জীবনে অনেক প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছি কিন্তু এ ধরনের ভাষণ শুনি নাই স্যার আপনার কথা যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি আপনার মত লোক এ দেশে দরকার হাজার বছর বেঁচে থাকেন স্যার
ডঃ মুহাম্মদ ইউনুস স্যারের ভাষণ যেভাবে শুনলাম এর আগে অন্য কোন সরকারের ভাষণ শুনিনি আমি মুগ্ধ হয়ে গেলাম তার কথাগুলো শুনে উনি যতদিন বেঁচে আছে ততদিন জানি রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন
"ভাত নাই তাই চলে আসছি " ভয়ংকর বাস্তবতার সঙ্গে লড়াইয়ে নেমেছে এই এতিম শিশু সৈনিক । আসলে ভাত থাকে বড়লোকের ঘরে। কেন গরীবের ঘরে ভাত থাকবে না সেই প্রশ্নগুলো নিয়ে কেউ চিন্তা করে না। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সকল মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে। হে আল্লাহ্ এতিম শিশুসহ সকল অসহায় মানুষের জন্য উওম রিযিকের ব্যবস্থা করে দিন এবং আপনার মনোনীত দ্বীন ইসলাম কে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করে মানুষের মৌলিক অধিকার ফিরে পাওয়ার সু ব্যবস্থা করে দিন আমীন।
আল্লাহ আপনি বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর ইউনুস স্যারের কথা গুলি বাস্তবে পরিণত করার তৌফিক দান করুন। এবং কোন অপশক্তি যেন উনাকে রুখে দিতে না পারে। সেই তৌফিক দান করুন । আমিন।
এত সুন্দর করে কথা বলা জীবনেও শুনি নাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আপনার মত একজন রাষ্ট্রনেতা আমরা পাইছি আশা করি আমাদের সব দুর্ভোগ কেটে যাবে আস্তে আস্তে আল্লাহ আপনার হেফাজত করুক আপনার হায়াত বৃদ্ধি করুক❤❤
@@Shanaf.Sharleez8187 খুবই লজ্জিত হই, "আমাদের তথাকথিত মোল্লা শ্রেণীর মানুষ গুলোর কান্ড জ্ঞানের পরিধি দেখে"। কারণ এরা এতটাই অজ্ঞ যে বলার অপেক্ষা রাখে না💔! যত্রতত্র prophet Muhammad (saw) কে টেনে এনে তাদের সন্মান প্রদর্শন করে। বোধগম্য নেই যে, এটা উপযুক্ত স্থান নয়!! استغفرالله العظيم.
আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনুস স্যার আমাদের দেশের জন্য গর্ব, খুবই অতন্ত্য গুরুত্বপূর্ণ কথা গুলো বলেছেন,, আমরা সকলে মিলে মিশে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়ায়,,
ইনশাআল্লাহ সবসময়ই আমাদের বাংলাদেশের সকল ইস্থেরের মানুষ আপনার পাশে থাকবে। এটা আমার বিশ্বাস করি।আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করি।আমিন❤ দুবাই থেকে আমি ❤
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি শুনলাম ভাষায় প্রকাশ করতে পারছি না। মনটা শান্ত হলো। এই রকম একটা যোগ্য লোক বেচে নেওয়ার জন্য ছাত্রদের ধন্যবাদ।
আমি কমেন্ট পড়ে আর ডক্টর মুহাম্মদ ইউনূস স্যারের ভাষণ শোনে মুগ্ধ হয়েছি আমার এই বয়সে কোন রাষ্ট্র প্রধান কে জাতী এতোটা ভালোবাসেনি ডক্টর মুহাম্মদ ইউনুস স্যার আমাদের দেশ বিদেশের সকল বাংলাদেশীদের অন্তরে জায়গা করে নিয়েছেন খুবই খুশি হলাম আলহামদুলিল্লাহ।
আহা কি সুন্দর ভাষণ, এর আগে কোন প্রধানমন্ত্রী এইরকম ভাষণ দিতে পারে নাই!কথাগুলো শুনে মনটা জড়িয়ে গেল🤗 ইউনুস সাহেবকে প্রধান উপদেষ্টা পদে কমপক্ষে ৫ বছর দেখতে চাই! 👏 আল্লাহ আপনার নেক হায়াত দান করেন!🤗
আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনুস স্যারে কথা শুনে মন ভরে গেছে, এমন ভাষন জীবনে কোনো সরকারে কাছ থেকে কখনো শুনেনি,স্যার আপনার প্রতি অন্তরের গভীর থেকে শ্রদ্ধা রহিল,আল্লাহ আপনার নেক হায়াত দান করেন, দোয়া রহিল।
আমার জীবনে বাংলাদেশের জন্য এমন কল্যানমূলক ও গঠনমূলক কথা কখনো শুনিনি।। উনার সাথে আমরা সকলেই চলুন হাতে-হাত মিলিয়ে নিজের জায়গা থেকে দেশ গঠনে কাজ শুরু করি।।মহান আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ।।
জন্মের পর থেকে এরকম ধৈর্য ধরে কোন নেতা খেতা প্রধানমন্ত্রীর বক্তব্য আমি শুনি না কিন্তু এই মানুষটা দেখলি কেন জানি ভালো লাগে কথা শুধু শুনতে মন চায় শুনতে মন চায় আই লাভ প্রফেসর ডক্টর ইউনুস স্যার
