যখনই আপনার ভিডিও দেখি প্রতিটা শব্দে ইংরেজি খুঁজি,আমি অবাক হই একটা ও ইংরেজি পাই না।আপনার ভিডিও মানেই অন্যকিছু অসাধারণ উপস্থাপন। কিছু প্রবলেমের জন্য কক্সবাজারে যাওয়া হচ্ছে না তবে ভিডিওর ৩৭মিনিটে মনে হচ্ছে আমি কক্সবাজার আছি।ধন্যবাদ আপনাকে❤️
@@ri.shanto3421 ভাই তেলবাজ বলতে কী বোঝাতে চাই? মাতৃভাষাকে কী এখন পর্যাপ্ত সম্মান টুকুও দিতে গায়ে জ্বলে? আর তেলবাজ কেমন শব্দ। বাংলা ভাষায় তো গালাগালি খুব শিখছেন। এখন দয়া করে বাংলা ভাষাকে আর বাঙালিকে সম্মান টুকু দিতে শিখেন।🙏🙏🙏
আসলেই আমার কাছে আপনার উপস্থাপনা অনবদ্য ভালো লাগে।।কারন আপনি যেখানেই যান সেই স্থানের অতীত এবং বর্তমান ইতিহাস, সংস্কৃতি সব বিষয় তুলে ধরেন।। এর মাধ্যমে আমরা ঐ স্থানের সৌন্দর্য দেখার পাশাপাশি ঐ স্থানের অতীত এবং বর্তমান ইতিহাস,সবকিছু জানতে পারি।।।ধন্যবাদ।। ❤️❤️❤️
কতই না সুন্দর আমার সোনার বাংলা ভাবতে ভালই লাগছে যে দিন দিন আমাদের দেশ উন্নত হচ্ছে । আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য. Lot’s of love from Switzerland
বাংলায় উপস্থাপনায় এক যুগান্তকারী উদাহরণ অপনি এবং বিশ্বকে সম্পুর্ন শুদ্ধ বাংলায় উপস্থাপন আপনার থেকে ভালো কেউ করতে পারে নি এটা নিশ্চিত ♥️♥️💕💕 এগিয়ে যান আরো অনেক দূর ♥️ আল্লাহ তায়ালা আপনাক নেক হায়াত দান করুক ♥️
মাত্র কয়েকদিন হল আপনার ভিডিও গুলা দেখা শুরু করেছি সবগুলাই শেষ শুধু কক্সবাজারের পর্বগুলো রয়েছে বরাবরের মতো এবারও চলে এলাম দেখতে বেশ ভালই লাগছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ
অসাধারণ ভাই। আমি গত মাসে এথেন্স ভ্রমণ করে এলাম। মিকোনাস এবং সান্তোরিনি আইল্যান্ডে ঘুরে এলাম। মাঝে মাঝে ভাবতে থাকি এত সুন্দর আমাদের কক্সবাজার। আরও উন্নত করা উচিত।
আপনার স্বচ্ছ বাংলা উচ্চারণ অনেক ভালো লাগলো। শুধু মাত্র একারণেই হয়তো এই ভিডিওর খানিকটা দেখেই সাবস্ক্রাইব করে ফেললাম 😁😁 ঠাট্টা করলাম। আপনার সুন্দর পরিবেশনার সাথে সাথে ভিডিওটাও অনেক সুন্দর হয়েছে। আগামী কয়েকদিনে আপনার চ্যানেলের সব ভিডিও দেখে ফেলবো।
বরাবরের মতোই মুগ্ধ হলাম আপনার চমৎকার বিশ্লেষণ দেখে! আপনার ব্লগ দেখে আবারো যেতে ইচ্ছে করছে কক্সবাজার! যদিও মাত্র কয়েকদিন আগে সেখানে থেকে তিনদিনের ট্রিফ শেষ করে করে এসেছি! তবুও যাবো আবার। বান্দরবান নিয়ে একটি ব্লগ চাই ভাই! শুভ কামনা রইল আপনার জন্য♥
অসাধারণ ভিডিও গ্রাফি, এডিটিং, সাথে অনন্য সুন্দর শব্দ চয়ন। বরাবরই আপনার ভিডিওর জন্য অপেক্ষাই থাকি, আর দেরিতে হলেও ভিডিও দিয়ে কখনোই অসন্তুষ্ট করেন না। সবসময়ই সুন্দর উপস্থাপনা দিয়ে মুগ্ধ করেন। আর কক্সবাজার এ সমুদ্র ছাড়াও দেখার আরো কিছু আছে, সেটা আপনার ভিডিও'র মাধ্যমে জানতে পারলাম। আমি চট্টগ্রামের, আমাদের চট্টগ্রামে দেখার আরো অনেক অনেক কিছু আছে, আশা করি সব ঘুরে ঘুরে দেখবেন, আর দেখাবেন ❤️ ❤️
