প্রকৃতি ও প্রত্যয় (পর্ব - ১) | কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024
  • প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ ও কঠিন টপিকগুলোর মধ্যে একটি। সাধারণত শিক্ষার্থীরা এই টপিকটা পড়তে চায় না। কিন্তু কিছু টেকনিক মাথায় রাখলে খুব সহজেই প্রকৃতি ও প্রত্যয় অধ্যায়টিকে আয়ত্তে আনা সম্ভব।
    পরীক্ষার হলে সাধারণত একটি শব্দ দিয়ে যখন প্রশ্ন করা হয় যে এটি কোন প্রত্যয়? এটি কী কৃৎ প্রত্যয় না কি তদ্ধিত প্রত্যয় তখন অনেক শিক্ষার্থীরাই একটা তালগোল পাকিয়ে ফেলে। আবার কোনটি কৃৎ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় তা নির্ণয় করতে পারলেও অনেক সময় আরও সুনির্দিষ্ট করেও প্রশ্ন করা হয়। যেমন - কোনটি বাংলা কৃৎ প্রত্যয়, কোনটি সংস্কৃত কৃৎ প্রত্যয়, কোনটি বাংলা তদ্ধিত প্রত্যয়, কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ইত্যাদি।
    আজকের ভিডিয়ো ক্লাস করার পর ইনশাল্লাহ আমাদের প্রকৃতি ও প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, বাংলা কৃৎ প্রত্যয়, সংস্কৃত কৃৎ প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বিদেশি প্রত্যয়, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় চেনার উপায়, প্রকৃতি ও প্রত্যয় মনে রাখার কৌশল, প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় ইত্যাদি বিষয়ে আর সমস্যা হবে না।
    আপনাদের সুবিধার্থে প্রকৃতি ও প্রত্যয় অধ্যায়ের সকল ভিডিইয়োর লিংক একসাথে দিলাম। আশা করি অনেক উপকৃত হবে।
    প্রকৃতি ও প্রত্যয় (পর্ব - ১) | কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
    লিংক - • প্রকৃতি ও প্রত্যয় (পর্...
    প্রকৃতি ও প্রত্যয় (পর্ব - ২) | কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা | বাংলা ব্যাকরণ| F. M. Shariyer Firoz
    লিংক - • প্রকৃতি ও প্রত্যয় (পর্...

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @ShawonsBangla
    @ShawonsBangla  3 роки тому +460

    ভিডিয়োর প্রথমদিকে 2:58 মিনিটে আমি প্রত্যয় ও বিভক্তির পার্থক্যটাই দেখাতে চেয়েছিলাম। কিন্তু ভুলে স্ক্রিনে অনুসর্গ লিখে ফেলেছি। প্রথমে ২/১ বার ভুলে অনুসর্গ বলেছিও। তবে পরে সারসংক্ষেপ লেখার সময় বিভক্তি লিখে বুঝিয়েছি।
    আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত।

    • @mithunghosh7136
      @mithunghosh7136 3 роки тому +3

      ভুলটাই শিখতেছিলাম 🤣

    • @devray01
      @devray01 2 роки тому +6

      যার ভুল হয়না সে মানুষ না আর তাই আপনি মানুষ!

    • @sabbirasmed3066
      @sabbirasmed3066 2 роки тому +6

      বাংলা তদ্ধিদ বিদেশি তদ্ধিদ সংস্কৃত তদ্ধিদ কেমনে চিনব প্লিজ ক্লিয়ার করেন

    • @md.masumbilla3408
      @md.masumbilla3408 2 роки тому +2

      @@sabbirasmed3066 thik same thinking

    • @mdemamhosen733
      @mdemamhosen733 2 роки тому +5

      সার, দ্বন্দ্ব সমাসের বিস্তারিত আলোচনা খুব জরুরি।

  • @samratmukherjeesamratmukhe3227
    @samratmukherjeesamratmukhe3227 2 роки тому +89

    প্রার্থনা করি ভগবান আপনাকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন। স্টুডেন্ট দের এতো উপকার করার জন্য সত্যি ভগবান আপনাকে ভালো রাখবেন 🙏

  • @কবিতাকথন-ঘ৬হ
    @কবিতাকথন-ঘ৬হ 2 роки тому +9

    শিক্ষক এমনও হয়।একদম মুগ্ধ হয়ে গেলাম।অসাধারণ উপস্থাপনা আপনার।সুস্থ থাকুন,ভাল থাকুন।

  • @ukunuskhan7039
    @ukunuskhan7039 2 роки тому +4

    আপনার মাধ্যমেই সুন্দর ভাবে প্রকৃতি ও প্রত্যয় শিখতে পেরেছি।
    আপনি আমাদেরকে আরো বাংলা ব্যাকরণের উপর নতুন নতুন ভিডিও দিবেন।
    আল্লাহ আপনার বিদ্যায় বরকত দান করুক। (আমিন)

  • @wasiqulislam42
    @wasiqulislam42 2 роки тому +3

    আমি আজ ফেসবুকে হঠাৎ আপনার একটা ভিডিও দেখি। আপনি মাত্র ৫ মিনিটে সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু সমাসের পার্থক্য ক্লিয়ার করে দিলেন। আমি দেখে থ। আমি অনেক ঘাটাঘাটি করেও এটা বুঝতে পারি নাই। সেখান থেকে আপনার ইউটিউবে আসা। আমি গত এক সপ্তাহ ধরে প্রকৃতি প্রত্যয় বুঝার চেষ্টা করছি। অনেক ঘাটাঘাটি করেও ক্লিয়ার হতে পারি নাই। আর আপনি এই অল্প একটু সময় সব ক্লিয়ার করে দিলেন। ভাই আমি বাংলায় কি পরিমান দুর্বল বলে বুঝাতে পারব না। কিন্তু আপনার ভিডিও দেখে সব সহজেই ক্লিয়ার হয়ে গেল। আপনার এই ভিডিও গুলা মিলিয়ন ভিউ ডিজার্ভ করে ভাই। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখবেন হয়েও যাবে। আপনার এই ক্লাস গুলা থেকে এখন একটু ভরসা পাচ্ছি হয়ত বাংলা ক্লিয়ার করতে পারব। আপনার জন্য দোয়া করি ভাই।

