শরীর জাগে শরীরের নিয়মে মন যদি না জাগে। অনেক বড় একটি শিক্ষা রয়েছে উক্তিটির মধ্যে। চন্সল চৌধুরী জাত অভিনেতা। প্রসেনজিৎ র কথা আলাদা করে বলার কিছুই না। আমরা গর্বিত কুষ্টিয়ান।
জি ইনশাআল্লাহ আমি জামাতের সাথে পাঁচ ওক্ত নামাজ পরি, এবং গুনাহে থেকে বেচে থাকার চেষ্টা করছি, এবং অন্যকেও গুনা থেকে বেচে থাকাত আহবান করছি। এখ বাকিটা আল্লাহ তালা র ইচ্ছা।। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি এই ছবিটা দেখেছি কেনো,আমি এই ছবিটা খুজে কিছু আংশ দেখেছি তার কারন হলো।এই ছবিতে কতযে সিরক আছে এই গুলো থেকে মানুষকে সতর্ক করার জন্য, আমাদের দেশে বাউল শিল্পীরা মনে করে তারা আল্লাহর অলি তারা সাধারণ মুসলমানদের ইসলাম থেকে বিমুখ করে দিচ্ছে,তাই বাউল শিল্পদের থেকে দূরে থাকুন
এক কথায় অসাধারণ। এরকম কালজয়ী চলচ্চিত্র সারাজীবন অটুট থাকবে। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই "মনের মানুষ" চলচ্চিত্র পরিচালক, প্রসেনজিৎ, চঞ্চল চৌধুরী ও পুরো টিমের সদস্যদের কে।
সত্যিই অনেক অসাধারণ। এসব ছবিই আমাদের ভেদাভেদ ভুলাবে এবং লালন শাইজি কে চিনতে সাহায্য করবে৷ অনেক দিন ধরেই ভাবছি ছবিটা দেখবো দেখবো কিন্তু সময় করে আর দেখা হয়না৷ অবশেষে আজকে দেখেই ফেললাম। মানবজাতিকে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে৷ ধন্যবাদ সবাইকে এইরকম একটা ছবি উপহার দেওয়ার জন্য
স্যার বাউল দর্শন পড়তে গিয়ে দেখে আমরা কেউ বাউল সম্পর্কে কিছু জানি না আর যাও জানি ভুল।পরে স্যার পরের দিনের পড়া দিয়েছিলেন"মনের মানুষ"মুভিটা দেখবা।স্যারের কথায় দেখলাম আর বাউল সম্পর্কে লালন সাঁই সম্পর্কে যে ভুল ধারণা ছিল সেটা ভেঙে গেল।অসাধারণ তৈরী❤️অনেক ধন্যবাদ
সবার উপর মানুষ সত্য 🌺তাহার উপর কেহ নাই। লালন ফকির তার সবথেকে বড় উদাহরন। অসংখ্য ধন্যবাদ দুই বঙ্গের মানুষকে, লালনের আর্তনাদ ভরা জীবনী-কে এত সুন্দর করে চিত্রায়ন করে উপস্থাপন করার জন্য। অজস্র ভালোবাসা রইল সবার জন্য ভারতের বঙ্গ থেকে❤❤
অসাধারণ একটা সিনেমা... শাহজাদ ফিরদৌসদা এই সিনেমার স্ক্রিপ্ট লিখেছিলেন। কি কঠিন পরিশ্রম করে তিনি স্ক্রিপ্টটা তৈরি করেছিলেন। সেই সময় তার সাথে একবার দেখা হয়েছিল । তখন ফিরদৌস দা ছোট্ট একটা ভাড়া বাড়িতে থাকতেন। ল কলেজ এর কাছে... কত কথা মনে পড়ে যায়।
প্রথম মুভিটা দেখছিলাম নবীনগর সেনা-অডিটোরিয়ামে।এতো বছর পরে আজকে দেখলাম ইউটিউবে।। বাউল সাধকদের যে উপদেশ, শিক্ষা, জীবনী, তা দেখে মনটা আমার পবিত্রতায় ভরে গেছে।।
একটা সেকেন্ড এর জন্যেও চোখ ফেরাই নি, না জানি কিছু মিস হয়ে যায়,দুইবার ছবিটা দেখলাম। কী অসাধারণ গল্প আর চমৎকার অভিনয়, প্রসেনজিৎ,বেষ্ট , আর চঞ্চল চৌধুরীর কথা কী বলবো তিনি আমাদের বাংলাদেশের রত্ন, আমার প্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী। তিনি আসলেই একটা ব্ল্যাক ডায়মন্ড, ভালো লাগে উনার অভিনয়, তারপর আছেন চম্পা ম্যাডাম,রাইসুল ইসলাম আসাদ, সবাই অসাধারণ কাজ করেছে,আফসোস হচ্ছে এতো সুন্দর একটা সিনেমা আরও আগে কেনো দেখলাম না😞😞😭দেখলাম ১২-২-২০২১সালে এসে।
আজ 16 ই অক্টোবর 2021 সাল রাত দুইটা বাজে। ছবিটা দেখে ভালো লাগলো। বিশেষ করে এই ছবির স্বর্ণাক্ষর এর গানগুলো নিশিতে হৃদয়টাকে শীতল করে দিল। কি অসাধারণ গানের সৃষ্টি লালন ফকিরের।
যখন আমি ক্লাস সিক্সে পড়ি 2010 সাল তখন মুভিটা প্রথম দেখেছিলাম। এবং 2021 সালে এসেও আবারো দেখলাম। পঞ্চাশ সালে আমাদের পরবর্তী প্রজন্মের ও দেখবে কিন্তু কখনো পুরানো হবে না।
"হে গুরু... যে পথ ধরে চললে ঈশ্বরের সেই শুদ্ধ ভজনা মেলে...যে পথ ধরে চললে আত্মার পবিত্রতা চলে আসে...." এমন একটা পথের সহজ সরল রূপের চিহ্ন রেখে গেলেন... সেই পথে পৌছালেই কেবলমাত্র একজন ভক্তের সেই গোপন বস্তুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়...."(আপনার চরণে আমার এ অধমের সহস্র কোটি প্রণাম) "
