অসাধারণ লাগলো। খুব ভালো হয়েছে। ক্যাপ্টেন মীরের গলায় যে জাদু আছে সেটা আবারো একবার প্রমাণিত হলো। পরের পর্বগুলোর অপেক্ষায় থাকলাম। আচ্ছা শুধু শনিবার এর বদলে সপ্তাহের মাঝেও তো এক দিন গল্প আসলে খুব ভালো লাগে। ভালো থাকবেন ক্যাপ্টেন, সুস্থ থাকুন।
আপাতত চাকরি সূত্রে আছি বাঁকুড়ার জয়পুরে, চারিদকে জঙ্গল, আর মাঝে একটা রেল স্টেশন, ওখানেই চাকরি করি, আর তার সাথে রাতে এই গল্প শুনছি, সত্যি মির দা কিছু বলার নেই, জাস্ট সেরা ❤
আমি প্রায় ৫ বছর Barjora-Beliatore, বাঁকুড়া তে ছিলাম।।। চাকরি সূত্রে।। একদিন মাঝ রাত্রি তে Beliyatore স্টেশন e ঘুরতে গিয়েছিলাম।।। জঙ্গল আর পাশে নিঝুম স্টেশন মাঝরাত্রে, অসাধারণ অনুভূতি।। আপনার কমেন্ট দেখে সেই পুরনো দিন মনে পড়ে গেলো।।।❤
গল্পটা পড়া ছিল আমার। পড়তে পড়তে অদ্ভুত গা ছমছমে অনুভূতি হয়েছিল। সেই অনুভূতিটা দ্বিগুণ ভাবে ফিরে পাচ্ছি বৈকি। আর সত্যি বলতে এই রকম একটা গল্প ক্যাপ্টেনের কন্ঠে শোনাটা অন্যরকমের শান্তি😌
এখন রাত একটা বেজে আঠারো মিনিট, বিশ্বাসপাড়া ফ্ল্যাটের আমার ৩ তলার রুমের ব্যালকনি তে বসে হাতে সিগারেট নিয়ে এই রোমাঞ্চকর গল্পটা শুনছি। কাল রবিবার, আফিস ছুটি তাই ঘুমের বালাই নেই।নিচে পুরো বালুরঘাট শহরটা ঘুমোচ্ছে, খালি দূরে রাতের নিস্তব্ধতা ভেদ করে কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। সামনে দিয়ে একটা প্যাঁচা উড়ে গিয়ে অদূরে ল্যাম্পষ্টার ওপরে নিঃশব্দে বসলো... সেও যেন গল্পের কাকএর মতো আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে। গায়ে একটা শিহরণ খেলে গেল। এ এক অদ্ভুত অনুভূতি....
মনে আছে ২০২১ সালে হৃষিকেশ পার্ক বইমেলায় কাউরীবুড়ির মন্দির বইটা কিনেছিলাম। সৌভাগ্যবশত লেখক অভীক সরকারের সঙ্গে দেখা হওয়ার আর বইতে ওনার স্বাক্ষর নেওয়ার সুযোগ হয় সেবারে। তন্ত্রনির্ভর গল্পটা কয়েক ঘন্টার মধ্যেই পড়ে শেষ করেছিলাম । খুবই ভালো লেগেছিল আর তখন থেকেই ভাবতাম মীরদার গলায় যদি এই ভৌতিক থ্রিলার গল্পটা শুনতে পেতাম তো বেশ হতো। আজ এতদিনে সেই অপেক্ষার অবসান হবে। অনেক ধন্যবাদ মীরদা আর গপ্পোমীরের ঠেকের সমস্ত শিল্পীদের 🙏🙏🙏
অসাধারণ উপস্থাপনা। গল্পের প্রতিটি চরিত্রে প্রাণপ্রতিষ্ঠা হলো। আর মীর দা, তোমাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তুমি আমাদের ডাহা হারিয়ে দিলে। টিম গপ্পো মীর-এর ঠেক কে অনেক অনেক শুভেচ্ছা। দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলো গোটা টিম হররস্কোপ। ❤
"ভোগ"এর মতই "কাউরীবুড়ির মন্দির" .....এক অন্যরকম অনুভূতি....স্মৃতির খাতায় আর এক পাতা যোগ করে দিলাম....ধন্যবাদ মির দা ,এত সুন্দর একটা গল্প উপহার দেবার জন্য ❤❤❤
মাত্র চারদিনের মধ্যে গপ্পোমীরের ঠেক-এ 'কাউরীবুড়ির মন্দির' শুনলেন পাঁচ লাখ শ্রোতা। মীরদা গোধূলিদি সহ গপ্পোমীরের ঠেক-এর সমস্ত শিল্পীদের অনেক অনেক শুভেচ্ছা । দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম শেষে একটাই কথা ভালোবাসাই হল সবেচেয়ে বড় তন্ত্র সবচেয়ে বড় জাদু ❤❤❤❤
মীর দা, ভোর রাতে ঘুম ভেঙে যাওয়ায় আপনার চ্যানেল খুলেই কাউরিবুরির মন্দির দেখতে পেয়ে চলে এলাম। ভোর রাতের অন্ধকার আর আসামের ঘন জঙ্গলের সেই কাহিনী এক অদ্ভুত অভিজ্ঞতার সৃষ্টি করলো মনের মধ্যে।❤
কখনও ভাবতেই পারিনি যে গল্পঃ বলার মধ্যে দিয়ে চরিত্র কে এত ভালো ভাবে তোলা যায় । জানতাম চরিত্র রূপ বোঝাতে বড় স্ক্রীন লাগে থিয়েটার লাগে কিন্তু আমি বা আমরা ভুল ছিলাম । চরিত্র কে তুলে ধরতে মুখ e যথেষ্ট যেটা আজ মীর দা প্রমাণ করে দিলো । কোনো লিখা কে যে রূপ দিতে হয় সেটা হয়তো মির দা আর তাদের টিম গল্পঃ মীরের ঠেক এর থেকে ভালো কেও পারে না ❤
তুমি ছিলে তাই , Sunday Suspense কে নতূন নতুন রূপে খুঁজে পাই । তখন রোববার দুপুর 12 টা আর শনিবার বিকেল 4টে (repeat telecast) । কেটে গেছে 15 টা বছর বদলে গেছে অনেক কিছুই , শুধু বদলায়নি Sunday Suspense এর প্রতি সেই নিদারুন আকর্ষণ আর তোমার গলার সেই সুমধুর গল্পো পাঠ । মির দা যতই প্রশংসা করি তোমার, ততই যেন কম মনে হয় । তুমি ছিলে তাই ,রবিবার এর 12 টার জন্য প্রবল অপেক্ষা আর ঘড়ির কাঁটার দিকে বারংবার চোখ চলে যাওয়ার প্রবণতা টা ছিল ভীষণ উপভোগ্য ।❤❤❤
ইতিহাসে! সাহিত্যের মতো বৃহৎ অস্ত্র আর কিছু নেই। সেই সাহিত্য রুপি অস্ত্র এখন বাড়ি বাড়ি, সকল হৃদয়ের মধ্যে। হয়তো একদিন চলে যাব অনেক দূরে, ফিরে আসবো কিনা জানা নেই, তবে যেটুকু নিয়ে যাব, তার জন্য কৃতজ্ঞ থাকব আজীবন। কৃতজ্ঞ থাকবো পরিশ্রমী মানুষগুলোর কাছে। যারা সাধনার মধ্য দিয়ে সুন্দরের মধ্য দিয়ে। আমাদের মোহিত করে রাখে সাহিত্যে মধ্যে। ধন্যবাদ ক্যাপ্টেন।ধন্যবাদ সবাইকে। 🙏🏻❤️😌
বা! আপনি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন তো। সত্যি খুব ভালো লাগে সাহিত্যের এহেন উপস্থাপন। আমার তো রান্নাঘরের সঙ্গী, সাহিত্যচর্চা করার এ হেন সুযোগ পাওয়া সত্যিই বিশাল প্রাপ্তি। কেবল আনন্দ উপভোগ নয়, সাহিত্য আমাদের সমৃদ্ধ করে। কথা বার্তায়, শব্দ চয়নের ক্ষেত্রে সমৃদ্ধ করে তোলে আপনার শ্রোতাকে। এগিয়ে চলুক গপ্প মীরের ঠেক, আমরা তো সবসময় হা পিত্যেস করে বসেই থাকি, পাশে আছি সবসময়।😊❤ পুরো টিমকে এক আকাশ ভালোবাসা।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অভীক সরকারের নাম দেখা মাত্রই ,ভোগ গল্পটার কথা মনে পড়ে গেল । বিশেষ করে এই ২টা উক্তি ১) "ভালোবাসার চেয়ে বড় তন্ত্র কিছু হয় না; এর চেয়ে বড়ো জাদু আর কিছু নেই" ২) "মায়ের পুজোয় বাঁধা দেবেন না, কাকু। মা আমাকে ডাকেন, ভালোবাসেন, মাথায় হাত বুলিয়ে দেন, মা আমার ভালো চান...." অভীক সরকারের লেখা পৌরাণিক দেবদেবীর, ভুতের গল্পগুলো অসাধারণ, এটাও তার ব্যতিক্রম হবে না।।
@@Sarathi1112 এর আগে শুনেছি । চোখে বন্ধ করে শুনতে থাকো দেখবে। কিছুক্ষন শোনার পর আপনেই চোখ খুলে যাবে ভয়ে 😂😂😂। তার ওপর এবারে আবার গল্পঃ মিরের ঠেকে কাওরী বুড়ির মন্দির। ওও এক আলাদাই অনুভুতি। ক্যাপ্টেন এর জন্য 👉❤️❤️
অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম, এই গল্পটা যখন আমি পড়ছিলাম তখন খালি মনে হচ্ছিল "ইস যদি এটা মির স্যার এর কন্ঠে শুনতে পেতাম কিযে ভালো হতো". আমার ইচ্ছে পূরণ করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার❤❤❤❤