  • @rafsanjane5424
    @rafsanjane5424 2 роки тому +2

    আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে রহম করুন আজ বয়স ২৫ যদি আগে এমন ক্লাস পেতাম! আশা রাখি নিয়মিত সব খুটিনাটি ক্লাশ পাব ব্যাকরণ সহ বাংলাসাহিত্যের ।

  • @wajnoorkhan7971
    @wajnoorkhan7971 3 роки тому +7

    অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এই রকম একটি ভিডিও উপহার দেওয়ার জন্য,,আল্লাহ আপনাকে অনেক অনেক হায়াত দান করুক যেনো এরকম শট-কাট ভিডিও আরো আমাদের উপহার দিতে পারেন,,আপনার...ভালো ও সুস্থতা কামনা করছি,,,

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому +8

      ১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে প্রায় ১২-১৪ ঘণ্টা। আর ভিডিয়ো আরও বড়ো হলে তো বুঝতেই পারছেন কত সময় লাগে। মাঝে মাঝে কিছু ভিডিয়ো তৈরি করতে ৩/৪ দিন সময় লেগে যায়।
      স্লাইড তৈরি, অ্যানিমেশন বসানো, স্লাইড অনুসারে ভিডিয়ো রেকর্ড করা, ভিডিয়ো এডিট করা, স্লাইড আর ভিডিয়ো মার্জ করা, ফাইনাল ভিডিয়ো এক্সপোর্ট করা, চ্যানেলে আপলোড দেওয়া, আপলোড দেওয়ার সময় টাইটেল-ডেসক্রিপশন লেখা, ট্যাগ ব্যবহার করা, প্রোমো ভিডিয়ো তৈরি করা, সেটা ফেসবুকে আপলোড দিয়ে মূল ভিডিয়োর কথা আপনাদের জানানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ আছে। কিন্তু এই সবকিছুর পরও আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক। 💕
      আর একটা কথা, বাংলা বিষয়টিকে আপনাদের নিকট সহজভাবে উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এই কাজ আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।
      আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞

  • @imranh6687
    @imranh6687 2 роки тому +1

    প্রকৃতি- প্রত্যয়ের যতগুলো ভিডিও দেখেছি তন্মধ্যে এই ভিডিওটি সব থেকে ভাল লেগেছে৷ এক কথায় অতুলনীয়।

  • @AsifAhmed-eq3up
    @AsifAhmed-eq3up 3 роки тому +3

    আপনি নিঃসন্দেহে একজন সেরা শিক্ষক ❤️।
    আপনার বই পড়ে এবং ভিডিয়ো দেখার কারণে ব্যাকরণ বুঝতে আমার জন্য সহজ হয় এখন। আশা করি এভাবেই শিক্ষার্থীদের পাশে থাকবেন এবং যারা অহেতুক আপনাকে বিরক্ত করার জন্য বিরক্তিকর কমেন্ট করে, তাদেরকে ইগনোর করবেন।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому +2

      আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল।
      এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে।
      এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি।
      তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
      আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰

    • @mojargonitkamrulislam3333
      @mojargonitkamrulislam3333 3 роки тому

      স্যারের বইয়ের নাম কি?

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому +1

      বইয়ের নাম অন্বেষণ। বইটি পাবেন ৪৩তম BCS এর পরে। প্রকাশিত হলে আমি ফেসবুক গ্রুপে ও ইউটিউব চ্যানেলে পোস্ট দেবো। 🥰

    • @mojargonitkamrulislam3333
      @mojargonitkamrulislam3333 3 роки тому

      @@ShawonsBangla Thanks sir, I am a regular student of you.

  • @jakiasultana6868
    @jakiasultana6868 2 роки тому +2

    আপনার ক্লাস খুব ভালো লাগলো।
    আমি প্রত্যয় আগের থেকেই পাড়তাম।কিন্তু ৪৫ তম বিসিএস এর প্রিপারেশন নেয়া শুরু করেছি তাই খুটিনাটি শিখতে ভিডিওটা দেখলাম।সত্যি বলছি একদম সহজ ভাষায় এ টু জেড উপস্থাপন। ঠিক যেমনটা চেয়েছি তার থেকেও বেশি উপকার পেলাম।ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন আমার জন্য।😊

  • @sayedulhoque8421
    @sayedulhoque8421 2 роки тому +3

    অসাধারণ ভাই।
    এই ভিডিও ক্লাসটা দেখে প্রকৃতি ও প্রত্যয় অনেক সহজ মনে হয়ে গেছে। এই ভিডিও দেখার আগে কমপক্ষে ২০ বার নিজেও বিভিন্ন শিক্ষকের নিকট ক্লাস করেছিলাম কিন্তু কিছুই বুঝতে পারিনি।
    অাপনার আরও বেশি বেশি ভিডিও পেতে আগ্রহী,,, ধন্যবাদ
    আগে

  • @hridoyislam7030
    @hridoyislam7030 2 роки тому +1

    স্যার, আমি ভার্সিটি এডমিসনের জন্য প্রস্তুতি নিচ্ছি কোনো প্রকার কোচিং ছাড়াই ,আর এই সাহসটা যুগিয়েছেন আপনি কারন আমি বাংলা ব্যাকারন খুব ভয় পেতাম ,তাই ভাবছিলাম অন্তত বাংলার জন্য কোচিং এ ভর্তি হতে হবে কিন্তু আপনার ক্লাসগুলো দেখার পর ,এখন মনে হয় কোচিং এর আর দরকার নেই । Thank you very much sir. You are best Bangla teacher in Bangladesh even in the world. Thanks again sir.

