বাবার বাড়িতে একদিন 🖤❤️🖤 জামাই আদর।

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025
  • আসসালামু আলাইকুম!! কেমন আছেন সবাই?আশাকরি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, বাবার বাড়িতে একদিন ছিলাম আপনাদের জন্য ছোট একটা ভিডিও শেয়ার করলাম আশাকরি আপনাদের ভালো লাগবে।ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ।
    Music promoted by : • Video

КОМЕНТАРІ • 344

  • @syedsalmananik
    @syedsalmananik Рік тому +26

    কি সুন্দর ভিডিও আর মজাদার সব খাবার। তোমার তুলনা নেই আপু 😊

    • @jasblogs7791
      @jasblogs7791  Рік тому +4

      আমার চোখে তুমিই সেরা ❣️💜❣️

    • @bdvloggerparis
      @bdvloggerparis Рік тому

      ঠিক বলেছেন আপু,তার ভিডিও গুলো সব সময় খুব ভাল লাগে।

    • @ayebavlogs366
      @ayebavlogs366 Рік тому

      ​@@jasblogs7791 ঠিক বলছো আপু

    • @ayebavlogs366
      @ayebavlogs366 Рік тому

      আপনার ভিডিও গুলো ভালো লাগে বেশী ভাইয়া।

    • @sumonruman7392
      @sumonruman7392 Рік тому

      Apnara dojon e best 😘

  • @adorarin1927
    @adorarin1927 Рік тому +1

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু ছোলা গাছ দেখানোর জন্য, আমি প্রথম ছোলা গাছ দেখলাম, আপনার ভিডিওগুলো সব সময় সবার থেকে আলাদা,,

  • @mahmudarahman8910
    @mahmudarahman8910 Рік тому +5

    অপেক্ষা করতে করতে একসময় মনটা খারাপ হয়ে যায়। ভাবি তুমি মনে হয় ভিডিও করা ছেড়ে দিয়েছো।সত্যি অসাধারণ তোমার কাজ। তোমার বাড়ির রান্না গুলো সত্যি সুন্দর।

  • @raziaskitchen
    @raziaskitchen Рік тому +1

    ছোলা গাছ আগে কখনও দেখি নাই,খুব সুন্দর শেয়ার

  • @raihanahaque2067
    @raihanahaque2067 Рік тому +1

    Apu Mashallah onk sundoor hoyeche ranna gulo khub Valo laglo dekhey. Aktu regularly video dio.

  • @raziasultana766
    @raziasultana766 Рік тому +1

    আসসালামু আলাইকুম খুব সুন্দর ভিডিও মাশাআল্লাহ সব কিছু ভালো লাগে 👍👌

  • @saikmorsalinmahmudsaeem3816

    Massallah, o sombvob sondor tomer proteti vedio.Porisker porissonno sob kaj o tomer mon. Doa kori sob somoy valo theko apu❤️❤️❤️

  • @nahidakter2502
    @nahidakter2502 Рік тому +2

    আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আপা গ্রামের এতো সুন্দর একটা ভিডিও দেয়ার জন্য। অনেক অনেক ভাল লাগল দেখে।❤️❤️❤️❤️❤️ অফুরন্ত দোয়া ভালোবাসা। সব সময় ভালো থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ

  • @rosymunshi463
    @rosymunshi463 Рік тому

    তোমার ভিডিও টা আবার দেখলাম কি সুন্দর দৃশ্য।ধন্যবাদ।

  • @ummakulsumkanta2159
    @ummakulsumkanta2159 Рік тому

    ❤Guni bon assalamulikum onek onek vala video mashallah apu all family 👪 jonno doha

  • @shefaakter9621
    @shefaakter9621 Рік тому

    Assalamualaikum apu apnr vdo last koyek year dhore dektece, alhamduliha onk onk gun apnr,onk kecu apnr vdo dekhe shikci apu Ami, Allah apnk duniya o akhirat e uttom protidan dik❤

  • @mousumisumi7664
    @mousumisumi7664 Рік тому

    খুব ভালো লাগলো ভিডিও টা,,,,, ভিডিও এর ভিতরে ঢুকে গিয়েছিলাম। কাঁচা ছোলা কত বছর দেখিনা। ভিডিও টা দেখে ইচ্ছে করছে আপনাদের গ্রামে চলে যাই

  • @linalovesblog
    @linalovesblog Рік тому

    এই মানুটা আসলেই অনেক ভালো। তার কথায় কোনো ভেদাভেদ নাই।দোয়া করি ভালো থাকেন। ভালো লাগলো।

