সত্যিই খুব প্রাসঙ্গিক একটা আলোচনা করেছেন। যেখানে এখন কেউ কেউ একই ধর্মের হয়েও বিভেদ করার জন্য উঠে পড়ে লেগেছে, সেখানে কবি কৃত্তিবাস বাঙালির রামায়ণে শাক্ত শৈব বৈষ্ণবের মিলন ঘটিয়ে সমাজের কল্যাণে উদার সুস্থ সুন্দর কাব্য উপহার দিয়েছিলেন। প্রণাম সহস্র বার।
হ্যাঁ দাদা,,,,,,আমি কোথাও আটকালে,,,,,আমার একমাত্র তোমার ভিডিও গুলোর কথাই মনে আসে,,আর সাথে সাথে দেখে নিই,,, তা ছন্দই হোক,, অলঙ্কার ওই হোক বা কাব্য জিজ্ঞাসা ওই হোক ❤️❤️❤️একমাত্র ঠিকানা তোমার ভিডিও,,,,,সামনে বই নিয়ে তোমার বর্ণনা শুনলে আর কোনো ঝামেলাই থাকে না❤️
বাংলা সাহিত্য সম্বন্ধে সামান্য কিছু জানা আছে,কিন্তু আপনার মুখে যখন আবারও সেই সব কিছু শুনি;ভীষণ ভালো লাগে।আপনার বলার স্টাইল,কণ্ঠস্বর,উচ্চারণ খুব সুন্দর।
@@arghadas5371 kabbo & authentic text information er otai tofat. Detailed Information er jonno Valmiki & Vakti kabbor jonno Krittibas & Tulsidas Ramayan.
আমি আজ অব্দি পুরো দক্ষিণ এশিয়াতে 29 টা রামায়ণ পড়েছি, সবার গল্পই আকাশ পাতাল ফারাক, কোথাও রাম সীতা ভাই বোন আবার জৈন রামায়ণে রাম একজন জৈন রাজা আবার কম্বোডিয়া তে খামের পুত্র, যাই হোক রামায়ণ অনেক আছে সেটা লেখা বই ছাড়াও হাজারও জনজাতির মুখে মুখে লোক কথায় আছে ❤️ এটা কোনো হিন্দু, বৌদ্ধ কিংবা জৈন বা সিন্ত দের ধর্ম গ্রন্থ নয় এটা সত্যি এক অদ্ভুত কাব্য 👍🏻
কৃত্তিবাস তো বাঙ্গালীদের জন্য রামায়ণ লিখেছিলেন কিন্তু সেই রামায়ণ কাহিনী কালে কালে গোটা ভারতবাসীর কাছে গ্রহণযোগ্য ও অত্যন্ত জনপ্রিয় হয়ে গেল আজ মূল রামায়ণ যা কিনা বাল্মিকী রচিত ততটা পরিচিত নয় বিষয়টা কি অদ্ভুত না একদিকে বাঙালি কৃত্তিবাস এর জনপ্রিয়তার জন্য গর্ব হচ্ছে অপরদিকে মনে হচ্ছে আসল রামায়ণ সকলের কাছে সঠিক ভাবে পৌঁছতে না পারার কারণ হয়ে থেকে গেলেন কৃত্তিবাস........ ভিডিওটা অসাধারণ লাগলো কিন্তু আরো বিস্তারিত হলে ভালো লাগতো কত অজানা জিনিস জানা গেল আরো অনেক কিছু জানার ইচ্ছা থাকলো
@@nabilhossainosama5923আপনি আপনার ধর্ম পালন করুন না। ইরাক ইরান সিরিয়াতে পাকিস্তানে মুসলমান মুসলমানকে হত্যা করে কেন? আপনারা তো শান্তির ধর্ম পালন করেন। যতসব আজব লোক।
দাদা অনেক অনেক ধন্যবাদ, আপনার এই ভিডিও গুলোর জন্যই আমরা বাঙালি জাতির অর্থাৎ নিজেদের সম্পর্কে অনেক কিছু জানতে পারছি আর নিজেদের কে চিনতে ও পারছি। ছোটবেলা থেকে আমার মনের মধ্যে যে প্রশ্ন গুলো উঁকি দিত সেগুলোর উত্তর আপনার ভিডিও গুলো দেখে পাচ্ছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ ❤❤❤❤❤❤ অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা ❤❤🙏
@@Anirban_das tumi proper Torkalonkarer kaaj korchho.Toll uthe jawar fole sob Hindu bangali nijer itihas 12th century theke vule gachhe, dhormo & sanskriti sob guliye felechhe. Tai sob damadol cholechhe banglay. Keep it up spread knowledge like this for all bangali.
