স্যার আপনাকে নমস্কার। আপনার কথাগুলো এমন মনে হয় যেন শিক্ষক আমাদেরকে যত্নে সাথে কথা বোঝাচ্ছে। হ্যা আমরা দূগা পূজা নিয়মের সাথে করতে পেরেছি। আমরা নিজেদের ধর্ম নিজেরা পালন করে সবাই একসাথে বসবাস করব এটাই তো বাংলাদেশ। যেটা অন্য দেশের থেকে অনেক ভালো।
হুম কিন্তু ভাই তোমাদের আর আমাদের এই পরিবার টাহ কে নষ্ট করতে চাই ইন্ডিয়ার উগ্রবাদী হিন্দু বলব নাকি তারা ত্য কোন ধর্মের নয় ভারতের বিজেপী মিডিয়া গুলো -!!😢
মোদি ও শুবেন্দু কে বলছি আমরা বাংলাদেশি সনাতনী রা তোমার রাজনৈতিক সার্থে ফাদে পা দিবনা, আমরা বাংলাদেশের সবাই একসঙ্গে আছি, তুমি সনাতনী কাড খেলে দাঙ্গা বাধিয়ে মধু খেয়ে গদিতে বসবা, আর আমরা ভাই ভাই মারামারি করে ভিটাহারা হই
কতটা ভাগ্যবান আপনাকে আমরা পেয়েছি এরকম সম্মান এর আগে কেউ দেয়নি সাধারণ জনগণকে😢😢😢 তাদের ভাব নিয়ে তারা বাঁচতো না জনগণকে তারা কুকুর-বিড়াল মনে করতো😢। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে সহি সালামতে রাখুক সব সময়
তাই। তো এখন আমরা সুখী দেশের মানুষ। তো পুলিশ হত্যাসহ নিরীহ মানুষের দোকানপাটসহ কোন কিছুর বিচার হবে না। সেই মর্মে আইন কালো আইন করলে কেন বাবু। তাদের বিচার করা লাগবে না। নাকি হাসু আপার জন্য রেখে দিলে। উনি বিচার করল তো আবার তোমাদের গা জ্বলে। তাই বলছিলাম তোমরাই ঐ বিচার গুলো করতে পারতে বাবু।
আজকে আমরা অনেক গর্বিত আপনার মত এক জন সত্যিকারে অভিভাবক পেয়ে। ধন্যবাদ আপনাকে ডক্টর ইউনুস স্যার। সত্যি অসাধারণ আপনার গুরুত্বপূর্ণ আলোচনা সেলুট আপনাকে ও সেলুট বাংলাদেশ।
আমাদেরও কতা আমরা কারো ধর্মকে ছোট করবোনা সব ধর্মের লোকেরা আমাদের ভাই ভাই আগে যে বাবে শান্তি বাবে চলছি এখনো আমরা শান্তি বাবে চলমো । কিন্ত দেশে কেউ উশৃংখল করলে অন্নাই করলে আইন তাদেরকে সাজা দেওয়া হোক আর দেশে যে ধর্মের লোক হক না কেন দেশে জদি কোনো সন্ত্রাসী খুনি মানুষ হত্যা করে তাদেরকে আইনের আওতায় এনে খুনিদেরকে ফাঁশিতে জুলানোর জন্য আইনকে আওবান জানাই
আমরা হিন্দু মুসলিম পদ্ম খৃষ্টান এক হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাব আমরা সবাই একসাথে একটা সমাবেশ করব এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো বাইরের দেশগুলোকে দেখিয়ে দেবো আমরা সবাই এক পরিবার
আমাদের দেশে আপনিই প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখেন।।,,,ধন্যবাদ ছাত্রদের,,,,সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য,,,,ইন শা আল্লাহ ভালো কিছুই হবে,,,,ভালো অনেক কিছুই হচ্ছে,,,কিন্তু ভালো টা আরও বেশি হতো যদি ষড়যন্ত্র না হতো,,,,
প্রশাসন আর সকল বাহিনী চেয়েছিল আসিফ নজরুল কে প্রধান উপদেষ্টা করার জন্য। ছাত্রদের দাবি ছিল ইউনুস স্যার কেই প্রধান উপদেষ্টা করতে হবে।এজন্যই ২ দিন কোন সরকার ছিল না দেশে।
@@Mdabdullahalmamun-g5s এইগুলা গুজব ইলিয়াসের কথা। হাসিনা পালানোর পরে মূহুর্তের মধ্যে নতুন সরকার কিভাবে গঠিত হবে? সব কি আগে থেকে পাতানো ছিল নাকি? ইলিয়াস যা বুঝাইছে, তার মুণ্ডুহীন অনুসারীরা তাই বুঝেছে।
মোদি ও শুবেন্দু কে বলছি আমরা বাংলাদেশি সনাতনী রা তোমার রাজনৈতিক সার্থে ফাদে পা দিবনা, আমরা বাংলাদেশের সবাই একসঙ্গে আছি, তুমি সনাতনী কাড খেলে দাঙ্গা বাধিয়ে মধু খেয়ে গদিতে বসবা, আর আমরা ভাই ভাই মারামারি করে ভিটাহারা হই
একটিও হিংসাত্মক শব্দ নেই❤ এত সুন্দর ভাবেও কথা বলা যায় । শান্তিতে নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস। সকল প্রশংসা আল্লাহ তায়ালার, যিনি আমাদের জন্য এমন নেতা মনোনীত করেছেন। ❤
Dr. Yunus Sir, আপনার মধ্যে প্রকৃত শিক্ষাগত জ্ঞানের ভাণ্ডার আছে দেখতে পেলাম, সেই মতে আপনার প্রকৃত জ্ঞানকে কার্যকরী করার জন্য অনুরোধ রইলো, from India-Assam-Cachar-Silchar
আপনাকে যতই দেখি,,আপনার কথা যতই শুনি,,,মুগ্ধ হই,,,,আমিও ভেবেছিলাম আপনি চুপ আছেন মনে খুব ভালো একটা সিদ্ধান্ত নিবেন ,,,ভালো কথা বলবেন,,,বুদ্ধিমানরা কখন ও অযথা কথা বলেনা,,,,ধন্যবাদ আপনাকে।।।,,,আমরা গর্বিত আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে,,,,আপনি অনেকভাবেই আমাদের সন্তুষ্ট করেছেন,,,কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ভালো কে কখন ও ভালো বলতে পারেনা,,,অযথা ঝামেলা সৃষ্টি করে,,,,আল্লাহ্ রহম করুন আমাদের,,,সব ষড়যন্ত্র শেষ হয়ে যাক,,,,
এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান, উপজাতি সবার। রাজনৈতিক ভিন্ন মত থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, কিন্তু সার্বভৌমত্ব রক্ষার বেলায় সবাইকে এক থাকতে হবে।
