এই নেতাজি অচেনা? অজানা? নাকি সবটাই জানতেন? আপনার মত কি?

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জীবন ও কর্মকাণ্ড নিয়ে ২২টি তথ্য তুলে ধরলাম আপনাদের সামনে। নেতাজি আমাদের মনে প্রাণে দীর্ঘজীবী হোন।
    #Netaji #NetajiSubhaschandraBose #Bose #SubhaschandraBose
    Join this channel to get access to perks:
    / @hothatjodiuthlokotha
    Check out my Spotify Podcast 'Guru, Bangali bote!' here: open.spotify.c...
    Follow us on Twitter: Ho...

КОМЕНТАРІ • 616

  • @megha-eb3it
    @megha-eb3it Рік тому +103

    গুণছিলাম প্রথমে। তারপর এই মহামানবের কথা শুনতে শুনতে ভুলে গেলাম। উনি দীর্ঘজীবি হয়ে থাকুন আমাদের মননে, কর্মে, আদর্শে।

    • @pralaybiswas605
      @pralaybiswas605 Рік тому +3

      অনেক ধন্যবাদ আপনাকে

    • @sibaprasadsengupta3420
      @sibaprasadsengupta3420 Рік тому +2

      অধিকাংশই শুনিনি এই ভেবে লজ্জিত বোধ করছি।
      আপনাকে এই পরিবেশনার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

  • @palashsen7848
    @palashsen7848 Рік тому +6

    এখানে জানা বা অজানার কোন স্থান নেই। নেতাজির প্রত্যেকটা তথ্য সব সময় নতুন ভাবে আমাদের কাছে উপস্থাপিত হয়। প্রত্যেকটা শব্দ আর প্রত্যেকটা তথ্য নেতাজি কে আবার নতুন করে আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে এই তথ্য উপস্থাপনা করার জন্য। শুভ জন্মদিন নেতাজি। নেতাজি আপনি সব সময় আমাদের মধ্যে আছেন এবং থাকবেন। সহশ্র সহশ্র প্রণাম আপনার। 🙏🙏🙏

  • @ArupDas-mo8hr
    @ArupDas-mo8hr Рік тому +25

    অসাধারণ। অনেক কিছুর সঙ্গে আরও একটা জিনিষ শুনে অবাক হলাম, সেদিনের সেই আনন্দ বাজার এর সঙ্গে আজকের আনন্দ বাজারের কি ভীষণ ফারাক হয়ে গেছে। ভাবলেই কষ্ট হয়।

    • @souradipchakraborty7816
      @souradipchakraborty7816 Рік тому +3

      ঠিক বলেছেন।

    • @srimatimukherjee9593
      @srimatimukherjee9593 6 місяців тому

      Your valuable points about Netaji are noted.We knew almost all.But why have you not mentioned about Gumnaami or Bhagawanji of Faizabad.It is already proved by the researchers Chandrachur Ghosh and Anuj Dhar.Pl.go through the book Conundrum written by them.We expect your next episode about Netaji who lived in UP for almost 30 years after the so-called plane crash.

    • @indraadi
      @indraadi 2 місяці тому

      তার কারণ এখন আনন্দবাজার চালান অভিক সরকার নামক এক চাটুকার।

  • @koustabhkumar8480
    @koustabhkumar8480 Рік тому +4

    বাসন্তী দেবীর ঘটনা শুনতে শুনতে চোখের কোণে জল চলে এল।
    সুভাষ দীর্ঘজীবী হন 🙏🏻 উনি ছিলেন আছে থাকবেন, আমাদের মননে, কর্মে, আদর্শে ।

  • @sukumarchakraborty3039
    @sukumarchakraborty3039 Рік тому +32

    নেতাজী সম্বন্ধে জানা অজানা যা কিছুই যখনই আলোচনা হয় তখনই নস্টালজিয়া হয়। প্রান ভরে যায়, তাই আপনার এই পর্বটা প্রান ছুঁয়ে গেল নেতাজীর প্রসঙ্গ আর আপনার উপস্হাপনার যুগপত্ মেলবন্ধনে।
    অনেক ধন্যবাদ এই পর্বের জন্য।

    • @kaberidas9527
      @kaberidas9527 Рік тому

      এই তথ্যগুলো জানা তবুও বার বার শুনতে ভালো লাগে আর মনে হয় আমাদের দেশে এই একজন ই নেতা ছিলো আছে আর থাকবে ।আর সবতো ........