' কাউরী বুড়ির মন্দির ' মন্ত্রমুগ্ধের মত শুনলাম.... কি যে অসাধারণ লাগলো, বলে বোঝানোর ভাষা হারিয়ে ফেলেছি! এর চেয়ে চমৎকার পরিবেশনা আর উপস্থাপনা, আর হতেই পারে না... গল্প পরিবেশনা,অভিনয়, সাউন্ড এফেক্ট, সব মিলিয়ে যা আপনারা সকলে মিলে উপহার দিলেন,, এটা চোখে দেখা সিনেমার চেয়ে কম কিছু নয়...!!👌👌👌👌👌 অনেক অনেক ভালবাসা আর ধন্যবাদ সমগ্র ' গপ্পো মীরের ঠেক ' টিম কে....!! প্রতি সপ্তাহের অপেক্ষা টা সার্থক থেকে সার্থকতর হয়ে উঠছে দিন দিন..❤️❤️
শুনেছিলাম when word stop saying Music broke the silence আমি মনে করি when word stop saying Golpo mir ar thek broken the silent Ness Just osadharon.....ro arom golpo chai kintu mir da Thanks for the story ❤
একটা পুরোনো মন্দির এর এত ভয়ংকর রহস্য নিয়ে, সাহিত্য রচনা সাহিত্যিক এর.. awesome 👍 🙏 🎉 🙏 "কাউরী বুড়ির মন্দির" এর মধ্যে এমন খটখটে শুষ্ক রুক্ষ কন্ঠস্বরের মহিলা অসাধারণ.. 👍 👍 👍 আড়াইশো বছরের 'পুষ্প গোলক',, 😮😮!?? গপ্পো শুনতে শুনতে স্তব্ধ হয়ে যাচ্ছি মীর আফসার আলী.. 🙄🙄🙏 ❤️ 🙏
অভিক সরকার এর গল্প গুলো তো এমনি তেই অনবদ্য। “ভালবাসা হলো সব থেকে বড় তন্ত্র, সব থেকে বড় জাদু”....আর স্যার যেভাবে উপস্থাপনা করেছেন মন কেড়ে নিয়েছেন। এই গল্পটি পড়েছিলাম সেই সময় এর আনন্দ যেন আবার ফিরে পেলাম।......❤অপেক্ষায় রইলাম পরবর্তী পার্ট এর জন্য।.......একটি এইরূপ গল্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ❤🎉😊
ছোট থেকে শুনেছি যারা সঙ্গীতশিল্পী হন তাদের গলায় নাকি দেবী সরস্বতীর বাস। আমি যখনই তোমার গল্প শুনি মীরদা আমি সব সময় ভাবি তোমার গলায় না জানি কিসের বাস। তোমার বলার মুগ্ধতায় সবকিছু যারা চোখের সামনে ভেসে ওঠে। ভগবান করুন তুমি সব সময় সুস্থ থাকো ভালো থাকো । আর তোমার সুন্দর গলায় আমাদের আরো সুন্দর সুন্দর গল্পের উপহার দাও।
আমাদের বাঙালিদের আলাদা করে ঘুমের জন্য কোনো ঔষধ লাগে না , sunday suspense & গল্প মীরের ঠেক আমাদের perfect sleeping pill . Thank you captain & all your team members ❤ ✨
শুনতে একটু দেরি হয়ে গেল,আজ শুনলাম। The Conjuring দেখেও এত শিহরণ জাগেনি। শুধুমাত্র গলার স্বর দিয়ে মানুষকে এভাবে আচ্ছন্ন করা যায় তা বোধহয় শুধুমাত্র আপনার পক্ষেই সম্ভব। প্রতিবারের মত আবার বলব "মহারাজা মীর তোমারে সেলাম"🙏
অভিক সরকার ❤ মানেই হার কাঁপানো " ভোগ" গল্প টি যেন মস্তিক জুড়ে খেলা শুরু করে দেই। " দাইদা বাবু মার ভোগ তৈরী,মা ডামরি তৈরী ভোগ খেয়েছেন " । বৃষ্টির অপেক্ষাতে রোজ মন ভেঙে যাচ্ছে,কিন্তু প্রতি শনি বার আমাদের নিরাশ করেনা "গপ্প মীরের ঠেক" থ্যাংক ইউ মীরদা ❤❤❤❤ অনেক অনেক ভালোবাসা।
সাহিত্যের মতো মর্মস্পর্শী আর কিছুই নেই , সেই সাহিত্যে যেন আপনার সাবলীল কন্ঠস্বর প্রাণ প্রতিষ্ঠা করে .....আপনার কণ্ঠস্বের কি জাদু আছে ? আমি মুগ্ধ! Mir sir , আপনি নিজেই নিজের তুলনা .... অনেক ধন্যবাদ আমাদের অসামান্য গল্প উপহার দেয়ার জন্য ❤
সত্যি এখন বাজে 2:10 part 1 সবে মাত্র শেষ করলাম । অনবদ্য উপস্থাপনা 💐💐। মাঝে মাঝে শরীর শিউরে উঠছিল । সত্যি মীর স্যার এরকম একটা গল্পের নিবেদনের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার TEAM কে। আর অতুলনীয় লেখকের কলমে ফুটে উঠেছে অভাবনীয় গল্পের চিত্র । পরের অংশের জন্য খুব ই কৌতুহলী হয়ে থাকলাম। ধন্যবাদ 🙏🙏
সব কিছু ছাড়িয়ে সত্যি এই মুহুর্তে দাঁড়িয়ে "গপ্পো মীরের ঠেক" আমার কাছে এফেকশন আর এডিকেশন দুটোই। কাউরিবুড়ির মন্দিরে গল্পের ২ টি পার্ট- এ অসাধারণ সকলে। ❤❤❤❤- এটা "গপ্পো মীরের ঠেক" এর জন্য। আর🙏🙏🙏🙏প্রতিজন গুণী শিল্পী ও মীর দা আপনার জন্য।
"প্রেতযক্ষ ও অন্যান্য"বইটি কিনেছিলাম 5 মাস আগে।।।সব কটি গল্পের মদ্ধ্যে কাউরিবুড়ির মন্দির গল্প টি খুব ভালো লেগেছিল পড়ে।।।আজ গপ্পো মীর এর ঠেক এ শুনবো কি যে আনন্দ হচ্ছে ভাষায় বোঝানো যাবে না।।Thank you Mir sir ...❤❤
অসাধারণ উপস্থাপন। অভীক সরকার আমার অন্যতম প্রিয় লেখক। যবে থেকে শুনেছি ঠেকে কাউরীবুড়ির মন্দির আসবে তবে থেকে আগ্রহের বসে আছি কবে শুনব সেই উপস্থাপনা। আজ অপেক্ষা পূর্ন হল। যা ভেবেছিলাম তার থেকে শত সহস্র গুনে ভালো। যেমন পোস্টার তেমন মিউজিক আর সকলের পারফরম্যান্স নিয়ে কিছু বলার নেই বিশেষ করে অয়ন্তিকা ম্যাম গোধূলি ম্যাম আর পাপিয়া ম্যাম আর সোমা ম্যাম অতুলনীয় আর তোমার সম্পর্কে কি বলব ক্যাপ্টেন তুমি অসাধারণ। সব মিলিয়ে দ্বিতীয় পর্ব শোনার অপেক্ষায় রইলাম।
Best story so far 🥰 To be honest অপু-দুর্গা, শ্রীকান্ত এরকম গল্পগুলোর উপস্থাপনা খুব সুন্দর লাগলেও নতুন একটা গল্প শোনার সেই excitement থাকে না; কারণ story গুলো already জানা। এই গল্পটা অপূর্ব লাগলো.. story + presentation সবটাই ১০/১০ 👌
গল্পটা এইমাত্র শুনলাম। গল্প অসাধারণ, উপস্থাপনাও এত সুন্দর যে মাঝে মাঝে ভুলেই যাচ্ছিলাম এটা গল্প। মাধুরীর চরিত্রটি অসাধারণ লেগেছে। একটি মেয়ের মানসিক যন্ত্রণা শুধু মাত্র শব্দের মাধ্যমে যেভাবে ফুটে উঠেছে, আমার নিজেরই চোখে জল চলে এসেছিল। দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম।
অসাধারণ ভয়ঙ্কর বাস্তব গল্প যেটা আমাদের বাস্তব সমাজের মধ্যে নিত্যদিন ঘটেই চলেছে। অপূর্বভাবে বাস্তব গল্পটা উপস্থাপনা করলে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তোমাদের সবাইকে মীর দা, এরকম ভাবে ভূতের ভয়ের গল্পের মাধ্যমে আমাদের জীবনের মর্মান্তিক বাস্তব সত্যগুলো সবার সামনে অসাধারণভাবে তুলে ধরার জন্য যদি এর দ্বারা কিছু মানুষের ঘুমন্ত চেতনা জাগ্রত হয়। সবাই ভালো থেকো ও সাবধানে থেকো। 🙏❤️🌹💖
আগের দিন কমেন্ট করেছিলাম ' আমাদের শহরে বৃষ্টি নেমে আসার আগে গপ্প মীরের ঠেকে শার্লক হোমস এসে গেছে। আজ বৃষ্টি শুরু হয়েছে আর এরম হাড় কাঁপানো গপ্প জমে যাবে পুরো 🥶💙
গল্প বলিয়ে আনন্দ, গলা ছমছম করা যদি একটা আর্ট হয় তাহলে গপ্পো মীরের ঠেক সেই আর্টের ডিপোঁ। মীরদা তুমি গুরু সেরা। গল্পের চরিত্র আর ঘটনা গুলো চোখ বন্ধ করে মনে হয় জীবন্ত। আর এটা গল্প মীরের জন্য। অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল বাংলাদেশের এই ভক্ত অনুরাগীর পক্ষ থেকে।
"ধন্যবাদ" শব্দটি অনেক ছোট তোমার সামনে,,,,❤ ,,,,, কি বলে তোমায় কৃতজ্ঞতা জনাব জানি না,,, তোমার দক্ষ হাতে আর মধুর কন্ঠে গল্পঃ গুলো প্রাণ পায় । প্রতিটা চরিত্র জীবন্ত হয়ে ওঠে শ্রোতাদের চোখের সামনে ,,,, তোমার এই অপরিচিত ছোট্ট বোনটির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো ❤