Vaiyee big fan ..... apnr video er quality and uposthapona just awesome ....... video eer shate uposthapona onk josss lage ja onno kono travel blog e pai naaaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অনেক বেশি ধন্যবাদ অাপনাকে সঠিক সুন্দর বাংলা ব্যবহারের জন্য❤️❤️ অাজকাল অামাদের দেশকে Represent কারী বিভিন্ন সেলিব্রিটিরাও যাইতেসি, খাইতেসি, করসি, দিসি, পাঠাইদি সহ নানা আঞ্চলিকতায় পূর্ণ শব্দগুলো ব্যবহার করে😑 শব্দগুলো অনায়েসে ব্যবহার করে। 😑 আর অাপনার ভিডিও বরাবরই অসাধারণ ❣️ সবদিক দিয়েই উপস্থাপনা, ভিডিও কোয়ালিটি সহ সব!❣️
ধন্যবাদ আপনাকে। আঞ্চলিক টানে কথা বলতে পারাটা গর্বের ব্যাপার। যে যার আঞ্চলিক টানে কথা বলবে এইটা স্বাভাবিক এবং আমি তার পূর্ণ সমর্থক। আমাদের আগের কম শিক্ষিত প্রজন্মের আঞ্চলিক টানকে ছোট করার একটা রীতি ছিল। প্রমিত বাংলা ব্যবহার করতে পারাটা অবশ্যই তারিফযোগ্য হতেই পারে। তবে দেশী বিদেশীর মিশ্রণটা নিন্দাজনক, আমার মতে!
@@MrMixersWorld অাঞ্চলিক টান ঠিক অাছে, সেটি অালাদা বিষয়। তবে খাইতেছি যাইতেছি শব্দগুলো কি অাসলেই ব্যবহার করা উচিত? কই কলকাতায় তো এ ধরনের শদগুলো ব্যবহৃত হয় না? তাহলে অাামদের দেশে কেন? অন্যান্য ক্ষেত্রে ঠিকঅাছে তবে স্ক্রিনে অাসা মানুষগুলোর অন্তত উচিত প্রমিত বাংলাটাই ব্যবহার করা। নাহলেে অামারা প্রমিত বাংলা শিখবো কিভাবে? কাদের থেকে? নাটক সিনেমা থেকে বিভিন্ন টিভি প্রোগ্রামেও তারা এভাবে কথা বলে। প্রমিত বাংলা শেখাটাই মুশকিল হয়ে গেছে এখন 💔💔 কলকাতার অনুষ্ঠানগুলো দেখে বাংলা চর্চা করতে হয় এখন, কতটা সাবলীলভাবে তারা সঠিক বাংলার প্রয়োগ করে💜
@@yeasminfaija3912 প্রমিত বাংলা ব্যবহার অবশ্যই প্রশংসনীয় বিষয় এবং সেই দায়িত্ববোধ থেকেই আমিও চেষ্টা করি সেভাবেই কথা বলার। তবে খাইতেছি যাইতেছির বিরুদ্ধে যাওয়ার ব্যবহারটা সমালোচিত। আমাদের দেশে ঢাকাইয়া ভাষা ছেড়ে কেন কোলকাতার ভাষাকে প্রমিত বাংলা ধরা হবে তা নিয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ের ভাষাবিদরা তুমুল সমালোচনা করেছিলেন। বর্তমানকালে বাংলাদেশ ও কোলকাতার প্রমিত বাংলা ভিন্ন। বাংলাদেশের প্রমিত বিধিগুলো নিয়ে কথা হয়ই না বললে চলে। যদিও গনমাধ্যমে এর চল পাবেন না, তবে বাংলা একাডেমী ও প্রথম আলোর লেখনীগুলো আমাদের ধারার উপস্থাপক।
I’m among those people who just watch a video, hit the like button and move forward. But oh man, what videos you make. With the voiceovers. And the cherry on top is the background soothing music. Total ASMR. Please keep up the good work!
ami dhakay gechi ekbar...mone akkhep chilo cox bazar jawa hoy nai. kintu apnar video dekhe manos-bhromon hoye gelo, laptop e dekhchi mone hocche purodastur cinema r moto. chaliye jan bhai.