  • @nazmakhanam2317
    @nazmakhanam2317 Рік тому +2

    খুব অপেক্ষার পর তোমার ব্লগ পেলাম।
    ভেবেছিলাম রোজার কোন আয়োজন হবে।
    এখন দেখি শুধুই মিষ্টি স্মৃতির সমাহার।
    ছোট বেলার সব কিছুই মনে পড়ে গেল।
    স্কুল ছুটির পর ছোলার গাছ তুলে পথের মধ্যেই পুড়িয়ে খেয়ে কালি তে মাখামাখি হয়ে বাড়ি ফিরতাম।
    কতোদিন পর মনে হচ্ছে ঘরের কারো কথা শুনছি,
    ধুপি পিঠা, তাতরস , এগুলো অনেক মিস করি। এই ভাষা গুলো হয়তো কেউ বুঝেই না।
    অনেক ধন্যবাদ তোমাকে।
    মনটা উদাস হয়েছে ,
    কিন্ত ভাল লেগেছে।

  • @tonuscreation3294
    @tonuscreation3294 Рік тому +1

    Wow!! Such a nice vlog!!onek valo lage apnar Video ❤️❤️😀

  • @sadolon6968
    @sadolon6968 Рік тому

    Apu tmr video eto valo lage ekebare mon chuye jay...❤❤❤

  • @sarjadhussein1965
    @sarjadhussein1965 Рік тому

    Masha Allah khub sandor apu

  • @tuhinask8225
    @tuhinask8225 Рік тому

    Khoob valo laglo Apu

  • @sharnakhan4484
    @sharnakhan4484 Рік тому

    Ma sha Allah ❤️ khub jete icchha kortese tomader barite apu 🥰 valo thako ❤️

  • @rifanazifasstory1562
    @rifanazifasstory1562 Рік тому +2

    জীবনের প্রথম দেখলাম।।।ছোলা গাছ

  • @mahfuzaakter9645
    @mahfuzaakter9645 Рік тому

    ভালো লাগছে আপু। আজকেই প্রথম দেখলাম

  • @monirarashed3357
    @monirarashed3357 Рік тому +1

    Valo thako sobsomoy allhumduliallha Apu 💖💖💖

  • @Saina-134
    @Saina-134 Рік тому +1

    Amar tomar vlog dekhte khub valo lage go didivai. Eto gochano tumi. Valo theko.

  • @tithiakter775
    @tithiakter775 Рік тому +10

    বেশী ভালোবাসায় বেশী কষ্ট দেয় এটায় তার প্রমাণ, ভালোবাসি আপনার ভিডিও গুলো দেখতে তাইতো এতো দেড়ি করে ভিডিও দেয়। ভিডিও না পেয়ে পুরাতন গুলো দেখি ।পরিবার নিয়ে অনেক ভালো থাকবেন। রমজানের প্রস্তুতি নিয়ে ভিডিও দিবেন আশা করি।

    • @mehezabinanwarnosaiba9645
      @mehezabinanwarnosaiba9645 Рік тому

      আপু এইটা খুলে ফেলো। অনেক মজা করেছো। আর জমা করতে হবেনা ।এই গুলো আমি চিনি আমাদের কানাডা ও পাওয়া যায়। না সুন্দর লাগছে না মোটেও সুন্দর লাগছে না ।আমার আগের রেহেনা আপুকেই ভালো লাগে। এই মানুষ কে চিনি না।

    • @bangladeshibloggerjasmine
      @bangladeshibloggerjasmine Рік тому

      আমায় একটু সাপোর্ট করো প্লিজ ❤

  • @hosnearaislamdelu
    @hosnearaislamdelu Рік тому

    আপু আপনার ভিডিও অনেক দিন দেখছি। খুব সুন্দর ভাবে ক্যামেরা ধরা ও এডিট করা হয়।সিনেমা শুটিং ফেল।

  • @skshopna3422
    @skshopna3422 Рік тому

    ভিডিও করার ধরন খুব সুন্দর, তোমার কাজের আার্ট খুব সুন্দর সাথে তোমার ভিডিও ও।

  • @flavorquestBD
    @flavorquestBD Рік тому +1

    মাশাআল্লাহ কি সুন্দর গোছানো পরিপাটি কাজকর্ম 😍

  • @sibblog5574
    @sibblog5574 Рік тому +1

    আপু তোমার তুলনা তুমি নিজেই কিছু বলার নেই ❤❤❤

  • @majnumia94
    @majnumia94 Рік тому

    Onek miss kori. Besi besi video dio Plz. Tomar barir vlog golo khob valo lage. Love you apu.... Neela

