular battery ase, akon ami jodi solar lagate cai & ac output diye sob solbe, tahole amar connection ta kibabe deoa jai, jodi bolten opokar hoto.
এক্ষেত্রে আপনি একটি Snarten কোম্পানির সোলার কনভারশন কিট কিনতে পারেন। এটা আপনার নন সোলার IPS এর সাথে সংযুক্ত করে ব্যবহার করতে পারবেন। কিভাবে সংযুক্ত করতে হবে এটা ভিতরের ম্যানুয়ালে সব দেওয়া আছে।
@shohelrana-dev হ্যাঁ সে ক্ষেত্রে আপনি MPPT সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন, তাহলে ওয়াট কমবে না। এই চ্যানেলে কিছুদিন আগে ওটার রিভিউ ভিডিও দিয়েছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাইজান, ১২ বোল্ট ১৩০ এম্পিয়ারের হ্যামকো ব্যাটারির সাথে দুইটা সোলার,একটা হল ১৩০ওয়ার্ড আরেকটা হল ১০০ওয়ার্ড প্যারালাল সেট করেছি afroja PWM control 20 এম্পিয়ারের। এতে কোন সমস্যা হবে কিনা, আর ভবিষ্যৎ ছাইলে আরো ১০০ ওয়ার্ড বাড়িয়ে সোলার আইপিএস করতে পারব কি?, প্লিজ ভাইয়া একটু দয়া করে জানাবেন, আপনার ভিডিও গুলো দেখলে মনের ভেতর বিশ্বাস জাগে। তাই কমেন্ট করলাম ভাইয়া
হ্যাঁ এই কন্ট্রোলার দিয়ে ২৪ ভোল্টের প্যানেল ব্যবহার করে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন কিন্তু অনেক ওয়াট লস হবে। এসব ক্ষেত্রে mppt চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে ওয়াট আর লস হয় না।
এটা সিচুয়েশনের উপরে নির্ভর করছে। আপনার যদি অলরেডি ১২ ভোল্টের সোলার প্যানেল দিয়ে সেটআপ করা থাকে তাহলে আপনি টাকা দিয়ে প্যানেল কিনুন, ওটাই আপনার জন্য লাভজনক হবে।
@@TechnologyBanglaShahin কেন স্যার mppt কন্ট্রোলার কি 12 ভোল্ট সোলার এর সাথে ব্যবহার করা যায় না? আমার অলরেডি ছোট একটা প্যানেল আছে 85 ওয়ার্ডের আমি আপডেট করতে চাচ্ছি কারণ আমার ফ্যামিলিতে লোড বাড়ছে মিনিমাম 300 ওয়াট প্যানেল সেটআপ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে একটা 30 এম্পিয়ার এর ভালো মানের চার্জার নিতে গেলেও দুই থেকে আড়াই হাজার টাকা লাগে ওই সুবাদে আমার মনে হয় mppt ভালো কারণ আমার ব্যাটারিটা রিভার্স চার্জিং এর মাধ্যমে ভালো থাকবে আর না হয় আমাকে এসি চার্জার কিনে প্রতি দুই মাসে অন্ততপক্ষে একবার হলেও ব্যাটারি চার্জ করাতে হবে তাতে আমার ব্যাটারি ভালো ব্যাকআপ পাবে একটা এসি চার্জার কিনতে গেলে কমপক্ষে দেড় থেকে 2000 টাকা আমার হিসেবে ওভারল আমি mppt লগানো আমার জন্য ভালো হবে আপনি আমাকে পরামর্শ দিন এমপিপিটি লাগাবো নাকি এরপরও 100 ওয়াট প্যানেল বাড়িয়ে দেবো যদি আমি এমপিপিটি কন্ট্রোলার না লাগাই তাহলে আমার প্যানেল হয়ে যাবে প্রায় 400
আপনার সেট আপের জন্য মিনিমাম 20A চার্জ কন্ট্রোলার লাগবে। কম প্রাইস এর মধ্যে 20A PWM চার্জ কন্ট্রোলার নিলে এটা নিতে পারেন। কম প্রাইসের মধ্যে এটা বেশ ভালই কাজ করে। যদি বাজেট ভালো থাকে তাহলে SRNE MPPT সোলার চার্জ কন্ট্রোলার নিতে পারেন। ওটার ভিডিও এই চ্যানেলে আছে।
আসসালামু আলাইকুম, ভাইজান, সোলারের পানির ব্যাটারির জন্য ব্যাটারি সিলেকশন কোনটা হবে B 1 নাকি B 3 ? এবং অন্যান্য PWM এ ব্যাটারি সিলেকশন টা একই হবে তাই না? জানালে উপকৃত হব ধন্যবাদ
এই চার্জ কন্ট্রোলার এ পানির ব্যাটারি সিলেকশনের জন্য B1 বা ব্যাটারি ভোল্টেজ 12V সহ সিলেট করতে চাইলে 1B1 সিলেক্ট করবেন। অন্যান্য চার্জ কন্ট্রোলারের ক্ষেত্রেও এমন হয় তবে সিলেকশন করার আগে ম্যানুয়াল বইটা একটু দেখে নিবেন।
ভিডিও দেখে অনেকে কিনে ফেলেছে। ঠিক আছে পরে কেউ কিনতে চাইলে আমার ভিউয়ার্স দের আমি আপনার কথা কমেন্টে জানিয়ে দিবো। আমার ভিউয়ার্সদের জন্য কত টাকা রাখবেন সেটা জানিয়ে আমাকে একটা ই-মেইল দেন।
অলাইকুম আসসালাম। ঠিক আছে পরবর্তীতে করবো। তবে এই ধরনের চার্জ কন্ট্রোলারে শুধুমাত্র ব্যাটারি টাইপ সিলেক্ট করে দিলেই সব স্টেজের চার্জিং ভোল্টেজ, লো-কাট ভোল্টেজ হাই-কাট ভোল্টেজ সে নিজেই ব্যাটারি টাইপের স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্ধারণ করে নেয়। আর কিছু করতে হয় না। অ্যাডভান্স সেটিংস গুলো শুধু স্পেসিফিক কিছু কারণে দরকার হয়ে থাকে। তবে অ্যাডভান্স ইউজার না হলে এগুলো চেঞ্জ করলে হিতে বিপরীত হতে পারে।
অলাইকুম আসসালাম। হ্যাঁ আপনার দুইটি সোলার প্যানেলের সাথে প্যারালাল সংযোগ করে এই চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন। 20A নিলে পরবর্তীতে ইচ্ছা করলে আরও 100-200W প্যানেল যোগ করতে পারবেন। দারাজ এর লিংক থেকে প্রোডাক্ট কিনতে পারেন তবে ঢাকার কাপ্তান বাজারের চেয়ে দারাজ এ দামটা কিছুটা বেশি। অন্যান্য জায়গা থেকে প্রোডাক্ট ক্রয় করার চেয়েও দারাজ বেশি ট্রাস্টেড কারণ যদি হাতে পাওয়ার পরে কোন সমস্যা হয় তাহলে দারাজ অ্যাপ থেকে রিটার্ন ইনিশিয়েট করে দিলেই দারাজের ডেলিভারি ম্যান আপনার বাসায় এসে প্রোডাক্ট রিটার্ন নিয়ে যাবে আর টাকা দারাজ কোম্পানি আপনাকে বিকাশে পাঠিয়ে দিবে। রিটার্ন করার জন্য সাধারণত ৭ থেকে ১৪ দিন সময় আপনার হাতে থাকবে। কতদিন তারা দিচ্ছে সেটা প্রোডাক্ট এর নিচে লেখা থাকে। এই চার্জ কন্ট্রোলারের দারাজ থেকে ক্রয় করার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন।
অটো কাট চেক করা খুব সহজ। লোড চলাকালীন সময়ে ব্যাটারি ভোল্টেজ সাড়ে ১০ সেট করা থাকলে যদি সাড়ে ১০ এ আসলে কন্ট্রোলার টি সব লোডকে ডিসকানেক্ট করে দিতে পারে তাহলে বুঝবেন অটো কাট কাজ করছে। এছাড়াও চার্জিং হওয়ার সময় দেখবেন একটা নির্দিষ্ট ভোল্টেজ এ যাওয়ার পরে আর চার্জ নিচ্ছে না, সে ক্ষেত্রেও বুঝবেন অটো কাট কাজ করছে। এই কন্ট্রোলারটি আমি চেক করেছি, এটি খুব ভালোভাবেই অটো কাট করতে পারে।
SRNE 60A সর্বোচ্চ পাওয়া যায় বাংলাদেশে। 60A তে 24V এর সর্বোচ্চ 1600 ওয়াট সোলার প্যানেল সংযুক্ত করতে পারবেন। 2KW এর জন্য 80A চার্জ কন্ট্রোলার লাগবে। EPever Tracer ব্র্যান্ডের 80A/100A আছে।
বাংলাদেশে এখনো কেউ এটা ইমপোর্ট করে না কারণ হলো প্রাইস তুলনামূলক বেশি। তবে প্রাইস বেশি হলেও এটার MPPT ইফিসিয়েন্সি ও ট্রাকিং ক্ষমতা অসাধারণ। উন্নত দেশগুলোতে এটা ব্যবহার করে। আপনি দারাজ এ epever লিখে সার্চ দিলে 100A এর টা পেয়ে যাবেন। ওখানকার ফ্লাগশিপ শপ থেকে কিনবেন তাহলে অথেনটিক প্রোডাক্ট পাবেন।
আমি এটি সরাসরি লাগিয়ে দিয়েছি, কোন কিছু চেঞ্জ করিনি, 12 ভোল্ট প্যানেলের সাথে 12 ভোল্ট ব্যাটারি তাহলে কি আমার কোন সেটিং করতে হবে নাকি যেরকম আছে ওরকম থাকলে সার্চিং ভালো পাবো??