@ShohagSarkar-g6l ভাই কথা শুনে মনটা জুড়িয়ে গেল আমরা সবাই এদেশের নাগরিক আমাদেরকে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এক হাত হয়ে
এই মহান ব্যক্তিকে যদি আমরা আরো আগে অভিভাবক হিসেবে পেতাম তাহলে জাতি হিসেবে আমরা অনেক আগেই বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম। আল্লাহ্ পাক আপনাকে নেক হায়াত দান করুক ❤️❤️
😂😂 হ্যাঁ সেটা বিভিন্ন কলেজে ভারতীয় পতাকা পোড়ানো, পতাকাকে পারিয়ে যাওয়া, রহমান কলেজে সিন্ধু ছাত্রদের মৃত্যু পর্যন্ত বাস পেটা করা, হিন্দু মন্দির ধ্বংস করা হিন্দু মহিলাদের কে ধর্ষণ করা তাদের বাড়ির লোকেদের কে মেরে ফেলা এগুলোই হচ্ছে বাংলাদেশের লোকেদের আসল চরিত্র।।। এটা একটা আই ওয়াশ করার হচ্ছে আর কিছুই নয়।।। এই ব্যাটার উপর অনেক চাপ আছে।।।😂😂😂
😂😂 কথাই না বলে কাজে দেখাতে হবে হিন্দুদের মৌলবাদী হুমকি ধামকি দিচ্ছে কেনো হিন্দুরা আন্দোলন করলে জ্বলছে কেনো শুধু ছাত্র আন্দোলন করতে পারবে কলেজ লুট করবে 😂😂
ভাই ইউনুস স্যার,বিএনপি, জামাত যতই ভালো করুক ভারত সেটা খারাপ বলবেই উল্টো দেখাবে।ভারতের মনে শেখ হাসিনা বসে আছে। শেখ হাসিনাই ভারতকে দিতে পারে, রেল টানজিট, বাস টানজিট, চট্টগ্রাম বন্দর দেওয়া,চুরি করে মাছ দেওয়া,বর্ডারে হত্যা,আমদানি মাধ্যামে ভারতকে ধনি বানানো।
আমরা বাঙালি এখনো তাকে চিনতে পারিনি যিনি কিনা সুস্পষ্ট ভাষায় পানির মত সহজ করে দেশ ও দেশবাসীকে সম্পূর্ণরূপে কথাগুলো বোঝাচ্ছেন স্যালুট জানাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব স্যার আপনাকে
আহারে কি সুন্দর সাবলীলভাবে কথা গুলো বললো,স্যার,আসলেই বাংলাদেশের একটা সূবর্ন সুযোগ আসছে দে-শ টা সুন্দর করার,আর এ-ই দায়িত্ব আমাদের, স্যার আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে ❤❤❤🇧🇩🇧🇩🇧🇩
পৃথিবী বদলে দেবার মত মানুষ একজন ❤️❤️ যার দর্শন আধুনিক থেকে অতি আধুনিক এবং মানবিক থেকে অতি মানবিক। ভালো থাকুন প্রিয় স্যার এবং এগিয়ে যান আপনার দায়িত্ব পালন করে।
জীবনে কোনদিন কোনো প্রদান মন্ত্রীর কথা এতো আগ্রহ নিয়ে শোনিনি। এই প্রথম কারো বয়ান শুনলাম গভীর মন দিয়ে।তবে যেহেতু আমরা মুসলমান, দুয়েকবার আল্লাহর নামটা নিয়ে বললে আমার কাছে আরো ভালো লাগতো। স্যারের সুসাস্থ কামনা করছি।
বক্তব্যটা কয়েকবার মনোযোগ দিয়ে শুনলাম। এত গুলো কথার মাঝে একচা ইংরেজি শব্দও নাই। অর্থ্যাৎ উনি যখন বাংলায় কথা বলে তখন কোন একটা ইংরেজি শব্দও ব্যাবহার করে না❤❤❤।
বাংলার মানুষ তাকে চিনতে ভুল করছে,উনি মন থেকেই দেশর জন্য ভাল কিছু করতে চায় কিন্তু তাকে ভেঙে দেয়া হচ্ছে,বাংলার মানুষ কোন দিন যোগ্য লোক চিতনে পারবে না কাজে লাগাতে পারবে না,এজন্যই আমাদের এই দশা😢
এত বছর আমরা কি রকম কথাগুলো শুনেছিলাম। এ রকম ভাসা সব মানুষ জাতির হওয়া খুব দরকার। সে জদি খারাপ ও হয়। তার পরও এ রকম সুন্দর ভাষা করা উচিত । ধন্যবাদ আপনাকে।
স্যালুট স্যার🕵️♂️🕵️♂️🕵️♂️🕵️♂️🕵️♂️🕵️♂️🥰 অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এতো সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমার জন্মের পরে ৩২ বছর বয়সে বাংলাদেশের কোন রাষ্ট্র প্রধানের বক্তব্য কোন দিন টিভিতে বা অন্য কোন মাধ্যমে এতো মনোযোগ সহকারে সময় নিয়ে দেখিওনি শুনিওনি, আপনার বক্তব্য গুলি মনোযোগ সহকারে দেখি ও শুনি।
অসাধারণ ,আমার জিবনে এই প্রথম বাংলাদেশী কোন নেতার বক্তব্য এত মনযোগ সহকারে শুনলাম।কোন ভেজাল নাই ,কোন রাগ নাই ,মনে হচ্ছে কথাগুলো অন্তর থেকে শীতল হয়ে বের হচ্ছে এবং শ্রোতাদের মনকেও শীতল করে দিচ্ছে।শুধু মাত্র লিখে প্রকাশ করা সম্ভব নয় আমার কতটা ভালো লেগেছে তাহার কথাগুলো।স্যালুট জানাই স্যার কে।❤আমাদের সৌভাগ্য আমরা আপনার মত একজন মানুষ কে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি।
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দোয়া করি ডঃ মুহাম্মদ ইউনূস সাহেব জন্য উনি সাদা মনের মানুষ উনি কে আল্লাহ হেফাজত করুন রক্ষা করুন আমীন বাংলাদেশ জিন্দাবাদ সেনাবাহিনী জিন্দাবাদ ঐক্যবদ্ধ জিন্দাবাদ
আমরা হিন্দু আমরা বাংগালী। বাংলাদেশ আমাদের সবার। আর আমরা বাংলাদেশে ভাল আছি। বর্তমান সকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। সবার আগে আমি বাংলাদেশি আমি গর্বিত বাঙ্গালী
@MukulMunshi-wc5uu shut your mouth. Because of you peoples we are facing trouble. Yes i am bangladeshi muslim and i love my hindu brothers. We are one. So shut up.