কত সাজানো গোছানো, সাবলিল ভাষায় মনোমুগ্ধকর বক্তব্য, হৃদয় ছুঁয়ে যায় প্রতিটি শব্দ, এত গঠনমূলক বক্তব্য জীবনে কখনো শুনিনি, এমন একজন ব্যক্তিকেই রাষ্ট্রনায়ক হিসেবে মানায়, জীবন্ত জ্ঞানের ভান্ডার, কোন অহংকার নেই, কি চমৎকার বিনয়ী বাচনভঙ্গি, আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যান ড. মোহাম্মদ ইউনুস স্যার, আমার দৃঢ় বিশ্বাস আপনার প্রচেষ্টায় এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে। একটি সম্মানিত জাতি হিসেবে আমরা গর্ববোধ করব সেদিন বেশি দূরে নয়। আপনার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করছি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
আগে নেতা-নেত্রীদের কথা শুনলে বুক ফেটে কান্না আসতো, রাগে রক্ত গরম হয়ে মাথায় চড়ে যেত। কিন্তু এখন কেমন জানি মনের অজান্তেই মুখে সুখের হাসি চলে আসে। আলহামদুলিল্লাহ। আল্লাহ ডঃ ইউনুস কে দীর্ঘ নেক হায়াত দান করুক।
প্রধান উপদেষ্টা শুধু নয় এবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই ড. ইউনূস স্যার কে। তিনি যেনো আমাদের অধিকার আমাদের চিনে দিছেন। প্রতিটি কথা মনকে শিতল করে দিয়েছে। মন থেকে স্যার কে হাজার সেলুট জানায়।
আমি তো অবাক না দেখে কি ভাবে এত লং টাইম কথা বললো এতো সুন্দর করে,আমি আপনার বক্ত হয়ে গেলাম, হে আল্লাহ আপনি আমাদের এই মহান মানুষটাকে নেক হায়াত দান করুন এবং ওনার শরীল সাস্থ ভালো রাখুন আমিন।
আমি কিছুদিন আগের ভাষন শুনেও মুগ্ধ হয়েছিলাম। আমরা সাধারণ মানুষ এমন একজন রাষ্ট্র প্রধান চেয়েছিলাম।যা ছাত্র ও জনসাধারনের জীবনের বিনিময়ে পেয়েছি।কে কে একমত আমার সাথে।
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের অত্যন্ত গঠনমূলক ও দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে অত্যন্ত আনন্দিত এবং আবেগাপ্লুত হলাম। আশা করছি বক্তব্য অনুসারে সকল সংস্কার বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করছি।
কি বলবো?? কিছু বলার নাই। এতো সুন্দর, সাবলীল, মাধর্য এবং গুরুত্বপূর্ণ পূর্ন কথা যে উদ্দেগ উদ্দীপনা যা দেশকে এগিয়ে নিয়ে যাবে দূর থেকে বহু দূর। ভালোবাসা অবিরাম ড. মুহাম্মদ ইউনূস।🖤🖤
মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনেছিলাম। একমিনিট ও স্কিপ করিনি। এত সুন্দর কথা, বাস্তবায়ন হলে আমরা সত্যিই গর্বিত জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে পারবো। আল্লাহ সহায় হোন। ড. ইউনুস দীর্ঘজীবী হোন।
আমি ডক্টর ইউনুস স্যারের বক্তব্য পুরোপুরি শুনে সত্যিই খুবই মুগ্ধ হয়েছি অসাধারণ তার ভাষা এবং অসাধারণ তার মনের প্রতিভা। দোয়া করি সে যেন অতি দ্রুততা এবং ধৈর্যের সঙ্গে দেশটাকে সংষ্কার করতে পারে এটাই কামনা করি। বর্তমানে দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে সবাইকে ধৈর্য্য ধরে ডক্টর ইউনুস স্যরের পাশে থাকা উচিত আনি মনে করি।
এমন একজন রাষ্ট্র নায়ক খুঁজতে ছিলাম আমরা, আল্লাহর কাছে সুক্রিয়া ড: ইউনুসকে আমাদের ক্লান্তি কালে রাষ্ট্র নায়ক হিসাবে দান করার জন্য, আমরা আশা করি আমাদের পরবর্তী সব রাষ্ট্র নায়ক ডা: ইউনুসের মত যোগ্য লোক হবেন।
আমি এই মানুষটার বক্তব্য শুনতাছি আর কমেন্ট পরতাছি একটা কমেন্ট ও উনার বিপক্ষেনাই। একটা ও হেটার্স নাই এরকম মানুষ হয়। ভাবতাছি যদি আগামি ১৬বতসর এই ফ্যাসিস্ট হাসিনা না হইয়া এই মানুষ টা হইতো আজ দেশ অন্তত মালেয়েশিয়াতে রুপান্তরিত হইতো।মনে প্রশান্তি দেওয়ার মতো একটা বক্তব্য ❤❤
আপনাকে আমার সালাম ও ধন্যবাদ জানাই।আমার জীবনে আজ পর্যন্ত আপনার মত কোনো মন্ত্রী বর্গকে, জনগণের উদ্দেশে এমন সুন্দর করে বুঝিয়ে কথা বলতে দেখিনাই।আমি আপনার জন্য আমার মন থেকে দোয়া করছি।
আপনাকে জাতি ৫ বছরের জন্য প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চায় কে কে এক মত 👈
আমি আপনার কথায় একমত ভাই ।
সহমত ভাই
আমি সহমত ভাই
❤❤❤❤❤❤
ইচ্ছা থাকলে উপায় হয়
এখন যদি জাতির উদ্দেশ্যে শেখ হাসিনা ভাষণ দিত শুরুতেই বিএনপি জামাত হেফাজতের নৈরাজ্য নিয়ে কথা বলতো আমার সাথে কে কে একমত
একমত
মানুষের জানাজায় গিয়েও দলের নেত্রীরা একে অন্যের বদনামে ব্যস্ত থাকতো।
1000%
রাইট বোন
উনিও তো তাই ই করলেন.....