এসিড পানি ব্যাটারি (উপরের খাপ খুলে যে ব্যাটারিতে পানি দিতে হয়) হলে সমস্যা হবে না কারণ ডিফল্ট হিসেবে সম্ভবত এটায় FLD সিলেক্ট করাই থাকে। সে ক্ষেত্রে আর কিছু করতে হয় না। তবে ডিফল্ট ভাবে কি সেট করা আছে সেটা একবার চেক করে নেওয়া ভালো।
শুধুমাত্র ব্যাটারি টাইপ সিলেক্ট করে দিবেন বাকি সব সেটিং চার্জ কন্ট্রোলার নিজেই এপ্লাই করবে। এটাতে লেড অ্যাসিডের জন্য শুধু একটা মাত্র সেটিংস আছে। ম্যানুয়াল বইটা একটু দেখে নিন তাহলেই বুঝতে পারবেন। অথবা ভিডিওটি ভালো করে দেখুন ওখানে আমি লেড এসিড ব্যাটারি সেট করা দেখিয়েছি।
অলাইকুম আসসালাম। b1, b2, b3 = এগুলোতে ব্যাটারি ভোল্টেজ অটো ডিটেক্ট করবে। 1b1, 1b2, 1b3 = এগুলোতে ব্যাটারি ভোল্টেজ ১২ উল্লেখ করে দেওয়া হচ্ছে। 2b1, 2b2, 2b3 = এগুলোতে ব্যাটারি ভোল্টেজ ২৪ উল্লেখ করে দেওয়া হচ্ছে। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন।
ভাইয়া অনেক ধন্যবাদ বুঝতে পেরেছি। আমি আপনার ভিডিও দেখি কোভিড এর আগে থেকে। গত কয়েক বছর আপনার ভিডিও না পেয়ে আপনাকে একটি ইমেইল করেছিলাম। শুধুমাত্র আপনার অবস্থান জানার জন্য। পরে ভেবেছিলাম কোভিড এ আক্রান্ত হয়ে কি আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। মানে আপনার নীরবতার কারণ খুঁজে পাচ্ছিলাম না। আপনার ভিডিওগুলো খুবই উপকারী সবসময় আমি ফলো করি এবং দেখি।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আসলে আমি তো এগুলো সেল করি না, শুধু এগুলো নিয়ে একটু গবেষণা করি, কোনটা কেমন পারফরম্যান্স দেয় অবজারভেশন করি আর আপনাদের সাথে মাঝে মাঝে ভিডিওতে শেয়ার করি। আপনি এটা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। এটা ঢাকার কাপ্তানবাজার সোলার মার্কেটের অনেক দোকানেই পাওয়া যায়। আপনি অনলাইনে কিনতে চাইলে বিডি ট্রনিকস্ এর ওয়েবসাইট থেকে কিনতে পারেন। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন। আর দারাজ থেকে কিনতে PWM 20A লিখে সার্চ দিয়ে একটু নিচে আসলেই কমলা কালারের চার্জ কন্ট্রোলার টা পেয়ে যাবেন। এছাড়াও Solar Edition নামের একটি ফেসবুক পেজে এটা পাওয়া যায়। দেখেশুনে যেখানে প্রাইস একটু কম সেখান থেকে কিনবেন। এটার এখনো কপি ভার্সন মার্কেটে আসেনি, আপাতত অরিজিনাল টাই পেয়ে যাবেন।
20 এম্পিয়ার এর PWM কন্ট্রোলারে 12 ভোল্ট ব্যাটারির ক্ষেত্রে সাধারণত কোম্পানিগুলো 400 ওয়াটের মধ্যে প্যানেল ব্যবহার করতে বলে কিন্তু এটা যেহেতু এম্পিয়ার ইনক্রিজ না করে শুধু ভোল্টেজ কাট করে দিবে তাই আপনি 24V এর 500-550w প্যানেলও লাগাতে পারবেন।
মনে করেন আপনি ১০০ ওয়াট সোলার সিস্টেমে PWM ব্যবহার করলে ৬০ ওয়াট এর মত আউটপুট পাচ্ছেন আর MPPT ব্যবহার করলে ২০% বেশি মানে ৭২% ওয়াট এর মত আউটপুট পাচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার খরচ অনুযায়ী লাভ তেমন একটা হচ্ছে না। মানে ছোট সিস্টেমের ক্ষেত্রে এত খরচ করার কোন যুক্তিযুক্ত কারণ নাই। এর চেয়ে বড়ং প্যানেল আরেকটু বেশি কিনলেই লাভ বেশি হবে আপনার। কিন্তু যখন আপনি ৪০০ ওয়াট করবেন তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে আপনার বেশ ভালই লাভ হচ্ছে। আবার যেহেতু MPPT চার্জ কন্ট্রোলারের সাথে ১২ ভোল্টের ব্যাটারি যুক্ত করে ২৪ ভোল্টের প্যানেল ব্যবহার করা যায় তাই ওখানেও আপনার লাভ হচ্ছে। ২৪ ভোল্টের প্যানেল গুলোর কোয়ালিটি বেশ ভালো হয় কিন্তু দাম অনেক কম হয়। আবার ২৪ ভোল্ট প্যানেল গুলোর জন্য ক্যাবলও অত বেশি মোটা লাগে না কারণ সেখানে এম্পিয়ার কম ভোল্টেজ বেশি থাকে। অর্থাৎ প্যানেল এ আপনি কিছু সেভ করলেন আবার ক্যাবল এ আপনি কিছু সেভ করলেন প্লাস আপনি ভালো মানের ব্র্যান্ডের একটি চার্জ কন্ট্রোলার পেলেন যেটা ব্যাটারির হেলথ কে অনেক বেশি ভালো রাখবে। এছাড়াও MPPT কন্ট্রলারে বেশ কিছু মজার মজার ফাংশন থাকে। আশা করি বিষয়টা আপনি ভালো করে এনালাইসিস করলে বুঝতে পারবেন।
একটু লো কোয়ালিটির চার্জ কন্ট্রোলার গুলোতে এই ধরনের সমস্যার পাশাপাশি আরো অনেক অদ্ভুত ধরনের সমস্যা দেখা দেয়। আপনি চার্জ কন্ট্রোলারটি একটু ঠান্ডা জায়গায় ও যেখানে বাতাস ফ্লো করে সেখানে রাখার চেষ্টা করবেন।
এটা ঢাকার কাপ্তান বাজার সোলার মার্কেটে পাওযা যায়। অনলাইনে কিনতে চাইলে দারাজ থেকে কিনতে পারেন। দারাজ এর ক্রয় করার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তবে দাম বেশি নিচ্ছে দারাজে। আরেকটা ফেসবুক পেজ আছে নাম Solar Edition. ওই পেজে একটু কম দামে পাওয়া যায় এটা। ফেসবুকে ওই নাম লিখে সার্চ দিলে পেজটা পেয়ে যাবেন। ওই পেজে বিক্রেতার নাম্বার দেওয়া আছে, খুঁজলেই পেয়ে যাবেন।
আসসালামুয়ালাইকুম ভাই আমি একটা 200 ওয়াট এর প্যানেল নিতে চাচ্ছিলাম তো আপনার পরামর্শ মতে সুপারস্টারের পলি ভালো হবে না গ্রামীন ফরচুন ভালো হবে আর এই কন্ট্রোলার টার দাম কত প্লিজ উত্তর দেবেন❤
@user-pj1jb5fp8r মিডিয়াম ও ভালো মানের চার্জ কন্ট্রোলার গুলোতে শুধুমাত্র ব্যাটারি টাইপ সিলেক্ট করে দিলেই কত ভোল্টে চার্জ হবে, কত ভোল্টে কাট হবে এগুলো সে নিজেই নির্ধারণ করে নেয়। আপনার ব্যাটারি টাইপ অনুযায়ী ম্যানুয়াল বইয়ের থেকে হেল্প নিয়ে ব্যাটারি টাইপ সিলেকশন করুন।
আপনার প্রশ্নটি আরেকটু ক্লিয়ার করুন। আপনি দুই হাজার ওয়াটের সোলার সিস্টেম রাতে এবং দিনে চালাতে চাচ্ছেন? যদি রাতেও চালাতে চান সেক্ষেত্রে খরচ কিন্তু অনেক বেড়ে যাবে।
ভাই আমার ব্যাটারি ১২ ভোল্ট সোলার প্যানেল ২৫০ ওয়াট ২৪ ভোল্ট অন্যদিকে ৮৫ +২০ ওয়াট প্যানেল ১২ ভোল্ট এগুলো আমি না যেনে অনেক আগেই কেনা আরো সাত বছর আগের। এখন কিভাবে সবগুলো ব্যবহার করতে পারি। অর্থাৎ ২৪+১২ সবগুলো একত্রে কিভাবে ব্যবহার করতে পারি?
১২ ভোল্টের প্যানেল দুইটা কে সিরিজে সংযুক্ত করে ২৪ ভোল্ট করে ফেলুন। এরপরে এই ২৪ ভোল্টের স্ট্রিং এর সাথে আপনার ২৪ ভোল্টের প্যানেল প্যারালালে সংযুক্ত করুন। তাহলে সবগুলো প্যানেল ব্যবহার করতে পারবেন। আর এই সেট আপের সাথে একটি MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে আপনি সোলার প্যানেলগুলো থেকে সম্পূর্ণ আউটপুটটা বের করে আনতে পারবেন।
@hasanksa-tj4cf এগুলো দারাজের থেকেও কম দামে "সোলার এডিশন" নামে একটা ফেসবুক পেজ থেকে সেল করে। তারা বিশ্বস্ত। আপনি ফেসবুকে Solar Edition লিখে সার্চ দিলে পেজটি পেয়ে যাবেন। ওখানে সরাসরি মেসেজ দিতে পারেন অথবা রেসপন্স করতে দেরি হলে ওখানে পোস্ট গুলো থেকে মোবাইল নাম্বার খুঁজে বের করে কল দিতে পারেন।
আপনার বানানো ভিডিও সুন্দর ও সাবলিল। সবই ঠিক আছে তবে ব্যটারির টাইপ ও কোন ব্যাটারির জন্য কোন ফাংশন সেটিংস করা হবে তা এই কনট্রোলারটিতে খুবই জটিল করে বানানো হয়েছে। যাএকটা বিরক্তিকর বিষয়।
@@TechnologyBanglaShahin ভাইয়া, এটা কেমন হবে.? আমি একটা নিতে চাই। দিয়া করে জানাবেন। এটার সব কিছু যেমন, হাইকাট, লোকাট, ভোল্টেজ, এম্পিয়ার সব সঠিক দেখায় কি না, দয়া করে জানাবেন
অল্প বাজেটের মধ্যে ভালো বলা যায়। বেসিক যে ফাংশন গুলো সেগুলো এটা খুব ভালোভাবেই করতে পারে। যেমন: লো-কাট হাই-কাট ইত্যাদি। তবে এটার ৩০ এম্পিয়ার ও পরেরগুলোর কোয়ালিটি আরো ভালো, ভালো বিল্ড কোয়ালিটি এর পাশাপাশি ব্যাটারিতে কত এম্পিয়ার ঢুকছে এবং লোডে কত এম্পিয়ার যাচ্ছে সেটাও দেখা যায়। আরেকটা নতুন বের হয়েছে ট্রান্সপারেন্ট, ওটার পারফরম্যান্সও ভালো।
@@TechnologyBanglaShahin জি ভাইজান, আমি ট্রান্সপারেন্ট টা অল্প কিছুদিন হল লাগিয়েছি। এটা সম্পর্কে একটু জানার ছিলো,, ১: এটার ডিসপ্লে তে যে লাইট জ্বলে, সেটার জন্য ব্যাটারি থেকে কি পরিমান চার্জ খায়?? ২: আমি এই FT08 RC 150A চায়নিজ মিটার দিয়ে আমার প্যানেলের এম্পিয়ার চেক করেছি। এবং পাশাপাশি এই কন্ট্রোলার এর ডিসপ্লেতেও চেক করেছি। FT08 RC 150A এই মিটারে এম্পিয়ার যত শো করে, সেই কন্ট্রোলার এর ডিসপ্লেতে তার থেকে ০.২০- ০.৪০ এম্পিয়ার কম শো করে। এটার কারন কি??
১) ডিসপ্লের লাইটটি খুবই সামান্য পরিমানে পাওয়ার কনজামশন করে থাকে। এটা এত কম যে এটা নিয়ে চিন্তার কিছু নাই। ২) সাধারণত এই ধরনের কম দামি মেজারমেন্ট করার ডিভাইস গুলো ভোল্টেজ একুরেট দেখাতে পারলেও এম্পিয়ার একটু এদিক সেদিক দেখায়। আপনার কন্ট্রোলার এবং ওয়াট মিটার দুইটাই একেবারে একুরেট রেজাল্ট দেখাবে না। তবে একুরেট রেজাল্ট না দেখালেও যা দেখাচ্ছে তা যথেষ্ট একুরেটের কাছাকাছি। আপনি এটাতেই সন্তুষ্ট থাকতে পারেন। তবে যদি একেবারে একুরেট রেজাল্ট চান তাহলে আপনাকে ব্র্যান্ডের মেজারমেন্ট ডিভাইস ক্রয় করার জন্য অনেক বেশি খরচ করতে হবে যা কিছুটা অপ্রয়োজনীয় কারণ পার্থক্য খুবই সামান্য পাবেন। তবে যদি বড় কোন গবেষনা করার জন্য ব্যবহার করতে চান তাহলে কিনতে পারেন।
এই কন্ট্রোলার ২০ এম্পিয়ারের টা দারাজ এ এভেলেবেল। ওটার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন। ৩০ এম্পিয়ার এর টা ঢাকার কাপ্তানবাজার সোলার মার্কেটে কিছু কিছু দোকানে পেয়ে যাবেন। ৩০ এম্পিয়ার অনলাইনে কোথাও দেখছি না। তবে নতুন একটা আরো ভালো চার্জ কন্ট্রোলার অ্যাভেলেবেল হয়েছে, ওটার ভিডিও কয়েকদিনের মধ্যেই দিবো। ওটার সবকটা এম্পিয়ার এর মডেল অনলাইন থেকেই বিশ্বস্ততার সাথে কিনতে পারবেন।
@@TechnologyBanglaShahin কিন্তু স্যার আমিতো পাবনা থাকি শুধুমাত্র কন্ট্রোলার এর জন্য কাপ্তান বাজার প্রায় অসাধ্য, কি করবো বুঝতে পারছিনা, হেল্প প্লিজ, যদি এমন কোন বিশ্বস্ত সেলারের নম্বর পাওয়া যেতো?