সত্যিই এক কথায় বলতে গেলে অসাধারণ একটা মুভি মনে একটা অন্য জগতে ছিলাম প্রতিটা কথা মন ছুঁয়ে যায় আসলে জাত ধর্ম বলে কিছু হয়না মানুষ হচ্ছে সবচেয়ে বড় ধর্ম এত সুন্দর হৃদয় ছুঁয়ে যাওয়া মুভি ১০০ বছর পর দেখলে ও নতুন ই মনে হবে প্রতিটা গান উক্তি মন ছুঁয়ে যায় এবং শিক্ষারও অনেক কিছু আছে এই মুভিতে দেখলেই বুঝা যায়
হয়তো আগে কোনোদিন এমন অনুভূতি হয়নি কোনো চলচ্চিত্র দেখার সময়, মুহুর্মুহু শিহরণ জেগে উঠছিল এ শরীরে। মিলন হবে কতো দিনে,আমার মনের মানুষের সনে? ❤❤❤ সাধু সাধু 🙌🙌
@@haydar4695 হে পথভ্রষ্ট অধম, ধর্ম-অধর্মের সঠিক মর্ম না বুঝেই জান্নাত-জাহান্নাম বিচার করে ফেললে? লালন সাঁই কে বুঝতে গেলে বোধশক্তি লাগে,সেটা তোমার আছে বলে মনে হয়না। যদি থাকতো, তাইলে এমন comment করতে না। তুমিও সঠিক পথ-প্রদর্শিত হও। শুভেচ্ছা রইল 💐।
1:00:18 সিনেমার দ্বিতীয় অংশের প্রবর্তন। কাহিনীতে চঞ্চলের প্রবেশ, জীবন দর্শনকে পরিপূর্ণতা দিয়েছে। 1:02:48 নদীর ঐ পারে ভদ্দোন নোকদের বাস, আর এই পারে তাগর হুকুম, হাকাম শাসন কিছুই নাই।👌
@sakina zakir kintu morality/noitikota ekta subjective jinish. Ekta jinish apnar kache manobik mone hocche, onno jon er kachey omanobik jodi mone hoy tahole ey ta te shongoti anbo kemne? Apne bolte paren na j apner perspective e ja ja achey shob e morally right bakiter ta bhul. 'Right', 'good' eshob er definition person to person vary korey. So emn to na j apni jeita right bhaben oitai shobar right bhabtey hobe?
আমার দেখা বেস্ট ছায়াছবি,,, এইরকম আরো ছবি কারো জানা থাকলে সাজেস্ট করুন প্লিজ প্লিজ প্লিজ।।।। "সবার উপরে মানুষ সত্য, তাঁহার উপরে নাই" জয় গুরু শাঁই,,, 🙏🙏🙏🙏
@@shamiulshamiul5220 সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে কিছু নাই,দয়া করে ধর্মের দোহাই দিয়ে মানুষকে ভুল পথে চালনা করবেন না,আপনিও হয়তো কোনো ভুল মৌলবির পাল্লায় পরে পরম সত্য কে ভয় পাচ্ছেন।তাই বলে সত্য কখনো মিথ্যে হয়ে যায় না।এক জন সত্তিকারের মৌলবি আমাদের আল্লাকে দর্শনের পথ দেখাবেন সে কখনো মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে না। সূষ্টি করতা আমাদের একি ভাবে সূষ্টি করেনি।তিনি যখন মানুষের মদ্ধে বিভেদ করেনি তাহলে আমরা (ভগবান,আল্লা,খ্রিষ্টের) নাম করে কেনো আমরা বিভেদ তৈরি করবো আমরা তো পরম দয়াময়- করুণাময় সূষ্টিকর্তার(ভগবান+আল্লা+খ্রিষ্টান+আন্যান্য)। আমরা সবাই মানুষ এটাই আমাদের ধর্ম। নিজেকে খোঁজো তোমার সূষ্টিকর্তার দর্শন পাবেন।
হারিয়ে গিয়েছিলাম। কী অসাধারণ কাহিনি চিত্রায়ন। বাস্তব কতো সহজ। অথচ কতো কঠিন করে বানিয়ে বেঁচে আছি। সত্যিই তো... এতো জাত ধর্ম আচার নিষ্ঠার উর্ধ্বে আমরা যে মানুষ... এই সত্যটাই আমরা ভূলে যাই। অসাধারন কল্পকথা.. অসাধারণ উপস্থাপন। ❤❤❤
Apnar moto ami
@@MasudRana-gb8fe 💚
শতদল কমলে কালার
আসন স্বর্ণ সিংহাসনে,
খেলছেন খেলা বিনোদ কালা
এই মানুষের তণ ভূবনে ।।
Tor গুদের কানি আংগুল দিয়ে রাখতেন
Iife is very dangerous
হারিয়ে গিয়েছিলাম। কী অসাধারণ কাহিনি চিত্রায়ন। বাস্তব কতো সহজ। অথচ কতো কঠিন করে বানিয়ে বেঁচে আছি। সত্যিই তো... এতো জাত ধর্ম আচার নিষ্ঠার উর্ধ্বে আমরা যে মানুষ... এই সত্যটাই আমরা ভূলে যাই। অসাধারন কল্পকথা.. অসাধারণ উপস্থাপন।
দেখতেছি....১৭/১০/২০২১
রোজ: রবিবার।
আগামী কয়েক বছর পর আবার দেখব এবং নিজের কমেন্টে এসে রিপ্লে/লাইক দেখব ♥♥♥
২০০০ সাল থেকে ২০৯৯ সালে ভিতরে কেউ যদি এই মুভি টি দেখে থাকেন তাঁরা একটু হাজিরা দিয়ে যাবেন
😁
২০২২
2.10.2022
2022
03.11.2022
প্রসঞ্জিতঃ- তুমি না বলছিলে পাগলের কোন জাত নাই?