ডক্টর ইউনুস সাহেব এমন একজন ব্যক্তি যাকে পুরা দুনিয়া এক নামেই চিনে । এমনকি আমরা সেই ব্যক্তি কেই আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি । এ জন্য অন্তরের অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ .।।।
স্যার আপনাকে নমস্কার। আপনার কথাগুলো এমন মনে হয় যেন শিক্ষক আমাদেরকে যত্নে সাথে কথা বোঝাচ্ছে। হ্যা আমরা দূগা পূজা নিয়মের সাথে করতে পেরেছি। আমরা নিজেদের ধর্ম নিজেরা পালন করে সবাই একসাথে বসবাস করব এটাই তো বাংলাদেশ। যেটা অন্য দেশের থেকে অনেক ভালো।
হুম কিন্তু ভাই তোমাদের আর আমাদের এই পরিবার টাহ কে নষ্ট করতে চাই ইন্ডিয়ার উগ্রবাদী হিন্দু বলব নাকি তারা ত্য কোন ধর্মের নয় ভারতের বিজেপী মিডিয়া গুলো -!!😢
Right dada❤❤❤
🥰🥰
জি দাদা একদম ঠিক বলেছেন,,,ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের সবার পরিচয় আমরা সবাই বাঙালি,,, আমরা সবাই বাংলাদেশী❤❤❤
আপনাদের মধ্যে এই ভালো ম্যাসেজ গুলো ছড়িয়ে দেন।
কয়েকজনের জন্য দেশের আজ এই অবস্থা। আমরা সবাই সবাইকে নিয়ে মিলে মিশে থাকতে চাই।এটা আমাদের দেশ প্রিয় বাংলাদেশ।
কয়েকজন নয় , 30% উগ্র ধর্মান্ধের দের জন্য
এই আশাই করি
Muslims can never live peacefully with any community
দেশটা আপনার।
কয়েকজন বললে ভুল হবে, অনেকজন বলুন
আলহামদুলিল্লাহ ড. মোঃ ইউনূস স্যারকে অসংখ ধন্যবাদ আমরা সবাই বাংলাদেশী
মোদি ও শুবেন্দু কে বলছি আমরা বাংলাদেশি সনাতনী রা তোমার রাজনৈতিক সার্থে ফাদে পা দিবনা, আমরা বাংলাদেশের সবাই একসঙ্গে আছি, তুমি সনাতনী কাড খেলে দাঙ্গা বাধিয়ে মধু খেয়ে গদিতে বসবা, আর আমরা ভাই ভাই মারামারি করে ভিটাহারা হই
তোমরা সবাই বাংলাদেশী আমরা সবাই কি। টুপি মাথায় বাংলাদেশী বসছে ইউনুস মোল্লার সাথে অথর্চ মোল্লারই নাই টুপি দারি। এতোদিনে মোল্লারা একজন নেতা পেয়ে তাও আবার সুদখোর।
mr shakil amra bagali
Bangali r bangladeshi ek noi@@Sayyem-yt
আপনার বাসা কোথায়?@@Sayyem-yt
কতটা ভাগ্যবান আপনাকে আমরা পেয়েছি এরকম সম্মান এর আগে কেউ দেয়নি সাধারণ জনগণকে😢😢😢 তাদের ভাব নিয়ে তারা বাঁচতো না জনগণকে তারা কুকুর-বিড়াল মনে করতো😢। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে সহি সালামতে রাখুক সব সময়
শুধু সনাতনীরা অত্যাচারিত!
ডক্টর ইউনুস স্যারের মন-মানসিকতা এত মহান, উদারত আগে কখনো কল্পনা করা যায়নি
আরেকটা নোবেল প্রাইস তার সাথে যায় ❤
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
তাই। তো এখন আমরা সুখী দেশের মানুষ। তো পুলিশ হত্যাসহ নিরীহ মানুষের দোকানপাটসহ কোন কিছুর বিচার হবে না। সেই মর্মে আইন কালো আইন করলে কেন বাবু। তাদের বিচার করা লাগবে না। নাকি হাসু আপার জন্য রেখে দিলে। উনি বিচার করল তো আবার তোমাদের গা জ্বলে। তাই বলছিলাম তোমরাই ঐ বিচার গুলো করতে পারতে বাবু।
মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে উনি আমাদের দেশের জন্য মনোনীত হয়েছেন। ওনার দীর্ঘ নেক হায়াত কামনা করি।
ইন্ডিয়া মন্দির এ হামলা করে ঢাকার বলে চালানো হচ্ছে স্যার।
স্যারের কথা গূলো শুনলে কান্না আসে ....আমরা এমন একটা মানুষকে পেয়ে গর্বিত ৷ কিন্তু কিছূ লোকের জন্য ওনি অনেক কষ্ট পাচ্ছে...এখনো সময় আছে সবাই এক হও
হু মোল্লা ইউনুস ভাল লোক ভাল সুদখোর বটে। তাই না বাবু। তার জন্য চোখ জল না আসলে আল্লাহ্ রাগ করবেন। তাই না বাবু।
ঠিক✅
SOB OVINOY
আগে বলতি সুদখোর দেশ থেকে তারাও এখন কী করলি উপদেষ্টা বানিয়ে নিলি। খুবি হাস্যকর ব্যাপার 🤣😂😅😃🤣
তোর মা ভারতে পালাইছে 🤣 🤣 🤣 @@MouksesulHoque
অন্তর থেকে ভালবাসা চলে আসে ড. ইউনুস স্যারের কথা গুলো শুনলে❤।
আমাদের উচিত দেশকে এগিয়ে নিতে সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসা।
সুন্দর ভালো মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ ভাই 🫂
আমরা একসাথে থাকলে আমরা একদিন উন্নত দেশ হবো, ভাই।
ঠিক বলছেন ভাই আমার সবাই বাংলাদেশি এটাই আমাদের পরিচয় আমরা মিলে মিশে দেশ কে এগিয়ে নিতে পারি যদি আমরা এক থাকি