ভালো মানের চার্জ কন্ট্রোলার রিভার্স কারেন্ট ফ্লো ব্লক করতে পারে। একটি ভালো মানের চার্জ কন্ট্রোলার ব্যবহার করুন। এছাড়াও একটি ডায়োড ব্যবহার করে বিদ্যুৎ প্রবাহ একমুখী করা যায়। সোলার প্যানেল থেকে যতটুকু এম্পিয়ার আসে তার চেয়ে বেশি এম্পিয়ার রেটিং এর একটি ডায়োড চার্জ কন্ট্রোলারের দিকে ফরোয়ার্ড মুডে সেট করুন। না বুঝলে আপনি আপনার এলাকার ইলেকট্রনিক্স এর জিনিসপত্র রিপেয়ার করে এমন কারো সাহায্য নিতে পারেন।
B1 হলো flooded/sealed টাইপের লেড এসিড ব্যাটারির জন্য ব্যবহার করা হয়। এক্ষেত্রে ব্যাটারি 12V নাকি 24V সেটা চার্জ কন্ট্রোলার নিজেই সেন্স করে নিবে। 1B1 হলো স্পেসিফিক ভাবে 12 ভোল্টের flooded/sealed লেড এসিড ব্যাটারির জন্য ব্যবহার করা হয়। এক্ষেত্রে আপনি ম্যানুয়াল ভাবে সিলেক্ট করে দিলেন যে এটা 12V ব্যাটারি। নোট: বক্সের ভিতরে ম্যানুয়াল বইতে এগুলো লেখা আছে, আপনি সময় নিয়ে পুরোটা পড়ুন।
@@TechnologyBanglaShahin আপনি যে কোন্টোলার ভিডিও দিয়েছেন সেই কোন্টোলার আমার বাসায় নিছি ৬ মাস আগে। ১২ ভাল্টো পানি এসিড ব্যাটারির জন্য কি সিলেট করতে হবে জানিনা।মেনুয়াল দেখে b1-1 সিলেট করেছি।১২ ভোল্ট সোলার পেনাল ১২ভোল্ট ব্যাটারি
এটা ঢাকার কাপ্তানবাজার সোলার মার্কেটের অনেক দোকানেই পাওয়া যায়। আপনি অনলাইনে কিনতে চাইলে বিডি ট্রনিকস্ এর ওয়েবসাইট থেকে কিনতে পারেন। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন।
শেষ হয়ে গিয়েছে ওই বিক্রেতার স্টকে। দারাজে সার্চ করে খুঁজে দেখতে পারেন অন্য বিক্রেতার কাছে পাওয়া যায় কিনা। তবে এটা ঢাকার কাপ্তানবাজার সোলার মার্কেটসহ অনেক জায়গাতেই পাওয়া যায়। ফেসবুকে Solar Edition নামের একটি ফেসবুক পেজ এটা বেশ কম দাম দামে সেল করছে, সার্চ করলে পেয়ে যাবেন। ওখানকার বিক্রেতার সাথে আমার কথা হয়েছে, আমার কাছে বেশ বিশ্বস্ত মনে হয়েছে।
আসসালামু আলাইকুম ভাই। আমি ১৩০ প্যানেল ৮০Ah ব্যাটারি আমার সমস্যা হচ্ছে ডিসি ফ্যান ২০/৩০ ফিট দুরে এক্টা ফ্যান ব্যবহার করলে অনেক আস্তে ঘুরে আমি ভালো মানের ২৩/৭৬ তার ব্যবহার করছি কিন্তু হয় না। এর কোন সমাধান আছে কি? থাক্লে সমাধান করে দিলে আমি অনেক উপকৃত হতাম।
অলাইকুম আসসালাম। আপনার ফ্যানটি যদি কাছে সেট করলে ভালো ঘুরে এবং দূরে সেট করলে আস্তে ঘুরে তাহলে অবশ্যই আপনার ক্যাবল এর কোয়ালিটি তে সমস্যা আছে। হয়তো আপনি ভাল মনে করছেন কিন্তু আসলে দোকানদার আপনাকে কপি ক্যাবল দিয়েছে, অথবা দোকানদার নিজেও জানেনা যে সে হোলসেল এ খারাপ ক্যাবল নিয়ে এসেছে। আপনি অরিজিনাল BBS, BRB, বিজলী ইত্যাদি ক্যাবল ব্যবহার করুন। ফ্যান যদি বেশি দূরে হয়ে থাকে তাহলে ২৩/৭৬ এর জায়গায় ৪০/৭৬ অরিজিনাল ক্যাবল ব্যবহার করুন। কিছু ডিসি স্টেপ আপ কনভার্টার পাওয়া যায় কিন্তু সেগুলো ব্যবহার করলে শুধু শুধু পাওয়ার বেশি কনজামশন হয় তাই ওগুলো সাজেস্ট করছি না।
না এম্পিয়ার লিমিট করা যায় না। চার্জিং ভোল্টেজ, লো কাট ভোল্টেজ, হাই কাট ভোল্টেজ, ব্যাটারি সিলেকশন, লোড টাইমার সিলেক্ট এগুলো কাস্টমাইজ করা যায়। এম্পিয়ার লিমিট অনেক দামী গুলোতে করা যায়। আগে একটা ভিডিও দিয়েছিলাম SRNE চার্জ কন্ট্রোলার নিয়ে, ওইটাতে এম্পিয়ার লিমিট করতে পারবেন।
Kothy paowa jabe original product?
এটার এখনো কপি আসেনি। এটা বিভিন্ন সোলার শপে পাওয়া যায়। অনলাইনে দারাজ থেকে ক্রয় করার লিংক ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি।
@@TechnologyBanglaShahinPowMr
MPPT
12/24V Auto
Solar controller
20A
রহিম আফরোজ.সোলার টিউবুলার ব্যাটারি ১৩০ অ্যাম্পিয়ারের.সাথে...
লুঙ্গি ৩৫৫ ওয়াট .২৪ ভোল্টের.মনো সোলার প্যানেল.এই প্যানেল টা দিলে...
১২ ভোল্টের ডিসি সিস্টেম করলে.ভালো হবে যদি একটু জানাইতেন...
স্যার আপনার টা আমাকে সেইল বা গিফট করে দেন😀
এতো গুলো আপনার কোনো কাজে আসবে না
সালামুআলাইকুম স্যার আমি আপনার ভিডিওগুলো অনেক আগে থেকেই ফলো করতাম কিন্তু মাঝখানে প্রায় 2-3 বছর আপনি ভিডিও দেন নাই আবার নতুন করে ভিডিও ইউটিউব এ দিতেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রত্যেকটা ভিডিও আমাদের উপকৃত
অলাইকুম আসসালাম। আসলে ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও দিতে পারিনি তবে আমি চেষ্টা করবো মাঝে মাঝেই সময় করে ভিডিও দেওয়ার। সাথেই থাকবেন।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম ভাইজান ভাল আছেন আপনি..সুপারস্টারের.১২ ভোল্টের ১০০ ওয়াটের মনো.পেনেলের.রিভিউ দিয়েন
প্রিয় ভাই,রিভিউ দেওয়ার পাশা পাশি বিতরের পার্টস খুকে দেখালে ভাল হয়
ভাই আপনার ভিডিও দেখে আমরা অনেক কিছু জানতে পারি।
যা অন্য কোনো কারো ভিডিও তে দেখতে
পাইনা।
Thank you for your appreciation.
আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
You are welcome.
@@TechnologyBanglaShahinPowMr
MPPT
12/24V Auto
Solar controller
20A
রহিম আফরোজ.সোলার টিউবুলার ব্যাটারি ১৩০ অ্যাম্পিয়ারের.সাথে...
লুঙ্গি ৩৫৫ ওয়াট .২৪ ভোল্টের.মনো সোলার প্যানেল.এই প্যানেল টা দিলে...
১২ ভোল্টের ডিসি সিস্টেম করলে.ভালো হবে যদি একটু জানাইতেন...
আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে
ধন্যবাদ।
Alhamdulillah kinlam. 12v e max 260 watt bola ase. Amar panel 250 watt 200+50 doita. Use kora jabe?
হ্যাঁ ব্যবহার করা যাবে
ভাইয়া বাজারে ট্রান্সপারেন্ট একটা কন্ট্রলার বের হোয়েছে, রংগিন ডিসপ্লে সহ। সেই কন্ট্রলারটা কেমন হবে ?
ভাইজান, সুপারস্টারের ডাবল ডিসপ্লে প্রিমিয়াম সোলার চার্জ কন্ট্রোলার দিয়ে,
২৪ ভোল্টের প্যানেল দিয়ে ১২ ভোল্ট ব্যাটারি চার্জ করা যাবে।
জানাবেন প্লিজ
না ওটাতে 12 ভোল্টের প্যানেল দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে হবে।
@@TechnologyBanglaShahin❤️ ওকে ভাইজান ধন্যবাদ আপনাকে ❤️
You are welcome.
Eita ki amp boost korte pare powmr er moto? Jmn apnar video te dekhsilam panel theke ashtese 3a+ r powmr boost kore 9a+ kore felse,
PWM এম্পিয়ার ইনক্রিজ করতে পারে না।
vai
pv 12.5 aistasa
bt 12.8 dakhaytasa
tahola aimar batare charj hossa ki?
