অনেক দিন পর, আবার চেনা মুখ বন্ধু কি খবর, মুহুর্ত বলুক। মুহুর্তের টান, মুহুর্তে শরৎ নতুন এই গান, মুসাফিরের পথ। শরত আসে যায়, মেঘের ফাঁকে নীল এই শহরটায় অতিথি গাঙচিল। অতিথি ভালবাসা, হাওয়ায় তোলে সুর আবার ফিরে আসা, আবার ভরপুর। কেমন আছো বলো, বন্ধু কি খবর আবার গাই চলো, অনেক দিন পর।
majhe majhe mone hoi ei gan gulor ayuu r khub beshi din nei..........Hoyto 40 bochor por ei gan karor mukhei r kokhonoi sunte pabo na.Hoyto khub e kom.....gutikoyek manush tokhono tader mullyaban somoi khorcha korben ei gan gulo gaibar jonno tader k agrim dhannobad subbhechha r subhokamana.
এই গানগুলোই থেকে যাবে; যতদিন আকাশের নীল আর তাতে ভেসে যাওয়া গাঙচিল থাকবে,যতদিন একলা রাতে থমকে থমকে জেগে ওঠা থাকবে,যতদিন কোনো স্কুল বা কলেজের সামনে দু-মূহুর্ত দাঁড়িয়ে মাথা উঁচু করে চশমার পেছন থেকে বিল্ডিংটা দেখা থাকবে, যতদিন ঘরের কোণে উইকেটগুলো আর ক্রিকেট ব্যাটটা থাকবে, যতদিন বিকেলের আলো,লেকের ধারের বেঞ্চ আর আড্ডা দেওয়ার রক বা চাতালটা থাকবে আর যতদিন থাকবে বেড়াতে যাওয়ার জায়গাগুলো আর পিকনিক স্পটগুলো- এই গানটা থাকবে,ততদিন এবং তার পরেও।
অনেক দিন পর, আবার চেনা মুখ
বন্ধু কি খবর, মুহুর্ত বলুক।
মুহুর্তের টান, মুহুর্তে শরৎ
নতুন এই গান, মুসাফিরের পথ।
শরত আসে যায়, মেঘের ফাঁকে নীল
এই শহরটায় অতিথি গাঙচিল।
অতিথি ভালবাসা, হাওয়ায় তোলে সুর
আবার ফিরে আসা, আবার ভরপুর।
কেমন আছো বলো, বন্ধু কি খবর
আবার গাই চলো, অনেক দিন পর।
majhe majhe mone hoi ei gan gulor ayuu r khub beshi din nei..........Hoyto 40 bochor por ei gan karor mukhei r kokhonoi sunte pabo na.Hoyto khub e kom.....gutikoyek manush tokhono tader mullyaban somoi khorcha korben ei gan gulo gaibar jonno tader k agrim dhannobad subbhechha r subhokamana.
এই গানগুলোই থেকে যাবে; যতদিন আকাশের নীল আর তাতে ভেসে যাওয়া গাঙচিল থাকবে,যতদিন একলা রাতে থমকে থমকে জেগে ওঠা থাকবে,যতদিন কোনো স্কুল বা কলেজের সামনে দু-মূহুর্ত দাঁড়িয়ে মাথা উঁচু করে চশমার পেছন থেকে বিল্ডিংটা দেখা থাকবে, যতদিন ঘরের কোণে উইকেটগুলো আর ক্রিকেট ব্যাটটা থাকবে, যতদিন বিকেলের আলো,লেকের ধারের বেঞ্চ আর আড্ডা দেওয়ার রক বা চাতালটা থাকবে আর যতদিন থাকবে বেড়াতে যাওয়ার জায়গাগুলো আর পিকনিক স্পটগুলো- এই গানটা থাকবে,ততদিন এবং তার পরেও।
Exactly....but as a 63 years old haggard
..still relish the song...and relishing LIFE..ultimately it is my LIFE.....from Burnpur with love 🙏🙏🙏
অসাধারণ। আমি আশা করিনি কোন কভার শুনবো। আমি ভেবেছিলাম অঞ্জন সুমনের গাওয়াটাই। ভিন্ন কণ্ঠে শুনে গানটা আরো ভালো লাগলো।
কোথায় যেন একটা শূন্যতা, হাহাকার।
হৃদয় ছুঁয়ে গেল।
Hats off for this masterpiece!💛
অসম্ভব সুন্দর ❤❤
Gan ta shune shreshttho verse of "onekdin por" Bodh korlam..
Khub Sundor Gola ❤️❤️
অনেক দিন পর, অনেক সুন্দর একটা গান শুনলাম 🖤
কি দারুণ গাইলেন দু'জনই ;
ভালোবাসা জানবেন 🌻❣
Bhalo geyecho Bhai dujonei
দুইজনই অসাধারন গেয়েছেন!
অনেক ধন্যবাদ ভাই।
: -)
অসম্ভব এক ভালো লাগা ❤️❤️❤️
বেশ ভালো
❤❤
❤❤🙏🙏
অনেকদিন পর তোর গাওয়া কিছু শুনলাম। :)
গাইলামও অনেকদিন পর। ঘটনাচক্রে গানটাও "অনেকদিন পর"! :D
যে গান ভালো লাগার কোন শেষ নেই শ্রদ্ধেয় কবীর সুমন
Excellent performance thank you
Ujjal Bhattacharya from saltlake Kolkata
ইনকিলাব জিন্দাবাদ! সুমন, অঞ্জন....
❤
Awasome song
♥ভালোবাসা♥
Don’t make this song overrated.