অদ্ভুত রোমাঞ্চ জাগানো এক গল্প । যা শুনতে শুনতে গা ছম ছম করে ওঠে । দারুন অসাধারণ মীর দা❤❤❤। 2009 সাল থেকে গল্প যাত্রার পর্ব থেকেই শুনে আসছি আপনাকে , বার বার মুগ্ধ হয়ে যায় ।
নমস্কার দাদা, আমার প্রায় বেশিরভাগ বন্ধুরাই তোমার গল্পগুলি শুনতে বেশ ভালো বাসে । তারাই আমাকে সাজেস্ট করে তোমার গল্প গুলি শোনার জন্যে , তখন থেকে আজ আজ পর্যন্ত তোমার প্রায় প্রত্যেকটি গল্পই শুনেছি। প্রায় কয়েকটি গল্প শোনার পর মনে একটা কথাই এসেছে, "দারুন!!" ❤❤️ বর্তমানে আমি তোমার একজন বড় ভক্ত দাদা,,, 💫
সত্যিই অসাধারণ। যা ভাষায় প্রকাশ করা যায় না। আর সর্বোপরি মীর দার গলা আরও বেশি রোমাঞ্চকর করে তোলে। ধন্যবাদ মীর দা সব সময় এত সব সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।
অভীক দা আর মীর দার তুলনা হয় না। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্ব আরো ভালো হবে।২ ঘন্টা কি করে যে কেটে গেল বুঝতে পারলাম না। সত্যি অসাধারণ। (মুর্শিদাবাদ+জিয়াগন )থেকে শুনছি লাম।
Rat 3 te baje ar 1 ghonta por sokal hobe kintu asubidha ta hole ay sobe 1st part sunlam porar part ta sunte khub eicha korche kintu gumate hobe akhon. Love you mir da 💕❤️
Finally ,গপ্পো মিরের ঠেকে দীপ স্যার", CONGRATS sir 💙 What a combination ...! What a duo 💚...! Captain MIR ❤ DEEP sir....💜 A new era begins at " গপ্পো মিরের ঠেক "
ভীষন ভালো একটি গল্প 😊 প্রথম পর্ব এটা তাই ভাবছি সামনের শনিবার কখন আসবে এতো সুন্দর ভাবে গল্প উপস্থাপনা করার জন্য অশেষ ধন্যবাদ মীর দা ❤😊😊 অপেক্ষায় রইলাম আগামী শনিবার এর জন্য😊❤️🙏 ভালোবাসা নিও ❤️🙏🙏
একদম ঠিক ঠাক দিনে গপ্পোটা শুনব ❤❤ আর নতুন করে কি বলব মীরদা, প্রতি সপ্তাহে যে ভাবে surprise দিয়ে চলেছ তাতে খুশির অন্ত নেই, আর আজকের গপ্পোটার জন্য কম বায়না করিনি 😅😅 যাই হোক এই আবদারটা যে পুরন হচ্ছে তার জন্য অনেক অনেক Thank you গো ❤❤❤❤❤❤
পুরো সপ্তাহ অপেক্ষা করে থাকি শনিবার রাতের অপেক্ষায়। ঐ সময়টা শুধু নিজের মানসিক শান্তির।❤❤❤❤ এই ঠেকে আসা শুধুমাত্র গল্প শোনার খিদে মেটানোর জন্য। অসংখ্য ধন্যবাদ মীরদা । Support from hooghly
অসাধারণ উপস্থাপনা। এক একটা দিন সুন্দর থেকে সুন্দরতর হয়ে ওঠে গল্প শুনে শুনে। কত একাকীত্ব দূর হয়, কত সময় কেটে যায়, কত দূর রাস্তা ট্রাভেল করতে করতে গল্প শুনে রাস্তা গুলো মনে হয় এই এত শিগগির কেটে গেলো ? বাবা ! লিখে সবটা বোঝানো যায়না। সারাদিনের ক্লান্তি দুর করতে মীর দা এবং টিম এর গলার আওয়াজই কাফি! আপনারা সকলে ভালো থাকুন, সপরিবারে সুস্থ থাকুন। আমাদের এমনি সুন্দর সময় ও গল্প উপহার দিতে থাকুন। 🙏❤️
উপন্যাসটি এক বন্ধুর থেকে চেয়ে পড়েছিলাম। অভিকবাবুর শক্তিশালী কলমে সৃষ্ট কাহিনিটি সত্যিই পাঠকের রক্ত হিম করে দেয়। 'গপ্পো মীরের ঠেকে' চ্যানেল অপূর্ব সুন্দর ভাবে উপস্থাপনা করল গল্পটির। প্রথম পর্ব শোনা হয়ে গিয়েছে। এবার পরের পর্বে যাই।
অসাধারণ লাগলো । সকলের গল্পপাঠ অনবদ্য। কাউরীবুড়ির মন্দিরে যাওয়ার সময় মীর স্যার আপনার গল্পপাঠ, মাধুরীর বরকে ছেড়ে আসার কারণ বর্ননা অসাধারণ লেগেছে। আর গল্পে শেষের ছায়ার ব্যাপারটা রোমোহর্ষক। রাত ২ টো অব্দি এই গল্প শুনে আমি আর বিছানা ছেড়ে নামতে পারছিলাম না 😅
সত্যিই অসাধারণ। গল্পটা শুনতে শুনতে এক সময় মনে হচ্ছিল গল্পের মধ্যেই আমি হাঁটছি ঘটনা গুলো চোখের সামনে ঘটতে দেখছি। প্রকৃত সাহিত্যের মজা একমাত্র তখনই অনুভব করা যায় যখন নিজেকে সেই সাহিত্যের মধ্যেই একজন নির্বাক চরিত্র হিসেবে আবিষ্কার করা যায়।
Uff eii galpo ta tao abar gappo mir..... weekend puro jome jabe ......aarai ghantar janno nishchinto...... aar ki chai ...gappo mir er thekache jakhon ....bhoy o pabo snar sunboo ....ki ek amogh akorshon ❤️❤️
রাতের বেলা শুয়ে শুয়ে গল্প টা শুনছিলাম,গায়ের লোম সব খাঁড়া হয়ে গেলো কি অসাধারণ গল্প লেখেন অভীক সরকার দুর্দান্ত। গপ্পো Mir এর ঠেক এর team কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য,সত্যি খুব ভয় পেলাম😂🥲
একটা অসাধারণ হাঁড় কাঁপানো রোমাঞ্চকর গল্প শুনতে চলেছি আমরা সবাই অনেক অনেক ধন্যবাদ টিম মেয়ের আফসার আলীকে 🎉❤😊 অভিক সরকারের গল্প মীরের কণ্ঠ এ যেন এক অনবদ্য সুন্দর এবং ভয়ঙ্কর
@@AnkurSikder-qm9shjni but ami suni ne karon oi sob chanel gulo te music voice ovar valo na aj prothom valo vabe sunbo 😃😃 Jara age thakte sune niye che tader jonno kosto hoche 🤣🤣🤣
@@ssmallvlogs1308 হাঁ খুঁড়া বল রে গল্পঃ টা কেমন লাগলো শুনতে। স্যার কে একটা ধন্যবাদ তো দে বটে । খুড়া একটা রিপ্লাই করে দে বটে। তাহলে দমে খুশি হবে বটে 😂😂😂
স্যার আমি ধন্য আপনার রিপ্লে পেয়ে। এটা আমার জীবনে অনেক বড়ো অ্যাচিভমেন্ট। শনিবারটা অনেক স্পেশাল করে দিলেন।এই পরিবারের নিয়মিত শ্রোতা আমি । ধন্যবাদ স্যার ❤❤❤❤
সেই keypad mobile এ রেডিও তে sunday suspense থেকে শুরু করে আজ yt তে mir sir এর অসাধারণ goppo এর thaek সব মিলিয়ে অপূর্ব thank you mir sir ও তাঁর team কে.❤❤
প্রথম পর্ব দারুন লেগেছে। আর দ্বিতীয় পর্বও ভীষণ ভালো লাগলো। ভাবা যায় না কি অসাধারন উপস্থাপনা। প্রত্যেকের অভিনয় অপূর্ব। আবারও বলছি মীর দা আর তার টীম সর্বোপরি #goppomirerthek জিন্দাবাদ।❤❤❤
কাউরীবুড়ির মন্দিরের কিন্তু দরজা খুলে গেছে। কেমন লাগল প্রথম পর্ব, কমেন্ট করে জানাও গপ্পোমীরকে।
Daruun ❤❤❤❤
❤❤osadharon boss
Fantastic ❣️
Just Darun , 😊😊😊
অসাধারণ লাগলো। খুব ভালো হয়েছে। ক্যাপ্টেন মীরের গলায় যে জাদু আছে সেটা আবারো একবার প্রমাণিত হলো। পরের পর্বগুলোর অপেক্ষায় থাকলাম। আচ্ছা শুধু শনিবার এর বদলে সপ্তাহের মাঝেও তো এক দিন গল্প আসলে খুব ভালো লাগে। ভালো থাকবেন ক্যাপ্টেন, সুস্থ থাকুন।
আপাতত চাকরি সূত্রে আছি বাঁকুড়ার জয়পুরে, চারিদকে জঙ্গল, আর মাঝে একটা রেল স্টেশন, ওখানেই চাকরি করি, আর তার সাথে রাতে এই গল্প শুনছি, সত্যি মির দা কিছু বলার নেই, জাস্ট সেরা ❤
আমি প্রায় ৫ বছর Barjora-Beliatore, বাঁকুড়া তে ছিলাম।।। চাকরি সূত্রে।। একদিন মাঝ রাত্রি তে Beliyatore স্টেশন e ঘুরতে গিয়েছিলাম।।। জঙ্গল আর পাশে নিঝুম স্টেশন মাঝরাত্রে, অসাধারণ অনুভূতি।।
আপনার কমেন্ট দেখে সেই পুরনো দিন মনে পড়ে গেলো।।।❤
😢
Kon chakri apnar?
