শেষ চিত্রে রাধার কথা বন্ধ হয়ে যাবে, ভোলার নয় ওই অভিনয়। চোখে জল এসে যায়। এমন হৃদয় নাড়িয়ে দেওয়া ছবি, ভাবা যায় না। আর উত্তমের অভিনয়। মনে হয় যেন আমার চারপাশে জ্যান্ত চরিত্রগুলি।
শুধু চিৎকার করে কাঁদলেই অভিনয় হয় না। উত্তম কুমারের অভিনয় দেখে বর্তমান পরিচালক, অভিনেতাদের শেখা উচিৎ। শুধু মুখের এক্মপ্রেশন দিয়ে কি অভিনয় করেছেন মহানায়ক। আহা! কি বলব! মহানায়কের আত্মা মোক্ষ লাভ করুক।
আমি জানিনা এরকম সিনেমা আর তৈরি হবে কিনা। তবে একটা কথাই বলবো উত্তম ইজ উত্তম। বাংলার মানুষ যে মহানায়ক কে হারিয়েছে শত চেষ্টা করলেও তা আর ফিরে পাওয়া যাবে না।
সাহসী গল্প,অসাধারন অভিনয়। সমাজে বহু পুরুষের আসল চেহারা উন্মোচিত করার দুর্বার প্রয়াস আজ থেকে ৫০-৫২ বছর আগে নির্মিত এই ছবিতে চমৎকার ভাবে প্রস্ফুটিত হয়েছে।
@@dewanmunna9278 মতামতের বিনিময়কে " জ্ঞান দেওয়া " বলেন কেন? আপনার মত আপনি জানিয়েছেন, সেটা পড়ে আমার যা মনে হয়েছে জানিয়েছি। ব্যস্, চুকে গেছে। এবার ক্ষান্ত দিন।
ছবির মূল কাহিনি বিশ্ববিখ্যাত লেভ তলস্তয়ের 'রেজারেকশন' উপন্যাস অবলম্বনে। এটা কোথাও উল্লেখ করা হয় নি। যাহোক, সুপ্রিয়া দেবীর অসাধারণ অভিনয়গুণ আমাকে অভিভূত করেছে। উত্তম কুমারের কথা কী বলবো!
সিনেমার নামটাই শুধু এতদিন শুনে এসেছিলাম,আর আজ তা দেখলাম।সত্যি বাস্তব সমাজের চিত্র এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তা এই সিনেমাটা দেখলে বোঝা যায়।সিনেমার শেষে সত্যি বলতে চোখের জল আটকাতে পারলাম না। আর একটা কথা এইরকম মানুষ গুলোকে হারিয়ে আমরা সত্যি কারের অভিনেতা,অভিনেত্রীদের হারিয়েছি😰😰😰
এই সিনেমার কাহিনী সম্ভবত টলস্টয়-এর Resurrection উপন্যাস অবলম্বনে গড়া। মার্জিত অভিনয় যে কত ঊচ্চে উঠতে পারে, উত্তম বাবুর এই performance তার একটা মানদন্ড হয়ে থাকবে চিরকালের জন্য। সুপ্রিয়া দেবীও অনবদ্য। তবে 'চন্দর দাস' চরিত্রের অজানা অভিনেতাটিকেও শত শত সেলাম জানাই।
Haa.. Moncher osadharon ekjon ovineta... Cholochitre khub besi uni ovinoy koren ni... kintu ei cinema te onar ovinoy osadharon bises kore climax court scene e.
অসাধারণ একটা সিনেমা নিজেকে ধরে রাখতে পারলাম না। সুপ্রিয়া দেবীর এই ধরনের অনবদ্য অভিনয় এর আগে দেখেছি বলে মনে হয় না। যদিও সুপ্রিয়া দেবীর অনেক ফিল্ম দেখার সৌভাগ্য হয়নি। আমরা সবাই সুচিত্রা সেনকে নিয়েই অনেক চিন্তাভাবনা করি। অবশ্যই তিনি মহান নায়িকা ছিলেনই সঙ্গে সুপ্রিয়া দেবীও যে একজন মহান নায়িকা ছিলেন এই সিনেমা দেখার পরে সেটা যেন আবার অন্তরে প্রমাণিত হলো। আর মহানায়ক উত্তম কুমারের কথা, বলার কোনো ভাষা নেই ওনার অভিনয় প্রসঙ্গে।
অসাধারণ একটা সিনেমা যেমন বলিষ্ঠ চিত্রনাট্য তেমনই দুর্দান্ত অভিনয় উত্তম সুপ্রিয়ার অভিনয় সম্পর্কে অনবদ্য বললে খুব কম বলা হয় কিছু কিছু দৃশ্যে সুপ্রিয়ার অভিনয় চোখে জল এনে দেয় আর এই সিনেমায় যে মেসেজটা পেলাম সমাজের ঢোখে যারা পতিতা কলঙ্কিনী তারাও তো পরিবার সন্তান চায় তার কারণে তারা প্রতারিত হয় সমাজে দুর্নামের ভাগী হয় তারাই আর যারা তাদের জীবনটাকে পাঁকে টেনে নামায় অর্থ আর ক্ষমতার জোরে তারা পার পেয়ে যায় সমাজে সসম্মানে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তাদের দিকে কখনো আঙুল ওঠে না পরিশেষে একটাই কথা বলি যদিও আমি উত্তম সুপ্রিয়া বলেছি তাদের অসম্মান করার জন্য বলিনি আমি এজন্য ক্ষমাপ্রার্থী
Many years ago in a village somewhere in Bangladesh it was very late at night. I was probably 9 or 10 years old . We used watch movies late at night with low volume while our dad was asleep. I watched this movie alone while everyone was sleeping. As a boy , I didn’t understand the relationship dynamics of this movie. The intimate scenes were very confusing to me as well. I will never forget how sad and moved I was by the movie. Especially the metamorphosis of the actor when he realized that he had ruined a girl’s life . I will also never forget how the girl never reveal the person whom she had been intimate with. Until today, I have searched for this movie so many times. I even looked at a list of Uttam Kumar movies but couldn’t find it because I had forgotten the name of the movie . Thanks so much for posting this and making me nostalgic. Bangla cinema died with Uttam Kumar . He will forever be the hero of both Bengals
আমি শুধু এটুকুই বলব যারা এই সিনেমাটি dislike দিয়েছেন তারা যে নিজের মা,বোনকে কতটা অসম্মান করেছেন। আর নিজেকে কতটা নীচু ও খারাপ মন ভাবের করেছেন তার কোনো কল্পনা নেই।
Asola akhon dislikes ar jaigatita sudhu dislike ti Daya thaka ka ba kotojon korcha ta Daya thaka na aga Daya thakto tokhon dakha chilam onakai dislike koracha.Ami sudhu sudhu bolta jabo Kano.