@@SubrataDas-qk4xl ধন্যবাদ ভাই 🫂
আজকে আমরা অনেক গর্বিত আপনার মত এক জন সত্যিকারে অভিভাবক পেয়ে। ধন্যবাদ আপনাকে ডক্টর ইউনুস স্যার। সত্যি অসাধারণ আপনার গুরুত্বপূর্ণ আলোচনা সেলুট আপনাকে ও সেলুট বাংলাদেশ।
আমরা অসাধারণ মানুষটাকে সবাই মিলে সহায়তা করি,দেশটা অনেক দুর এগিয়ে যাবে।
ধন্যবাদ আপনার মত একজন ভালো মানুষ আমাদের দেশে প্রয়োজন হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে থাকবো এদেশে ইনশাল্লাহ
ধন্যবাদ ভাই
❤❤❤
ধন্যবাদ প্রিয় ভাই ❤️
হিন্দু মুসলিম ভাই ভাই, ভারতের আর দরকার নাই।
জীবনে কোনোদিন কোনো প্রধান মন্থীর কথা এতো আগ্রহ নিয়ে শোনিনি। এই প্রথম কারো ভয়ান এতো মনযোগ দিয়ে শোনি❤❤❤
আমি ও ভাই
true ❤
Same sister
হ্যা ঘরে নিয়ে শুয়ে পর একে 😂😂😂
নেএী বিদেশেএএএএ😂@@Feluda12
এত ধীর-স্থির বক্তব্য এক কথায় অসাধারণ। আপনার নেতৃত্বে দেশ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
তুই বোরখা পর তার মেয়ে পরবে বিকিনি😂
@@spgamingyt4122আর তুই ফ্রী ফায়ার খেল শালা কামলার বা্চ্চা!😂😂
ar tui freefire khel kamlar bacca😂
@@irfan19000 যা বলছি সত্য বলেছি ভিডিও দেবো তার মেয়ের্
@@spgamingyt4122কনডম ফেটে জন্ম নেয়া শিশু
৫ই আগস্টের পর আজকেই আমি প্রধান উপদেষ্টার কথা স্বস্তি পেলাম, ধন্যবাদ স্যার।।
Seto Bate Pora Ai Kotha Bolcha Akhon..Ta Na Hole Se To Ai Desh K Onno Kichu Korte Chichelo..
অসাধারণ ব্যক্তি চাঁদের মতো একজন মানুষ। সবার প্রতি আহ্বান সবাই এই মানুষটাকে সহায়তা করুন। ভালো ফল পাবেন
😂😂😂😂😂😂😂
Hum
❤❤❤❤❤
তুই কি বাল হাটে মলোম বিক্রি করিস, ভালো ফল পাবেন 😂😂
আলু 120, পেঁয়াজ 250 ,, ফল পাচ্ছে জনগণ। পাকিস্তানের দালাল সালা ।
এ তো তেল মারার কি আছে ?
সহজ স্বাভাবিক সাধারণ মন্তব্য করুন ।
স্যারের কথা শুনে মনটা একদম ভরে গেল।সত্যি বলছি
ধন্যবাদ এভাবে দেশ এবং দেশের মানুষের সাথে থাকবেন
ধন্যবাদ প্রিয় ভাই ❤️
@@isratzahansammi3006kano upnar ki sondeho acche onar upor na upni sudhu nijeke Bangladeshi and nije ke e deshprem bhaben konta?
আমাদেরও কতা আমরা কারো ধর্মকে ছোট করবোনা সব ধর্মের লোকেরা আমাদের ভাই ভাই আগে যে বাবে শান্তি বাবে চলছি এখনো আমরা শান্তি বাবে চলমো । কিন্ত দেশে কেউ উশৃংখল করলে অন্নাই করলে আইন তাদেরকে সাজা দেওয়া হোক আর দেশে যে ধর্মের লোক হক না কেন দেশে জদি কোনো সন্ত্রাসী খুনি মানুষ হত্যা করে তাদেরকে আইনের আওতায় এনে খুনিদেরকে ফাঁশিতে জুলানোর জন্য আইনকে আওবান জানাই
আমরা হিন্দু মুসলিম পদ্ম খৃষ্টান এক হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাব আমরা সবাই একসাথে একটা সমাবেশ করব এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো বাইরের দেশগুলোকে দেখিয়ে দেবো আমরা সবাই এক পরিবার
আমাদের দেশে আপনিই প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখেন।।,,,ধন্যবাদ ছাত্রদের,,,,সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য,,,,ইন শা আল্লাহ ভালো কিছুই হবে,,,,ভালো অনেক কিছুই হচ্ছে,,,কিন্তু ভালো টা আরও বেশি হতো যদি ষড়যন্ত্র না হতো,,,,
💕❤️💞
প্রশাসন আর সকল বাহিনী চেয়েছিল আসিফ নজরুল কে প্রধান উপদেষ্টা করার জন্য। ছাত্রদের দাবি ছিল ইউনুস স্যার কেই প্রধান উপদেষ্টা করতে হবে।এজন্যই ২ দিন কোন সরকার ছিল না দেশে।
@@Mdabdullahalmamun-g5s এইগুলা গুজব ইলিয়াসের কথা। হাসিনা পালানোর পরে মূহুর্তের মধ্যে নতুন সরকার কিভাবে গঠিত হবে? সব কি আগে থেকে পাতানো ছিল নাকি?
ইলিয়াস যা বুঝাইছে, তার মুণ্ডুহীন অনুসারীরা তাই বুঝেছে।
আল্লাহ তাআলা স্যারকে হায়াত দরাজ করুক। আমীন।
ধন্যবাদ এখন টিভি চ্যানেল।
স্যার আপনি এগিয়ে যান, আমরা বিশ কোটি জনগন আপনার সাথে আছি।।
মোদি ও শুবেন্দু কে বলছি আমরা বাংলাদেশি সনাতনী রা তোমার রাজনৈতিক সার্থে ফাদে পা দিবনা, আমরা বাংলাদেশের সবাই একসঙ্গে আছি, তুমি সনাতনী কাড খেলে দাঙ্গা বাধিয়ে মধু খেয়ে গদিতে বসবা, আর আমরা ভাই ভাই মারামারি করে ভিটাহারা হই
লীগ আর এরশাদ পার্টিকে বাদ দিবেননা?
