SRNE PWM Solar Charge Controller | ব্যাটারির হেলথ ভালো রাখবে।

Поділитися
Вставка
  • Опубліковано 29 тра 2024
  • SRNE PWM সোলার চার্জ কন্ট্রোলার সেটিং ও রিভিউ।
    This is a review and setup video of SRNE PWM solar charge controller. It can charge 12v battery with both 12v and 24v solar panel. Voc is 55 volt. It has lead acid and lithium iron phosphate battery support. It has equalizing charging function for good battery health
    Model: HC2410, HC2420, HC2430
    High quality PWM solar charge controller in Bangladesh within reasonable price.
    প্রাইস জানতে বা অর্ডার করতে ভিজিট করুন:
    ipsbazarbd.com/product-catego...
    My Email: shahinur1000@gmail.com
  • Наука та технологія

КОМЕНТАРІ • 270

  • @JonyRoxy
    @JonyRoxy Місяць тому +2

    অনেক আগে থেকেই আপনার রিভিউ ভিডিও গুলো দেখতাম, খুব ভালো রিভিউ করতেন। মাঝখানে দীর্ঘদিন কোনো ভিডিও আপলোড করেন নাই। আবার শুরু করেছেন, ভালো লাগছে।
    সোলার প্ল্যান্ট আসলে ফান প্রজেক্ট। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে ভালো জিনিসের সহজ লভ্যতার অভাব এবং উচ্চ মূল্য গলার কাটার কারণ !
    আপনার ভিডিওগুলো দেখে বাড়িতে একটা ছোট্ট করে একটা ছেলের সেটাপ করেছিলাম, প্রাকৃতিক দুর্যোগে যেটা খুব ভালো সাপোর্ট দিয়েছে। এখন একটু বড় আকারে সোলার সেটআপ করতে চাচ্ছি। আপনার আপলোড করার সবগুলো ভিডিও দেখে ফেলছি। অনেক কিছু নতুন করে শিখেছি, এই যেমন- কেমন তার লাগবে, কোন প্যানেল ভালো হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্যানেল সেট করতে হবে ইত্যাদি ইত্যাদি।
    ভবিষ্যতে পরামর্শ পাবার জন্য কমেন্ট করবো, আশা করি উত্তর প্রদান করে সহযোগিতা করবেন।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +3

      আপনি আমার অনেক আগের প্রথম দিকের ভিডিও গুলো দেখতেন শুনে ভালো লাগলো। সোলার রিলেটেড যে কোন প্রশ্ন থাকলে সাথে সাথে আমাকে কমেন্টে জানাবেন।

  • @AnisurRahman-137
    @AnisurRahman-137 Місяць тому +2

    ধন্যবাদ ভাই। অনেক সুন্দর ভিডিও।

  • @anamolhoqe6815
    @anamolhoqe6815 Місяць тому +4

    Nice video
    R E C Solar 2024 রিভিউ কামনা করছি ।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +2

      ধন্যবাদ। ওই প্যানেল তো আমার হাতে এই মুহূর্তে নাই। ঠিক আছে হাতে আসলে আমি রিভিউ দিব।

  • @asaduzzaman2165
    @asaduzzaman2165 Місяць тому +3

    আল্লাহ আপনাকে সুস্থ ও সুন্দর রাখুক

  • @user-ds7eo7ez2s
    @user-ds7eo7ez2s Місяць тому +2

    Helpful vedio....

  • @tusar_tarun
    @tusar_tarun Місяць тому +2

    প্রশ্ন ১. লঙ্গজী ৩৫০ ওয়াটের প্যানেলের সাথে এটা কানেক্ট করা যাবে কি। কানেক্ট করা গেলে কি অটোমেটিক ২৪ ভোল্ট থেকে ১২ ভোল্ট বের হবে ?
    প্রশ্ন ২. আপনি যেভাবে ভিডিও করলেন তাতে করে এখনতো বিভ্রান্ত হয়ে গেলাম MPPT কিনব নাকি Pwm কিনব। কারণ আপনি দুটোকেই খুব ভাল রিভিউ দিলেন।

    • @tinker_bell_tink
      @tinker_bell_tink Місяць тому

      আপনি MPPT কিনবেন এতে আপনি এ্যম্পিয়ার বেশি পাবেন... ব্যাটারী চার্জ এর ক্ষেত্রে... (যদি ২৪ ভোল্ট প্যানেল আর ১২ ভোল্ট ব্যাটারী চার্জ করেন..)

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      হ্যাঁ এটা ২৪ ভোল্ট প্যানেলের সাথে ব্যবহার করে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করা যাবে কিন্তু MPPT চার্জ কন্ট্রোলের মতন অতিরিক্ত ভোল্টেজকে ব্যবহার করে এম্পিয়ার ইনক্রিজ করবে না। এটা যারা ১২ ভোল্টের সোলার প্যানেল থেকে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করবে তাদের জন্য খুব ভালো হবে। আর যারা ২৪ ভোল্টের প্যানেল থেকে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করবে তাদের জন্য mppt ভালো হবে। তবে এটাতেও ২৪ ভোল্টার প্যানেল সংযুক্ত করে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করা যাবে কিন্তু বেশ খানিকটা লস হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরও কোনো সমস্যা থাকলে আমাকে স্পেসিফিক ভাবে সমস্যাটা বলবেন, আমি বুঝিয়ে দিব।

  • @nasimakram3382
    @nasimakram3382 Місяць тому +1

    মাশাআল্লাহ

  • @srnesolar5017
    @srnesolar5017 16 днів тому +1

    Good show!

  • @mahmudmamun6157
    @mahmudmamun6157 15 днів тому

    আসসালামু আলাইকুম!! ভাইয়া আমার বাসায় Microtek 1450 Solar PCU আছে। এতো দিন সাধারণ IPS এর মত ব্যবহার করেছি, কিন্তু এখন সোলার সিস্টেম করতে চাচ্ছি, তাই ১২ ভোল্টের ভেতর সবচাইতে ভালো সোলার প্যানেল কোনটা হবে। আপনার একটা সাজেশন চাচ্ছি। দয়া করে তথ্য দিয়ে সাহায্য করবেন।

  • @JerryThelegend
    @JerryThelegend Місяць тому +1

    Load calculation ar upor ekti video dawar request roilo

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      ঠিক আছে বিষয়টার জন্য নোট রাখলাম।

  • @Yes-ju4mg
    @Yes-ju4mg Місяць тому +1

    fast review

  • @Yes-ju4mg
    @Yes-ju4mg Місяць тому +1

    ❤❤❤

  • @alltravelandevents2864
    @alltravelandevents2864 Місяць тому +1

    আসসালামু আলাইকুম ভাইজান ভাল আছেন আমার একটি mppt solar charge controller আছে সেটা দিয়ে ব্যাটারি ফুল চার্জ হয় সোলার থেকে হওয়ার পরে সুলার থেকে ডাইরেক লোড চলে না। রোদ থাকা অবস্থায় ব্যাটারি থেকে লোড চলে
    সকাল ৯ টা ১০ টায় ব্যাটারি ফুল হয়ে যায় সারাদিন battery থেকে চলার ফলে রাত্রে বেলায় ব্যাকআপ পাওয়া যাচ্ছে না
    এখন এর সলুশন কি হতে পারে একটু জানাবেন দয়া করে

  • @bdtips2560
    @bdtips2560 Місяць тому +1

    Nice video

  • @khaledhassannadim
    @khaledhassannadim 14 днів тому

    ২৪ ভোল্টের Longi 355 ওয়াট প্যানেল দিয়ে আমি pwm দিয়ে যদি ১২ ভোল্ট ব্যাটারি চার্জ করি,,চার্জ করার পর আমার প্যানেলের এম্পিয়া/ওয়াট যদি আরো অবশিষ্ট থাকে তাহলে কি আমি ১২ ভোল্টের সোলার আইপিএস দিয়ে ঘড়ে এসি ব্যাকআপ নিতে পারবো??? যদি জানাতেন উপকৃত হবো,,
    আমি Longi panel টা ১২ ভোল্ট সোলার আইপিএস এ ব্যাবহার করতে চাচ্ছি

  • @jahid9680
    @jahid9680 14 днів тому +1

    ভাই আমি ১২ভোল্ট প্যানেল ১৬৫+১৬৫=৩৩০ওয়াট,; ৫০+৫০+৮৫=১৮৫ সর্বমোট ৫৩৫ওয়াট সোলার প্যানেল আছে। এখন কথা হচ্ছে Powmr 20a কন্টোলারের মাধ্যমে চার্জ করা যাবে? এই কন্টোলারে কি প্যানেলগুলো সিরিজ করবো না প্যারালাল কানেকশন করব?
    দয়া করে বলবেন!ব্যাটারী ১২ ব্যাটারী

  • @ratulhasan6181
    @ratulhasan6181 Місяць тому +1

    Powmr hybrid inverter vedio den vaiya ❤❤❤

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      ওটা তো এই মুহূর্তে আমার হাতে নাই। ঠিক আছে হাতে আসলে রিভিউ দিব।