ওয়াও ফাইনালী কোন ভ্রমন টিউবার পেলাম যার ক্যামেরার কাজ বিশ্বমানের। হ্যাটস অফ ব্রাদার। ক্যারি অন। সিম্পলি কেবল ড্রোনের জন্য নয় অন্য সব টিউবারের চেয়ে ক্যামেরার দুর্দান্ত কাজের জন্য আপনি জোযন ব্যাবধানে এগিয়ে থাকবেন। Best Wishes ...
*আহা! দিন দিন কন্টেন্ট কোয়ালিটি মাত্রাতিরিক্ত সুন্দর হচ্ছে ভাইয়া। এক কথায় অসাধারন। ভিডিওগুলোর প্রতি আপনার ডেডিকেশন কাছে থেকে দেখেছি। Really Respect vaia😍❤️*
মাশাল্লাহ অনেক ভাল লেগেছে আর অনেক সুন্দর হয়েছে। কক্সবাজারের বাসিন্দা হয়েও অনেক অজানা ইতিহাস আপনার ভিডিও থেকে জেনেছি। আপনাকে সময় দিতে পেরে খুবই ভালো লেগেছিল। ধন্যবাদ ভাইয়া🥰
অনেক ভালো লাগলো ভাই,তবে আমার মনে হয় আরেকটু বাজেট ট্রিপ দিতে কোথায় কোথায় থাকতে হবে তাও জানানো উচিৎ ছিল,,, ৫০ হাজার টাকায় কক্সবাজার ট্রিপ দেওয়ার মতো মানুষ বাংলাদেশে খুব কমই আছে।
We used to go to Burmese market every year when we visited cox during the nineties . It very much had the Burmese vibes. All Burmese products and Burmese shop keepers. Oder obak hoye dekhtam. It's bad that porjonto failed to protect and maintain the very Burmese vibes of the place
যখনই আপনার ভিডিও দেখি প্রতিটা শব্দে ইংরেজি খুঁজি,আমি অবাক হই একটা ও ইংরেজি পাই না।আপনার ভিডিও মানেই অন্যকিছু অসাধারণ উপস্থাপন। কিছু প্রবলেমের জন্য কক্সবাজারে যাওয়া হচ্ছে না তবে ভিডিওর ৩৭মিনিটে মনে হচ্ছে আমি কক্সবাজার আছি।ধন্যবাদ আপনাকে❤️
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যদিও এই পর্বে কিছু জায়গায় ইংরেজী ব্যবহার করে ফেলেছি, তবুও সাধারনত চেষ্টা করি বাংলা সুন্দর করে ব্যবহার করার জন্য।
@@MrMixersWorld ওগুলো আমরা সচারাচর ব্যাবহার করি ব্যাপার না..❤️
ভিডিওটার জন্য বহুদিন যাবত অপেক্ষা করতেছি, অবশেষে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার ভিডিও আপনার উপস্থাপনার কোন তুলনা হয় না
ধন্যবাদ
আপনার ভিডিও যত দেখি ততোই মুগ্ধ হয়ে দেখি, কত সুন্দর, সাবলীল এবং তথ্যবহুল ভিডিও। সত্যিই জবাব নেই আপনার কাজ এর প্রিয় ভাই। খুব শীঘ্রই ১ মিলিয়ন ভিউ ছাড়িয়ে যাবে প্রত্যেকটি ভিডিও ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ জয়। ধন্যবাদ
Apnar gula o onk sundor vi
আপনি খাটি বাঙালি। ১৯৫২ সালের ভাষা শহিদেরা সার্থক। আপনাকে নিয়ে গড়ব করি
ধন্যবাদ আপনাকে। মাতৃভাষাকে সঠিকভাবে ব্যবহার করা আমাদের সবার দায়িত্ব।
আপনি খাঁটি তেলবাজ
@@ri.shanto3421 ভাই তেলবাজ বলতে কী বোঝাতে চাই? মাতৃভাষাকে কী এখন পর্যাপ্ত সম্মান টুকুও দিতে গায়ে জ্বলে? আর তেলবাজ কেমন শব্দ। বাংলা ভাষায় তো গালাগালি খুব শিখছেন। এখন দয়া করে বাংলা ভাষাকে আর বাঙালিকে সম্মান টুকু দিতে শিখেন।🙏🙏🙏
@@ahnafscyclingvlog.9679 😂😂😂