এই কথাগুলো বাংলা (অনার্স) এর সময় থেকে জানতাম, কিন্তু "রাম / কৃষ্ণ " এগুলি বাঙ্গালীর আবেগ। তাই আলোচনা করলে লোকে অন্য চোখে দেখে। কিন্তু এখন UA-cam এ এর আলোচনা দেখে ভীষণ ভালো লাগছে, আর তাই বেশি বেশি লিঙ্ক সেয়ার করি তাদেরকে।।।।❤❤❤
বাল্মীকি রামায়ণ পুরোপুরি ইতিহাস। প্রত্যেকটা শ্লোক এবং অর্থ একদম ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত। লঙ্কার দূরত্ব , সমুদ্রের গভীরতা , সমুদ্রের তলায় কি কি ভয়ানক প্রাণী আছে , আয়ুর্বেদিক গাছগুলির নাম কি কি সব ব্যাখ্যা পাওয়া যায়
@@sandeepanb2005 যুক্তিযুক্ত মানে তুলনামূলকভাবে বাস্তবিক, কাল্পনিক বিষয় কম তাতে। বলা হলো না যে কবি কৃত্তিবাস অনেক মায়া, যাদু, অলৌকিক এইসব বিষয় যোগ করেছেন তাঁর রামায়ণে যেগুলো বাল্মীকির রামায়ণে ছিলনা, সেইকারণে।
স্বীকার করতে আবারো বাধ্য হচ্ছি যে অনেক এবং অনেক গুন সম্মৃদ্ধ হলাম! আসলে প্রাচীন মহাকাব্য এবং সেখান থেকে প্রকৃত ঐতিহাসিক সত্যকে তুলে ধরার ক্ষেত্রে আপনার যে অধ্যবসায়, তা সত্যিই সশ্রদ্ধ প্রশংসার দাবি রাখে! আপনার এই video গুলির দ্বারা প্রতিনিয়ত কত পরিমানে যে নিজেকে সম্মৃদ্ধ করতে পারি, তা বলে বোঝাতে পারবো না! আমার আন্তরিক প্রণাম নেবেন, ভালো থাকবেন স্যার!!!🙏
সবাই আমাকে খারাপ বলতেন পারেন,,, কিন্তু আমার মনে হয় এই সংযোজন বিয়োজন করার ফলে মানুষকে যতটা না এর প্রতি ভক্তি বাড়িয়েছে তার থেকেও অবিশ্বাস এর জন্ম দিয়েছে কারন রামায়ণকে আমরা শুধু সাহিত্য হিসাবে দেখি না বরং সত্য ঘটনাস্বরপ আমাদের অন্তরে পূজিত হয়
হুম সঠিক,যে যতরকম ভাবেই লিখুক না কেনো যে রামায়ণটা বাল্মীকি মুনি লিখেছেন সেটাই আসল,সবকিছু বাঙালি বাঙালি বলে চালানো যায়না,ইনি নিশ্চয়ই একজন বামপন্থী,সব ভুলভাল লজিক ঢুকিয়ে দেন ভিডিওতে,বাঙালিদের অ্যাটেনশন কারবার জন্য আর বামপন্থা ঢুকিয়ে দেওয়ার জন্য এদের মনে
কিছুদিন আগেই আমাদের বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা প্রস্তুতির বাংলা সাহিত্যের ক্লাসে স্যার এগুলো পড়াচ্ছিলেন, তবে রামায়ণ মহাভারত সাহিত্য হিসেবে আমাদের বাংলাদেশে পড়া হয়।
কোনটা শুদ্ধ কোনটা কল্পনা জানি না তবে আমাদের কৃত্তিবাস রামায়ণের ভাবানুবাদ বলা হয় আমাদের HOD বলেছেন ❤ আমি উদাহরন হিসেবে বলেছিলাম যেমন অকালবোধন 🔱🙏 আপনি দারুন বলেন👍
ব্যাসদেব মহাভারত এর সবথেকে অথিন্টিক ভার্সন মানা হয়, বরি ক্রিটিক্যাল এডিসন কে। প্রাচীন কাল থেকে আধুনিক কাল পর্যন্ত মহাভারত এর মোট 1259 টি পাণ্ডুলিপি পাওয়া গেছে। Bori (Bhandarkar Oriental Research Institute) এই 1259 টা পাণ্ডুলিপি কে প্রায় 40 বছর ধরে গবেষণা করে ক্রিটিক্যাল এডিসন বের করে। কিনতু বর্তমানে আমরা টিভি সিরিয়াল, লোককথা, বিভিন্ন ফিকশন(কাল্পনিক, মনগড়া) বই , যেমন মৃত্যুঞ্জয়, প্যালেস অফ ইলিউশন, কর্ণ wife, জয়া এই সব বইয়ের লেখা কথাকেই মহাভারত মনে করে নিচ্ছি।
@@Anirban_das বিশেষত জনার চরিত্রটা আলোচনা করবেন। আপনি এগুলির পাশাপাশি মধুসূদনের বীরাঙ্গনা কাব্যের জনা চরিত্রের পার্থক্য করে আলোচনা করবেন। ❤ তাতে ভিডিওর অনেকগুলি পার্ট হলেও অসুবিধা নেই।
দাদা আমি একজন ছাত্র নবম শ্রেণী তে পড়ি আপনার বাড়ি আর আমার বাড়ি যদি কাছাকাছি থাকতো তাহলে আপনার কাছেই আমি কলা বিভাগ টা পড়তাম । আপনি খুব ভালো করে বিশ্লেষণ করেন 😊। সঙ্গে এই ভাইটার ভালোবাসা রইলো আরো এগিয়ে যান।
Puro east asia jurei ramayon er onek version ache,,shob gulo version deklei bojha jay eta oi area gulor culture er shathe mil kore likha hoyeche kintu mul kotha same i tai krittibash er upor chorao hoar kichu nei,,:)
There is reference of this Akal Bodhan Durga Puja in the Mahabhagvat Purana. So the line that "Krittivas Bangalir pulseta bujhechhen" is incorrect somehow. And The war of Ramayana had happened 11 times before the one of which we are referring to.
@@lifeboy1978 @lifeboy1978 etar variation achhe akekta opinion-e. But on an average 5000 years ago from this year, Dwapar Yuga had ended. It lasted for about 8 lakh years, combining all the three phases of Dwapar Yuga.
@@kameliamaitra4227 আপনি এই জায়গাতেই ভুলটা করছেন । আপনি পৌরাণিক তথ্য দিচ্ছেন । কিন্তু অনির্বাণবাবু ঐতিহাসিক তথ্য দিচ্ছেন । কৃত্তিবাস কোন পৌরাণিক মানুষ নন । তিনি কয়েকশো বছর আগে সত্যিই ছিলেন । আপনি নিশ্চয় বুঝতে পারছেন ৮ লক্ষ বছর আগে মানুষের উৎপত্তি পুরোপুরি হয়নি ।
Vālmiki, the Adi Kavi wrote Rāmāyaṇa around 5600-5550 BCE. Vālmiki Rāmāyaṇa had inspired many scholars to write Drishya (Natya) and Shrāvya Kāvyas in Laukika Sanskrit. Public performances of Rāmāyaṇa and Purāṇas became the main source of the entertainment of society. The demand for innovations in performances led to the evolution of various Ramayanas like Adbhuta Ramayana, Ananda Ramayana etc. During the post-Rāmāyaṇa era, the performance of Adbhuta rasa became immensely popular which led to mythologisation of historical legends of Rāmāyaṇa and Purāṇas. Interestingly, the public performances of Sanskrit kavyas and natakas brought a paradigm shift in the spoken languages of Indian society.