  • @imranshuvo2669
    @imranshuvo2669 Місяць тому +1

    Bah

  • @litunbhuiyan
    @litunbhuiyan Місяць тому +1

    🖤🖤🖤

  • @showaibnoor9104
    @showaibnoor9104 10 днів тому +1

    আপনার content গুলো ভালো লাগে, আমি 1MW একটা সোলার প্লান্ট করতে চাই, এই জন্য আপনার পরামর্শের জন্য যোগাযোগ করতে হলে কিভাবে?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  10 днів тому

      Technology Bangla নামের আমার একটি ফেসবুক পেজ আছে ওখানে আপনি নক দিতে পারেন।

  • @zahidulislam5584
    @zahidulislam5584 Місяць тому +1

    Vai motrita china solar charger controller er moddha ja b1,b2,b3thaka atar kon type battery jonno konta
    Amr superstar 40ah lead acid solar battery
    Amr jonno kon option ta debo kindly akto bola dela help hoba vaiya

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      ওই চার্জ কন্ট্রোলারের ম্যানুয়াল বইটা চেক করুন। ওখানে কোন সেটিংস এর আন্ডারে কোন ব্যাটারি কাজ করবে সেটা দেওয়া আছে। সম্ভবত b1 টা আপনার জন্য প্রযোজ্য। তারপরও একবার ম্যানুয়াল টা চেক করবেন কারণ এই ধরনের চাইনিজ চার্জ কন্ট্রোলারে সেম সেটিংস এর আন্ডারে ভিন্ন টাইপের ব্যাটারিও সাপোর্ট করতে দেখা যায়।

  • @shahariarkabir4148
    @shahariarkabir4148 Місяць тому +1

    Can the solar charge controller supply the current directly to load when the battery is full? Waiting for your answer. Thank You

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      Yes this solar charge controller can directly run DC load if battery is full. Even if a huge solar power is available it can charge the connected battery and DC load at the same time.

  • @abirdas8267
    @abirdas8267 Місяць тому +1

    Dada superster Solar buttary 130ah kon type sating korbo?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      সুপারস্টারের ওই ব্যাটারিটা FLD বা Flooded Lead Acid Battery. ওটার জন্য b03 সেটিংস টা সিলেক্ট করবেন।

  • @rubelahmed3650
    @rubelahmed3650 Місяць тому +1

    এটার লোকাড হাই কাড কিভাবে করে সেটা দেখালে না। এটার সেটিং নিয়ে আর একটা ভিডিও দিয়েন

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      ঠিক আছে পরে কোন এক সময় আরেকটা ভিডিও দিব। তবে এটার সব সেটিং গুলো খুব সহজ এবং অন্যান্য চার্জ কন্ট্রোলারের চেয়ে এটার ম্যানুয়াল বই দেখে সহজেই সব বোঝা যায়। আপনি শুধু এটার সাথে দেওয়া ম্যানুয়াল বইটা একটু দেখলে সব নিজেই পারবেন।

  • @SiAntor-754
    @SiAntor-754 Місяць тому +1

    আমি এটা নিয়েছি, মাস খানিক আগে। ২০ এম্পায়ার ২৮০০৳ দিয়ে। ভালো সার্ভিস পেয়েছি। পরে আবার MPPT 30A নিয়েছি ৮৫০০৳ দিয়ে।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      হ্যাঁ এই কন্ট্রোলার গুলো দেখলাম বেশ ভালো পারফরম্যান্স দিচ্ছে। কমপ্লেন করার মত কিছু পেলাম না।

    • @user-ds7eo7ez2s
      @user-ds7eo7ez2s Місяць тому +1

      Vai ami dukan a giye niyechi 2500 tk diye

    • @jewelislam5884
      @jewelislam5884 29 днів тому

      Kothy theke niyesen?​@@user-ds7eo7ez2s

    • @jewelislam5884
      @jewelislam5884 29 днів тому

      ​@@user-ds7eo7ez2skothy theke niyesen

  • @jubayerrahmanjawad.70
    @jubayerrahmanjawad.70 27 днів тому +1

    Srne Pwm Solar Charge Controller এর ভিতরে কি কি পার্টস আছে এটি নিয়ে একটি ভিডিও বানান।
    প্লিজ❤

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  26 днів тому +1

      ঠিক আছে নোট রাখলাম। সময় পেলে চেষ্টা করবো করার।

  • @ahsanhabib-tv5qr
    @ahsanhabib-tv5qr 29 днів тому +1

    PowMR 20ah controlar এর সাথে 400 wat ja solar lagano jabe ki?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  28 днів тому

      কোম্পানির রিকমেন্ড অনুযায়ী ৩০ এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার লাগবে। তবে আমি পার্সোনালি ২০ এম্পিয়ারের সাথেও ৪০০ ওয়াট প্যানেল ব্যবহার করে দেখেছি, কোন সমস্যা হয়নি।

  • @user-gt3cf4lb8o
    @user-gt3cf4lb8o Місяць тому +1

    আসসালামু আলাইকুম।
    ভাইজান আমি Powmr 60amp চার্জ কন্ট্রোলারে ১২ ভোল্ট ব্যাটারি সিস্টেমে যদি ২৪ ভোল্টের এক হাজার ওয়ার্ড প্যানেল ইউজ করি তাহলে কি সমস্যা হবে?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      অলাইকুম আসসালাম। নরমালি ১২ ভোল্ট ব্যাটারি ব্যবহার করলে ২৪ ভোল্টের ৭০০-৮০০ ওয়াট প্যানেল ব্যবহার করার জন্য কোম্পানি বলে থাকে। তবে যেহেতু STC জনিত কারণে সোলার প্যানেল থেকে আমরা সম্পূর্ণ আউটপুট পাই না তাই আপনি এক হাজার ওয়াট ব্যবহার করতে পারেন। সমস্যা হবে না।

  • @shawonahmed6587
    @shawonahmed6587 19 днів тому +1

    Longi 355w 24v /SRNE pwm 30ah
    Diya 12v Battery charg dita parbo

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  19 днів тому

      হ্যাঁ পারবেন তবে লস হবে। প্যানেলের অর্ধেক আউটপুট পাবেন। যদি mppt চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তাহলে ফুল পারফরম্যান্স পাবেন।

  • @abdullahalmamun7277
    @abdullahalmamun7277 24 дні тому +1

    আকটি বিষয় যদি জানা থাকে প্লিজ জানাবেন? আমি আপাতত 355w দিয়ে সুরু করবো।ভাল মনে হলে প্যানেল বারাবো।কিন্তুু চার্জ কন্ত্রলার mppt নিলে কোনটা নিব 30A নকি 40A নিব? srne নাকি paw mr বুঝে উঠতে পারছিনা। জদিও srne থেকে paw mr দামে আকটু কম।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  24 дні тому

      প্যানেল যদি পরবর্তীতে বৃদ্ধি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই 40A টা নিবেন। তবে 30A দিয়েও আপনি মোটামুটি 500 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন। কোয়ালিটির দিক দিয়ে বিবেচনা করলে SRNE একটু এগিয়ে থাকবে।

  • @juwelahmed3721
    @juwelahmed3721 Місяць тому +1

    Sunshine solar panel review den

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      ঠিক আছে ভাই, ওটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো।

  • @s.m.arafathossain
    @s.m.arafathossain 16 днів тому

    রাস্তার স্টিক লাইট এর অটো সার্চ কন্ট্রোলার আছে

  • @shakilmaliha
    @shakilmaliha 7 днів тому +1

    ভাইয়া আমি ৩০ এম্পিয়ার টা নিয়েছি
    এইটা দিয়ে কি ২ টা ব্যাটারি চার্জ করা যাবে
    আমার ১৩০ mas একাটা সোলার ব্যাটারি আছে আমি সাথে আরেক টা ১৩০ mas সোলার ব্যাটারি নিবো

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 днів тому

      হ্যাঁ দুইটা ব্যাটারি একসাথে চার্জ করতে পারবেন তবে একটা ব্যাটারি নতুন এবং আর একটা ব্যাটারি পুরাতন হলে অনেক সময় লস হয। কারণ নতুন ব্যাটারিটা পুরাতন ব্যাটারির সাথে কানেক্টেড থাকার কারণে তাড়াতাড়ি নষ্ট হয়।

  • @ibrahim_khalil_bd
    @ibrahim_khalil_bd 25 днів тому +1

    আসসালামুয়ালাইকুম, ভাইয়া আমি 100 Ah একটা ব্যাটারি, আর 130 wat এর প্যানেল দিয়ে dc লাইট এবং dc ফ্যান চালাই ,এখন আমি চাচ্ছি আমার 12v wifi রাউটার 9v অনু এই 2টা জিনিস ব্যাটারি থেকে চালাতে,, আমার কাছে অনু&রাউটার এর ac charger এবং dc usb cable আছে,,এখন আমার কি করা উচিত,,,? প্লীজ রিপ্লাই🙏

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  24 дні тому +1

      আলাইকুম আসসালাম। এটা দুইভাবে করা যায়। একটা ছোট্ট ইনভার্টার ব্যবহার করে আপনি ac অ্যাডাপ্টার গুলোর সাথে কানেক্ট করে চালাতে পারেন। আবার 12 ভোল্টের রাউটারটা সরাসরি ব্যাটারির সাথে কানেক্ট করতে পারেন আর 9 ভোল্টের অনুটা স্টেপ ডাউন বাক কনভার্টার/ডিসি ডিমার ইত্যাদির দিয়ে ভোল্টেজ ড্রপ করে ব্যবহার করতে পারেন। প্রয়োজনে আপনি ইলেকট্রনিক্সের কাজ করে এমন কারো সহযোগিতা নিতে পারেন।