সুন্দর ভাই আপনার সিরিজ গুলো।
Cox's bazar tour plan er জন্য perfect একটা episode 👌
আসলেই আমার কাছে আপনার উপস্থাপনা অনবদ্য ভালো লাগে।।কারন আপনি যেখানেই যান সেই স্থানের অতীত এবং বর্তমান ইতিহাস, সংস্কৃতি সব বিষয় তুলে ধরেন।। এর মাধ্যমে আমরা ঐ স্থানের সৌন্দর্য দেখার পাশাপাশি ঐ স্থানের অতীত এবং বর্তমান ইতিহাস,সবকিছু জানতে পারি।।।ধন্যবাদ।। ❤️❤️❤️
অসাধারণ!!!! পুরো ভিডিও ভালো লেগেছে ♥️
ভাইয়া & আপু আপনাদের ভিডিওও অনেক ভালো লাগে💔
Thanks brother ❤️
খুবই ইনফরমেশন ভিডিও চিত্র ধারণ করাটাও আমার কাছে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ❤️❤️😊🙃
কতই না সুন্দর আমার সোনার বাংলা ভাবতে ভালই লাগছে যে দিন দিন আমাদের দেশ উন্নত হচ্ছে । আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য. Lot’s of love from Switzerland
♥️♥️
আপনার ভিডিও বাংলাদেশের সেরা ভিডিও আমার কাছে মনে হচ্ছে,, আমরা সকল প্রবাসীরা আছি সব সময় আপনার সাথে 🇧🇩 কাতার থেকে
একটি শিক্ষিত,মার্জিত এবং সুন্দর উপস্থাপনা দেখলাম!☺☺☺☺
বাংলায় উপস্থাপনায় এক যুগান্তকারী উদাহরণ অপনি এবং বিশ্বকে সম্পুর্ন শুদ্ধ বাংলায় উপস্থাপন আপনার থেকে ভালো কেউ করতে পারে নি এটা নিশ্চিত ♥️♥️💕💕
এগিয়ে যান আরো অনেক দূর ♥️
আল্লাহ তায়ালা আপনাক নেক হায়াত দান করুক ♥️
1st comment 1st like
28/01/2021
7:14pm
স্মৃতি রেখে গেলাম❤️❤️❤️
ছোটভাই, তুমি সাধারণে অসাধারণ।।।শুভ কামনা তোমার জন্য।।।
ধন্যবাদ
রাঙ্গামাটি এলে ফুরোমন পাহাড় এবং বরাদম আসতে ভুলবেন না…রাঙ্গামাটির অন্যতম সুন্দর কিন্তু অখ্যাত জায়গা…যদিও ভালো ভিউ পেতে শরতেই আশা উত্তম।
মাত্র কয়েকদিন হল আপনার ভিডিও গুলা দেখা শুরু করেছি সবগুলাই শেষ শুধু কক্সবাজারের পর্বগুলো রয়েছে বরাবরের মতো এবারও চলে এলাম দেখতে বেশ ভালই লাগছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ
এত সুন্দর ভিডিও আর এত ভালো উপস্থাপনা,সত্যি আপনি বাংলাদেশের অন্যতম আন্ডাররেটেড একজন ইউটিউবার❤️
ইনশাআল্লাহ একদিন সারাদেশ আপনাকে চিনবে,
সত্যি অসাধারন ভাইয়া অপেক্ষায় ছিলাম কক্সবাজারের ছেলে হিসেবে গর্ববোধ করি। আশা করি এরকম নিত্যনতুন ভিডিওর মাধ্যমে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালোবাসা অবিরাম
আশা করি নতুন করে কিছু বলা লাগবে না। বরাবরের মতোই অনবদ্য ♥️♥️♥️
অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো লেগেছে ভাই আপনার ভিডিওটা মন মত করে দেখেছি অনেকবার দেখে যেন মন ভরে না মন চায় আবার দেখি
ধন্যবাদ আপনাকেও। মাতৃভাষার সম্মান ধরে রাখার জন্য।
অসাধারণ ভাই। আমি গত মাসে এথেন্স ভ্রমণ করে এলাম। মিকোনাস এবং সান্তোরিনি আইল্যান্ডে ঘুরে এলাম। মাঝে মাঝে ভাবতে থাকি এত সুন্দর আমাদের কক্সবাজার। আরও উন্নত করা উচিত।
অনেক অনেক ভাল লেগেছে ভ্লগটি। পরবর্তী ভ্লগের জন্য অপেক্ষমান!