একাল এবং সেকালের বাংলা সিনেমার মধ্যে আমাকে সেকালের সিনেমাই বেশি টানে। তার মধ্যে আবার উত্তম কুমারের সিনেমা। এই সিনেমাটি দেখলাম এবং অভূতপূর্ব আনন্দে অশ্রু বিগলিত নয়ন।
এমন চিত্রনাট্য সত্যিই মানুষকে তার জীবন শিক্ষা দেয় আত্ম উপলব্ধি করায় নিজের চেতনাকে!এক অদ্ভুত এক জীবন সংলাপ হলো এই জীবন জিজ্ঞাসা!তবুও আমি আমার জীবনের আত্মউপলব্ধি ও বর্তমান সামাজিক বাস্তবতা ও পুরুষ চরিত্র বিশ্লেষণ করে এটা অনায়াসে বলাই যায় যে,বর্তমান পৃথিবীতে পুরুষ জাতি ও পুরুষের চেয়ে অধঃপতিত ও নিকৃষ্ট প্রানী জগতে নেই!রাধা'র মত বহু নারীর জীবন আজকের এই আল্ট্রা আধুনিক শিক্ষিত সমাজেও পুরুষে শরীরের অগোচরে নিষ্পেষিত হচ্ছে প্রতি নিয়ত!যা সত্যিই এই পুরুষ সমাজের জন্য কলঙ্কের ও লজ্জারও বটে।জানি না এই সমাজ কবে কখন তার কর্মের বীরত্ব নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে?একজন পুরুষ নামের প্রানী বা মানুষ কতটা সহজেই একটি সতেজ ফুলের ন্যায় প্রস্ফুটিত ফুলময় জীবনকে নিজের খেয়াল খুশী মত ব্যবহার করে তার জীবনকে কলঙ্কিত ও নরকময় করে দিতে পারে তাতে তার কিছুই যায় আসে না,বড় নক্কারজনক এই পুরুষের পাশবিক চরিত্র ও কর্ম!যত যন্ত্রণা ও কর্ম তাড়না সব নারীদেরই সহ্য করতে হয় ব্যাক্তি ও সামাজিক রোষানল,কেন?কাউকে ভালোবেসে তার ইচ্ছার মর্যাদা রক্ষা করার জন্য তার কাছে নিজেকে সমর্পন করার জন্য!মানুষ তো আর বন্য প্রানী নয় যে শারীর তাড়না জাগল পূরন করলাম আর তাকে ছেড়ে চলে গেলাম নিজের দেশে তার পরে যা হোক অপর পক্ষ বুঝে নিবে নে,মানুষ তাই ব্যাক্তিক,পারিবারিক ও সামাজিক বিভিন্ন দিকের জবাবদিহিতার সম্মুখীন হতে হয় তাই এই মর্মে,নিকটবর্তী যাকেই ভালোবাসুন বা যার যৌবনই নিজেকে আকর্ষন করুন না কেন!কখনোই অপর পক্ষের সুনির্দিষ্ট সৎ ইচ্ছা ও স্বিকৃতি ব্যতিত নিজের ইচ্ছে পূরন বা কাছে যাওয়া উচিত নয়,নতুবা এভাবেই ভালোবাসার সম্মান মর্যাদা ও অবলম্বন রক্ষা করার জন্য কারো কারো জীবন সত্যিই নরক যন্ত্রণার হয়ে যায়,তাই সাবধান হোন ও সচেতন হোন!শুরুতেই একটি বক্তব্য শুনেছি নায়ক স্বরুপ পুরুষ'কে নাকি কেউ ভালোবাসেনি বা তার জন্য কেউ কোন ত্যাগ করেনি কিন্তু সে তার জীবনের কর্ম সত্য উৎঘাটনের আগ পর্যন্ত জানতেও পারলো না এক নারী স্বরুপ নায়িক তাকে কতটা ভালোবেসে নিজের সম্মান ও অবলম্বন সবটুকুই তার চরনে উৎসর্গ করে দিয়েছে বা এমনি নিজ জীবনকেই তার সার্বিকত্ব রক্ষার জন্য ত্যাগ করে বসে আছে,তাই কে বলেছে নারী ত্যাগ করে না বা করতে পারে না বর্তমান সমাজেও নারী যে ত্যাগ স্বিকার করে বা করতে পারে তা কখনোই কোন পুরুষের বা পুরুষ সমাজের পক্ষে করা সম্ভব না বা পারবেও না,সে দিক বিচারে পুরুষ সর্বদাই নারীর চরনে আশ্রিত মাত্র!এটা আমার অভিমত!তাই সার্বিক ভাবে সকলে সতর্ক ও সচেতন হলেই সকলের কল্যান!!
দারুণ বলেছেন । আপনার মতো মনোভাব সকলের থাকলে সমাজে মহিলাদের আর কোনো দুর্দশার সম্মুখীন হতে হতো না । কিছু মানুষের ভীড়ু ও কাপুরুষোচিত আচরণের জন্যে মহিলাদের বদনামের শেষ নেই ।
একটা সিনেমা দিয়েই বিবেচনা করলে হবে না, মেয়েরাও ছেলেদের নষ্ট করে৷ রাধা একজন যাকে নষ্ট করেছে ইন্দ্র, কিন্তু ইন্দ্রের চারপাশে আরও বহু নারী আছে যারা ইন্দ্রকে নষ্ট করেছে৷
শরৎচন্দ্র "শ্রীকান্ত" তে বলেছেন যে একজন নারী কে সন্দেহ করে সঠিক হওয়ার চেয়ে তাকে সন্দেহ না করে ঠকে যাওয়া অনেক গুণ ভালো।কারণ সংসারে রাজলক্ষী,অভয়া,অন্নদাদিদি দের মত নারী রাও আছে।
নারী -পুরুষ কাউকে তার পুরো ঘটনা না জেনে দোষারোপ করা উচিত নয় । ষাট - সত্তর- আশি দশকের নারীর ভূমিকা পরিবর্তন হয়েছে । নারীর হাতেই বহু নারীর খুন হচ্ছে , শিশু মারা পড়ছে । এই ছবি অার বর্তমান সমাজকে গুলিয়ে ফেললে ভুল হবে ।
আমার জর্মের আগের ছবি কতো দক্ষতার সঙ্গে অভিনয় করেছে উত্তম ও সুপ্রিয়া দুজনের চরিত্র গুলো যেন একেবারে জীবন্ত... আজকে You tube তে দেখলাম অসাধারণ কোনো ভাষা নেই বলার মতো
শুদ্ধাপূর্ণ অশ্রুপাত ছাড়া বলার কিছুই নেই। এ কি অভিনয়..? বর্তমানে এর ধারেকাছেও কেউ নেই। এসব সিনেমা বর্তমানে যারা সিনেমা পরিচালনা করে ও অভিনয় করে তাদেরকে ক্লাশ করে শেখা উচিৎ।
সুপ্রিয়া দেবীর কাছে সকলেই ম্লান হয়ে গেছেন।। অভাবনীয় তাঁর অভিনয় শক্তি।। আমি বুঝে উঠতে পারিনা, কোর্টের মধ্যে সাক্ষী বা আসামীকে জজ সাহেব ও উকিল বাবুরা "তুমি" বলে সম্বোধন করার অধিকার পান কোথা থেকে!!!!!!!!!!!!