    • @ibrahim_khalil_bd
      @ibrahim_khalil_bd 23 дні тому +1

      @@TechnologyBanglaShahin thanks ভাইয়া

  • @imrantasfim5202
    @imrantasfim5202 Місяць тому +1

    ভাই ব্যাটারির ব্যাপারে একটা ভিডিও চাই।
    আপনি কি ব্যাটারি ইউজ করেন সেটা একটু বললে উপকার হত।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      ঠিক আছে ব্যাটারি নিয়ে একটা ভিডিও করবো, নোট রাখলাম। আমি বর্তমানে লিখিয়াম আয়রন ফসফেট (LiFePO4) ব্যাটারি ব্যবহার করছি।

  • @mahedyhasan8584
    @mahedyhasan8584 17 днів тому +1

    ভাইয়া SRNE HC2430 মডেলটিতে কি Equalising charging হয় জানাবেন প্লিজ

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  17 днів тому

      হ্যাঁ ওটাতে ইকুলাইজিং চার্জ অপশন আছে।

  • @shahariarkabir4148
    @shahariarkabir4148 Місяць тому +1

    Can this controller run without a battery? Waiting for your answer. Thank you

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      NO, but this solar charge controller can directly run DC load if battery is full. Even if a huge solar power is available it can charge the connected battery and DC load at the same time.

  • @LegendaryRival001
    @LegendaryRival001 Місяць тому +1

    Assalamualaikum
    Q. Mppt controller use korle ki Abar solar IPS ba inverter use Korte Hobe?
    Mul uddesho biddut bill komano and diner bela sorasori jeno solar dia and rate current dia connected gola chole.current na thakle battery use korbe amon system chaitesi.
    Ami 2ta fan and 2ta light and 1ta router,1ta onu 5 hours+ backup pabo emon solar system korte chaitesi!
    Inverter naki eigola nile valo hobe?
    750watt pc bebohar korte parbo(emergency hole 650watt o use hoy na pc te psu 750 watt).
    Suggestions diye help korben asa korchi.
    Ar sohoje kibhabe apnar sathe jogajog korbo?
    Apni seller na bujhsi apnar help kamona korchi!
    Doa roilo

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      অলাইকুম আসসালাম। যদি আপনি dc সিস্টেম করেন তাহলে আলাদাভাবে ইনভার্টার লাগবে না কিন্তু সে ক্ষেত্রে কারেন্টের লাইট ফ্যান জিনিসপত্র যেগুলো আপনার অলরেডি আছে সেগুলো চালাতে পারবেন না, আলাদা ডিসি ফ্যান লাইট কিনতে হবে। ডিসি সিস্টেমের খরচ অনেক কম হয়।
      আর যদি এসি সিস্টেম করেন তাহলে চার্জ কন্ট্রোলার নেওয়ার দরকার নাই, সোলার ইনভার্টার নিবেন। সোলার ইনভার্টার এর ভিতরে সোলার চার্জ কন্ট্রোলার থাকে। আপনার pc বাদে সবকিছু চালাতে মোটামুটি ৫০০ ওয়াটের মতন সোলার প্যানেল ব্যবহার করলে এসি সিস্টেম করতে পারবেন। আপনার পিসি এর আসল ওয়াট কনজামশন কত এইটা যদি আলাদাভাবে টেস্ট করেন তাহলে ক্লিয়ার বোঝা যেত। কারণ অনেক সময় পাওয়ার সাপ্লাই যাই হোক না কেন পিসি গুলো অত বেশি ওয়াট টানে না। সোলার সিস্টেম সম্পর্কে আপনি আরো জানার চেষ্টা করুন, আরো অনেক দিন ভিডিও দেখতে থাকুন, তাহলে সেটআপ করতে অনেক সহজ হবে। না বুঝে এগুলো সেট আপ করতে গেলে অনেক সময় আরো লস হয়।

    • @LegendaryRival001
      @LegendaryRival001 Місяць тому

      @@TechnologyBanglaShahin walaikomassalam thanks reply dewar jonno kon inverter nile sobche valo hobe mono 550+ watt solar er sathe?current bill kombe na ? Je celing fan ase oi goloi use korte chai!
      First jeno solar current supply dey na parle polli buddut ar current na thakle jeno sodho batery use kore ei rokom korbo ki bhabe?
      abaro dhonnobad

  • @alaminredoy6630
    @alaminredoy6630 Місяць тому +1

    স্যার একটা পরামর্শ চাচ্ছি, আমি ২টা ফ্যান ৩টা বাতির জন্য সোলার আইপিএস নিতে চাচ্ছি। সেজন্য MPPT চার্জ কন্ট্রোলার ব্যাবহার করে সাধারণ আইপিএস লাগালে ভাল হবে নাকি PCU ভাল হবে?
    শুধু সোলার থেকেই ব্যাটারি চার্জ করব কিন্তু

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      এই ধরনের চার্জ কন্ট্রোলার গুলো ডিসি সিস্টেমে ব্যবহার করা হয়। আপনি যদি এসি লাইট ফ্যানগুলো চালাতে চান তাহলে সোলার PCU ব্যবহার করুন। আর শুধু সোলার থেকে ব্যাটারি চার্জ করতে চাইলে এমন PCU কিনুন যেটাতে গ্রিড চার্জ অফ করার অপশন থাকে।

  • @tusar_tarun
    @tusar_tarun Місяць тому +2

    ভাই এখানে ছাড় দিয়েও ২৭০০ টাকা দাম। তাহলে আর কিছু টাকা দিয়েতো Powmr এর MPPT কেনা ভাল হবে।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      এটা আপনার ডিসিশন এর উপর নির্ভর করছে। আপনার যদি MPPT প্রয়োজন হয় তাহলে অবশ্যই ওটাই কিনবেন।

  • @mdtahsin2931
    @mdtahsin2931 Місяць тому +1

    ভাইয়া srne pwm ভালো হবে নাকি luminus charge controler ভালো হবে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      SRNE হলো একটি আন্তর্জাতিক সোলার রিলেটেড ব্রান্ড। উন্নত বিশ্বে এটা সোলারের পপুলার ব্র্যান্ডগুলোর মধ্যে একটি।

  • @jewelislam5884
    @jewelislam5884 Місяць тому +1

    24 vold er solar er shate 24 vold battery shate konta lagbe?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  26 днів тому +1

      এগুলোর সবগুলোতেই ২৪ ভোল্টের ব্যাটারির সাথে ২৪ ভোল্টের প্যানেল সাপোর্ট করে। প্যানেলের ওয়াট অনুযায়ী চার্জ কন্ট্রোলের এম্পিয়ার সিলেক্ট করতে হবে। ২৪ ভোল্টের ক্ষেত্রে ১২ ভোল্ট এর চেয়ে ডবল ওয়াটের প্যানেল সাপোর্ট করানো যায়।

  • @tarakhasan7994
    @tarakhasan7994 Місяць тому +1

    ভাই আপনার আগের একটা ভিডিও তে বল্লেন পানি ব্যাটারি হলে b1. সিলেক্ট করতাম।এখন এটাতে আবার b3 একটু বুজাইয়া বল্লে ভালো হতো ভাই

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      এক একটা চার্জ কন্ট্রোলার এর সেটিংস এক এক রকম। এই কন্ট্রোলারে যেটা b3 সেটাই আবার অন্য কন্ট্রোলারে ভিন্ন হতে পরে। এইজন্য অবশ্যই আপনার ক্রয় কৃত কন্ট্রোলারের ম্যানুয়াল বই চেক করে নিবেন।

    • @tarakhasan7994
      @tarakhasan7994 Місяць тому +1

      @@TechnologyBanglaShahin আমি ওয়াল্টনের কন্ট্রোলার টা কিনছি ওইটায় সুধু ৩টা আসে b1 b2 b3 আর আসে না। এবং মেনোয়াল গাইডে কোনটা সিলেক্ট করতে হবে বেটারি ওইটা দেওয়া নাই এখন আমি কোনটা দিবো b1 b2 নাকি b3???

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      ম্যানুয়াল বইতে যদি উল্লেখ না থাকে তাহলে তো খুব বড় ধরনের সমস্যা। এটা না জেনে কখনোই বলা সম্ভব না। আপনি ম্যানুয়াল বইটা আবার ভালো করে চেক করুন তারপরে না পেলে প্রয়োজনে ওয়ালটন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আগে ভালো করে ম্যানুয়াল বইতে দেখুন যে FLD বা Flooded lead acid battery সিলেক্ট করার জন্য কোন অপশনটা দিতে বলা আছে।

  • @trustofallah8172
    @trustofallah8172 Місяць тому +5

    ips bazar sob product er dam beshi rakhe..