@@sabarnasen1024 RAILWAY te achi, Srcctc post
গল্পটা পড়া ছিল আমার। পড়তে পড়তে অদ্ভুত গা ছমছমে অনুভূতি হয়েছিল। সেই অনুভূতিটা দ্বিগুণ ভাবে ফিরে পাচ্ছি বৈকি। আর সত্যি বলতে এই রকম একটা গল্প ক্যাপ্টেনের কন্ঠে শোনাটা অন্যরকমের শান্তি😌
Acha ....golpo pora thakle ....abr ek e golpo shunte valo lage?
Sob e to Jana thake aage theke
এখন রাত একটা বেজে আঠারো মিনিট, বিশ্বাসপাড়া ফ্ল্যাটের আমার ৩ তলার রুমের ব্যালকনি তে বসে হাতে সিগারেট নিয়ে এই রোমাঞ্চকর গল্পটা শুনছি। কাল রবিবার, আফিস ছুটি তাই ঘুমের বালাই নেই।নিচে পুরো বালুরঘাট শহরটা ঘুমোচ্ছে, খালি দূরে রাতের নিস্তব্ধতা ভেদ করে কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। সামনে দিয়ে একটা প্যাঁচা উড়ে গিয়ে অদূরে ল্যাম্পষ্টার ওপরে নিঃশব্দে বসলো... সেও যেন গল্পের কাকএর মতো আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে। গায়ে একটা শিহরণ খেলে গেল। এ এক অদ্ভুত অনুভূতি....
Bro, these are the moments we live for
@@sagardas4218 yes brother..
Uff wo ekta thriller..........
😂😂😂😂😂😂
ভারি সুন্দর লিখেছেন
Op 🎉লিখেছো তুমি 😊
মনে আছে ২০২১ সালে হৃষিকেশ পার্ক বইমেলায় কাউরীবুড়ির মন্দির বইটা কিনেছিলাম। সৌভাগ্যবশত লেখক অভীক সরকারের সঙ্গে দেখা হওয়ার আর বইতে ওনার স্বাক্ষর নেওয়ার সুযোগ হয় সেবারে। তন্ত্রনির্ভর গল্পটা কয়েক ঘন্টার মধ্যেই পড়ে শেষ করেছিলাম । খুবই ভালো লেগেছিল আর তখন থেকেই ভাবতাম মীরদার গলায় যদি এই ভৌতিক থ্রিলার গল্পটা শুনতে পেতাম তো বেশ হতো। আজ এতদিনে সেই অপেক্ষার অবসান হবে। অনেক ধন্যবাদ মীরদা আর গপ্পোমীরের ঠেকের সমস্ত শিল্পীদের 🙏🙏🙏
Bolen ki koek ghontar moddhe pore ses kore fellen
@@hujaifakhan3557 একদম গল্পটা এতটাই টানটান ছিল ফেলুদার ভাষায় Unputdownable 😉
একদম গল্পটা এতটাই টানটান ছিল ফেলুদার ভাষায় Unputdownable 😉
@@hujaifakhan3557 Amio, motamuti 4 ki 5 ghontay e sesh korechilam.. অভীক সরকারের পেতবথ্থু o besh valo legechilo..
ua-cam.com/video/D7NGCd3OTTo/v-deo.htmlsi=HDiLO_Z109CGV9E6
Parag Basumatari এর চরিত্রে Deep Basu এর অসমীয়া টানে বাংলা বলা টা অসাধারণ লেগেছে। Small details গুলো খুবই perfect.
Thank you team Goppo Mir er thek❤
অসাধারণ উপস্থাপনা।
গল্পের প্রতিটি চরিত্রে প্রাণপ্রতিষ্ঠা হলো।
আর মীর দা, তোমাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তুমি আমাদের ডাহা হারিয়ে দিলে।
টিম গপ্পো মীর-এর ঠেক কে অনেক অনেক শুভেচ্ছা।
দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলো গোটা টিম হররস্কোপ। ❤
আপনাদের উপস্থাপনা ও অসাধারণ ছিল। ওটাই আগে শুনেছিলাম।
Apnader golpo ami sunechi. Tai bolchi, khub sundor apnader presentation ta. Amar akhono anek kichu স্পষ্ট mone ache. Agiye jan. Anek শুভেচ্ছা roilo❤️
Apnader tao darun ajke sunlam osadharon hoyeche
আপনাদেরও ভালো ছিলো অনেক দিন আগেই শুনেছি ইভান দা ❤️❤️
অসাধারন উপস্থাপনা দারুন লাগলো
"ভোগ"এর মতই "কাউরীবুড়ির মন্দির" .....এক অন্যরকম অনুভূতি....স্মৃতির খাতায় আর এক পাতা যোগ করে দিলাম....ধন্যবাদ মির দা ,এত সুন্দর একটা গল্প উপহার দেবার জন্য ❤❤❤
অতিইইইইননন অতিইইইইননন👻👻👻
mir da onk kichu baad diye diyechen ai golpe. purota shunle aro valo lagbe apnar
মাত্র চারদিনের মধ্যে গপ্পোমীরের ঠেক-এ 'কাউরীবুড়ির মন্দির' শুনলেন পাঁচ লাখ শ্রোতা। মীরদা গোধূলিদি সহ গপ্পোমীরের ঠেক-এর সমস্ত শিল্পীদের অনেক অনেক শুভেচ্ছা । দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম
শেষে একটাই কথা ভালোবাসাই হল সবেচেয়ে বড় তন্ত্র সবচেয়ে বড় জাদু ❤❤❤❤
Q
মীর দা, ভোর রাতে ঘুম ভেঙে যাওয়ায় আপনার চ্যানেল খুলেই কাউরিবুরির মন্দির দেখতে পেয়ে চলে এলাম। ভোর রাতের অন্ধকার আর আসামের ঘন জঙ্গলের সেই কাহিনী এক অদ্ভুত অভিজ্ঞতার সৃষ্টি করলো মনের মধ্যে।❤
থ্যাংক ইউ ❤❤❤❤
😮😮😮😮@@realmir
কখনও ভাবতেই পারিনি যে গল্পঃ বলার মধ্যে দিয়ে চরিত্র কে এত ভালো ভাবে তোলা যায় । জানতাম চরিত্র রূপ বোঝাতে বড় স্ক্রীন লাগে থিয়েটার লাগে কিন্তু আমি বা আমরা ভুল ছিলাম । চরিত্র কে তুলে ধরতে মুখ e যথেষ্ট যেটা আজ মীর দা প্রমাণ করে দিলো । কোনো লিখা কে যে রূপ দিতে হয় সেটা হয়তো মির দা আর তাদের টিম গল্পঃ মীরের ঠেক এর থেকে ভালো কেও পারে না ❤
Just fatafati
Rataner pula...