@@manjubose1609 ভারত দেশের সংবিধান তো ঐসব ম্লান মূঢ় মূক মুখে ভাষা দেওয়ার উদ্দেশ্যেই লিখিত হয়েছে। কিন্তু এখনও প্রচুর অলিখিত কানুন আবহমান কাল ধরে বয়ে চলেছে এদেশে। এই বাংলাতেও। অলিখিত কানুনে যারা নিচু জাত তাদেরকে সম্বোধন করার সময় গ্রামাঞ্চলের কোনো চ্যাটার্জি ব্যানার্জি কে আপনি "তুই" ছাড়া অন্য কিছু বলতে শুনেছেন? বামুনরা সমাজের বাপ, অলিখিত বাপ।
আমরা জীবনে কিছু অন্যায়, অপরাধ, ভুলভ্রান্তি করে থাকি। কিন্তু যেদিন আমাদের ভুল ভাঙ্গে, সেদিন আর সময় থাকে না, সব শেষ হয়ে যায়। তারপর সুধু সত্যম্ শিবম্ সুন্দরমের পথে এগিয়ে চলা। সুপ্রিয়া দেবী এবং উত্তম কুমারের অতুলনীয় অভিনয়।
অসাধারণ মুভি,,,, ওনার অনেক মুভি দেখেছি ছোট থেকে এটা দেখা হয়নি,,, সত্যি এরকম কাহিনি অভিনয় উওম কুমার বলেই সম্ভব তবে কিছু কিছু যায়গায় সুপ্রিয়া দেবী সবাইকে ছাপিয়ে গেছেন কোনো কথা না বলেই,,,, অসাধারণ,,,,
পরিবেশ মানুষকে অনেক কিছু ভুলে রাখে।মানুষ যদি প্রতেক কাজের ফল হিসাব করে চলে জীবনটা আরও সুন্দর হতো।অনেকের জীবনে হঠাৎ ঘটনা ঘটে যায় লেখক সুন্দর লেখনি দ্বারা উপস্থাপন করেছে
I cried 😭 what a legendary movie 😭😭 Supriya Debi was her best in this movie. I never forget about this movie. Maybe i just watched my all time favourite movie.
গুরুদেব এর কি অভিনয়...কি ব্যাক্তিত্ব..মুখে পাইপ নিয়ে কথা বলা...কেউ না কেউ পারবে না...অসাধারণ অভিনয়...🙏🙏🙏...তোমায় প্রণাম গুরুদেব🙏🙏🙏
শেষ চিত্রে রাধার কথা বন্ধ হয়ে যাবে, ভোলার নয় ওই অভিনয়। চোখে জল এসে যায়। এমন হৃদয় নাড়িয়ে দেওয়া ছবি, ভাবা যায় না। আর উত্তমের অভিনয়। মনে হয় যেন আমার চারপাশে জ্যান্ত চরিত্রগুলি।
এইসব মুভি না দেখে কিভাবে থাকে মানুষ!
এতো সাবলীল অভিনয় এক কথায় অসাধারন😍
Tomari oi bala chok. Ai gan ta you tube dakha movie ta dekta agrho hoi
ছবিটি দেখে শিখলাম,পানি ঝরালাম,এত পুরনো ছবি কিন্তু ভবিষ্যৎ এর ছবিকে ও হার মানাবে,ভালবাসা রইল বাংলাদেশ থেকে
এই মুভির প্রতিটা ডায়ালগ অনেকদিন আমার মনে থাকবে। ইন্ডিয়ান বাংলা সিনেমার একটা মাইলফলক হয়ে থাকবে এই সিনেমা। উত্তম কুমারের ইংরেজি উচ্চারন অনেক স্মার্ট❤❤❤
জন্মের আগের ছবি দেখে চোখে জল এলো,কত ক্ষমতা ছিল এই অভিনেতা অভিনেত্রী দের।প্রণাম পরিচালক ও কাহিনিকার দের।।
ফেইসবুক এর কল্যাণে সামনে আসা শেষ দৃশ্য দেখতে গিয়েছিলাম, এতোটা ভালো লাগছিলো.....কমেন্টে গিয়ে জানতে পারলাম সিনেমার নাম "জীবন জিজ্ঞাসা"!!
কত পুরনো সিনেমা অথচ জীবন্ত!!
অসাধারণ!! কাহিনী, অভিনয়, ভাষা সবকিছু আকড়ে ধরে রেখেছিলো পুরোটা সময়!!
শতবছর কেটে গেলেও পরবর্তী প্রজন্ম এ সিনেমা দেখবেই, মুখ ফিরাবে না!!