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      অন্য প্রোডাক্ট রাখতে পারে তবে এই প্রোডাক্টটা অন্যান্য জায়গার থেকে কম রাখছে দেখলাম।

    • @jashimuddin4393
      @jashimuddin4393 Місяць тому

      ipsmart এরা বেশি টাকা নেয়।এরা ডাকাত।

    • @user-ds7eo7ez2s
      @user-ds7eo7ez2s Місяць тому

      Kom e tw rakhche... 2500 tk niyeche

    • @jewelislam5884
      @jewelislam5884 25 днів тому

      3600 taka 30 mh

  • @mahmudulhaquechowdhuryjees3950
    @mahmudulhaquechowdhuryjees3950 Місяць тому +1

    ভাইয়া কাপ্তান বাজারে যে ২২টাকা ওয়াটে A গ্রেডের ২৪ v সোলার প্যানেল পাওয়া যায় সে প্যানেল গুলোর একটা রিভিউ দিয়েন।

  • @MdBabu-vd3nt
    @MdBabu-vd3nt Місяць тому +1

    SLD
    GEL
    FLD
    এখানে কোনটা লিড এসিড পানি ব্যাটারি হবে
    সদ উত্তরের অপেক্ষায় রইলাম

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      এখানে FLD লিড এসিড পানি ব্যাটারির জন্য ব্যবহার করা হয়।

    • @MdBabu-vd3nt
      @MdBabu-vd3nt Місяць тому

      আমার ব্যাটারি টা হচ্ছে অটো গাড়ির পানি ব্যাটারি

  • @user-yr9nr8gp4s
    @user-yr9nr8gp4s Місяць тому +1

    আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমার একটা প্রশ্ন ছিলো আমি ২০০ ওয়াটের একটা প্যানেল কিনতে চাই কোন কোম্পানির সোলার ভালো হবে মোটামুটি প্রাইজের মধ্যে আসা রিপ্লাই দিয়ে জানাবেন

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +2

      অলাইকুম আসসালাম। আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে মিড রেঞ্জের প্যানেল যেমন ফরচুন, জেনেটিক, সানশাইন, লং রান, আলো ইত্যাদি নিতে পারেন।
      মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না।

  • @hasanksa-tj4cf
    @hasanksa-tj4cf 25 днів тому +1

    আসসালামু আলাইকুম স্যার এটা দিয়ে কি টাইমার সেট করা যায় যেরকম রাতের বেলায় লোড চলবে দিনের বেলায় লোড বন্ধ থাকবে সেরকম প্লিজ একটু জানাবেন

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  25 днів тому

      অলাইকুম আসসালাম। হ্যাঁ এটাতে টাইমার সেট করার ব্যবস্থা আছে।

  • @MD.mahabubAlomMahabubalom
    @MD.mahabubAlomMahabubalom Місяць тому +1

    স্যার আমি smart চার্জ কন্ট্রোলার ১৮০০ টাকা দিয়ে কিনেছি কিন্তূ সূর্য অস্ত গেলে ব্যটারি থেকে চার্য চলে যায় প্যানেলে এখন কি করা যায়

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      সোলার প্যানেলের এম্পিয়ার অনুযায়ী একটি ডায়োড চার্জ কন্ট্রোলারের সোলার প্যানেলের ইনপুট এর দিকে ফরোয়ার্ড ভাবে লাগিয়ে নিলে সমস্যার সমাধান হয়ে যাবে।

  • @sayemarman8708
    @sayemarman8708 Місяць тому +1

    Solar Charge Controller_Smart Battery Charger PWM SY2430C 30A
    এই চার্জ কন্ট্রোলার টি কেমন হবে ইন্ডিয়ান লুমিনাস এর সাথে কম্পেয়ার করা যায়

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      ওটা আমি পার্সোনালি ব্যবহার করিনি তবে দেখে যতটুকু মনে হয়েছে ওটার চেয়ে লুমিনাস এর টা বেটার হবে। আর আপনি যদি ডিসপ্লে সহ কন্ট্রোলার চান তাহলে কিন্তু আরো অনেক অপশন এখন আছে। বিশেষ করে ASC PWM সোলার চার্জ কন্ট্রোলের টি বেশ ভালো। ওটার ২০-৩০-৪০ সব ধরনের এম্পিয়ার খুঁজলে পেয়ে যাবেন। ওটা নিয়ে এই চ্যানেলে আমি একটা রিভিউ দিয়েছি, দেখবেন প্লিজ।

  • @shakilmaliha
    @shakilmaliha 7 днів тому +1

    ভাই আমি একটা নিছি
    এটাতে কি ব্যাটারি টাইপ সিলেট করা লাগবে নাকি অটো হবে
    একটু জানাবেন
    তারা বলতেছে সবকিছুই নাকি অটোমেটিক নিয়ে নেবে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 днів тому +1

      এটা সেটআপ করার পরে আপনি ব্যাটারি টাইপটা একটু মিলিয়ে দেখবেন। যদি দেখেন ব্যাটারি টাইপ এর সাথে আপনার ব্যাটারি টাইপ মিল নাই, সে ক্ষেত্রে চেঞ্জ করে দিবেন।

  • @Md-sayfur-rahman
    @Md-sayfur-rahman Місяць тому +1

    ভাই আমি আপনার অনেক বড় ভক্ত আপনার রিভিও দেখে আমি যেকোনো জিনিস কোনো কিছু না দেখে কিনে ফেলি।
    আমার একটা প্রশ্ন ছিল ভাই একটু কষ্ট করে জানাবেন প্লিজ আমার একটি নন সোলার আইপিএস ইনভার্টার আছে আমি যদি ৫৫০ Waat 24v সোলার প্যানেল এবং mppt charge controller দিয়ে ব্যাটারি চার্জ দেই আর সাথে ইনভার্টার দিয়ে একসাথে চার্জ দেই থাহলে ব্যাটারি তে সমস্যা হবে কিনা , কত এম্পায়ারে ব্যাটারি চার্জ করা ব্যাটারির জন্য ভালো হবে আমার ২৩০ah tall tubular ব্যাটারি ব্যাবহার করি

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      230Ah C20 ব্যাটারির জন্য সবচেয়ে সেফ চার্জিং কারেন্ট হলো 11.5 বা 12 এম্পিয়ার। এই এম্পিয়ারে যদি ব্যাটারি চার্জ করা যায় তাহলে ব্যাটারি অনেক দীর্ঘস্থায়ী হবে কিন্তু এত স্লো চার্জ অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই ব্যাটারির স্থায়িত্ব কিছুটা স্যাক্রিফাইস করে চার্জিং কারেন্ট সর্বোচ্চ 15-20 এম্পিয়ার পর্যন্ত করা যেতে পারে (less is better)। আপনার নন সোলার IPS যদি বেশি এম্পিয়ারে চার্জ করে তাহলে এর সাথে এক্সট্রা সোলার দিয়ে চার্জ করতে গেলে ব্যাটারির কিছুটা ক্ষতি হবে। যদি IPS এ গ্রিড চার্জিং অফ করে সোলার দিয়ে চার্জ করার ব্যবস্থা থাকত তাহলে খুব ভালো হতো কিন্তু নন সোলার IPS এর ক্ষেত্রে এমন সুবিধা থাকে না, কিছু কিছু সোলার IPS/PCU তে থাকে। যদি আপনার IPS কম এম্পিয়ার এ চার্জ করে তাহলে দিনের বেলায় আপনি এক্সট্রা সোলার দিয়ে ব্যাটারিকে একটু ফার্স্ট চার্জ করতে পারেন। সে ক্ষেত্রে ২৪ ভোল্টের প্যানেল ব্যবহার করে MPPT সোলার চার্জ কন্ট্রোলারের মাধ্যমে ১২ ভোল্টের ব্যাটারিকে চার্জ করা যাবে। তবে আমার মতামত হলো দুইটা চার্জিং সোর্স ব্যবহার না করা। ভবিষ্যতে একটা ভালো সোলার IPS ক্রয় করা। অথবা মার্কেটে সোলার কনভারশন কিট পাওয়া যায়, এই কিট ব্যবহার করে নন সোলার IPS কে সোলার IPS এ কনভার্ট করা যায়। যেমন: Smarten MPPT Solar conversion kit. এই কিট ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করলে আলাদা করে আর সোলার চার্জ কন্ট্রোলার লাগবেনা, এই কিট এর ভিতরেই MPPT সোলার চার্জ কন্ট্রোলার বিল্ট-ইন আছে।

    • @Md-sayfur-rahman
      @Md-sayfur-rahman Місяць тому +1

      @@TechnologyBanglaShahin আমার আইপিএসে গ্রিড চার্জিং অফ করার সিস্টেম আছে ভাই কিন্তু যদি বৃষ্টি থাকে তাহলে কারেন্ট থেকে চার্জ করবেনা এটার জন্য কোনো কিছু করার সিস্টেম আছে কি যাতে সোলার থাকলে সোলারে আর না থাকলে কারেন্টে চার্জ হবে বাজেট ইস্যু তাই বলছিলাম আর ধন্যবাদ ভাই এত কষ্ট করে রিপ্লে দেওয়ার জন্য❤️❤️

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      সোলার থাকলে সোলারে আর সোলার না থাকলে কারেন্টে চার্জ করার অপশন শুধুমাত্র সোলার আইপিএসগুলোতে থাকে। এছাড়াও কনভারশন কিট ব্যবহার করলেও এই সুবিধা পাওয়া যায়।

