তবে কি হাসিনা শাসন আমলে কোন বিষয়ে যেমন গুম, খুন,সীমান্ত হত্যা বা ভোট চুরির মতো ঘটনার নীরব থেকেছেন। নীরবতা সম্মতির লক্ষন।তাই মুখরোচক কথায় কিছু দুর্গন্ধ পাই।
ফিলিস্তিনের মত সব ধ্বংস হয়ে তারপরে বাঙালিরা হতো স্বাধীনতা চেষ্টা করতো অন্য কোন দেশের সাথে স্বাধীনতার দিয়ে দিতো এবং বাঙালিদের বাঙালি যুদ্ধ করতো এখন যেমন করতেছে
উনি একজন বাটপার! ঝোপবুঝে কুপ মাড়েন। উনি নিজেও জানেন মুক্তিযুদ্ধে ভারত সাহায্য না করলে বাঙালি দাঁড়াতেও পারতো না তারপরও জেনে বুঝে এখন বয়ান ঝেড়েছেন। শোনেন মিঞারা ভারত ৩ ডিসেম্বর যুদ্ধে অংশগ্রহণ করার আগে বাংলাদেশের কোন অঞ্চল স্বাধীন হতে শোনেছেন আপনারা? বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর ৬ তারিখ শত্রুমুক্ত হয়। ভারত যুদ্ধে অংশগ্রহণের ৩ দিনের মধ্যে প্রথম বিজয় আসে আর ১৩ দিনের মধ্যে দেশ স্বাধীন হয়। আমি মুক্তিযোদ্ধাদের খাটো করার জন্য বলছি না এগুলো, আপনাদের বাস্তবতা বুঝতে হবে। একটা শক্তিশালী সামরিক বাহিনীর সাথে যুদ্ধ করে থ্রি নট থ্রি রাইফেলে জেতা যায় না। বিমান- নৌ সাথে আর্টিলারি লাগে।
ভাই জান কথাটা সত্য না এই কথা গুলো যদি আগের সরকারের সময় বলতেন তা হলে এই স্যার কে আর জীবিত অবস্থা পাওয়া যেতো না,এই টা আপনি ভালো করেই জানেন, আমি নিজের তখন গ্রামের বাড়িতে ছিলাম, আমার মনে আছে কি অবস্থায় এই গ্রাম থেকে ঐ গ্রামে পালিয়েছি জীবন বাঁচাবার জন্য, আপনি স্যারের কথা গুলো কে অশিকার করে তামাশা করছেন।
সঠিক বলেছেন যিনি হাসিনা শাসন আমলে কোন বিষয়ে যেমন গুম, খুন,সীমান্ত হত্যা বা ভোট চুরির মতো ঘটনার নীরব থেকেছেন। নীরবতা সম্মতির লক্ষন।তাই মুখরোচক কথায় কিছু দুর্গন্ধ পাই।
সব দিক ওসমানী, ভাসানীকে আটকাইছে ভারত। এমনকি মুক্তিযোদ্ধাদের মারছে ভারত। বঙ্গবীর কাদেরিয়া বাহিনী এর হোতা। স্বাধীনতার পর ক্ষমতায় বসতে না পারে। নিজের মুজিব কে বসাতে পারে।
Jamati jihadi ra Pakistan ke support kore tai tara indiar birodhita kore sudhu dharmer karone. Tara india ke hindu rastra vabe kintu india te toder theke besi muslim ache
ইদানীং কালের কলকি সিদ্ধ গাঞ্জাখোর ইতিহাস বিদ গন খুব দরিদ্র শ্রেণীর। ইদানীং বাংলাদেশের কিছু শয়তান শকুন শকুনিরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে নির্লজ্জ ভাবে নিরন্তর ধর্ষণ করছে প্রতিনিয়ত৷ আগে ইতিহাসের পাঠক হিসেবে পাঠশালায় যান। তারপরে উচ্চ স্তরে যান। তারপর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলেন। আমি নিশ্চিত আপনারা কখনো ইতিহাসের পাঠক নন ও পাঠশালায় যাননি।।
১৯৭১ সালে আমরা স্বাধীনতা লাভ করেছি এটাই সবচেয়ে বড় কথা। ভারত সহায়তা করেছে এজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ তাদের প্রতি। কিন্তু ভুলে গেলে চলবেনা যে, ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে তাদের স্বার্থে এবং তখন বাংলাদেশকে সহায়তা করতে না এলে বাংলাদেশ স্বাধীন হতো ঠিকই, হয়তো কিছুদিন সময় বেশি লাগতো।
স্বাধীন হয়তো ঠিক হইবো উনারা সাহায্য না করলে কিভাবে মুক্তিযোদ্ধারা থাকতে কোথায় কোথায় আশ্রয় নিত 2 কোটি মানুষকে কে খাওয়াতো তাদের কি আশ্চর্য মুক্তিযোদ্ধারা কোথায় অস্ত্র পেত কে অশ্র দিত পাকিস্তান থেকে ?
এটাকে বলে ডবল দেশপ্রেমিক ------ ০১) এরা স্বাধীনতার চেতনার বুদ্ধিমান বুদ্ধিজীবি। কিন্তু এখন কিছুটা ০২) আওয়ামী বিরোধী দেশপ্রেমিক। হাসিনা থাকতে অথবা গত ৫৩ বছরে জেনারেল ওসমানীর নাম কারো মুখে কেউ শুনেছে। আওয়ামী লীগ খুব ভালভাবে জানে একমাত্র মুজিব সবকিছু করেছে, মুজিব পাকিস্তানের কারাগারে থেকে মুক্তি যুদ্ধ করেছে, তাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী। আর আওয়ামী লীগ ছাড়া অন্যরা তাদের মত বলেছে, অথচ জেনারেল ওসমানীর কোন অবদান, কোন ভুমিকা কেউ বলে নাই, এমনকি বিএনপিও। কারন ক্ষমতায় থাকতে হলে মুক্তি যুদ্ধের সব গল্পে নিজেদের ভুমিকা বেশি দেখাতে হবে। মুক্তি যুদ্ধে মুজিব এবং জিয়ার অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ------ এটা কোন স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন লোক অস্বীকার করবে না, কিন্তু রাজনৈতিক সুবিধার জন্য আওয়ামী লীগ আর বিএনপি উভয়ের কেউ জেনারেল ওসমানীকে সন্মানিত করা তো দুরে থাক, ইতিহাসের কোথাও রাখে নাই, এখন অনেকে জেনারেল ওসমানীর নাম শুনে অবাক হয়ে যায়। এখন কেন সবাই মুখ খুলেছে ----- কারন এবার প্রকাশ্যে ভারত যে বয়ান (বক্তব্য) দিচ্ছে এতে ওসমানীকে সামনে না আনলে নিজেদের ইজ্জত ঠেকানো যায় না। মুক্তি যুদ্ধের সব অর্জন হাতছাড়া হয়ে যায়। তাহলে জনগনের কাছে যদি ১৯৭১ এর বিজয় যদি আমাদের মনে না হয় আর ভারতের বিজয় হয়, তাহলে নগদ ২০২৪ এ আন্দোলন হয়ে যায় নিজেদের অর্জন, আর ক্রেডিট চলে যায় ছাএ জনতার হাতে। একেই বলে আল্লাহ পাকের বিচার।
মুক্তিযুদ্ধ চলেছেই ভারতের সামরিক সাহায্যে ও অস্ত্রে, সেই সঙ্গে বাংলাদেশের উদ্বাস্তুদের ভারতে আশ্রয় দিয়ে । বাংলাদেশের মতো অকৃতজ্ঞ জাতি পৃথিবীতে বিরল ।
স্যার আমি আপনাকে সেই ছোট্ট বেলা থেকে দেখে আসছি আজ ও আপনাকে সত্য সুন্দর কথা বলার জন্য ভালো লাগে,,, আমরা অন্যায় ভাবে শুধুমাত্র ভারত নয় মিয়ানমারের আগ্রাসন চাই না কিন্ত 1971 সালের ভারত এক কোটির উপরে লোকদের আশ্রয় না দিলে বঙ্গোপসাগর নয় আরো কোথাও গিয়ে রেহাই পেতো না আরো অর্ধকোটি লোক বেশী মারা যেতো তাই সব কিছুতেই ভারত বিদ্বেষী বন্ধ করে তাদের ভালো মন্দ দুই বিচার করতে হবে,,,, আসুন আমরা দেশকে বর্ণ গোত্র ধর্ম জাতির ঊর্ধ্বে গিয়ে চিন্তা করে সবাই ভালবেসে সঠিক সৎ পথে এগিয়ে যেতে হবে,,, বর্তমানে দেশকে অনেকেই অবুঝ বিপদের মুখে ঠেলে দিচ্ছে এখন থেকে সাবধান না হলে আরো অনেক সংকটে দেশ পড়বে,,, মহান আল্লাহ্ আমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করুন ( আমীন)