  • @jhornasfashionablehouseban4207

    অনেক আয়োজন আপু লাইক

  • @monjurascooking6882
    @monjurascooking6882 Рік тому

    Video ta onnak valo laglo.apu apni aktu taratari video daben .apner video r jonno opekkha kori.valo thako

  • @FarhanaVlogsBd
    @FarhanaVlogsBd Рік тому

    আসসালামু আলাইকুম গুনি আপু মাশাল্লাহ অনেক সুন্দর লাগলো বাবার বাড়ি ব্লগ👍ডান🤲🥰❤️

  • @kibriababul829
    @kibriababul829 Рік тому +2

    নিজের বাডী সবার কাছে প্রিয়,আর যদি থাকে বাবা,মা,আসাধারন সব আপু,💖💖💖💖💖💖💖

  • @angrybird2227
    @angrybird2227 Рік тому +1

    তোমার ভ্লগ মানেই ভিন্ন কিছু! ভালো লাগলো।

  • @Jasminslifestyleandcookings
    @Jasminslifestyleandcookings Рік тому +4

    অনেক সুন্দর হয়েছে ভিডিওটি অনেক কিছু রান্না করলেন, আপনার মা অনেক কিছু রান্না করলো, খাবার গুলো অনেক লোভনীয় ছিল, প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখে নিলাম❤️👍

  • @tusharimaran-3248
    @tusharimaran-3248 Рік тому +6

    আল্লাহ তায়ালা যেন আপুকে নেক হায়াত দান করেন

  • @tonnenurjahanvlogz7872
    @tonnenurjahanvlogz7872 Рік тому +1

    আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? অনেকদিন পর ব্লগ দেখে ভালোলাগলো।

  • @farjanaaktar9781
    @farjanaaktar9781 Рік тому

    Gramer video onk sundr

  • @ayeshashealthymeal4112
    @ayeshashealthymeal4112 Рік тому

    Nice sharing apu, Shathe thakben

  • @twinsmomfarjanasvlog3734
    @twinsmomfarjanasvlog3734 Рік тому +1

    অনেক ভালো লাগলো আপনার বাবার বাড়ি র ব্লগ।।❣️❣️❣️

  • @mousumihandicrafts
    @mousumihandicrafts Рік тому +1

    Mashaallah khuv valo laglo apu take care l❤️❤️❤️❤️

  • @sungidakhanjui3437
    @sungidakhanjui3437 Рік тому +1

    Jibon a prothom sola gas dekhlam. Thanks.

  • @moynalifestyleuk3234
    @moynalifestyleuk3234 Рік тому

    আপনি সত্যিই অতুলনীয় যত দেখি মুগ্ধ হই

  • @mdburhanuddin5598
    @mdburhanuddin5598 Рік тому +1

    কেমন আছেন আপু ভিডিওটা দেখে খুবই ভালো লাগছে কতো সুন্দর রান্না বান্না ♥♥ইউ

  • @taniakhanom8140
    @taniakhanom8140 Рік тому

    পিঠার দেখেতো জিভে পানি এসে গেল আপু।

  • @nigarworld9554
    @nigarworld9554 Рік тому +1

    মাশাআল্লাহ আপু অনেক ভালো লাগলো

  • @rimaakter3310
    @rimaakter3310 Рік тому +5

    অনেক অপেক্ষার পর আপুর ভিডিও পেলাম
    অনেক মিস করি ভালবাসা রইল আপু আপনার পরিবারের জন্য

    • @mumtahinahayube1964
      @mumtahinahayube1964 Рік тому +1

      আসলেই অনেক অপেক্ষার পরে একটা বিডিও আসে আর আমরা যে কি পরিমান ভালোবাসি এই জেসমিন আপুকে এই অপেক্ষাই বলে দেয়😊😊😊

  • @Rimon608
    @Rimon608 Рік тому +1

    Apu apnar vidio Amar onak Valo laga

  • @irynnipa1663
    @irynnipa1663 Рік тому +2

    আপু আপনার বিডিও দেখতে খুব ভালো লাগে অনেক কিছু শিখতে পারি। মিউজিকের জন্য দেখতে সমস্যা হয়।মিওজিক শুনা হারাম তাই।

  • @sondaakter9877
    @sondaakter9877 Рік тому +1

    অনেক অনেক অনেক ভালো লেগেছে....