  • @Bokul112
    @Bokul112 Місяць тому +1

    আসসালামু আলাইকুম
    আশা রাখি হেল্প করবেন
    SRNE Controller 30A
    Longi 355w panel
    Lithium battery 100A
    আমি মাত্র ৫ এম্পেয়ার ব্যবহার করছি শুধু মাত্র বাতি ব্যবহার করছি এখন
    জখন ফুল চার্জ হয় ১৪.৪ হয় আবার সাথে সাথে কমতে শুরু করে ১৩.৩ প্রজন্ত হয় বে.টারি ৮০% হলেও কন্ট্রোলার ১৩.৩ ভোলট থাকে এর বেসি বেটারি ব্যবহার করিনি তাই বলতেপারেনা কমে কিনা এটা কি সমস্যা ভাই র ১৪.৪ভ জখন হয় বাতি অন হয় আবার অফ হয়

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      ভোল্টেজের এই সমস্যাটা কোন সমস্যা না। ব্যাটারি ফুল চার্জ হওয়ার পর আস্তে আস্তে স্যাটেল ডাউন হয। ভোল্টেজের দিকে বারবার না তাকিয়ে নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন।

    • @Bokul112
      @Bokul112 Місяць тому

      @@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাই

  • @imrantasfim5202
    @imrantasfim5202 Місяць тому +1

    আসসালামু আলাইকুম ভাই
    আমার Superstar 200w penel + Hamko 130ah Battery + SRNE pwm 20a Controller + Cable RFL 70/76
    সূর্য থাকা অবস্থায় 14.6 Volt দেখায় Ampere থাকে 0.6/7 আবার যদি লোড চালাই তাহলে Amp ক্রমান্নয়ে 1.7 / 2.7 এইরকম ভাবে বাড়তে থাকে। লোড অফ করলে আবার 0.6 চলে আসে ।
    কিন্তু সন্ধার পরে
    Volt থাকে 12.6 চার্জ ৩ কাটি, যদি 10 মিনিট ফ্যান চালাই চার্জ চলে আসে ২ কাটিতে... এবং Volt কমতে থাকে।
    দয়া করে এটার একটা সমাধান দিবেন ভাই।
    অগ্রিম ধন্যবাদ 🖤

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      অলাইকুম আসসালাম। ব্যাটারি ৮০% এর নিচে বা প্রায় অর্ধেক খালি থাকা অবস্থায় দুপুর 11 টা থেকে দুপুর 1 টার মধ্যে কড়া রোদ যখন থাকবে তখন টেস্ট করবেন এম্পিয়ার কতটুকু আসছে। আপনি দিনের বেলায় রোদ থাকা অবস্থায় কেমন লোড চালান সেটাও জানতে হবে। সন্ধ্যার পরে ১২.৬ ভোল্ট থাকাটা খুব স্বাভাবিক। ব্যাটারি ভোল্টেজ কমবেই তবে কেমন দ্রুত কমছে সেটা অবজারভেশন করার একটা বিষয়। ব্যাটারিটির কন্ডিশন কেমন সেটাও একটা বড় বিষয়। আপনি আমাকে সম্পূর্ণ সমস্যাটি লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। 01758188500

  • @tuhin7516
    @tuhin7516 Місяць тому +1

    আমার কাছে স্মার্ট ট্রেন 1100 va সোলার ipsআছে
    প্রশ্ন হল 12 ভোল্ট 24 ভোল্ট সোলার একসাথে লাগানো যাবে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      যেহেতু এটায় MPPT চার্জ কন্ট্রোলার আছে তাই ব্যাটারি ১২ ভোল্ট হলেও ২৪ ভোল্টের প্যানেল ব্যবহার করতে পারবেন। তবে যে কোনোটা ব্যবহার করতে হবে। হয় ১২ভোল্ট এর প্যানেল নয়তো ২৪ ভোল্টের প্যানেল ব্যবহার করতে হবে। তবে ১২ ভোল্টের প্যানেল সিরিজে সংযুক্ত করে ২৪ ভোল্ট করে নিতে পারেন।

    • @tuhin7516
      @tuhin7516 Місяць тому +1

      আমার কাছে সোলার প্যানেল আছে
      125 ওয়ার্ড
      165 ওয়ার্ড
      50 ওয়ার্ড এগুলা কি সিরিজ করে 24 ভোল্ট করা যাবে এবং কোন ক্ষতি হবে কিনা।
      কিভাবে করব জানাবেন

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      ভিন্ন ওয়াটের দুইটি প্যানেল বা আরো প্যানেল সিরিজে কানেক্ট করলে সবচেয়ে কম ওয়াটের যে প্যানেলটি থাকবে সেটির মতন বড় প্যানেল টিও কম ওয়াট এর হয়ে যাবে। যেমন: 200 150 সংযুক্ত করা হলো তাহলে এদের আউটপুট 200+150= 350 ওয়াট হওয়ার কথা কিন্তু তা না হয়ে 150+150= 300 ওয়াট হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনার যদি একটু কম আউটপুট দিয়ে হয় তাহলে আপনি করতে পারেন। তবে সব সময় সমান ওয়াটের দুইটি প্যানেল সিরিজে কানেক্ট করা উচিত।

  • @imranshuvo2669
    @imranshuvo2669 Місяць тому +1

    Dine battery use off rekhe load chalano system nai?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      আলাদাভাবে ব্যাটারি অফ রাখা যায় না। তবে আপনি দিনে যেসব লোড চালাবেন সেগুলো অনেক সময় ব্যাটারিকে খুব বেশি ড্রেইন না করে সোলার থেকেই রান করে।

    • @imranshuvo2669
      @imranshuvo2669 Місяць тому

      @@TechnologyBanglaShahin mppt thekeo ki emon system nai? Na thakle to tukhor rod thakar poreo battery drain hbe

  • @ashimroy007
    @ashimroy007 Місяць тому +1

    আপনার মেইল এড্রেস পেলে খুব উপকার হতো

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      সোলার রিলেটেড যে কোন প্রশ্ন আপনি আমাকে কমেন্টেই করতে পারেন।

  • @MahfuzurRahman-gw9dk
    @MahfuzurRahman-gw9dk Місяць тому +1

    amr 85 watt and 200 watt alada 2ti panel ache... plan ache aro 1 ti 100 watt panel add korbo...ami 20A nibo or 30A? please reply

  • @alaminredoy6630
    @alaminredoy6630 Місяць тому +1

    স্যার আমি srne pwm 20A চার্জ কন্ট্রোলার নিয়েছি সমস্যা হচ্ছে দুপুর বেলা দেখায় ফুল চার্জ ব্লিংক বন্ধ হয়ে যায় আবার বিকাল বেলা ১/২ খুটি ব্লিংক করে। কিভাবে বুযব কতটুকু চার্জ হয়েছে???

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      হয়তো ব্যাটারি কিছুটা ব্যবহার হওয়ার জন্য বিকালের দিকে আবার চার্জ কমে আসে তখন আবার চার্জ নিতে থাকে। চার্জ কন্ট্রোলার গুলো সারাদিনে ব্যাটারির খরচের উপর নির্ভর করে চার্জ নিবে আবার ছাড়বে। অনেক সময় কোন কিছু ব্যবহার না করলেও কিছুটা চার্জ কমে আসার কারণে পরে আবার চার্জ নেওয়া শুরু করে। ব্যাটারি ভোল্টেজ যদি সূর্য ডুবে যাওয়ার পরেও ১২.৬ এর মত বা উপরে থাকে তাহলে বুঝবেন ফুল চার্জ আছে। কিন্তু এরমধ্যে কোন কিছু ব্যবহার করলে আবার কিন্তু চার্জের লেভেল কমে আসবে।

    • @alaminredoy6630
      @alaminredoy6630 Місяць тому +1

      ধন্যবাদ স্যার

  • @jubayerrahmanjawad.70
    @jubayerrahmanjawad.70 Місяць тому +1

    ভাইয়া আমার ১৫০ ওয়াট রহিমআফরোজ ও ৮৫ ওয়াট Power 4u সোলার প্যানেল আছে। আর ব্যাটারি ১০০ এম্পিয়ার। আমি কি 40/76 তার ব্যবহার করতে পারব?
    আর আমার ১০০ এম্পিয়ার ব্যাটারি কি ফুল চার্জ হবে? ও আর একটা কথা আমার কন্ট্রোলার সুপার স্টার 12v 10A Digital. এটি কি ঠিক আছে? প্লিজ একটু জানাবেন

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      ব্যাটারির এম্পিয়ার অনুযায়ী সোলার প্যানেল ঠিক আছে। ক্যাবল ওইটা দিয়ে পাওয়ার লস হবে, আরেকটু মোটা মানে ৭০/৭৬ লাগবে। চার্জ কন্ট্রোলার ঠিক আছে। এখন কথা হচ্ছে প্যানেল যদি ঠিকমত রোদ না পায়, একটু হলেও ছায়া পড়ে তাহলে কিন্তু ব্যাটারি সারাদিনে ফুল চার্জ নাও হতে পারে।

    • @jubayerrahmanjawad.70
      @jubayerrahmanjawad.70 Місяць тому +1

      পাওয়ার লস মানে কত এম্পিয়ার লস হতে পারে?
      আর যদি ভালোভাবে রোদ পায় তাহলে এই ১০০ এম্পিয়ার ব্যাটারি 40/76 তার দিয়ে চার্জ হতে কত সময় লাগবে?❤