@@amorjitnag4388 dude seriously 😅?? Are your referring 9Lac to 9.5Lac years ago??? Homo sapience's great migration from Africa only happened just 3 Lac years ago...human learned writing wayyy after that....Indus civilization was only in around 5000 years ago...Aryans migrated to India only some 4000 years ago.... Your history knowledge is not only hilarious, it's dangerous too....
এই পার্থক্য আগে একটু শুনেছিলাম - কিন্ত আপনার এই videoতে আরও details জানলাম। খুব সাহসিকতার সঙ্গে আপনি এই video করেছেন- specially আজকের পরিস্থিতিতে - ভালো থাকবেন।
বাল্মীকি রামায়ণে শ্রী রামকে একজন সাধারণ মানুষের মতোই দেখিয়েছেন, আর মাতা সীতা ছিলেন একজন বুদ্ধিমতী এবং যুদ্ধে নিপুণ একজন নারী,আর বাল্মীকি রামায়ণে সীতার অগ্নিপরীক্ষা উত্তর কান্ড এসব কিছুই নেই।
13th century theke Turkic akromoner fole banglay tokhon Johor ba sati Pratha hoto, tai krittibas ota add koreche. 13th century k tai bangla sahitter andhokar jug bola hoy. Etai prothom kabbo andhokar juger por e.
রামায়ণ শুদ্ধ অশুদ্ধ জানি না তবে রামায়ণ এবং প্রভু রাম আমার প্রিয়😌❤️ আমাদের সাহিত্যের ইতিহাসে যেমন রামায়ণ কিছুটা বুঝিয়েছেন তার পর উত্তরকান্ড তো আমাদের ম্যাম দারুন বুঝিয়েছেন ❤ আর হ্যা আমি রামায়ণ দেখতাম ছোটো বেলায়😌
@@Anirban_das কারণ, হিন্দু শাস্ত্রকে বিজ্ঞান সম্মত করে প্রচার করা উচিৎ। অলৌকিক ঘটনা ঢুকালেই অনেকের মনে বর্তমানে সন্দেহ জাগবে আর হিন্দু শাস্ত্রর মধ্যে বিজ্ঞানের সাথে অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়। তাই বিজ্ঞান সম্মত ভাবে প্রচার করলে যুব সমাজের মধ্যে বেশি আগ্রহ লক্ষ্য করা যাবে।
@@DebjyotiMajumdar-xi9ne dada Amdr history Ramayan er onk prove ache example Sri Ram setu jeta world er kothay erom setu nei Rameswaram temple made By Sri Ram Ashoke vatika in Sri lanka Lanka te ekhono ekta place ache jekhaner Soil puro burning but seikhanei Jesus hok or Allah or buddha tader existence er proved chaile kew e dekhate parbe na er tarai amdr history ke niye Controversy korar chesta koren
গল্প কথাই রামায়ন টা যদি একবার শোনাতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম, আমি আপনার গল্প কথাই মহাভারত পুরো পর্ব শুনেছি, আমার খুব ভালো লেগেছে, আপনার কণ্ঠস্বর এতো মিষ্টি জে আপনার থেকে রামায়ণ টা শুনতে আমি খুবই ইচ্ছুক, যদি সম্ভব হয়, আপনি খুব ভালো থাকবেন,,,
Vikas divyakirti sir er ekta controversy ache ramayan niye. Please oi video ta dekhben dada. Valmiki ramayan e onek kichu lekha ache jeta khub e bhoyanok, valmiki ramayan porle sri ram ke bhogoban bole mone oneker nao hote pare.tai tulsidas krittibas era sobai change kore likheche.
Dada apnar video guli amar khubi valo lage. Onek kichu jante pari. Moner moddhe thaka onek prrosno gulir uttor pai anar video dekhe. Tobe ei video ta dekhar por amar vison icche hocche balmiki r Ramayan kemon chilo janar. Plz apni jodi ei niye ekta video banan khub valo hoi. Opekhai roilam
ধর্ম এক জিনিস, আর ঐতিহ্য আরেক। রামায়ণ, গীতা, মহাভারত এগুলো আমাদের সম্পদ আমাদের ইতিহাস, আমার ধর্ম ইসলাম হলেও এগুলি আমার গর্ব।
Eta BJP prodhan birodhi dol na hole hoeto bolte na.
You are a true Bengali
Tumi ektu bhul korcho
Egulo golpo (kaheni )
Kono dhormo noy🎉
@@mdshajahan2022 Ooo ebar tahole molla der dol amader shekhabe konta amader dhormo 😂. Sahosh o bolihari😂
@@mdshajahan2022 Islam to kono dormoi hoy na. 200 bochorer moddhe Islam bole kichu thakbe na. Arab e already Islam muche jete suru koreche
সত্যিই খুব প্রাসঙ্গিক একটা আলোচনা করেছেন। যেখানে এখন কেউ কেউ একই ধর্মের হয়েও বিভেদ করার জন্য উঠে পড়ে লেগেছে, সেখানে কবি কৃত্তিবাস বাঙালির রামায়ণে শাক্ত শৈব বৈষ্ণবের মিলন ঘটিয়ে সমাজের কল্যাণে উদার সুস্থ সুন্দর কাব্য উপহার দিয়েছিলেন। প্রণাম সহস্র বার।
❤️