    • @krishnaganguli8498
      @krishnaganguli8498 6 місяців тому

      কিছু জানতাম, কিছু জানতাম না কিন্ত সব শুনলাম নতুনের মতো। মন্ত্রমুগ্ধ। জয় হিন্দ।

  • @diptikumarbhattacharjea6375
    @diptikumarbhattacharjea6375 Рік тому +20

    অসাধারণ তথ্য, সুচারু গ্রন্হনা, অপূর্ব বাচনভঙ্গি। বাঙালির স্বাভিমান উস্কে দিতে একা নেতাজিই যথেষ্ট।
    পৌলমীর প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

  • @skansarali6439
    @skansarali6439 Рік тому

    দিদি অসাধারণ কথা অনেক অজানা ইতিহাস জানতে পারলাম। নেতাজী সুভাষচন্দ্র বসু যুগ যুগ ধরে আমাদের দেশের রত্ন।

  • @tamalchatterjee3441
    @tamalchatterjee3441 Рік тому +10

    অনেক গুলো জানা থাকলেও বেশিরভাগই ঠিক মতো জানা ছিলো না। ধন্যবাদ মা আমার। তুমি দীর্ঘজীবী হও। জয় হিন্দ।

  • @krishnachakraborty8632
    @krishnachakraborty8632 Рік тому +10

    নেতাজী সুভাষ চন্দ্র বসুর শুভ জন্মদিনে ওনাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 । খুবই ভালো লাগলো আজকের পর্ব। সব জানা ছিলো না। কিছু কিছু জানতাম।

  • @susmitamitra8274
    @susmitamitra8274 Рік тому +1

    অদ্ভুত সংযোগ! গত পরশু নেতাজীর জন্মদিনে আমরা "গীতসুধা" গানের দল পঞ্চকবির দেশাত্মবোধক গান গেয়েছি, তাতে নজরুলের "দুর্গম গিরি" গানটাই ছিল! প্রণাম নেতাজীকে!🙏

  • @kalyankumarpal2525
    @kalyankumarpal2525 Рік тому +1

    আপনার দীপ্ত বাচনভঙ্গিতে সুভাষ চন্দ্রকে নিয়ে প্রতিবেদনটা বেশ ভালো লাগলো। বেশিরভাগই অজানা। আমরা বাঙ্গালীরা বিশেষ করে এই প্রজন্ম বর্তমান রাজনৈতিক দোলায় নেতাজীর আদর্শের অনেক কিছুই জানে না বা ভুলতে বসেছে।
    সে ক্ষেত্রে ‌ তাঁকে ঘিরে এইসব তথ্য পরিবেশন উপযোগী।

  • @harakrishnahararama2621
    @harakrishnahararama2621 Рік тому +31

    ধন্য আমরা ধন্য দেশ বাসী আমাদের সকলের প্রিয় নেতাজী সুভাষ চন্দ্র বসুকে পেয়ে। নেতাজী সুভাষ চন্দ্র ছাড়া ভারতের স্বাধীনতা চিন্তাই করা যায় না।
    জয় হিন্দ , বন্দে মাতারম
    ভারত মাতা কি জয়।