  • @moumitamim2776
    @moumitamim2776 Рік тому

    Buter gach kmn hoy ai first dekhlam,Apu tomak thanks,,,,,.

  • @moslemakhatun3632
    @moslemakhatun3632 Рік тому +2

    Alhamdulillah, apu valo acho

  • @ayebavlogs366
    @ayebavlogs366 Рік тому

    আসসালামু আলাইকুম আপু তোমার ভিডিও দেখতে ভালো লাগে আশাই বেসে থাকি গো

  • @Soniasonia5058
    @Soniasonia5058 Рік тому

    Apu ami pri ak bosor dhore apnar video dekhi like kori notification peley dekhte chole asi.ami jhenidah theke dekhci.apnar babar bari kothay plz bolben

  • @Aleyaakter9795
    @Aleyaakter9795 Рік тому

    অনেক ভালো লাগলো আপু

  • @RecipesbyNabilMum
    @RecipesbyNabilMum Рік тому +2

    আসসালামু আলাইকুম, খুব খুব খুব ভালো লাগে আপু আপনার কথাগুলো শুনলে মনটা ভরে যায়, প্রতিটি ভিডিও মানুষকে মুগ্ধ করে দেয়, আপু আপনি কোথায় থাকেন,বাংলাদেশের।

  • @tahiasmomcooking
    @tahiasmomcooking Рік тому +1

    আপু অনেক সুন্দর একটা ব্লগ মাশাল্লাহ ❣️❣️

  • @sajibkhan5161
    @sajibkhan5161 Рік тому +1

    কি সুন্দর আহা এমন একটা শশুর বাড়ি থাকলে আর কি লাগে।জানিনা আমার ভাগ্যে কি আছে।😂😂😂😂😂

  • @dilu3407
    @dilu3407 Рік тому

    আপু অনেক ভাল হইছে ভিডিও টা।

  • @mehertithy4660
    @mehertithy4660 Рік тому

    Apu next kono video te apnar hater balar design ta dekhaben valo kore amr valo leche ami design ta nbo :)

  • @TanjilAlAbir
    @TanjilAlAbir 7 місяців тому

    অসাধারণ হয়েছে ❤❤❤❤

  • @munmonrazib3051
    @munmonrazib3051 Рік тому +1

    প্রিয় আপু তুমি অনেক গুনী একজন মানুষ। তোমার জন্য দোয়া এবং ভালোবাসা। আমার কাজের অনুপ্রেরণা তুমি।

  • @Esodhongkori
    @Esodhongkori Рік тому +6

    মিলিয়ন মানুষের ভিড়ে মনের মানুষ যেমন একটাই, তেমনি মিলিয়ান চ্যানেলের মধ্যে এই একটাই পছন্দের চ্যানেল। এনার্জি পাই দিদিভাই এর থেকে। নিখুঁত আর পরিপাটি কাজ দেখে কাজ করার ইচ্ছে এমনিই বেড়ে যায়। এভাবেই সাথে থেকো😊😊😘

  • @SumiAkter73870
    @SumiAkter73870 Рік тому +1

    খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ আপু

  • @omanjapanitinerarysentar233
    @omanjapanitinerarysentar233 Рік тому +1

    Kemon achen apu onnek din pore apnar video deklam onnek kujar pore aske deklam apnar video onnek valo lage amar age dektam

  • @recipesbykhushisajimkhan8040
    @recipesbykhushisajimkhan8040 Рік тому +2

    জেসমিন আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার ভিডিও গুলো অন্য রকম অপেক্ষায় থাকি তোমার জন্য,যদিও আমার একটি বাবু হওয়ায় খুব বেশি সময় পাই না ফোন হাতে নেবার,তবে মনে করে ঠিক ই সময় পেলে তোমার ভিডিও দেখি।চোখ জুরিয়ে গেলো তোমার ভিডিও দেখে।আর তোমার মা খুব পরিপাটি মনে হলো আসলে যার মা এতো পরিপাটি সে তো পরিপাটি হবেই।অনেক ভালোবাসা রইলো। ❤️

  • @aloakter4192
    @aloakter4192 Рік тому

    আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো তুমি অনেক ভালো তোমার বিডিও অনেক ভালো লাগে ❤❤❤❤❤❤