এতোদিন হাসিনার একই গান শুনে শুনে কান পঁচেছে....
এখন উনিও সেই হাসিনা সরকারকে গালি না দিয়ে ভাষণ শুরু করতে পারছেন না.....
ডক্টর ইউনুস যেন সব কাজে সফল হতে পারে দোয়া করি আমিন
এর পরেও যে ব্যক্তি ওনার বিপরিতে কথা বলবে আপনি ধরে নিয়েন আপনি দেশ দ্রোহিতা কারি
আমিন
May Allah Subhanallah bless him. He may live long and leading us a successful way. Amin.
আমিন
Amin
অনেক অনেক দোয়া প্রফেসর ইউনুস দীর্ঘজীবী হন এবং উনার কাজ যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন
এই সরকার কমপক্ষে আরও ৫(পাঁচ বছর)
রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে চাই।
কে কে আমার সাথে একমত👍
আমি চাই দশবছর কি বলেন
জীবনে অনেক প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছি কিন্তু এ ধরনের ভাষণ শুনি নাই স্যার আপনার কথা যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি আপনার মত লোক এ দেশে দরকার হাজার বছর বেঁচে থাকেন স্যার
❤
❤❤
True well said brother
বোন বিয়ে দে
Hmmmmm vai ❤️
ডঃ মুহাম্মদ ইউনুস স্যারের ভাষণ যেভাবে শুনলাম এর আগে অন্য কোন সরকারের ভাষণ শুনিনি আমি মুগ্ধ হয়ে গেলাম তার কথাগুলো শুনে উনি যতদিন বেঁচে আছে ততদিন জানি রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন
সুন্দর ও মিষ্টি কথা
রাইট
😂
sohomot
সুন্দর কথা বলেছেন,মুগ্ধ হয়ে গেলাম।
আমরা গর্বিত এই রকম ডক্টর ইউনুসের মত একজন মানুষকে পেয়েছি প্রধান উপদেষ্টা হিসেবে।
আলহামদুলিল্লাহ, দুই মাসে উনার দুটি ভাষন মনযোগী হয়ে শুনলাম।
সত্যি খুবই আনন্দিত হলাম উনার বক্তব্যে।
ভাই ১ মাস
আমিও ভাই
Amio ❤
❤
উনার মত নেতৃত্ব প্রদানকারী গত ৫৩ বছরে বাংলাদেশে আসে নাই। উনার নেক হায়াত কামনা করছি।
সত্যি কথা বলছেন?
আমিন
ঠিকই বলছেন এখন লুটপাট হয় না এখন সন্ত্রাসী চাঁদাবাজি নেই তো এগুলো সব মিথ্যা খবর দেখায় মিডিয়াতে
তোমার কমেন্ট দেখে মনে হইতাছে
কি মনে হইতাছে তোমার মার ভাতার@@mdmosharoftv9304
জীবনে প্রথম টানা 33 মিনিটের কোনো বক্তব্য মন দিয়ে শুনলাম যত শুনলাম ততটুকুই মুগ্ধ হলাম, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন,,,
ডঃ মুহাম্মদ ইউনুস স্যারের ভাষণ/কথা শুনে পুরাই অবাক... আলহামদুলিল্লাহ..... আজ জাতির আপনাপকে বড়ই প্রয়োজন।
আলহামদুলিল্লাহ,,, আমি এক জন গার্মেন্টস কর্মী,,, ডক্টর ইউনুস,,, স্যারের কথা শুনে মন ভড়ে গেলো.....