  • @sumitsarkar5820
    @sumitsarkar5820 Рік тому

    আপনি এবং আপনাদের এই কাজ দীর্ঘজীবি হোক। সবটাই নতুন লাগল।

  • @niharbasu6004
    @niharbasu6004 Рік тому +1

    আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা তথ্যমূলক প্রতিবেদন পরিবেশনার জন্য। আমার জন্ম ১৯৪৪ সালে। তখনও নেতাজী ব্রিটিশের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ভাবলেই এখনো চোখে জ্ল এসে যায়। আর ভাবি এখনকার শাসকদলের নেতা মন্ত্রীরা নেতাজীকে বিভিন্ন বিষয়ে অনবরত অবজ্ঞা করে চলেছে। ধিক ধিক বাঙ্গালী।

    • @muraribhattacharjee6474
      @muraribhattacharjee6474 6 місяців тому

      অসাধারণ ধন্যবাদ আপনাকে
      গুম নামী বাবা সম্পর্কে জানতে চাই ❤❤❤

  • @minaghoshal887
    @minaghoshal887 Рік тому +6

    হটাৎ করেই যদি এই কথাগুলো ওঠে,বারে বারে শুধু প্রাণ ভরে যায়।
    খুব সুন্দর এই পর্ব।👍👍👍👍👍💕💕

  • @bhramarmazumdar3793
    @bhramarmazumdar3793 Рік тому +5

    শুধু বলি অসাধারণ!অসাধারণ এই প্রতিবেদনটি!!

  • @kalusk3640
    @kalusk3640 Рік тому +4

    নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে, অনেক লেখকের লিখা বই থেকে তুলে ধরলেন, এত বিষয় জানার ছিল না, অশেষ ধন্যবাদ,

  • @suvrasen1053
    @suvrasen1053 Рік тому

    অনেক না জানা ঘটনা জানতে পারলাম। অসম্ভব সুন্দর বাচনভঙ্গি তোমার। আবার নির্ভীক-ও বটে। এভাবেই চলতে থাকো তুমি। অনেক শুভকামনা রইলো ❤❤

  • @tofiqulislam8182
    @tofiqulislam8182 Рік тому +1

    বাপরে বাপ একদম মন্ত্র-মুগ্ধ মতন আপনার কথাগুলি শুনলাম খুব ভালো লাগলো। একদম মেশিন গানের মতন চালিয়ে গেলেন দিদি

  • @soumenmukherjee755
    @soumenmukherjee755 Рік тому +10

    আজকের পর্বটা খুবই ভাল লাগল।আজকের দিনটাই যেন অন্যরকম।জয়হিন্দ।

  • @jagannathbasu1642
    @jagannathbasu1642 Рік тому +19

    অনেক অনেক ধন্যবাদ, আপনার আন্তরিক উপস্থাপনা একজন মহামানব কে নুতন ভাবে জানতে সাহায্য করলো 🙏🏻

  • @niharranjanpaul6588
    @niharranjanpaul6588 Рік тому

    আপনি এতো সুন্দর বলেন।আজকের পর্বটির জন্য অনেক ধন্যবাদ জানিয়েও বলছি,একটু ধীরে বললে ভালো হত।অনেক জানা কথার মধ্যেও অন্তত তিনটি অজানা কথা জানলাম।বাঁকুড়ার চেয়ারটির কথা মনকে ভীষণ নেড়ে দিল।আপনাকে অশেষ ধন্যবাদ।

  • @CHANDAGHOSH-oi8nf
    @CHANDAGHOSH-oi8nf Рік тому +7

    গায়ে কাঁটা দিচ্ছিল যখন তোমার কথা গুলো শুনছিলাম।। খুব ভালো লাগলো দিদি ❤️❤️❤️❤️

  • @madhumitadutta4705
    @madhumitadutta4705 Рік тому

    সমৃদ্ধ হলাম। নেতাজীর কথা যেন অপার বিস্ময়। আমার ১৩ ও ১৫ নং জানা ছিল।

  • @swapanchattopadhay6539
    @swapanchattopadhay6539 Рік тому +9

    অনবদ্য।অতিব প্রাঞ্জল উপস্থাপনা এবং অতিব সুন্দর কন্ঠস্বর। এগিয়ে চলার পথে অনেক অনেক শুভকামনা রইল।

  • @debasishghosh673
    @debasishghosh673 Рік тому +6

    দুর্দান্ত পৌলমী !
    সবথেকে সুন্দর শ্রদ্ধার্ঘ !
    জয় হিন্দ !