  • @anarulislam-kz7wu
    @anarulislam-kz7wu Рік тому

    আপু আপনার ভিডিও অনেক অনেক দিন থেকে দেখি।কিযে ভালো লাগে বলে বোঝাতে পারবোনা।আপনার কেৃমেরা ধরা ওএডিট করা এমন ভাল হয় যে সিনেমার শুটিং ও ফেল।

  • @tanvin90
    @tanvin90 Рік тому +1

    অনেক সুন্দর আজকের ভ্লগ টা,,,, ভালো থাকবেন আন্টি ♥️🥰

  • @nuzairasmomkitchen4659
    @nuzairasmomkitchen4659 Рік тому

    আপু আপনাকে অনেক বেশি মিস করি। অনেকদিন পর পর ভিডিও দেন আপনার ভিডিওর অপেক্ষায় থাকি কখন ভিডিও দিবেন। আপনার কাজ দেখলে নিজের মাঝে এনার্জি আসে। ২০২০ সালের জানুয়ারি মাস থেকে আপনার ভিডিও দেখি অনেক অনেক বেশি ভালো লাগে আজকে প্রথম কমেন্ট করলাম। দোয়া করবেন আপু।

  • @shahinaakter609
    @shahinaakter609 Рік тому

    Masha allah apu

  • @nazmaislam6911
    @nazmaislam6911 Рік тому

    আপু কি সুন্দর ভিডিও শেয়ার করলে আর অনেক সুন্দর সুন্দর পিঠে বানানো দেখালে আরও রান্না বারা দেখালে তোমার কোনো তুলনা হয়না আপু

  • @BangladeshivloggerSabinactg

    কী সুন্দর গো আপু ভিডিও টা অনেক ভালো লাগলো☺মন কেড়ে নিলো🥰

  • @matubarabulali1002
    @matubarabulali1002 Рік тому

    Ami fast time cola gach dekhlam, video ta onnek Valo laglo 🙂🥰

  • @matubarabulali1002
    @matubarabulali1002 Рік тому

    Apu 🙂fast like comment,, kemon acen apni ,, asa kori Valo acen ,Amar jonno dowa korben a mashey Amar delivery date fast time ,❤️

  • @nibirmahmud9502
    @nibirmahmud9502 Рік тому +68

    জেসমিন আপু আমি আপনাকে অনেক বেসি পছন্দ করি.... কারন অনেক আছে, তার মধ্যে অন্যতম এক কারন হলো.... আপনি অতি মাত্রা পারসনাল কিছু শেয়ার করেন না..... ❤️ ভালো থাকুন সুস্থ থাকুন.... দোয়া করে পারলে সপ্তাহে ১ টা ব্লগ দিয়েন... অনেক অপেক্ষা করান আপনি.....

    • @jasblogs7791
      @jasblogs7791  Рік тому +5

      Tnx my dear

    • @mumtahinahayube1964
      @mumtahinahayube1964 Рік тому +4

      একদম ঠিক বলেছো আপু

    • @rafizaislam4697
      @rafizaislam4697 Рік тому +3

      আমি ও এ জন্য পছন্দ করি

    • @milonkhan6645
      @milonkhan6645 Рік тому

      @@jasblogs7791 ami akjon sale manus...tmr sb video dekhi..khub vlo lge apu

    • @bangladeshibloggerjasmine
      @bangladeshibloggerjasmine Рік тому

      আমায় একটু সাপোর্ট করো প্লিজ ❤

  • @salmaskitchenblog
    @salmaskitchenblog Рік тому

    অসাধারণ কন্টেন্ট তোমার,,কেমন আছো খুব মিস করি তোমাকে।।আল্লাহ তোমাকে ভালো রাখুক।

  • @maitrybarua3293
    @maitrybarua3293 Рік тому

    কত মজারমজার খাবার জিবে জল এসে গেল

  • @abubakkarsiddik6846
    @abubakkarsiddik6846 Рік тому

    Onak Valo laga apnar video ❤❤

  • @jumurvlogs9446
    @jumurvlogs9446 Рік тому +3

    আপু তোমার জন্য ও দোয়া রইলো

  • @JannatulFerdous-ph1kg
    @JannatulFerdous-ph1kg Рік тому

    Apu please abar video den,apnake khub khub miss kori❤❤❤❤ami pabna theke dekhi

  • @nasrinabir2020
    @nasrinabir2020 Рік тому +2

    কেমন আছো আপু!! তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু! এর আগের ভিডিওতে আমি বলেছিলাম বাড়ির ভিডিও দিতে! অনেক ভালো লাগছে আপু তেমাকে অনেক ভালো বাসি আপু তোমাকে!! ভালে থেকো দোয় ও ভালোবাসা রহিলো!! আর মাহে রমজান আসতেছে আমি ও দোয়া করি তোমার জন্য তুমিও আমার জন্য দোয়া করো আপু যেনো সব কয়টা রোজা রাখতে পারি!""💞💞💞💞💞💞💞