চঞ্চল চৌধুরীঃ- হে হে হে হে😂
আমি যখন পাগল হই তখন থাকে না😎
শরীর জাগে শরীরের নিয়মে মন যদি না জাগে। অনেক বড় একটি শিক্ষা রয়েছে উক্তিটির মধ্যে। চন্সল চৌধুরী জাত অভিনেতা। প্রসেনজিৎ র কথা আলাদা করে বলার কিছুই না। আমরা গর্বিত কুষ্টিয়ান।
কুষ্টিয়ার ছেলে❤️
রাইট
আল্লহ কাছে এক মাত্র ধর্ম হলো ইসলাম, আর কোনো ধর্ম নেই।অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবেনা।মুসলমানদের অন্য কোনো ধর্ম কে বিসশাস করা যাবেনা।
@@rafiqulislamsohag Vaiya apni ki 5 wakto namaj kalam poren ?
জি ইনশাআল্লাহ আমি জামাতের সাথে পাঁচ ওক্ত নামাজ পরি, এবং গুনাহে থেকে বেচে থাকার চেষ্টা করছি, এবং অন্যকেও গুনা থেকে বেচে থাকাত আহবান করছি। এখ বাকিটা আল্লাহ তালা র ইচ্ছা।। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি এই ছবিটা দেখেছি কেনো,আমি এই ছবিটা খুজে কিছু আংশ দেখেছি তার কারন হলো।এই ছবিতে কতযে সিরক আছে এই গুলো থেকে মানুষকে সতর্ক করার জন্য, আমাদের দেশে বাউল শিল্পীরা মনে করে তারা আল্লাহর অলি তারা সাধারণ মুসলমানদের ইসলাম থেকে বিমুখ করে দিচ্ছে,তাই বাউল শিল্পদের থেকে দূরে থাকুন
"পাগলে পাগলে কাইজ্জা হয় না...।।।"
"শরীর জাগে শরীরের নিয়মে, মন যদি না জাগে....???"
- কি অসাধারন উক্তি।।।।।।
Good
@@mybanglavideo7682 ah all
Akdom
Are u nastik
Mon Jodi na jage soril jage ki kore ??
এক কথায় অসাধারণ। এরকম কালজয়ী চলচ্চিত্র সারাজীবন অটুট থাকবে। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই "মনের মানুষ" চলচ্চিত্র পরিচালক, প্রসেনজিৎ, চঞ্চল চৌধুরী ও পুরো টিমের সদস্যদের কে।
কমেন্ট করে গেলাম ২০ বছর পরে আমার ছেলে এসে দেখবে তার বাবা কি ধরনের লিজেন্ড দের নিয়ে ভাবতো, তাদের অনুসরণ করতো, মন ছুয়ে যাবার মতো একটা মুভি ❤️❤️❤️
অসাধারণ গল্প
মরদেহ নিয়ে অনন্ত ভ্রমণের শেষ কোথায়?