same
সিনেমাটা কালজয়ী ঔপন্যাসিক লিও তলস্তয়ের উপন্যাস রেজারেকশন অবলম্বনে নির্মিত। কিন্তু দুঃখের বিষয় সিনেমায় এই তথ্যটি উল্লেখ করা নাই৷
তাই নাকি? পড়ে দেখবো তো তবে . Thanks @@bonggojbihonggo991
এইজন্য বলে উওম কুমারের সঙ্গে উওম কুমারেরই তুলনা চলে , কেউ ধারেকাছে আসে না । সুপ্রীয়া দেবীর অসাধারণ অভিনয়, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
২০২১ সালে এসে একজন সব সময় হলিউড মুভি দেখা লোক এতো রাতে সেই আদিকালের মুভিটা দেখছি, আসলে ভালো মুভি সবাই দেখে। কি অভিনয় রে বাবা।
ঠিক বলেছেন
@@masumakatun1275 moo
^9%
0
@@masumakatun1275 thik bolcen vai... ki ovinoy re baba
একদম ঠিক!!! ৫০-৬০ বছর আগে এই লেভেল এর মুভ্যি হতো,, ভাবা যায়???😍😍
2021 এও ছবিটি নতুন। এই হল সৃজন। অসাধারণ অনবদ্য।
অসাধারণ ছবি। অসাধারণ গল্প। অসাধারণ অভিনয়। মন ছুঁয়ে গেল, দুই চোখে শুধুই জল। আসলে এই ছবি গুলো অমলিন, তুলনাহীন।
2021 সালে ও পুরাতন হয়না।
সিনেমাটা কালজয়ী ঔপন্যাসিক লিও তলস্তয়ের উপন্যাস রেজারেকশন অবলম্বনে নির্মিত। কিন্তু দুঃখের বিষয় সিনেমায় এই তথ্যটি উল্লেখ করা নাই৷
শুধু চিৎকার করে কাঁদলেই অভিনয় হয় না। উত্তম কুমারের অভিনয় দেখে বর্তমান পরিচালক, অভিনেতাদের শেখা উচিৎ। শুধু মুখের এক্মপ্রেশন দিয়ে কি অভিনয় করেছেন মহানায়ক। আহা! কি বলব! মহানায়কের আত্মা মোক্ষ লাভ করুক।
মহানায়ক এর অসাধারণ একটি উপস্থাপনা. একটি গভীর মনোস্বাত্বিক ছবি. মহানায়ক ও সুপ্রিয়া দেবীর একটি সুপার হিট ছবি
আমি জানিনা এরকম সিনেমা আর তৈরি হবে কিনা। তবে একটা কথাই বলবো উত্তম ইজ উত্তম। বাংলার মানুষ যে মহানায়ক কে হারিয়েছে শত চেষ্টা করলেও তা আর ফিরে পাওয়া যাবে না।
উত্তম কুমারের অভিনয়ের যা ক্লাস, তার আশেপাশেও কেউ কোন দিন ভিড়তে পারবে না..
Eakdom thick kotha
সিনেমা টা দেখে মনটা ভরে গেলে।অসাধারণ সিনেমা।উওম কুমার সতি্য মহানায়ক।
সাহসী গল্প,অসাধারন অভিনয়। সমাজে বহু পুরুষের আসল চেহারা উন্মোচিত করার দুর্বার প্রয়াস আজ থেকে ৫০-৫২ বছর আগে নির্মিত এই ছবিতে চমৎকার ভাবে প্রস্ফুটিত হয়েছে।
Dewan Munna Munna
মনে রাখবেন, মানুষেরই মাঝে স্বর্গ নরক, দুটোই দেখানো হয়েছে এই চলচ্চিত্রে।
@@soumitralahiri9393 আমার মনে রাখা না রাখায় কিছু যায় আসেনা।আপনি যদি ছবির মুল কনসেপ্ট বুঝে থাকেন তাহোলেই যথেষ্ট।
@@soumitralahiri9393 আমাকে জ্ঞান দেয়ার বা মনে করিয়ে দেয়ার দায়ীত্ত্ব অযথা নিয়েছেন।আমি ছবি দেখি বিনোদনের জন্য।মতামত দেই যেটুকু বুঝি তা নির্ভর করে।
@@dewanmunna9278
মতামতের বিনিময়কে " জ্ঞান দেওয়া " বলেন কেন? আপনার মত আপনি জানিয়েছেন, সেটা পড়ে আমার যা মনে হয়েছে জানিয়েছি। ব্যস্, চুকে গেছে।
এবার ক্ষান্ত দিন।
Ĺ
অসাধারণ ছবি। এরকম ছবি আর কখনও হবে না। উত্তম কুমার সুপ্রিয়া দেবীর কী অসামান্য অভিনয়? কাঁদিয়ে ফেললো। উভয়েই ছিলেন কিংবদন্তি।
0
0zlbonglgyasa
ছবির মূল কাহিনি বিশ্ববিখ্যাত লেভ তলস্তয়ের 'রেজারেকশন' উপন্যাস অবলম্বনে। এটা কোথাও উল্লেখ করা হয় নি। যাহোক, সুপ্রিয়া দেবীর অসাধারণ অভিনয়গুণ আমাকে অভিভূত করেছে। উত্তম কুমারের কথা কী বলবো!
Mul kahini samporkito tathyoti peye bhalo laglo. Sotti ki abhinoy! Ashrusajol chokhe likhchhi.
@@nandinighosh7781@ আর অশ্রুসজল চোখে আমিও আপনার লেখাটি পড়েছি!
Immovable. acting and direction.
Immorable acting
Hmm.ta thik
সুপ্রিয়া দেবিকে অস্কার পুরস্কারে ভূষিত করলেও এই মুভিতে তার অভিনয়ের সঠিক মূল্যায়ন করা যাবেনা।এক কথায় অনবদ্য।
১০০% একমত। এই মুভিতে সুপ্রিয়ার অভিনয় মহানায়ক উত্তম কুমারকেও ছাড়িয়ে গেছে বলে আমার বিশ্বাস।
১০০%
99 0p😅😅ppll0
@@asmziauddinahmed1764by ll 00
0l
অসাধারণ এক সিনেমা। এমন কালজয়ী সিনেমা আর কখনও হবে বলে জানি না। কিন্তু এই সৃষ্টি বারবার হয় না। তাই যত্নে আগলে রাখতে হবে আমাদেরকে।
অসাধারণ অভিনয়
আমার বয়স 70 বৎসর। তবুও এই সমস্ত সিনেমা এখনও দেখে চোখ জলে ভরে ওঠে।
একই অবস্থা আমারও দাদা-----।
আমার 79 ঐ একই রকম অনুভূতি।
৩৭ এ আমার কোন রোগে ধরলো যে প্রতি রাতে একটা করে উত্তম কুমার দেখি 😂
অসাধারণ একটি কাহিনী।আর অভিনয় সেতো বলার অপেক্ষায় রাখে না। ভীষণ কান্না করলাম ছবিটি দেখে।❤❤
পরিচ্ছন্ন রুচির মূলধারার এমন সব বাংলা ছবি আবার পূর্ণ প্রবাহে ফিরে আসুক।
সিনেমাটা দেখে কলিজায় আঘাত লাগলো, কি সুন্দর নিপুণ অভিনয়
মহানায়ক উত্তম কুমার তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্মার্ট ছিলেন।
সিনেমার নামটাই শুধু এতদিন শুনে এসেছিলাম,আর আজ তা দেখলাম।সত্যি বাস্তব সমাজের চিত্র এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তা এই সিনেমাটা দেখলে বোঝা যায়।সিনেমার শেষে সত্যি বলতে চোখের জল আটকাতে পারলাম না।
আর একটা কথা এইরকম মানুষ গুলোকে হারিয়ে আমরা সত্যি কারের অভিনেতা,অভিনেত্রীদের হারিয়েছি😰😰😰
Akdom dada
সিনেমা শিক্ষার মাধ্যম।
অসাধারণ ছবি। উত্তম কুমার আইনজীবীর ভূমিকায় অপূর্ব অভিনয় করতেন। এমন আর হবে না।
উত্তম কুমার অভিনীত অন্যতম শ্রেষ্ট অভিনয়।
এই সিনেমার কাহিনী সম্ভবত টলস্টয়-এর Resurrection উপন্যাস অবলম্বনে গড়া।
মার্জিত অভিনয় যে কত ঊচ্চে উঠতে পারে, উত্তম বাবুর এই performance তার একটা মানদন্ড হয়ে থাকবে চিরকালের জন্য। সুপ্রিয়া দেবীও অনবদ্য।
তবে 'চন্দর দাস' চরিত্রের অজানা অভিনেতাটিকেও শত শত সেলাম জানাই।
Uni bikhyato ovineta kumar Roy....
