'মেধা' জিনিসটা যে আসলে একটা জিনিস গানের বাছাইয়ের ভেতর দিয়ে প্রমাণ হয়ে গেলো, আর বাজনা গায়কী নিয়ে কোন কথা হবে না ভায়া, প্রার্থনায় দু'জনের জন্য অসীম শুভ কামনা।
গান যে প্রতিবাদের ভাষা হতে পারে তা দেখা যায় কবীর সুমনের গানে। আর গান যে মানুষকে বাঁচিয়ে রাখে তা দেখা যায় অঞ্জন দত্ত এর গানে। আপনাদের কন্ঠে দারুণ লাগলো 💚 আমাদের দেশে সঞ্জীব দা'র মতো আর প্রতিবাদী শিল্পী হয়তো আর পাবো না!
অনেক দিন পর, আবার চেনা মুখ বন্ধু কি খবর, মুহুর্ত বলুক। মুহুর্তের টান, মুহুর্তে শরৎ নতুন এই গান, মুসাফিরের পথ। শরত আসে যায়, মেঘের ফাঁকে নীল এই শহরটায় অতিথি গাঙচিল। অতিথি ভালবাসা, হাওয়ায় তোলে সুর আবার ফিরে আসা, আবার ভরপুর। কেমন আছো বলো, বন্ধু কি খবর আবার গাই চলো, অনেক দিন পর।
আজকে সারাদিন এই গান লুপে শুনছি। আপনাদের আগে ফলো করতাম না, ভাবতাম বাচ্চা পোলাপাইন। এখন গান শুনে মনে হচ্ছে ল্যাওড়ামি করে ফেলছি। গেয়ে যান আপনারা, অনেক ভালো লাগলো শুনতে।
love u mam.. apner gola te gaan ta osadharon sunte lagche. . jhokon e raate aka gaan ta suni mone hoy jano ami onno kono akta jogote aka e haatche aakaser pane cheye , r khuje jache kichu, ki khuche to jani na kintu ha kichu akta hariya gache, hoyto r pabo na tao khujbo ses hobe ne e khuja r ses hobe na ie gaan.
আপনিও খুব সাধারন একজন শ্রোতা যে কবীর সুমনের গানের মাহাত্ম্য বোঝার ক্ষমতা নিয়ে জন্মান নাই। মানুষ হিসেবে একেবারে উতরান না এমনকি খুবই অর্ডিনারি চিন্তাভাবনা আপনার 😁
Just khuje pelam tomader! Hotath! Ei priyo ganer hath dhore.. I had to subscribe and follow you guys on Spotify too. Looking forward to some great covers and OCs too. Much love from Kolkata
precious and priceless . Thats how i should define kabir And anjan duo ❤️🩹 You covered with precision. What a beautiful melody! Loved this . I must appreciate you efforts. Great work . Duo❤️🩹
'মেধা' জিনিসটা যে আসলে একটা জিনিস গানের বাছাইয়ের ভেতর দিয়ে প্রমাণ হয়ে গেলো, আর বাজনা গায়কী নিয়ে কোন কথা হবে না ভায়া, প্রার্থনায় দু'জনের জন্য অসীম শুভ কামনা।
আপনাদের থেকে আরো বেশ কিছু সুমনের গান শোনার অনুরোধ রইলো। ♥️
গান যে প্রতিবাদের ভাষা হতে পারে তা দেখা যায় কবীর সুমনের গানে। আর গান যে মানুষকে বাঁচিয়ে রাখে তা দেখা যায় অঞ্জন দত্ত এর গানে। আপনাদের কন্ঠে দারুণ লাগলো 💚
আমাদের দেশে সঞ্জীব দা'র মতো আর প্রতিবাদী শিল্পী হয়তো আর পাবো না!
অনেক দিন পর, আবার চেনা মুখ
বন্ধু কি খবর, মুহুর্ত বলুক।
মুহুর্তের টান, মুহুর্তে শরৎ
নতুন এই গান, মুসাফিরের পথ।
শরত আসে যায়, মেঘের ফাঁকে নীল
এই শহরটায় অতিথি গাঙচিল।
অতিথি ভালবাসা, হাওয়ায় তোলে সুর
আবার ফিরে আসা, আবার ভরপুর।
কেমন আছো বলো, বন্ধু কি খবর
আবার গাই চলো, অনেক দিন পর।
এটা অসাধারণ, কবির সুমন অঞ্জন দত্ত এই কভার টা শুনলে আমি নিশ্চিত তারা মুগ্ধ হবে।
আপনাদের জন্য ভালোবাসা। 🖤
বাহ্....দারুণ। প্রিয় গান যখন নতুনত্ব পায় পৃথিবীর রং বদল হয়।
এই গান টা ৫বছর আগে আমায় প্রথম শুনিয়েছিলো আমার চারুকলার বন্ধু পুলক...