সত্যিই অবাক হলাম। অবাক হলাম এই জন্য যে বর্তমান সময়ে রাম নিয়ে এইরকম দারুন এবং বিত্তকর্ষক কথা তো শোনাই যায় না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
সঙ্গে থাকবেন 🙏🏻
এমন ভাবে যদি কেউ সামনা সামনি বোঝাত,,,তাহলে কতই না ভালো হতো।❤️❤️❤️❤️
সামনাসামনিই তো হলো ❤️
হ্যাঁ দাদা,,,,,,আমি কোথাও আটকালে,,,,,আমার একমাত্র তোমার ভিডিও গুলোর কথাই মনে আসে,,আর সাথে সাথে দেখে নিই,,, তা ছন্দই হোক,, অলঙ্কার ওই হোক বা কাব্য জিজ্ঞাসা ওই হোক ❤️❤️❤️একমাত্র ঠিকানা তোমার ভিডিও,,,,,সামনে বই নিয়ে তোমার বর্ণনা শুনলে আর কোনো ঝামেলাই থাকে না❤️
আপনার উপস্থাপনায় মুগ্ধ
@@Anirban_dasদাদা আপনি বাংলার @Faisal.Warraich❤❤❤❤❤❤
বাংলা সাহিত্য সম্বন্ধে সামান্য কিছু জানা আছে,কিন্তু আপনার মুখে যখন আবারও সেই সব কিছু শুনি;ভীষণ ভালো লাগে।আপনার বলার স্টাইল,কণ্ঠস্বর,উচ্চারণ খুব সুন্দর।
অনেক ধন্যবাদ 😊
নমঃশূদ্র আন্দোলন নিয়ে একটি ভিডিও
জয় রাম জয় সীতারাম 🙏🙏🙏🙏🚩🚩। ধন্যবাদ স্যার, অনেক কিছু জানতে পারলাম ❤️🙏🙏
ভগবান শ্রী রামের ইচ্ছায় কৃত্তিবাসী রামায়ণ টা পড়ছি। অনেক ধন্যবাদ দাদা ❤
❤️
তুলসীদাস পড়ে তারপর বাল্মীকি পড়ুন। সবগুলোর পার্থক্য বুঝা হলে দেখবেন মনে অন্যরকম অনুভূতি আসবে। সত্য কাকে বলে তা নিশ্চিত ভাবে জানবেন।
Ramayan মানেই emotion তা সেটা কৃত্তিবাসের হোক বা বাল্মীকি বা তুলসীদাস 😌খুব সুন্দর ভাবে আপনি explain করেছেন 👌🏻👌🏻
😊🙏🏻
ঢোল গোবার শুদ্র পশু নারী সকল তাড়নাকে অধিকারী
রামদাস দুবে( তুলসী)
krittibas asol sanatani ramayan history ke nogno koreche
emni onek kichu taar lekha ramayanne aache ja ballmikir lekha ramayanne nei.
@@arghadas5371 kabbo & authentic text information er otai tofat. Detailed Information er jonno Valmiki & Vakti kabbor jonno Krittibas & Tulsidas Ramayan.
আমি আজ অব্দি পুরো দক্ষিণ এশিয়াতে 29 টা রামায়ণ পড়েছি, সবার গল্পই আকাশ পাতাল ফারাক, কোথাও রাম সীতা ভাই বোন আবার জৈন রামায়ণে রাম একজন জৈন রাজা আবার কম্বোডিয়া তে খামের পুত্র, যাই হোক রামায়ণ অনেক আছে সেটা লেখা বই ছাড়াও হাজারও জনজাতির মুখে মুখে লোক কথায় আছে ❤️
এটা কোনো হিন্দু, বৌদ্ধ কিংবা জৈন বা সিন্ত দের ধর্ম গ্রন্থ নয় এটা সত্যি এক অদ্ভুত কাব্য 👍🏻
কৃত্তিবাস তো বাঙ্গালীদের জন্য রামায়ণ লিখেছিলেন কিন্তু সেই রামায়ণ কাহিনী কালে কালে গোটা ভারতবাসীর কাছে গ্রহণযোগ্য ও অত্যন্ত জনপ্রিয় হয়ে গেল আজ মূল রামায়ণ যা কিনা বাল্মিকী রচিত ততটা পরিচিত নয় বিষয়টা কি অদ্ভুত না একদিকে বাঙালি কৃত্তিবাস এর জনপ্রিয়তার জন্য গর্ব হচ্ছে অপরদিকে মনে হচ্ছে আসল রামায়ণ সকলের কাছে সঠিক ভাবে পৌঁছতে না পারার কারণ হয়ে থেকে গেলেন কৃত্তিবাস........ ভিডিওটা অসাধারণ লাগলো কিন্তু আরো বিস্তারিত হলে ভালো লাগতো কত অজানা জিনিস জানা গেল আরো অনেক কিছু জানার ইচ্ছা থাকলো
সম্পুর্ন সত্য, আমিও শ্রী শ্রী রামের ইচ্ছায় ছোটো বেলায় মহান কবি কৃত্তিবাসের রামায়ণ অধ্যয়ন করেছি, তাইতো রামানন্দ সাগরও তাঁকে বাদ দেন নি তাঁর ধারাবাহিকে। ধন্যবাদ🙏💕🙏💕
❤️
@@nabilhossainosama5923apnar kiser problem???? Ajob
@@nabilhossainosama5923আপনি আপনার ধর্ম পালন করুন না। ইরাক ইরান সিরিয়াতে পাকিস্তানে মুসলমান মুসলমানকে হত্যা করে কেন? আপনারা তো শান্তির ধর্ম পালন করেন। যতসব আজব লোক।
@@nabilhossainosama5923তাও আবার ধর্মের নামে মানুষকে হত্যা করে।
আল-ফাক
দাদা অনেক অনেক ধন্যবাদ, আপনার এই ভিডিও গুলোর জন্যই আমরা বাঙালি জাতির অর্থাৎ নিজেদের সম্পর্কে অনেক কিছু জানতে পারছি আর নিজেদের কে চিনতে ও পারছি। ছোটবেলা থেকে আমার মনের মধ্যে যে প্রশ্ন গুলো উঁকি দিত সেগুলোর উত্তর আপনার ভিডিও গুলো দেখে পাচ্ছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ ❤❤❤❤❤❤ অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা ❤❤🙏
সঙ্গে থেকো, শেয়ার কোরো 😊
@@Anirban_das tumi proper Torkalonkarer kaaj korchho.Toll uthe jawar fole sob Hindu bangali nijer itihas 12th century theke vule gachhe, dhormo & sanskriti sob guliye felechhe. Tai sob damadol cholechhe banglay. Keep it up spread knowledge like this for all bangali.