তুমি ছিলে তাই , Sunday Suspense কে নতূন নতুন রূপে খুঁজে পাই ।
তখন রোববার দুপুর 12 টা আর শনিবার বিকেল 4টে (repeat telecast) ।
কেটে গেছে 15 টা বছর বদলে গেছে অনেক কিছুই ,
শুধু বদলায়নি Sunday Suspense এর প্রতি সেই নিদারুন আকর্ষণ আর তোমার গলার সেই সুমধুর গল্পো পাঠ । মির দা যতই প্রশংসা করি তোমার, ততই যেন কম মনে হয় ।
তুমি ছিলে তাই ,রবিবার এর 12 টার জন্য প্রবল অপেক্ষা আর ঘড়ির কাঁটার দিকে বারংবার চোখ চলে যাওয়ার প্রবণতা টা ছিল ভীষণ উপভোগ্য ।❤❤❤
Sotti kotha ajo suni na sunle ghum ase na
ইতিহাসে! সাহিত্যের মতো বৃহৎ অস্ত্র আর কিছু নেই। সেই সাহিত্য রুপি অস্ত্র এখন বাড়ি বাড়ি, সকল হৃদয়ের মধ্যে। হয়তো একদিন চলে যাব অনেক দূরে, ফিরে আসবো কিনা জানা নেই, তবে যেটুকু নিয়ে যাব, তার জন্য কৃতজ্ঞ থাকব আজীবন। কৃতজ্ঞ থাকবো পরিশ্রমী মানুষগুলোর কাছে। যারা সাধনার মধ্য দিয়ে সুন্দরের মধ্য দিয়ে। আমাদের মোহিত করে রাখে সাহিত্যে মধ্যে। ধন্যবাদ ক্যাপ্টেন।ধন্যবাদ সবাইকে। 🙏🏻❤️😌
Ek dom thik bolechen sir❤❤❤
দারুণ কথা বলেছেন দাদা।
বা! আপনি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন তো। সত্যি খুব ভালো লাগে সাহিত্যের এহেন উপস্থাপন। আমার তো রান্নাঘরের সঙ্গী, সাহিত্যচর্চা করার এ হেন সুযোগ পাওয়া সত্যিই বিশাল প্রাপ্তি। কেবল আনন্দ উপভোগ নয়, সাহিত্য আমাদের সমৃদ্ধ করে। কথা বার্তায়, শব্দ চয়নের ক্ষেত্রে সমৃদ্ধ করে তোলে আপনার শ্রোতাকে। এগিয়ে চলুক গপ্প মীরের ঠেক, আমরা তো সবসময় হা পিত্যেস করে বসেই থাকি, পাশে আছি সবসময়।😊❤ পুরো টিমকে এক আকাশ ভালোবাসা।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PallaviBarman-fg1zu ধন্যবাদ 🙏
ভীষণ সুন্দর বললে ❤❤❤❤।
অভীক সরকারের নাম দেখা মাত্রই ,ভোগ গল্পটার কথা মনে পড়ে গেল । বিশেষ করে এই ২টা উক্তি
১) "ভালোবাসার চেয়ে বড় তন্ত্র কিছু হয় না; এর চেয়ে বড়ো জাদু আর কিছু নেই"
২) "মায়ের পুজোয় বাঁধা দেবেন না, কাকু। মা আমাকে ডাকেন, ভালোবাসেন, মাথায় হাত বুলিয়ে দেন, মা আমার ভালো চান...."
অভীক সরকারের লেখা পৌরাণিক দেবদেবীর, ভুতের গল্পগুলো অসাধারণ, এটাও তার ব্যতিক্রম হবে না।।
একদম হবে না 😊😊
Apni thak6en sir
@@realmir 🥰😍❤️❤️
@@Sarathi1112 এর আগে শুনেছি ।
চোখে বন্ধ করে শুনতে থাকো দেখবে।
কিছুক্ষন শোনার পর আপনেই চোখ খুলে যাবে ভয়ে 😂😂😂।
তার ওপর এবারে আবার গল্পঃ মিরের ঠেকে কাওরী বুড়ির মন্দির।
ওও এক আলাদাই অনুভুতি।
ক্যাপ্টেন এর জন্য 👉❤️❤️
@@realmir Mir da darun laglo golpo ta ,,, ekta request, parle rekho,,, Arjun somogro thekhe ekta bhalo golpo parle eno . 🤗
অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম, এই গল্পটা যখন আমি পড়ছিলাম তখন খালি মনে হচ্ছিল "ইস যদি এটা মির স্যার এর কন্ঠে শুনতে পেতাম কিযে ভালো হতো".
আমার ইচ্ছে পূরণ করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার❤❤❤❤
মন ভালো করা, এক অন্য জগতে নিয়ে চলে যাওয়ার অন্যতম ঠিকানা " গপ্পো মীর এর ঠেক"❤
থ্যাংক ইউ ❤❤❤❤
' কাউরী বুড়ির মন্দির ' মন্ত্রমুগ্ধের মত শুনলাম.... কি যে অসাধারণ লাগলো, বলে বোঝানোর ভাষা হারিয়ে ফেলেছি! এর চেয়ে চমৎকার পরিবেশনা আর উপস্থাপনা, আর হতেই পারে না... গল্প পরিবেশনা,অভিনয়, সাউন্ড এফেক্ট, সব মিলিয়ে যা আপনারা সকলে মিলে উপহার দিলেন,, এটা চোখে দেখা সিনেমার চেয়ে কম কিছু নয়...!!👌👌👌👌👌
অনেক অনেক ভালবাসা আর ধন্যবাদ সমগ্র ' গপ্পো মীরের ঠেক ' টিম কে....!! প্রতি সপ্তাহের অপেক্ষা টা সার্থক থেকে সার্থকতর হয়ে উঠছে দিন দিন..❤️❤️
অসাধারণ উপসহাপনা ।ভরদুপুরে সংসারের কাজের ফাকে ফাঁকে গল্পটা শুনছিলাম। কি টানটান উত্তেজনা ,ভয়ও লাগছিলো । মীর সাহেব, you are great ❤❤❤৬.২৭.২০২৪ইং
ভালবাসা হল সবচেয়ে বড় তন্ত্র সবচেয়ে বড় জাদু ❤❤❤
ভোগ আর শোধের পর আবার আগমবাগীশের গল্প শুনতে পাবো সঙ্গে ভবতারন চ্যাটার্জী 😊😊
😮
"ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র সবচেয়ে বড় জাদু " - কৃষ্ণানন্দ আগামবাগীশ
আলাদাই fanbase এই মানুষ টার।
একদম ❤❤❤
'Love is the most twisted curse'
Gojo Saturo
Aspirant nki dada? 😊
Upse candidate naki vai?!,,,,,, amio same
@@haroprasadp hmmm
শুনেছিলাম when word stop saying
Music broke the silence
আমি মনে করি when word stop saying
Golpo mir ar thek broken the silent Ness
Just osadharon.....ro arom golpo chai kintu mir da
Thanks for the story ❤
একটা পুরোনো মন্দির এর এত ভয়ংকর রহস্য নিয়ে, সাহিত্য রচনা সাহিত্যিক এর.. awesome 👍 🙏 🎉 🙏 "কাউরী বুড়ির মন্দির" এর মধ্যে এমন খটখটে শুষ্ক রুক্ষ কন্ঠস্বরের মহিলা অসাধারণ.. 👍 👍 👍 আড়াইশো বছরের 'পুষ্প গোলক',, 😮😮!?? গপ্পো শুনতে শুনতে স্তব্ধ হয়ে যাচ্ছি মীর আফসার আলী.. 🙄🙄🙏 ❤️ 🙏
এ ভীষণ মুশকিল এদিকে এত সুন্দর গল্প আবার ওদিকে ভারত-বাংলাদেশ ম্যাচ!!! কী মহা মুশকিল😢😢😢
সত্যিইই ধর্মসংকট.. 😅
শেষ 10 মিনিট মনে হলো শ্বাসরুদ্ধ হয়ে যাবে !!! অভিক দা kudos to you ,, বাকি পার্ট গুলো র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ।
অভিক সরকার এর গল্প গুলো তো এমনি তেই অনবদ্য। “ভালবাসা হলো সব থেকে বড় তন্ত্র, সব থেকে বড় জাদু”....আর স্যার যেভাবে উপস্থাপনা করেছেন মন কেড়ে নিয়েছেন। এই গল্পটি পড়েছিলাম সেই সময় এর আনন্দ যেন আবার ফিরে পেলাম।......❤অপেক্ষায় রইলাম পরবর্তী পার্ট এর জন্য।.......একটি এইরূপ গল্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ❤🎉😊
নু নু
ছোট থেকে শুনেছি যারা সঙ্গীতশিল্পী হন তাদের গলায় নাকি
দেবী সরস্বতীর বাস।
আমি যখনই তোমার গল্প শুনি
মীরদা আমি সব সময় ভাবি তোমার গলায় না জানি কিসের বাস।
তোমার বলার মুগ্ধতায়
সবকিছু যারা চোখের সামনে ভেসে ওঠে।
ভগবান করুন তুমি সব সময় সুস্থ থাকো ভালো থাকো ।
আর তোমার সুন্দর গলায় আমাদের আরো সুন্দর সুন্দর গল্পের উপহার দাও।
আমাদের বাঙালিদের আলাদা করে ঘুমের জন্য কোনো ঔষধ লাগে না , sunday suspense & গল্প মীরের ঠেক আমাদের perfect sleeping pill .