@@soumensanyal4891
বহুরূপীর কুমার রায়! এই তথ্যটি জানাবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এ অভিনয় ভোলার নয়।
Haa.. Moncher osadharon ekjon ovineta... Cholochitre khub besi uni ovinoy koren ni... kintu ei cinema te onar ovinoy osadharon bises kore climax court scene e.
@@soumensanyal4891 hlndlson
Hlndlson
Hjndls0g
@@gunindranathdas3410 Eta ki bolte chaichen... bojha gelo na...
অসাধারণ একটা সিনেমা নিজেকে ধরে রাখতে পারলাম না। সুপ্রিয়া দেবীর এই ধরনের অনবদ্য অভিনয় এর আগে দেখেছি বলে মনে হয় না। যদিও সুপ্রিয়া দেবীর অনেক ফিল্ম দেখার সৌভাগ্য হয়নি। আমরা সবাই সুচিত্রা সেনকে নিয়েই অনেক চিন্তাভাবনা করি। অবশ্যই তিনি মহান নায়িকা ছিলেনই সঙ্গে সুপ্রিয়া দেবীও যে একজন মহান নায়িকা ছিলেন এই সিনেমা দেখার পরে সেটা যেন আবার অন্তরে প্রমাণিত হলো। আর মহানায়ক উত্তম কুমারের কথা, বলার কোনো ভাষা নেই ওনার অভিনয় প্রসঙ্গে।
অবিশ্বাস্য অভিনয় প্রত্যেকের ,
উত্তমকুমার গুরুদেব 💐
কিছু বলতে পারতেছি না,, কথা আটকে আসতেছে.... সত্যি অসাধারণ!!!!!
আবার দেখলাম মুভিটা। উত্তম কুমার আর সুপ্রিয়া দেবীর অভিনয় এর জন্য মুভিটা বার বার টানে। কি সিনেমা হতো এক কালে।
মহানায়ক উত্তম কুমারই থাকবেন। কিন্তু সত্যিকারের মহানায়িকা ইনিই, দ্যা গ্রেট সুপ্রিয়াদেবী!
23-12-2021 উত্তমকুমারের দেখা প্রথম সিনেমা জীবন জিজ্ঞাসা
এজন্যই তিনি কিংবদন্তি অসাধারণ অভিনয়।
Aro kichu dekhun bhalo lagbe
@@sreemadutta3973 জি রোদন ভরা বসন্ত সিনেমা চমৎকার,
আরো বেশ কয়েকটি দেখা শুরু করেছি।
অসাধারণ একটা সিনেমা যেমন বলিষ্ঠ চিত্রনাট্য তেমনই দুর্দান্ত অভিনয় উত্তম সুপ্রিয়ার অভিনয় সম্পর্কে অনবদ্য বললে খুব কম বলা হয় কিছু কিছু দৃশ্যে সুপ্রিয়ার অভিনয় চোখে জল এনে দেয়
আর এই সিনেমায় যে মেসেজটা পেলাম সমাজের ঢোখে যারা পতিতা কলঙ্কিনী তারাও তো পরিবার সন্তান চায় তার কারণে তারা প্রতারিত হয় সমাজে দুর্নামের ভাগী হয় তারাই আর যারা তাদের জীবনটাকে পাঁকে টেনে নামায় অর্থ আর ক্ষমতার জোরে তারা পার পেয়ে যায় সমাজে সসম্মানে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তাদের দিকে কখনো আঙুল ওঠে না
পরিশেষে একটাই কথা বলি যদিও আমি উত্তম সুপ্রিয়া বলেছি তাদের অসম্মান করার জন্য বলিনি আমি এজন্য ক্ষমাপ্রার্থী
]p
L
Pll
শেষে কান্না ধরে রাখতে পারলাম না!
কিছুটা নিজের জীবনের সাথে মিলে গেলো
খুব খুব অপরাধী মনে হচ্ছে নিজেকে!
নিজেকে সংশোধন করা দরকার।
আজকাল অনেককেই মহানায়ক বলা হচ্ছে। উত্তমকুমারের অভিনয় দেখলে তারা লজ্জা পাবেন আশা করি।
চোখে জল এসে গেল....
মহানায়ক ইনি....
অসাধারণ অভিনয়...
দেশের অমূল্য সম্পদ ইনি
চিরকালের মহানায়ক...
পুরো পৃথিবীতে মহানায়ক একজনই সেইটা উত্তম কুমার।
খুব ভাল লাগল ছবির গল্প ও চিত্রনাট্য। উত্তমকুমার ও চন্দ্রাবতী দেবীর সাবলীল অভিনয় অনবদ্য ।
কালজয়ী ঔপন্যাসিক লিও তলস্তয়ের রেজারেকশন উপন্যাস অবলম্বনে 'জীবন জিজ্ঞাসা' সিনেমাটি নির্মিত। দুঃখের বিষয় সিনেমায় প্রথমে এই তথ্যটুকু উল্লেখ করা হয়নি৷
ছবিটি যখন দেখি তখনই আপন মনে চোখ দিয়ে পানি গড়িয়ে পরে।অনেকবার ছবিটি দেখেছি।যখনি দেখি তখনি দেখতে মন চায়।
Question is
কালজয়ী ঔপন্যাসিক লিও তলস্তয়ের রেজারেকশন উপন্যাস অবলম্বনে 'জীবন জিজ্ঞাসা' সিনেমাটি নির্মিত। দুঃখের বিষয় সিনেমায় প্রথমে এই তথ্যটুকু উল্লেখ করা হয়নি৷
Many years ago in a village somewhere in Bangladesh it was very late at night. I was probably 9 or 10 years old . We used watch movies late at night with low volume while our dad was asleep. I watched this movie alone while everyone was sleeping. As a boy , I didn’t understand the relationship dynamics of this movie. The intimate scenes were very confusing to me as well. I will never forget how sad and moved I was by the movie. Especially the metamorphosis of the actor when he realized that he had ruined a girl’s life . I will also never forget how the girl never reveal the person whom she had been intimate with. Until today, I have searched for this movie so many times. I even looked at a list of Uttam Kumar movies but couldn’t find it because I had forgotten the name of the movie . Thanks so much for posting this and making me nostalgic. Bangla cinema died with Uttam Kumar . He will forever be the hero of both Bengals
Sothi...chokher jol dhore rakhte parlam na.....superb acting by Uttam kumar .