আপনি আমাদের যা উপহার দিয়ে চলেছেন, তা কোন অংশেই কম নয়। সত্যিই ভীষণ সমৃদ্ধ হচ্ছি আমি, আর বাঙালিরা। অনেক ধন্যবাদ।
এই কথাগুলো বাংলা (অনার্স) এর সময় থেকে জানতাম, কিন্তু "রাম / কৃষ্ণ " এগুলি বাঙ্গালীর আবেগ। তাই আলোচনা করলে লোকে অন্য চোখে দেখে। কিন্তু এখন UA-cam এ এর আলোচনা দেখে ভীষণ ভালো লাগছে, আর তাই বেশি বেশি লিঙ্ক সেয়ার করি তাদেরকে।।।।❤❤❤
😊❤️
@@Anirban_dasভগবতে কৃষ্ণ সর্ব কারণ কারণম রাম কৃষ্ণ নারায়ণের রূপ অবতার যেটা জানেন তো সব কিছু র চরম বিন্দু পরমেশ্বর
মন ভরে গেল,,,, আপনি খুব ভালো উপস্থাপনা করেন,,,আপনার বাচনভঙ্গি অসাধারণ ❤❤❤❤❤
"বিকৃতি না বিনির্মাণ"--- কথাটা দারুন 🙏
❤️🙏🏻
আমার সাতষট্টি বছর বয়স ।তোমার প্রতিটি পরিবেশনা অত্যন্ত মনোগ্রাহী ।আশা করি এরকম নতুন নতুন পরিবেশনা আরও শুনতে পাবো।
সঙ্গে থাকবেন, আশীর্বাদ করবেন ❤️
বাল্মীকি রামায়ণ পুরোপুরি ইতিহাস। প্রত্যেকটা শ্লোক এবং অর্থ একদম ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত। লঙ্কার দূরত্ব , সমুদ্রের গভীরতা , সমুদ্রের তলায় কি কি ভয়ানক প্রাণী আছে , আয়ুর্বেদিক গাছগুলির নাম কি কি সব ব্যাখ্যা পাওয়া যায়
😊
ইতিহাস আর পুরান দুটো কথার মধ্যে অনেক ফারাক
@@youthindian1593 তা আমি জানি। আমি বাল্মিকী রামায়ন সম্পর্কে ব্যাখ্যা দিলাম।
@@youthindian1593 etake kabbo bole, Puran alada jinis.
@@youthindian1593 রামায়ণ ও মহাভারত দুটি মহাকাব্য। পুরাণ নয়।
প্রিয় ভাই,
তোমার নিষ্ঠা, পরিশ্রম কে
কুর্নিশ জানাই-❤
তারমানে বাল্মীকির রামায়ণ অনেক বেশি যুক্তি যুক্ত ছিল আর কৃত্তিবাসের রামায়ণ অনেক বেশি অনুভূতি সম্পন্ন।
Grow up! It's a friction 😅
@@sandeepanb2005 যুক্তিযুক্ত মানে তুলনামূলকভাবে বাস্তবিক, কাল্পনিক বিষয় কম তাতে। বলা হলো না যে কবি কৃত্তিবাস অনেক মায়া, যাদু, অলৌকিক এইসব বিষয় যোগ করেছেন তাঁর রামায়ণে যেগুলো বাল্মীকির রামায়ণে ছিলনা, সেইকারণে।
@@freeguy9086kintu fiction kolpona to sekhaneo chilo
@@somel7352 first eat pork then talk 🦜
@@robinroy3436 তাই তো বললাম ' অনেক বেশী ' ও ' তুলনামূলকভাবে ' । তাছাড়া এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, অন্যকারোর অন্যকিছু মনে হতেই পারে ।
খুব সুন্দর ❤❤ জয় মা দুর্গা
খুব সুন্দর 🙏জয় রাম 🙏
🙏🏻
স্বীকার করতে আবারো বাধ্য হচ্ছি যে অনেক এবং অনেক গুন সম্মৃদ্ধ হলাম! আসলে প্রাচীন মহাকাব্য এবং সেখান থেকে প্রকৃত ঐতিহাসিক সত্যকে তুলে ধরার ক্ষেত্রে আপনার যে অধ্যবসায়, তা সত্যিই সশ্রদ্ধ প্রশংসার দাবি রাখে! আপনার এই video গুলির দ্বারা প্রতিনিয়ত কত পরিমানে যে নিজেকে সম্মৃদ্ধ করতে পারি, তা বলে বোঝাতে পারবো না! আমার আন্তরিক প্রণাম নেবেন, ভালো থাকবেন স্যার!!!🙏
সঙ্গে থাকবেন❤️
ধন্যবাদ দাদা।
প্রণাম। 🙏
জয় শ্রীরাম। 🙏
🙏🏻
ধন্যবাদ,এভাবে প্রকৃত সত্যকে তুলে ধরবে,কারণ এই পৃথিবীটা সত্যের উপরেই প্রতিষ্ঠিত....আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা....ভালো থাকবে,সুস্থ থাকবে...
😊🙏🏻
সবাই আমাকে খারাপ বলতেন পারেন,,, কিন্তু আমার মনে হয় এই সংযোজন বিয়োজন করার ফলে মানুষকে যতটা না এর প্রতি ভক্তি বাড়িয়েছে তার থেকেও অবিশ্বাস এর জন্ম দিয়েছে কারন রামায়ণকে আমরা শুধু সাহিত্য হিসাবে দেখি না বরং সত্য ঘটনাস্বরপ আমাদের অন্তরে পূজিত হয়
হুম সঠিক,যে যতরকম ভাবেই লিখুক না কেনো যে রামায়ণটা বাল্মীকি মুনি লিখেছেন সেটাই আসল,সবকিছু বাঙালি বাঙালি বলে চালানো যায়না,ইনি নিশ্চয়ই একজন বামপন্থী,সব ভুলভাল লজিক ঢুকিয়ে দেন ভিডিওতে,বাঙালিদের অ্যাটেনশন কারবার জন্য আর বামপন্থা ঢুকিয়ে দেওয়ার জন্য এদের মনে
আপনিও খুব সুন্দর গোল দিলেন, এমন সুন্দর করে বোঝানোর জন্য আপনার মত মানুষদের খুব প্রয়োজন বর্তমান সময়!
আপনার ভিডিও র কনটেন্ট গুলি ভালো থাকে এবং সঠিক তথ্য সমৃদ্ধ হয়। ধন্যবাদ।। 🙏🏻
😊🙏🏻
Khub.khub.bhalloo.Ramayan.sambadhey.jantey.parlam.Dhanyabad.Arindra.K.De.KKolkata...