Thank you captain & all your team members ❤ ✨
Amezing ❤❤
Exactly same pinch 😊
হা ❤একদম ঠিক বলেছেন😅
Exactly said
একদম ঠিক পারফেক্ট স্লিপিং পিল❤️
"Mir, Deep, Ayantika" ai line ta dekhe 1sce ar jonno monta khusi te vore gelo...🥺🥺🥺🥺🥺🥺
Basu 🙁
Hmmm tai to bollam 1sce ar jonno 😉😀
Deep Basu o darun,,seta to bolunnn
আজ অম্বুবাচী শুরু। ভালো দিনেই গল্প শোনাচ্ছেন, theme মিলে গেছে।🎉
শুনতে একটু দেরি হয়ে গেল,আজ শুনলাম। The Conjuring দেখেও এত শিহরণ জাগেনি। শুধুমাত্র গলার স্বর দিয়ে মানুষকে এভাবে আচ্ছন্ন করা যায় তা বোধহয় শুধুমাত্র আপনার পক্ষেই সম্ভব। প্রতিবারের মত আবার বলব "মহারাজা মীর তোমারে সেলাম"🙏
অভিক সরকার ❤ মানেই হার কাঁপানো " ভোগ" গল্প টি যেন মস্তিক জুড়ে খেলা শুরু করে দেই। " দাইদা বাবু মার ভোগ তৈরী,মা ডামরি তৈরী ভোগ খেয়েছেন " । বৃষ্টির অপেক্ষাতে রোজ মন ভেঙে যাচ্ছে,কিন্তু প্রতি শনি বার আমাদের নিরাশ করেনা "গপ্প মীরের ঠেক" থ্যাংক ইউ মীরদা ❤❤❤❤ অনেক অনেক ভালোবাসা।
😊😊😊😊❤❤❤❤
Madhuri from Burdwan
Dhekhechi tomai tumi ase chile Nilpur jubo utsab e...
Tobe tomake thank you ato Sundar kore golpo gulo amader jonno toiri koro....
Sei kobe theke j tomake sunchi mone nei...
Tobe golpo manei tomar voice chara kichu mathai ase na....amar full family tomar fan....
Golper surute chatujje mosai er biboron sune tarini khuro r taranath tantrik er combined rup pelam
@ দাদা আজকের শনিবার টা আরো ১০০০০ গুন স্পেশাল হয়ে গেলো তোমার রিপ্লাই পেয়ে 🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ @@realmir
@@realmir eta ki Sunday Suspense er Deep voice diyeche?
সাহিত্যের মতো মর্মস্পর্শী আর কিছুই নেই , সেই সাহিত্যে যেন আপনার সাবলীল কন্ঠস্বর প্রাণ প্রতিষ্ঠা করে .....আপনার কণ্ঠস্বের কি জাদু আছে ? আমি মুগ্ধ!
Mir sir , আপনি নিজেই নিজের তুলনা ....
অনেক ধন্যবাদ আমাদের অসামান্য গল্প উপহার দেয়ার জন্য ❤
থ্যাংক ইউ ❤❤❤❤। তোমাদের ভালোবাসাতেই তো সাহস পাই নতুন নতুন গপ্পো শোনানোর ❤❤
@@realmir Aaronnakta kobe pabo
Please bolben
মীর দা তুমি এবং তোমার পুরো টিম কে জানাই আমার তরফ থেকে- জিও গল্প মীরের ঠেক । কাউরি বুড়ির মন্দিরের প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে চোখের সামনে জ্বল জ্বল করছিল- বেশ গা ছমছম করছিল কাল রাত একটা র সময় যখন শুনছিলাম। অপূর্ব উপস্থাপনা ❤❤❤❤ জবাব নেই প্রথম পর্বের, আজ শুনবো দ্বিতীয় পর্ব । জানি আজকে ও সমান ভাললাগায় ভেসে যাবো ❤❤❤❤❤❤
Kontho obhinoye uttam kumar mir...tomar e kontho kono din na miss korte hoy ....God gifted...love you mir...🙏🏽💝👌👌👌👌👌👌👌👌👌
থ্যাংক ইউ ❤❤❤
আমি কোনদিনই আপনার কোনো রকম ভূত এর গল্পের ভয় পাইনি কিন্তু এই প্রথম গাটা ছমছম করছিল ,,,,, অসাধারন গল্প ❤❤❤❤
Kauriburir Mandir - got goosebumps while listening to it. It's one of my favourite audio stories on this channel, along with Wool-er Knata.
ক্ষুরধার লেখনী, মনমুগ্ধকর ভাষ্য। এ যেন জীবন্ত কিংবদন্তী। 🔥❤
Avik Sarkar "ভোগ" ও "শোধ" শুনেছি আজ 'কাউরী বুড়ির মন্দির' শুনলাম
"খোঁড়া ভৈরবীর মাঠ" ও "রক্ত ফলক" শুনতে চাই
@মীর
Amio shunte chai ❤dada
Amiyo sunte chai
Rokto folok kora jabe na
@@Electrobuzz17 18+ warning dia dila hoba
Amio sunte chai
সত্যি এখন বাজে 2:10 part 1 সবে মাত্র শেষ করলাম । অনবদ্য উপস্থাপনা 💐💐।
মাঝে মাঝে শরীর শিউরে উঠছিল । সত্যি মীর স্যার এরকম একটা গল্পের নিবেদনের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার TEAM কে। আর অতুলনীয় লেখকের কলমে ফুটে উঠেছে অভাবনীয় গল্পের চিত্র । পরের অংশের জন্য খুব ই কৌতুহলী হয়ে থাকলাম। ধন্যবাদ 🙏🙏
সব কিছু ছাড়িয়ে সত্যি এই মুহুর্তে দাঁড়িয়ে "গপ্পো মীরের ঠেক" আমার কাছে এফেকশন আর এডিকেশন দুটোই। কাউরিবুড়ির মন্দিরে গল্পের ২ টি পার্ট- এ অসাধারণ সকলে। ❤❤❤❤- এটা "গপ্পো মীরের ঠেক" এর জন্য। আর🙏🙏🙏🙏প্রতিজন গুণী শিল্পী ও মীর দা আপনার জন্য।
এই উপন্যাস টা প্রথমে horrorscope channel এ শুনেছি, তারপর পড়েছি, এইবার এখানে শুনব এবার ❤, গল্পটা এতটাই আকর্ষণীয় 😊
❤❤❤❤❤
তুলনা করা ঠিক নয়, তবে প্রথম পর্ব শোনার পর মনে হচ্ছে
অন্য চ্যানেলে আগে না শুনলে বোধহয় আরও ভালো হত, আরও উপভোগ করতে পারতাম।
অসাধারণ !! গা ছমছমে অনুভূতি ..
এত সুন্দর প্রতিস্থাপন শুধু মীর দার দ্বারা সম্ভব ❤❤
10 mas age Horror scope e ei golpo ta sunechilam. Mon vore gechilo. Ekhono jano sihoron jege othe mone korle. Ebar eta sonar pala. ❤❤❤❤❤
"প্রেতযক্ষ ও অন্যান্য"বইটি কিনেছিলাম 5 মাস আগে।।।সব কটি গল্পের মদ্ধ্যে কাউরিবুড়ির মন্দির গল্প টি খুব ভালো লেগেছিল পড়ে।।।আজ গপ্পো মীর এর ঠেক এ শুনবো কি যে আনন্দ হচ্ছে ভাষায় বোঝানো যাবে না।।Thank you Mir sir ...❤❤
এরকম গা ছমছমে গল্প বহুদিন শোনা হয় না। অসাধারণ বললেও কম বলা হবে। যেমন অনবদ্য গল্প তেমনি অসাধারণ উপস্থাপনা।
❤❤❤❤
একে বলে গল্পঃ। অসাধারণ লেখা আর তার থেকেও অসাধারণ গল্পঃ বলার ধরন। উফফফফ জাস্ট ফাটাফাটি 👍👍👍👍
অসাধারণ উপস্থাপন। অভীক সরকার আমার অন্যতম প্রিয় লেখক। যবে থেকে শুনেছি ঠেকে কাউরীবুড়ির মন্দির আসবে তবে থেকে আগ্রহের বসে আছি কবে শুনব সেই উপস্থাপনা। আজ অপেক্ষা পূর্ন হল। যা ভেবেছিলাম তার থেকে শত সহস্র গুনে ভালো। যেমন পোস্টার তেমন মিউজিক আর সকলের পারফরম্যান্স নিয়ে কিছু বলার নেই বিশেষ করে অয়ন্তিকা ম্যাম গোধূলি ম্যাম আর পাপিয়া ম্যাম আর সোমা ম্যাম অতুলনীয় আর তোমার সম্পর্কে কি বলব ক্যাপ্টেন তুমি অসাধারণ। সব মিলিয়ে দ্বিতীয় পর্ব শোনার অপেক্ষায় রইলাম।
অসাধারন রোমাঞ্চকর গায়ে কাঁটা দিয়ে উঠছে বার বার মীর দা আপনাকে স্যালুট 🫡
Best story so far 🥰
To be honest অপু-দুর্গা, শ্রীকান্ত এরকম গল্পগুলোর উপস্থাপনা খুব সুন্দর লাগলেও নতুন একটা গল্প শোনার সেই excitement থাকে না; কারণ story গুলো already জানা। এই গল্পটা অপূর্ব লাগলো..