ওনাকে সম্মান করি। বাংলা সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা তিনি। কিন্তু খুব আক্ষেপের বিষয়, গত ১৬ বছরে খুনী হাসিনার স্বৈরাচারী শাসন আমলে একটা কথাও বলেন নি। তারপরও অনেক দিন পর একটা সত্য তুলে ধরেছেন। ধন্যবাদ স্যার আপনার শুভ বোধোদয় হওয়ার জন্যে।
প্রথমত আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি গত ১৬ বছরে কই ছিলেন? আপনি বিগত সরকারের কয়টা অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন? উনাকে জিজ্ঞেস করার আগে আপনি নিজেকে প্রশ্ন করেন । দ্বিতীয়ত তিনি বয়সে অনেক বড় । সারা জীবন বিতর্কহীন জীবনে অনেক কিছু করেছেন । এখন উনার অবসরের সময়। এসব সেমিনারে নিশ্চয়ই তিনি নিজে সেধে পরে আসেননি । তাঁকে ধরে বেঁধে আয়োজকরা নিয়ে এসেছেন, এব্যাপারে আমি নিশ্চিত । আওয়ামী লীগের সরকার চলে গিয়েছে বলেই চামে পরে উনি গলাবাজি করতে এসেছেন এটা ভাবার কোন কারণ নাই। আপনি হয়তো জানেন না শেখ সেলিম বেশ কয়েক বছর আগে উনাকে খুব তুচ্ছ নিয়ে খুব হয়রানি করেছিলে। এমনকি পার্লামেন্টে দাড়িয়ে ওই শেখ সেলিম , স্যারের নামে আজেবাজে কথাও বলেছিলে আর তাকে পুলিশ দিয়ে হয়রানী করার প্রকাশ্য হুমকি দিয়েছিল। অথচ, সেলিম ঢাকা কলেজে স্যারের ছাত্র ছিল । কতো বড় বেয়াদপ সে ভেবে দেখেন। স্যার শেখ সেলিমের ব্যবহারে খুবই কষ্ট পেয়েছিলেন। তারপর থেকে তিনি একদম মিডিয়াতে আর আসেন না। হয়তো হুমকি ধামকিও পেয়েছেন তাই।
@nusratfattah1000 আমার থাকা না থাকাতে দেশের কিছু যায় আসে না। কারন আমি অতি নগন্য মানুষ, আমি কিছু বললেও পরিবর্তন হবে না, না বললেও কোন পরিবর্তন হবে না। কিন্ত স্যার গুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ। দেশের অমূল্য রত্ন। স্যার ঐসময় কিছু বললে অন্তত এত গুম খুন অথবা স্বেছাচারিতা করতে হাসিনা সরকারকে আরো ভাবতে হতো। কারণ, দেশের সংকটাপন্ন অবস্থায় দেশকে স্থিতিশীল করতে বুদ্ধিজীবীদের ভুমিকা অপরিসীম। ভালো থাকবেন।
আপনাদের সবাইকে একান্তই অনুরোধ এই ভারত ভারত ভারত ভারত ভারত ভারত ভারত ভারত ভারত ছেড়ে এবার প্রগতির পথ ধরেন দেখিয়ে দিন বিশ্বকে ও ভারতকে যে আপনারা শিক্ষা চিকিৎসা ব্যবসা সামাজিক ন্যায় ও অধিকার ক্ষুধা সব ব্যাপারে একাই পথ চলতে পারেন আর দয়া করে নিজেকে বাঙালি বলবার আগে নাম পারসিক এবং আরবিক নামগুলো বদলান এগিয়ে চলুন জীবনে উন্নতি করে দেখুন জাতিকে এগিয়ে নিয়ে যান দেখি আপনাদের মধ্যে কত প্রতিভা আছে
আমরা যেমন আরবি পড়তে জানি - আবার চন্ডিদাস/চর্যাপদ/মহাভারত ও পড়ি. আমাদের বাচ্চারা যেমন কাওয়ালি গাইতে জানে - তেমনি ভারত নাট্যম ও নাচতে জানে. আমাদের এই ঔদার্য অনুধাবন করতে না পারা আপনাদের অপারগতা আর সংকীর্ণ মনের পরিচয়. প্রেসক্রিপশন দেবেন না দয়া করে, আমরা কারো (বিশেষ করে ভারতের) খাইওনা বা পরিওনা.
@manob7 ভালোই লিখেছিলেন কিন্তু ভারতের খাইওনা পরিও না লিখতেই বোঝা গেল আপনি শিক্ষিত কিন্তু প্রকৃত মানুষ হয়ে ওঠেননি। ট্রাক ভর্তি আলু পেঁয়াজ মাছ ওষুধ কি না খাচ্ছেন ভারত থেকে সুতো না গেলে আপনার পরনের জামা কাপড় টিও তৈরি হবে না বাংলাদেশে। আপনি সংকীর্ণ মানসিকতায়ই পরিচয় দিলেন এবং আপনারা যে বেইমান জাতি সেটা আবার প্রমাণিত করলেন। মানসিকভাবে সুস্থ হয়ে উঠুন ভারত বিরোধিতার অন্ধত্ব ছেড়ে এগিয়ে এসে বাংলাদেশকে আবার সোনার বাংলা গড়ে তুলুন যাতে আমরা 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে গর্বিত বোধ করতে পারি
দিন শেষে এই পৃথিবী হবে মিথ্যার সৃষিটকর্তা বলেছেন ,,তোমরা সমান্য কিছুদিন উপভোগ করে নাও অবশেষে আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে" আমরা সৎ থাকার প্রশনে সবাই যেন ইমান নিয়ে যেতে পারি।
স্যার ভারতের প্রচুর বই স্কুল কলেজ লাইব্রেরি গুলো তে পড়াতে বাধ্য করেছেন, এখন সুর পালটে হুস ফিরে এলো! কিন্তু ভারত বন্ধনা আপনিও কম করেন নি, তরুণ প্রজন্মের মগজে ঢুকানো দায়িত্বে আপনি ছিলেন, এবং ভালোই ভুমিকা পালন করেছেন। শেষ বয়সে তওবা করেন দেশ বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য আল্লাহর কাছে, এবং দেশবাসির কাছে ক্ষমা চান, খালি সুবিধা নিতে হাজির হয়েন না। যারা করতালি দিচ্ছে,আমি চ্যলেঞ্জ করব তারা জানেনা আপনার ভুনিকা কী ছিল? গত সরকারের আমলে! ধন্যবাদ
যে সব বুদ্ধিজীবীরা গত ১৫বছর কথা বলেননি ভাল করেছেন । তাহলে তাদেরকেও ডঃ ইউনুসের মত দেশ থেকে বিতারিত করা হত নতুবা নাটক সাজিয়ে মেরে ফেলা হত । দেশ এমনিতেই বুদ্ধিজীবী আর নেতা শুণ্য হয়ে পড়েছে। গত ১৫ বছর চাকুকীরী ছাড়া আর কিছুই তৈরী হয় নাই যারা দেশকে সত্যিকারের নেতৃত্ব দিতে পারবে ।