Easy bike battary and 150 panel sate kun contorlar ti vlo hobe
ভাই, আমি আপনার বেশ কিছু ভিডিও দেখেছি, এবং সোলার সম্পর্কে জেনেছি। আমার ২৫০ ওয়াট ২৪ ভোল্টের সোলার প্যানেল, ১২ ভোল্টের ১৩০AH ব্যাটারি আছে। আমি কি ১২/২৪ ভোল্টের চার্জার কন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট ব্যাটারী চার্জ করতে পারবো। জানালে উপকৃত হবো।ধন্যবাদ।
কিছু কিছু PWM চার্জ কন্ট্রোলারের VOC 50 ভোল্ট বা এর আশেপাশে হয়ে থাকে, সেই চার্জ কন্ট্রোলার গুলো ব্যবহার করে 24 ভোল্টের প্যানেল ব্যবহার করে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। ম্যানুয়াল বইতে VOC উল্লেখ থাকবে। তবে সবচেয়ে ভালো হয় MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে। MPPT তে পাওয়ার লস হয় না এবং খুব সুন্দর ভাবে 12 ভোল্টের ব্যাটারি কে চার্জ করতে পারে।
ভাই আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে
অনেক ধন্যবাদ। সাথেই থাকবেন।
Ven/ pawadar battary jonno koto voltage korbo
ভাইজান প্যারালাল কানেকশনে কি MPPTকন্ট্রোলার ব্যবহার করা যাবে ১০০ ওয়াট সোলার প্যানেল ৩০ এম্পিয়ার ব্যাটারী
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ভাই আমি ১০০+২০ ওয়াট সোলার প্যানেলের সাথে ইজিবাইকের ২২০ এম্পায়ারের ব্যাটারি দিয়ে চালাচ্ছি ঠিক মতো আউটপুট পাচ্ছিনা এজন্য ৩৫৫ ওয়াট একটা longi solar panel এড করতে চাচ্ছি আমার ১২ ভোল্টের ব্যাটারি দিয়ে কি ২৪ ভোল্টের সোলার pwm চাইনিজ কন্টোলার ঠিক হবে কিনা
অলাইকুম আসসালাম। 24 ভোল্টের প্যানেল দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে চাইলে আপনাকে একটা MPPT সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে। কিছু কিছু PWM কন্ট্রোলার ২৪ ভোল্টের প্যানেল দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারে কিন্তু PWM ব্যবহার করলে প্যানেলের পারফরমেন্স অর্ধেক হয়ে যাবে। তখন আপনি আগের সেটআপের সমান পারফরম্যান্স পাবেন।
Vaia ami powmr pstar 30A ta nisi ei charge controller ta kmn aktu janaben
powmr এর কন্ট্রোলার গুলো ভালোই। তবে খুব উন্নতমানের আন্তর্জাতিক কিছু কোম্পানি কন্ট্রোলার আছে সেগুলোর মত এত উন্নত না।
Assalamualaikum bai kmn acen? aponan video gulo kub kajer ,,,,R aitar dam ta aktu jodi bolen,
আসসালামুয়ালাইকুম স্যার আমি 300 ওয়াট প্যানেলের সাথে 150 এম্পিয়ার ব্যাটারি দিয়ে সোলার সিস্টেম ইউজ করতে চাই এই ক্ষেত্রে আমার জন্য এমপিপিটি চার্জার কন্ট্রোলার ভালো হবে নাকি পিডব্লিউ আমি ভালো হবে একটু জানাবেন আশা করি
অলাইকুম আসসালাম। MPPT চার্জ কন্ট্রোলার দিয়ে ২৪ ভোল্টের প্যানেল ব্যবহার করলে সিস্টেম বেশি রেসপন্সিভ হয় এবং তুলনামূলক একটা স্ট্যাবল সোলার সিস্টেম বিল্ড করা যায়। এখানে খরচ কমানোর জন্য ২৪ ভোল্টের প্যানেল এবং তুলনামূলক চিকন তার ব্যবহার করতে পারবেন। এখানে ব্যাটারিটা ১২ ভোল্টের ব্যবহার করতে পারবেন।
@@TechnologyBanglaShahinতাহলে আমি 24 ভোল্ট সিরিজ করে নিয়ে 12 ভোল্ট ব্যাটারি ইউজ করলে এবং লোড 12 ভল্ট ইউজ করলে কোন ধরনের সমস্যা তো হবে না
MPPT চার্জ কন্ট্রোলার থাকলে কোন সমস্যা হবে না। তবে ১২ ভোল্টের দুইটি প্যানেল সিরিজে সংযুক্ত করলে আপনি শুধু ক্যাবল এর খরচটা একটু কমাতে পারবেন। রিয়েল ২৪ ভোল্টের প্যানেলগুলো কিনলে সাধারণত অনেক কম টাকায় হাই কোয়ালিটির প্যানেল পাওয়া যায়।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ স্যার পরামর্শ দেওয়ার জন্যে
12 ভোল্ট 60 এম্পিয়ার ব্যাটারি প্লাস 12 ভোল্ট 130 এম্পিয়ার ব্যাটারি প্যারালাল করলে কোন সমস্যা হবে
Amar PWM charge controller 20Ah kintu regular voltage set Korte hojjce 14.2 kore rakhle porer din abar set korte hoy somadhan den plz
কোন কোম্পানির চার্জ কন্ট্রোলার?
ভাইয়া আমার afroza সোলার সার্চ কন্ট্রোলারে ১২ ভোল্টের ব্যাটারি সংযোগ দিল ২৪ ভোল্ট দেখাচ্ছে।
নতুন একটা pwm কন্ট্রোলার বের হয়েছে, যেটার ভিতরে সার্কিট দেখা যায়, ওটার সাথে এই কন্ট্রোলার এর কম্পেয়ার ভিডিও দিবেন একটা,,😊
হ্যাঁ ওইটা কিছুদিন আগে আমি একটু পার্সোনালি চেক করে দেখেছিলাম। ওটার পারফরম্যান্স আর এটার পারফরম্যান্স প্রায় সেম, দুইটাই আমার কাছে ভালো লেগেছে। তবে চেষ্টা করবেন ৩০ এম্পিয়ার অথবা এর উপরের এম্পিয়ার গুলো কিনতে।
এটা কেনার লিংক দিবেন। আর mppt এর ২০ এম্পিয়ারের কোন টা বেস্ট হবে জানাবেন এবং কেনার লিংক সহ দিবেন,ধন্যবাদ।
বাজেট যদি ভালো হয় তাহলে SRNE কোম্পানির MPPT নিতে পারেন। একটু কম বাজেটের মধ্যে PWM 20A নিলে এটা ভালো হবে। এটা ঢাকার কাপ্তানবাজার সোলার মার্কেটের অনেক দোকানেই পাওয়া যায়। আপনি অনলাইনে কিনতে চাইলে বিডি ট্রনিকস্ এর ওয়েবসাইট থেকে কিনতে পারেন। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন। এছাড়াও দারাজ এ দেখতে পারেন এবং এটা Solar Edition নামের একটি ফেসবুক পেজেও পাওয়া যায়।
দারাজ থেকে ক্রয় করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি।
আসসালামুয়ালাইকুম ভাই এটা কি সুপারস্টারের প্যানেল এবং রহিম আফরোজ ব্যাটারির সাথে ব্যবহার করা যাবে 12 ভোল্ট
অলাইকুম আসসালাম। হ্যাঁ অবশ্যই ব্যবহার করা যাবে।
ভাই, Microtek 2335 IPS er review and Solar charge review চাই।
ঠিক আছে নোট রাখলাম।
ভ্যানের পাউডার ব্যাটারির জন্য কোন সেটিংটি করবো।
আর কত ভোল্টে রেখে চার্জ করবো।
ভ্যানের পাউডার ব্যাটারি/sealed lead acid battery/SLA সিলেক্ট করতে 1b1 সিলেক্ট করুন। এটা শুধু এই কন্ট্রোলারের জন্য প্রযোজ্য। অন্য কন্ট্রোলারে এটার সেটিংস ভিন্ন। কোন ভোল্টেজ সিলেক্ট করতে হবে না অটোমেটিক হয়ে যাবে।
Amar akta 70 watt er solar panel ache
Seta diye ki ami ai charger diye 220 watt er invited battery charge korte parbo
ভাই, আমার প্রতান্ত গ্ৰাম অঞ্চলে বাড়ি, ১০০ওয়াডের কোন সোলার প্যানেল ৩ টা বাতী,১টা ঝুলন্ত জালি ফ্যানের জন্য কোন ব্যাটারি, সোলার প্যানেল এবং চাজ কন্ট্রোল কম দামে ভালো কোনটা কিনলে ভালো হয়, দয়া করে বলবেন
কম বাজেটের মধ্যে আলো, জেনেটিক, ফরচুন ইত্যাদি সোলার প্যানেল নিতে পারেন। 100 ওয়াট সোলার প্যানেলের সাথে 60Ah হ্যামকো অথবা রহিম আফরোজ এর সোলার ব্যাটারি নিতে পারেন। চার্জ কন্ট্রোলার কমের মধ্যে সুপারস্টার প্রিমিয়াম টা ভালো, এছাড়াও অল্প কিছু বেশি দিয়ে ASC কোম্পানিটা নিতে পারেন। সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত ৪০/৭৬ ক্যাবল ব্যবহার করতে হবে। লোডের জন্য ২৩/৭৬ ক্যাবল ব্যবহার করতে হবে। ব্যাটারির কানেকশন একটু মোটা 4rm ফ্লেক্সিবল ক্যাবল দিয়ে করবেন।
@@TechnologyBanglaShahin ভাইজান, আপনাকে ধন্যবাদ, আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত দান করুন আমিন 🤲
ভাই, আনুমানিক মোট কত টাকা লাগতে পারে,
৩০ ওয়ার্ডের ব্যাটারি তে কি সমস্যা হবে, সত্যি কথা ভাই আমি গরীব মানুষ কম দামের মধ্যে একটু ভালো কোয়ালিটির জিনিস ,ভাই সোলার প্যানেল ফুল প্যাকেজ কত টাকা লাগবে, দয়া করে যদি বলতেন।
সুস্থতায় সুখী হোক আপনার প্রতিটি ক্ষন,, অসংখ্য ধন্যবাদ,
30Ah ব্যাটারিতে হবে কিন্ত বড় ব্যাটারি ব্যবহার করলে বেশি টেকসই হতে দেখেছি। মানে ব্যাটারি যত নিচে ড্রেইন করা হয় তত স্থায়িত্ব হারাতে থাকে। বাজেট কম থাকলে 30Ah কিনুন। আসলে প্রাইস এক এক জায়গায় একেক রকম, এছাড়াও কোম্পানি ভেদে প্রচুর প্রাইস ওঠানামা করে। আপনার এলাকায় প্রাইস কেমন এটা আপনি একদিন গিয়ে খোঁজ নিন। আর অন্য কোন টেকনিক্যাল সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবেন।
ভাইয়া ১০ হাজার + দিয়ে SRNE SHINER 40A কন্ট্রোলার নেয়া ভাল হবে নাকি ওই টাকায় আরেকটা ১৬০ সুপার স্টার প্যানেল নেয়া ভাল হবে? এম্পিয়ার বেশি পাওয়া বলে কথা
SRNE MPPT যে শুধু এম্পিয়ার বেশি দেয় বিষয়টা কিন্তু তা নয়। এটা ব্যাটারিকে ইকুলাইজেশন এর মাধ্যমে প্লেটের অযাচিত সালফেট দূর করে ও সেলগুলোর ভোল্টেজ ব্যালেন্স করে যা দীর্ঘদিন ব্যাটারির হেলথ ভালো থাকার জন্য অত্যন্ত জরুরী। এটাতে প্রয়োজন মত এম্পিয়ার লিমিট করা যায়। এটাতে ব্লুটুথ ও ওয়াইফাই এর মাধ্যমে দূর থেকে মনিটর করা যায়। এটা ব্যাটারিকে মাল্টি স্টেজে চার্জ দেয় ফলে ব্যাটারি পরিপূর্ণ ভাবে চার্জ হতে পারে। এটা ব্যাটারি তে কতটুকু পাওয়ার ঢুকলো এবং কতটুকু বের হলো সব হিসাব আপনাকে দেখাবে।
তবে আপনার যদি সিস্টেম ছোট হয় এবং শুধু এম্পিয়ার বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই MPPT কন্ট্রোলার না নিয়ে আরেকটি প্যানেল ক্রয় করা বেশি লাভজনক হবে।
@@TechnologyBanglaShahin জ্বী সেটাই চিন্তা করে দেখলাম। ওই টাকা দিয়ে আরেকটা প্যানেল বাড়ানোই ভাল হবে। আরেকটা ওয়াট মিটার বসিয়ে নিলেই হবে। আপনার ক্লাম্প মিটার টার মডেল কত? কোথা থেকে নিয়েছিলেন? ac dc দুটাই এম্পিয়ার মাপা যায়?
Model: UNI-T UT-203. এটা দারাজ থেকে কিনেছিলাম। এসি/ডিসি দুইটাই মাপা যায়।
আমাদের ব্যাটারি রহিম আফরোজের ১২০ ওয়াটের এখন আমি কি B1 সিলেক্ট করবো নাকি B3 কোনটা
আপনি 1B 1 সিলেক্ট করুন।
আমাদের টায় তো সুদু b1 b2 b3 এই তিনটায় আসে আর অন্য কিছু আসে না
সেক্ষেত্রে B1 হবে। তবে অন্য কোম্পানির চার্জ কন্ট্রোল হলে ম্যানুয়াল টা একবার একটু দেখে নিবেন।
নোট: আপনার ব্যাটারিটি রহিম আফরোজ এর এসিড পানি ব্যাটারি। এটা Flooded lead acid battery.
আমার কন্ট্রোলার হলো ওয়ালটন কোম্পানির
ভাই এই কন্ট্রােলার ভাল হবে নাকি SRNE PWM কন্ট্রােলার ভাল হবে
আমি আসলে ভালো কন্ট্রোলার ছাড়া রিভিউ করিনা ও নিজেও ব্যবহার করিনা। দুইটাই ভালো লেগেছে দেখে কিনেছি। তবে এটাতে সব ভালো হলেও ইকুলাইজেশন চার্জিং নাই যা srne তে আছে।
Amar kace 1000v sign web ips & 200ah tall tubular battery ase, akon ami jodi solar lagate cai & ac output diye sob solbe, tahole amar connection ta kibabe deoa jai, jodi bolten opokar hoto.