তুই একলা শুধু ।বিশ কোটি কেনো ।বিশ জন ও ওর সাথে নেই
খালি তুই নেই পাগল, পাবনা ভর্তি হৈ যা@@mithunshill6964
ভারতের দালালি ছাড়ুন,দেশপ্রেমিক হোন@@mithunshill6964
সুন্দর বক্তব্য। ইশ্বর সবাইকে সুবুদ্ধি দিক।❤
একটিও হিংসাত্মক শব্দ নেই❤ এত সুন্দর ভাবেও কথা বলা যায় । শান্তিতে নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস। সকল প্রশংসা আল্লাহ তায়ালার, যিনি আমাদের জন্য এমন নেতা মনোনীত করেছেন। ❤
Hmm tik bolso
ভালো/শিক্ষিত মানুষের গায়ে লিখা থাকে না তাদের কথায় এবং ব্যবহারে বুঝা যায়.,
আলহামদুলিল্লাহ, উনার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল
banchod Eunus sorkar ..palabe kothai thik kore pabe na
একটা যোগ্য মানুষের যোগ্য কথা কথাগুলি খুবই অনুপ্রাণিত হলাম আমরা চাই বাংলাদেশকে এভাবে সাজিয়ে তুলতে আলহামদুলিল্লাহ আপনি এগিয়ে যান স্যার
Dr. Yunus Sir, আপনার মধ্যে প্রকৃত শিক্ষাগত জ্ঞানের ভাণ্ডার আছে দেখতে পেলাম, সেই মতে আপনার প্রকৃত জ্ঞানকে কার্যকরী করার জন্য অনুরোধ রইলো, from India-Assam-Cachar-Silchar
তেল মারো ভাই তেল মারো। বেশি করে তেল মারো। জিনিস পত্রের দাম বাড়ে 😂😊😅😅😅
সে বিশ্বনেতাদের শিক্ষক তার কাছে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে
From meherpur, silchar
@@tahirhussainlaskar9458from Hailakandi Ward no-4
From dhubri assam
অসাধারণ একজন দেশ প্রেমিক মানুষ,সবাই মিলে উনাকে সহযোগিতা করলে আমার সোনার দেশ মাথা উচুঁ করে দাঁড়াবে একদিন ইনশাআল্লাহ।
আপনাকে যতই দেখি,,আপনার কথা যতই শুনি,,,মুগ্ধ হই,,,,আমিও ভেবেছিলাম আপনি চুপ আছেন মনে খুব ভালো একটা সিদ্ধান্ত নিবেন ,,,ভালো কথা বলবেন,,,বুদ্ধিমানরা কখন ও অযথা কথা বলেনা,,,,ধন্যবাদ আপনাকে।।।,,,আমরা গর্বিত আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে,,,,আপনি অনেকভাবেই আমাদের সন্তুষ্ট করেছেন,,,কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ভালো কে কখন ও ভালো বলতে পারেনা,,,অযথা ঝামেলা সৃষ্টি করে,,,,আল্লাহ্ রহম করুন আমাদের,,,সব ষড়যন্ত্র শেষ হয়ে যাক,,,,
💕❤️💞
এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান, উপজাতি সবার। রাজনৈতিক ভিন্ন মত থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, কিন্তু সার্বভৌমত্ব রক্ষার বেলায় সবাইকে এক থাকতে হবে।
আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনুস কে অনেক অনেক ধন্যবাদ
যত কিছুই হয়ে যাক সহকারী হিসেবে সাহায্যকারী হিসেবে আমাদের আল্লাহই যথেষ্ট
আপনি এগিয়ে যান দেশের স্বার্থে কাজ করে যান আমরা আছি আপনার সাথে❤❤
Hagte jouyar somoy o allah ke samne bosiye rakhis..
আল্লাহ উওম পরিকল্পনা কারি আলহামদুলিল্লাহ ❤
এভাবেই দেখতে চেয়ে ছিলাম আল্লাহ আশা পুরন করছেন এভাবেই সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার উদ্যোগ যেন সত্যি হয়। এর
আমাদের সবারই জন্মভুমি বাংলাদেশে।এই দেশ আমাদের সবার মা।তাই এখানে সংখ্যাগুরু সংখ্যালুঘু বলতে কিছুই নাই।আমরা আমাদের দেশকে রক্ষা করবো ভালোবাসবো
@ShohagSarkar-g6l ভাই কথা শুনে মনটা জুড়িয়ে গেল আমরা সবাই এদেশের নাগরিক আমাদেরকে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এক হাত হয়ে
স্যারকে দেখলে কথা শুনলে খুব আপন মনে হয়।সত্যি সত্যি মনে হয় উনি আমাদের পরিবারের সদস্য।আল্লাহ উনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক।
💕❤️💞
এই মহান ব্যক্তিকে যদি আমরা আরো আগে অভিভাবক হিসেবে পেতাম তাহলে জাতি হিসেবে আমরা অনেক আগেই বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম। আল্লাহ্ পাক আপনাকে নেক হায়াত দান করুক ❤️❤️
আমীন।
এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ড ইউনুস স্যার কে অভিনন্দন।
বৈষম্ম নীতি প্রতিরোধ ছাত্র জনতা পরিষদ।
কতো সুন্দর অসাম্প্রদায়িক পরিবেশ। কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে আমরা এমনি এক ও অভিন্ন।
😂😂 হ্যাঁ সেটা বিভিন্ন কলেজে ভারতীয় পতাকা পোড়ানো, পতাকাকে পারিয়ে যাওয়া, রহমান কলেজে সিন্ধু ছাত্রদের মৃত্যু পর্যন্ত বাস পেটা করা, হিন্দু মন্দির ধ্বংস করা হিন্দু মহিলাদের কে ধর্ষণ করা তাদের বাড়ির লোকেদের কে মেরে ফেলা এগুলোই হচ্ছে বাংলাদেশের লোকেদের আসল চরিত্র।।। এটা একটা আই ওয়াশ করার হচ্ছে আর কিছুই নয়।।। এই ব্যাটার উপর অনেক চাপ আছে।।।😂😂😂
😂😂
@@ADITYARAJ-ot5bgmathar vitor to shudhu goo. Shamprodaiyk hoio na
স্যার অসংখ্য ধন্যবাদ আপনার সাহসী উদ্যোগের জন্য।
চাপে পড়ে বাপ বলছে
@@sanjibdey8653আফসোস
@@sanjibdey8653 আপনাদের মতন লোকেদের কারণে দেশটা আগাইতে পারে না ভাই সবার কমেন্ট দেখেন আপনার কমেন্ট দেখান মাইন্ড কইরেন না ভাই ঠিক আছে❤
সুন্দর মনোমুগ্ধকর ভাষণ শুনলেই প্রাণ জুড়িয়ে যায়
ধন্যবাদ এভাবেই সবাই আমরা মিলেমিশে থাকবো কোন মিথ্যা প্রচারণা চালাবো না
আমরা সবাই এই দেশের নাগরিক সবার এক হয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে
স্যার, অনেক মুল্যবান বক্তব্য রেখেছেন!
