স্যার, ধান রোপনের বয়স ৪৫ দিন পাতা ব্লাষ্ট এর আক্রমণ দেখা দেয়ার ফলে সেলটিমা + কুইক পটাশ স্প্রে করেছি। এখন আর কোন পরিচর্যা করলে নির্মুল করা সম্ভব হবে? শেষ কিস্তির সার ও দেয়া দরকার, এখন কি করবো?
ধানের তোর অবস্থায় কীটনাশক+ছত্রাকনাশক, জিংক+পিজিআর+বোরন একসাথে ব্যবহার করা যাবে কি না। প্লিজ জানাবেন।আর কীটনাশক ও ছত্রাকনাশক কি এক সাথে ব্যবহার করতে পারব?
স্যার বায়ারের ভায়াগো ব্যবহার করছি।চার দিন হলো। দেখি মাজরা এখনো কাটতেছে। আজকে একটা পোকা পেয়েছি গোল মাখাটা কালো। আবার গতকাল মঙ্গলবার নাটিভো দিয়ে স্পে করেছি কারন পাতায় ফোঁটা ফোঁটা দাগ হয়েছে। এখন ভালো কিছু পরামর্শ দিবেন স্যার
রাগ কি বুঝিনি,একটু বুঝিয়ে বলুন। এই ধানে ইউরিয়া সার একটু কম/সুষম মাত্রায় ব্যবহার করতে হবে। ইউরিয়া সারের পরিমান বেশি হলে ধানে ব্লাষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
আসসালামু আলাইকুম স্যার। আমার ধান রোপনের বয়স, ৩৪ দিন।। একবার নাইট্রো স্প্রে করছিলাম। এখন সাদা সাদা মাজরা পোকা অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে, আমার জমি ১৮ শতক। আমার করণীয় কি? পরামর্শ দিলে উপকৃত হবো
এইসময় মূলত জমিতে গিয়ে জমির চাহিদা অনুযায়ী ইউরিয়া উপড়ি প্রোয়োগ করতে হবে। কারন এই সময় ধানের জমিতে বিভিন্ন কারনে ইউরিয়া সারের মাত্রা কম বেশি হয়ে থাকে। তবে পটাশ ৫০/৫৫ দিন বয়সে ১০ কেজি ৩৩ শতকে উপড়ি প্রোয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।
Vai a bolsi j 28 dhan Ropon korsi akhon o Kono kitnasok proyog Kori nai ..kokhon kokhon Kon Kon kitnasok sotraknasok bebohar Korbo a to z bolben...r amader alakay akhon 28 dhan r key Ropon Kore na karon 2/4 bosor theke folon nie Aste pare na SADA sis shudhu hoy
খুব সুন্দর উপস্থাপনা ভালো লাগলো আমি গার্ডেনিং করি
আসসালামু আলাইকুম,
আপনার এই ভিডিওটির জন্য অপেক্ষা করছিলাম, ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ
কৃষি বার্তা, সবসময় ভালো ভিডিও উপহার দেয়
ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন সবসময়।
আমার ধানের বয়স ৩১ দিন এখন মাজরা পোকা দমন এর জন্য ভিরতাকো স্পে করা যাবে? প্লিজ জানাবেন।
স্যার, ধান রোপনের বয়স ৪৫ দিন পাতা ব্লাষ্ট এর আক্রমণ দেখা দেয়ার ফলে সেলটিমা + কুইক পটাশ স্প্রে করেছি। এখন আর কোন পরিচর্যা করলে নির্মুল করা সম্ভব হবে? শেষ কিস্তির সার ও দেয়া দরকার, এখন কি করবো?
Sir sorisa chaser por oi jomite ki vutta chas kra jabe... Janben plz
হ্যাঁ যাবে।
Dhane flora ar kumulas Ak sathe spray Kara jabe?