❤️
দ্বিতীয় পর্ব চাই❤❤❤❤❤
😊
চমৎকার ! খুব সুন্দর বিশ্লেষণ ! সুন্দর ভাবে মূল বাল্মিকী রামায়নের সঙ্গে কৃত্তিবাসী রামায়ণের পার্থক্য বুখিয়ে বললেন।
😊
কিছুদিন আগেই আমাদের বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা প্রস্তুতির বাংলা সাহিত্যের ক্লাসে স্যার এগুলো পড়াচ্ছিলেন, তবে রামায়ণ মহাভারত সাহিত্য হিসেবে আমাদের বাংলাদেশে পড়া হয়।
সেটাই তো স্বাভাবিক ❤️
মনে হচ্ছে খুব ভালো করে রামায়ণের বিকৃতি ঘটিয়েছে মানে বিনির্মান করেছে কৃত্যিদাস/কৃত্তিদাস
আমি একজন সেরা বক্তা❤
খুবই ভালো লাগলো ধন্যবাদ জানাই।আপনার কাছ থেকে পাওয়া তথ্য অনেকটা সমৃদ্ধ করল।
❤️
এক কথায় খুবই সুন্দর স্যার☺❤
❤️
আপনার কণ্ঠস্বরে জাদু আছে খুব মনোগ্রাহী অসাধারণ ❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰
কোনটা শুদ্ধ কোনটা কল্পনা জানি না তবে আমাদের কৃত্তিবাস রামায়ণের ভাবানুবাদ বলা হয় আমাদের HOD বলেছেন ❤ আমি উদাহরন হিসেবে বলেছিলাম যেমন অকালবোধন 🔱🙏
আপনি দারুন বলেন👍
❤️
Detailed religious text information er jonno Valmiki & kabbo Vakti grontho hisebe krittibas & Tulsidas.
দাদা বিশ্বাস করেন এই সাধারণ সত্য গুলোই মানতে মন নারাজ ছিলো।এখন দেখছি যা অনুমান করেছি সঠিক।আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে।চালিয়ে যান
😊
Your researched topic is awesome...😊
Thank you so much 🙏🏻
সালাম, জনাব আমি বাংলাদেশি মুসলমান আমার আপনার ভিডিও অনেক ভালো লাগে আমি আপনার অনেক বড় ভক্ত 🙏 🇧🇩 জয় বাংলা
সঙ্গে থাকবেন ❤️
@@Anirban_das সব সময় আছি জনাব ❤️
অনুগ্রহ করে ব্যাসদেবের মহাভারত, জৈমিনির মহাভারত ও কাশীরাম দাসের মহাভারত এর মধ্যে তুলনা করে একটি ভিডিও বানাবেন স্যার।
😊
ব্যাসদেব মহাভারত এর সবথেকে অথিন্টিক ভার্সন মানা হয়, বরি ক্রিটিক্যাল এডিসন কে।
প্রাচীন কাল থেকে আধুনিক কাল পর্যন্ত মহাভারত এর মোট 1259 টি পাণ্ডুলিপি পাওয়া গেছে। Bori (Bhandarkar Oriental Research Institute) এই 1259 টা পাণ্ডুলিপি কে প্রায় 40 বছর ধরে গবেষণা করে ক্রিটিক্যাল এডিসন বের করে।
কিনতু বর্তমানে আমরা টিভি সিরিয়াল, লোককথা, বিভিন্ন ফিকশন(কাল্পনিক, মনগড়া) বই , যেমন মৃত্যুঞ্জয়, প্যালেস অফ ইলিউশন, কর্ণ wife, জয়া এই সব বইয়ের লেখা কথাকেই মহাভারত মনে করে নিচ্ছি।
@@sandipanpanda3272😮
@@Anirban_das বিশেষত জনার চরিত্রটা আলোচনা করবেন। আপনি এগুলির পাশাপাশি মধুসূদনের বীরাঙ্গনা কাব্যের জনা চরিত্রের পার্থক্য করে আলোচনা করবেন। ❤
তাতে ভিডিওর অনেকগুলি পার্ট হলেও অসুবিধা নেই।
Khub bhalo laglo ..akdom alada bisoy niye alochonata..sotti onek kichu jantam na....thanku
🙏🏻❤️
Ekhon theke Balmiki Ramayan ta follow korbo. We have to believe in original.
No one is original
ধন্যবাদ, অনির্বাণ দা অনেক কিছু জানতে পারলাম। ভালো লাগলো।
দাদা আমি একজন ছাত্র নবম শ্রেণী তে পড়ি আপনার বাড়ি আর আমার বাড়ি যদি কাছাকাছি থাকতো তাহলে আপনার কাছেই আমি কলা বিভাগ টা পড়তাম । আপনি খুব ভালো করে বিশ্লেষণ করেন 😊। সঙ্গে এই ভাইটার ভালোবাসা রইলো আরো এগিয়ে যান।
শেয়ার করে দিয়ো
Khub valo laglo ... dhonnobad
🙏🏻
Balmiki ramayana is best and perfect.... Jay shree Ram 🙏🙏
Balmiki ramayan and kritibas dutoi amader bangalir sentiment. protom ta bharatiyo hisabe ar 2nd ta Bangali hisabe. Jai sree ram.🥰🥰
Abar o khub valo laglo . Ei bisoy ta nie anek confusion chilo. Akhon clear holo.
❤️
প্রাচীন কোলকাতা নিয়ে একটা ভিডিও দিন। plz
কলকাতা নিয়ে কিছু পর্ব আছে, স্টোরি
অসাধারণ বিশ্লেষণ।
❤️🙏🏻
Puro east asia jurei ramayon er onek version ache,,shob gulo version deklei bojha jay eta oi area gulor culture er shathe mil kore likha hoyeche kintu mul kotha same i tai krittibash er upor chorao hoar kichu nei,,:)
❤️
Oshadharon intro Bhai. Onek tothyo pelam. Darun hochhe.