অনেক ধন্যবাদ!
এই বক্তব্য কে ইংরেজিতে অনুবাদ করে সারা পৃথিবীতে ছরিয়ে দেয়া উচিত। বিশেষ করে ভারতের মিডিয়াতে।
দাদা সত্য সকলেই জানতে চাই। আশা করি সত্য কি সেটা সময় বলবে।
Right
😂😂 কথাই না বলে কাজে দেখাতে হবে হিন্দুদের মৌলবাদী হুমকি ধামকি দিচ্ছে কেনো হিন্দুরা আন্দোলন করলে জ্বলছে কেনো শুধু ছাত্র আন্দোলন করতে পারবে কলেজ লুট করবে 😂😂
ভাই ইউনুস স্যার,বিএনপি, জামাত যতই ভালো করুক ভারত সেটা খারাপ বলবেই উল্টো দেখাবে।ভারতের মনে শেখ হাসিনা বসে আছে। শেখ হাসিনাই ভারতকে দিতে পারে, রেল টানজিট, বাস টানজিট, চট্টগ্রাম বন্দর দেওয়া,চুরি করে মাছ দেওয়া,বর্ডারে হত্যা,আমদানি মাধ্যামে ভারতকে ধনি বানানো।
মুখ এবং মুখোশ আলাদা। কথা এবং কাজ ঠিক নয়।মন ও মুখ এক হওয়া উচিত।
ছাত্রদেরকে ধন্যবাদ ❤❤তারা যদি ডঃ ইউনুসকে প্রধান উপদেষ্টা না করতো তাহলে আমরা জানতে পারতাম না একটা রাষ্ট্রপ্রধান এত অমায়িক হয়❤❤
আলহামদুলিল্লাহ
প্রশংসা কেবল মহান আল্লাহর, যিনি পরম করুনা ময় মহান।
Alhamdulillah
আপনি একদম ঠিক কথা বলছেন
Tora atankwadi der jail theke bar korli tai to ki kore jante partis toder dhrmo eto kharap kali nijer ma bonder chodar galpo
Alhamdulillah
অসংখ্য ধন্যবাদ!! স্যারের প্রতি দুআ ও শুভকামনা রইলো।
আমরা বাঙালি এখনো তাকে চিনতে পারিনি যিনি কিনা সুস্পষ্ট ভাষায় পানির মত সহজ করে দেশ ও দেশবাসীকে সম্পূর্ণরূপে কথাগুলো বোঝাচ্ছেন স্যালুট জানাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব স্যার আপনাকে
আহারে কি সুন্দর সাবলীলভাবে কথা গুলো বললো,স্যার,আসলেই বাংলাদেশের একটা সূবর্ন সুযোগ আসছে দে-শ টা সুন্দর করার,আর এ-ই দায়িত্ব আমাদের, স্যার আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে ❤❤❤🇧🇩🇧🇩🇧🇩
স্যার আপনি এগিয়ে যান সারা বাংলাদেশ আপনার সাথে আছে ইনশাআল্লাহ
পৃথিবী বদলে দেবার মত মানুষ একজন ❤️❤️ যার দর্শন আধুনিক থেকে অতি আধুনিক এবং মানবিক থেকে অতি মানবিক। ভালো থাকুন প্রিয় স্যার এবং এগিয়ে যান আপনার দায়িত্ব পালন করে।
যে যেমন ভাবে এসেছি ভবে একদিন সে ভাবে একলা চলে যেতে হবে তাকে। তাই এসো মোরা ভাই সম্প্রীতির জয়গান গাই।
সহমত পোষণ করছি ভাই
💯
❤❤
Thik dada
স্যারের বক্তব্য শুনে মনটা ভরে যায় উনাকে পেয়ে আমরা গর্বিত।
🎉
🎉
🎉
ভালো পথে বাধা আসবেই, তবে দিনশেষে জয় ভালোরই হয়, এগিয়ে যান স্যার- দেশের স্বার্থে জনসাধারণের পাশে থেকে সততার সাথে এগিয়ে যান।
উনার কাছে দেশ জাতি সবাই নিরাপদ। আজ নিশ্চিত হলাম।
ডঃ মুহাম্মদ ইউনূস স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার এগিয়ে যান বাংলার জনগণ আছে আপনার সাথে ইনশাআল্লাহ আমীন আল্লাহুম্মা আমীন।
Allah Masum
আমিন
কত সুন্দর কথা। এর আগে আর কোন নেতার কাছ থেকে এত সুন্দর করে কথা বলতে শুনিনি।আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। আমিন।
আমিন
Amin
Amin
ধুয়ে পানি খাও, দেশে সব এলাহী কান্ড
Ameen
জীবনে কোনদিন কোনো প্রদান মন্ত্রীর কথা এতো আগ্রহ নিয়ে শোনিনি। এই প্রথম কারো বয়ান শুনলাম গভীর মন দিয়ে।তবে যেহেতু আমরা মুসলমান, দুয়েকবার আল্লাহর নামটা নিয়ে বললে আমার কাছে আরো ভালো লাগতো। স্যারের সুসাস্থ কামনা করছি।
আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুস স্যার কে অনেক অনেক ধন্যবাদ
আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এদেশের ছাত্র জনতা আপনার সাথে আছে
শুভকামনা স্যার। আমার দেশ আমার অহংকার। প্রিয় সংখ্যাগুরু ভাইয়েরা আপনারা বড় ভূমিকা রাখতে পারেন।
We are with u
❤❤❤
ব্রাদার সংখ্যা গুরু এবং সংখ্যালঘু বলে কোন শব্দ নেই আমরা সবাই বাংলাদেশী
দেশ যদি ভালোবাসো তাহলে এদেশে সংখ্যাগুরু আর সংখ্যালঘু বলতে কিছু থাকে নাহ সবাই মিলেই একটা দেশ
অনেক ধন্যবাদ।আপনারা আমাদের ভাই। সব দেশ ও সমাজে ভালো মন্দ সব ধরনের মানুষ আছে। দয়া করে ভূয়া তথ্য নয় আমাদের প্রকৃত তথ্য দিয়ে সাহায্য করুন।
Alhamdulillah Alhamdulillah
ধন্যবাদ প্রিয় স্যার❤️🥀