হুম ভাই
আপনার মত রাষ্ট্রপ্রধান বাংলাদেশের সব সময় দরকার ছিল স্যার ❤
সঠিক ভাই
সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
রাইট ভাই
Right ❤❤❤
✅
বাংলাদেশের মানুষ স্বাধীনতার ৫৩ বছর পর একজন যুগ্ম এবং সঠিক প্রধান উপদেষ্টা পেয়েছে.. আমার সাথে কে কে একমত
Shohomot
আপনার দাইত্তো দিরগো মেয়াদি আশাকরছি
একজন ডায়মন্ড এতদিন লুকিয়ে রেখে ছিলাম,,,,, অসংখ্য ধন্যবাদ স্যার
আমরা এরকম রাষ্ট্রনায়ক চেয়েছিলাম যে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে সেলুট স্যার 🫡
দীর্ঘজীবী হোন ❤
রাইট ভাই
আলহামদুলিল্লাহ
কথা শুনলে শরীরটা মোম হয়ে যায় আল্লাহ আপনাকে বাঁচি রাখুক ডক্টর ইউনুস স্যার
আল হামদু লিললাহ, আল্লাহ ডাক্তার ইউনুস সাহেব কে দীর্ঘ হায়াৎ দান করুন।
আলহামদুলিল্লাহ আমার ৫০ বছর জীবনে এমন সুন্দর বক্তব্য এরকম আর কোনদিন শুনিনি মাশাল্লাহ আল্লাহ যেন আমার ডক্টর ইউনুস স্যার কে দীর্ঘজীবী বানান
সুন্দর কথা
রাইট
আগের সরকার প্রধানের বক্তব্য আর এখনকার প্রধানের বক্তব্য মিলিয়ে দেখুন।
একজন শিক্ষিত মানুষ আর একজন মানষিক রোগির মধ্যে এটাই তফাৎ।
@@delwarhossan4967 রাইট
আলহামদুলিল্লাহ, আপনার মতো যোগ্য একজন রাষ্ট্রনায়ক আমাদের এই ক্লান্তি লগ্নে খুবই প্রয়োজন।
আলহামদুলিল্লাহ
অসাধারণ একটা কথা
"ভাত নাই তাই চলে আসছি "
ভয়ংকর বাস্তবতার সঙ্গে লড়াইয়ে নেমেছে এই এতিম শিশু সৈনিক । আসলে ভাত থাকে বড়লোকের ঘরে। কেন গরীবের ঘরে ভাত থাকবে না সেই প্রশ্নগুলো নিয়ে কেউ চিন্তা করে না। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সকল মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে। হে আল্লাহ্ এতিম শিশুসহ সকল অসহায় মানুষের জন্য উওম রিযিকের ব্যবস্থা করে দিন এবং আপনার মনোনীত দ্বীন ইসলাম কে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করে মানুষের মৌলিক অধিকার ফিরে পাওয়ার সু ব্যবস্থা করে দিন আমীন।
মাশাআল্লাহ্ আপনার মতো যোগ্য একজন রাষ্ট্রনায়ক আমাদের এই ক্রান্তিকালে খুবই প্রয়োজন ।আল্লাহ্ আমাদের সকলকে আপনি সঠিক জ্ঞানের অধিকারী করুন আমীন ।
❤
আমরা এরকম রাষ্ট্রনায়ক চেয়েছিলাম যে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে সেলুট স্যার ❤ l
ডক্টর ইউনুস যেন সব কাজে সফল হতে পারে দোয়া করি আমিন 🤲🤲
আমিন
Alhamdulillah
Amin
jazakumullah
❤❤❤❤
মহান আল্লাহ যেন অমূল্য সম্পদ ডঃ মোঃ ইউনুসকে দুশমনদের সকল চক্রান্ত থেকে বাচিয়ে রাখেন । আমীন ॥
টানা ৩৩ মিনিট বক্তব্য শুনেছি, কোনো বিরক্তি তো হইনাই, বরং মুগ্ধ হয়েছি।
What a talent 🤲 ৮৪ তেই এতবেশী স্মরণ শক্তি☺️☺️
আল্লাহ আপনি বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর ইউনুস স্যারের কথা গুলি বাস্তবে পরিণত করার তৌফিক দান করুন। এবং কোন অপশক্তি যেন উনাকে রুখে দিতে না পারে। সেই তৌফিক দান করুন । আমিন।
ধন্যবাদ আপনাকে
পক্রিত শিখ্যার মান কত ইউনুছ স্যর তার প্রমাণ
আমিও
আমিও
এত সুন্দর করে কথা বলা জীবনেও শুনি নাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আপনার মত একজন রাষ্ট্রনেতা আমরা পাইছি আশা করি আমাদের সব দুর্ভোগ কেটে যাবে আস্তে আস্তে আল্লাহ আপনার হেফাজত করুক আপনার হায়াত বৃদ্ধি করুক❤❤
উত্তম কথা
আমিন
রাইট ভাই
মাশাআল্লাহ খুব সুন্দর কথা বলেছেন আল্লাহ ওনাকে তাওফিক দিক আমিন
আমীন
আমি গর্বিত কারণ আমি শেষ নবী হযরত মুহাম্মদ মস্তুফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত।
আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাসূলের উম্মাতকে সুবুদ্ধি দানুন', আমীন!