অনবদ্য সিনেমা, সম্ভবত জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে,উত্তম কুমার ছিলেন আমার প্রথম কৈশোরের প্রেম, তার নয়ন ভোলানো হাসি এবং অসাধারণ অভিনয়ের জন্য।
সুপ্রিয়া দেবীর অভিনয় মনে গভীর দাগ কেটে গেলো | অভাবনীয়, কল্পনাতীত |
Last scene of the movie make me cry 😥😥
আমি শুধু এটুকুই বলব যারা এই সিনেমাটি dislike দিয়েছেন তারা যে নিজের মা,বোনকে কতটা অসম্মান করেছেন। আর নিজেকে কতটা নীচু ও খারাপ মন ভাবের করেছেন তার কোনো কল্পনা নেই।
In in NYC the was up
@@biswajitmajumder8853 9kurti ppp0
F thb
Keep to dislike kore ni
Sorry keu
Asola akhon dislikes ar jaigatita sudhu dislike ti Daya thaka ka ba kotojon korcha ta Daya thaka na aga Daya thakto tokhon dakha chilam onakai dislike koracha.Ami sudhu sudhu bolta jabo Kano.
Asadharon.. uttam kumar and supriya devi and others just onoboddo..
Best movies of uttamkumar , supriya davi excellent
এক কথায় অসাধারণ। সমাজের সত্য চিত্র তুলে ধরার জন্য।
পৃথিবীর no 1 ব্যক্তিত্বের নায়ক,যার সঙ্গে hali,bali,toli কারো তুলনা নেই মহান উত্তমকুমার
কি অসাধারণ সিনেমা!
সাবরমতী দেখার পর থেকে উত্তম-সুপ্রিয়া জুটির প্রেমে পড়ে গেছি।
একাল এবং সেকালের বাংলা সিনেমার মধ্যে আমাকে সেকালের সিনেমাই বেশি টানে। তার মধ্যে আবার উত্তম কুমারের সিনেমা। এই সিনেমাটি দেখলাম এবং অভূতপূর্ব আনন্দে অশ্রু বিগলিত নয়ন।
It just can not be expressed in words the acting of Supriya Devi !!!! Superb performance!!! Excellent!!!
Just osadharon 👏, mohanayok sottiy 2mi mohanayok 🙏
OSHADHARON UTTAM KUMAR......EXCELLENT UNPARALLELED
এমন চিত্রনাট্য সত্যিই মানুষকে তার জীবন শিক্ষা দেয় আত্ম উপলব্ধি করায় নিজের চেতনাকে!এক অদ্ভুত এক জীবন সংলাপ হলো এই জীবন জিজ্ঞাসা!তবুও আমি আমার জীবনের আত্মউপলব্ধি ও বর্তমান সামাজিক বাস্তবতা ও পুরুষ চরিত্র বিশ্লেষণ করে এটা অনায়াসে বলাই যায় যে,বর্তমান পৃথিবীতে পুরুষ জাতি ও পুরুষের চেয়ে অধঃপতিত ও নিকৃষ্ট প্রানী জগতে নেই!রাধা'র মত বহু নারীর জীবন আজকের এই আল্ট্রা আধুনিক শিক্ষিত সমাজেও পুরুষে শরীরের অগোচরে নিষ্পেষিত হচ্ছে প্রতি নিয়ত!যা সত্যিই এই পুরুষ সমাজের জন্য কলঙ্কের ও লজ্জারও বটে।জানি না এই সমাজ কবে কখন তার কর্মের বীরত্ব নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে?একজন পুরুষ নামের প্রানী বা মানুষ কতটা সহজেই একটি সতেজ ফুলের ন্যায় প্রস্ফুটিত ফুলময় জীবনকে নিজের খেয়াল খুশী মত ব্যবহার করে তার জীবনকে কলঙ্কিত ও নরকময় করে দিতে পারে তাতে তার কিছুই যায় আসে না,বড় নক্কারজনক এই পুরুষের পাশবিক চরিত্র ও কর্ম!যত যন্ত্রণা ও কর্ম তাড়না সব নারীদেরই সহ্য করতে হয় ব্যাক্তি ও সামাজিক রোষানল,কেন?কাউকে ভালোবেসে তার ইচ্ছার মর্যাদা রক্ষা করার জন্য তার কাছে নিজেকে সমর্পন করার জন্য!মানুষ তো আর বন্য প্রানী নয় যে শারীর তাড়না জাগল পূরন করলাম আর তাকে ছেড়ে চলে গেলাম নিজের দেশে তার পরে যা হোক অপর পক্ষ বুঝে নিবে নে,মানুষ তাই ব্যাক্তিক,পারিবারিক ও সামাজিক বিভিন্ন দিকের জবাবদিহিতার সম্মুখীন হতে হয় তাই এই মর্মে,নিকটবর্তী যাকেই ভালোবাসুন বা যার যৌবনই নিজেকে আকর্ষন করুন না কেন!কখনোই অপর পক্ষের সুনির্দিষ্ট সৎ ইচ্ছা ও স্বিকৃতি ব্যতিত নিজের ইচ্ছে পূরন বা কাছে যাওয়া উচিত নয়,নতুবা এভাবেই ভালোবাসার সম্মান মর্যাদা ও অবলম্বন রক্ষা করার জন্য কারো কারো জীবন সত্যিই নরক যন্ত্রণার হয়ে যায়,তাই সাবধান হোন ও সচেতন হোন!শুরুতেই একটি বক্তব্য শুনেছি নায়ক স্বরুপ পুরুষ'কে নাকি কেউ ভালোবাসেনি বা তার জন্য কেউ কোন ত্যাগ করেনি কিন্তু সে তার জীবনের কর্ম সত্য উৎঘাটনের আগ পর্যন্ত জানতেও পারলো না এক নারী স্বরুপ নায়িক তাকে কতটা ভালোবেসে নিজের সম্মান ও অবলম্বন সবটুকুই তার চরনে উৎসর্গ করে দিয়েছে বা এমনি নিজ জীবনকেই তার সার্বিকত্ব রক্ষার জন্য ত্যাগ করে বসে আছে,তাই কে বলেছে নারী ত্যাগ করে না বা করতে পারে না বর্তমান সমাজেও নারী যে ত্যাগ স্বিকার করে বা করতে পারে তা কখনোই কোন পুরুষের বা পুরুষ সমাজের পক্ষে করা সম্ভব না বা পারবেও না,সে দিক বিচারে পুরুষ সর্বদাই নারীর চরনে আশ্রিত মাত্র!এটা আমার অভিমত!তাই সার্বিক ভাবে সকলে সতর্ক ও সচেতন হলেই সকলের কল্যান!!