এক্ষেত্রে আপনি একটি Snarten কোম্পানির সোলার কনভারশন কিট কিনতে পারেন। এটা আপনার নন সোলার IPS এর সাথে সংযুক্ত করে ব্যবহার করতে পারবেন। কিভাবে সংযুক্ত করতে হবে এটা ভিতরের ম্যানুয়ালে সব দেওয়া আছে।
@@TechnologyBanglaShahinPowMr
MPPT
12/24V Auto
Solar controller
20A
রহিম আফরোজ.সোলার টিউবুলার ব্যাটারি ১৩০ অ্যাম্পিয়ারের.সাথে...
লুঙ্গি ৩৫৫ ওয়াট .২৪ ভোল্টের.মনো সোলার প্যানেল.এই প্যানেল টা দিলে...
১২ ভোল্টের ডিসি সিস্টেম করলে.ভালো হবে যদি একটু জানাইতেন...
A tar dam mota muti kom ase.. Bhaiya a ta diyeki sob dhoroner Battery charge hobe?
হ্যাঁ কমের মধ্যে এটাতে সব ধরনের ব্যাটারি চার্জ করতে পারবেন।
boos 24v Solar panal lagano holay 12v battery charge kora jaby ki ei contolar A?
হ্যাঁ করা যাবে তবে MPPT এর মত এক্সট্রা ভোল্টেজ কে এম্পিয়ারে রূপান্তর করবে না।
@@TechnologyBanglaShahin তাহলে তো ওয়াট কম পাওয়া যাবে
@shohelrana-dev হ্যাঁ সে ক্ষেত্রে আপনি MPPT সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন, তাহলে ওয়াট কমবে না। এই চ্যানেলে কিছুদিন আগে ওটার রিভিউ ভিডিও দিয়েছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাইজান, ১২ বোল্ট ১৩০ এম্পিয়ারের হ্যামকো ব্যাটারির সাথে দুইটা সোলার,একটা হল ১৩০ওয়ার্ড আরেকটা হল ১০০ওয়ার্ড প্যারালাল সেট করেছি afroja PWM control 20 এম্পিয়ারের। এতে কোন সমস্যা হবে কিনা, আর ভবিষ্যৎ ছাইলে আরো ১০০ ওয়ার্ড বাড়িয়ে সোলার আইপিএস করতে পারব কি?, প্লিজ ভাইয়া একটু দয়া করে জানাবেন, আপনার ভিডিও গুলো দেখলে মনের ভেতর বিশ্বাস জাগে। তাই কমেন্ট করলাম ভাইয়া
অলাইকুম আসসালাম। আপনার সেটআপ বর্তমানে ঠিক আছে তবে ভবিষ্যতে আরও ১০০ ওয়াট বৃদ্ধি করতে চাইলে কন্ট্রোলার ৩০ এম্পিয়ারের নিতে হবে।
এটা কি ২৫০ ওয়াট ২৪ ভোল্টের প্যানেল দিয়ে ১২ ভোল্ট ব্যটারিতে ব্যবহার করতে পারবো? আর কেমন হবে জানাবেন?
হ্যাঁ এই কন্ট্রোলার দিয়ে ২৪ ভোল্টের প্যানেল ব্যবহার করে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন কিন্তু অনেক ওয়াট লস হবে। এসব ক্ষেত্রে mppt চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে ওয়াট আর লস হয় না।
আমার ৩২০ ওয়াট প্যানেল আর অটো গাড়ির পানির ব্যাটারি ২ টা
এখন আমি সোলার চার্জ কন্ট্রোলার কোন টা ব্যবহার করবো.?? আর কত এম্পায়ার.??
আপনি এই ASC কোম্পানির 20 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার টা ব্যবহার করতে পারে। আপনার সিস্টেমে এটা সাপোর্ট করবে।
@@TechnologyBanglaShahin ভাই এটার দাম কত আর কোথায় পাওয়া যাবে.?
ভাই আমার পেনেল ২৫০ আর কন্ট্রোলার ৬০ এমপিয়ার এতে কোন সমস্যা হবে
না, কন্ট্রোলার বেশি এম্পিয়ার হলে সমস্যা হয় না।
আমার কাছে ৬টা ৩০ ওয়াট এর প্যানেল আছে আমি কি এটাতে ব্যাবহার করতে পারবো
হ্যাঁ আপনি সবগুলো প্যারালাল কানেকশন করে ব্যবহার করতে পারবেন।
6000 টাকা দিয়ে একটা mppt চার্জ কন্ট্রোলার কিনা ভালো হবে নাকি ওই টাকা দিয়ে 100 ওয়াটের একটা প্যানেল বাড়িয়ে দেওয়া ভালো হবে
এটা সিচুয়েশনের উপরে নির্ভর করছে। আপনার যদি অলরেডি ১২ ভোল্টের সোলার প্যানেল দিয়ে সেটআপ করা থাকে তাহলে আপনি টাকা দিয়ে প্যানেল কিনুন, ওটাই আপনার জন্য লাভজনক হবে।
@@TechnologyBanglaShahin কেন স্যার mppt কন্ট্রোলার কি 12 ভোল্ট সোলার এর সাথে ব্যবহার করা যায় না?
আমার অলরেডি ছোট একটা প্যানেল আছে 85 ওয়ার্ডের আমি আপডেট করতে চাচ্ছি কারণ আমার ফ্যামিলিতে লোড বাড়ছে মিনিমাম 300 ওয়াট প্যানেল সেটআপ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে একটা 30 এম্পিয়ার এর ভালো মানের চার্জার নিতে গেলেও দুই থেকে আড়াই হাজার টাকা লাগে ওই সুবাদে আমার মনে হয় mppt ভালো কারণ আমার ব্যাটারিটা রিভার্স চার্জিং এর মাধ্যমে ভালো থাকবে আর না হয় আমাকে এসি চার্জার কিনে প্রতি দুই মাসে অন্ততপক্ষে একবার হলেও ব্যাটারি চার্জ করাতে হবে তাতে আমার ব্যাটারি ভালো ব্যাকআপ পাবে একটা এসি চার্জার কিনতে গেলে কমপক্ষে দেড় থেকে 2000 টাকা আমার হিসেবে ওভারল আমি mppt লগানো আমার জন্য ভালো হবে আপনি আমাকে পরামর্শ দিন এমপিপিটি লাগাবো নাকি এরপরও 100 ওয়াট প্যানেল বাড়িয়ে দেবো যদি আমি এমপিপিটি কন্ট্রোলার না লাগাই তাহলে আমার প্যানেল হয়ে যাবে প্রায় 400
Nice video vai .
Amr 400watt er panel and 200amp er battery ace ami kon controller ta use korbo ? Pls janaben
আপনার সেট আপের জন্য মিনিমাম 20A চার্জ কন্ট্রোলার লাগবে। কম প্রাইস এর মধ্যে 20A PWM চার্জ কন্ট্রোলার নিলে এটা নিতে পারেন। কম প্রাইসের মধ্যে এটা বেশ ভালই কাজ করে। যদি বাজেট ভালো থাকে তাহলে SRNE MPPT সোলার চার্জ কন্ট্রোলার নিতে পারেন। ওটার ভিডিও এই চ্যানেলে আছে।
আসসালামু আলাইকুম,
ভাইজান, সোলারের পানির ব্যাটারির জন্য ব্যাটারি সিলেকশন কোনটা হবে B 1 নাকি B 3 ?
এবং অন্যান্য PWM এ ব্যাটারি সিলেকশন টা একই হবে তাই না?
জানালে উপকৃত হব ধন্যবাদ
এই চার্জ কন্ট্রোলার এ পানির ব্যাটারি সিলেকশনের জন্য B1 বা ব্যাটারি ভোল্টেজ 12V সহ সিলেট করতে চাইলে 1B1 সিলেক্ট করবেন।
অন্যান্য চার্জ কন্ট্রোলারের ক্ষেত্রেও এমন হয় তবে সিলেকশন করার আগে ম্যানুয়াল বইটা একটু দেখে নিবেন।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ আপনাকে
You are welcome.
সাহিন ভাই, এই কন্ট্রোলার সম্বন্ধে কমেন্ট করতে পারি?
রিপ্লাইয়ের অপেক্ষায় আছি।
ধন্যবাদ
হ্যাঁ অবশ্যই।
@@TechnologyBanglaShahin
এটা আমি সেল করি। রিজনএবল প্রাইজে।
ভিডিও দেখে অনেকে কিনে ফেলেছে। ঠিক আছে পরে কেউ কিনতে চাইলে আমার ভিউয়ার্স দের আমি আপনার কথা কমেন্টে জানিয়ে দিবো। আমার ভিউয়ার্সদের জন্য কত টাকা রাখবেন সেটা জানিয়ে আমাকে একটা ই-মেইল দেন।
ড্রাইসেল ব্যাটারীতে কি টাইপ ব্যাটারি সেটিং সেট করব?
আমার একটি এই কন্ট্রোলার লাগবে দয়া করে দাম এবং কেনার লিঙ্ক জানাবেন
আসসালামুয়ালাইকুম ভাই এই চার্জ কন্ট্রোলারের ভোল্টেজ সেটিং নিয়ে দয়া করে একটি ভিডিও করবেন।
অলাইকুম আসসালাম। ঠিক আছে পরবর্তীতে করবো। তবে এই ধরনের চার্জ কন্ট্রোলারে শুধুমাত্র ব্যাটারি টাইপ সিলেক্ট করে দিলেই সব স্টেজের চার্জিং ভোল্টেজ, লো-কাট ভোল্টেজ হাই-কাট ভোল্টেজ সে নিজেই ব্যাটারি টাইপের স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্ধারণ করে নেয়। আর কিছু করতে হয় না। অ্যাডভান্স সেটিংস গুলো শুধু স্পেসিফিক কিছু কারণে দরকার হয়ে থাকে। তবে অ্যাডভান্স ইউজার না হলে এগুলো চেঞ্জ করলে হিতে বিপরীত হতে পারে।
Sir apnar phone no ta din
ভাই ২০০ এম্পিয়ার বেটারি টল টিউবলার হাই কাট এবং লো কাট কতো রাখবো। ??
৩০০ ওয়াট সোলার প্যানেল জন্য কোনটা ভালো হবে জানাবেন
SRNE PWM change controller ভালো হবে নাকি
ASC PWM change controller ভালো হবে??
20A change controller
Asslamualaikum..
Amr 85+100 2 ta Panel ache...20A nile hobe? R daraz ar link theke product ti kinle valo Hobe? Trusted? Please reply
অলাইকুম আসসালাম। হ্যাঁ আপনার দুইটি সোলার প্যানেলের সাথে প্যারালাল সংযোগ করে এই চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন। 20A নিলে পরবর্তীতে ইচ্ছা করলে আরও 100-200W প্যানেল যোগ করতে পারবেন। দারাজ এর লিংক থেকে প্রোডাক্ট কিনতে পারেন তবে ঢাকার কাপ্তান বাজারের চেয়ে দারাজ এ দামটা কিছুটা বেশি। অন্যান্য জায়গা থেকে প্রোডাক্ট ক্রয় করার চেয়েও দারাজ বেশি ট্রাস্টেড কারণ যদি হাতে পাওয়ার পরে কোন সমস্যা হয় তাহলে দারাজ অ্যাপ থেকে রিটার্ন ইনিশিয়েট করে দিলেই দারাজের ডেলিভারি ম্যান আপনার বাসায় এসে প্রোডাক্ট রিটার্ন নিয়ে যাবে আর টাকা দারাজ কোম্পানি আপনাকে বিকাশে পাঠিয়ে দিবে। রিটার্ন করার জন্য সাধারণত ৭ থেকে ১৪ দিন সময় আপনার হাতে থাকবে। কতদিন তারা দিচ্ছে সেটা প্রোডাক্ট এর নিচে লেখা থাকে। এই চার্জ কন্ট্রোলারের দারাজ থেকে ক্রয় করার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন।
@@TechnologyBanglaShahin Thank you...and autocut check korar easy way ki, ai baper a next video or any instructions dile khusi hobo
অটো কাট চেক করা খুব সহজ। লোড চলাকালীন সময়ে ব্যাটারি ভোল্টেজ সাড়ে ১০ সেট করা থাকলে যদি সাড়ে ১০ এ আসলে কন্ট্রোলার টি সব লোডকে ডিসকানেক্ট করে দিতে পারে তাহলে বুঝবেন অটো কাট কাজ করছে। এছাড়াও চার্জিং হওয়ার সময় দেখবেন একটা নির্দিষ্ট ভোল্টেজ এ যাওয়ার পরে আর চার্জ নিচ্ছে না, সে ক্ষেত্রেও বুঝবেন অটো কাট কাজ করছে। এই কন্ট্রোলারটি আমি চেক করেছি, এটি খুব ভালোভাবেই অটো কাট করতে পারে।
@@TechnologyBanglaShahin Again thank you...keep going..,❤️
@JerryThelegend You are welcome. Feel free to ask any solar related question anytime.