আল্লাহ এই গর্ধবকে বুদ্ধি দান করুক, কোথায় কি বলতে হবে জানে না।
আলহামদুলিল্লাহ
@@Shanaf.Sharleez8187 খুবই লজ্জিত হই, "আমাদের তথাকথিত মোল্লা শ্রেণীর মানুষ গুলোর কান্ড জ্ঞানের পরিধি দেখে"।
কারণ এরা এতটাই অজ্ঞ যে বলার অপেক্ষা রাখে না💔!
যত্রতত্র prophet Muhammad (saw) কে টেনে এনে তাদের সন্মান প্রদর্শন করে।
বোধগম্য নেই যে, এটা উপযুক্ত স্থান নয়!!
استغفرالله العظيم.
আলহামদুলিল্লাহ,
ডক্টর ইউনুস স্যার আমাদের দেশের জন্য গর্ব, খুবই অতন্ত্য গুরুত্বপূর্ণ কথা গুলো বলেছেন,, আমরা সকলে মিলে মিশে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়ায়,,
ইনশাআল্লাহ সবসময়ই আমাদের বাংলাদেশের সকল ইস্থেরের মানুষ আপনার পাশে থাকবে। এটা আমার বিশ্বাস করি।আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করি।আমিন❤ দুবাই থেকে আমি ❤
আমরা সাধারণ মানুষ ড. মুহাম্মদ ইউনুস স্যারের পাশে আছি। 💚
তথ্যপ্রযুক্তি আইন চাই
একজন রাষ্ট্রপ্রধান যে কতটা বিনয়ী ও নম্র-ভদ্র হতে পারে তা ইউনুস স্যারকে না দেখলে বুঝতাম না।❤❤❤❤
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি শুনলাম ভাষায় প্রকাশ করতে পারছি না। মনটা শান্ত হলো। এই রকম একটা যোগ্য লোক বেচে নেওয়ার জন্য ছাত্রদের ধন্যবাদ।
আমি কমেন্ট পড়ে আর ডক্টর মুহাম্মদ ইউনূস স্যারের ভাষণ শোনে মুগ্ধ হয়েছি আমার এই বয়সে কোন রাষ্ট্র প্রধান কে জাতী এতোটা ভালোবাসেনি ডক্টর মুহাম্মদ ইউনুস স্যার আমাদের দেশ বিদেশের সকল বাংলাদেশীদের অন্তরে জায়গা করে নিয়েছেন খুবই খুশি হলাম আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার, বারাকাল্লাহ ফিহায়াতিহি 🤲❤️
আহা কি সুন্দর ভাষণ, এর আগে কোন প্রধানমন্ত্রী এইরকম ভাষণ দিতে পারে নাই!কথাগুলো শুনে মনটা জড়িয়ে গেল🤗 ইউনুস সাহেবকে প্রধান উপদেষ্টা পদে কমপক্ষে ৫ বছর দেখতে চাই! 👏
আল্লাহ আপনার নেক হায়াত দান করেন!🤗
Bnp khoumoutay astay chaitasay .
আমরা গর্বিত ডক্টর ইউনুসের মতো এমন একজন আন্তর্জাতিক প্রজ্ঞাবান ব্যাক্তিকে আমাদের দুংসময়ে কাছে পেয়েছি।
স্যালুট আপনাকে 🫡
ধন্যবাদ 👍👍👍
এত সময় নিয়ে, একজন রাষ্ট্রপ্রধানের বক্তব্য, আগে কোনদিন শুনিনি। আল্লাহ ডাঃ ইউনুস স্যারকে নেক হায়াত দান করুন। আমিন
কথা গুলো মন দিয়ে শুনলাম ❤ভালো লাগলো শুকরিয়া জাজাকাল্লাহ খায়ের
ডঃ ইউনুস স্যারের জাতির উদ্দেশ্যে ভাষণ থেকে আজকে যা অর্জন করলাম আমার শিক্ষা জীবনেও তা অর্জন করতে পারিনি।তার প্রতিটি কথায় ছিল যুক্তি কেবল মূল্যবান।
Tik
O Allah keep this angel safe and sound in health and grant a long life. He is a heavenly gift from you lord, bless this deprived nation 🙏
আমি কখনো ইউটিউবে ফেসবুকে কারও বক্তব্য এতোক্ষণ মনোযোগ দিয়ে শুনি নাই। যারা প্রকৃত দেশপ্রেমিক তারা সরকারের পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।
amio
ভাই আমিও
আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনুস স্যারে কথা শুনে মন ভরে গেছে, এমন ভাষন জীবনে কোনো সরকারে কাছ থেকে কখনো শুনেনি,স্যার আপনার প্রতি অন্তরের গভীর থেকে শ্রদ্ধা রহিল,আল্লাহ আপনার নেক হায়াত দান করেন, দোয়া রহিল।
সব কিছু খুলে খুলে বলার জন্যে দন্যবাদ আপনি 5 বছর থাকেন যেতে পারবেন না আপনাকে আমরা চাই
মাশাআল্লাহ