  • @tohominaakter4155
    @tohominaakter4155 2 роки тому +3

    ণত্ব ও ষত্ব বিধান এর ক্লাস দিবেন প্লিজ... আপনার "অন্বেষণ " বই পড়ার পরে লেকচার দেখে নিলে খুবই ভাল বুঝা যায় এবং মনে থাকে পড়া গুলো। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। অসংখ্য ধন্যবাদ আপনার ক্লাস গুলোর জন্য

  • @xabirahmed6012
    @xabirahmed6012 2 роки тому +1

    আজকে প্রথম আপনার ভিডিও দেখতে পেলাম। সত্যিই আপনার বুঝানোর দক্ষতা অসাধারণ।

  • @sidratulmuntaha1839
    @sidratulmuntaha1839 2 роки тому +1

    মাশাআল্লাহ এতটা পারফেকশন দিয়ে ক্লাস করিয়েছেন স্যার।অনেক অনেক কৃতজ্ঞ আপনার কাছে।বাংলা প্রতিটা টপিকস এফ উপর এমন ভিডিও দিলে অনেক অনেক স্টুডেন্ট যারা কোচিং করে না বা কারো সাপোর্ট পায় না তারা খুব উপকৃত হবে।বেস্ট অফ লাক স্যার।

  • @kennoribohota3227
    @kennoribohota3227 8 місяців тому +3

    ভাইয়া আপনার ক্লাস থেকেই বুঝলাম এত্তো ভালো বুঝিয়েছেন আপনি অনেক অনেক শ্রদ্ধা।

  • @thekingdomoffish4077
    @thekingdomoffish4077 2 роки тому +2

    আপনার পড়ানোর ধরন অনেক ভালো । দোয়া করি মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন । আমাদের জন্য বেশি বেশি ভিডিও দিবেন ।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @mdemamhosen733
    @mdemamhosen733 2 роки тому +3

    সার, দ্বন্দ্ব সমাসের বিস্তারিত আলোচনা খুব জরুরি।

  • @nishatfarjana5232
    @nishatfarjana5232 2 роки тому +1

    আমার দেখা one of the best teacher আপনি😍😍😍..... আল্লাহ আপনার অনেক ভালো করবে ইনশাআল্লাহ❤️💙💚

  • @TanvirAhmed-iz2zy
    @TanvirAhmed-iz2zy 2 роки тому +5

    প্রকৃতি ও প্রত্যয় চেনার উপায় 11:00
    প্রকৃতি ও প্রত্যয়ের বাংলা ও সংস্কৃত চেনার উপায় 17:45 MCQ 24:46

  • @isratjahan5791
    @isratjahan5791 3 роки тому +2

    প্রকৃতি ও প্রত্যয় নিয়ে আমার সবসময় একটা ভয় কাজ করত এবং টপিকটা এভয়েড করার চেষ্টা করতাম কিন্তু আজকে লেকচার দেখার পর আমার সব ভয় দূর হয়ে গেলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому +1

      সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি, আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করে তুলবে। 💞
      আর একটা ছোট্ট অনুরোধ ছিল, আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো যদি ভালো লেগে থাকে, ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা না পেলে সবার মাঝে এই টেকনিকগুলো ছড়িয়ে দেওয়া সম্ভব নয়।
      শেষ কথা, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰

    • @isratjahan5791
      @isratjahan5791 3 роки тому

      @@ShawonsBangla ইনশাআল্লাহ।

    • @enjoystudywithnipa
      @enjoystudywithnipa 3 роки тому

      আমারও একি অবস্থা ছিল

  • @kmrakibulislam2022
    @kmrakibulislam2022 2 роки тому +4

    Sir,ajke Icon Plus Rangpur Branch e apnar class kore channel ti somporke jante parlam...
    Apnar class offline e jmn joss online e o tmn osthir🔥
    Love from Rangpur❤️

  • @sharminsanjida5490
    @sharminsanjida5490 2 роки тому +2

    আমার ধারণা ছিলো কখনো প্রকৃতি প্রত্যয় পারবো না.....
    আপনার ক্লাস টা করে আমার সম্পূর্ণ ধারণা বদলে গেলো.....
    ক্লাস টা অসাধারণ ছিলো স্যার......🥰🥰

  • @tanveer1221
    @tanveer1221 2 роки тому +217

    দুনিয়ার সবথেকে অপ্রয়োজনীয় জিনিস- "প্রকৃতি ও প্রত্যয়".

    • @mstkusum130
      @mstkusum130 Рік тому +3

      Tik vai

    • @MdDipuHossain-yh2wo
      @MdDipuHossain-yh2wo Рік тому +2

      not right you are

    • @BsndhfjfNshdhdh-ui4kw
      @BsndhfjfNshdhdh-ui4kw Рік тому +1

      @@MdDipuHossain-yh2wo 😱

    • @Uknownlyknown
      @Uknownlyknown Рік тому +4

      ​@@MdDipuHossain-yh2woit's okay to accept the truth

    • @MdHelaluddinMBS
      @MdHelaluddinMBS Рік тому +10

      আপনি মনে হয় একটু কম বোঝেন।আপনার না বুঝার কারণে তো আর এটা বাংলা ব্যাকরণ থেকে বাদ দেওয়া যাবে না।

  • @beliver703
    @beliver703 6 місяців тому +1

    Amar jiboner best ekta class korlam.. Thank you sir❤️❤️

  • @Hossain_Ul_Islam
    @Hossain_Ul_Islam 3 роки тому +10

    thanks ভাইয়া আপনার এই ভিডিয়ো থেকে GST এ ইউনিট এর প্রকৃতি ও প্রত্যয় উত্তর করতে পেরেছি ❤️