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      পাওয়ার লস খুব বেশি হবে না তবে হবে। কতটুকু হবে এটা ভালো করে মেপে দেখতে হবে। সবকিছু ঠিকঠাক ব্যবহার করলে সারাদিনে রোদ থাকা অবস্থায় আট থেকে দশ ঘণ্টার মধ্যে ব্যাটারি চার্জ হয়ে যাবে। তবে ব্যাটারি যদি বেশি খালি না করেন তাহলে ফুল চার্জ হওয়ার প্রয়োজন হবে না।

  • @mahedyhasan8584
    @mahedyhasan8584 18 днів тому +1

    ভাইয়া আমি দুইটি 12 volt 65 watt সোলার প্যানেল প্যারালাল সংযোগ করেছি এবং Luminous 10amp চার্জ কন্ট্রোলার দারা 12volt 40Ah battery চার্জ করছি এখন আপনার কাছে জানতে চাইযে আমি কি এই সিস্টেমটাতে Luminous charge controller টি বাতিল করে SRNE PWM 30amp চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারব।ভাইয়া আমি 30amp SRNE PWM চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে চাচ্ছিলাম কারণ এটাতে হেভি একটা হিটসিংক ব্যবহার করা হয়েছে ।
    ####জানালে কৃতজ্ঞ থাকব

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  18 днів тому

      হ্যাঁ অবশ্যই পারবেন। এই চার্জ কন্ট্রোলার গুলো ভালো। আপনার এই সিস্টেমের জন্য 30A টা অনেক বেশি হয়ে যায়, শুধু শুধু টাকা নষ্ট করবেন কেনো? 20A টা কিনলেই যথেষ্ট। এটার হিট সিঙ্ক টা একটু কম হ্যাবি কিন্তু ওভারঅল বিল্ড কোয়ালিটি খুব ভালো। যে হিট সিঙ্ক লাগানো আছে সেটা ছোট হলেও হাই কোয়ালিটির। এই হিট সিঙ্ক 20 এম্পিয়ারের জন্য যথেষ্ট বলেই কোম্পানি এটা দিয়েছে। তারপরেও আপনি চাইলে 30A টা ব্যবহার করতে পারেন।

    • @mahedyhasan8584
      @mahedyhasan8584 18 днів тому +1

      @@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাইয়া

  • @RakibulIslam-yq3zc
    @RakibulIslam-yq3zc Місяць тому +1

    এইটা দিয়ে বাটারিকে কতো ভোল্টে চার্জ করবো.. পানি ব্যাটারির ক্ষেত্রে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      পানি ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি টাইপ FLD সিলেক্ট করলেই হয়ে যাবে। এই কন্ট্রোলার সব ধরনের চার্জিং স্টেজের ভোল্টেজ সেটিংস নিজেই করে নিবে।

  • @joliynill2430
    @joliynill2430 Місяць тому +1

    শাহিন ভাই এই কন্ট্রোলারে ২৪ ভোল্ট প্যানেল দিয়ে ১২ ভোল্ট ব্যাটারি কি কোনোভাবেই চার্জ করা সম্ভব না?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      হ্যাঁ এই কন্ট্রোলার দিয়ে ২৪ ভোল্ট প্যানেল ব্যবহার করে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করা সম্ভব। তবে এটা MPPT এর মতন এক্সট্রা ভোল্টেজ কে কাজে লাগিয়ে এম্পিয়ার ইনক্রিজ করতে পারে না। এটা PWM.

  • @harunmiya6593
    @harunmiya6593 Місяць тому +1

    আসসালামু আলাইকুম
    এই কন্ট্রোলার এ ওভার ভোল্ট ও লো ভোল্ট,মন মতো সেট করা যাবে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      হ্যাঁ আপনি ইচ্ছা করলে সব ধরনের প্যারামিটার এর সেটিং কাস্টমাইজ করতে পারবেন।

  • @suzonmia5892
    @suzonmia5892 Місяць тому +1

    ভাই আমার বেটারিতে চার্চ ফুল থাকে কিন্তু 3টা লাইট ও 2টা ফেন সন্দ্যা থেকে 10টা পর্যন্ত চললেই কন্টলারে 12.5 থেকে 11 তে এসে বন্দ হয়ে যায়, আবার চালু করলে 13 দেখায়। আমার প্যনেল হচ্ছ 200 সুপারষ্টার, আর বেটারি রহিমা আফরোজ 130।
    এখন বেটারির লাইনের সাথে ছারবিছ তার যোগ করে চালাচ্চি।
    আমি এখন কি করতে পারি দয়া করে একটা পরামর্শ দেন

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      ব্যাটারি যদি দিনের পর দিন ঠিকমতো চার্জ না হতে থাকে তাহলে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়। দিনের পর দিন ব্যাটারি খরচ এর তুলনায় পরিপূর্ণভাবে চার্জ না হওয়ার কারণে ব্যাটারি বসে যায়। কম ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করলে, চিকোন বা লো কোয়ালিটির ক্যাবল ব্যবহার করলে ব্যাটারি ঠিকমতো চার্জ হতে পারে না। সোলার প্যানেল থেকে কত এম্পিয়ার আসছে এইটা আগে টেস্ট করুন, যদি কম এম্পিয়ার আসে তাহলে সোলার প্যানেল আর একটু বৃদ্ধি করতে হবে, তারপরেও সমাধান না হলে ব্যাটারি চেঞ্জ করতে হবে।

  • @user-uh5jq8qk4f
    @user-uh5jq8qk4f Місяць тому +1

    EQUALIZE কত বল্ড রাখলে ভাল হবে একটু জানাবেন

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      ১২ ভোল্ট লেড এসিড ব্যাটারির ক্ষেত্রে ১৫ ভোল্ট দিয়ে ইকুলাইজিং চার্জিং করতে পারেন। কিন্তু এটা অনেক বেশি বেশি করা আবার ভালো না।

  • @CheerfulJovan
    @CheerfulJovan Місяць тому +1

    ভাই,,সুপারস্টার ১০০ এম্পিয়ার ব্যাটারিতে,লুমিনাস এর ২০ এম্পিয়ার কন্ট্রোলার দিয়ে চার্জ করলে,ম্যাক্সিমাম ১৩.৯ ভোল্ট পর্যন্ত ব্যাটারিকে চার্জ করে,,তার উপরে যায় না।মানে কাট অফ হয় না।সারাদিন ই একইভাবে চার্জিং লাইট ব্লিংকিং করতে থাকে কন্ট্রোলারে।আমার প্যানেল হচ্ছে ২৩০ ওয়াট(১৩০ পলি+১০০ মনো)।এখন কি করা যায়,ভাই?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      অনেক সময় এ ধরনের চার্জ কন্ট্রোলার গুলো ব্যাটারি ফুল হয়ে যাওয়ার পরে হালকা ভাবে লো এম্পিয়ারের পালস ব্যাটারিকে দিতে থাকে, এটা কোন সমস্যা না। তবে আপনি পর্যবেক্ষণ করে দেখবেন যে এটা কি লো এম্পিয়ার নাকি হাই এম্পিয়ার। যদি হাই এম্পিয়ার হয় ও পালস না হয় তাহলে চার্জ কন্ট্রোলার পরিবর্তন করতে হবে।

  • @md.joynalabedin2696
    @md.joynalabedin2696 Місяць тому +1

    এখানে 24 ভোল্টের পেনেল দিয়ে দুটি ব্যাটারি সিরিজ করে 24 ভোল্ট করে চার্জ হবে?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      হ্যাঁ ২৪ ভোল্ট এর প্যানেল হলে অবশ্যই করা যাবে।

  • @aslamhossain7230
    @aslamhossain7230 Місяць тому +1

    A great pannel kon ghula?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      Tier-1 লিস্টেড প্যানেলগুলো কিনতে পারেন। তবে ওগুলো ছোট সাইজ পাওয়া যায় না।

  • @mahmudulhaque5351
    @mahmudulhaque5351 Місяць тому +1

    ২০০ জেনেটিক সোলার প্যানেল থেকে কত এম্পিয়ার ব্যাটারি প্রপার চার্জ করতে পারব?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      100Ah ব্যাটারি সারাদিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ করা যাবে।

  • @kasobdebnath
    @kasobdebnath Місяць тому +1

    srne mppt 40a কন্ট্রোলার লাগানো অবস্থায় কখনো যদি আউটপুট লাইনে শর্ট হয় তাহলে কি প্রটেকশন আছে নাকি কন্ট্রোলার নষ্ট হয়ে যাবে, এবং আউটপুট এ কত এম্পিয়ার পর্যন্ত লোড নেওয়া যাবে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      কোম্পানির ভাষ্যমতে শর্ট সার্কিট প্রটেকশন আছে। SRNE MPPT এর সবগুলো এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলারের আউটপুট লাইন সর্বোচ্চ 20 এম্পিয়ার।

  • @TopGearhridoy
    @TopGearhridoy Місяць тому +1

    ৪০ ওয়ার্ড প্যানেল কন্ট্রোলার থেকে দ্রুত ১৫গজ কোন তার ব্যবহার করব

  • @arif-xu4yl
    @arif-xu4yl Місяць тому +1

    ভাই বুস্ট চার্জিং এবং ইকোলাইজিং চার্জিং টাইম মান্থলি 2 ঘন্টা না কি ডেইলি 2 ঘন্টা

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      ইকুলাইজিং চার্জিং মাসে একদিন দুই ঘণ্টা করা হয়। অন্যান্য চার্জিং গুলা ডেইলি করা হয় ব্যাটারির চার্জিং স্ট্যাটাস এর উপর নির্ভর করে।

