থিয়েটারের রাজনীতি ও রাজনৈতিক থিয়েটার

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • আগামী ১৯ আগস্ট উৎপল দত্তের প্রয়াণদিবস। শোভা সেনের প্রয়াণদিবসও চলে গেল গত ১৩ আগস্ট। অন্যদিকে, এ-বছর ‘টিনের তলোয়ার’ নাটকের পঞ্চাশতম বর্ষপূর্তিও বটে। যে নাটক নিছক একটি নাটকমাত্র নয়; বরং বাংলা নাটকের অন্যতম উল্লেখযোগ্য এক শীর্ষবিন্দু।
    এই উপলক্ষেই আগামী ১৯, ২০ এবং ২১ আগস্ট- তিনদিন ব্যাপী একটি ভার্চুয়াল নাট্য প্রদর্শনীর আয়োজন করেছে পিপলস লিটল থিয়েটার এবং প্রহর.ইন। এরই পাশাপাশি ১৯ এবং ২০ আগস্ট উৎপল দত্ত ও শোভা সেনের স্মরণে থাকছে দুটি বিশেষ আলোচনাসভা। প্রথমদিনের আলোচনার বিষয়, ‘থিয়েটারে রাজনীতি ও রাজনৈতিক থিয়েটার’।
    যুগে যুগে দেশ, কাল, সীমা নির্বিশেষে বারবার থিয়েটার হাত ধরেছে রাজনীতির। হয়ে উঠেছে প্রতিবাদের মঞ্চ। কখনো রাষ্ট্র বা শাসকের সঙ্গেও ডুয়েল হয়েছে। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এহেন থিয়েটারই কোন রাজনৈতিক চ্যালেঞ্জ ও ভাষ্যকে ধারণ করছে গর্ভে? রাজনৈতিক থিয়েটারের দায় কী? থিয়েটারের রাজনীতিই বা খুঁজতে চাইছে কোন পথ?
    সেইসব প্রশ্নেরই উত্তর খুঁজবেন সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেন এবং জয়রাজ ভট্টাচার্য্য।
    ১৯ আগস্ট, বৃহস্পতিবার, সন্ধে ৬টা থেকে প্রহরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইভ...

КОМЕНТАРІ • 6

  • @santoshbanerjee5772
    @santoshbanerjee5772 2 роки тому +2

    "তাই আমি এখন ইসতাহারের মতো করে নাটক আর নাটকের মতো করে ইসতাহার লিখি".... উৎপল দত্ত মহাশয় এই কথাও তো বলেছেন তাঁর একটি ছোট্ট কবিতায় ।তাহলে এখানেই কি রাজনীতি আর শিল্পী র সঙ্ঘাত বা দ্বন্দ্ব যাই বলি , তার জবাব উনি দিয়েছেন?? জানতে চাই।

  • @himanshudas948
    @himanshudas948 6 місяців тому

    উৎপল দত্তের মত শিক্ষিত থিয়েটার লেখক, আর্টিষ্ট, পরিচালক, বাংলা তথা ভারতীয় থিয়েটারে কয়জন এসেছেন, বাংলায় তিনি সর্বকালের শ্রেষ্ঠ শিল্পী, লেখক ও পরিচালক।
    আর টিনের তলোয়ার বাংলার শ্রেষ্ঠ নাটক।

  • @sanyalajoy4183
    @sanyalajoy4183 2 роки тому

    besh valo laglo

  • @sroyc
    @sroyc 3 роки тому

    সাহিত্যের আঙ্গিনা থেকে থিয়েটার স্বাধীন ভাবে চলমান দর্শককে কুশীলব করে ইন্ডিপেন্ডেন্ট ফর্ম দেখার স্বপ্ন কি বাতুলতা?

  • @ashisghosh5309
    @ashisghosh5309 3 місяці тому

    SO MUCH BORING &** DIPLOMATIC