এরপর থেকে কোন মেয়ে কে খারাপ বলার আগে দশবার ভেবো।।।মেয়েরা খারাপ হয় ছেলেরা হয়না,মেয়েরা নষ্ট হয়, ছেলেরা নষ্ট হয়না- কি আজব নিয়ম সংসারের
দারুণ বলেছেন ।
আপনার মতো মনোভাব সকলের থাকলে সমাজে মহিলাদের আর কোনো দুর্দশার সম্মুখীন হতে হতো না । কিছু মানুষের ভীড়ু ও কাপুরুষোচিত আচরণের জন্যে মহিলাদের বদনামের শেষ নেই ।
একটা সিনেমা দিয়েই বিবেচনা করলে হবে না, মেয়েরাও ছেলেদের নষ্ট করে৷ রাধা একজন যাকে নষ্ট করেছে ইন্দ্র, কিন্তু ইন্দ্রের চারপাশে আরও বহু নারী আছে যারা ইন্দ্রকে নষ্ট করেছে৷
Ekdom thik
শরৎচন্দ্র "শ্রীকান্ত" তে বলেছেন যে একজন নারী কে সন্দেহ করে সঠিক হওয়ার চেয়ে তাকে সন্দেহ না করে ঠকে যাওয়া অনেক গুণ ভালো।কারণ সংসারে রাজলক্ষী,অভয়া,অন্নদাদিদি দের মত নারী রাও আছে।
নারী -পুরুষ কাউকে তার পুরো ঘটনা না জেনে দোষারোপ করা উচিত নয় । ষাট - সত্তর- আশি দশকের নারীর ভূমিকা পরিবর্তন হয়েছে । নারীর হাতেই বহু নারীর খুন হচ্ছে , শিশু মারা পড়ছে । এই ছবি অার বর্তমান সমাজকে গুলিয়ে ফেললে ভুল হবে ।
অসাধারণ অভিনয়। আগেও দেখেছি। তখন ছোট ছিলাম। ভুলে গেছিলাম অনেক কিছু। আবার দেখলাম মুগ্ধ হলাম। সমৃদ্ধ হলাম।
*আপনি, ১০০বছর বেঁচে থাকবেন বাঙালির হৃদয়, মহানায়ক হয়ে*
Osadharon eai movier konodinie aar punorjonmo hobena,Supriya Devir tulonahin obhinoiero konodinie aar punorjonmo hobena , MAHANAYAK ❤️ MAHANAKEI CHHILEN chirodinie ekhono ACHHEN ebang aagami projonmeo THAKBEN , jotobarei dekhi totobarei chokher jolke aatke rakhte parina, sakolke janai amar sashroddho PRONAM 👃👃👃
আমার জর্মের আগের ছবি কতো দক্ষতার সঙ্গে অভিনয় করেছে উত্তম ও সুপ্রিয়া দুজনের চরিত্র গুলো যেন একেবারে জীবন্ত...
আজকে You tube তে দেখলাম অসাধারণ কোনো ভাষা নেই বলার মতো
কাল রাতে ফেসবুকে শেষের আদালতের সিনটা দেখে নাম সংগ্রহ করে আজ প্রথমবারের মত উত্তম কুমারের ছবি দেখলাম। এককথায় অসাধারন।
আমিও same এখনি oi scene ta fb theke dekhe Elam dekhte Tobe Ami onek chhabi দেখেছি উত্তম কুমারের
Me too
Me too...
ভাই আমিও একই কাজ করলাম😜🤪😆
Me too😁
শুদ্ধাপূর্ণ অশ্রুপাত ছাড়া বলার কিছুই নেই।
এ কি অভিনয়..? বর্তমানে এর ধারেকাছেও কেউ নেই।
এসব সিনেমা বর্তমানে যারা সিনেমা পরিচালনা করে ও অভিনয় করে তাদেরকে ক্লাশ করে শেখা উচিৎ।
সুপ্রিয়া দেবীর কাছে সকলেই ম্লান হয়ে গেছেন।। অভাবনীয় তাঁর অভিনয় শক্তি।। আমি বুঝে উঠতে পারিনা, কোর্টের মধ্যে সাক্ষী বা আসামীকে জজ সাহেব ও উকিল বাবুরা "তুমি" বলে সম্বোধন করার অধিকার পান কোথা থেকে!!!!!!!!!!!!
They belong to the lower class of our society, sir.
@@sujitroy8864 কিন্তু
কোন ধারায় লেখা আছে
@@manjubose1609
ভারত দেশের সংবিধান তো
ঐসব ম্লান মূঢ় মূক মুখে ভাষা দেওয়ার উদ্দেশ্যেই লিখিত হয়েছে।
কিন্তু এখনও
প্রচুর অলিখিত কানুন আবহমান কাল ধরে বয়ে চলেছে এদেশে। এই বাংলাতেও।
অলিখিত কানুনে যারা নিচু জাত
তাদেরকে সম্বোধন করার সময়
গ্রামাঞ্চলের কোনো চ্যাটার্জি ব্যানার্জি কে
আপনি "তুই" ছাড়া অন্য কিছু বলতে শুনেছেন?
বামুনরা সমাজের বাপ, অলিখিত বাপ।
আমি সিনেমা ভালোবাসি। এখন ৬৫ চলছে। এত ভালো একটা সিনেমা আমার না দেখা ছিল, কিকরে কে জানে!