Sir,আপনাকে খুবই শ্রদ্ধা করি। কিন্তু আপনার কথার প্রেক্ষিতে দুটো কথা বলতে চাই। আপনার এই কথায় ভারত সম্পর্কে অবজ্ঞা প্রকাশ পাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সীমাহীন দেশপ্রেম, সাহসিকতা এবং অদম্য জেদ এবং জাত্যাভিমান, এর কোন তুলনা হয়না ।আমরা এপার বাংলার বাংগালীরা আবেগে উদ্বেলিত হয়ে উঠেছিলাম সেই সময়ে। আপনাদের সংগ্রামে আমরা একাত্ম বোধ করেছিলাম। কিন্তু ভারতের সাহায্য সেটা আপনি কি করে অস্বীকার করতে পারেন। কি ভাবে সন্দেহ প্রকাশ করতে পারেন ? ভারত দিনের পর দিন, মাসের পর মাস এক কোটির উপর শরণার্থীকে আশ্রয় দান করে খাদ্যের সংস্থান করে দিয়েছিল। মনে রাখবেন ভারত সেই সময়ে খাদ্যে বা অর্থনৈতিক ভাবে সাবলম্বী ছিলনা । তা সত্ত্বেও ভারত মানবিকতার দিক থেকে আপনাদের সাহায্য করতে এগিয়ে গিয়ে ছিল। এছাড়া অস্ত্র দিয়ে মুক্তি যোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ দিয়েছিল যাতে সুশিক্ষিত পাকিস্তানি বাহিনীর সাথে লড়াই করতে পারে আর সর্বপরি ভারত তার নিজের তিন হাজার এর উপর বীরশ্রেষ্ঠ সন্তান কে আপনাদের জমিতে হারিয়েছে অন্যের যুদ্ধ করতে গিয়ে। এ সব কিছুই ভুলে গিয়ে বলছেন ভারত সাহায্য না করলেও বাংলাদেশ জিতত। হয়তো জিতত । নাও জিততে পারত। ভারত সাহায্য করার পরেও আপনাদের ৩০লক্ষ মানুষ শহীদ হয়েছিল যাদের কে আমরা নমন করি হৃদয় থেকে আর যদি ভারত না থাকত! তাহলে আরো কত শহীদ হত? আরো কত বছর লাগত ? সিরিয়া তে দেখলেন ত দেশটার কি অবস্থা ।প্যালেস্টাইন বা নিদেনপক্ষে ইউক্রেন এর অবস্থা দেখতে পাচ্ছেন?সেই সময়ে অমেরিকা এবং চিন পাকিস্তানের সমর্থনে ছিল এটা ভুলবেন না। বুঝতে পারছেন কোন বড় শক্তির বিরুদ্ধে লড়তে গেলে আর একটা বড় শক্তিকে যদি পাশে না পাওয়া যায় তার পরিণতি কি হতে পারে। ঠিক আছে আপনাদের কথা মত মতলববাজ ভারত পাশে থেকে বিগত ৫৫বছরে আপনারা যে অগ্রগতি করেছেন ভারত কে বাদ দিয়ে আগামীদিনে কতটা এগোবেন তার তুল্যমূল্য বিচার একদিন ইতিহাস করবে। সবশেষে মাস্টারমশাই (আপনাকে মাস্টারমশাই বলতে ভালো লাগে কারন আপনার you tube video গুলো দেখে আপনাকে আমি মাস্টারমশাই এর আসনে বসিয়েছি)আপনার মত বিচক্ষন ব্যক্তি ওসমানী সাহেব কি বলেছেন বলে দায়িত্ব এড়াতে পারেন কি যদি না আপনার মধ্যে সে বিশ্বাস টা সঞ্চারিত হয়ে না থাকে? শেষ করলাম। ধৃষ্টতা মার্জনা করবেন। সশ্রদ্ধ প্রণাম নেবেন॥
Bhai, amra tumader abodan ke ashikar korina, problem hoche tumra tumder sharthe agie eshecile. Binimoy ar koto Chao? Akta fascistke avoidho vabe power e rekhe tumra Bangladesh ke lut korecho. Akhono chao tumader sebadash fire ashuk. Enough is enough
Sayeed sir deny korlo kun jaighay? Tini boltesen je India er Direct Military involvement charao desh freedom paito kintu Seita arektu lomba hoto war ta.. Sara Bangladesh er manush e tu India ke onek credit dei war er bisoye in return Ki pailo India theke? Insult, aggression? Empiralism?
Mia - bharat bodanyotar jonno Muktijoddhader help korey nai. Simple selfish strategy of splitting Pakistan to reduce the threat down to one side. You can thank Indira who was a cold-hearted woman. For 53 years - India enjoyed a captive market worth tens of billions every year in Bangladesh - that is not reason enough to help?? The decision by Indian generals to claim this as an India-Pakistan war of 14 days (not nine months) and not have Osmani as a signatory sealed India's fate forever in Bangladesh. India is an enemy of Bangladesh now. If India spilt the blood of 3000 soldiers, we spilt the blood of at least 3 lakh, if not more. Only country in the world which sacrificed so many lives for the love of our language - Bangla. What have the Bengalis of Kolkata done? How many drops of blood have they spilled?
@@pmam4241 এই সন্দেহটাকেই অবজ্ঞা করা বলে। এইটুকু বোঝার মত জ্ঞান সবারই আছে। এটা প্রকাশ পাচ্ছে যে উনি sure নন। এই কথার অবতারনা করাটাই ভারতকে নিচু ছোখে দেখা বা ভারতের অবদান কে সঠিক মুল্যায়ন না করা। এইটাই বলার।
আপনাকে এত্ত ভালবাসি, এত্ত ভালবাসি যে বলতে পারব না কিন্তু শ্রদ্ধা করারা জন্য একজন বুদ্ধিজিবীর যা যা গুণ থাকা প্রয়োজন তা কি আপনার আছে। আপনি কি পেরেছিলেন গত ১৫ বছরে একটা কথা বলতে? পারতেন না চাইলে? কি এমন হারাতেন যদি বলতেন? আমি জাজমেন্টাল হতে চাচ্ছিনা, কিন্তু আপনি চাইলে জবাবদিহী করতে পারেন, আমাদের কাছে না হলেও অন্তত; আয়নার সামনে!
সেটাইতো নয় মাস সাস্টেইন করছে এমন একটা ব্রুটাল ফোর্সেস এর সাথে, আর না হয় কিছুদিন লাগতই। বাই দেন পাকিস্তানি ফোর্স একজস্টেড হয়ে গিয়েছিলো, ইন্ডিয়ান আর্মি সেই সুবিধাটা নিয়ে ক্রেডিট নিচ্ছে। নিসন্দেহে ভারত আমাদের সাহায্য করেছে, কৃতজ্ঞতা সে জন্যে, কিন্তু শুধুই নিজেদের প্রয়োজনে, মানবিক ব্যপারটা গৌণ এখানে ।
আপনাদের মানসিক রোগের জন্য দেশের এই অবস্থা ভারত পাকিস্তানের পতিতাগিরির জন্য আমাদের হাতে আমাদের রক্ত ।নয়তো আমাদের হাতে ভারত পাকিস্তানের রক্ত থাকতো । আমাদের দেশের যুদ্দারা ভারত পাকিস্তানের রক্ত নিয়েছি কিন্তু রাজনৈতিবিদরা পাকিস্তান ভারতের পক্ষে গিয়ে এদেশের মানুষের রক্ত ঝরিয়েছে এটাই বাস্তবতা । ৪৭ ,৭১ ,২৪ এইসকল ভুলের ই ধারাক্রম । এখন আসি ভারত কিভাবে সাহায্য করেছে ? ভারততো সাহায্যের লক্ষ নিয়ে করে নাই ? তাহলে কিভাবে সাহায্য বলবেন ?
সাহায্য বলতে কি ধরণের সাহায্য! যুদ্ধের শুরুতেই ১ কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, বাকিটা আর না বললাম। ভারত প্রতিবেশী দেশ হিসেবে যা করে গিয়েছে তা অনেক ক্ষেত্রে অন্যায় হয়েছে, কিন্তু তা বলে মুক্তিযুদ্ধের সময় ভারতের সাহায্য অস্বীকার করাটা একটা কৃতঘ্ন টাইপের কথা। যেটা যখনের জম্য প্রযোজ্য তাই বলা উচিত!