এই-মরদেহ নিয়ে জন্ম-মৃত্যুর জীবচক্রে আবদ্ধ হইয়া অনন্ত ভ্রমণের অধীন হইয়া থাকিতে মন নাহি চায়..!😭
সত্যিই অনেক অসাধারণ। এসব ছবিই আমাদের ভেদাভেদ ভুলাবে এবং লালন শাইজি কে চিনতে সাহায্য করবে৷ অনেক দিন ধরেই ভাবছি ছবিটা দেখবো দেখবো কিন্তু সময় করে আর দেখা হয়না৷ অবশেষে আজকে দেখেই ফেললাম।
মানবজাতিকে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে৷ ধন্যবাদ সবাইকে এইরকম একটা ছবি উপহার দেওয়ার জন্য
প্রসেনজিৎ বেস্ট।
বাট চঞ্চল চৌধুরী ও অসাধারণ একজন অভিনেতা 😍
osam move
❝শরীর জাগে শরীরের নিয়মে মন যদি না জাগে❞ শ্রেষ্ঠ উক্তি ছিল।❤️
এখন মনে হচ্ছে লাইফের দেখা শ্রেষ্ঠ বাংলা মুভি এইটাই🖤🌻
২৭-০৩-২০২১
👍👍👍
Nice
সহমত পোষণ করলাম
Amaro
আপনি ত ভালই বুঝেন
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ হযরত মুহাম্মদ (সাঃ) ] 🌹🌹🌹🌹
এখনো সময় অাছে মানুষ ভোজো
SallallahuAlaihiossallam,
বালের কমেন্ট মারাও
অসাধারণ হয়েছে 👌👌👌🙏🙏🙏❤️❤️❤️
স্যার বাউল দর্শন পড়তে গিয়ে দেখে আমরা কেউ বাউল সম্পর্কে কিছু জানি না আর যাও জানি ভুল।পরে স্যার পরের দিনের পড়া দিয়েছিলেন"মনের মানুষ"মুভিটা দেখবা।স্যারের কথায় দেখলাম আর বাউল সম্পর্কে লালন সাঁই সম্পর্কে যে ভুল ধারণা ছিল সেটা ভেঙে গেল।অসাধারণ তৈরী❤️অনেক ধন্যবাদ
১০০ বছর পর ও মানুষ এই ছবি খোজ করে দেখবে, মনটা ছুয়ে গেল।
🤖
মনের মানুষই তো মনের মানুষের খোঁজ করবে
ppp0p000
R8🌿
@@Apurba786 ঠ
সবার উপর মানুষ সত্য 🌺তাহার উপর কেহ নাই।
লালন ফকির তার সবথেকে বড় উদাহরন।
অসংখ্য ধন্যবাদ দুই বঙ্গের মানুষকে, লালনের আর্তনাদ ভরা জীবনী-কে এত সুন্দর করে চিত্রায়ন করে উপস্থাপন করার জন্য।
অজস্র ভালোবাসা রইল সবার জন্য ভারতের বঙ্গ থেকে❤❤
asole lalon bolbe ki o holo hindu ar hindu kokhno kuran k bissas korbe prosnoy asena jodi bissas korto tahole hindu manus gulo muslim hoto
প্রসেনজিৎ এর অভিনয় দেখে সিনেমা দেখতে শুরু করেছিলাম,কিন্তু সবার অভিনয় এত অসাধারণ। কারো সাথে কারো তুলনা হয়না।অসাধারণের উপর অসাধারণ ❤️❤️❤️❤️
অসাধারণ একটা মুভি তাই না দোস্ত
Hmm
ঐ
অসাধারণ একটি ছবি। ভীষণ ভালো লাগল। প্রসেনজিৎ এর মন-প্রাণ উজাড় করে করা অভিনয় সত্যিই চমৎকার।
Khub valo
12/08/22
শুক্রবার রাতে দেখছি।
11:20 pm
এক কথায় অসাধারণ ।
❤️❤️❤️
অসাধারণ একটা সিনেমা...
শাহজাদ ফিরদৌসদা এই সিনেমার স্ক্রিপ্ট লিখেছিলেন। কি কঠিন পরিশ্রম করে তিনি স্ক্রিপ্টটা তৈরি করেছিলেন। সেই সময় তার সাথে একবার দেখা হয়েছিল । তখন ফিরদৌস দা ছোট্ট একটা ভাড়া বাড়িতে থাকতেন। ল কলেজ এর কাছে...
কত কথা মনে পড়ে যায়।
আপনার গ্রামের বাড়ি কোথায় ??
২০১২ সাল সিলেট বোর্ডে ইতিহাস পরিক্ষায় মনের মানুষ মোভি নিয়ে একটা উদ্দীপক আসছিলো আর মনে মনে ভাবছিলাম মোভিটা দেখবো কোন একদিন, আর আজ দেখা হল ২০২০।
tnx
Eow
Wow
Wow
Ami 2021
এখানে সব লিজেন্ড অভিনেতা অভিনেত্রীদের মিলনমেলা যাদের সবার অভিনয় শৈল্পিক নিখুঁত 💜
প্রথম মুভিটা দেখছিলাম নবীনগর সেনা-অডিটোরিয়ামে।এতো বছর পরে আজকে দেখলাম ইউটিউবে।। বাউল সাধকদের যে উপদেশ, শিক্ষা, জীবনী, তা দেখে মনটা আমার পবিত্রতায় ভরে গেছে।।
ধন্যবাদ গৌতম ঘোষ দাদা কে এতো সুন্দর ছায়াছবি উপহার দেওয়ার জন্য। সাইজি অপরুপ ভাবে তরিকার পথটা বিশ্লেষণ করে বুঝিয়েছেন। জয় গুরু।।
ইইইইইইইই
যে সব ব্যাক্তির মনে দাগ কাটছে এই ছবিটা তারা সকলে সরল মনের মানুষ।
"মনের মানুষের খোঁজ বড় জটিল বাবুমশাই, এই দেখা দেয় আবার পরক্ষণেই হারিয়ে যায়...।।"
-মনের মানুষের খোঁজ সত্যিই পাওয়া খুবই দূরহ।।।।।
😢😢😢
❤❤❤
ভাই, মনের মানুষ বলতে কিন্তু আসলে কোনও রক্তমাংসের মানুষকে বোঝায় না! তবে বিশেষ কোনও রক্তমাংসের মানুষের আত্মার মাঝে মনের মানুষের খোঁজ পাওয়া যেতে পারে!
Hmm
@@surjO1710 the most loving and lovable one....moner manush bolte iswarer kotha bola hoyeche . The omnipotent almighty power
এটাই কি একমাত্র বাংলা সিনেমা, যেখানে একটা মাত্র নেতিবাচক মন্তব্য পেলাম না!❤️
অসাধারণ ছবি,
অসাধারণ অভিনয়,
অসাধারণ সংলাপ!
