২০২৪ এর নতুন ভিয়েতনাম কৈ মাছের পোনা। ভিয়েতনাম কৈ মাছ চাষ পদ্ধতি। কৈ মাছ ক্রয় করতে:-01984970082

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • ভিয়েতনামি কৈ মাছের পোনা
    অর্ডার করতে-01994970082
    ধলা, ত্রিশাল, ময়মনসিংহ।
    all For Order below number
    01984970082/01984970082
    imo/Whatsapp-01984970082
    ভিয়েতনামী কৈ মাছ চাষ পদ্ধতি :----
    খেতে সুস্বাদু হওয়ার বাংলাদেশীদের কাজে এর ব্যাপক গ্রহণযোগ্যতা আছে।
    ভিয়েতনাম কৈ মাছ খুব দ্রুত বৃদ্ধি পায়।
    মাত্র ৪ মাসে ১৫০ থেকে ২০০ গ্রাম ওজন হয়।
    চাষ পদ্ধতি সহজ ও অন্য মাছ চাষের চেয়ে লাভ বেশী।
    বাংলাদেশের জলাশয় ও আবহাওয়া এই মাছ চাষে উপযোগী
    ভিয়েতনাম কৈ মাছ একক অথবা দেশী শিং মাগুর মাছের সাথে মিশ্র-চাষ কারা যায়।
    ভিয়েতনামী কৈ মাছ এটি দ্রুত বর্ধনশীল উন্নত জাতের বিদেশী মাছ । অল্প কয়েক দিনে বাংলাদেশে এই মাছ চাষ খুব জনপ্রিয় হয়ে পরেছে। ৯০ থেকে ১২০ দিনে বয়সে প্রতিটি মাছের ওজন ১৫০ থেকে ২৫০ গ্রাম হয়। গুনগত মানের ভাল ভিয়েতনামী জাতের কৈ মাছের পোনা বিক্রয় করি। গ্রেড-১# প্রতি কেজিতে ৪০০০ থেকে ৫০০০ পোনা হবে দাম প্রতি পিচ ১ টাকা । গ্রেড-২# প্রতি কেজিতে ২০০০ থেকে ৩০০০ পোনা হবে দাম প্রতি পিচ ১.৫০ টাকা । মার্চ মাস থেকে সেপটেম্বর মাস পর্যন্ত এই মাছের পোনা পাওয়া যায়। ভিয়েতনামী কৈ মাছ একক বা মিশ্র পদ্ধতি চাষ করা যায়। যারা।
    পুকুর নির্বাচন:
    ভিয়েতনাম কৈ মাছ চাষ করার জন্য কমপক্ষে ৪ থেকে ৬ মাস পানি থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের পানির গভীরতা ৪ থেকে ৫ ফুট হলে ভাল হয়। তবে এর চেয়ে বেশী গভীরতা হলেও চাষ চলবে। ২০ থেকে ১০০ শতাংশ আয়তনের পুকুর নির্বাচন করতে হবে তবে এর চেয়ে ছোট বা বড় পুকুর এ মাছ চাষ করা যাবে।
    পুকুর প্রস্তুতি:
    ১.পুকুরের পানি সেচে শুকুয়ি অবাঞ্ছিত মাছ ও অন্যান্য প্রাণী দূর করতে হবে।
    ২.পকুরের তলায় অতিরিক্ত কাদা থাকলে উঠিয়ে ফলতে হবে।
    ৩. পুকুরের পাড় ভাল করে মেরামত করতে হবে এবং পাড়ে বড় গাছ থাকলে ডাল-পালা ছাটায় করে ফেলতে হবে ।
    ৪. পুকুরে প্রতি শতাংশে ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। এবং চুন দেয়ার ২ দিন পর পানি দিতে হবে।
    ৫. পুকুরে পানি দেয়ার ৩ দিন পর পোনা মজুদ করতে হবে। এর
    পোনা সংগ্রহ ও মজুদ:
    ভিয়েতনাম জাতের কৈ মাছের পোনা মে থেকে অক্টবর মাস পর্�

КОМЕНТАРІ •