এতো সুন্দর সাবলীল ভাষা দিয়ে সবার সাথে আলোচনা করা সত্যি অসাধারণ।
দেশ নিয়ে এতো সুন্দর চিন্তা ভাবনা।
অসংখ্য ধন্যবাদ রাষ্ট্রনায়ক এরকম হওয়া উচিত। সকলের মতামতের ভিত্তিতে।
সুন্দর সমাধান বের করা। দেশ ও জাতির
উন্নতি হবে
স্যারের কথায় মন ভরে গেল। স্যার আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই
আপনার পাশে আমরা সারা বাংলাদেশ আছি
ইনশাল্লাহ
সারা বাংলাদেশ নাই পাকিস্তান এর বীজ আছে
ইন শা আল্লাহ
সংখ্যালঘু বলে কোন কথা নেই আমরা সবাই বাংলাদেশী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই এই দেশটাকে ভালোবাসি কোন অশুভ শক্তি আমাদের কোন ক্ষতি করতে পারবে না।
আলহামদুলিল্লাহ ড. ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ আমরা সবাই বাংলাদেশী
আমি কোনদিন মনোযোগ দিয়ে বাংলাদেশের কোন রাষ্ট্রনায়কের কথা এত মনোযোগ দিয়ে শুনিনি আজকে যেটা শুনলাম আপনি এগিয়ে যান স্যার আপনার জন্য শুভকামনা রইল
ভাল লাগল কথাগুলো। আশা করব কাজে ও কোথায় মিল থাকবে। এমন মানুষ ও মানসিকতাই যেকোন দেশ ও জাতিকে উন্নতির পথে নিয়ে যায়
best wishes and hopes from Kolkata
আমি এই প্রথম এতো মনোযোগ দিয়ে পূরো কথা গুলো শুনলাম,
আল্লাহ তায়া’লা যেন নেক হায়াত দান করেন আমিন
💕❤️💞
ছাগলের ডাক্তার ইউনুস অপনার কথায় লেঙ্গটা দেশি জঙ্গিরা হিন্দুদের,হত্যা,অত্যাচার করেছে। নাটক কম করিও
ছাগলের ডাক্তার ইউনুস চাপে পড়েছে?? জঙ্গি,জিহাদী মারতে হবে বলছে।আমেরিকা মনে হয় ইউনুস এর কিছু চেপে ধরেছে?
Amin
বক্তব্যটা কয়েকবার মনোযোগ দিয়ে শুনলাম।
এত গুলো কথার মাঝে একচা ইংরেজি শব্দও নাই।
অর্থ্যাৎ উনি যখন বাংলায় কথা বলে তখন কোন একটা ইংরেজি শব্দও ব্যাবহার করে না❤❤❤।
There was english in the speech.
কেনো ভাই একটা ইংরেজি শদ্ব বললো যে meassage কী বাংলা শদ্ব না কী
হাইরে আমরা বাঙালি এখানে দুই একটা ইংরেজি বলল কি বলল না তা নিয়েও তর্ক বিতর্ক
আপনি ভোদাই নাকি ভাই,সে বলেছে seriously,coctail, এগুলা কি বাংলা শব্দ? 4:05 মিনিটে দেখেন
তুই ইংরেজি বুঝিস? স্টাবলিস কি ভাষা।
আমাদের সৌভাগ্য যে আমরা ডক্টর ইউনুস স্যারকে রাষ্ট্র প্রধান হিসেবে পেয়েছি ❤
বাংলার মানুষ তাকে চিনতে ভুল করছে,উনি মন থেকেই দেশর জন্য ভাল কিছু করতে চায় কিন্তু তাকে ভেঙে দেয়া হচ্ছে,বাংলার মানুষ কোন দিন যোগ্য লোক চিতনে পারবে না কাজে লাগাতে পারবে না,এজন্যই আমাদের এই দশা😢
@@RuhulHasan24 the universal truth thank you brother
@@RuhulHasan24❤
❤
আমিন
আমার জিবনের প্রথম এতো সুন্দর আয়োজন দেখলাম,জাযাকাল্লাহ
এই দেশটা আমার আমাদের সবার আমরা সবাই মিলে এখানে মিলেমিশে থাকতে চাই আর আপনার মতো একজন রাষ্ট্রনেতা চাই খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে।
আমিও একমত ভাই ❤❤❤
Amrao apnader pase thakte chai , desh sobar age❤
Bolod..
@@arupsarker4949explain why? 😠 😡
@@arupsarker4949 apni taina comment dekhai bujte parsi
আল্লাহ তুমি সমস্ত বিপদ থেকে আমাদের দেশকে মুক্তি দাও,, আর ''''স্যার,, দেশের জন্য যে সমস্ত কাজ করতে চায় তা করার তৌফিক দাও।আমীন
ধ্বংস হয়ে গেছে
Apnara korchen dobonso@@AksGroup-r4c
ড: ইউনুস সাহেবের এ কেমন বক্তব্য? গভীর মনোযোগ দিয়ে শুনে, ভুল ধরার জন্য এত চেষ্টা করলাম। তারপরেও কোন ভুল ধরতে পারলাম না।
আলহামদুলিল্লাহ।
এত সুন্দর দৃশ্য বাংলাদেশ আর কখনো দেখেনি,ধন্যবাদ রাষ্ট্রনায়ক
এত সুন্দর মনোমুগ্ধকর আলোচনা প্রথম শুনলাম, আল্লাহ ড. ইউনুস স্যারকে হায়াতে তইয়্যেবা দান করুন।
এত বছর আমরা কি রকম কথাগুলো শুনেছিলাম। এ রকম ভাসা সব মানুষ জাতির হওয়া খুব দরকার। সে জদি খারাপ ও হয়। তার পরও এ রকম সুন্দর ভাষা করা উচিত । ধন্যবাদ আপনাকে।
দুষ্টু লোকের মিষ্টি কথা
@@sujitdas4656R tor hasina ma to vlo kothai bolte Jane na
@@sujitdas4656
যার জন্মের সমস্যা
ওয় সব জায়গায় সমস্যাই দেখে😂
@@MdSaiful-v6q2b তোর জন্মের সমস্যা,অন্যেরে দেখকেন।
Tumi ke r ki chao ata sabai buje gese.