হ্যাঁ যাবে।
রিভিট ৫০০ইসি কিভাবে জমিতে প্রয়োগ করবো দয়াকরে জানাবেন।
স্যার জিংক ফ্লোরা থিউবিট বোরন একসাথে ব্যবহার করা যাবে কিনা
হ্যাঁ যাবে।
ধন্যবাদ স্যার
অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ
😊😊😊
রিভিট ৫০০ ইসি এটাকি আগাছা নাশক দয়া করে জানাবেন।
স্যার ভুট্টা চাষের একটা ভিডিও দিলে অনেক উপকার হতো প্লিজ
আমি এ বছর নতুন ধান চাষি। কিন্তু ধান গাছের গোরা দিয়ে কোন পোকায় যেন কেটে দেয়।গাছের বয়স ২৭ দিন
এই বয়সে ধানের মাজরা পোকার আক্রমণ থাকতে পারে।
ধানের তোর অবস্থায় কীটনাশক+ছত্রাকনাশক, জিংক+পিজিআর+বোরন একসাথে ব্যবহার করা যাবে কি না। প্লিজ জানাবেন।আর কীটনাশক ও ছত্রাকনাশক কি এক সাথে ব্যবহার করতে পারব?
কীটনাশক ও ছত্রাক নাশক একসাথে ব্যবহার করুন। জিংক পিজিআর বোরন একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে।
স্যার বায়ারের ভায়াগো ব্যবহার করছি।চার দিন হলো। দেখি মাজরা এখনো কাটতেছে। আজকে একটা পোকা পেয়েছি গোল মাখাটা কালো।
আবার গতকাল মঙ্গলবার নাটিভো দিয়ে স্পে করেছি কারন পাতায় ফোঁটা ফোঁটা দাগ হয়েছে।
এখন ভালো কিছু পরামর্শ দিবেন স্যার
ধান এখন কি পর্যায়ে আছে?
আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছি ধানে কি এক সাথে ফ্লোরা আর কুমুলাস মিসিয়ে স্প্রে করা যাবে
হ্যাঁ যাবে।
স্যার ব্রি ধান ৮১ চাষ করেছি।শুনতেছি এই ধানের নাকি খুব রাগ হয়।তাই কিছু পরামর্শ দিবেন প্লিজ।
রাগ কি বুঝিনি,একটু বুঝিয়ে বলুন। এই ধানে ইউরিয়া সার একটু কম/সুষম মাত্রায় ব্যবহার করতে হবে। ইউরিয়া সারের পরিমান বেশি হলে ধানে ব্লাষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
@@কৃষিবার্তা রাগ না স্যার রোগ হবে। টাইপিং ভুল হয়েছে।
স্যার,আমন মৌসুমে হাইব্রিড ধানের জাত নাবিতে চাষ করলে ফলন কেমন হবে?জানাবেন প্লিজ।
চারার বয়স সঠিক রাখবেন।
স্যার,বায়ারের এরাইজ এজেড ৭০০৬ করতে চাচ্ছি।।।বিশেষ কিছু কারনে নাবিতে করতে চাচ্ছি।।।
বেলাস্ট রোগ ধমনে কি করবো
আগামী ভিডিওতে চোখ রাখুন।
প্রথম কিস্তির সার দেওয়া হয়েছে এখন মাজারা পোকার জন্য কোন কিটনাশক বেষ্ট হবে ৩৩ শতাংশ। কি পরিমান।
কার্টাপ্রিড/নিটেক্স /লোভান /মুসি/
বিঘা প্রতি ১০০ গ্রাম
স্যার ধানে কি জেবরেলিক এসিড ও ফ্লোরা কি এক সাথে স্প্রে করা যাবে
ধানে জিবরেলিক এসিড ব্যবহারের প্রয়োজন নেই।
স্যার কীটনাশক ভিরতাকো এবং ছত্রাকনাশক ফলিকুর একসাথে ব্যাবহার করা যাবে কি
যেতে পারে
আসসালামু আলাইকুম স্যার। আমার ধান রোপনের বয়স, ৩৪ দিন।। একবার নাইট্রো স্প্রে করছিলাম। এখন সাদা সাদা মাজরা পোকা অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে, আমার জমি ১৮ শতক। আমার করণীয় কি? পরামর্শ দিলে উপকৃত হবো