story + presentation সবটাই ১০/১০ 👌
গল্পটা এইমাত্র শুনলাম। গল্প অসাধারণ, উপস্থাপনাও এত সুন্দর যে মাঝে মাঝে ভুলেই যাচ্ছিলাম এটা গল্প। মাধুরীর চরিত্রটি অসাধারণ লেগেছে। একটি মেয়ের মানসিক যন্ত্রণা শুধু মাত্র শব্দের মাধ্যমে যেভাবে ফুটে উঠেছে, আমার নিজেরই চোখে জল চলে এসেছিল। দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম।
অসাধারণ ভয়ঙ্কর বাস্তব গল্প যেটা আমাদের বাস্তব সমাজের মধ্যে নিত্যদিন ঘটেই চলেছে। অপূর্বভাবে বাস্তব গল্পটা উপস্থাপনা করলে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তোমাদের সবাইকে মীর দা, এরকম ভাবে ভূতের ভয়ের গল্পের মাধ্যমে আমাদের জীবনের মর্মান্তিক বাস্তব সত্যগুলো সবার সামনে অসাধারণভাবে তুলে ধরার জন্য যদি এর দ্বারা কিছু মানুষের ঘুমন্ত চেতনা জাগ্রত হয়। সবাই ভালো থেকো ও সাবধানে থেকো। 🙏❤️🌹💖
একটা অসাধারণ হাঁড় কাঁপানো রোমাঞ্চকর কর গল্প শুনছি আজ মীর দা তোমার টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই মীর দা গল্পটা আমাদের সামনে উপস্থাপন করা জন্য ❤❤❤❤
কেমন লাগলো জানিও কিন্তু...❤
@@realmir এক কথায় অসাধারণ লাগলো গল্পটা 💕💕
@realmir খুভ সুন্দর🥰❤
@@realmir nice and horror story
আগের দিন কমেন্ট করেছিলাম ' আমাদের শহরে বৃষ্টি নেমে আসার আগে গপ্প মীরের ঠেকে শার্লক হোমস এসে গেছে। আজ বৃষ্টি শুরু হয়েছে আর এরম হাড় কাঁপানো গপ্প জমে যাবে পুরো 🥶💙
গল্প বলিয়ে আনন্দ, গলা ছমছম করা যদি একটা আর্ট হয় তাহলে গপ্পো মীরের ঠেক সেই আর্টের ডিপোঁ। মীরদা তুমি গুরু সেরা। গল্পের চরিত্র আর ঘটনা গুলো চোখ বন্ধ করে মনে হয় জীবন্ত। আর এটা গল্প মীরের জন্য। অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল বাংলাদেশের এই ভক্ত অনুরাগীর পক্ষ থেকে।
আমি তো আনন্দে আত্মহারা...এই গল্পটার জন্য অনেকদিন অপেক্ষায় ছিলাম...আজ ইচ্ছে পূরণ হয়েছে..ক্যাপ্টেন তুমি সব শ্রোতাদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছো...❤❤❤
❤❤❤❤❤❤
"ধন্যবাদ" শব্দটি অনেক ছোট তোমার সামনে,,,,❤ ,,,,, কি বলে তোমায় কৃতজ্ঞতা জনাব জানি না,,, তোমার দক্ষ হাতে আর মধুর কন্ঠে গল্পঃ গুলো প্রাণ পায় । প্রতিটা চরিত্র জীবন্ত হয়ে ওঠে শ্রোতাদের চোখের সামনে ,,,, তোমার এই অপরিচিত ছোট্ট বোনটির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো ❤
তুমিও অনেক অনেক ভালোবাসা নিও ❤❤❤
অদ্ভুত রোমাঞ্চ জাগানো এক গল্প । যা শুনতে শুনতে গা ছম ছম করে ওঠে । দারুন অসাধারণ মীর দা❤❤❤। 2009 সাল থেকে গল্প যাত্রার পর্ব থেকেই শুনে আসছি আপনাকে , বার বার মুগ্ধ হয়ে যায় ।
নমস্কার দাদা,
আমার প্রায় বেশিরভাগ বন্ধুরাই তোমার গল্পগুলি শুনতে বেশ ভালো বাসে । তারাই আমাকে সাজেস্ট করে তোমার গল্প গুলি শোনার জন্যে , তখন থেকে আজ আজ পর্যন্ত তোমার প্রায় প্রত্যেকটি গল্পই শুনেছি।
প্রায় কয়েকটি গল্প শোনার পর মনে একটা কথাই এসেছে, "দারুন!!" ❤❤️
বর্তমানে আমি তোমার একজন বড় ভক্ত দাদা,,, 💫
সত্যিই অসাধারণ। যা ভাষায় প্রকাশ করা যায় না।
আর সর্বোপরি মীর দার গলা আরও বেশি রোমাঞ্চকর করে তোলে।
ধন্যবাদ মীর দা সব সময় এত সব সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।
অভীক দা আর মীর দার তুলনা হয় না। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্ব আরো ভালো হবে।২ ঘন্টা কি করে যে কেটে গেল বুঝতে পারলাম না। সত্যি অসাধারণ। (মুর্শিদাবাদ+জিয়াগন )থেকে শুনছি লাম।
Duration- 2:33:07
Uff jome jabe raat ta 🤩🤩🤩
সত্যি দারুন দারুন গল্প উপভোজ করছি এই বছরে ❤
আমি গপ্পো মীর এর ঠেক-এর শ্রোতা হয়ে নিজেকে অনেক লাভোমান মনে করি।
অনেক ভালোবাসা গপ্পো মীরের সবাই কে।❤
Rat 3 te baje ar 1 ghonta por sokal hobe kintu asubidha ta hole ay sobe 1st part sunlam porar part ta sunte khub eicha korche kintu gumate hobe akhon. Love you mir da 💕❤️
অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অনেক অনেক ধন্যবাদ মীরদা ❤️❤️❤️❤️ “গপ্পো মীর এর ঠেক” শোনা এখন নেশার মতো হয়ে গেছে।
Taranath + Tarinikhuro + Boroda mile ei goppor..... inspiration
Mir kaku , 4 din r moddhe 5 lakh+ views. Fatafati record.🎉
Finally ,গপ্পো মিরের ঠেকে দীপ স্যার", CONGRATS sir 💙
What a combination ...! What a duo 💚...! Captain MIR ❤ DEEP sir....💜
A new era begins at " গপ্পো মিরের ঠেক "
Itz not mirchi deep.
@@gamingwithace1k Really....! Maine abhi dekha nehi....just description dekh kar kah diya tha....! However, I was wrong....SORRY yarrr.....!
ভীষন ভালো একটি গল্প 😊
প্রথম পর্ব এটা
তাই ভাবছি সামনের শনিবার কখন আসবে
এতো সুন্দর ভাবে গল্প উপস্থাপনা করার জন্য অশেষ ধন্যবাদ মীর দা ❤😊😊
অপেক্ষায় রইলাম আগামী শনিবার এর জন্য😊❤️🙏
ভালোবাসা নিও ❤️🙏🙏
থ্যাংক ইউ ❤❤❤
কাউরী বুড়ির মন্দির প্রথম পর্ব খুব ভালো লেগেছে দ্বিতীয় পর্ব শোনার অপেক্ষায় রইলাম ।👌❤
একদম ঠিক ঠাক দিনে গপ্পোটা শুনব ❤❤
আর নতুন করে কি বলব মীরদা, প্রতি সপ্তাহে যে ভাবে surprise দিয়ে চলেছ তাতে খুশির অন্ত নেই, আর আজকের গপ্পোটার জন্য কম বায়না করিনি 😅😅 যাই হোক এই আবদারটা যে পুরন হচ্ছে তার জন্য অনেক অনেক Thank you গো ❤❤❤❤❤❤
খেলা ছেড়ে গল্প শুনছি, এটা তোমার প্রতি ভালোবাসা ক্যাপ্টেন... গল্পে ঝড়ে রক্ত - মীরদার ভক্ত🤭❤️
উফফফফ... কী যে বলি... থ্যাংক ইউ ❤❤❤❤
@@realmir 😭😭😭😭 তুমি তোমার ভক্ত দের সবসময় মন জয় করে নেও এত সুন্দর গল্পগুলো আমাদের কাছে পৌঁছে দিয়ে ❤️❤️❤️❤️
পুরো সপ্তাহ অপেক্ষা করে থাকি শনিবার রাতের অপেক্ষায়। ঐ সময়টা শুধু নিজের মানসিক শান্তির।❤❤❤❤ এই ঠেকে আসা শুধুমাত্র গল্প শোনার খিদে মেটানোর জন্য। অসংখ্য ধন্যবাদ মীরদা । Support from hooghly
আজ অম্বুবাচীর দিন এই গল্পটা নিয়ে আসার ব্যাপারটি কিন্তুু দারুন। আমাদের ঠেক এই কারনেই সবথেকে আলাদা আর অনন্য।
এটা একেবারেই 'কাক'তালীয়..