  • @Asif-577F
    @Asif-577F Місяць тому +1

    24v 215 watt pannel এর জন্য কত rm তার লাগবে??
    অনলাইন কোনো সোর্স থাকলে বলেন যেখানে থেকে 4rm,6rm সোলার তার কিনতে পারবো??
    (আমার এলাকার বাজারে ৭০/৭৬ এর উপরে তার পাওয়া যায় না)
    ধন্যবাদ, ভালোবাসা নিবেন❤️

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      70/76 ক্যাবল দিয়ে 12 ভোল্টের 200 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করা যায়। যেহেতু আপনার প্যানেলের ভোল্টেজ 24 তাই আপনি আরো একটু চিকন তার ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে প্যানেল আপগ্রেড না করতে চাইলে 40/76 যথেষ্ট।

  • @powerupbangladesh97
    @powerupbangladesh97 24 дні тому +1

    ভাই MTPT ২০ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার কতো

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  24 дні тому +1

      MPPT ৪ হাজার টাকার কাছাকাছি। আপনি লেটেস্ট প্রাইস দারাজে দেখুন।

  • @abdulkaium9949
    @abdulkaium9949 8 днів тому +1

    সোলার প্যানেল ৬৫ ওয়াট,ব্যাটারি ৩০ এম্পিয়ার, এই টাতে কি SRNE PWM ১০এম্পিয়ার কন্ট্রোলারটা ব্যবহার করা যাবে.? দয়া করে জানাবেন

  • @mdtanvirkhan929
    @mdtanvirkhan929 Місяць тому +1

    আমি একটা সোলার কিনতে চাচ্ছি,,এখন ১২ ভোল্ট কিনবো নাকি ২৪ ভোল্ট,, সাথে mppt চার্য কনটলার ও Superstar 12 ভোল্ট,, ১৬০ ওয়াট,, নাকি Longi 250 বা 350 ওয়াট,, কোনটা কিনলে আমার বেশি লাভ হবে।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      Longi 355 ওয়াটের সোলার প্যানেলের সাথে একটি MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে বেশি ভালো ও স্টাবল সিস্টেম বিল্ড করতে পারবেন।

  • @salimhossain7760
    @salimhossain7760 Місяць тому +1

    ভাই ব্যাটারি নিয়ে রিভিউ দিবেন আশা করি

  • @Hossain64
    @Hossain64 Місяць тому +1

    ভাই Epever pwm সোলার কন্ট্রোলার নিয়ে একটা রিভিউ করবেন

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      ওটা তো এখন আমার হাতে নাই, ঠিক আছে হাতে আসলে রিভিউ করবো।

    • @Hossain64
      @Hossain64 Місяць тому +1

      ধন্যবাদ ভাই, আর প্রাথমিক ভাবে যদি এর গুণগত মান এবং দাম সম্বন্ধে ধারণা দিতেন

    • @Hossain64
      @Hossain64 Місяць тому +1

      একটি 150 ওয়াট ফরচুন এর সোলার প্যানেল থেকে সর্বনিম্ন কত ওয়াট আউটপুট পাওয়া যাবে বা পেলে ভালো হিসাবে বিবেচনা করা হবে?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      Epever এর বিল্ড কোয়ালিটি খুবই ভালো যা দীর্ঘস্থায়ী হবে বোঝা যায় কিন্তু সমস্যা হচ্ছে দাম অনেক বেশি এবং আমাদের দেশে এভেলেবেল নয়, চায়না থেকে ইমপোর্ট করতে হয়। যেকোনো সোলার প্যানেল থেকে লোডে ও অতিরিক্ত গরমের মধ্যে ২৫% কম আউটপুট পেলেও আপনি সেটাকে ভালো সোলার প্যানেল বলতে পারেন। লোড ছাড়া টেস্ট করলে অনেক বেশি আউটপুট আসবে যা সঠিক মান বোঝার জন্য যথেষ্ট নয়।

    • @Hossain64
      @Hossain64 Місяць тому

      ধন্যবাদ ভাই

  • @MDMamun-cz2yw
    @MDMamun-cz2yw Місяць тому +1

    ভাই ২০০ ওয়াট এর কোন প্যানেল কিনলে ভালো আউট পুট পাওয়া যাবে।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      ২০০ ওয়াট এর সুপারস্টার নিতে পারেন, এটা ১২ ভোল্টের মধ্যে ভালো। বাজেট একটু কম থাকলে জেনেটিক নিতে পারেন।
      আর ২৪ ভোল্টের ২০০ ওয়াট নিলে ফকচুন নিতে পারেন।

    • @MDMamun-cz2yw
      @MDMamun-cz2yw Місяць тому +1

      @@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাই।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      You are welcome.

  • @mdsumonkcp1238
    @mdsumonkcp1238 13 днів тому +1

    আসসালামুয়ালাইকুম কেমন আছেন আমার একটা হেল্প করতে হবে আমি ১০০ ওয়াট সোলার প্যানেল ব্যবহার করি এবং ১০ এম্পিয়ার কন্ট্রোলার ব্যবহার করি এখন আমি যদি একটু ভালো মানের ২০ এম্পিয়ার কন্ট্রোলার ব্যবহার করি সেক্ষেত্রে ব্যটারি কি কোনো সমস্যা হবে আবার ৫৫ এম্পিয়ার সোলার ব্যাটারি

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 днів тому

      অলাইকুম আসসালাম। চার্জ কন্ট্রোলার বেশি এম্পিয়ারের ব্যবহার করলে ব্যাটারির কোন সমস্যা হয় না।

    • @mdsumonkcp1238
      @mdsumonkcp1238 8 днів тому

      @@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাই

    • @mdsumonkcp1238
      @mdsumonkcp1238 8 днів тому

      ভাই এই কন্ট্রোলার টি আর একটা ভিডিও করেন সেটা হলো পুরো মেন্যুয়াল বই নিয়ে আপনার ভিডিও দেখে আমি এটা নিয়েছি কিন্তু অনেক কিছু বুঝতে পারছি না এজন্য আর একটা ভিডিও করেন

  • @shawonahmed6587
    @shawonahmed6587 13 днів тому +1

    Powmr 20ah mppt price

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 днів тому

      এটা Daraz এ সার্চ দিলে পেয়ে যাবেন। ওখানে আপডেট প্রাইস জানতে পারবেন।

  • @md.forhad1570
    @md.forhad1570 Місяць тому +1

    ইনভাইটার এর রিভিউ চাই

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      কোনটা কোনটা রিভিউ চান? হাইব্রিড গুলো নাকি ইন্ডিয়ান IPS এর মত গুলো? এবং পছন্দের তালিকায় কোন ব্র্যান্ডের গুলো আছে?

  • @alaminredoy6630
    @alaminredoy6630 Місяць тому +1

    Hi

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      Hi, সোলার রিলেটেড কোন প্রশ্ন থাকলে করতে পারেন।

  • @md.forhad1570
    @md.forhad1570 Місяць тому +1

    ডিসি টু এসি ইনভার্টারের রিভিউ চাই??

  • @shawonahmed6587
    @shawonahmed6587 Місяць тому +1

    Asc pwm 30ah price

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      সোলার আইটেমের দাম একেক জায়গায় একেক রকম। ওটা ২,০০০ টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে দেখলাম।

  • @user-wg2qz3dv8i
    @user-wg2qz3dv8i Місяць тому +2

    ৬০ এম্পায়ার এমপিপিটি চার্জ রিভিউ দেন

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      এই মুহূর্তে তো আমার হাতে ওটা নাই। ঠিক আছে হাতে আসলে রিভিউ দিয়ে দিব।

    • @user-gt3cf4lb8o
      @user-gt3cf4lb8o Місяць тому

      Powmr 60a er review dan vi

  • @soumenmaity9258
    @soumenmaity9258 18 днів тому +1

    আমি ইন্ডিয়া থেকে বলছিলাম এই চার্জ কন্ট্রোলার আমি কিভাবে কিনবো ?বলবেন প্লিজ

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  18 днів тому

      এই চার্জ কন্ট্রোলার ইন্ডিয়ান সম্ভবত available নয়।

    • @soumenmaity9258
      @soumenmaity9258 18 днів тому +1

      @@TechnologyBanglaShahin ইন্ডিয়াতে তো পাওয়া যায় না কিন্তু বাংলাদেশ থেকে কি ডেলিভারি দেওয়া যাবে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  18 днів тому

      সাধারণত বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কুরিয়ারে পাঠানো টা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং কস্টলি, এই কারণে অনেকেই পাঠাতে চায় না। এই ব্যাপারে আপনি বিক্রেতার সাথে কথা বলতে দেখতে পারেন। BDtronics লিখে গুগলে সার্চ দিলে বিডি ট্রনিস এর ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখানে এগুলো সেল করে। ওখানকার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেখতে পারেন।