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому +2

      আলহামদুলিল্লাহ

    • @arzinakhatun4004
      @arzinakhatun4004 3 роки тому

      ভাইয়া ঝপনার ধ্রুব বইটি কিভাবে নিতে পারবো

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому +1

      আমার লেখা ৩টি বই -
      ১. ধ্রুব - বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য।
      ২. অন্বেষণ - BCS ও অন্যান্য চাকুরি পরীক্ষার্থীদের জন্য।
      ৩. ধ্রুব মডেল টেস্ট - সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার বাংলা ব্যাকরণ অংশের প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে ১০০০ প্রশ্নের ৪০০০ ব্যাখ্যা সম্বলিত।
      আপাতত বাজারে কেবল ধ্রুব মডেল টেস্ট বইটি আছে। তবে এটিও প্রায় শেষের দিকে। আর অন্বেষণ ও ধ্রুব বইয়ের নতুন সংস্করণ এখন বাজারে নেই। নভেম্বরের শেষের দিকে ধ্রুব ২০২২ সংস্করণ আর ডিসেম্বরের মাঝামাঝি অন্বেষণ ২০২২ সংস্করণ আসবে ইনশা আল্লাহ।
      বই প্রকাশিত হলে ফেসবুক গ্রুপে ও ইউটিউব চ্যানেলে পোস্ট করে জানিয়ে দেবো ভাই। তখন সংগ্রহ করে নিয়েন। 🥰

  • @naharulalam4771
    @naharulalam4771 2 роки тому +1

    প্রকৃতি ও প্রত্যয় আগে কখনো ঠিক মতো পড়া হয়নি। সব সময় এগিয়ে যেতাম। চাকরির জন্য পড়তে গিয়ে বই দেখেই দৃঢ় সংকল্প এগুলো বুঝা সম্ভব নয়। তাই ভিডিও খোঁজে প্রথম আপনার ভিডিও দেখে। টপিক টা অসাধারণ ভাবে আলোচনা পেলাম। শুভকামনা রইল আপনার জন্য। ব্যাকরণের বাকী টপিক ভিডিও চাই। 🥰🥰🥰

  • @md.khademulislam7744
    @md.khademulislam7744 2 роки тому +6

    আসসালামু আলাইকুম স্যার আপনার টিচিং পদ্ধতি বেশ ভালোই তবে আমার পরামর্শ হলো যদি কথাগুলো একটু ধীরে ধীরে বলেন তাহলে হয়ত শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হবে

  • @foyazahmadlaskar3893
    @foyazahmadlaskar3893 2 роки тому

    আলহামদুলিল্লাহ, অনেকে পাঠদান করেন কিন্তু ,আপনার মতো ভালো বুঝিয়ে এ রকম পাঠদানকারী শিক্ষক পাওয়া দুষ্কর।

  • @TanvirAhmed-iz2zy
    @TanvirAhmed-iz2zy 2 роки тому +4

    4:34 just wow😍😍😍

  • @mahdihasan_2.0
    @mahdihasan_2.0 2 роки тому +2

    স্যার আমার মনে হচ্ছে আপনার প্রতি অবিচার করা হচ্ছে। কারণ আপনার যে উপস্থাপনা তাতে আমি তো কমপক্ষে 10 মিলিয়ন প্লাস ভিউ আশা করছি। এগিয়ে যান ইনশাল্লাহ আমরা আপনার সাথে আছি সবসময়।

  • @ranasaratree9284
    @ranasaratree9284 3 роки тому +35

    Part 2 taratari chai✌ শব্দ বিশ্লেষণ কিভাবে করব এটা নিয়ে😐

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому +79

      প্রথমেই অনেক অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। এবার কিছু কথা বলি একটু গুরুত্ব দিয়ে পড়বেন।
      এই এক প্রত্যয়ের ভিডিয়ো করার জন্য আমি ৩ দিন বোর্ডে ক্লাস নিয়ে রেকর্ড করার চেষ্টা করেছি। কিন্তু আপনারা যেন ভালো সাউন্ড পান আর বাইরের কোনো সাউন্ড যেন রুমে না আসে একারণে দরজা, জানালা বন্ধ করে ক্লাস রেকর্ড করেছি। কিন্তু ৩ দিন ক্লাস নেওয়ার চেষ্টা করেও ক্লাস রেকর্ড ভালো করে করতে পারি নাই। প্রচণ্ড গরমে দেখা গেছে ভিডিয়োর প্রথমে পাঞ্জাবির কালার একরম। আর ভিডিয়োর শেষে ঘামে ভিজে পাঞ্জাবির কালার আরবক রকম হয়ে গিয়েছে। তাছাড়া রুমের দরজা জানালা সব বন্ধ থাকায় আর ফ্যান অফ করে ভিডিয়ো করায় দেখা গেছে সর্বোচ্চ ১ মিনিট ভিডিয়ো করতে পেরেছি। তারপর ভিডিয়ো অফ করে ঘাম মুছতে হয়েছে। তাহলে ভাবুন যে ৪৫ - ৫০ মিনিটের ভিডিয়ো রেকর্ড করার জন্য আমার কতবার ঘাম মুছতে হয়েছে। 😊
      তারপরও এত কষ্টের পর যখন দেখলাম ভিডিয়ো ভালো হচ্ছে না তখন কম্পিউটারে স্লাইড বানানো শুরু করলাম। গত ২ দিন আমি শুধু স্লাইড বানিয়েছি। আজ দুপুরের পর শ্যুট করেছি। তারপর রাতে আপলোড করেছি।
      এই একটা ভিডিয়ো করতে কতটা পেইন নিতে হয়েছে আমাকে তা কেবল আমিই জানি ভাই। তাই দিন শেষে যদি প্রত্যাশিত ফলাফল না পাই তাহলে আর নতুন করে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের নিকট একটা অনুরোধ থাকবে - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰

    • @sanjidibnhasan4074
      @sanjidibnhasan4074 3 роки тому +4

      @@ShawonsBangla vaiya apni ato kosto kore ato sundor kore present koren j Bangla subject ta panir moto lage.... Amra viewers r students jara achi chesta korbo apnar ei kosto jeno britha na jai.... r sobomoi e apnake support kore jabo InshaAllah.... InshaAllah ❤️❤️❤️