আমার জীবনে বাংলাদেশের জন্য এমন কল্যানমূলক ও গঠনমূলক কথা কখনো শুনিনি।। উনার সাথে আমরা সকলেই চলুন হাতে-হাত মিলিয়ে নিজের জায়গা থেকে দেশ গঠনে কাজ শুরু করি।।মহান আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ।।
রাইট
সহমত
Agree with you
@@Reshmachy3 শুকরিয়া
@@farzelhossen6561 শুকরিয়া
ড ইউনুস স্যারকে স্যালুট।
আলহামদুলিল্লাহ
মনে হচ্ছে আমরা একজন যোগ্য ব্যক্তি পেয়েছি।
ভাই তিনিই একজন যোগ্য ব্যক্তি।
রাইট ভাই
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার কথা গুলো যথেষ্ট স্পষ্ট ছিলো।
ডক্টর ইউনুস যে উদ্যোগ নিতে যাচ্ছে আসলে শুভ লক্ষণ বাংলাদেশের জন্য 🇧🇩❤️
কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কিছুই করতে পারবে না
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
@@mizanurranch6523Apnader baki Jibon ta mone hoi afsos korte hobe, InSha Allah,,, Afsos League
আলহামদুলিল্লাহ
কেনো?@@mizanurranch6523
জন্মের পর থেকে এরকম ধৈর্য ধরে কোন নেতা খেতা প্রধানমন্ত্রীর বক্তব্য আমি শুনি না কিন্তু এই মানুষটা দেখলি কেন জানি ভালো লাগে কথা শুধু শুনতে মন চায় শুনতে মন চায় আই লাভ প্রফেসর ডক্টর ইউনুস স্যার
Amar o same
Amar o same
Same
akhon tar kotha sunar jonno amra opekkha kori❤
🌹
বাংলাদেশের মানুষের জন্য ড. মোঃ ইউনূস আল্লাহর দেয়া একটা রহমত। এতো জ্ঞানি তিনি। ভাবতেই অবাক লাগে!
ডাঃ মুহাম্মদ ইউনুস ধন্যবাদ জানায়
আমরা এরকম রাষ্ট্রনায়কই চেয়েছিলাম..
এগিয়ে যান ড.ইউনুস সাহেব
কত সাজানো গোছানো, সাবলিল ভাষায় মনোমুগ্ধকর বক্তব্য, হৃদয় ছুঁয়ে যায় প্রতিটি শব্দ, এত গঠনমূলক বক্তব্য জীবনে কখনো শুনিনি, এমন একজন ব্যক্তিকেই রাষ্ট্রনায়ক হিসেবে মানায়, জীবন্ত জ্ঞানের ভান্ডার, কোন অহংকার নেই, কি চমৎকার বিনয়ী বাচনভঙ্গি, আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যান ড. মোহাম্মদ ইউনুস স্যার, আমার দৃঢ় বিশ্বাস আপনার প্রচেষ্টায় এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে। একটি সম্মানিত জাতি হিসেবে আমরা গর্ববোধ করব সেদিন বেশি দূরে নয়। আপনার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করছি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
এটা ভাই কাওয়া কাদের নয় ।
আগে নেতা-নেত্রীদের কথা শুনলে বুক ফেটে কান্না আসতো, রাগে রক্ত গরম হয়ে মাথায় চড়ে যেত।
কিন্তু এখন কেমন জানি মনের অজান্তেই মুখে সুখের হাসি চলে আসে। আলহামদুলিল্লাহ।
আল্লাহ ডঃ ইউনুস কে দীর্ঘ নেক হায়াত দান করুক।
Love from South Korea ❤❤
আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনুস স্যার এর জন্য দোয়া ও শুভকামনা
আমি অবাক হয়েছি এই বয়সে উনি এত সুন্দর ভাবে কথা গুলো বলেছেন ❤
এত সুন্দর কথা এবং কাজ ডঃ ইউনুস স্যারের পক্ষেই সম্ভব 😊❤
ঠিক বলেছেন ভাই।
❤️❤️❤️অবিরাম ভালবাসা, এগিয়ে যান, শুভকামনা রইল ❤️❤️❤️
মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকল পরিকল্পনা কবুল করুক,আপনার হায়াতকে বৃদ্ধি করে দিক আমিন।
আমিন।
আমিন
Amin
আমিন।
আমিন
আলহামদুলিল্লাহ
আমাদের দেশে ড ইউনুস স্যারের মতন রাষ্ট্রপ্রধান সবসময় প্রয়োজন
ড: মো: ইউনুস স্যারকে স্যালুট,,এতো সুন্দর ভাবে কথা বলার জন্য,, ❤️
এবং আমি আশ্চর্য হলাম!
কাগজে লিখে না এনে,
প্রায় ৩৩ মিনিটের বক্তব্য এতো সুন্দর ভাবে...............
সত্যিই আমি অবাক হলাম!