ভ্যানের ব্যাটারি বা অটোর ব্যাটারি কি সোলার প্যানেল দিয়ে চার্জ করা যাবে?
ji
২ কিলোওয়াট ২৪ ভোল্ট প্যনেলের জন্য জন্য এসআরএনই কোন মডেল কন্ট্রোলার নিলে ভালো হয়
SRNE 60A সর্বোচ্চ পাওয়া যায় বাংলাদেশে। 60A তে 24V এর সর্বোচ্চ 1600 ওয়াট সোলার প্যানেল সংযুক্ত করতে পারবেন। 2KW এর জন্য 80A চার্জ কন্ট্রোলার লাগবে। EPever Tracer ব্র্যান্ডের 80A/100A আছে।
@@TechnologyBanglaShahin Thanks
You are welcome.
@@TechnologyBanglaShahin EPever Tracer বাংলাদেশে আমদানিকারক কে অথবা কোথায় পাওয়া যাবে । অনলাইনে চেক করে দেখলাম দারাজে ৪০এ পর্যন্ত পাওয়া যায়
বাংলাদেশে এখনো কেউ এটা ইমপোর্ট করে না কারণ হলো প্রাইস তুলনামূলক বেশি। তবে প্রাইস বেশি হলেও এটার MPPT ইফিসিয়েন্সি ও ট্রাকিং ক্ষমতা অসাধারণ। উন্নত দেশগুলোতে এটা ব্যবহার করে। আপনি দারাজ এ epever লিখে সার্চ দিলে 100A এর টা পেয়ে যাবেন। ওখানকার ফ্লাগশিপ শপ থেকে কিনবেন তাহলে অথেনটিক প্রোডাক্ট পাবেন।
আমি এটি সরাসরি লাগিয়ে দিয়েছি, কোন কিছু চেঞ্জ করিনি, 12 ভোল্ট প্যানেলের সাথে 12 ভোল্ট ব্যাটারি তাহলে কি আমার কোন সেটিং করতে হবে নাকি যেরকম আছে ওরকম থাকলে সার্চিং ভালো পাবো??
এসিড পানি ব্যাটারি (উপরের খাপ খুলে যে ব্যাটারিতে পানি দিতে হয়) হলে সমস্যা হবে না কারণ ডিফল্ট হিসেবে সম্ভবত এটায় FLD সিলেক্ট করাই থাকে। সে ক্ষেত্রে আর কিছু করতে হয় না। তবে ডিফল্ট ভাবে কি সেট করা আছে সেটা একবার চেক করে নেওয়া ভালো।
@TechnologyBanglaShahin হ্যাঁ ঢাকনা খুলে পানি দিতে হয় যে ওই ব্যাটারি, ডিফল্ট কি সেট করা আছে ওইটা কেমনে বুঝবো?
ভিডিওতে আমি যেভাবে ব্যাটারি সিলেকশনের সেটিংস গুলো দেখিয়েছি ওইভাবে এক্সেস করে দেখতে হবে। কঠিন মনে হলে বারবার ভিডিও দেখে চেষ্টা করতে হবে।
@@TechnologyBanglaShahin হ্যাঁ দেখেছি,b 1 আছে কি না ওটা না?
হ্যাঁ
ভাইজান, আমার কন্ট্রোলারে হাইকাট সেট করা আছে ১৪.৪ ভোল্ট।এবং লোড রিকানেক্ট ভোল্টেজ সেট করা ১৩ ভোল্ট । এই লোড রিকানেক্ট ভোল্ট মানে আসলে কি বোঝায়?
আমি একটা সৌর আইপিএস করতে চাই এ কোনটোলারের সাথে আর কি কি লাগবে ২০০ এমপি আর ব্যাটারী দিবো জানাবে দয়া করে
এটা দিয়ে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করা যাবে??
সর্বোচ্চ 230Ah পর্যন্ত ব্যাটারি সংযুক্ত করতে পারবেন তবে সেই হিসাব অনুযায়ী এর সাথে সোলার প্যানেল সংযুক্ত করতে হবে।
@@TechnologyBanglaShahin 100AH ব্যাটারির জন্য ১৫০ ওয়াট সোলার প্যানেল লাগলে কি ঠিক আছে, নাকি কম হবে??
100Ah ব্যাটারি সারাদিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ করার জন্য 200W সোলার প্যানেল প্রয়োজন।
Pwmr ব্যাটারি FLD দেওয়ার পর -১, -২, -৩, -৪ এমন আসে,, করনীয় কি জানাবেন
ব্যাটারি সিলেকশন করার পরে এমন তো আসার কথা না। তারপরেও আপনি এই চার্জ কন্ট্রোলারের ম্যানুয়াল বইটা একটু ভালো করে পড়ে দেখুন।
ভাই আমার সোলার প্যানেল ১০০ওয়াট,৪০এমপিয়ার তাহলে আমি কত কত সেটিংস দিবো প্লিজ বলবেন
শুধুমাত্র ব্যাটারি টাইপ সিলেক্ট করে দিবেন বাকি সব সেটিং চার্জ কন্ট্রোলার নিজেই এপ্লাই করবে। এটাতে লেড অ্যাসিডের জন্য শুধু একটা মাত্র সেটিংস আছে। ম্যানুয়াল বইটা একটু দেখে নিন তাহলেই বুঝতে পারবেন। অথবা ভিডিওটি ভালো করে দেখুন ওখানে আমি লেড এসিড ব্যাটারি সেট করা দেখিয়েছি।
Sir আমি 200 ওয়াট সোলার সুপার স্টারের, 160 ওয়াট অটোর পানি বেটারি,কত Amp, control, কি কম্পানি
কিনবো প্লিজ একটু বলবেন 🙏
এটাতে কি রিকশার ব্যাটারি সাপোর্ট করবে
হ্যাঁ রিক্সার ব্যাটারি সাপোর্ট করবে।
Vai geneticer 150 watt panel teke ei controller diye koto ampere output pawa jabe srne er controller er shate ekta compare video banaben plz....😊😊😊
ঠিক আছে আমি চেষ্টা করবো।
Controller v internal picture dekhale valo hoto vai 300 taka controller same kaj kore tobe besi din jayga ata Ki use korse dekhle valo bujha jeto
ঠিক আছে পরবর্তীতে খুলে দেখাবো।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম ভাইজান ভাল আছেন আপনি..সুপারস্টারের.১২ ভোল্টের ১০০ ওয়াটের মনো.পেনেলের.রিভিউ দিয়েন
স্যার দুইটা সোলার সিরিজ করলে ওয়ার্ড বাড়বে? নাকি প্যারালাল করলে ওয়ার্ড বাড়বে???
আমার পানি ব্যাটারির জন্য কোন অপশনটি সিলেক্ট করব
Online kono shop ar link den khujay pacchay nh online a
ভাইয়া Wlaton এর ১৩০ ওয়াট প্যানেল এর একটা ভিডিও চাই আপনার চ্যানেল এ
ওয়ালটনের 150 ওয়াট প্যানেলের ভিডিও দিয়েছি কয়েকদিন আগে। এই চ্যানেলে খুঁজে দেখেন।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম ভাইজান ভাল আছেন আপনি..সুপারস্টারের.১২ ভোল্টের ১০০ ওয়াটের মনো.পেনেলের.রিভিউ দিয়েন
How to q cells solar panel poly Pl. comment
It is a very good solar panel. Qcells solar panels are known for having high efficiencies.
আপনাকে ধন্যবাদ
আসসালামুআলাইকুম, ভাই আপনার এই চার্জ কন্ট্রলার টা কত এম্পিয়ারের?
এটা ২০ এম্পিয়ারের।
সিরামিক রেজিস্ট্রার এমপিআর লস করে কিনা রিভিউ দেন প্লিজ
2 টা প্যানেল কানেকশন দেখান
চার্জ কন্ট্রোলার সেটিং কিভাবে করব
Rr1 545wat সাপট করবে?
আপনার প্রশ্নটি আর একটু ডিটেইলস ভাবে করুন। Rr1 বলতে কি বুঝিয়েছেন?
24 volt প্যানেল দিয়ে কাজ করে দেখাবেন
Ok
আসসালামুয়ালাইকুম।
b1, b2, b3 এইটা বুঝলাম। কিন্তু 1b 1, 1b 2, 1b 3 আর এটার মানে কি?
দুইটার মধ্যে পার্থক্যটা কি বললে উপকৃত হতাম।
অলাইকুম আসসালাম।
b1, b2, b3 = এগুলোতে ব্যাটারি ভোল্টেজ অটো ডিটেক্ট করবে।
1b1, 1b2, 1b3 = এগুলোতে ব্যাটারি ভোল্টেজ ১২ উল্লেখ করে দেওয়া হচ্ছে।
2b1, 2b2, 2b3 = এগুলোতে ব্যাটারি ভোল্টেজ ২৪ উল্লেখ করে দেওয়া হচ্ছে।
আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন।
ভাইয়া অনেক ধন্যবাদ বুঝতে পেরেছি।
আমি আপনার ভিডিও দেখি কোভিড এর আগে থেকে। গত কয়েক বছর আপনার ভিডিও না পেয়ে আপনাকে একটি ইমেইল করেছিলাম। শুধুমাত্র আপনার অবস্থান জানার জন্য। পরে ভেবেছিলাম কোভিড এ আক্রান্ত হয়ে কি আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। মানে আপনার নীরবতার কারণ খুঁজে পাচ্ছিলাম না।
আপনার ভিডিওগুলো খুবই উপকারী সবসময় আমি ফলো করি এবং দেখি।
পানি ব্যাটারীর জন্য কি সিলেক্ট করবো@@TechnologyBanglaShahin
Vai amar 1pc lagbe 20a. Apni ki corruirer korte parben ami apnk payment kore dilam. Same tai
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আসলে আমি তো এগুলো সেল করি না, শুধু এগুলো নিয়ে একটু গবেষণা করি, কোনটা কেমন পারফরম্যান্স দেয় অবজারভেশন করি আর আপনাদের সাথে মাঝে মাঝে ভিডিওতে শেয়ার করি। আপনি এটা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। এটা ঢাকার কাপ্তানবাজার সোলার মার্কেটের অনেক দোকানেই পাওয়া যায়। আপনি অনলাইনে কিনতে চাইলে বিডি ট্রনিকস্ এর ওয়েবসাইট থেকে কিনতে পারেন। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন। আর দারাজ থেকে কিনতে PWM 20A লিখে সার্চ দিয়ে একটু নিচে আসলেই কমলা কালারের চার্জ কন্ট্রোলার টা পেয়ে যাবেন। এছাড়াও Solar Edition নামের একটি ফেসবুক পেজে এটা পাওয়া যায়। দেখেশুনে যেখানে প্রাইস একটু কম সেখান থেকে কিনবেন। এটার এখনো কপি ভার্সন মার্কেটে আসেনি, আপাতত অরিজিনাল টাই পেয়ে যাবেন।
এই কন্ট্রোলার এ ২৪v কত ওয়াট পযন্ত প্যানেল ব্যবহার করা যাবে?