চমৎকার উপস্থাপনা
ভাইয়ের চ্যানেলটা এতদিনে এক মিলিয়ন সাবসক্রাইবার হওয়ার কথা। খুবই ইউনিক ট্রাভেল ব্লগ। আশা করি খুবই তাড়াতাড়ি ১ মিলিয়ন হয়ে যাবে।
মনোমুগ্ধকর ভিডিও ভাই অনেক ভালো লাগে। ভালোবাসা রইলো এগিয়ে যান এই কামনা রইলো।কাশ্মীরের ভিডিও গুলো ও দেখেছি অনেক মনোমুগ্ধকর ছিলো।
সত্যিই এভাবে কক্সবাজারকে আর কেউ দেখায় নি।অসাধারণ
ভাই আপনার কাজগুলা এক কথায় অসাধারন ১০/১০ পাবার যোগ্য।
তবে ভিডিওর length যদি একটু কম হয় বা ২ part করে দেন তাহলে ভালো হয়।
ছিমছাম ও গোছালো.... ভালো লাগলো
ধন্যবাদ
ভাইয়া আপনার ভিডিও অনেক ভাল লাগে আামার 😍❤️
আমি সব সময় আপনার ভিডিওর অপেক্ষায় থাকি😊
সাজেক নিয়ে এই রকম ভিডিও দেন!
আপনাকে অন্যান ভ্লগারের সাথে তুলনা করে ছোট করবো নাহ!
অনেক ভালোবাসি আপনাকে 😊😊
উপস্থাপনা দেখে আমি মুগ্ধ
অসংখ্য ধন্যবাদ ভাইয়া কক্সবাজারকে এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য। ❤
স্বাগতম
Video ta valo hoicha
Onek vlo laglo 2 bar decklam
পুরাটা ভিডিও দেখছি ভাই। ভিডিওর মান অনেক ভালো হয়ছে ভাই।
অসাধারণ উপস্থাপনা
অসাধারণ কণ্ঠ
অসম্ভব ভালো লাগে আপনার ভিডিও গুলা
খুব খুশি হলাম পেয়ে ❤️
অবশেষে 🥰🥰🥰
এখানে আরো একবার যাওয়ার ইচ্ছা আছে।২০১২সালে class five এ থাকতে একবার গিয়েছিলাম আবারও যাব ইনশাআল্লাহ (আল্লাহর ইচ্ছায়)।
অনেক সুন্দর উপস্থাপন 😊
আপনার স্বচ্ছ বাংলা উচ্চারণ অনেক ভালো লাগলো। শুধু মাত্র একারণেই হয়তো এই ভিডিওর খানিকটা দেখেই সাবস্ক্রাইব করে ফেললাম 😁😁
ঠাট্টা করলাম। আপনার সুন্দর পরিবেশনার সাথে সাথে ভিডিওটাও অনেক সুন্দর হয়েছে। আগামী কয়েকদিনে আপনার চ্যানেলের সব ভিডিও দেখে ফেলবো।
অসাধারণ,,, খুব ভাল লাগলো
খুব ভালো লাগলো। পরবর্তী ব্লগের অপেক্ষায় রইলাম।
বরাবরের মতোই মুগ্ধ হলাম আপনার চমৎকার বিশ্লেষণ দেখে! আপনার ব্লগ দেখে আবারো যেতে ইচ্ছে করছে কক্সবাজার! যদিও মাত্র কয়েকদিন আগে সেখানে থেকে তিনদিনের ট্রিফ শেষ করে করে এসেছি! তবুও যাবো আবার। বান্দরবান নিয়ে একটি ব্লগ চাই ভাই! শুভ কামনা রইল আপনার জন্য♥