বিপদের দিনে সাহায্য দুরের কথা, একজনের এতকটু শান্তনাও ভালো লাগে। তা শক্তি আর সাহস যোগায়। আর শত্রুরা হাঁসে। সেখানে ভারত আমাদের সার্বিক সাহায্য করেছে। জয়ী হয়ে যেতাম আর জয়ী হয়েছি এক কথা নয়। ভারত এখন যদি আমাদের উপর দাদাগীরি করে তবে আপনার যোগ্যতা দিয়ে কৌশলে এরিয়ে চলুন। কিন্তু অকৃতজ্ঞতার মত কথা বলার জান্য আপনাকে ধিক্কার জানাই।
ভাই আলোকিত মানুষ, অনেকদিন পর আপনাকে দেখলাম ।এতদিন কোথায় ছিলেন? ছেলেদের পাশে তো দেখলাম না। এখন আবার মূল্যবান সব জ্ঞান দিতে এসেছে ন। এই আপনাদের পেশা আপনাদের পেশা, চালিয়ে যান। সংকটের সময় ঘাপটি মেরে বাসায় বসে চা খান, সমস্যা সংকট চলে গেলে আবার জ্ঞান দিতে আসেন। দারুন বুদ্ধিমান আপনারা বুদ্ধিজীবীরা এক ধরনের কচ্ছপ ।
অজানা ইতিহাস থেকে জাতির সামনে সত্যকে তুলে ধরার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
স্যার,আপনাকে সত্য কথা বলার জন্য ধন্যবাদ
তোমার মত এক শ্রেনীর কমেন্টকারী আছে যে যাই বলুক স্যার আপনি সত্য কথা বলেছেন। বাস্তবতা সম্পর্কে কোন জ্ঞান থাক আর না থাক।
উনি ভয়ে বা অস্তিত্ব টিকিয়ে রাখতে বর্তমান ভারতবিরোধি হাওয়ায় গা ভাসিয়েছে মাত্র
ভারত পাশে না দাঁড়ালে বাংলাদেশ আজও ফিলিস্তিনিদের মত বেওয়ারিশ হয়ে থাকতো
ভারত পাশে না দাঁড়ালে বাংলাদেশ আজও বেলুচিস্তান হয়েই থাকতো
অস্তিত্ব টিকিয়ে রাখতে বর্তমান ভারতবিরোধি হাওয়ায় উনি গা ভাসিয়েছে মাত্র
আপনার কথা সবসময়ই মূল্যাবান ও আকর্ষনীয়। আল্লাহপাক দেশ ও জাতির কল্যানে নেক হায়াত দারাজ করুন।
তবে কি হাসিনা শাসন আমলে কোন বিষয়ে যেমন গুম, খুন,সীমান্ত হত্যা বা ভোট চুরির মতো ঘটনার নীরব থেকেছেন। নীরবতা সম্মতির লক্ষন।তাই মুখরোচক কথায় কিছু দুর্গন্ধ পাই।
ফিলিস্তিনের মত সব ধ্বংস হয়ে তারপরে বাঙালিরা হতো স্বাধীনতা চেষ্টা করতো অন্য কোন দেশের সাথে স্বাধীনতার দিয়ে দিতো এবং বাঙালিদের বাঙালি যুদ্ধ করতো এখন যেমন করতেছে
স্যার, অবশেষে সত্য কিছু বলার জন্য ধন্যবাদ
উনি দেশের একজন খুবই সন্মানীয় ব্যক্তি, কিন্তু ১৫ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার কোনো কথা বলতে শুনিনি।
ঠিক বলছেন এতদিন লুকিয়ে ছিল সুযোগ বুজে গর্ত থেকে উঁকি দিচ্ছেন
আমিও এমন আশা করে ছিলাম কিন্তু গত ফ্যাসিবাদ সরকারের আমলে একটা কথাও বলেন নী।
উনি একজন বাটপার! ঝোপবুঝে কুপ মাড়েন। উনি নিজেও জানেন মুক্তিযুদ্ধে ভারত সাহায্য না করলে বাঙালি দাঁড়াতেও পারতো না তারপরও জেনে বুঝে এখন বয়ান ঝেড়েছেন। শোনেন মিঞারা ভারত ৩ ডিসেম্বর যুদ্ধে অংশগ্রহণ করার আগে বাংলাদেশের কোন অঞ্চল স্বাধীন হতে শোনেছেন আপনারা? বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর ৬ তারিখ শত্রুমুক্ত হয়। ভারত যুদ্ধে অংশগ্রহণের ৩ দিনের মধ্যে প্রথম বিজয় আসে আর ১৩ দিনের মধ্যে দেশ স্বাধীন হয়। আমি মুক্তিযোদ্ধাদের খাটো করার জন্য বলছি না এগুলো, আপনাদের বাস্তবতা বুঝতে হবে। একটা শক্তিশালী সামরিক বাহিনীর সাথে যুদ্ধ করে থ্রি নট থ্রি রাইফেলে জেতা যায় না। বিমান- নৌ সাথে আর্টিলারি লাগে।
তুমি বলেছিলে?
উল্টা বিজেপির ব্রাহ্মণ্য বর্ণবাদের দালালী করেছেন।
বুদ্ধিজীবীদের খোলস বদলের মৃদু পন্থা।
ভাই জান কথাটা সত্য না এই কথা গুলো যদি আগের সরকারের সময় বলতেন তা হলে এই স্যার কে আর জীবিত অবস্থা পাওয়া যেতো না,এই টা আপনি ভালো করেই জানেন, আমি নিজের তখন গ্রামের বাড়িতে ছিলাম, আমার মনে আছে কি অবস্থায় এই গ্রাম থেকে ঐ গ্রামে পালিয়েছি জীবন বাঁচাবার জন্য, আপনি স্যারের কথা গুলো কে অশিকার করে তামাশা করছেন।
সঠিক বলেছেন
যিনি হাসিনা শাসন আমলে কোন বিষয়ে যেমন গুম, খুন,সীমান্ত হত্যা বা ভোট চুরির মতো ঘটনার নীরব থেকেছেন। নীরবতা সম্মতির লক্ষন।তাই মুখরোচক কথায় কিছু দুর্গন্ধ পাই।
ভারতের সাহায্য ছাড়া জয়ী হলে-ভারতের দাদাগীরি থেকে বেঁচে যেতাম।।।।
হলের প্রশ্ন নেই, কারণ ভারতের সাহায্য ছাড়া জয়ী হতেন না ।
সব দিক ওসমানী, ভাসানীকে আটকাইছে ভারত।
এমনকি মুক্তিযোদ্ধাদের মারছে ভারত। বঙ্গবীর কাদেরিয়া বাহিনী এর হোতা। স্বাধীনতার পর ক্ষমতায় বসতে না পারে। নিজের মুজিব কে বসাতে পারে।
যদি জয়ী না হতেন?
কিন্তু যারা মানসিক দাসত্বের শিকার তারা তা বোঝেনা।
@@ronydu5429 Hotam . Kono doubt nai
জেনারেল ওসমান গনী জাতীর শ্রেষ্ঠ সন্তান ❤❤❤❤
চরম সত্য কথা বলার জন্য ধন্যবাদ স্যার ইতিহাস সাক্ষী ভারত আমাদের কোন দিন বন্ধু ছিল না।
মুক্তিযুদ্ধ চলেছেই ভারতের সামরিক সাহায্যে ও অস্ত্রে, সেই সঙ্গে বাংলাদেশের উদ্বাস্তুদের ভারতে আশ্রয় দিয়ে ।
Bandhuk paiten kothai
Jamati jihadi ra Pakistan ke support kore tai tara indiar birodhita kore sudhu dharmer karone. Tara india ke hindu rastra vabe kintu india te toder theke besi muslim ache
@@BuntyGhosh-j3m ওসমানীর মারভোদা থেইকা বাইর হইতো অস্ত্র তখন!!