বারবার দেখতে ইচ্ছে করে.....
আগে অনেক বার দেখেছি, আজ দেখলাম, আবার দেখবো।গতকাল গৌতম ঘোষের আর এক অসাধারণ সৃষ্টি দেখলাম শঙ্খছিল। অপূর্ব
সত্যি তোমাতে মুগ্ধ!! কি অপরুপ চিত্রায়ন, কি শৈল্পিক কারুকাজে বিচিত্র দৃশ্যের উপস্থাপনা!!
একটা সেকেন্ড এর জন্যেও চোখ ফেরাই নি, না জানি কিছু মিস হয়ে যায়,দুইবার ছবিটা দেখলাম। কী অসাধারণ গল্প আর চমৎকার অভিনয়, প্রসেনজিৎ,বেষ্ট , আর চঞ্চল চৌধুরীর কথা কী বলবো তিনি আমাদের বাংলাদেশের রত্ন, আমার প্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী। তিনি আসলেই একটা ব্ল্যাক ডায়মন্ড, ভালো লাগে উনার অভিনয়, তারপর আছেন চম্পা ম্যাডাম,রাইসুল ইসলাম আসাদ, সবাই অসাধারণ কাজ করেছে,আফসোস হচ্ছে এতো সুন্দর একটা সিনেমা আরও আগে কেনো দেখলাম না😞😞😭দেখলাম ১২-২-২০২১সালে এসে।
জাত পাত সবার উপরে মানুষ ।আর মানুষের মনুষ্যত্ব ই ধরম । লালনের ছবি অসাধারণ ও বাস্তব ।সকলকে ধন্যবাদ ।
💕💕💕💕
দেখছি ১১/০৮/২০২২.....
৫ মিনিটের ক্লিপ দেখে পুরোটাই দেখলাম।। মনটা আবেগী হয়ে গেল,,অসাধারণ অভিনয়ে মুগ্ধ হলাম
বুম্বা দা কে ধন্যবাদ এতো সুন্দর অভিনয় এর জন্য, তবে চঞ্চল চৌধুরী ও অসাধারণ, সত্যি মন ছুঁয়ে যাওয়া ছবি
সত্যিই অসাধারণ ❤️❤️
আজ 16 ই অক্টোবর 2021 সাল রাত দুইটা বাজে। ছবিটা দেখে ভালো লাগলো। বিশেষ করে এই ছবির স্বর্ণাক্ষর এর গানগুলো নিশিতে হৃদয়টাকে শীতল করে দিল। কি অসাধারণ গানের সৃষ্টি লালন ফকিরের।
যদি ভাই বুঝতে পারতেন তাহলে বলতেন না,,এই ছবির অভ্যন্তরে কি আছে?
ইহকালে এবং পরকালে আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম
আলহামদুলিল্লাহ আমি মুসলিম
ho tr bap re aisa koiya gse
@@shopnilkhan8276 বাপরে কইবো কেন কোরআনে আছে গাধা ভাষা ঠিক কর
@@ইসলামেরসৈনিক-ঝ৯ঠ quran k likhsey?
@@ইসলামেরসৈনিক-ঝ৯ঠ বাইবেল,বেদ সবজায়গায় তোহ ঐ একই কথা লেখা আছে
2020 সালে শেষ পযন্ত মুভি তাক দেখলাম
দেখার পরে কেমন জানি কোথায় হারিয়ে গেলাম নিজের অজান্তেই ।
2020তে যারা দেখছেন সকলে like করুন
Amiii
@@piyalighosh2514 😍😍😍
@@piyalighosh2514 hii
Lalon
Hii
হোক মনুষ্যত্বের জয়💟💟💟
কয়েকবার সিনেমাটি দেখলাম।
জয় হোক মানবতার 🙏
জয় হোক সহজ মানুষের 🙏
যখন আমি ক্লাস সিক্সে পড়ি 2010 সাল তখন মুভিটা প্রথম দেখেছিলাম।
এবং 2021 সালে এসেও আবারো দেখলাম।
পঞ্চাশ সালে আমাদের পরবর্তী প্রজন্মের ও দেখবে কিন্তু কখনো পুরানো হবে না।
দ্বিতয়বার দেখলাম। মনটা কেমন বাউল বাউল হয়ে গেলো। ❤️❤️
03-07-2021
মন ভালো না থাকলে এই সিনেমা দেখি। মন ভালো হয়ে যায়। ❤️❤️❤️
সেরা একটা সিনেমা
যতক্ষণ ছবিটা দেখেছি মনে হল আমি এই জগতে নেই কোন এক জগতে হারিয়ে গিয়েছিলাম অসাধারণ আসলে কি মানুষ ভাবে মানুষকে নিয়ে প্রশ্নটা থেকেই যায়
Right
একমত
Sam too you
Hummmm
@@tinkusk5564 llmeZukxw was
৫ মিনিটের এক দৃশ্য দেখতে এসে পুরো মুভি দেখে ফেললাম ❤️❤️
আমিও ভাই সেই সুন্দর হয়ছে ভাই ধ্যন হলাম
Same
আপনার সাথে আমিও একমত।
ছবিটা অনেক ভালো লাগলো,,, হিন্দু,, মুছলমান,,সবাই মানুষ এটাই আমাদের পরিচয়,,,
. mmvl
Yes 🙂
আল্লহ কাছে এক মাত্র ধর্ম হলো ইসলাম, আর কোনো ধর্ম নেই।অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবেনা।মুসলমানদের অন্য কোনো ধর্ম কে বিসশাস করা যাবেনা।
@@rafiqulislamsohag কুপমন্ড্ক
@@rafiqulislamsohag আরবের দালালি ছাড় রে হদু
অসাধারণ একটি মুভি,মন ছুঁয়ে যায়।
এতো সুন্দর একটা মুভি আমার মন ছুঁয়ে গেল
শরীর জাগে শরীরের নিয়মে। যদি মন না জাগে। কথাটার গভীরতা অনেক।
অসাধারণ একটা মুভি।
১২ সেপ্টেম্বর ২০২২ এসে দেখলাম কে কে আছেন আমার মতো 👌👌
৭ নভেম্বর ২০২২ এসে দেখলাম।
মানুষ সত্য,ধর্ম মানুষের সৃষ্টি 🙏জয় গুরু
চঞ্চল চৌধুরী শতকের সেরা অভিনেতা 😍
ঠিকই বলেছেন। দারুন।
শরির জা গ
Amr baler ovineta
nice
@@pkboynovel6056 অাপনাকে কিছু বলার নেই।মুর্খ লোক কেবল তো মুর্খকেই চিনবে।এটাই স্বাভাবিক।গুনী লোকের কদর করবে কিভাবে?