প্রশংসা করতেই হবে,, আসাধারন কন্ঠ ও এডিটিং,, tnx bro ❣️❣️
অসম্ভব সুন্দর ভিডিও। ভাল লাগছে।
অসাধারণ ভিডিও গ্রাফি, এডিটিং, সাথে অনন্য সুন্দর শব্দ চয়ন। বরাবরই আপনার ভিডিওর জন্য অপেক্ষাই থাকি, আর দেরিতে হলেও ভিডিও দিয়ে কখনোই অসন্তুষ্ট করেন না। সবসময়ই সুন্দর উপস্থাপনা দিয়ে মুগ্ধ করেন।
আর কক্সবাজার এ সমুদ্র ছাড়াও দেখার আরো কিছু আছে, সেটা আপনার ভিডিও'র মাধ্যমে জানতে পারলাম।
আমি চট্টগ্রামের, আমাদের চট্টগ্রামে দেখার আরো অনেক অনেক কিছু আছে, আশা করি সব ঘুরে ঘুরে দেখবেন, আর দেখাবেন ❤️ ❤️
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ♥️
Vaiyee big fan .....
apnr video er quality and uposthapona just awesome .......
video eer shate uposthapona onk josss lage
ja onno kono travel blog e pai naaaa
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অসাধরন হয়েছে
অসাধারণ উপস্থাপনা,দারুন ভিডিও......
সব কিছুই অসাধারণ লাগছে আমার,ক্যারি কন....
ভালোবাসা অনবদ্য বাংলাদেশের সেরা ট্রাভেলিং ইউটিউবার😍
ভালোবাসার চ্যানেল 💯🖤🇧🇩
অনেক বেশি ধন্যবাদ অাপনাকে সঠিক সুন্দর বাংলা ব্যবহারের জন্য❤️❤️ অাজকাল অামাদের দেশকে Represent কারী বিভিন্ন সেলিব্রিটিরাও যাইতেসি, খাইতেসি, করসি, দিসি, পাঠাইদি সহ নানা আঞ্চলিকতায় পূর্ণ শব্দগুলো ব্যবহার করে😑 শব্দগুলো অনায়েসে ব্যবহার করে। 😑
আর অাপনার ভিডিও বরাবরই অসাধারণ ❣️
সবদিক দিয়েই উপস্থাপনা, ভিডিও কোয়ালিটি সহ সব!❣️
ধন্যবাদ আপনাকে। আঞ্চলিক টানে কথা বলতে পারাটা গর্বের ব্যাপার। যে যার আঞ্চলিক টানে কথা বলবে এইটা স্বাভাবিক এবং আমি তার পূর্ণ সমর্থক। আমাদের আগের কম শিক্ষিত প্রজন্মের আঞ্চলিক টানকে ছোট করার একটা রীতি ছিল। প্রমিত বাংলা ব্যবহার করতে পারাটা অবশ্যই তারিফযোগ্য হতেই পারে। তবে দেশী বিদেশীর মিশ্রণটা নিন্দাজনক, আমার মতে!