❤️🙏🏻
দাদা স্বরবৃত্ত ছন্দ এর ভাগ সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হত পরের সপ্তাহে পরীক্ষা কোনো বই ই সে রকম কিছু পেলাম না ❤❤❤
সেটা তো এখানকার বিষয় নয়
মিহির চৌধুরী কামিল্যা - এর ছন্দের বই টা পড়ুন। খুব সুন্দর দেওয়া আছে।
অসাধারণ, love from Bangladesh 🇧🇩🇧🇩🙏🙏
❤️ বাংলাদেশে শেয়ার চাই
There is reference of this Akal Bodhan Durga Puja in the Mahabhagvat Purana. So the line that "Krittivas Bangalir pulseta bujhechhen" is incorrect somehow. And The war of Ramayana had happened 11 times before the one of which we are referring to.
সেই পুরাণের সময়কালটা লক্ষ করবেন
@@Anirban_das Vyas Rishi, To be more specific, KrishDwaipayan Vyas Rishir lekha. Uni to Dwapar Yug-er.
@@kameliamaitra4227দ্বাপরযুগের সময়কাল কত? এখন থেকে কত বছর আগেকার ?
@@lifeboy1978 @lifeboy1978 etar variation achhe akekta opinion-e. But on an average 5000 years ago from this year, Dwapar Yuga had ended. It lasted for about 8 lakh years, combining all the three phases of Dwapar Yuga.
@@kameliamaitra4227 আপনি এই জায়গাতেই ভুলটা করছেন । আপনি পৌরাণিক তথ্য দিচ্ছেন । কিন্তু অনির্বাণবাবু ঐতিহাসিক তথ্য দিচ্ছেন । কৃত্তিবাস কোন পৌরাণিক মানুষ নন । তিনি কয়েকশো বছর আগে সত্যিই ছিলেন । আপনি নিশ্চয় বুঝতে পারছেন ৮ লক্ষ বছর আগে মানুষের উৎপত্তি পুরোপুরি হয়নি ।
খুব ভালো লাগল । আমরা তোমার থেকে এভাবেই সমৃদ্ধ হই।চালিয়ে যাও।
❤️
যাই হোক পরশু মঙ্গল বার cc-13 exam এ সেম question টা আছে আর 90%sure পড়বে ভালই হলো খাতায় পড়লাম আর শুনলাম এবার 10 পাবই😅😅
রেজাল্ট কী আপনার ?
Tomar ai notun notun content gulor jonno sotti onak kichu jante parchi osankho dhannobad..... Next video er jonno opekkhai roilam
ধন্যবাদ.. শেয়ার করবেন 😊
Vālmiki, the Adi Kavi wrote Rāmāyaṇa around 5600-5550 BCE. Vālmiki Rāmāyaṇa had inspired many scholars to write Drishya (Natya) and Shrāvya Kāvyas in Laukika Sanskrit. Public performances of Rāmāyaṇa and Purāṇas became the main source of the entertainment of society. The demand for innovations in performances led to the evolution of various Ramayanas like Adbhuta Ramayana, Ananda Ramayana etc. During the post-Rāmāyaṇa era, the performance of Adbhuta rasa became immensely popular which led to mythologisation of historical legends of Rāmāyaṇa and Purāṇas. Interestingly, the public performances of Sanskrit kavyas and natakas brought a paradigm shift in the spoken languages of Indian society.
Ramayan the great Epic which happened about 900000 to 950000 years ago. Not 5600 BC . It is your misconception.
@@amorjitnag4388 no bro, your timelines are incorrect with respect to Rāmāyaṇa
5600-5550 BCE no. Writing didn't even start that far back
@@rhythmmandal3377 that's a completely hoax understanding
@@amorjitnag4388 dude seriously 😅?? Are your referring 9Lac to 9.5Lac years ago??? Homo sapience's great migration from Africa only happened just 3 Lac years ago...human learned writing wayyy after that....Indus civilization was only in around 5000 years ago...Aryans migrated to India only some 4000 years ago....
Your history knowledge is not only hilarious, it's dangerous too....
Khub bhalo laglo, onek kichu janlam, shomhriddho holam.
😊
ভাইবোনদের বলবো তোমরা তোমাদের ধর্মের মূল গ্রন্থগুলো পড়ো মানুষের বিকৃত করা গ্রন্থগুলো পড়ো না। যাতে তোমরা আসল শিক্ষা নিতে পারো ❤❤
বুঝতে পারছি, তুমি কি বলতে চাইছো। হিন্দুদের ধর্ম গন্থে কোনো জায়গায় মুহাম্মদ বা আল্লার নাম নেই। কুরআন পরো ভালো করে, ইসলামের কি রুপ তা বুঝতে পারবে।
Eirom ekta channel onekdin dhore khujchilam...dhonnobad dada.
সঙ্গে থাকবেন ❤️
Obossoi@@Anirban_das
JAY SRI RAM 🚩🚩🚩
eto sundor bujhalen je bhasa te prokash kora jabe na ❤️
Dhonnobad dada ❤️
❤️❤️
দাদা আমি মনগড়া গল্প রামায়ন নয় সত্য রামায়ন টা পড়তেচাই এবং বাংলাভাষাতে তাহলে কোন লেখকের টা পড়বো
এই পার্থক্য আগে একটু শুনেছিলাম - কিন্ত আপনার এই videoতে আরও details জানলাম। খুব সাহসিকতার সঙ্গে আপনি এই video করেছেন- specially আজকের পরিস্থিতিতে - ভালো থাকবেন।
🙏🏻❤️ সত্যি বলতেও আজ সাহস লাগছে, বলুন? তবে আপনাদের জন্যই পারছি 😊
বাল্মীকি রামায়ণে শ্রী রামকে একজন সাধারণ মানুষের মতোই দেখিয়েছেন, আর মাতা সীতা ছিলেন একজন বুদ্ধিমতী এবং যুদ্ধে নিপুণ একজন নারী,আর বাল্মীকি রামায়ণে সীতার অগ্নিপরীক্ষা উত্তর কান্ড এসব কিছুই নেই।
ঠিক কথা ❤️
13th century theke Turkic akromoner fole banglay tokhon Johor ba sati Pratha hoto, tai krittibas ota add koreche. 13th century k tai bangla sahitter andhokar jug bola hoy. Etai prothom kabbo andhokar juger por e.