আর আজ আপনাদের কন্ঠে আবারো গান টা শুনে তার কথা মনে পরে গেলো।
শুভকামনা আপনাদের 🌼
কাভার! অনিন্দ্য! শুভ কামনা রুবায়েত! আরেকজনকেও!
সুমনদা ও অঞ্জনদা শুনলে বেশ প্রীত হবেন!
এতো সুন্দরভাবে সুমনের গানের আগে শুনিনি। অসাধারণ লাগলো। সারাদিনের ব্যস্ততার পর এই কভার টা শান্তি দেয় ভীষণ। অনেক ধন্যবাদ❤️
এত্ত সুন্দর ❤️
চোখে পানি চলে এলো।
এতো দরদ গিয়ে গাওয়া।
আরো কিছু সুমনের গান expected থাকলো।
আহা সুমন বাবুর গান ! বেশ অন্য রকম ভাবে ভেবেছেন ... স্মৃতিপ্রসূত...
আহাাাা গানগুলো কততত আপন ছিল,দিনগুলো কোথায় হারালাম!!!
আহা! আমার ভীষণ পছন্দের গান। কি সাবলীল গাইলেন। প্রশান্তি! 🌻
ওয়াও! ব্রিলিয়ান্ট! দারুণ গায়কী। সেই কলেজ লাইফে এলবামটা কিনেছিলাম। খুব প্রিয় গান ছিল এটি। আজ অনেকদিন পর এই গানটার কথা মনে পড়ে গেলো।
💚
তোমার কন্ঠে গান শুনার পর মনে হইলো কবির সুমন ও অঞ্জন দত্ত তোমাদের জন্য এই গান লিখছে৷
তোমাদের কম্পোজিশন অনেক বড় ফ্যান৷
ভালবাসা রইল৷
কত শতবার এই ভার্সনটা শুনলাম হিসাব নাই।
সত্যি অসাধারণ।✔️
I can feel it❤
Ki sundor sob gan likheche Anjan Dutta..
গানটির রচনা ও সুর শ্রী কবীর সুমনের
খুব ভালো লাগার একটা গান সুমন ভাইয়ের। 👏 বন্ধুদের পুনর্মিলনীতে এই গানের বিকল্প নেই সবসময়ই
কবির সুমন"র পর আপনার কন্ঠে নতুন করে ভালো লাগলো
আজকে সারাদিন এই গান লুপে শুনছি। আপনাদের আগে ফলো করতাম না, ভাবতাম বাচ্চা পোলাপাইন। এখন গান শুনে মনে হচ্ছে ল্যাওড়ামি করে ফেলছি। গেয়ে যান আপনারা, অনেক ভালো লাগলো শুনতে।
অসাধারণ কম্পোজিশন ❤️
কবীর সুমন আর সাবিনা ইয়াসমিন এর "সাড়া দাও" গানটা কভার করার অনুরোধ রইলো।
গান টা প্রিয় ছিলো;
আপনার কণ্ঠে শুনে,
গান টা প্রাণ হয়ে গেছে ❤️
একা যখন শুনি,চোখ ভিজে আসে।
Ki j oshadharon gaan gan apnara... Ta je soneni take bojhano sombhob noy❤
Brilliantly played and sung. Really splendid. Touched by the presentation
Gaan shune mon chuye gelo........best of luck....
খুব সুন্দর হয়েছে ❤❤❤
Thanks Sami. Really loved this wonderful piece of art.
Darun composition... Koto din ager gaan abr notun kore pelm
Only a classy understands what a 'class' is....hats off
ওয়াও! ব্রিলিয়ান্ট । দারুণ গায়কী । অসাধারণ ।
এই গানটার অনুভূতি একেবারেই অন্যরকম ... অসাধারন গেয়েছেন
Nice composition!
ভীষণ স্মার্ট পরিবেশনা...
love u mam..
apner gola te gaan ta osadharon sunte lagche. . jhokon e raate aka gaan ta suni mone hoy jano ami onno kono akta jogote aka e haatche aakaser pane cheye , r khuje jache kichu, ki khuche to jani na kintu ha kichu akta hariya gache, hoyto r pabo na tao khujbo ses hobe ne e khuja r ses hobe na ie gaan.
Darun...from kolkata with love....
কতবার যে শুনলাম!
কি যেন অদ্ভুত মায়ায় আচ্ছন্ন সবকিছু ❤️
অসাধারণ! বাকরুদ্ধ হয়ে শুনছি। ভালোবাসা নিবেন। ❤️
আমি প্রবাসী বাংলাদেশী 🇧🇩
দুবাই থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা 🇦🇪
অদ্ভুত সুন্দর কভার, ধন্যবাদ।
অদ্ভুত মায়া মিশে আছে। আপু আপনাকে ধন্যবাদ গানটাকে আরো প্রাণবন্ত করে তোলার জন্য❤️❤️
Khub sadharon gaan. Songeet hisabe ekebarei utroy na. Very ordinary composition.