@@MrMixersWorld অাঞ্চলিক টান ঠিক অাছে, সেটি অালাদা বিষয়। তবে খাইতেছি যাইতেছি শব্দগুলো কি অাসলেই ব্যবহার করা উচিত? কই কলকাতায় তো এ ধরনের শদগুলো ব্যবহৃত হয় না? তাহলে অাামদের দেশে কেন? অন্যান্য ক্ষেত্রে ঠিকঅাছে তবে স্ক্রিনে অাসা মানুষগুলোর অন্তত উচিত প্রমিত বাংলাটাই ব্যবহার করা। নাহলেে অামারা প্রমিত বাংলা শিখবো কিভাবে? কাদের থেকে? নাটক সিনেমা থেকে বিভিন্ন টিভি প্রোগ্রামেও তারা এভাবে কথা বলে। প্রমিত বাংলা শেখাটাই মুশকিল হয়ে গেছে এখন 💔💔
কলকাতার অনুষ্ঠানগুলো দেখে বাংলা চর্চা করতে হয় এখন, কতটা সাবলীলভাবে তারা সঠিক বাংলার প্রয়োগ করে💜
@@yeasminfaija3912 প্রমিত বাংলা ব্যবহার অবশ্যই প্রশংসনীয় বিষয় এবং সেই দায়িত্ববোধ থেকেই আমিও চেষ্টা করি সেভাবেই কথা বলার। তবে খাইতেছি যাইতেছির বিরুদ্ধে যাওয়ার ব্যবহারটা সমালোচিত। আমাদের দেশে ঢাকাইয়া ভাষা ছেড়ে কেন কোলকাতার ভাষাকে প্রমিত বাংলা ধরা হবে তা নিয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ের ভাষাবিদরা তুমুল সমালোচনা করেছিলেন। বর্তমানকালে বাংলাদেশ ও কোলকাতার প্রমিত বাংলা ভিন্ন। বাংলাদেশের প্রমিত বিধিগুলো নিয়ে কথা হয়ই না বললে চলে। যদিও গনমাধ্যমে এর চল পাবেন না, তবে বাংলা একাডেমী ও প্রথম আলোর লেখনীগুলো আমাদের ধারার উপস্থাপক।
আপনার ভিডিও চমৎকার ও সুসজ্জিত।😁😁😃😎
সুন্দর জায়গা
আবার অনেক দিনপর আপনার দেখা পেলাম প্রিয়ও 😘😘😘😘
I’m among those people who just watch a video, hit the like button and move forward. But oh man, what videos you make. With the voiceovers. And the cherry on top is the background soothing music. Total ASMR. Please keep up the good work!
Well information to travel for Cox Bazar. Lot of thanks.🇧🇩🇧🇩
মাশা-আল্লাহ, খুব সুন্দর ভিডিও বানিয়েছেন 💖✨
Your cox videos are so good. So beautifully presented the natural beauty and the regular flavours of the place.
thanks ভাই আপনার কারণে দেখতে পেলাম
💛💚💙❤️💜
ধন্যবাদ। প্রথম পর্বটিও দেখবেন আশা করি।
@@MrMixersWorld দেখেছি...... এগিয়ে যান এবং শিক্ষা মূলক ভিডিও দিন
ভাইয়া আপনার ভিডিওগুলো দেখে শিখার মতো জানার মত অনেক কিছু বিষয় আছে সেজন্য আপনাকে ধন্যবাদ
Anek vlo laglo
অনেক কিছু একসাথে কাভার করা হইছেতো তাই আমার মনে হয় দুই একটা যায়গা আর একটু বিস্তারিত হলে ভালো হতো।
তদুপরি সবকিছুই মিলিয়ে অসাধারণ এর ভিতর অসাধারণ।
এক কথায় অসাধারণ
Best Vlog of Coxbazar...
ধন্যবাদ ভাইয়া আপনার ভিডিও গুলো ভালো লাগে আর আপনার ম্যাজিক্যাল ভয়েস সব মিলিয়ে জোস 😍
আপনার ভিডিও সত্যিই অসাধারণ ❤
Vai apnar video gula amar khob valo laga Apnar satha akta tur demo Insallah😍😍
ami dhakay gechi ekbar...mone akkhep chilo cox bazar jawa hoy nai. kintu apnar video dekhe manos-bhromon hoye gelo, laptop e dekhchi mone hocche purodastur cinema r moto. chaliye jan bhai.
আপনি আমাদের পারকি সমুদ্র সৈকতে আসছেন?!! আমার গ্রাম পারকিইইইই 😊
ওয়াও ফাইনালী কোন ভ্রমন টিউবার পেলাম যার ক্যামেরার কাজ বিশ্বমানের। হ্যাটস অফ ব্রাদার। ক্যারি অন। সিম্পলি কেবল ড্রোনের জন্য নয় অন্য সব টিউবারের চেয়ে ক্যামেরার দুর্দান্ত কাজের জন্য আপনি জোযন ব্যাবধানে এগিয়ে থাকবেন। Best Wishes ...