  • @bivashmondal6456
    @bivashmondal6456 Рік тому +10

    অসাধারণ প্রতিবেদন।। আপনার দীর্ঘায়ু কামনা করি।।

  • @tapasroy39
    @tapasroy39 Рік тому +4

    গায়ে কাঁটা দিলো নেতাজীর সম্পর্কে কথা গুলো শুনতে শুনতে। 🙏🏻 জানাই আমাদের অতিপ্রিয় মহামানব এর চরণে।

  • @goutammandal3919
    @goutammandal3919 Рік тому +7

    খুব সুন্দর হয়েছে, এই এরকম ভাবে যে কোন স্বাধীনতা সংগ্রামী জন্মদিনে ওনার সম্বন্ধে বললে ভীষণ ভাবে উপকৃত হবো ।

  • @chanchalchattopadhyay9408
    @chanchalchattopadhyay9408 Рік тому +6

    খুব ভালো লাগলো, ভীষণ তথ্য মূলক পর্ব, যার বেশীর ভাগই আমার অজানা, আমি সম্মৃদ্ধ হলাম l পর্ব টার জন্য অনেক ধন্যবাদ l

  • @rajubhoumik6822
    @rajubhoumik6822 Рік тому +6

    দারুণ, জানা হলেও অজানা ছিল সময়ের পরিবর্তনে।

  • @manashkantidas1048
    @manashkantidas1048 Рік тому +14

    আমি বাংলাদেশর চট্টগ্রাম থেকে লিখলাম। আপনি যা বল্লেন তা চমতকার। আমার বেশির ভাগই জানা ছিলো না।

    • @nilanjandutta935
      @nilanjandutta935 Рік тому

      Okhane netajir jonmodin palon hochhe na ??

    • @rahulghosh9528
      @rahulghosh9528 Рік тому

      @@nilanjandutta935 na

    • @mahadib
      @mahadib Рік тому

      @@nilanjandutta935 নেতাজীর জন্মদিন নানা সংগঠন বাংলাদেশ এ পালন করেন। তবে সরকারিভাবে হয়না।

  • @amiyapal7978
    @amiyapal7978 Рік тому +30

    নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম দিনে সকলকে জানাই অভিনন্দন...... আজকের পর্বের জন্য জানাই অজস্র ধন্যবাদ | হয়ত প্রচআরিত ঘটনাক্রমের 10% ও জানতাম না।

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 Рік тому

    দারুণ লাগলো।৫/৬ টি ছাড়া সব তথ্যই নুতন ও অসাধারণ। দেশনায়ককে প্রনাম।

  • @akashdas6735
    @akashdas6735 Рік тому

    Jibon ta akhanei atke gelo..joy netaji amader bhogoban ❤️

  • @chandanpanda8951
    @chandanpanda8951 Рік тому +7

    বেশীরভাগই জানতাম না,অনবদ্য পরিবেশনার জন্য স্যালুট জানাই আপনাকে 🙏

  • @avikbasu4546
    @avikbasu4546 Рік тому +2

    অসাধারণ দিদিভাই।মহামানবের সম্বন্ধে যত শুনব ততই অন্তরে শক্তি জাগ্রত হয়। জয়তু নেতাজী,জয় হিন্দ।🙏🙏🙏🙏
    ভালো থাকুন দিদিভাই❤️❤️❤️❤️

  • @arunkusari3526
    @arunkusari3526 Рік тому

    চমৎকার। ছয় সাত টা জানতাম। আজ সকাল বেলায় নেতাজী জয়ন্তী তে পতাকা উত্তোলন করতে গিয়ে বক্তৃতা করে ছিলাম জয়হিন্দ, দিল্লী চলো, নেতাজী নাম করন এইসব। আর আজসকাল সাতটায় আপনার কমেন্টস এ এই তথ্য গুলো পেলাম। ধন্যবাদ।