আপনিও খুব সাধারন একজন শ্রোতা যে কবীর সুমনের গানের মাহাত্ম্য বোঝার ক্ষমতা নিয়ে জন্মান নাই। মানুষ হিসেবে একেবারে উতরান না এমনকি খুবই অর্ডিনারি চিন্তাভাবনা আপনার 😁
@@studiomythandmousse7705 Ekebare manush e chole gelen. Ami kintu kono manush niye kono comment kori ni. Sustho hoye uthun, etai chaibo.
আসলেই অনেক দিন পর এই সুন্দর একটি গান এর জন্য ধন্যবাদ ❤️
Such a wonderful song! Love it. Best wishes
আহ মুগ্ধতা! ভীষণ ভালো লাগলো।
you guyz should upload this kinda video, more often
সকাল টা ভালোহয়ে গেলো। দারুন
অসাধারন পরিবেশনা!
Asadharon, "The Rehman Duo"!!
Facebook e জানিয়েছি, সমানে গুন গুন করছি। অসাধারণ
Just khuje pelam tomader! Hotath! Ei priyo ganer hath dhore..
I had to subscribe and follow you guys on Spotify too. Looking forward to some great covers and OCs too. Much love from Kolkata
অসামান্য। আগেও বহু বহু বার শুনেছি। আজ মন্তব্য করলাম।
অসাধারণ। কবীর সুমনের পক্ষেই কেবল এমন গান লেখা সম্ভব।
One of the best voices I have heard after Kabir suman himself singing this one
আরো হাজারটা শরৎ আসবে, এই গানটা রয়ে যাবে।
অসাধারণ! কি মিষ্টি ভয়েস।🥰
আমার অনেক অনেক প্রিয়
Love from Bangladesh Mam❤
ভীষণ সুন্দর আপু এবং ভাইয়া 🌻
অসাধারণ !!!
Speechless...
I am a big fan..
বন্ধু কেমন আছো বলো । অনেক দিন পর বেশ ভালো লাগলো এই তোমাদের গান শুনে ❤️❤️ খুব ভালো থেকো বন্ধু ।Rehman Duo ❤️😘
অসাধারণ অসাধারণ অসাধারণ!!♥️♥️
অসাধারন, শুভকামনা আর ভালোবাসা
valo geyecen...Thanks
thanks you The Rehman duo.
Super talent duo ❤️
আপনাদের জন্য শুভকামনা আর ভালোবাসা থাকলো।
Oshadharon laglo...Ami original version ta sunini kokhono..
Coke studio te apnake kobe dekhsi?❣️
Waiting for your terms in Coke studio bangla
অসাধারণ এক কাপল ❤️
precious and priceless . Thats how i should define kabir And anjan duo ❤️🩹 You covered with precision. What a beautiful melody! Loved this .
I must appreciate you efforts. Great work . Duo❤️🩹
Wonderful..
এত সুন্দর❤️❤️
Such a beautiful song dear....best wishes always...💞
অসাধারণ।
অসাধারণ!! খুব ভালো হয়েছে ❣️❣️
Coke Studio Bangla back Vocalist? 🤔
আপনাদের জন্য ভালোবাসা।
So appealing melody touches me !
গায়ে কাঁটা দিলো।❤️
নিখুত কভার, ভীষণ ভালো লাগলো।ভালোবাসা আপনাদের জন্য।❤️
One of the best covers of this legendary song.
Apu apnar voice ta onek sweet 🥰🥰
Ki shundor! Thanks, Rehman Duo🎶
Oshadharon
Was waiting for a new cover.
Thanks. Will be waiting for another.
আপনার কন্ঠের প্রেমে পড়েছি
অনেকদিন পর আবার চেনা মুখ
বন্ধু কি খবর.... ❤️❤️❤️
আপনি এত মায়া দিয়ে গান গাইতে পারেন কিভাবে? যতবার আপনার গান শুনি আপনার মুখের দিকে তাকিয়ে থাকি /
Please upload more often. Your voice feels like sun in winter
🖤 আহা!! 🖤 কি সুন্দর!! 🖤
বেস্ট ❤
Thanks. khub valo laglo...
বরাবরের মতই তোমরা অসাধারণ ❤️
Class personified.
গানের মাঝে একঝলক বেঁচে থাকার খুরাক পাই।
Speechless ❤
অনবদ্য
Listening it repeatedly...mental peace 🕊️ good work....