ধন্যবাদ
এই প্রথম আপনার ভিডিও দেখলাম ভালোই লাগলো |তবে মধ্যবিত্ত দের জন্যে আরো তথ্য থাকলে ভালো হয় |
*আহা! দিন দিন কন্টেন্ট কোয়ালিটি মাত্রাতিরিক্ত সুন্দর হচ্ছে ভাইয়া। এক কথায় অসাধারন। ভিডিওগুলোর প্রতি আপনার ডেডিকেশন কাছে থেকে দেখেছি। Really Respect vaia😍❤️*
ধন্যবাদ তোমাকে! ♥️♥️♥️
খুব সুন্দর উপস্থাপনা। আপনার,কন্ঠ,বাচন ভংগী, শব্দ চয়ন অসাধারণ। তবে কিছু তথ্য ঘাটতি আছে। ব্রেকফাস্ট গুলো কি কমপ্লিমেন্টারি ছিল?
আপনার বলার ভংগী অসাধারণ 👌
Best video ever I have seen about Cox's bazar. Nice presentation.
ধন্যবাদ
onek shundor hoy apner video guli... apner voice over oshadharon lage amar.. apner camera set up dekhte chai..
Gorgeous vai😍😍😍😍🥰😍
খুবই সুন্দন ভাবে উপস্থাপন করলেন ভাই,ভালোবাসা অবিরাম,বন্দরবন দিয়ে ভিডিও চাই,
Just wow..nice blog
ভাইয়া ভিডিওগুলা ইংরেজিতে ডাবিং করলে বিশ্বের কাছে তুলে ধরা যেতো। আপনার ভিডিওগুলার কোয়ালিটি অসাধারণ। আশা করি বিষয়টি ভেবে দেখবেন
Vai Apne ki ki gadgets use koren traveling video korar Jonno ta niya 1ta video do sobai khusi hoto.
চমৎকার ভিডিও
মাশাল্লাহ অনেক ভাল লেগেছে আর অনেক সুন্দর হয়েছে। কক্সবাজারের বাসিন্দা হয়েও অনেক অজানা ইতিহাস আপনার ভিডিও থেকে জেনেছি। আপনাকে সময় দিতে পেরে খুবই ভালো লেগেছিল।
ধন্যবাদ ভাইয়া🥰
অনেক অনেক ধন্যবাদ আহসান। আবারও আসছি, আবারও ঘুরবো! ♥️
ইনশাআল্লাহ 😍
আপনার ভিডিওগুলো অসাধারণ খুবি ভালো লাগে দেখি নিয়মিত ভিডিও দিয়ে যান ইনশাল্লাহ এক দিন 1মিলিয়ন হয়ে যাবে আপনার চ্যানেল
ধন্যবাদ 😊
presentation Just wow 👌
অনেক ভালো লাগলো ভাই,তবে আমার মনে হয় আরেকটু বাজেট ট্রিপ দিতে কোথায় কোথায় থাকতে হবে তাও জানানো উচিৎ ছিল,,, ৫০ হাজার টাকায় কক্সবাজার ট্রিপ দেওয়ার মতো মানুষ বাংলাদেশে খুব কমই আছে।
Vai dhaka theke Teknaf ac bus vlog chai.
Then cox bazar er joltorongo resort dekhte chai.
আপনার ভিডিও গুলো চমৎকার সাবলীল। শুভ কামনা রইলো।
-তারিকুল ইসলাম, সিবিও-ক্রিস্টাল এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস
ভাই আমি আপনার সিরিজের নিয়মিত দর্শক
pura osthir video presentation. tumar nam ame national geographic channel e recommend kore desi. khub tara tari call paba
6:39 Borolox Vab Niye Ber Howata Joss Silo
এক কথায় অসাধারণ এবং সুন্দর উপস্হাপক
European country er cheye amar Bangladesh er coxsbazar onek onek shundar. Sara pritibir manush coxsbazar dhekte ashe.
আসসালামু আলাইকুম ভাই 🥰
আপনার ভয়েস টা আলহামদুলিল্লাহ 😍
আপনার সাথে সেইন্টমারটিনে যেতে চাই❤️❤️
এক কথায় অসাধারণ ।
We used to go to Burmese market every year when we visited cox during the nineties . It very much had the Burmese vibes. All Burmese products and Burmese shop keepers. Oder obak hoye dekhtam. It's bad that porjonto failed to protect and maintain the very Burmese vibes of the place
apnar aki vlog bar bar dekhi, onk vlo lage.
ধন্যবাদ আপনাকে