সামনে স্ক্রিনে লেখা থাকে
❤❤❤
@@AtikKhan-mm1sm স্কীনে থাকলেও এতো ক্লীয়ার কেউ পড়তে পারবে না
হতে পারে @@AtikKhan-mm1sm
সাথে আছি স্যার। এগিয়ে যান
আমার মতে স্যার যত বছর সুস্থ থাকে তাকে প্রধানমন্ত্রী পদে রাখা উচিত।
প্রধান উপদেষ্টা শুধু নয় এবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই ড. ইউনূস স্যার কে। তিনি যেনো আমাদের অধিকার আমাদের চিনে দিছেন। প্রতিটি কথা মনকে শিতল করে দিয়েছে। মন থেকে স্যার কে হাজার সেলুট জানায়।
PRESIDENTIAL GOVERNMENT CHAY R DR.YUNUS SIRKE PRESIDENT DEKHTE CHAY. PARLIAMENTARY GOVT. BAR BAR BERTHO PROMANITO HOYESE.
আলহামদুলিল্লাহ! শুকরিয়া মহান আল্লাহ তায়ালার কাছে যে, এমন এজন বুদ্ধিমান- বিনয়ী -দেশপ্রেমিক মানুষ রাষ্ট্রনায়ক হিসাবে পেয়েছি।
আলহামদুলিল্লাহ
অসংখ্য ধন্যবাদ স্যার
যাদু মন্ত্রে র মতো মুগ্ধ হয়ে এতক্ষণ শুনছিলাম। ধন্যবাদ স্যার। আপনার সুস্বাস্থ্য ও সার্বিক সফলতা কামনা করছি
ঠিক আমিও ভাই
Ok. Nice❤❤❤❤❤❤❤
আমি তো অবাক না দেখে কি ভাবে এত লং টাইম কথা বললো এতো সুন্দর করে,আমি আপনার বক্ত হয়ে গেলাম, হে আল্লাহ আপনি আমাদের এই মহান মানুষটাকে নেক হায়াত দান করুন এবং ওনার শরীল সাস্থ ভালো রাখুন আমিন।
আমিন
amin
@funbutnoneঠিক
আমরা একজন যোগ্য নেতা পেয়েছি ❤❤দোয়া রইলো আপনার জন্য
রাইট ভাই
ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি।
ডঃ মুহাম্মদ ইউনুস কে ১০বছরের সরকার চাই ❤️🇧🇩❤️
আমি চাই আজীবন।
Shohomot
আমিও চাই
আমি জানি না এই জাতির কোন ভালো কাজের জন্য আল্লাহ পাক আপনাকে আমাদের নেতা হিসেবে উপহার দিয়েছে। Salute sir. ❤
Shohomot
আমি কিছুদিন আগের ভাষন শুনেও মুগ্ধ হয়েছিলাম। আমরা সাধারণ মানুষ এমন একজন রাষ্ট্র প্রধান চেয়েছিলাম।যা ছাত্র ও জনসাধারনের জীবনের বিনিময়ে পেয়েছি।কে কে একমত আমার সাথে।
একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক আল্লাহর নেয়ামত আল্লাহ আপনাকে হেফাজত করুক🤲🏻
আমিন।।❤
আমীন
আমিন
আমিন
আমিন
এখন থেকে আর নয় নৌকা
আর নয় ধানের শীষ
এখন থেকে সবাই মিলে
ডাক্তার ইউনুস স্যার এর হাতকে শক্তিশালী করুন,,
Valo chilo good luck 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আমার দেশের ২০ কোটি জনগন এই দাবিটা তুলে ধরিনা কেন? আমারা এই রাষ্ট্র নায়কেই সারাজীবন রাষ্ট্রের নায়ক হিসাবে চাই।❤❤❤❤
Tader hasina pochondo,jate lutpat Korte pare
R8
সঠিক
সঠিক
এই চিন্তা চেতনার কারণে জন্ম হয় ফেসিবাদের
ধন্যবাদ শুকরিয়া জাজাকাল্লাহ খায়ের আপনি অনেক সুন্দর পরিকল্পনা আছে আল্লাহ পাক রহম ও সহজ করেন আমিন ছুম্মা আমিন
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের অত্যন্ত গঠনমূলক ও দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে অত্যন্ত আনন্দিত এবং আবেগাপ্লুত হলাম।
আশা করছি বক্তব্য অনুসারে সকল সংস্কার বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করছি।
খুব সুন্দর একটা ভাষন।কথা গুলো খুবই গুরুত্বপূর্ণ।
ভালোবাসা অবিরাম। ❤❤
যারা যারা ড. ইউনুসকে ভালোবাসেন, তারাই লাইক করেন👍
আমাদের সৌভাগ্য আমরা একজন ড. ইউনুস পেয়েছি।
কি বলবো?? কিছু বলার নাই। এতো সুন্দর, সাবলীল, মাধর্য এবং গুরুত্বপূর্ণ পূর্ন কথা যে উদ্দেগ উদ্দীপনা যা দেশকে এগিয়ে নিয়ে যাবে দূর থেকে বহু দূর। ভালোবাসা অবিরাম ড. মুহাম্মদ ইউনূস।🖤🖤
ড, মোহামাদ ইউনুস হল একজন সত্যিকারের একজন খাটি দেশ প্রেমিক আল্লাহ উনার হায়াত & সুস্থতা দান করেন আমিন
কোন রোমান্টিক উপন্যাসও এতো মনোযোগ দিয়ে পড়িনি বা শুনিনি, যতটা মনোযোগ দিয়ে আপনার কথা শুনলাম। ধন্যবাদ স্যার।
মাশাল্লাহ প্রিয় স্যারের দীর্ঘায়ু কামনা করছি!