    • @ahad946
      @ahad946 3 роки тому +2

      Same😢

    • @shishirshimuldew2604
      @shishirshimuldew2604 3 роки тому +1

      @@ShawonsBangla b

    • @bazlurrahman762
      @bazlurrahman762 3 роки тому +1

      @@ShawonsBangla ভাই ২২ তারিখের আগে( part 2) দ্যান
      যাতে পরিক্ষায় উপকৃত পারি plz

  • @Use.For.Daily.
    @Use.For.Daily. Рік тому +2

    @ShawonsBangla ভাইয়া, আপনি অসাধারন বুঝিয়েছেন।।।।
    এই বিষয়টার উপর আমি অনেক ভিডিও দেখেছি,, কিন্তু আপনি যে ভাবে ও যতটা ট্যাকনিকলি ব্যাখ্যা করেছেন। এতটা সহজ ও সুন্দর ভাবে, আর কেউ বুঝাতে পারিনি।।
    এবং যারা আপনা এই বিষয়টি বুঝতে পারেনি বলছে আসলে , এরা জানেই না যে, এই টপিক্সটি কতটা জটিল ও ব্যাপক।।

  • @accountingteach439
    @accountingteach439 Рік тому +3

    অনেক অনেক ধন্যবাদ স্যার।

  • @amatullah_tasnim_official
    @amatullah_tasnim_official 2 роки тому +1

    এতো চমৎকার ক্লাস মাশা আল্লাহ! আরো পূর্বে যদি এই ভিডিওগুলো আয়ত্ত করতে পারতাম...
    উপকৃত হলাম। জাযাকাল্লাহু খায়রান।

  • @PalashAhmed-bw9vl
    @PalashAhmed-bw9vl 3 місяці тому +7

    বাংলাদেশের ৩ জন সেরা
    💥বাংলার জন্য সাউন স্যার
    💥ইংরেজির জন্য English moja রফিক স্যার
    💥অংকের জন্য বুয়েটিয়ান মোত্তাসিন পাহলবি স্যার
    এই তিন জনের বইও লিখেছেন সেরা

  • @dipamoni-hx2bq
    @dipamoni-hx2bq Рік тому +4

    মনে হচ্ছে আমি একাই যদি হাজার হাজার লাইক দিতে পারতাম, তাহলে শান্তি পেতাম❤

  • @user-ke7ux5td4p
    @user-ke7ux5td4p Місяць тому +1

    অসাধারণ ক্লাস।এত সুন্দরকরে বুঝিয়ে দিয়েছেন যে এই ক্লাস করার পর আর কিছু দরকার হয় না।❤️❤️

  • @rumanasiddiqy8753
    @rumanasiddiqy8753 2 роки тому +3

    ধন্যবাদ sir

  • @abdullahzunayed3137
    @abdullahzunayed3137 Рік тому +1

    স্যার এটাই আমার দেখা আপনার সর্বপ্রথম ক্লাস। খুবই অসাধারণ ছিল। ক্লাস করছিলাম না কি কোনো নাটক সিনেমা দেখছিলাম তা বুঝতেই পারিনি। এত ভালো লাগছিল। কখন যে সময় শেষ হয়ে গেল টের ই পাই নি

  • @sobinoychakma1235
    @sobinoychakma1235 2 роки тому +14

    স্যার, নীল+ইমন= নীলিমা, বৃধ+ শানচ= বর্ধমান, বুদ্ধি +মতুপ= বুদ্ধিমান, সুতরাং এই ইমন, শানচ, মতুপ এগুলো কি, একটু বুঝিয়ে দেবেন স্যার দয়া করে?

    • @nusharfishcutting5306
      @nusharfishcutting5306 2 роки тому +3

      এগুলো প্রত্যয়।

    • @ronyahmed9700
      @ronyahmed9700 Рік тому +4

      শব্দের শেষে যদি,,,
      ম /মা থাকলে= ইমন
      মান = মতুপ/শানচ
      ব=ষ্ণ
      বান= বতুপ
      অক= ণক
      ইত্যাদি

  • @MDYEASIN-sj4wn
    @MDYEASIN-sj4wn Рік тому +1

    আসসালামু আলাইকুম স্যার।
    আমি লালগোলা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল ভারত থেকে দেখছি
    আমি প্রতিদিন আপনার ইউটুব চ্যানেল দেখে থাকি।
    আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগে।

  • @NurulAmin-rm3go
    @NurulAmin-rm3go 9 місяців тому +3

    জীবন্ত =√জীব +অন্ত,, এখানে এখানে জীব তো পরিচিত শব্দ এটা কেন তদ্বিত হলোনা?এরকম অনেক আছে

  • @MUKhaled_Showrov
    @MUKhaled_Showrov Рік тому +1

    You are top Bangla Grammar Teacher now in Bangladesh 🇧🇩. There's lots of research behind your lectures. Keep going brother 💖 😊

  • @amranhossain3714
    @amranhossain3714 2 роки тому +3

    ভালো তবে খুব বেশি ম্যাজিকাল কিছু না যেমন আপনি বলার চেষ্টা করলেন।

  • @lipikasur4127
    @lipikasur4127 2 роки тому +1

    অসাধারণ sir.আমি west bengal aথাকি ।আমি বাংলা ব্যাকরণ বিষয় এক দম ভালোবাসতাম না । কিন্তু আপনার পড়ানো শুনে বাংলা ব্যাকরণ সবসময় পড়তে ইচ্ছা করে। । অসাধারণ ক্লাস।

  • @arifurrahman6224
    @arifurrahman6224 2 роки тому +4

    আামার এটা ১ম ক্লাস

  • @bazlurrasid8412
    @bazlurrasid8412 2 роки тому +1

    স্যার, আপনি ফাটিয়ে দিলেন👍👍👍🤲🤲🤲❤️🧡💜💙💚। এক কথায় যা অসাধারণ, বলার ভাষা নাই 😄😄

  • @got4579
    @got4579 2 роки тому +2

    ভাইয়া আপনার একটা বইও বাজারে নেই।কারন কি?