আমি এই মনের মানুষ ছবিটা এই পর্যন্ত 30 বারের ও বেশি দেখেছি কিন্তু আজও সেই প্রথমবারের মতো কৌতূহল জাগে নতুন লাগে বার বার
যদিও মুভিটি এবং কাহিনীটি ইসলামের সাথে সাংঘর্ষিক তারপরে বলবো মুভিটা অসাধারণ ছিল। বিশেষ করে প্রত্যেকটা অভিনেতার অভিনেত্রী অভিনয় ছিল চমৎকার ও অসাধারণ।
ফেসবুকে ভিডিও দেখে, সরাসরি ইউটিউব থেকে পুরো সিনেমা দেখতাছি,ভালোই লাগছে
অনেক বছর আগে উপন্যাস টা পড়েছিলাম , আজ প্রসেনজিৎ অভিনীত সিনেমা টা দেখলাম ।
ঘরের কাছেই আরশিনগর , তবু সেই নগর এই প্রজন্মের কাছে কল্পনারও অতীত ।
Eta ki?
"হে গুরু... যে পথ ধরে চললে ঈশ্বরের সেই শুদ্ধ ভজনা মেলে...যে পথ ধরে চললে আত্মার পবিত্রতা চলে আসে...." এমন একটা পথের সহজ সরল রূপের চিহ্ন রেখে গেলেন... সেই পথে পৌছালেই কেবলমাত্র একজন ভক্তের সেই গোপন বস্তুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়...."(আপনার চরণে আমার এ অধমের সহস্র কোটি প্রণাম) "
So
"চৈতন্য গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে.... "গুরুর চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে....শুদ্ধ ভক্তিরূপে মানুষ গুরুর চরণ ভজনা করতে পারলেই ঘটবে মুক্তি...."
লালন শাই,,যা সামান্য বস্তু নয়
আর আসবেনা এমন,,মহা মানব,,এই ধরায় 🙏🙏🙏🙏 তবে সবার অভিনয়-দেখে আমার মন মুগ্ধ,, অতুলনীয় অভিনেতা প্রসেনজিৎ + চঞ্চল চৌধুরী র,,,!!
Are u Muslim? 😡
অসাধারণ,, মন ছুয়ে গেলো
বাস্তব রূপ ধারণ করেছেন,ধন্যবাদ যিনি এই সিনেমা পরিচালনা করেছেন
মনের মানুষ না পেলেও মনের মতো ছিনেমা ঠিকই পেলাম। জয় মানুষ লালনের জয়। ❤️
চঞ্চলের আগমন তার নিজ কন্ঠের গান দিয়ে...just wow
চঞ্চল চৌধুরী র অভিনয় কি জীবন্ত...❤️
আপনার কমেন্টা পড়া আর দৃশ্যটা সামনে আসা তাই রিপ্লে দিলাম
আমি এ পর্যন্ত বহু বার দেখলাম ছবি টা,,তার পর ও দেখতো মন চায়,। অসাধারণ সুন্দর হয়েছে সবার অভিনয়। , লালন শাহ, আমাদের বাংলাদেশের গর্ব।
আমিও ভাই
এত সুন্দর সিনেমা,, খুব ভাল লাগলো,, সিনেমা টা এত ভাল লাগে কত ভার যে দেছি তার কোন হিসাব নাই
এই নিয়ে ছবিটা পাঁচবার দেখে এই কমেন্ট করে গেলাম।
অনেক দিনপর কোনো একদিন আমার ছেলে এসে এই কমেন্ট দেখবে আর বলবে আমার বাবার রুচিবোধ কতো সুন্দর ❤️🥰
দুই বাংলা দুই জন 💜
প্রসেনজিৎ চঞ্চল 💜
কিছু ছবির প্রশংসা করা সম্ভব না
এটা যে প্রশংসারও অনেক উপরে।
আহ কী সুন্দর ছবি
কি সুন্দর গানের কথা।হৃদয়ে টান দেয়া কত শত গান রচনা করেছে।কিন্তু জীবন খানা পার হয়ে গেলে বিভ্রান্তের মধ্যেই।সঠিক বুঝটাই এলো না।লালন শাঁয়ের জন্য আফসোস!😨
সঠিক বুঝ বলতে কি বোঝালেন বুঝিয়ে বলবেন কি ০১৬৩৪৮৮০৬৭০
অসাধারণ💝💝🥀
এক কথায় অসাধারণ মুভিটা..