    • @soumenmaity9258
      @soumenmaity9258 18 днів тому +1

      @@TechnologyBanglaShahin ধন্যবাদ আপনাকে।

  • @shawonahmed6587
    @shawonahmed6587 Місяць тому +1

    Asc/ 24v panel diya 12v charge korla somosa hoba?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      দুইটাতেই আপনি ২৪ ভোল্টের প্যানেল দিয়ে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। কোন সমস্যা হবে না। কিন্তু MPPT এর মতন অতিরিক্ত ভোল্টেজকে কাজে লাগিয়ে এম্পিয়ার ইনক্রিজ করবে না।

  • @md.nazmulhossainsonet8100
    @md.nazmulhossainsonet8100 Місяць тому +1

    ৫০০ ওয়াট প্যানেল এর রিভিউ দেন

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      ৫০০ ওয়াটের প্যানেল এই মুহূর্তে আমার হাতে নাই। ঠিক আছে হাতে আসলে রিভিউ দিয়ে দিব।

  • @mahfuzahmad142
    @mahfuzahmad142 Місяць тому +1

    আইপিএস বাজার সাথে আমি যোগাযোগ করেছি কিন্তু ওরা বলছে এটা এসআরএম ব্যান্ডের না এটা হয়েছে অলিভ ব্যান্ডেল

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      SRM নয় SRNE ব্যান্ড। ওরা এটাকে অল ইন ওয়ান বলে তাই আপনি হয়তো মনে করেছেন অলিভ। ভালো করে ফোনে কথা বলে নিন বিষয়টা নিয়ে।

    • @mahfuzahmad142
      @mahfuzahmad142 Місяць тому

      আইপিএল বাজার থেকে আমাকে ভয়েস মেসেজে জানানো হয়েছে যে

    • @NurAlom-jt7gn
      @NurAlom-jt7gn Місяць тому +1

      অল ইন অন কেন বলা হয় ভাই জানাবেন প্লিজ

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      @NurAlom-jt7gn SRNE এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন এটার হাইলাইটেড ফিচারের মধ্যে লেখা আছে All-in-One. এবং তার নিচে দুই লাইনে লেখা আছে Supports multiple battery type, Highly integrated, Save space, ইত্যাদি। মানে তারা বুঝাতে চাচ্ছে এই একটাতেই সব ধরনের ব্যাটারি চার্জ করা যাবে এবং এটা খুব সাইজে ছোট তাই এটা All in one.

  • @JonyRoxy
    @JonyRoxy Місяць тому +1

    Kothay kinte pabo ?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      ভিডিওর শেষে ডিটেইলস বলেছি এবং ভিডিওর ডেসক্রিপশনে ক্রয় করার লিংক দিয়ে দিয়েছি।

  • @royalelectronicsbd5857
    @royalelectronicsbd5857 Місяць тому

    সবাই বিডি ট্রনিক্স থেকে কিনেন।।

  • @sreebasdas2066
    @sreebasdas2066 Місяць тому +1

    ভালো মানের চার্জ কন্ট্রোলার কোথায় পাওয়া যাবে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      BDtronics ও IPS Bazar এর ওয়েবসাইটে পেয়ে যাবেন। গুগলে সার্চ দিলেও এদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন।

  • @nasimakram3382
    @nasimakram3382 Місяць тому +1

    সোলার প্যানেল দিয়ে টেস্টিং রিভিউ চাই

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      ঠিক আছে নোট রাখলাম।

    • @nasimakram3382
      @nasimakram3382 Місяць тому +1

      @@TechnologyBanglaShahin জাযাকাল্লাহ

  • @MahdiHasan-nb7wb
    @MahdiHasan-nb7wb Місяць тому +1

    আসসালামু আলাইকুম স্যার। আল্লাহর ইচ্ছায় আশা করি ভালো আছেন। ইউটিউবে আপনার কনটেন্ট গুলো আমি দেখি এবং অনেক উপকৃত হই। আপনার ভিডিও দেখে ১০/১২ দিন আগে আমি একটি সোলার সিস্টেম ক্রয় করি।
    ১. প্যানেল =১০০ওয়াট সুপারস্টার
    ২. ব্যাটারি =৫৫ এম্পায়ার হেমকো
    ৩. কন্ট্রোলার= ১০ এম্পায়ার সুপারস্টার
    সমস্যা হলো, স্বাভাবিক আলোয় চার্জিং হচ্ছে কিন্তু সূর্যের আলো যখন সরাসরি প্যানেলে পড়ছে তখন চার্জিং হচ্ছে না। আর হলেও মাঝে মাঝে ১/২ সেকেন্ডের জন্য চার্জিং হচ্ছে আর বাকি সময় চার্জিং এর সবুজ বাতি অফ থাকছে।
    স্যার, এটা কি কোন সমস্যা নাকি স্বাভাবিক বিষয়। যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিভাবে সমাধান করতে পারি কষ্ট করে জানালে উপকৃত হতাম।
    আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      অলাইকুম আসসালাম। ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে থাকে তাহলে অনেক সময় প্যানেলের উপরে ভালো সূর্যের আলো পড়লেও চার্জিং ছেড়ে দেয়। ব্যাটারি ফুল হয়ে গেলে কোনভাবেই আর এম্পিয়ার টানবে না। বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করুন। আপনার সম্পূর্ণ সেটআপ মোটামুটি বেশ ভালো দেখছি। আপনি বিষয়টা পর্যবেক্ষণ করে পরে আবার আমাকে ডিটেলস জানাবেন।

  • @Allinone-nu4xs
    @Allinone-nu4xs Місяць тому +1

    এটাতে কি এম্পিয়ার লিমিট করা যায়?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      এম্পিয়ার লিমিট করা যায় না শুধু এম্পিয়ার দেখা যায়। তবে এই কোম্পানির MPPT মডেলটাতে এম্পিয়ার লিমিট করা যায়।

    • @mdmasudparvez6498
      @mdmasudparvez6498 Місяць тому

      Volvo acid battery এই সার্চ কন্ট্রোলার কিনেছি আমি তিন-চার দিনের মতো হচ্ছে ব্যাটারি টাইপটা কোন মডেলের সেট করব যদি একটু কষ্ট করে জানাইতেন

  • @shahidulshahid7380
    @shahidulshahid7380 Місяць тому +1

    এই কন্ট্রোলার গুলা অরজিনাল এবং কপি চেনার কোন উপায় আছে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      এগুলোতো মার্কেটে এখন নতুন এসেছে তাই এখনো কপি বের হয়নি। মোটামুটি আগামী ছয় মাস বা এক বছর কপি আসবে না। এরপরে একটু দেখেশুনে বুঝে কিনতে হবে।

  • @MDSumon-jl3iy
    @MDSumon-jl3iy Місяць тому +2

    কীভাবে অর্ডার করবো

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      ভিডিওর শেষের দিকে বলেছি ভাইয়া, শেষের দিকে আবার দেখুন। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে ক্রয় করার লিংক দেওয়া আছে। এই ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন।

    • @MDSumon-jl3iy
      @MDSumon-jl3iy Місяць тому +1

      আইপিএস বাজার ওয়েবসাইট থেকে কী হোম ডেলিভারিতে কেনা যায়

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      হ্যাঁ ওয়েবসাইট থেকে অর্ডার দিলে হোম ডেলিভারি ও আপনার এলাকার কুরিয়ারের অফিসে ডেলিভারি দুইটাই দিয়ে থাকে। ওই ওয়েবসাইটে Contact us এ দুইটা মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোনে কথা বলেও অর্ডার দিতে পারেন।

    • @MDSumon-jl3iy
      @MDSumon-jl3iy Місяць тому +1

      ধন্যবাদ ভাইয়া

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому

      You are welcome.

  • @gadgetinfobangla
    @gadgetinfobangla Місяць тому +2

    EPEVER PWM/MPPT SOLAR CHARGER CONTROLAR সবথেকে ভালো চার্জ কন্ট্রোলার

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      আপনার মতামতের জন্য ধন্যবাদ। ওইটার দাম বেশি আর বাংলাদেশে খুব কম পাওয়া যায়। তবে আমি চেষ্টা করছি চায়না থেকে ওটা আনানোর।

    • @gadgetinfobangla
      @gadgetinfobangla Місяць тому +2

      আপনাকেও ধন্যবাদ কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, amazon এবং aliexpress এই দুটি অনলাইন শপে পাবেন, অর্ডার করার আগে অন্য কাস্টমারের রিভিউ দেখে অর্ডার করিবেন, আমি amazon থেকে একটি 30 এম্পিয়ার কিনেছি যা বাংলাদেশী টাকায় 7000 টাকার উপরে পড়েছে, প্রোডাক্টের গায়ে লেখা ছিল made in China, কন্ট্রোলার টি হাতে পাওয়ার পর তার লজিস্টিক সার্ভিস থেকে জানতে পারলাম এই প্রোডাক্টটি শিফট হয়েছিল usa থেকে, এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে দেখলাম epever চার্জ কন্ট্রোলার গুলো ইউরোপ কান্ট্রিতে বেশি ব্যবহার করা হয়।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  Місяць тому +1

      আপনার ওটা MPPT নাকি PWM?

    • @gadgetinfobangla
      @gadgetinfobangla Місяць тому +2

      PWM 30A. Model VS3024AU

    • @gadgetinfobangla
      @gadgetinfobangla Місяць тому +1

      EPEVER® 30A Solar Charge Controller 12V/24V Auto Working PWM Solar Panel Charge Regulator with LCD Display and Powerful Dual USB Output