  • @jannatulmunia4253
    @jannatulmunia4253 2 роки тому +1

    কমেন্ট না করে পারলামনা স্যার আপনি যে কৈশলে বুঝিয়েছেন সবাই উপকৃত হবে খুবই ভালো লাগলো। সাটা জীবন পড়েও এত ভাল বুঝিনি কয়েক মিনিটএ যা বুঝেছি এমন ভিডিও আরো চাই

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому +3

      দোয়া করবেন যেন আপনাদের এই শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰

  • @neetmotivation874
    @neetmotivation874 2 роки тому +3

    SSC 22🙂

  • @laylaafroz8198
    @laylaafroz8198 Рік тому +1

    অনেক ধন্যবাদ। জীবনে এই প্রথম পড়লাম। ভাবছিলাম কোনো দিন শিখব না। কিন্তু আজ শিখলাম। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক।

  • @AnukulGhosh-im9cc
    @AnukulGhosh-im9cc Рік тому +3

    কিচ্ছু বুঝি নাই.....ধুর

    • @rjrokon6329
      @rjrokon6329 Рік тому +1

      আপনার কমেন্ট পড়ে যদি ক্লাস টা না করতাম, কি যে মিস করতাম আমি। না জেনে এমন কমেন্ট করবেন না প্লিজ।

  • @motaharrahaman1905
    @motaharrahaman1905 2 роки тому +1

    বিশেষ করে আমার জন্য খুবই প্রয়োজন ছিল এই অধ্যায়গুলো স্যার। সময়ের কারণে প্রস্তুতি নিতে পারিনা। আপনার এই শর্ট টেকনিকগুলো অনেক উপকারে আসবে বলে আশা রাখি,, দোয়া করবেন সামনে পরীক্ষা যেন,ভাল করতে পারি। আসসালামু আলাইকুম।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @firoz0
    @firoz0 2 роки тому

    স্যার, এত সুন্দর করে কিভাবে বুঝান আপনি!! সরাসরি আপনার ক্লাস করতে পারলে নিজেকে ধন্য মনে হত! অসাধারণ!!
    কিছু মানুষ অনেক মেধাবী কিন্তু অন্যকে বোঝানোর মত করে উপস্থাপন করতে পারে না।
    কিন্তু আপনি অসাধারণ! পোলাপান না বুঝে যাবে কোথায়! না বোঝার উপায় নাই। আপনার ফ্যান+শিষ্য হয়ে গেলাম আজ থেকে।
    ফিরোজ, রংপুর থেকে।

  • @sathikhatun9671
    @sathikhatun9671 2 роки тому +2

    ভাইয়া আপনি খুব ভালো বোঝান ....
    এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ 👌👌কিছু দিন থেকে আপনার ক্লাস করছি এবং অনেক কিছু শিখতে পারছি আশা করি ভবিষ্যতে আরও অনেক কিছু শিখতে পারবো......

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому

      আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাই করে থাকি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো করে যদি আপনি সামান্য হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন। আমি চাই, বাংলা বিষয়টা যে সহজে পড়া যায়, জটিল বিষয়গুলোরও যে সহজ সমাধান রয়েছে তা সকলের মধ্যে ছড়িয়ে যাক। বাংলা ব্যাকরণ পড়তে আর কেউ ভয় না পাক।
      তবে এই কাজটি আমার একার পক্ষে সম্ভব নয়। তাই আমার অনুরোধ ভিডিয়োগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন; জানিয়ে দেবেন বাংলা বিষয়ের জন্য সহজ, সাবলীল ও হৃদয়গ্রাহ্য ভিডিয়ো ক্লাসগুলো পাওয়া যাবে Shawon's Bangla ইউটিউব চ্যানেলে।
      আমার জন্য দোয়া করবেন। যেন সুস্থ থাকি, যেন আপনাদের জন্য বেশি বেশি সেবামূলক কাজ করতে পারি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের সাথে থাকবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

  • @SilverStation
    @SilverStation 2 роки тому +1

    ভগবান আপনাকে অনেক ভালো রাখুক প্রার্থনা করি । অসাধারণ অসাধারণ অসাধারণ

  • @n.i.shagor5020
    @n.i.shagor5020 2 роки тому +2

    Ami sir er offline batch er student.
    Sir er class ta sorasori korte parle apnara bujhte parten sir ashole kon lvl er.
    Sir, really e ekta legend.🖤

  • @MdAnowar-vd2iw
    @MdAnowar-vd2iw 2 роки тому

    আলহামদুলিল্লাহ ভাইজান অনেক ভালো করে বুঝাতে পেরেছেন। আমি বিসিএস এর জন্য বাংলা ব্যাকরণ পড়েছি। তবে আপনার ভিডিও গুলো আগে পাইলে এতো কষ্ট হতো না।

  • @bcsbee6035
    @bcsbee6035 2 роки тому +2

    স্যার, আমার পক্ষ থেকে ভালোবাসা নিবেন। বাংলা ব্যকরণের যে ভয় তা হয়ত আপনার দ্বারাই কাটানো সম্ভব। আমি এমন এক ব্যক্তি যে সহজে কারো প্রশংসা করি না তবে আপনাকে করতে বাধ্য হলাম। দেশের এত শিক্ষকরা অনলাইন কোর্স করে বেড়ায় আপনিও বিসিএস এর প্রস্ততি ভালোভাবে যাতে নিতে পারি তার জন্য একটি কোর্স প্লিজ চালু করেন।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому

      ১০জানুয়ারি থেকে নতুন ব্যাচ শুরু করব ভাই ইনশাল্লাহ। চাইলে জয়েন করতে পারেন।
      বিস্তারিত - facebook.com/groups/1925665524430261/permalink/2959737447689725/