মাজরা পোকার আক্রমণ হয়ে থাকলে। মাজরা দমনের জন্য কোরাজেন, আলটিমা প্লাস, এসিপ্রিড প্লাস, এই জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারবেন।
@@কৃষিবার্তা ধন্যবাদ স্যার
২৯ধান মাঝে মাঝে বসে গেছে। কি প্রয়োগ করতে হবে? হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে জমির পিকচার দিতে পারতাম। উত্তর দিলে উপকৃত হতাম।
জমির মাঝে মাঝে ধান বসে গেলে যদি কোনো পোকা দেখা না যায় তাহলে এটা জিংকের ঘাটতির কারনে হয়ে থাকে।এ ক্ষেত্রে জিংক ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।
জিংক লাগানোর পূর্বে দেওয়া হয়েছে। এখন আবার জিংক দিব।
স্যার আমার বোরো ধানের বয়স ৮দিন এখন কি বেনসালফিউরন মিথাইল+এসিটাক্লোর দেওয়া যাবে
হ্যাঁ যাবে।
স্যার ধানের চারার বয়স ১৫ দিন রুটোন প্রয়োগ করা যাবে।
হ্যাঁ যাবে।
আমাদের এলাকায় ব্রিধান -২৯ ধানে গান্ধী পোকা ও লেদা এবং শীষ কাটা লেদা পোকা গত বছর ব্যাপক ক্ষতি করেছিলো। এক্ষেত্রে করনীয় কি??
গান্ধী পোকা ও লেদা পোকা দমন করতে হবে।
স্যার 15 শতক জমিতে মোট কত কেজি সার প্রয়োগ করতে হবে? এবং কি কি স্যার কত টুকু ব্যবহার করতে হবে। জানাবেন। ধন্যবাদ
আমার একটা ভিডিও আছে ধানের সার ব্যবস্হাপনা।ভিডিওটি দেখুন প্লিজ।
আমি ধানে শেষ চাপান সার দিতে চাই।ধান রোপনের বয়স ৪৫ দিন।জমির পরিমান ৯০ শতক।আমি চাচ্ছি ইউরিয়া সার কমিয়ে ড্যাপ সার দিতে।যেহেতু ড্যাপে ইউরিয়া আছে এবং দামেও ইউরিয়ার থেকে কম।তাহলে আমাকে কত কেজি ইউরিয়া,কত কেজি ড্যাপ আর কত কেজি পটাশ দিতে হবে?আশা রাখি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন।
এইসময় মূলত জমিতে গিয়ে জমির চাহিদা অনুযায়ী ইউরিয়া উপড়ি প্রোয়োগ করতে হবে। কারন এই সময় ধানের জমিতে বিভিন্ন কারনে ইউরিয়া সারের মাত্রা কম বেশি হয়ে থাকে।
তবে পটাশ ৫০/৫৫ দিন বয়সে ১০ কেজি ৩৩ শতকে উপড়ি প্রোয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।
Vai kisui tho boja jay na kokhon Kon oshudh proyog Korte Hobe ..aktu like Dile valo hoto
Vai a bolsi j 28 dhan Ropon korsi akhon o Kono kitnasok proyog Kori nai ..kokhon kokhon Kon Kon kitnasok sotraknasok bebohar Korbo a to z bolben...r amader alakay akhon 28 dhan r key Ropon Kore na karon 2/4 bosor theke folon nie Aste pare na SADA sis shudhu hoy
30দিন বয়সে কোন ছাত্রাকনাশক ও মাজরাপোকার ঔষধ দিব প্লিজ বলবেন
আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে ধানের মাজরা দমন নিয়ে ভিডিও টি দেখুন প্লিজ।
কাঠবিড়ালি মারার কৌশল বলবেন
কি ফসলে কাঠবিড়ালি আক্রমণ করে?