  • @pradipkumar1173
    @pradipkumar1173 Рік тому +1

    ওটেন সাহেব এর পরিবর্তন বিস্মিত করে, মনে হয় নিজেকে কিছুটা শুধরে নেয়ার চেষ্টা চালিয়ে গেছেন। ধন্যবাদ

  • @rampal4707
    @rampal4707 Рік тому +1

    আজকের পর্ব খুব ভালো হয়েছে ।
    একটি প্রস্তাব ,
    আজাদ হিন্দ বাহিনী হেরে যাবার পর তাদের যে বিপুল ধনসম্পদ ছিল , তার কি হল সেটা নিয়ে একটা পর্ব করলে ভাল হয় ।
    আর একটা কথা , দেশবন্ধু , নেতাজী কলকাতার মেয়র ছিলেন । আর এখন .....

  • @shankardasgupta817
    @shankardasgupta817 Рік тому

    সত্যি কথা বলতে কি একটা তথ্যও জানা ছিল না খুব সুন্দর হয়েছে আপনার উপস্থাপন, তথ্যগুলি সংরক্ষণ করে রাখার মতো।

  • @anupknandy3063
    @anupknandy3063 Рік тому +3

    খুব সুন্দর হয়েছে পর্বটা। ছোটবেলা থেকে নেতাজীকে নিয়ে অনেকের অনেক আলোচনা শুনেছি। " আমি সুভাষ বলছি " তেও এত খবর পাইনি। বেশিরভাগ ঘটনাই জানা ছিল না। অনেক ধন্যবাদ।

  • @abhijitroychoudhury386
    @abhijitroychoudhury386 Рік тому +2

    সব নুতন তথ্য
    অসাধারণ, চমৎকার
    জয় হিন্দ নেতাজি

  • @madhusudanpaul3761
    @madhusudanpaul3761 Рік тому +2

    অনেক কিছুই অজানা তথ্য জানতে পারলাম, ধন্যবাদ🙏💕 আপনাকে।
    ভালো থাকবেন।

  • @roypratap4554
    @roypratap4554 Рік тому +3

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসাধারণ

  • @tapashmajumder9505
    @tapashmajumder9505 Рік тому +9

    জয়হিন্দ মহাশয়া ! আজকের পর্ব অসাধারণ ।

  • @dipankarrahut9678
    @dipankarrahut9678 Рік тому +2

    সুন্দর উপস্থাপন দিদিভাই। প্রত্যেক নাগরিকের এই তথ্যগুলো জানা খুবই দরকার। সমৃদ্ধ ইতিহাস না জানার জন্যই আজ রাজ্য, দেশের এই হাল। নেতাজীর অনু পরমাণু ও যদি আজকের নেতাদের মধ্যে বিদ্যমান থাকে, তাহলেই তো ভাই সোনার ভারত। সে আশার আলো তো আলেয়া হয়ে দাঁড়িয়েছে।

  • @tarundas.2229
    @tarundas.2229 Рік тому +6

    অবিস্বরনীয় ‌..দারুন♥️♥️♥️♥️ জয় হিন্দ🇮🇳🇮🇳

  • @rakhighoshshaw952
    @rakhighoshshaw952 Рік тому +8

    আজ সারাদিন যে টানাপোড়েন চললো রাজনৈতিক দল গুলার নেতাজী কে নিয়ে সেখান থেকে এ এক স্বস্তির পর্ব সম্মানের পর্ব ,,,আমাদের সবচেয়ে প্রিয় দেশ নেতার প্রতি শ্রদ্ধা ,, গোটা পাঁচ ছয় বাদে বেশির ভাগটাই অজানা ছিল ,,, জয় হিন্দ

