সহজ । জীবনানন্দ দাশ সহজ l আসাদুজ্জামান নূর l Sahaj l Jibonananda dash l Kobitar Shohor

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2021
  • Subscribe Here : / @kobitarshohor1
    জীবনানন্দ দাশের কবিতা : সহজ
    আবৃত্তি : সৌমিত্র চট্টোপাধ্যায়
    Sahaj a Poetry by Jibonananda dash
    Recited by : Asaduzzaman Noor
    Sound Design : Nagorik Sounds
    :: সহজ ::
    আমার এ-গান
    কোনোদিন শুনিবে না তুমি এসে-
    আজ রাত্রে আমার আহ্বান
    ভেসে যাবে পথের বাতাসে,
    তবুও হৃদয়ে গান আসে।
    ডাকিবার ভাষা
    তবুও ভুলি না আমি-
    তবু ভালোবাসা
    জেগে থাকে প্রাণে;
    পৃথিবীর কানে
    নক্ষত্রের কানে
    তবু গাই গান;
    কোনোদিন শুনিবে না তুমি তাহা, জানি আমি-
    আজ রাত্রে আমার আহ্বান
    ভেসে যাবে পথের বাতাসে-
    তবুও হৃদয়ে গান আসে।
    তুমি জল, তুমি ঢেউ-সমুদ্রের ঢেউয়ের মতন
    তোমার দেহের বেগ-তোমার সহজ মন
    ভেসে যায় সাগরের জলের আবেগে;
    কোন্ ঢেউ তার বুকে গিয়েছিলো লেগে
    কোন্ অন্ধকারে
    জানে না সে; কোন্ ঢেউ তারে
    অন্ধকারে খুঁজিছে কেবল
    জানে না সে; রাত্রির সিন্ধুর জল
    রাত্রির সিন্ধুর ঢেউ
    তুমি এক; তোমারে কে ভালোবাসে; তোমারে কি কেউ
    বুকে ক’রে রাখে।
    জলের আবেগে তুমি চ’লে যাও-
    জলের উচ্ছ্বাসে পিছে ধুধু জল তোমারে যে ডাকে।
    তুমি শুধু একদিন, এক রজনীর;
    মানুষের-মানুষীর ভিড়
    তোমারে ডাকিয়া লয় দূরে-কতো দূরে-
    কোন্ সমুদ্রের পারে, বনে-মাঠে-কিংবা যে-আকাশ জুড়ে
    উল্কার আলেয়া শুধু ভাসে-
    কিংবা যে-আকাশে
    কাস্তের মতো বাঁকা চাঁদ
    জেগে ওঠে-ডুবে যায়-তোমার প্রাণের সাধ
    তাহাদের তরে;
    যেখানে গাছের শাখা নড়ে
    শীত রাতে-মড়ার হাতের শাদা হাড়ের মতন-
    যেইখানে বন
    আদিম রাত্রির ঘ্রাণ
    বুকে ল’য়ে অন্ধকারে গাহিতেছে গান-
    তুমি সেইখানে।
    নিঃসঙ্গ বুকের গানে
    নিশীথের বাতাসের মতো
    একদিন এসেছিলে,
    দিয়েছিলে এক রাত্রি দিতে পারে যত।
    #জীবনানন্দ_দাশের_কবিতা
  • Розваги

КОМЕНТАРІ • 2

  • @nusratkamal9884
    @nusratkamal9884 8 місяців тому

    অসাধারণ !!!
    অনবদ্য !!!

  • @Tomioka-Giyuu6119
    @Tomioka-Giyuu6119 2 місяці тому

    ব্যাকগ্রাউন্ড টা বলবেন প্লিজ?
    একসপ্তাহ ধরে পাগলের মতো খুঁজতেছি...