ইদানীং কালের কলকি সিদ্ধ গাঞ্জাখোর ইতিহাস বিদ গন খুব দরিদ্র শ্রেণীর। ইদানীং বাংলাদেশের কিছু শয়তান শকুন শকুনিরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে নির্লজ্জ ভাবে নিরন্তর ধর্ষণ করছে প্রতিনিয়ত৷ আগে ইতিহাসের পাঠক হিসেবে পাঠশালায় যান। তারপরে উচ্চ স্তরে যান। তারপর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলেন। আমি নিশ্চিত আপনারা কখনো ইতিহাসের পাঠক নন ও পাঠশালায় যাননি।।
১৯৭১ সালে আমরা স্বাধীনতা লাভ করেছি এটাই সবচেয়ে বড় কথা। ভারত সহায়তা করেছে এজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ তাদের প্রতি। কিন্তু ভুলে গেলে চলবেনা যে, ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে তাদের স্বার্থে এবং তখন বাংলাদেশকে সহায়তা করতে না এলে বাংলাদেশ স্বাধীন হতো ঠিকই, হয়তো কিছুদিন সময় বেশি লাগতো।
জেনারেল ওসমানী সঠিক কথা বলেছেন।
স্বাধীন হয়তো ঠিক হইবো উনারা সাহায্য না করলে কিভাবে মুক্তিযোদ্ধারা থাকতে কোথায় কোথায় আশ্রয় নিত 2 কোটি মানুষকে কে খাওয়াতো তাদের কি আশ্চর্য মুক্তিযোদ্ধারা কোথায় অস্ত্র পেত কে অশ্র দিত পাকিস্তান থেকে ?
ভারতের সাহায্য না নেওয়াই উচিৎ ছিল
আপনাকে অনেক দিন পরে দেখলাম
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
আমীন
ঠিক বলেছেন, হয়তো স্বাধীনতা লাভে দেরী হতো কিন্তু বিজয় আমরা পেতাম
দেশ বরেণ্য ভারতপ্রেমী স্যারের এখন চৈতন্য ফিরে আসতেছে!!
Taw valo
এটাকে বলে ডবল দেশপ্রেমিক ------
০১) এরা স্বাধীনতার চেতনার বুদ্ধিমান বুদ্ধিজীবি।
কিন্তু এখন কিছুটা
০২) আওয়ামী বিরোধী দেশপ্রেমিক।
হাসিনা থাকতে অথবা গত ৫৩ বছরে জেনারেল ওসমানীর নাম কারো মুখে কেউ শুনেছে। আওয়ামী লীগ খুব ভালভাবে জানে একমাত্র মুজিব সবকিছু করেছে, মুজিব পাকিস্তানের কারাগারে থেকে মুক্তি যুদ্ধ করেছে, তাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী।
আর আওয়ামী লীগ ছাড়া অন্যরা তাদের মত বলেছে, অথচ জেনারেল ওসমানীর কোন অবদান, কোন ভুমিকা কেউ বলে নাই, এমনকি বিএনপিও।
কারন ক্ষমতায় থাকতে হলে মুক্তি যুদ্ধের সব গল্পে নিজেদের ভুমিকা বেশি দেখাতে হবে।
মুক্তি যুদ্ধে মুজিব এবং জিয়ার অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ------ এটা কোন স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন লোক অস্বীকার করবে না, কিন্তু রাজনৈতিক সুবিধার জন্য আওয়ামী লীগ আর বিএনপি উভয়ের কেউ জেনারেল ওসমানীকে সন্মানিত করা তো দুরে থাক, ইতিহাসের কোথাও রাখে নাই, এখন অনেকে জেনারেল ওসমানীর নাম শুনে অবাক হয়ে যায়।
এখন কেন সবাই মুখ খুলেছে ----- কারন এবার প্রকাশ্যে ভারত যে বয়ান (বক্তব্য) দিচ্ছে এতে ওসমানীকে সামনে না আনলে নিজেদের ইজ্জত ঠেকানো যায় না। মুক্তি যুদ্ধের সব অর্জন হাতছাড়া হয়ে যায়। তাহলে জনগনের কাছে যদি ১৯৭১ এর বিজয় যদি আমাদের মনে না হয় আর ভারতের বিজয় হয়, তাহলে নগদ ২০২৪ এ আন্দোলন হয়ে যায় নিজেদের অর্জন, আর ক্রেডিট চলে যায় ছাএ জনতার হাতে।
একেই বলে আল্লাহ পাকের বিচার।
Redemption bhalo jinish. Sheshboyoshey Sir er chetona byabsha bishorjon dewar shujog.😀
@manob7 হাহা...ভালো বলছেন ভাই।
সুযোগ সন্ধানী
বাংলাদেশের মানদণ্ডে একজন ব্যক্তি যত বেশি অনৈতিক, তত বেশি ভালো।
সুসময়ের কোকিল, এ স্যার
সত্য বলার জন্য ধন্যবাদ।
পল্টিবাজরা অনুকরনীয় নয়। 🎉🎉🎉🎉
স্যার সঠিক তথ্য বলার জন্য, আপনাকে আন্তরিক ধন্যবাদ ❤❤❤🫡🫡🫡🫡
গর্ধব বক্তার বক্তব্য শুনলে গর্ধব হয়ে যেতে হবে
এই পিছনে কেজি পেয়ারা ভরে দেব আয়
It's a impartial comments from a wise person.
এতদিন কোথায় ছিলে মনু!!
সুযোগ নেওয়ার জন্য আসছে
জনাব স্যাররররর, গত ১৬ বছর কোথায় ছিলেনননননননন ????????
স্যার গর্ত থেকে বের হইছেন।
উনি সত্য বলছেন।
আমি তখন ক্লাস টেনের ছাত্র। ভারত বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীননতা প্রশ্নবিদ্ধ করার জন্য যুদ্ধ শুরু করে।
মুক্তিযুদ্ধ চলেছেই ভারতের সামরিক সাহায্যে ও অস্ত্রে, সেই সঙ্গে বাংলাদেশের উদ্বাস্তুদের ভারতে আশ্রয় দিয়ে । বাংলাদেশের মতো অকৃতজ্ঞ জাতি পৃথিবীতে বিরল ।
মুক্তিযুদ্ধ চলেছেই ভারতের সামরিক সাহায্যে ও অস্ত্রে, উদ্বাস্তুদের ভারতে আশ্রয় দিয়ে ।
ভারত কেন যুদ্ধ শুরু করবে পাকিস্তান ভারতে আক্রমণ করে তারপর ভারত যুদ্ধে জড়িয়ে পড়ে
স্যার ৩ আগস্ট যে লেখাটা প্রথম আলোতে লিখেছিলেন তা ছিল অসাধারণ। লেখাটা সারা জীবন আমার মনে থাকবে।
কথাটা সবার সামনে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি সত্যিই অনেক ভালো।
Keno valo bol Ben ki??
স্যার অনেক রশিক তার কথা শুনতে বেস ভালো লাগে
বাংলাদেশের বাঙালী জাতি একবার রুখে দাঁড়ালে জয় ছিনিয়ে আনে। এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি
স্যার আমি আপনাকে সেই ছোট্ট বেলা থেকে দেখে আসছি আজ ও আপনাকে সত্য সুন্দর কথা বলার জন্য ভালো লাগে,,, আমরা অন্যায় ভাবে শুধুমাত্র ভারত নয় মিয়ানমারের আগ্রাসন চাই না কিন্ত 1971 সালের ভারত এক কোটির উপরে লোকদের আশ্রয় না দিলে বঙ্গোপসাগর নয় আরো কোথাও গিয়ে রেহাই পেতো না আরো অর্ধকোটি লোক বেশী মারা যেতো তাই সব কিছুতেই ভারত বিদ্বেষী বন্ধ করে তাদের ভালো মন্দ দুই বিচার করতে হবে,,,, আসুন আমরা দেশকে বর্ণ গোত্র ধর্ম জাতির ঊর্ধ্বে গিয়ে চিন্তা করে সবাই ভালবেসে সঠিক সৎ পথে এগিয়ে যেতে হবে,,, বর্তমানে দেশকে অনেকেই অবুঝ বিপদের মুখে ঠেলে দিচ্ছে এখন থেকে সাবধান না হলে আরো অনেক সংকটে দেশ পড়বে,,, মহান আল্লাহ্ আমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করুন ( আমীন)
আবু সাঈদ স্যার সত্যি বলছেন না আবুল বরকত স্যারের গবেষণা সত্যি?