আলহামদুলিল্লাহ। অসাধারণ একটা উদ্দ্যোগ নিয়েছেন।
Apple kha
স্যালুট স্যার🕵️♂️🕵️♂️🕵️♂️🕵️♂️🕵️♂️🕵️♂️🥰
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এতো সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমার জন্মের পরে ৩২ বছর বয়সে বাংলাদেশের কোন রাষ্ট্র প্রধানের বক্তব্য কোন দিন টিভিতে বা অন্য কোন মাধ্যমে এতো মনোযোগ সহকারে সময় নিয়ে দেখিওনি শুনিওনি, আপনার বক্তব্য গুলি মনোযোগ সহকারে দেখি ও শুনি।
অসাধারণ ,আমার জিবনে এই প্রথম বাংলাদেশী কোন নেতার বক্তব্য এত মনযোগ সহকারে শুনলাম।কোন ভেজাল নাই ,কোন রাগ নাই ,মনে হচ্ছে কথাগুলো অন্তর থেকে শীতল হয়ে বের হচ্ছে এবং শ্রোতাদের মনকেও শীতল করে দিচ্ছে।শুধু মাত্র লিখে প্রকাশ করা সম্ভব নয় আমার কতটা ভালো লেগেছে তাহার কথাগুলো।স্যালুট জানাই স্যার কে।❤আমাদের সৌভাগ্য আমরা আপনার মত একজন মানুষ কে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি।
আলহামদুলিল্লাহ। প্রধান উপদেষ্টা ডা:ইউনুস স্যার কে ধন্যবাদ ।
কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার।
দুষ্টু লোকের মিষ্টি কথা
একজন আদর্শ রাষ্ট্র নায়ক যখন কথা বলে। ❤
" মিলে মিশে থাকাই পরম ধরম। "ধরম কথেয়ার এই বাণীর উপর বিশ্বাস রেখে যারা কাজ করে তারা সবার কাছে সমাদৃত হয় এবং উচ্চ পদ প্রাপ্ত হয়। জু কথেয়া।
এক আসরে সব ধর্মের মানুষ উপস্থিত,
দেশপ্রধানের আশেপাশে নাই অতিরিক্ত নিরাপত্তার আড়ম্বর, অসাধারণ এক বৈঠক ❤❤❤❤
ধন্যবাদ জানাচ্ছি।
একজন অমায়িক মানুষ প্রধানউপদেষ্টা❤
অন্তস্তল থেকে দোয়া করি আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিক। দেশ ও জাতির সেবা করার জন্য। 🫡
অসাধারণ বক্তব্য আমরা ড. মোহাম্মদ ইউনুসকে পেয়ে সত্যি গর্বিত
My prayer to Allah for the success of Dr. Yunus Leadership.
Dr.Yunus is an astounding person I think he should lead Bangladesh forever. Sir,I love your thoughts and will be always with you.
স্যার আপনার কথা গুলো চমৎকার আমি একজন সাধারন মানুষ 👏👏👏
আমাদের সবারই জন্মভুমি বাংলাদেশে।এই দেশ আমাদের সবার মা।তাই এখানে সংখ্যাগুরু সংখ্যালুঘু বলতে কিছুই নাই।আমরা আমাদের দেশকে রক্ষা করবো ভালোবাসবো
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দোয়া করি ডঃ মুহাম্মদ ইউনূস সাহেব জন্য উনি সাদা মনের মানুষ উনি কে আল্লাহ হেফাজত করুন রক্ষা করুন আমীন বাংলাদেশ জিন্দাবাদ সেনাবাহিনী জিন্দাবাদ ঐক্যবদ্ধ জিন্দাবাদ
আমরা হিন্দু আমরা বাংগালী। বাংলাদেশ আমাদের সবার। আর আমরা বাংলাদেশে ভাল আছি। বর্তমান সকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। সবার আগে আমি বাংলাদেশি আমি গর্বিত বাঙ্গালী
LIAR LIAR
তোর যখন মন্দির ভাংগা তখন তোর ভালো লাগে মনে হয় শালা দালাল
rendian andhbhakt spotted🤣🤮🤣@@MukulMunshi-wc5uu
@@MukulMunshi-wc5uugodis child spotted🤣
@MukulMunshi-wc5uu shut your mouth. Because of you peoples we are facing trouble. Yes i am bangladeshi muslim and i love my hindu brothers. We are one. So shut up.
ডক্টর ইউনুস সাহেব এমন একজন ব্যক্তি যাকে পুরা দুনিয়া এক নামেই চিনে । এমনকি আমরা সেই ব্যক্তি কেই আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি । এ জন্য অন্তরের অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ .।।।
আসসালামু আলাইকুম , NGO কর্মীর দ্বারা তথ্য পাওয়া সম্ভব বলে আমার মনে হয়।
সেলুট ডঃ ইউনুস স্যার কে!
আমরা একী পরিবার সবাই বাংলাদেশের মানুষ । নতুন দেশ গড়ার জন্য ডঃ ইউনুস কে সুযোগ করে দেন বাংলাদেশের সাধারণ জনতা।
আগামী ৫বছর ডাঃ ইউনুছ স্যারকে দেখতে চাই♥️
দন্যবাদ স্যার,আমরা আপনার পাশে আছি,আপনি যতদিন চান সংস্কার করে নিন।
Agami 100 year Dr younous sir,, seliut🎉
আপনি যোগ্য নেতা, মুগ্ধতা ছড়াচ্ছেন দিনের পর দিন।
মহান আল্লাহ আপনার সহায় হোক❤
তোর মায়রে বিযা দে....সুদির কাছে।
আলহামদুলিল্লাহ আমরা সবাই বাংলাদেশ মানুষ সত্যি ভাগ্য ভালোআ ডঃ মুহাম্মদ ইউনূস সাহেব কে নিয়ে ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ ❤❤❤❤স্যার আপনি এগিয়ে যান আমরা আছি আপনার সাথে ❤❤❤
সুন্দর পদক্ষেপ,
এবং সাহসী।
ধন্যবাদ স্যার স্যালুট জানাই আপনাকে সংগ্রামী সালাম। সুস্থতা কামনা রইলো। আমিন
কথার মধ্যে কত নমনীয়তা। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুনম
দেশের স্বার্থে আমরা এক সবাই☝️
ধ্বংস হোক
ধ্বংস হোক
কথা গুলো শুনে ভালো লাগলো। ধন্যবাদ দেরিতে হলেও এনিয়ে ভেবেছেন।
না ওনারা অনেক আগে থেকেই serious But মানুষের কাছে পৌঁছাতে পারে নাই বড় একটা gap হয়েছে ওদের
অসাধারণ বক্তব্য, স্যালুট স্যার।