  • @souravbanerjee5270
    @souravbanerjee5270 Рік тому

    সুভাষচন্দ্র বসু দীর্ঘজীবী হন ।🧡🔥💚

  • @manaspaul3765
    @manaspaul3765 Рік тому +1

    দারুন লাগলো দিদি, মহাপ্রাণ দেশনায়ক এর জন্মজয়ন্তী তে তাঁকে এইভাবে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তোমাকে আন্তরিক কৃতজ্ঞতা। অনেকগুলো তথ্য ই জানলাম। ধন্যবাদ 🙏।
    নেতাজী দীর্ঘজীবী হন, জয় হিন্দ।

  • @subratanath7607
    @subratanath7607 Рік тому +2

    দিদি আপনার আজকের পর্ব টা আমার দুর্দান্ত লাগল, তবে আমার মোটামুটি 12 টার মত জানতাম ,
    JAY HIND 🇮🇳🇮🇳🇮🇳👍👍👍

  • @soumendranathghosh6447
    @soumendranathghosh6447 Рік тому +3

    অসম্ভব মূল্যবান তথ্য
    অনেক ধন্যবাদ

  • @Strawberries_Cherries_Angels

    একটাই আক্ষেপ জীবনে । কেন ঐ সময় জন্মে নেতাজীর বাহিনীতে থেকে জীবন দিতে পারলাম না । তাহলে তো অন্তিম মুক্তি পাওয়া যেত । উনি আমাদের ঈশ্বর। উনি অনন্ত। প্রণাম।

  • @kallolsasmal5002
    @kallolsasmal5002 Рік тому +14

    যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে,
    তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সবে।
    এমন জীবন তুমি করিলে গঠন,
    মরণে হাসিলে তুমি কাঁদিলে ভুবন।।
    🙏🏻🙏🏻

    • @niharbasu6004
      @niharbasu6004 Рік тому +1

      অপূর্ব অসাধারণ এই শ্রদ্ধাবোধ নেতাজীর প্রতি।

  • @lopamudrabhattacharya3599
    @lopamudrabhattacharya3599 Рік тому

    Osadharon, NETAJI dirgho jibe hon

  • @durgaghosh2530
    @durgaghosh2530 Рік тому +5

    খুবই সুন্দর প্রতিবেদন ও উপস্থাপনা ! বেশির ভাগ তথ্যই অজানা ছিল ! ভাল থাকবেন I জয়হিন্দ !

  • @sanjitchatterjee5995
    @sanjitchatterjee5995 Рік тому

    Khub sundor laaglo. Anek ajana katha Netaji Subhas sambhonde jaante parlam. Apnake ashes Dhanbad.

  • @user-lh2gh9go3k
    @user-lh2gh9go3k 6 місяців тому

    ভীষণ , ভীষণ সুন্দর উপস্থাপনা ।

  • @somalisarkar366
    @somalisarkar366 Рік тому

    খুব ভালো লাগলো,এই ধরনের প্রতিবেদন আরও হোক

  • @snasipuri
    @snasipuri Рік тому +2

    Onek onek Dhonnyobad Poulomi and Team. Jai Hind!!

  • @sukumarnath7340
    @sukumarnath7340 Рік тому

    উপস্থাপনা সত্যিই খুব সুন্দর। অনেক অজানা তথ্য জানা গেল।

  • @abdullahsardar4311
    @abdullahsardar4311 Рік тому

    অসাধারণ।জয় হিন্দ।

  • @sunilsinhababu3634
    @sunilsinhababu3634 Рік тому +3

    অসাধারণ!