জেনারেল ওসমানীর কথা আল্লাহ চাইলে সঠিক হতো। স্যারের কথা সঠিক।
সাবাশ স্যার, বীর বাঙ্গালী।
General MAG Osmany is the greatest hero of bangladesh.
স্যার ধন্যবাদ আমাদেরকে সঠিক তথ্য দেয়ার জন্য।
ওনাকে সম্মান করি। বাংলা সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা তিনি। কিন্তু খুব আক্ষেপের বিষয়, গত ১৬ বছরে খুনী হাসিনার স্বৈরাচারী শাসন আমলে একটা কথাও বলেন নি। তারপরও অনেক দিন পর একটা সত্য তুলে ধরেছেন। ধন্যবাদ স্যার আপনার শুভ বোধোদয় হওয়ার জন্যে।
প্রথমত আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি গত ১৬ বছরে কই ছিলেন? আপনি বিগত সরকারের কয়টা অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন? উনাকে জিজ্ঞেস করার আগে আপনি নিজেকে প্রশ্ন করেন ।
দ্বিতীয়ত তিনি বয়সে অনেক বড় । সারা জীবন বিতর্কহীন জীবনে অনেক কিছু করেছেন । এখন উনার অবসরের সময়। এসব সেমিনারে নিশ্চয়ই তিনি নিজে সেধে পরে আসেননি । তাঁকে ধরে বেঁধে আয়োজকরা নিয়ে এসেছেন, এব্যাপারে আমি নিশ্চিত ।
আওয়ামী লীগের সরকার চলে গিয়েছে বলেই চামে পরে উনি গলাবাজি করতে এসেছেন এটা ভাবার কোন কারণ নাই। আপনি হয়তো জানেন না শেখ সেলিম বেশ কয়েক বছর আগে উনাকে খুব তুচ্ছ নিয়ে খুব হয়রানি করেছিলে। এমনকি পার্লামেন্টে দাড়িয়ে ওই শেখ সেলিম , স্যারের নামে আজেবাজে কথাও বলেছিলে আর তাকে পুলিশ দিয়ে হয়রানী করার প্রকাশ্য হুমকি দিয়েছিল। অথচ, সেলিম ঢাকা কলেজে স্যারের ছাত্র ছিল । কতো বড় বেয়াদপ সে ভেবে দেখেন। স্যার শেখ সেলিমের ব্যবহারে খুবই কষ্ট পেয়েছিলেন। তারপর থেকে তিনি একদম মিডিয়াতে আর আসেন না। হয়তো হুমকি ধামকিও পেয়েছেন তাই।
@nusratfattah1000
আমার থাকা না থাকাতে দেশের কিছু যায় আসে না। কারন আমি অতি নগন্য মানুষ, আমি কিছু বললেও পরিবর্তন হবে না, না বললেও কোন পরিবর্তন হবে না। কিন্ত স্যার গুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ। দেশের অমূল্য রত্ন। স্যার ঐসময় কিছু বললে অন্তত এত গুম খুন অথবা স্বেছাচারিতা করতে হাসিনা সরকারকে আরো ভাবতে হতো। কারণ, দেশের সংকটাপন্ন অবস্থায় দেশকে স্থিতিশীল করতে বুদ্ধিজীবীদের ভুমিকা অপরিসীম। ভালো থাকবেন।
স্যার আপনার কথা সব সময় ভালো লাগে বিরক্ত লাগে না। স্যার যুদ্ধের পরিস্থিতি নিয়ে সত্য বলার আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
যুদ্ধের সময় গর্তে থাকা লোকের মুখে যুদ্ধের গল্প শুনতে যাওয়া কাল্পনিক 😂
জাতীয় জনতা পার্টির (শেখ আসাদ) পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।
মহাসচিব-শেখ আশিকুজ্জামান সুজন
ভারত গায়ে পরে ঝগড়া লাগায়!!
স্যালুট স্যার।❤
আমার বয়স 61 আমি দেখেছি ভাই। আমরা ঢাকার হোসেইনি দালান বকসিবাজার ছিলাম।
স্যার, আপনার কাছে ঢাকা কলেজে দুবছর পড়েছি। তখনকার সেই মুগ্ধতা গত দু'দশকে আপনার কর্মকাণ্ডে অনেকটাই ম্লান হয়ে গেছে।
সত্য বলেছেন জেঃ উসমানী
হয়তো বা নয় মাসের জায়গায় ১২ মাস লাগতো এটাই
It’s lovely to see you sir, alhamdulillah you are well, very nice
স্যার আপনার মুখের কথা বাণী অমৃত
Sir you are right about the information.
আপনাদের সবাইকে একান্তই অনুরোধ এই ভারত ভারত ভারত ভারত ভারত ভারত ভারত ভারত ভারত ছেড়ে এবার প্রগতির পথ ধরেন দেখিয়ে দিন বিশ্বকে ও ভারতকে যে আপনারা শিক্ষা চিকিৎসা ব্যবসা সামাজিক ন্যায় ও অধিকার ক্ষুধা সব ব্যাপারে একাই পথ চলতে পারেন আর দয়া করে নিজেকে বাঙালি বলবার আগে নাম পারসিক এবং আরবিক নামগুলো বদলান এগিয়ে চলুন জীবনে উন্নতি করে দেখুন জাতিকে এগিয়ে নিয়ে যান দেখি আপনাদের মধ্যে কত প্রতিভা আছে
আমরা যেমন আরবি পড়তে জানি - আবার চন্ডিদাস/চর্যাপদ/মহাভারত ও পড়ি. আমাদের বাচ্চারা যেমন কাওয়ালি গাইতে জানে - তেমনি ভারত নাট্যম ও নাচতে জানে. আমাদের এই ঔদার্য অনুধাবন করতে না পারা আপনাদের অপারগতা আর সংকীর্ণ মনের পরিচয়.
প্রেসক্রিপশন দেবেন না দয়া করে, আমরা কারো (বিশেষ করে ভারতের) খাইওনা বা পরিওনা.
@manob7 ভালোই লিখেছিলেন কিন্তু ভারতের খাইওনা পরিও না লিখতেই বোঝা গেল আপনি শিক্ষিত কিন্তু প্রকৃত মানুষ হয়ে ওঠেননি। ট্রাক ভর্তি আলু পেঁয়াজ মাছ ওষুধ কি না খাচ্ছেন ভারত থেকে সুতো না গেলে আপনার পরনের জামা কাপড় টিও তৈরি হবে না বাংলাদেশে। আপনি সংকীর্ণ মানসিকতায়ই পরিচয় দিলেন এবং আপনারা যে বেইমান জাতি সেটা আবার প্রমাণিত করলেন। মানসিকভাবে সুস্থ হয়ে উঠুন ভারত বিরোধিতার অন্ধত্ব ছেড়ে এগিয়ে এসে বাংলাদেশকে আবার সোনার বাংলা গড়ে তুলুন যাতে আমরা 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে গর্বিত বোধ করতে পারি
স্যার,আপনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি।
সর্বজন শ্রদ্ধেয় থাকাই উচিৎ।
স্যার ও দিন শেষে বাতাসের দিকে পাল ধরা শুরু করলেন ?