যতক্ষন মুভিটা দেখেছি ততক্ষন মনে হলো আমি এই ভবেতে নেই কোথায় যেন হারিয়ে গেছি.
"শরীর জাগে শরীরের নিয়মে।মন যদি না জাগে।।"_চমৎকার একটি শিক্ষনীয় উক্তি। মনের মানুষ.......................
কেমন আছেন
@@basubasu8836 valo
@@ঝরাপাতা-ব৮ঢ নাম্বার টা দেওয়া যাবে
@@basubasu8836 kano ki dorkar
@@ঝরাপাতা-ব৮ঢ বন্ধু হিসেবে কথা বলা যাব না
আমার কাছে সবচাইতে best কথা ছিল
শরীর যাগে শরীরের নিয়মে মন যদি না জাগে এ কথাটি সত্যি অসাধারণ।
নারীর অন্তরে ইর্শা আর চোখে থাকে কামনা.........
অসাধারণ উক্তি....
অন্তরে ইর্শা আর চোখে থাকে কামনা...... - মহাত্মা লালন সাঁইজী - T R
সত্যিই এক কথায় বলতে গেলে অসাধারণ একটা মুভি মনে একটা অন্য জগতে ছিলাম প্রতিটা কথা মন ছুঁয়ে যায় আসলে জাত ধর্ম বলে কিছু হয়না মানুষ হচ্ছে সবচেয়ে বড় ধর্ম এত সুন্দর হৃদয় ছুঁয়ে যাওয়া মুভি ১০০ বছর পর দেখলে ও নতুন ই মনে হবে প্রতিটা গান উক্তি মন ছুঁয়ে যায় এবং শিক্ষারও অনেক কিছু আছে এই মুভিতে দেখলেই বুঝা যায়
Sei laglo movie ta... Amar dekha khub valo ekta bangla movie
কি অসাধারণ একটা মুভি। মনে হচ্ছে সেই আড়াইশ বছর আগে চলে গেসি।
হয়তো আগে কোনোদিন এমন অনুভূতি হয়নি কোনো চলচ্চিত্র দেখার সময়, মুহুর্মুহু শিহরণ জেগে উঠছিল এ শরীরে।
মিলন হবে কতো দিনে,আমার মনের মানুষের সনে? ❤❤❤
সাধু সাধু 🙌🙌
এটা শিরিকে ভরা জাহান্নামি মুভি এই মুভিতে অনেক ভুল আছে 😒😒 জাহান্নামি🤣🤣🤣🤣🤣🤣🤣
@@haydar4695
হে পথভ্রষ্ট অধম, ধর্ম-অধর্মের সঠিক মর্ম না বুঝেই জান্নাত-জাহান্নাম বিচার করে ফেললে?
লালন সাঁই কে বুঝতে গেলে বোধশক্তি লাগে,সেটা তোমার আছে বলে মনে হয়না। যদি থাকতো, তাইলে এমন comment করতে না।
তুমিও সঠিক পথ-প্রদর্শিত হও।
শুভেচ্ছা রইল 💐।
চঞ্জল চৌধুরী, প্রসেনজিৎ, পাওলি দুই বাংলার সেরা অভিনেতা
পরিচালক যেখানে গৌতম ঘোষ ছবি তো ভালো হবেই 🥰
Love you brother
এইটা একটা নাস্তিক মুভি এটা দেখলে ইমান নষ্ট হয়ে যাবে
@@mamunbinnurulhaq484 ,,apnare dekhte koiche keda..
অসাধারণ, সমাজ সৃষ্ট রীতিনীতি মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে লালন সাইজি ছিলেন, অসাধারণ পান্ডিত্যের অধিকারী।
Love From Noakhali, Bangladesh 🇧🇩
গানগুলোর সময়.....
গভিরররররর রাত্র.......
অন্ধকার রোম.....
কানে হেড ফোন........
ফোল সাউন্ড......
চোখ বন্ধ......
Fill tha voice.......
নিজেকে আর নিজের মাঝে রাখা যায় না.....
সবি বিলিন হয়ে যায়........😍
আমি এতোদিন পরে দেখলাম!! আজ আমার জীবনে পূর্ণতার ছোঁয়া একটু হলেও পেলাম।। মনুষ্যত্ব বোধ মানুষের ধর্ম।
Ami onekdin dore gan shontam ajke movita Dekha shoro korlam
Pagol😄😆😃😆
1:00:18
সিনেমার দ্বিতীয় অংশের প্রবর্তন। কাহিনীতে চঞ্চলের প্রবেশ, জীবন দর্শনকে পরিপূর্ণতা দিয়েছে।
1:02:48
নদীর ঐ পারে ভদ্দোন নোকদের বাস, আর এই পারে তাগর হুকুম, হাকাম শাসন কিছুই নাই।👌
Oshadharon akti movie ❤️ shotti hariye jaoar motoi oneak vlo laglo oshadharon ovinoy ❤️manush i amader boro porichoy 🙏🙏🙏🌹🌹🌹
আমি মানিকগঞ্জ থেকে বলছি,, এতো সুন্দর সাইজির কালাম গুলি উপস্থাপন করেছেন খুব খুব ভালো লাগলো,, ধন্যবাদ,, পরিচালক ভাইকে,,
আফসোস এমন সিনেমা যুগে যুগেও আর তৈরি হবে না আর হয়ও না🖤
A very nice drams just like a flotting lottas
যুব সমাজ কে ধ্বংস করার জন্য এ ধরনের সিনেমা না তৈরি হওয়া ভালো ।
সিনেমাটা না , লালন ফকির চরিত্রটা !!!