Me too
ছবি কাকে বলে? এখন কার পরিচালক দেরকে দেখার জন্য অনুরোধ করছি, সত্যিই এরকম ছবি আর হবেনা কখনো। অমি ২ বার দেখলাম ছবিটি যত বার দেখি ততবারই খুব ভালো লাগে 💚
চোখের জ্বল ধরে রাখতে পারলাম না,এমন একটা গল্প অভিনয় মন ভরে উপভোগ করলাম
আমরা জীবনে কিছু অন্যায়, অপরাধ, ভুলভ্রান্তি করে থাকি। কিন্তু যেদিন আমাদের ভুল ভাঙ্গে, সেদিন আর সময় থাকে না, সব শেষ হয়ে যায়। তারপর সুধু সত্যম্ শিবম্ সুন্দরমের পথে এগিয়ে চলা।
সুপ্রিয়া দেবী এবং উত্তম কুমারের অতুলনীয় অভিনয়।
ভারতীয় উপমহাদেশে সবাই উত্তম কুমার কে মহানায়ক হিসেবেই চেনে, এদিকে আমার ভালো লাগতো সৌমিত্র কে। এই মুভিটা আমাকে বুঝালো উত্তমই সেরা, মহানায়ক।
সুপ্রিয়া দেবীর অন্যতম সেরা অভনয়।
কি কমেন্ট করবো ভাষা খুজে পাই না, সব দিক দিয়েই অসাধারণ।
সুপ্রিয়া দেবীর অসাধারণ অভিনয়ে মুগ্ধ হলাম ।
Excellent ovinoy. Uttam Kumar is the best. Osomvob sundor akta movie . Na dekhle jibon britha
মনে হচ্ছে দেখে 2021 এর কোনো well made ছবি দেখলাম bahh উত্তম কুমার❤️❤️
উত্তম কুমার এর সিনেমা ৩১/০৫/২২ সালে এসে দেখা ,,, যায় আসে পাশে অন্য কোনো সিনেমা নেই
কাহিনী টা অসাধারণ ছিলো, সুপ্রিয়া দেবী খুব খুব ভালো অভিনয় করেছেন!
কালজয়ী ঔপন্যাসিক লিও তলস্তয়ের রেজারেকশন উপন্যাস অবলম্বনে 'জীবন জিজ্ঞাসা' সিনেমাটি নির্মিত। দুঃখের বিষয় সিনেমায় প্রথমে এই তথ্যটুকু উল্লেখ করা হয়নি৷
অসাধারণ মুভি,,,, ওনার অনেক মুভি দেখেছি ছোট থেকে এটা দেখা হয়নি,,, সত্যি এরকম কাহিনি অভিনয় উওম কুমার বলেই সম্ভব তবে কিছু কিছু যায়গায় সুপ্রিয়া দেবী সবাইকে ছাপিয়ে গেছেন কোনো কথা না বলেই,,,, অসাধারণ,,,,
অসাধারণ, যত বার দেখি, মনে হয় নতুন করে দেখছি ২০২৪ এসেও আগেও দেখবো❤❤
উত্তম কুমার কি অসম্ভব হ্যান্ডসাম সুপুরুষ ছিলেন।
অসাধারণ। নিখুঁত অভিনয়। মনে থাকবে চিরদিন।
চোখের জল, এই দুর্দান্ত মুভির উপহার।
মানুষ তো নয় বাবু পশু - এর থেকে ভয়ংকর কথা হতে পারে না। আমরা মানুষ নই আমরা পশু।
পরিবেশ মানুষকে অনেক কিছু ভুলে রাখে।মানুষ যদি প্রতেক কাজের ফল হিসাব করে চলে জীবনটা আরও সুন্দর হতো।অনেকের জীবনে হঠাৎ ঘটনা ঘটে যায় লেখক সুন্দর লেখনি দ্বারা উপস্থাপন করেছে
কালজয়ী ঔপন্যাসিক লিও তলস্তয়ের রেজারেকশন উপন্যাস অবলম্বনে 'জীবন জিজ্ঞাসা' সিনেমাটি নির্মিত। দুঃখের বিষয় সিনেমায় প্রথমে এই তথ্যটুকু উল্লেখ করা হয়নি৷
আমার ২৮ বছরের জীবনে এই প্রথম দেখা উত্তম কুমারের ছবি ১/২/২০২২, ফেইসবুক আদালতের অংশটুকু দেখে সম্পূর্ণ ছবি দেখলাম। অসাধারণ সিনেমাটি।
উত্তম-সুচিত্রা অভিনীত 'জীবন তৃষ্ণা'
সিনেমাটি দেখতে পারেন।
আমিও
দারুণ একটা মুভি।
ফেসবুকে এই ছবির আদালতের একটু অংশ দেখে পুরো ছবিটা দেখার ইচ্ছে জাগলো। আজকে দেখলাম।০৫/০১/২০২৩
I cried 😭 what a legendary movie 😭😭
Supriya Debi was her best in this movie. I never forget about this movie. Maybe i just watched my all time favourite movie.
One of the best movie of Uttom Kumar.
Uttam kumar is like mount evarest..... Ei chobi te lokkhonio Or english uccharan ta sunun after came from London🇬🇧
অসম্ভব রকমের ভালো একটা ছবি
আমি শ্যামল মিত্রের গানের কথা বলবো। এক কথায় অসাধারণ।
Jatobar dekhi oner avinoy satti mughdha hoye jai.....amader bangla chalochhitra jagath k uni ja diye gachen....tar vashay kono bakhha hoy na....evergreen excellent actor...🙏🙏
অসাধারণ কাহিনি। বাস্তব ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।
কী অসাধারণ অভিনয় !!!!
সবাই শুধু উত্তম কুমার উত্তম কুমার করছে অথচ এই ছবির সবচেয়ে অসাধারণ অভিনয় করেছে সুপ্রিয়া দেবী।
সিনেমাটা কালজয়ী ঔপন্যাসিক লিও তলস্তয়ের উপন্যাস রেজারেকশন অবলম্বনে নির্মিত। কিন্তু দুঃখের বিষয় সিনেমায় এই তথ্যটি উল্লেখ করা নাই৷
Ei movie aageo dekhe chhi. Pore abar dekhbo. It's too agonising. I am not skipping out of ignorance of good Bengali movies.
দেখেও কেন যেন বারবার টানে এই অসাধারণ মুভিটা 🙁🙁
Eibar line diye Uttam Kumar er boi dekhbo. Sotti Mahanayak 🙌
সুপ্রিয়া দেবীর অনন্য অভিনয় ৷ ক্লাসিক৷ তার সাথে উত্তম বাবু৷ অনন্য জুটি৷
আফসোস.....! আধুনিক প্রযুক্তি।মহানায়কের স্পর্শ পেলোনা। বঞ্চিত হলাম আমরাও।
Right
Extraordinary acting by Uttam Kumar and Supriya Devi. ❤ for them.
আজও নতুন ,কি অসাধরণ মহানায়ক