20 এম্পিয়ার এর PWM কন্ট্রোলারে 12 ভোল্ট ব্যাটারির ক্ষেত্রে সাধারণত কোম্পানিগুলো 400 ওয়াটের মধ্যে প্যানেল ব্যবহার করতে বলে কিন্তু এটা যেহেতু এম্পিয়ার ইনক্রিজ না করে শুধু ভোল্টেজ কাট করে দিবে তাই আপনি 24V এর 500-550w প্যানেলও লাগাতে পারবেন।
400 watt solar system er Jono konta Valo pwm or mppt ..
বাজেট ভালো থাকলে অবশ্যই MPPT সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন।
@@TechnologyBanglaShahin Ami sonache Choto solar system er Jono pwm best! Lab los ta kototoko HOTA para 400 watt 12 volt solar system e....?
@@TechnologyBanglaShahin budget kom but pwm ei jode onek los hoy toba mppt nea jata para plz bolben bestareto.
মনে করেন আপনি ১০০ ওয়াট সোলার সিস্টেমে PWM ব্যবহার করলে ৬০ ওয়াট এর মত আউটপুট পাচ্ছেন আর MPPT ব্যবহার করলে ২০% বেশি মানে ৭২% ওয়াট এর মত আউটপুট পাচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার খরচ অনুযায়ী লাভ তেমন একটা হচ্ছে না। মানে ছোট সিস্টেমের ক্ষেত্রে এত খরচ করার কোন যুক্তিযুক্ত কারণ নাই। এর চেয়ে বড়ং প্যানেল আরেকটু বেশি কিনলেই লাভ বেশি হবে আপনার। কিন্তু যখন আপনি ৪০০ ওয়াট করবেন তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে আপনার বেশ ভালই লাভ হচ্ছে। আবার যেহেতু MPPT চার্জ কন্ট্রোলারের সাথে ১২ ভোল্টের ব্যাটারি যুক্ত করে ২৪ ভোল্টের প্যানেল ব্যবহার করা যায় তাই ওখানেও আপনার লাভ হচ্ছে। ২৪ ভোল্টের প্যানেল গুলোর কোয়ালিটি বেশ ভালো হয় কিন্তু দাম অনেক কম হয়। আবার ২৪ ভোল্ট প্যানেল গুলোর জন্য ক্যাবলও অত বেশি মোটা লাগে না কারণ সেখানে এম্পিয়ার কম ভোল্টেজ বেশি থাকে। অর্থাৎ প্যানেল এ আপনি কিছু সেভ করলেন আবার ক্যাবল এ আপনি কিছু সেভ করলেন প্লাস আপনি ভালো মানের ব্র্যান্ডের একটি চার্জ কন্ট্রোলার পেলেন যেটা ব্যাটারির হেলথ কে অনেক বেশি ভালো রাখবে। এছাড়াও MPPT কন্ট্রলারে বেশ কিছু মজার মজার ফাংশন থাকে। আশা করি বিষয়টা আপনি ভালো করে এনালাইসিস করলে বুঝতে পারবেন।
আসসালামু আলাইকুম
এই কন্ট্রোলার
কত ওয়াট থেকে,কত ওয়াট প্যানেলে ব্যাবহার করা যাবে
অলাইকুম আসসালাম।
এই কন্ট্রোলারে 20 ওয়াট থেকে 400 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করা যাবে।
আসসালামু আলাইকুম ভাইয়া, আমার সবুজ কালারের ১০এম্পিয়ারের pwm চার্জ কন্ট্রোলার দিয়ে ৯৫এম্পিয়ার লিড এসিড ব্যাটারী ৮৫ ওয়াট প্যানেল দিয়ে চার্জ করি,কিন্তু যখন খুব রোদ উঠে লক্ষ করি যে চার্জ কন্ট্রোলারটি খুব বেশি হিট হয় এবং ডিসপ্লে কালো হয়ে লিখা অস্পষ্ট হয়ে যায়,আবার রোদের তাপ কমলে ঠিক হয়ে যায় এর কারন কি,,?
একটু লো কোয়ালিটির চার্জ কন্ট্রোলার গুলোতে এই ধরনের সমস্যার পাশাপাশি আরো অনেক অদ্ভুত ধরনের সমস্যা দেখা দেয়। আপনি চার্জ কন্ট্রোলারটি একটু ঠান্ডা জায়গায় ও যেখানে বাতাস ফ্লো করে সেখানে রাখার চেষ্টা করবেন।
আসসালামুয়ালাইকুম আমার djdc 95a একটি ব্যাটারি আমি ব্যাটারির মোড কোনটি সিলেক্ট করব বুঝতে পারছি না আমার এই চার্জ কন্ট্রোলারটি আছে
আপনি 1b1 সিলেক্ট করুন।
দেশীয় কম্পানি যেমন এনার্জিপ্যাক, ওরেলকো,ওয়ালটন এসবের রিভিও আনবেন ধীরে ধীরে।
Ok
কোথায় পাওয়া যাবে একটু বলবেন অনলাইন কোন সবে পাওয়া গেলে সেটা বলবেন
এটা ঢাকার কাপ্তান বাজার সোলার মার্কেটে পাওযা যায়। অনলাইনে কিনতে চাইলে দারাজ থেকে কিনতে পারেন। দারাজ এর ক্রয় করার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তবে দাম বেশি নিচ্ছে দারাজে। আরেকটা ফেসবুক পেজ আছে নাম Solar Edition. ওই পেজে একটু কম দামে পাওয়া যায় এটা। ফেসবুকে ওই নাম লিখে সার্চ দিলে পেজটা পেয়ে যাবেন। ওই পেজে বিক্রেতার নাম্বার দেওয়া আছে, খুঁজলেই পেয়ে যাবেন।
আসসালামুয়ালাইকুম ভাই আমি একটা 200 ওয়াট এর প্যানেল নিতে চাচ্ছিলাম তো আপনার পরামর্শ মতে সুপারস্টারের পলি ভালো হবে না গ্রামীন ফরচুন ভালো হবে আর এই কন্ট্রোলার টার দাম কত প্লিজ উত্তর দেবেন❤
অলাইকুম আসসালাম। সুপারস্টার নিতে পারেন। কন্ট্রোলারের দামের ব্যাপারে ভিডিওতে ডিটেইলস বলেছি।
@@TechnologyBanglaShahin thanks ❤
You are welcome.
ভাই একটি সাজেশন লাগতো
hinvert
SunMoon
PowMr
এই ৩ টি hybrid inverter এর মধ্যে কোনটি বেশি ভালো।
বাংলাদেশে এখন যেগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে ভালো কোয়ালিটি সম্পন্ন Growatt এবং Crown micro. তারপরে যদি বলি তাহলে H-invert.
Pwn 20 amperআমি নীল কালার চাজ কনটোলারনিয়েছি খুব গরম হচ্ছে কোনো বুঝতে পারছি না একটু বলবে
চার্জ কন্ট্রোলার গরম হওয়াটা অস্বাভাবিক কিছু না। কাজ ঠিকভাবে হচ্ছে কিনা সেটা অবজারভেশন করুন। কন্ট্রোলারটি ছায়া ও ঠান্ডা স্থানে রাখুন।
@@TechnologyBanglaShahin ছায়া জায়গায় আছে কাজ ঠিক করছে কতো ভোল্ট চাজ ফুল হবে আর কতো ভোল্ট ডিসকানেট সেট করবো একটু বলে দিন
@user-pj1jb5fp8r মিডিয়াম ও ভালো মানের চার্জ কন্ট্রোলার গুলোতে শুধুমাত্র ব্যাটারি টাইপ সিলেক্ট করে দিলেই কত ভোল্টে চার্জ হবে, কত ভোল্টে কাট হবে এগুলো সে নিজেই নির্ধারণ করে নেয়। আপনার ব্যাটারি টাইপ অনুযায়ী ম্যানুয়াল বইয়ের থেকে হেল্প নিয়ে ব্যাটারি টাইপ সিলেকশন করুন।
@@TechnologyBanglaShahin মনো 160 ওয়াট আর 20 অ্যমপিয়ার ব্যাটারি পরে বড়ো ব্যটারি নেবো কতো অ্যমপিয়ার ব্যাটারি নেবো এক দিন ফুল চাজ হয়ে যাবে একটু বলবেন
Etar exact price koto and kothay pawa jabe orjinal ta?
প্রাইস ভিডিওতে বলেছি ভাইয়া। এটা কাপ্তান বাজার সোলার মার্কেটসহ বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন।
ভাই আপনার ভিডিয়ো দেখি খুব সুন্দর,,,, তবে আমার একটা প্রশ্ন আছে,,,, সোলার ডাইরেক্ট ও রাতে ব্যবহার করতে গেলে ২০০০ ওয়াট এর কত খরচ পড়তে পারে??
আপনার প্রশ্নটি আরেকটু ক্লিয়ার করুন। আপনি দুই হাজার ওয়াটের সোলার সিস্টেম রাতে এবং দিনে চালাতে চাচ্ছেন? যদি রাতেও চালাতে চান সেক্ষেত্রে খরচ কিন্তু অনেক বেড়ে যাবে।
ভাই আমার ব্যাটারি ১২ ভোল্ট
সোলার প্যানেল ২৫০ ওয়াট ২৪ ভোল্ট
অন্যদিকে ৮৫ +২০ ওয়াট প্যানেল ১২ ভোল্ট
এগুলো আমি না যেনে অনেক আগেই কেনা আরো সাত বছর আগের।
এখন কিভাবে সবগুলো ব্যবহার করতে পারি।
অর্থাৎ ২৪+১২ সবগুলো একত্রে কিভাবে ব্যবহার করতে পারি?
১২ ভোল্টের প্যানেল দুইটা কে সিরিজে সংযুক্ত করে ২৪ ভোল্ট করে ফেলুন। এরপরে এই ২৪ ভোল্টের স্ট্রিং এর সাথে আপনার ২৪ ভোল্টের প্যানেল প্যারালালে সংযুক্ত করুন। তাহলে সবগুলো প্যানেল ব্যবহার করতে পারবেন। আর এই সেট আপের সাথে একটি MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে আপনি সোলার প্যানেলগুলো থেকে সম্পূর্ণ আউটপুটটা বের করে আনতে পারবেন।
আসসালামু আলাইকুম ভাই এখন তো প্রোডাক্ট এর লিংক দিয়ে পাওয়া যাচ্ছে না কি করা যায়
@hasanksa-tj4cf এগুলো দারাজের থেকেও কম দামে "সোলার এডিশন" নামে একটা ফেসবুক পেজ থেকে সেল করে। তারা বিশ্বস্ত। আপনি ফেসবুকে Solar Edition লিখে সার্চ দিলে পেজটি পেয়ে যাবেন। ওখানে সরাসরি মেসেজ দিতে পারেন অথবা রেসপন্স করতে দেরি হলে ওখানে পোস্ট গুলো থেকে মোবাইল নাম্বার খুঁজে বের করে কল দিতে পারেন।
@@TechnologyBanglaShahin আপনার মত একজন ব্যস্ত মানুষ এত তাড়াতাড়ি রিপ্লাই দেবেন ভাবতেও অবাক লাগছে
led লাইটের লুমেন্চ লেখাটার মানি কি
আপনার বানানো ভিডিও সুন্দর ও সাবলিল। সবই ঠিক আছে
তবে ব্যটারির টাইপ ও কোন ব্যাটারির জন্য কোন ফাংশন সেটিংস করা হবে তা এই কনট্রোলারটিতে খুবই জটিল করে বানানো হয়েছে। যাএকটা বিরক্তিকর বিষয়।
ভাই এটার দাম একটা দোকানে ২০এম্পিয়ার ১২০০ টাকা চাইলো। দাম কি ঠিক আছে? দয়া করে জানাবেন।
এটার দাম একেক জায়গায় একেক রকম। ২০ এম্পিয়ার ১ হাজার থেকে শুরু করে ২ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।
@@TechnologyBanglaShahin ভাইয়া, এটা কেমন হবে.? আমি একটা নিতে চাই। দিয়া করে জানাবেন। এটার সব কিছু যেমন, হাইকাট, লোকাট, ভোল্টেজ, এম্পিয়ার সব সঠিক দেখায় কি না, দয়া করে জানাবেন
অল্প বাজেটের মধ্যে ভালো বলা যায়। বেসিক যে ফাংশন গুলো সেগুলো এটা খুব ভালোভাবেই করতে পারে। যেমন: লো-কাট হাই-কাট ইত্যাদি। তবে এটার ৩০ এম্পিয়ার ও পরেরগুলোর কোয়ালিটি আরো ভালো, ভালো বিল্ড কোয়ালিটি এর পাশাপাশি ব্যাটারিতে কত এম্পিয়ার ঢুকছে এবং লোডে কত এম্পিয়ার যাচ্ছে সেটাও দেখা যায়। আরেকটা নতুন বের হয়েছে ট্রান্সপারেন্ট, ওটার পারফরম্যান্সও ভালো।
@@TechnologyBanglaShahin জি ভাইজান, আমি ট্রান্সপারেন্ট টা অল্প কিছুদিন হল লাগিয়েছি। এটা সম্পর্কে একটু জানার ছিলো,,
১: এটার ডিসপ্লে তে যে লাইট জ্বলে, সেটার জন্য ব্যাটারি থেকে কি পরিমান চার্জ খায়??