মানুষ হতে হবে আগে। মানুষের একটা ধর্ম মনুষ্যত্ব। মনুষ্যত্ব ধর্ম যার নাই সে অন্য ধর্ম পালনে ব্যর্থ হয়। বিফল হয় তার ধর্ম সাধনা।
ভালো লাগলো।
Nazam Uddin অন্য ধর্ম কি তুমাক বাঁশ দিছে।
@sakina zakir Manushotto dhormo tar shikkha amra kar theke nebo? Lalon, Mahatma Gandhi, Hitler naki Nepolian?
@sakina zakir kintu morality/noitikota ekta subjective jinish.
Ekta jinish apnar kache manobik mone hocche, onno jon er kachey omanobik jodi mone hoy tahole ey ta te shongoti anbo kemne? Apne bolte paren na j apner perspective e ja ja achey shob e morally right bakiter ta bhul.
'Right', 'good' eshob er definition person to person vary korey. So emn to na j apni jeita right bhaben oitai shobar right bhabtey hobe?
@Nazam Uddin আসছে এক বলদ
sakina zakir এরা শিক্ষার প্রথম ধাপই পার করতে পারেনি তার মনুষ্যত্ব কি করে বুঝবে !
এইসব সিনেমা ইউটিউবে আপলোডের অপেক্ষায় না থেকে সিনেমা হলে গিয়ে দেখা উচিত।
Right
Dekha hoye geche
আমার মনটা ছুয়েগেছে
অসাধারণ অসাধারণ অসাধারণ।
Joto dekhi totoi govire chole Jai......ak kothay osadharon.....ber ber fera asi ....next projonmo er jonno comment ta rekhe gelam
আহা রে সিনেমা,,, রাত্রি 1 45 পর্যন্ত লাগল শেষ হতে তবুও এক ফোঁটা চোখে ক্লান্তি নেই,,,চির নবীন এই ঘটনা।।
2021 এ দেখা বেস্ট মুভি টা দেখেই ফেললাম!!
আমার দেখা বেস্ট ছায়াছবি,,,
এইরকম আরো ছবি কারো জানা থাকলে
সাজেস্ট করুন প্লিজ প্লিজ প্লিজ।।।।
"সবার উপরে মানুষ সত্য,
তাঁহার উপরে নাই"
জয় গুরু শাঁই,,, 🙏🙏🙏🙏
জয় গুরু।
সত্যি এক অসাধারণ মুভি মন ভরে যাওয়ার মত,
করুণাময় সৃষ্টিকর্তার দর্শনের জন্যই মন পাগল হয়ে ওঠে এই সৃষ্টিকর্তায় আসলে মনের মানুষ
আমি এমন একটা পৃথিবীর আশা করি যেখানে মানুষে মানুষে থাকবে না কোন ভেদাভেদ,মানুষের ভিতর থাকবে না কোন লোভ,অহংকার। আমাদের একটাই পরিচয় হবে আমরা মানুষ।
💝🌺🕊️
ওওও মন রে......
আছে রূপের দরজায়, শ্রীরূপ মহাশয়
আত্মার তালাচাবি তাঁর হাতে সদাই ।।
~🕊️জয় গুরু🕊️~
ঐ
মন ছুয়ে গেল
অসাধারণ একটি সিনেমা!!!
মন ভরে গেলো ছবিটা দেখা।
কারণ আমি লালনের অঞ্চলের মানুষ
I'm from kushtia.
জয় হোক সাদু গুরুর।
জয় হোক মানবতার।
এতো অসাধারণ সিনেমা আগে কেনো দেখিনাই আফসোস হচ্ছে
Ei chobita manuser eman nosto kore....... Dure thakben ei sob voyongkor movie theke
শাস্তি ছবিটা দেখবেন
@@shamiulshamiul5220 সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে কিছু নাই,দয়া করে ধর্মের দোহাই দিয়ে মানুষকে ভুল পথে চালনা করবেন না,আপনিও হয়তো কোনো ভুল মৌলবির পাল্লায় পরে পরম সত্য কে ভয় পাচ্ছেন।তাই বলে সত্য কখনো মিথ্যে হয়ে যায় না।এক জন সত্তিকারের মৌলবি আমাদের আল্লাকে দর্শনের পথ দেখাবেন সে কখনো মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে না। সূষ্টি করতা আমাদের একি ভাবে সূষ্টি করেনি।তিনি যখন মানুষের মদ্ধে বিভেদ করেনি তাহলে আমরা (ভগবান,আল্লা,খ্রিষ্টের) নাম করে কেনো আমরা বিভেদ তৈরি করবো আমরা তো পরম দয়াময়- করুণাময় সূষ্টিকর্তার(ভগবান+আল্লা+খ্রিষ্টান+আন্যান্য)।
আমরা সবাই মানুষ এটাই আমাদের ধর্ম।
নিজেকে খোঁজো তোমার সূষ্টিকর্তার দর্শন পাবেন।
প্রাপ্ত বয়স হওয়ার পরে দেখাই ভাল
01838062587