Dalal der upay nai bhai😅😆. Asolei dalal gulo kub krap
😂😂😂
Right 100/💯
দিন শেষে এই পৃথিবী হবে মিথ্যার
সৃষিটকর্তা বলেছেন ,,তোমরা সমান্য কিছুদিন উপভোগ করে নাও
অবশেষে আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে"
আমরা সৎ থাকার প্রশনে সবাই যেন ইমান নিয়ে যেতে পারি।
স্যার আর আমার নাম একই,, এটা নিয়ে আমার স্কুল-কলেজ টিচাররা অনেক মজা করতেন। খুব ভালো একজন মানুষ স্যার।
আমি মুক্তিযুদ্ধ দেখেছি এবং সেজন্য অহংকার বোধ করি।
স্যার ভারতের প্রচুর বই স্কুল কলেজ লাইব্রেরি গুলো তে পড়াতে বাধ্য করেছেন, এখন সুর পালটে হুস ফিরে এলো! কিন্তু ভারত বন্ধনা আপনিও কম করেন নি, তরুণ প্রজন্মের মগজে ঢুকানো দায়িত্বে আপনি ছিলেন, এবং ভালোই ভুমিকা পালন করেছেন। শেষ বয়সে তওবা করেন দেশ বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য আল্লাহর কাছে, এবং দেশবাসির কাছে ক্ষমা চান, খালি সুবিধা নিতে হাজির হয়েন না। যারা করতালি দিচ্ছে,আমি চ্যলেঞ্জ করব তারা জানেনা আপনার ভুনিকা কী ছিল? গত সরকারের আমলে! ধন্যবাদ
Chetona byabsha ekebarey koren nai bola bhool hobey, tobey onnoder cheye kom. Koti taka Sir banan nai. Shudhu Bissho shahitya kendra niye kisu help peyecchen - ar bideshey jatayat korecchen, egulo konotai illegal na.
খুব ই সত্যি কথা। ইন্ডিয়া জোর করে ক্রেডিট নেয়।
৷ yes sir absolutely Right. U are only one respected person in my sight
আমাদের স্যারের কথা শুনতে ঢাকা কলেজে থাকাকালেও ভালো লাগতো আর এখনও ভালো লাগে ।
স্যার, "বাঙলা" ও "বাাঙালি জাতি" এই শব্দগুলোতো এখন অস্পৃশ্য হয়ে পড়েছে।
Nop.
স্যার শ্রদ্ধা রেখে বলছি, গত ১৫ বছর হাসিনার বিরুদ্ধে একটা কথাও বলেননি, ভারতের অন্যায়ের বিরুদ্ধে একটা কথাও বলেননি, যার জন্য আপনার অনুতপ্ত হওয়া উচিত।
যে সব বুদ্ধিজীবীরা গত ১৫বছর কথা বলেননি ভাল করেছেন । তাহলে তাদেরকেও ডঃ ইউনুসের মত দেশ থেকে বিতারিত করা হত নতুবা নাটক সাজিয়ে মেরে ফেলা হত । দেশ এমনিতেই বুদ্ধিজীবী আর নেতা শুণ্য হয়ে পড়েছে। গত ১৫ বছর চাকুকীরী ছাড়া আর কিছুই তৈরী হয় নাই যারা দেশকে সত্যিকারের নেতৃত্ব দিতে পারবে ।
একজন দেশপ্রেমিক।
Sir,আপনাকে খুবই শ্রদ্ধা করি। কিন্তু আপনার কথার প্রেক্ষিতে দুটো কথা বলতে চাই। আপনার এই কথায় ভারত সম্পর্কে অবজ্ঞা প্রকাশ পাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সীমাহীন দেশপ্রেম, সাহসিকতা এবং অদম্য জেদ এবং জাত্যাভিমান, এর কোন তুলনা হয়না ।আমরা এপার বাংলার বাংগালীরা আবেগে উদ্বেলিত হয়ে উঠেছিলাম সেই সময়ে। আপনাদের সংগ্রামে আমরা একাত্ম বোধ করেছিলাম। কিন্তু ভারতের সাহায্য সেটা আপনি কি করে অস্বীকার করতে পারেন। কি ভাবে সন্দেহ প্রকাশ করতে পারেন ? ভারত দিনের পর দিন, মাসের পর মাস এক কোটির উপর শরণার্থীকে আশ্রয় দান করে খাদ্যের সংস্থান করে দিয়েছিল। মনে রাখবেন ভারত সেই সময়ে খাদ্যে বা অর্থনৈতিক ভাবে সাবলম্বী ছিলনা । তা সত্ত্বেও ভারত মানবিকতার দিক থেকে আপনাদের সাহায্য করতে এগিয়ে গিয়ে ছিল। এছাড়া অস্ত্র দিয়ে মুক্তি যোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ দিয়েছিল যাতে সুশিক্ষিত পাকিস্তানি বাহিনীর সাথে লড়াই করতে পারে আর সর্বপরি ভারত তার নিজের তিন হাজার এর উপর বীরশ্রেষ্ঠ সন্তান কে আপনাদের জমিতে হারিয়েছে অন্যের যুদ্ধ করতে গিয়ে। এ সব কিছুই ভুলে গিয়ে বলছেন ভারত সাহায্য না করলেও বাংলাদেশ জিতত। হয়তো জিতত । নাও জিততে পারত। ভারত সাহায্য করার পরেও আপনাদের ৩০লক্ষ মানুষ শহীদ হয়েছিল যাদের কে আমরা নমন করি হৃদয় থেকে আর যদি ভারত না থাকত! তাহলে আরো কত শহীদ হত? আরো কত বছর লাগত ? সিরিয়া তে দেখলেন ত দেশটার কি অবস্থা ।প্যালেস্টাইন বা নিদেনপক্ষে ইউক্রেন এর অবস্থা দেখতে পাচ্ছেন?সেই সময়ে অমেরিকা এবং চিন পাকিস্তানের সমর্থনে ছিল এটা ভুলবেন না। বুঝতে পারছেন কোন বড় শক্তির বিরুদ্ধে লড়তে গেলে আর একটা বড় শক্তিকে যদি পাশে না পাওয়া যায় তার পরিণতি কি হতে পারে। ঠিক আছে আপনাদের কথা মত মতলববাজ ভারত পাশে থেকে বিগত ৫৫বছরে আপনারা যে অগ্রগতি করেছেন ভারত কে বাদ দিয়ে আগামীদিনে কতটা এগোবেন তার তুল্যমূল্য বিচার একদিন ইতিহাস করবে। সবশেষে মাস্টারমশাই (আপনাকে মাস্টারমশাই বলতে ভালো লাগে কারন আপনার you tube video গুলো দেখে আপনাকে আমি মাস্টারমশাই এর আসনে বসিয়েছি)আপনার মত বিচক্ষন ব্যক্তি ওসমানী সাহেব কি বলেছেন বলে দায়িত্ব এড়াতে পারেন কি যদি না আপনার মধ্যে সে বিশ্বাস টা সঞ্চারিত হয়ে না থাকে? শেষ করলাম। ধৃষ্টতা মার্জনা করবেন। সশ্রদ্ধ প্রণাম নেবেন॥
Bhai, amra tumader abodan ke ashikar korina, problem hoche tumra tumder sharthe agie eshecile. Binimoy ar koto Chao? Akta fascistke avoidho vabe power e rekhe tumra Bangladesh ke lut korecho. Akhono chao tumader sebadash fire ashuk. Enough is enough
Sayeed sir deny korlo kun jaighay? Tini boltesen je India er Direct Military involvement charao desh freedom paito kintu Seita arektu lomba hoto war ta.. Sara Bangladesh er manush e tu India ke onek credit dei war er bisoye in return Ki pailo India theke? Insult, aggression? Empiralism?
Mia - bharat bodanyotar jonno Muktijoddhader help korey nai. Simple selfish strategy of splitting Pakistan to reduce the threat down to one side. You can thank Indira who was a cold-hearted woman. For 53 years - India enjoyed a captive market worth tens of billions every year in Bangladesh - that is not reason enough to help?? The decision by Indian generals to claim this as an India-Pakistan war of 14 days (not nine months) and not have Osmani as a signatory sealed India's fate forever in Bangladesh. India is an enemy of Bangladesh now.
If India spilt the blood of 3000 soldiers, we spilt the blood of at least 3 lakh, if not more. Only country in the world which sacrificed so many lives for the love of our language - Bangla. What have the Bengalis of Kolkata done? How many drops of blood have they spilled?