২: আমি এই FT08 RC 150A চায়নিজ মিটার দিয়ে আমার প্যানেলের এম্পিয়ার চেক করেছি। এবং পাশাপাশি এই কন্ট্রোলার এর ডিসপ্লেতেও চেক করেছি। FT08 RC 150A এই মিটারে এম্পিয়ার যত শো করে, সেই কন্ট্রোলার এর ডিসপ্লেতে তার থেকে ০.২০- ০.৪০ এম্পিয়ার কম শো করে। এটার কারন কি??
১) ডিসপ্লের লাইটটি খুবই সামান্য পরিমানে পাওয়ার কনজামশন করে থাকে। এটা এত কম যে এটা নিয়ে চিন্তার কিছু নাই।
২) সাধারণত এই ধরনের কম দামি মেজারমেন্ট করার ডিভাইস গুলো ভোল্টেজ একুরেট দেখাতে পারলেও এম্পিয়ার একটু এদিক সেদিক দেখায়। আপনার কন্ট্রোলার এবং ওয়াট মিটার দুইটাই একেবারে একুরেট রেজাল্ট দেখাবে না। তবে একুরেট রেজাল্ট না দেখালেও যা দেখাচ্ছে তা যথেষ্ট একুরেটের কাছাকাছি। আপনি এটাতেই সন্তুষ্ট থাকতে পারেন। তবে যদি একেবারে একুরেট রেজাল্ট চান তাহলে আপনাকে ব্র্যান্ডের মেজারমেন্ট ডিভাইস ক্রয় করার জন্য অনেক বেশি খরচ করতে হবে যা কিছুটা অপ্রয়োজনীয় কারণ পার্থক্য খুবই সামান্য পাবেন। তবে যদি বড় কোন গবেষনা করার জন্য ব্যবহার করতে চান তাহলে কিনতে পারেন।
ভাই এটা এখন আর দ্বারা যে পাওয়া যায় না কোথায় পাওয়া যাবে প্লিজ জানাবেন
স্যার আমাকে ১ টি ৩০ এম্পিয়ার কন্ট্রোলার কিনার জন্য বিশ্বসথ শপ এর লিংক দিন প্লিজ
এই কন্ট্রোলার ২০ এম্পিয়ারের টা দারাজ এ এভেলেবেল। ওটার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন। ৩০ এম্পিয়ার এর টা ঢাকার কাপ্তানবাজার সোলার মার্কেটে কিছু কিছু দোকানে পেয়ে যাবেন। ৩০ এম্পিয়ার অনলাইনে কোথাও দেখছি না। তবে নতুন একটা আরো ভালো চার্জ কন্ট্রোলার অ্যাভেলেবেল হয়েছে, ওটার ভিডিও কয়েকদিনের মধ্যেই দিবো। ওটার সবকটা এম্পিয়ার এর মডেল অনলাইন থেকেই বিশ্বস্ততার সাথে কিনতে পারবেন।
@@TechnologyBanglaShahin কিন্তু স্যার আমিতো পাবনা থাকি শুধুমাত্র কন্ট্রোলার এর জন্য কাপ্তান বাজার প্রায় অসাধ্য, কি করবো বুঝতে পারছিনা, হেল্প প্লিজ, যদি এমন কোন বিশ্বস্ত সেলারের নম্বর পাওয়া যেতো?
নতুন ভিডিও দিয়ে দিয়েছি। ওই কন্ট্রোলার গুলো অনলাইনে বিশ্বস্ততার সাথে কিভাবে কিনতে হবে তাও বলে দিয়েছি ভিডিও শেষে।
আসসালামুয়ালাইকুম ভাইয়া PMW VS MPPT কোনটা ভালো জানাবেন প্লিজ ভাইয়া
অলাইকুম আসসালাম। বাজেট ভালো থাকলে অবশ্যই MPPT ক্রয় করার চেষ্টা করবেন। বাজেট একটু কম থাকলে ভালো মানের PWM নিতে পারেন।
pwmএটা কত আম্পিয়ার ত্রিশ আম্পিয়ারের তার দাম কত যানাবেন
রাতে কন্ট্রোলার হতে সোলার প্যানেলের চার্জ চলে যায় এতে কোন সমস্যা হবে? এর সমাধান বা কি?
ভালো মানের চার্জ কন্ট্রোলার রিভার্স কারেন্ট ফ্লো ব্লক করতে পারে। একটি ভালো মানের চার্জ কন্ট্রোলার ব্যবহার করুন। এছাড়াও একটি ডায়োড ব্যবহার করে বিদ্যুৎ প্রবাহ একমুখী করা যায়। সোলার প্যানেল থেকে যতটুকু এম্পিয়ার আসে তার চেয়ে বেশি এম্পিয়ার রেটিং এর একটি ডায়োড চার্জ কন্ট্রোলারের দিকে ফরোয়ার্ড মুডে সেট করুন। না বুঝলে আপনি আপনার এলাকার ইলেকট্রনিক্স এর জিনিসপত্র রিপেয়ার করে এমন কারো সাহায্য নিতে পারেন।
১২ভোল পানি এসিট ব্যটারির জন্য কোনটা সিলেট করতে হবে
B1 সিলেক্ট করবেন।
@@TechnologyBanglaShahin শুধু B1 । আমি 1B-1 সিলেট করেছি।এটাই কি সঠিক পানি ব্যাটারির জন্য।সঠিকটা জানান প্লিজ
B1 হলো flooded/sealed টাইপের লেড এসিড ব্যাটারির জন্য ব্যবহার করা হয়। এক্ষেত্রে ব্যাটারি 12V নাকি 24V সেটা চার্জ কন্ট্রোলার নিজেই সেন্স করে নিবে।
1B1 হলো স্পেসিফিক ভাবে 12 ভোল্টের flooded/sealed লেড এসিড ব্যাটারির জন্য ব্যবহার করা হয়। এক্ষেত্রে আপনি ম্যানুয়াল ভাবে সিলেক্ট করে দিলেন যে এটা 12V ব্যাটারি।
নোট: বক্সের ভিতরে ম্যানুয়াল বইতে এগুলো লেখা আছে, আপনি সময় নিয়ে পুরোটা পড়ুন।
@@TechnologyBanglaShahin আপনি যে কোন্টোলার ভিডিও দিয়েছেন সেই কোন্টোলার আমার বাসায় নিছি ৬ মাস আগে। ১২ ভাল্টো পানি এসিড ব্যাটারির জন্য কি সিলেট করতে হবে জানিনা।মেনুয়াল দেখে b1-1 সিলেট করেছি।১২ ভোল্ট সোলার পেনাল ১২ভোল্ট ব্যাটারি
ছবি পাঠানো সম্ভব হলে ছবি পাঠাতাম
ASC PMW এটা কোন দোকান থেকে কিনেছেন ? এড্রেস প্লিজ।
এটা ঢাকার কাপ্তানবাজার সোলার মার্কেটের অনেক দোকানেই পাওয়া যায়। আপনি অনলাইনে কিনতে চাইলে বিডি ট্রনিকস্ এর ওয়েবসাইট থেকে কিনতে পারেন। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন।
@@TechnologyBanglaShahinভাই এই পন্য কি বিডিট্রনিক্স বানায়?
Product not available 😢. Link e
শেষ হয়ে গিয়েছে ওই বিক্রেতার স্টকে। দারাজে সার্চ করে খুঁজে দেখতে পারেন অন্য বিক্রেতার কাছে পাওয়া যায় কিনা। তবে এটা ঢাকার কাপ্তানবাজার সোলার মার্কেটসহ অনেক জায়গাতেই পাওয়া যায়। ফেসবুকে Solar Edition নামের একটি ফেসবুক পেজ এটা বেশ কম দাম দামে সেল করছে, সার্চ করলে পেয়ে যাবেন। ওখানকার বিক্রেতার সাথে আমার কথা হয়েছে, আমার কাছে বেশ বিশ্বস্ত মনে হয়েছে।
@@TechnologyBanglaShahin page link dewa jabe? ❤️❤️
আসসালামু আলাইকুম ভাই।
আমি ১৩০ প্যানেল ৮০Ah ব্যাটারি আমার সমস্যা হচ্ছে ডিসি ফ্যান ২০/৩০ ফিট দুরে এক্টা ফ্যান ব্যবহার করলে অনেক আস্তে ঘুরে আমি ভালো মানের ২৩/৭৬ তার ব্যবহার করছি কিন্তু হয় না। এর কোন সমাধান আছে কি? থাক্লে সমাধান করে দিলে আমি অনেক উপকৃত হতাম।
অলাইকুম আসসালাম। আপনার ফ্যানটি যদি কাছে সেট করলে ভালো ঘুরে এবং দূরে সেট করলে আস্তে ঘুরে তাহলে অবশ্যই আপনার ক্যাবল এর কোয়ালিটি তে সমস্যা আছে। হয়তো আপনি ভাল মনে করছেন কিন্তু আসলে দোকানদার আপনাকে কপি ক্যাবল দিয়েছে, অথবা দোকানদার নিজেও জানেনা যে সে হোলসেল এ খারাপ ক্যাবল নিয়ে এসেছে। আপনি অরিজিনাল BBS, BRB, বিজলী ইত্যাদি ক্যাবল ব্যবহার করুন। ফ্যান যদি বেশি দূরে হয়ে থাকে তাহলে ২৩/৭৬ এর জায়গায় ৪০/৭৬ অরিজিনাল ক্যাবল ব্যবহার করুন। কিছু ডিসি স্টেপ আপ কনভার্টার পাওয়া যায় কিন্তু সেগুলো ব্যবহার করলে শুধু শুধু পাওয়ার বেশি কনজামশন হয় তাই ওগুলো সাজেস্ট করছি না।
এটাতে কি এম্পিয়ার লিমিট করা যায়?
না এম্পিয়ার লিমিট করা যায় না। চার্জিং ভোল্টেজ, লো কাট ভোল্টেজ, হাই কাট ভোল্টেজ, ব্যাটারি সিলেকশন, লোড টাইমার সিলেক্ট এগুলো কাস্টমাইজ করা যায়। এম্পিয়ার লিমিট অনেক দামী গুলোতে করা যায়। আগে একটা ভিডিও দিয়েছিলাম SRNE চার্জ কন্ট্রোলার নিয়ে, ওইটাতে এম্পিয়ার লিমিট করতে পারবেন।
আসসালামুয়ালাইকুম ভাই আপনার 12 ভোল্টের লিথিয়াম উপর একটা রিভিউ করলে ভালো হতো আশা রইলো 😊😊plz vai
অলাইকুম আসসালাম। ঠিক আছে আমি চেষ্টা করবো সময় করে ভিডিও করার। সাথেই থাকবেন।