  • @selimsamrat3478
    @selimsamrat3478 2 роки тому

    Firoz sir আপনার ক্লাস গুলো করে বাংলার প্রতি আত্মবিশ্বাস বেড়েছে।💥💖💖💖💖 আপনার ক্লাসগুলো অনেক অসাধারণ লাগে।💝
    স্যার আরো ক্লাস চাই💖💗💗💗💗💗💗💗💗💗💗💗
    শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানানের নিয়ম.,সমাস, কারক, বাক্যতত্ত্ব, শব্দের শুদ্ধ ও অপপ্রয়োগ, ব্যাকরণিক শব্দশ্রণি,....💥
    💗💗💗💗💗💗💗💖💖💖

  • @jayetapanja7048
    @jayetapanja7048 7 місяців тому +1

    আমি কলকাতা থেকে আপনার ভিডিও দেখছি। এত সহজ ভাবে বোঝানোর জন্যে আপনাকে ধন্যবাদ

  • @mridulmridul3293
    @mridulmridul3293 Рік тому

    আমি সর্বপ্রথম আপনার ক্লাস করলাম।ক্লাসটি দ্বারা অনেক অনেক উপকৃত হয়েছি।শুকরিয়া স্যার।

  • @nahidasabnam535
    @nahidasabnam535 Рік тому +1

    33years a ja sikhte parini Bengali hnr kreo,.apnar video dkhe sob sikhte parchi thank u vry mch.india theke

  • @mdshakaruzzaman6809
    @mdshakaruzzaman6809 3 місяці тому

    প্রকৃতি প্রত্যয় নিয়ে বেশ কয়টি ক্লাস দেখে আপনার কনসেপ্টস ব্যতিক্রম মনে হয়েছে। ধন্যবাদ ভাই।

  • @unousali9158
    @unousali9158 2 роки тому +1

    অসংখ্য ধন্যবাদ স্যার।
    এই ক্লাসটি করে আমি দারুণ উপকৃত হয়েছি।

  • @md.wakilhasan7343
    @md.wakilhasan7343 4 місяці тому +1

    খুব ই সুন্দর, গোছানো এবং তথ্যবহুল একটি ক্লাস ছিল। উপকৃত হলাম।

  • @MdRubelIslam
    @MdRubelIslam 2 роки тому +1

    এটি সবচেয়ে বেস্ট ভিডিও মনে হইছে (প্রত্যয়)

  • @moushumiakter3195
    @moushumiakter3195 3 роки тому

    স্যার আপনার বোঝানোর ধরনটা আলাদা। আপনার ক্লাস করে আমি অনেক কিছু শিখতে পারছি ।ধন্যবাদ আপনাকে ।

  • @mdpervez4655
    @mdpervez4655 2 роки тому

    ধন্যবাদ সার....এমন একটু ক্লাস বিনামূল্যে পাওয়া সত্যিই ভাগ্যের বিষয় 💝

  • @suteerthadey1666
    @suteerthadey1666 Рік тому +1

    Ami India thke apnar video ta dekhlam.. sotti bolchi ato valo vabe prottoi bypr ta bojano jai seta ai video na dkhle jantam na.. thank you for this lesson..

  • @arafathafizturin5627
    @arafathafizturin5627 2 роки тому +1

    ভাই আপনার বুঝানো ক্ষমতা অসাধারন, ভাই লেকচার গুলি রেখেদিব আমার ছেলেমেয়েদের জন্য।
    ধন্যবাদ ভাই।

  • @manjumabushra5979
    @manjumabushra5979 Рік тому

    স্যার আপনার ফ্যান হয়ে গেছি বোঝানোর টেকনিক টা জোস এভাবে ক্লাস দিতে থাকবেন আল্লাহ আপনার ভালো করুক💖

  • @joydevgamer8219
    @joydevgamer8219 Рік тому +1

    আমি প্রথমবার আপনার ভিডিও দেখলাম
    আপনার বোঝানোর কায়দা খুব সুন্দর

  • @SaraNafi
    @SaraNafi 3 роки тому

    এক কথায় অসম্ভব সুন্দর ক্লাস। আপনার ক্লাস থেকে নিজের অপূর্ণতাকে পূর্ণ করে নিচ্ছি।
    ধন্যবাদ স্যার।আসসালামু আলাইকুম।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому

      সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি, আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করে তুলবে। 💞
      আর একটা ছোট্ট অনুরোধ ছিল, আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো যদি ভালো লেগে থাকে, ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা না পেলে সবার মাঝে এই টেকনিকগুলো ছড়িয়ে দেওয়া সম্ভব নয়।
      শেষ কথা, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰

  • @royelmia1418
    @royelmia1418 2 роки тому

    স্যার, সালাম নিবেন। আসলে এমন ক্লাস দেখে না বুঝার কোন কারন নেই। সত্যি ই অসাধারন। সাবস্ক্রাইব না করার কোন প্রশ্ন ই উঠে না। ধন্যবাদ স্যার।

  • @ArchitectBangla
    @ArchitectBangla 2 роки тому +2

    স্যার আপনি যেভাবে উপস্থাপনা করেন ছাত্র জীবনে ভুলবে না

  • @rasheedahmad2353
    @rasheedahmad2353 2 роки тому +2

    চমৎকার ক্লাস, বাংলা ব্যাকরণ নিয়ে আরো নতুন ক্লাস চাই

  • @niladrichaity2851
    @niladrichaity2851 2 роки тому +1

    Vaiya apneke Onek Dhonnobad,... Ami Bangla 2nd Paper niye depression e pore gchilm, apner video er maddhome Clear hocci aste aste,,,,
    Thank you💚

    • @shamilayaz
      @shamilayaz 2 роки тому

      আইকন প্লাসে আপনি?