এটা আমিও ভেবেছি
Amar bari tinsukia district ar ledo coll queen Akbar aso real vhut dakhabo
Darun darun kono kotha hobe na😮
@@realmiraami Jani. Tumi ponjika dekhee gopoo bolbe nah😂 tahole taranath tantriker series gulo proti omaboshyaee beruto 😂😂😂
Mir da just bole bojhate parbo na j ki darun laglo। Raat e shonar por gaa chom chom korchilo bishshash Koro।😮😮😮❤❤❤❤
অসাধারণ উপস্থাপনা। এক একটা দিন সুন্দর থেকে সুন্দরতর হয়ে ওঠে গল্প শুনে শুনে। কত একাকীত্ব দূর হয়, কত সময় কেটে যায়, কত দূর রাস্তা ট্রাভেল করতে করতে গল্প শুনে রাস্তা গুলো মনে হয় এই এত শিগগির কেটে গেলো ? বাবা ! লিখে সবটা বোঝানো যায়না। সারাদিনের ক্লান্তি দুর করতে মীর দা এবং টিম এর গলার আওয়াজই কাফি! আপনারা সকলে ভালো থাকুন, সপরিবারে সুস্থ থাকুন। আমাদের এমনি সুন্দর সময় ও গল্প উপহার দিতে থাকুন। 🙏❤️
ভালো থাকার উপায় খুঁজছি🙃
উপকারী কে বাঘে খায় 🤷
পাসিং শো এবং চারমিনার টা বড়ই প্রিয় 🚬
একাকী থাকতে অভ্যস্ত🍁
শ্রীকান্তের মতো ভবঘুরে 😌
সাহিত্যে আসক্ত🍁❤️
❤ ভালো লিখেছেন 😊
খুব পছন্দের একটা গল্প থ্যাংক ইউ স্যার গল্পটি উপহার দেওয়ার জন্য ❤❤❤❤😊
❤❤❤❤❤❤❤
❤️❤️😍😍
উপন্যাসটি এক বন্ধুর থেকে চেয়ে পড়েছিলাম। অভিকবাবুর শক্তিশালী কলমে সৃষ্ট কাহিনিটি সত্যিই পাঠকের রক্ত হিম করে দেয়। 'গপ্পো মীরের ঠেকে' চ্যানেল অপূর্ব সুন্দর ভাবে উপস্থাপনা করল গল্পটির। প্রথম পর্ব শোনা হয়ে গিয়েছে। এবার পরের পর্বে যাই।
পুরোটা cinema r মতো চোখের সামনে ঘটে যাচ্ছে মনে হল।❤
অসাধারণ লাগলো । সকলের গল্পপাঠ অনবদ্য। কাউরীবুড়ির মন্দিরে যাওয়ার সময় মীর স্যার আপনার গল্পপাঠ, মাধুরীর বরকে ছেড়ে আসার কারণ বর্ননা অসাধারণ লেগেছে। আর গল্পে শেষের ছায়ার ব্যাপারটা রোমোহর্ষক। রাত ২ টো অব্দি এই গল্প শুনে আমি আর বিছানা ছেড়ে নামতে পারছিলাম না 😅
এই রে ☠️☠️☠️
@@realmir 😅
সত্যিই অসাধারণ। গল্পটা শুনতে শুনতে এক সময় মনে হচ্ছিল গল্পের মধ্যেই আমি হাঁটছি ঘটনা গুলো চোখের সামনে ঘটতে দেখছি। প্রকৃত সাহিত্যের মজা একমাত্র তখনই অনুভব করা যায় যখন নিজেকে সেই সাহিত্যের মধ্যেই একজন নির্বাক চরিত্র হিসেবে আবিষ্কার করা যায়।
"অভীক সরকার" নামটিকে সেইদিন ই মনে গেঁথে রেখেছিলাম যেদিন প্রথম "ভোগ" গল্পটি শুনেছিলাম..... আজ আবারও সেই লেখকের "কাউরী বুড়ির মন্দির" মন ছুঁয়ে গেলো ❤
❤❤❤❤❤❤
Emaa... Naa naa hoyto dekhte paini tai reply kora hoyni 😅@@GoraGhosh-ri21
Uff eii galpo ta tao abar gappo mir..... weekend puro jome jabe ......aarai ghantar janno nishchinto...... aar ki chai ...gappo mir er thekache jakhon ....bhoy o pabo snar sunboo ....ki ek amogh akorshon ❤️❤️
রাতের বেলা শুয়ে শুয়ে গল্প টা শুনছিলাম,গায়ের লোম সব খাঁড়া হয়ে গেলো কি অসাধারণ গল্প লেখেন অভীক সরকার দুর্দান্ত।
গপ্পো Mir এর ঠেক এর team কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য,সত্যি খুব ভয় পেলাম😂🥲
একটা অসাধারণ হাঁড় কাঁপানো রোমাঞ্চকর গল্প শুনতে চলেছি আমরা সবাই অনেক অনেক ধন্যবাদ টিম মেয়ের আফসার আলীকে 🎉❤😊
অভিক সরকারের গল্প মীরের কণ্ঠ এ যেন এক অনবদ্য সুন্দর এবং ভয়ঙ্কর
ua-cam.com/video/D7NGCd3OTTo/v-deo.htmlsi=HDiLO_Z109CGV9E6
Duration 2:23:07 😮
So exited ❤
Ha excited valo bt eta already dewa achhe Horror Scope Official YT channel e ❤❤❤
Bt ekhane shona mane Mir Ayantika etc ❤
@@AnkurSikder-qm9sh Horror scope thekei sunun. Oder ta original..puro uncut story. R sei level er koreche ora.
@@AnkurSikder-qm9shjni but ami suni ne karon oi sob chanel gulo te music voice ovar valo na aj prothom valo vabe sunbo 😃😃
Jara age thakte sune niye che tader jonno kosto hoche 🤣🤣🤣
@@subhajitpal8928 eita better
ua-cam.com/video/D7NGCd3OTTo/v-deo.htmlsi=HDiLO_Z109CGV9E6
মীরদা আপনার গলার স্বর গল্পে একটা আলাদা মাত্রা যোগ করে। দারুণ হচ্ছে ,পরের অধ্যায়ের আপেক্ষায় রইলাম 🙏
Wow what a surprise deep Basu is here I want to see in your live stream🎉🎉❤❤
Sotty amio obak...Time ta bolun n kothay onar voice ta ache?
Sotty e eksathe evabe peye Darun lagche
আজ আমবাবতি আর আজ এই গপ্পো টা ধন্যবাদ আপনাকে ও আপনার টিমকে ❤❤❤❤
অম্বুবাচী 🙄🙄🙄
@@realmir আমরা আমাদের গ্রামের ভাষা তে ওটাকে আমবাবতি বলি😊☺ আমাদের গ্রামের অম্বুবাচী কে আমবাবতি বলা হয়। আমার বাঁকুড়া জেলায় বাড়ি।
হো বঠে একদম ঠিক কইছে খুড়া!!! মেদিনীপুর থেকে
@@ssmallvlogs1308 হাঁ খুঁড়া বল রে গল্পঃ টা কেমন লাগলো শুনতে।
স্যার কে একটা ধন্যবাদ তো দে বটে ।
খুড়া একটা রিপ্লাই করে দে বটে।
তাহলে দমে খুশি হবে বটে 😂😂😂
এগুলো কি bankri ভাষা??
মন্ত্র মুগ্ধের মতো শুনতে শুনতে শরীর টা কেঁপে উঠল, চোখের সামনে যেন ভেসে উঠল❤
Kauri burir mondir horrorscope e sunechi ora durdanto koreche❤, dekhi mir da kmn koren
Amio shunechi
আজ আমার এখানে বৃষ্টি হয়েছে ঠান্ডা পরিবেশ তারমধ্যে এতো সুন্দর গল্প। কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। ❤❤❤
❤❤❤❤❤
স্যার আমি ধন্য আপনার রিপ্লে পেয়ে। এটা আমার জীবনে অনেক বড়ো অ্যাচিভমেন্ট। শনিবারটা অনেক স্পেশাল করে দিলেন।এই পরিবারের নিয়মিত শ্রোতা আমি । ধন্যবাদ স্যার ❤❤❤❤
সেই keypad mobile এ রেডিও তে sunday suspense থেকে শুরু করে আজ yt তে mir sir এর অসাধারণ goppo এর thaek সব মিলিয়ে অপূর্ব thank you mir sir ও তাঁর team কে.❤❤
Uff ki sundor,, amar sorir puro jome geche😮
সেকেন্ড আর লাস্ট পার্ট কিন্তু এসে গেছে
Duration 2:23:07
Amazing ❤
যদিও এই গল্পটি অন্য একটি চ্যানেলে শোনা হয়ে গেছে তবুও আপনার গলায় শোনার উত্তেজনাই আলাদা 🥰🥰🥰
হরারস্কোপ অডিও স্টোরিজ চ্যানেলে এই গল্পটা আমি আগেও শুনেছি। সেই পরিবেশনাটা দুর্দান্ত ছিল, আর আপনার প্রতিস্থাপনা টাও ভালো লাগলো।
ঠিক বলেছেন
It's Cordyceps militaris,local name keedajodi. It has a saffronbhue .I'm an agriculture student and cultured it in a lab in Uttarakhand .
প্রথম পর্ব দারুন লেগেছে। আর দ্বিতীয় পর্বও ভীষণ ভালো লাগলো। ভাবা যায় না কি অসাধারন উপস্থাপনা। প্রত্যেকের অভিনয় অপূর্ব। আবারও বলছি মীর দা আর তার টীম সর্বোপরি #goppomirerthek জিন্দাবাদ।❤❤❤
এরপর অভীক সরকারের লেখা "কালিয়া মাসান" গল্পটি শোনার অপেক্ষায় রইলাম
me too
Ektu spoiler chara bolen golpo ta ki context
Me too
@@7SujoyManna ছাই মানুষের গল্প 😊