  • @abhijitghosal537
    @abhijitghosal537 6 місяців тому

    খুব ভালো প্রতিবেদন। সব কথাই অজানা ছিল।

  • @amitavadhar4223
    @amitavadhar4223 Рік тому +1

    অসাধারণ, শুনতে শুনতে গুনতে ভুলে গেছি যে কটা জানি।

  • @goutamsen2502
    @goutamsen2502 Рік тому

    অসাধারণ প্রতিবেদন, ধন্যবাদ আপনাকে। 50% জানা, বাকিটা জেনে গেলাম আপনার সৌজন্যে। অসংখ্য ধন্যবাদ।

  • @agnikkundu8061
    @agnikkundu8061 Рік тому +8

    Humble tributes to the Patriot of Patriots... Thank you didi obeisance 🙏

  • @sanjoyutthasini9236
    @sanjoyutthasini9236 Рік тому +2

    যাই হোক আজকের শেষের লাইনটা না বলেই খুব খুব খুশি হলাম l তবে তিন-চারটা শেষের দিকে এই অবোধের জানা ছিল l আপনার কমেন্টে এসে নেতাজীকে প্রণাম জানালাম l সাথে আপনাকেও শ্রদ্ধা ভালবাসা থাকল l

  • @sitamukherjee7070
    @sitamukherjee7070 3 місяці тому

    অসাধারণ প্রতিবেদন । প্রায় সব কটি তথ্য জানা ছিল

  • @subhashmodak917
    @subhashmodak917 Рік тому +2

    সবগুলোই প্রথম শুনলাম। অনেক ধন্যবাদ তথ্যে সমৃদ্ধ করার জন্য....

  • @tusharsinha8786
    @tusharsinha8786 Рік тому +13

    কি অসাধারণ সংগ্রামী মনোভাব ও আত্মপ্রত্যয়ী ছিলেন নেতাজী সুভাষ।
    তাই এত বছর পরও সুভাষ ‌মানেই নিখাদ আবেগ। বাঙালি ধরে রাখতে পারবে এই ভালোবাসা শ্রদ্ধা ?

  • @nb35892
    @nb35892 Рік тому +1

    একটাই জানতাম উনি
    বাসুনতিদেবিকে মা বলতেন
    আর সব ই অজানা ছিল
    খুব খুব খুব ভাল লাগল
    জয় হিন্দ

  • @dhantuprasadsinha654
    @dhantuprasadsinha654 Рік тому

    সব ঘটনা আমার কাছে নূতন । খুব ভালো লাগলো। হায় কত কি যে আমরা জানি না!
    .

  • @krishnapadapal6881
    @krishnapadapal6881 Рік тому

    Khub sundor laglo didi 👌👌🙏🙏pranam Janai arokom Mohan Dhas vokto Manus tika 🙏🙏🙏jai hind 🙏💝

  • @lipikadebnath9846
    @lipikadebnath9846 7 місяців тому

    কিছু জানা কিছু অজানা ছিল। সব খুব ভালো লাগলো। 🙏🏻🙏🏻জয় প্রিয় নেতাজি 🙏🏻🙏🏻 12:23

  • @arunsarkar9987
    @arunsarkar9987 Рік тому +4

    আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিবপ্রসাদ নাগ ছিলেন স্বাধীনতা সংগ্রামী উনি নেতাজির নাম মুখে আনতেন না, ওনাকে নেতাজি বলেই সম্বোধন করতেন এবং বলতেন ভারতবর্ষে একজনিই নেতাজি তিনি হলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, ওনাকে শত কোটি প্রনাম।🙏 🙏

  • @AmitRoy-jw7te
    @AmitRoy-jw7te Рік тому +9

    জয় হিন্দ আজকের এই পর্ব থেকে অনেক অজানা তথ্য জানতে পারলাম তবে বিশেষ ভাবে গঙ্গাজল ঘাঁটির দেশুড়িয়া গ্ৰামের কথা জানা ছিল না সুভাষ তুমি ভারতবাসীর হৃদয়ে আছো থাকবে।

  • @dibyadipankarroy
    @dibyadipankarroy Рік тому +25

    পরাধীন দেশের রাজদ্রোহী, মুক্তিপথের অগ্রদূত...

  • @shyamalkumarghosh117
    @shyamalkumarghosh117 Рік тому +2

    খুব সুন্দর! অনেকগুলোই সাধারনের অজানা!