বাংলাদেশ দীর্ঘজীবি হোক❤️
শুভকামনা রইলো আপনারাদের জন্য।
মনটা ভরে গেল
কি যেন মহান বানী
শুনছিলাম আমি🎉❤
ওরাই দেশের গৌরব
পুরোটা ভাষনই তৃপ্তিময়।
মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনেছিলাম। একমিনিট ও স্কিপ করিনি। এত সুন্দর কথা, বাস্তবায়ন হলে আমরা সত্যিই গর্বিত জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে পারবো। আল্লাহ সহায় হোন। ড. ইউনুস দীর্ঘজীবী হোন।
আমি ডক্টর ইউনুস স্যারের বক্তব্য পুরোপুরি শুনে সত্যিই খুবই মুগ্ধ হয়েছি অসাধারণ তার ভাষা এবং অসাধারণ তার মনের প্রতিভা। দোয়া করি সে যেন অতি দ্রুততা এবং ধৈর্যের সঙ্গে দেশটাকে সংষ্কার করতে পারে এটাই কামনা করি। বর্তমানে দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে সবাইকে ধৈর্য্য ধরে ডক্টর ইউনুস স্যরের পাশে থাকা উচিত আনি মনে করি।
এমন একজন রাষ্ট্র নায়ক খুঁজতে ছিলাম আমরা, আল্লাহর কাছে সুক্রিয়া ড: ইউনুসকে আমাদের ক্লান্তি কালে রাষ্ট্র নায়ক হিসাবে দান করার জন্য, আমরা আশা করি আমাদের পরবর্তী সব রাষ্ট্র নায়ক ডা: ইউনুসের মত যোগ্য লোক হবেন।
ঠিক ভাই
ডক্টর ইউনুস সাহেবের মত আর কেউ হবে না, একশো %শিউর
এই গুরুদায়িত্ব নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ৷ ৷ জনাব ড: ইউনুস ❤❤❤৷ দেশের সার্থে আপনার ডাকে জিবন ও সম্পদের বিনিময়ে ঝাপিয়ে পড়ার জন্য প্রস্তুুত
আমি এই মানুষটার বক্তব্য শুনতাছি আর কমেন্ট পরতাছি একটা কমেন্ট ও উনার বিপক্ষেনাই। একটা ও হেটার্স নাই এরকম মানুষ হয়। ভাবতাছি যদি আগামি ১৬বতসর এই ফ্যাসিস্ট হাসিনা না হইয়া এই মানুষ টা হইতো আজ দেশ অন্তত মালেয়েশিয়াতে রুপান্তরিত হইতো।মনে প্রশান্তি দেওয়ার মতো একটা বক্তব্য ❤❤
আমি মনে করি ডঃ মুহাম্মদ ইউনুস সাহেবকে পর্যাপ্ত সময় এবং সহযোগিতা করা উচিত।
আলহামদুলিল্লাহ স্যার আপনাকে পেয়েছি, তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া
কোন এক প্রধানমন্ত্রীর ভাষন সম্পুর্ন এই প্রথম শুনলাম দোয়া রইলো স্যার আপনার জন্য ❤️
আলহামদুলিল্লাহ্ কে কে আমার মতো পুরো বক্তব্য শুনেছেন??
মনটা ভালো হয়ে উঠবে
আমি
আমা
আমি।
ভাই মনটা শিতল হয়ে গেছে
দেখ বাংলাদেশবাসী আজকের ভাষণ সত্যি মন ভরে গেল ডক্টর ইউনুস দেশের সম্পদ কোন লেখা ছাড়া এতো সুন্দর ভাষণ এর আগে শুনিনি আল্লাহ তায়ালা তাকে নেক হায়াত দান করুন
আমরা আপনার সঙ্গে আছি। এমন বক্তব্য বাংলাদেশের মানুষ কখনোই শুনেনি।
দ্বিতীয় বারের মত মন্ত্রমুগ্ধের মত একজন সরকার প্রধানের ভাষণ শুনলাম! 💙
সত্যিই বাংলাদেশের মানুষ ভাগ্যবান এমন একটা প্রধানমন্ত্রী পেয়েছে
আপনাকে আমার সালাম ও ধন্যবাদ জানাই।আমার জীবনে আজ পর্যন্ত আপনার মত কোনো মন্ত্রী বর্গকে, জনগণের উদ্দেশে এমন সুন্দর করে বুঝিয়ে কথা বলতে দেখিনাই।আমি আপনার জন্য আমার মন থেকে দোয়া করছি।
আমরা এ রকম স্বাধীননতা আর স্যারের মতন মানুষকেই রাষ্ট্র প্রধান হিসেবে চেয়েছিলাম।❤❤