@@pmam4241 এই সন্দেহটাকেই অবজ্ঞা করা বলে। এইটুকু বোঝার মত জ্ঞান সবারই আছে। এটা প্রকাশ পাচ্ছে যে উনি sure নন। এই কথার অবতারনা করাটাই ভারতকে নিচু ছোখে দেখা বা ভারতের অবদান কে সঠিক মুল্যায়ন না করা। এইটাই বলার।
ভারতের সাহায্য কম বা বেশি হউক। আমাদের শুকরিয়া আদায় করা উচিৎ। কারন যে মানুষের শুকরিয়া আদায় করতে পারেনা সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেনা
Sir thank you very much for your truthfulness.
সত্যি বলেছেন
ভারত যখন দেখলো বাংলাদেশ বিজয়ের কাছে তখন ভারত ভাগ নিতে এসেছে । জেনারেল ওসমানী সাহেব ঠিক বলেছিলেন
বাস্তবে না দেখে থাকলে কেউ সেই ভয়াবহতা কেউ উপলব্ধি করতে পারবে না কতটা ভয়াবহ ছিলো!
Thanks
এই কথা গুলো সবসময় বালা উচিত ছিল না বলার কারণে
ভারত এই সুজুগ নিয়েছে
Thanks a lot.
ভারতীয় সাহায্য ছাড়া বাংলাদেশ স্বাধীন হতোই, একটু সময় বেশী প্রয়োজন হতো। এতটুকুই পার্থক্য এর বেশী নয়।
আপনাকে এত্ত ভালবাসি, এত্ত ভালবাসি যে বলতে পারব না কিন্তু শ্রদ্ধা করারা জন্য একজন বুদ্ধিজিবীর যা যা গুণ থাকা প্রয়োজন তা কি আপনার আছে। আপনি কি পেরেছিলেন গত ১৫ বছরে একটা কথা বলতে? পারতেন না চাইলে? কি এমন হারাতেন যদি বলতেন?
আমি জাজমেন্টাল হতে চাচ্ছিনা, কিন্তু আপনি চাইলে জবাবদিহী করতে পারেন, আমাদের কাছে না হলেও অন্তত; আয়নার সামনে!
Sir apnake salute, india help korche jin shartay
অবশ্যই
ধন্যবাদ আপনাকে।
দারুন ইনফরমেশন সার্
স্যার, আপনার সুস্বাস্থ্য কামনা করছি
রাইট স্যর
চরম সত্যি কথা
স্যার আপনাকে ধন্যবাদ । আমি যুদ্ধ প্রত্থক্য করেছি । আপনার কথা সত্য তবে খন্ডিত ।
প্রত্যক্ষ, বানান এটা
স্যার এত দিন কই ছিলেন?
বাসায়
জ্ঞান ফিরেছে স্যারের
Thanks,sir..
এত দিন কই ছিলেন
ধন্যবাদ স্যার....
পাকিস্তানের তাবেদারি উর্দু ভাষা ফিরিয়ে আনার জন্য এই স্বাধীনতা আন্দোলন হয়নি।
Amar sir akta mojar Manus ..Now quite impartial.
পূর্ব পাকিস্তানের লোকেরা কোনো সময় পাকিস্তানের থেকে আজাদী চায়নি। ছয় দফায় তার উল্লেখও ছিলনা।
সেটাইতো নয় মাস সাস্টেইন করছে এমন একটা ব্রুটাল ফোর্সেস এর সাথে, আর না হয় কিছুদিন লাগতই। বাই দেন পাকিস্তানি ফোর্স একজস্টেড হয়ে গিয়েছিলো, ইন্ডিয়ান আর্মি সেই সুবিধাটা নিয়ে ক্রেডিট নিচ্ছে। নিসন্দেহে ভারত আমাদের সাহায্য করেছে, কৃতজ্ঞতা সে জন্যে, কিন্তু শুধুই নিজেদের প্রয়োজনে, মানবিক ব্যপারটা গৌণ এখানে ।
উল্টো, মুক্তিযোদ্ধারা একজস্টেড হয়ে পুরো শেষ হয়ে আসছিলো । ভারত এসে তাদের রক্ষা করে ।
আপনাদের মানসিক রোগের জন্য দেশের এই অবস্থা ভারত পাকিস্তানের পতিতাগিরির জন্য আমাদের হাতে আমাদের রক্ত ।নয়তো আমাদের হাতে ভারত পাকিস্তানের রক্ত থাকতো । আমাদের দেশের যুদ্দারা ভারত পাকিস্তানের রক্ত নিয়েছি কিন্তু রাজনৈতিবিদরা পাকিস্তান ভারতের পক্ষে গিয়ে এদেশের মানুষের রক্ত ঝরিয়েছে এটাই বাস্তবতা । ৪৭ ,৭১ ,২৪ এইসকল ভুলের ই ধারাক্রম ।
এখন আসি ভারত কিভাবে সাহায্য করেছে ? ভারততো সাহায্যের লক্ষ নিয়ে করে নাই ? তাহলে কিভাবে সাহায্য বলবেন ?
দদরুন অসাধারণ বিশ্লেষণ
Important talk.....
MASHALLAH ALHAMDULILLAH
ভয় আর লোভ মধ্যবিত্তর শত্রু। এই দুটো দিয়ে তাদেরকে বশে রাখা যায়,,, সে শিক্ষিত অথবা নিরক্ষর যাই হোক।
Kire lindu 😂
এখন না তখন 😊😊😊😊
সাহায্য বলতে কি ধরণের সাহায্য! যুদ্ধের শুরুতেই ১ কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, বাকিটা আর না বললাম। ভারত প্রতিবেশী দেশ হিসেবে যা করে গিয়েছে তা অনেক ক্ষেত্রে অন্যায় হয়েছে, কিন্তু তা বলে মুক্তিযুদ্ধের সময় ভারতের সাহায্য অস্বীকার করাটা একটা কৃতঘ্ন টাইপের কথা। যেটা যখনের জম্য প্রযোজ্য তাই বলা উচিত!
স্যারকে অনেক বেশি ধন্যবাদ
ভারত সাহায্য করেছে এমনি এমনি না। স্বার্থ আছে।
নিজের মায়ের পেটের ভাইকেও কেউ এমনি সাহায্য করে না, সেখানে একটা রাষ্ট্র কেনো অন্য রাষ্ট্রকে নিজ স্বার্থ ছাড়া সাহায্য করবে
বিপদের দিনে সাহায্য দুরের কথা, একজনের এতকটু শান্তনাও ভালো লাগে। তা শক্তি আর সাহস যোগায়। আর শত্রুরা হাঁসে। সেখানে ভারত আমাদের সার্বিক সাহায্য করেছে। জয়ী হয়ে যেতাম আর জয়ী হয়েছি এক কথা নয়। ভারত এখন যদি আমাদের উপর দাদাগীরি করে তবে আপনার যোগ্যতা দিয়ে কৌশলে এরিয়ে চলুন। কিন্তু অকৃতজ্ঞতার মত কথা বলার জান্য আপনাকে ধিক্কার জানাই।
Arora is agree with this comment. Without India Bangladesh msy be liberated but time Being.
ভাই আলোকিত মানুষ, অনেকদিন পর আপনাকে দেখলাম
।এতদিন কোথায় ছিলেন? ছেলেদের পাশে তো দেখলাম না। এখন আবার মূল্যবান সব জ্ঞান দিতে এসেছে ন। এই আপনাদের পেশা আপনাদের পেশা, চালিয়ে যান। সংকটের সময় ঘাপটি মেরে বাসায় বসে চা খান, সমস্যা সংকট চলে গেলে আবার জ্ঞান দিতে আসেন। দারুন বুদ্ধিমান আপনারা বুদ্ধিজীবীরা এক ধরনের কচ্ছপ ।
১৫ বছর শীত নিদ্রার পর উনি জেগে উঠেছেন!
Thank you
Right sir
Thinks sir apnak❤❤❤❤