  • @Imranhossain-xq4uz
    @Imranhossain-xq4uz Рік тому +1

    আলহামদুলিল্লাহ।জীবনের সেরা একটা বাংলা ক্লাশ করলাম

  • @KamrulIslam-rs4dn
    @KamrulIslam-rs4dn 2 роки тому +1

    পরিষ্কার ও গোছালো আলোচনা।
    ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

  • @rahatahmed9513
    @rahatahmed9513 2 роки тому +2

    ভাইয়া এতো সুন্দরভাবে বুঝানোর জন্য আপনাকে লাখো ধন্যবাদ🥰

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому +2

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @shuvobaishnab8042
    @shuvobaishnab8042 Рік тому +1

    আপনার ক্লাসগুলো সত্যি অসাধারণ ❤️❤️

  • @ukunuskhan7039
    @ukunuskhan7039 2 роки тому +2

    প্রার্থনা করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।

  • @malihaakter7721
    @malihaakter7721 2 роки тому +1

    ভাইয়া ,আপনার ভিডিও গুলোর মাধ্যমে অনেক সহজেই বুঝতে পারি ।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।
    আপনার জন্য অনেক শুভকামনা রইলো ।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому

      একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
      মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
      তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊

  • @yubraj3097
    @yubraj3097 Рік тому

    শাওন ভাই = টমাহক মিসাইল ♥️
    আল্লাহ আপনাকে শত বছর বাঁচিয়ে রাখুক, উত্তম জীবন সঙ্গী দান করুন এবং নেককার সন্তান দান করুন আমিন

  • @jiham5431
    @jiham5431 2 роки тому +1

    Sir AJ prottoy krte jeye mejaj gorom hoye gacilo...akhn apnar video dakhe Ami onk Santi pailam thanks

  • @Fiction_Darpan
    @Fiction_Darpan 3 роки тому

    কৃৎ ও তদ্ধিত প্রকৃতির ট্রিকটা গতকালই প্রশ্নব্যাংক ঘাটতে গিয়ে ধারণা করেছিলাম ৷ তবে এই ভিডিওটি দেখার পর ধারনা থেকে এখন আমি নিশ্চিত হতে পারলাম ৷ ধন্যবাদ

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому +1

      আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল।
      এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে।
      এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি।
      তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
      আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰

    • @Fiction_Darpan
      @Fiction_Darpan 3 роки тому

      @@ShawonsBangla 😊😊

  • @pantuiproduction73
    @pantuiproduction73 2 роки тому +2

    Sir,
    Apnake asonkho donyobad janai from Tripura( India) theke🙏🙏

  • @fainuralam21
    @fainuralam21 2 роки тому +2

    আমার কয়েক দিনের পড়া মাত্র ৩৯ মিনিটে শেষ।
    অশেষ ধন্যবাদ

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому +2

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @eleushossain1260
    @eleushossain1260 8 місяців тому

    যারা মাথা ভালো রাখতে চায়, তাদের জন্য এই সব না শেখাই উচিত। তবে আপনি অনেক ভালো বুঝিয়েছেন।

  • @Mr.skd456
    @Mr.skd456 Рік тому

    স্যার আপনার বোঝানো খুব সুন্দর। খুব সহজেই বুঝতে পারি। অনেক অনেক ভালো থাকবেন।
    From India

  • @joyantamaji1553
    @joyantamaji1553 2 роки тому +2

    স্যার দারুন লাগলো আপনার ক্লাস |পুরোটা বুঝে গেছি খুব সুন্দর ভাবে |ধন্যবাদ স্যার

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @nipasarkar4256
    @nipasarkar4256 2 роки тому

    অসাধারণ স্যার, এমন ক্লাস আগে থেকে করলে তো অনেক কিছু শিখতে পারতাম♥♥
    স্যার#♥♥আজ থেকে আমি আপনার ক্লাস শুরু করলাম ♥♥

  • @mehedihasan-nn2cq
    @mehedihasan-nn2cq Рік тому +1

    আপনার বোঝানো খুবই ভালো ছিল। ধন্যবাদ স্যার। আশা করছি নিয়মিত ভিডিও পাবো

  • @jannatuloishee6066
    @jannatuloishee6066 2 роки тому +1

    দাদা আজকে ক্লাস টেস্ট ছিলো,আর ক্লাসে এটা পড়ান নাই,বলেছিলেন নেক্সট ক্লাসে পড়াবেন,আমি লাস্ট ৩ ঘন্টা এটা নিয়ে ঘাটানাটা করেও পারি নাই,৩৯ মিনিট এর ভিডিও দেখে আমি অনেকটাই কভার করতে পারছি,অনেক ধন্যবাদ ❤️❤️❤️❤️দাদা

  • @resalatnayem5605
    @resalatnayem5605 2 роки тому +1

    খুবই কোয়ালিটি ক্লাস করলাম। আপনার ভিডিও তে একটা বিষয় লক্ষ্য করলাম আপনার সহজ ভাষায় উপস্থাপন। কঠিন বিষয় গুলাও আপনি সাহস আর উৎসাহ দেন, প্যারা নাই চিল এই টাইপের একটা বিষয় ছাত্রদের মধ্যে ঢুকিয়ে দেন।
    আমি বাংলা ব্যাকরনে তুলনামূলক দূর্বল। আমি চাচ্ছি ব্যাকরণে বস হতে। যেন কম্পিটিটিভ এক্সাম গুলাতে বাংলা ব্যাকরণ অংশে খুব ভালো মার্ক পায়।
    এজন্য কি আপনার বই আর এই ইউটিউব চ্যানেলের ভিডিও গুলা যথেষ্ট? @shawon's bangla

  • @maryammery116
    @maryammery116 2 роки тому +1

    ক্লাসটা করে উপকৃত হলাম😊
    আপনি অনেক সুন্দর বুঝান
    ধন্যবাদ

  • @ishwarrayray5263
    @ishwarrayray5263 7 місяців тому

    আপনি এমনএকজন teacher যা অনেক teacher কে হারিয়ে দেন।

  • @coloursoflife2852
    @coloursoflife2852 Рік тому +1

    সত্যি অসাধারণ।
    অনেক সুন্দর করে বুঝতে পারলাম প্রত্যয়।
    ধন্যবাদ স্যার।