  • @prahladdas3687
    @prahladdas3687 Рік тому

    Vison valo laglo joy hind joy netaji joy varotmata joy modiji joy desbasir joy ♥️🙏🙏🙏

  • @swapanmaity1839
    @swapanmaity1839 Рік тому +3

    বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসু র জন্মদিনে তাকে জানাই শত কোটি প্রণাম। নেতাজি সম্বন্ধে নানা অজানা তথ্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ

  • @saktiprasadchakrabarti8983
    @saktiprasadchakrabarti8983 8 місяців тому

    মহামানব মহান নেতা অমর রহে।অমর তিনি তাকে আমি ভক্তি পূর্ণ প্রনাম জানা ই ।জয় হিন্দ ।বন্দে মাতরম ।।

  • @tapasray8919
    @tapasray8919 Рік тому +1

    এতদিন যত পর্ব শুনেছি, তার মধ্যে আজকেরটা শ্রেষ্ঠ। অজানা অনেক কিছুই জানতে পারলাম।

  • @sahanalimondal5981
    @sahanalimondal5981 Рік тому

    Osadharon.i love india

  • @priyanjanasarkar333
    @priyanjanasarkar333 Рік тому +2

    Oshadharon... er modhe matro 5 tai jana chilo.. tomake onek dhonnobad didi.. tomar porbo ami niyomito shuni... 🌸

  • @biplabchowdhury9364
    @biplabchowdhury9364 Рік тому +2

    The unity among Indian people cannot be broken. We were united, we are united and we shall remain united.

  • @sankuban
    @sankuban 7 місяців тому

    অনন্য সাধারণ একটি পর্ব। 👏

  • @kartickadak7892
    @kartickadak7892 Рік тому +2

    পৌলমী দি , তোমার জন্য অনেক অজানা কে জানলাম।

  • @venom5183
    @venom5183 Рік тому

    ব্যাপারটা অনেকটাই বই থেকে পড়ে জানা। কিন্তু পরিবেশনার গুণে, শুনতে খুবই ভালো লাগছিল

  • @palak2020
    @palak2020 Рік тому

    অসাধারণ 🙏
    অনেক ধন্যবাদ এই এপিসোড এর জন্য

  • @sucheta6866
    @sucheta6866 Рік тому +1

    অসাধারণ
    জয় হিন্দ

  • @haridasbhowmick9083
    @haridasbhowmick9083 Рік тому

    Asadharon, sunte sunte mugdha hoye galam. Poulomi, amon parbo aaro dekhte chai.

  • @nirmalyabagh7142
    @nirmalyabagh7142 Рік тому

    কোনো কথা বলার ভাষা আমার নেই শুধু ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @artBindu
    @artBindu Рік тому +2

    অসাধারণ, অসাধারণ...

  • @shyamalsom1379
    @shyamalsom1379 Рік тому +9

    A decent presentation on the Auspicious Day of Our Adorable Netaji Subhash Chandra Bose's 126th Birthday. Incidentally, the presentation incorporated some new information that remained out of knowledge to many of us and your initiative deserves many thanks. Perhaps this attempt is first one. It takes care of Value Additions on Netaji, mysteriously kept out of our reach deliberately by past Regimes as Grand Mischief. Thanks & well done.👍

  • @plasticsurgerybd4253
    @plasticsurgerybd4253 Рік тому

    বাংলা যে এত সুন্দর করে বলা যায় তা এই দিদির কাছ থেকে শিখলাম।

  • @sanjaykantihira9354
    @sanjaykantihira9354 Рік тому

    দারুন দারুন। অসংখ্য ধন্যবাদ।

  • @tkr1145
    @tkr1145 Рік тому +4

    Unique episode .....baring a few , most of the ' gem of information ' were not known. Well done... thanks & best wishes.

  • @ronidas2162
    @ronidas2162 Рік тому

    17 ta points jantam , 5 ta jana chilo na , thank you for this information .
    Netaji subhas chandra bose is 1st pm of Undivided India 🇮🇳
    #jayhind
    #jay_subhas