সীতার অগ্নিপরীক্ষা বাল্মিকী রামায়ণেও আছে। তবে উত্তরাকাণ্ড নেই।
Balmiki Ramayan Tai original🙏
Very Nice video and very informative information.
😊❤️
রামায়ণ শুদ্ধ অশুদ্ধ জানি না তবে রামায়ণ এবং প্রভু রাম আমার প্রিয়😌❤️ আমাদের সাহিত্যের ইতিহাসে যেমন রামায়ণ কিছুটা বুঝিয়েছেন তার পর উত্তরকান্ড তো আমাদের ম্যাম দারুন বুঝিয়েছেন ❤
আর হ্যা আমি রামায়ণ দেখতাম ছোটো বেলায়😌
Ata amader history sanatan samiksha chennel search kore dek youtoob sob history bujte parben
Oh excellent 👍 , I think you are best Bengali utube channel
অসাধারণ। আপনি যদি মহাপ্রভুর অন্তর্ধান বিষয়টি নিয়ে কিছু আলোকপাত করেন ভালো হয়।
ইচ্ছা আছে 😊
পুনরায় সমৃদ্ধ হলাম। ধন্যবাদ 🙏
😊🙏🏻
দয়া করে এই video টি কেউ দিদিকে দেখান। আশা করি তার সঠিক চিন্তার উদয় হবে। রামনবমী তে যেন আর বোম না ছোঁড়ে
দিদি তো হিন্দু ধর্ম বিরোধী তোমরা তাকে কি ভাবে ভোট দাও😢😢
খুব সুন্দর উপস্হাপনা, ধন্যবাদ আপনাকে
❤️
কৃত্তিবাস ওঝা এই কাজটা ঠিক করে নি।
কেন বলুন তো?
@@Anirban_das কারণ, হিন্দু শাস্ত্রকে বিজ্ঞান সম্মত করে প্রচার করা উচিৎ। অলৌকিক ঘটনা ঢুকালেই অনেকের মনে বর্তমানে সন্দেহ জাগবে আর হিন্দু শাস্ত্রর মধ্যে বিজ্ঞানের সাথে অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়। তাই বিজ্ঞান সম্মত ভাবে প্রচার করলে যুব সমাজের মধ্যে বেশি আগ্রহ লক্ষ্য করা যাবে।
@@DebjyotiMajumdar-xi9ne dada Amdr history Ramayan er onk prove ache example Sri Ram setu jeta world er kothay erom setu nei Rameswaram temple made By Sri Ram Ashoke vatika in Sri lanka Lanka te ekhono ekta place ache jekhaner Soil puro burning but seikhanei Jesus hok or Allah or buddha tader existence er proved chaile kew e dekhate parbe na er tarai amdr history ke niye Controversy korar chesta koren
গল্প কথাই রামায়ন টা যদি একবার শোনাতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম, আমি আপনার গল্প কথাই মহাভারত পুরো পর্ব শুনেছি, আমার খুব ভালো লেগেছে, আপনার কণ্ঠস্বর এতো মিষ্টি জে আপনার থেকে রামায়ণ টা শুনতে আমি খুবই ইচ্ছুক, যদি সম্ভব হয়, আপনি খুব ভালো থাকবেন,,,
দেখি
কৃত্তিবাস ভন্ডামি করেছে
Vikas divyakirti sir er ekta controversy ache ramayan niye. Please oi video ta dekhben dada. Valmiki ramayan e onek kichu lekha ache jeta khub e bhoyanok, valmiki ramayan porle sri ram ke bhogoban bole mone oneker nao hote pare.tai tulsidas krittibas era sobai change kore likheche.
@Prantik-Sarker aktu search korun "vikas divyakirti ramayan " Likhe.. Peye javen. Na hindi te.
Darun laglo, ebar koakta episode panchalir opor hok?
Lokkhir panchali, Manasha panchali etc.
Besh
ধন্যবাদ দাদা এত সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য 🙏
Hori ononto hori kotha onta ❤ joy maa Durga.
Khub bhalo lagche apnar research. Subscribe korlam.
Thank you 😊
Sunei jete mon hocche need longer video
😊❤️
Khub valo laga ❤❤❤❤ .Golper chola ethihas sunta❤❤❤❤
❤️
Dada apnar video guli amar khubi valo lage. Onek kichu jante pari. Moner moddhe thaka onek prrosno gulir uttor pai anar video dekhe. Tobe ei video ta dekhar por amar vison icche hocche balmiki r Ramayan kemon chilo janar. Plz apni jodi ei niye ekta video banan khub valo hoi. Opekhai roilam
আরও একটা দুর্দান্ত এপিসোড অনির্বাণ বাবু। Well Done🧡💛💚
সঙ্গে থাকবেন ❤️
দাদা আপনার ভিডিও 🤍
বাংলাদেশ থেকে ভালোবাসা
ধন্যবাদ। বাংলাদেশে একটু ছড়িয়ে দিন ❤️
ভাই তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে।
বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো।
❤️❤️
আপনার প্রতিটা ভিডিও আমি দেখি আমি নিজেও একজন সাহিত্যের ছাত্রী। বেশ ভালো লাগে আপনার ভিডিওগুলো
❤️
অসাধারণ আলোচনা ❤❤❤
🙏🏻
Apner golpo khub valo lage 💝💝🥰
🙏🏻
Mahabharat er opor erokom episode chai...👌👌👌
Ohhh bhai ki bolbo ar apnar sonchalon nie....... Eta jantam tao mone holo je abar notun kore janlam. Thanks for such a uniqe and nice presentation.
ধন্যবাদ ❤️
❤️❤️❤️দারুন। শতভাগ সত্যি
❤️😊
Sera bojhan sir ❤
❤️
Bha! Vari bhalo legechhe. Age shuni nai bole dikkhito.
DOMINOS'এর উধাহরন'টা কিন্তু ফাটাফাটি ছিলো Boss! 👌
😁 এর জন্য dominoz আমায় স্পনসরশিপ দিতে পারতো!
দারুন উপস্থাপন
❤️
আসাধারন 🎉
তোমার সব video আমি follow করি ❤
🙏🏻❤️
সমৃদ্ধ হলাম। ধন্যবাদ।