  • @bangladeshibarcelonablogge5911

    মাসা আল্লাহ, ফাইনালি অনেক দিন পরে ফিরে এসেছো, অনেক ভালো লাগলো ।বাড়ির ভিডিও দেখে মন ভরে গেল গেলো। আর অনেক মজার মজার খাবার রান্না করেছো, খুব লোভনীয় হয়েছে মাংস রান্নাটা। আর আমাদের যশোরের রসে ভিজানো চিতই পিঠা অসাধারণ হয় খেতে, আর সব ধরনের পিঠা এক সাথে বানানো অনেক কষ্ট। বহু বছর পর কাঁচা ছোলা দেখে রিতি মত ছোট বেলার কথা মনে পড়ে গেল, আমরা সন্ধ্যা রস আর ছোলা পুড়িয়ে এক সাথে খেতাম আহা কি যে মজা! ❤️❤️❤️❤️❤️❤️

  • @taniasultana8125
    @taniasultana8125 Рік тому

    দারুণ দারুণ দারুণ

  • @tanjilasvlogs1514
    @tanjilasvlogs1514 Рік тому

    Apu apni je background sound gulo den ato touchy...

  • @mst.nasrinakhter5260
    @mst.nasrinakhter5260 Рік тому

    অসাধারণ

  • @habibaskitchenandvlog
    @habibaskitchenandvlog Рік тому

    আপু আপনার ভিডিও গুলো একটু অন্য রকম আমরা যারা নতুন আছি অনেককিছু শেখার আছে আপনার থেকে ভালো থাকবেন আপু

  • @farzanatasrin704
    @farzanatasrin704 Рік тому +1

    খুব সুন্দর ভিডিও ❤

  • @shamimamary7717
    @shamimamary7717 Рік тому

    Apu tumi ki akn camera riye video koro?

  • @saif5907
    @saif5907 Рік тому

    আপু তোমার বাবার বাড়ির ভিডিও অনেক ভালো লাগে।

  • @salviasultanavlog5456
    @salviasultanavlog5456 Рік тому

    অনেক দিন পর আপু তোমার বিডিও দেখলাম,আপু প্রথম থেকে দেখি তোমার বিডিও আপু সায়ান কেমন আছে,আমার বড় ছেলে ও তোমার ছেলে এক ক্লাসে পরে,দুয়া করি সায়ান অনেক বড় হোক,আমি ঢাকা থেকে, প্রথম কমেন্ট করেছি ভালো থেকো💕💕💕

  • @মারুফা-প৮ড

    আসালামুআলাইকুম কেমন আছেন আপু আপনার ভিডিও অপেক্ষা ছিলাম।

  • @bangladeshitonatonirsonsha2594

    ওফ! প্রাকৃতিক পরিবেশ দেখে মন ভরে গেলো আপু

  • @farihatasnim1361
    @farihatasnim1361 Рік тому +2

    i can't wait to see you become best vlogger in Bangladesh. Your content is unique always🥰keep growing ❤️

  • @angelevaeva7976
    @angelevaeva7976 Рік тому

    আমার বাসার সবাই একসাথে বসে তোমার ব্লগ দেখি কারন তোমার ব্লগ সবাই বেশি পছন্দ করে। ভালো থেকো সবাই🥰🥰

  • @kfpolyvlogs5163
    @kfpolyvlogs5163 Рік тому +1

    ফাস্ট কমেন্ট করলাম আপু কেমন আছো তুমি

  • @TanjilAlAbir
    @TanjilAlAbir 7 місяців тому

    Wow so nice ❤❤❤❤❤❤

  • @ahmmedhossain8277
    @ahmmedhossain8277 Рік тому +1

    Nice sharing apu

  • @ziniajesmin7505
    @ziniajesmin7505 Рік тому

    দ্রুত রমজান এর vedio দিও

  • @smmuntasirrohmanzisan
    @smmuntasirrohmanzisan Рік тому +2

    অপেক্ষার অবসান শেষ হলো😐
    আপু সপ্তাহে একবার ভিডিও দেওয়ার চেষ্টা করিও, 🥰🥰🥰