একজন নূরুল কবির আছেন বলেই সাংবাদিকতা এখনো বুক উঁচিয়ে টিকে আছে। খালেদ মুহিউদ্দীনকে ধন্যবাদ তার মুখোমুখি হওয়ার জন্য, অনেক তিক্ত সত্যকে প্রকাশ্যে আনার জন্য।
অ্ত্যন্ত বস্তুনিষ্ঠ,সময় উপযোগী ও জনবান্ধব, জ্ঞান-গর্ভ আলোচনা। আমাদের দেশের দুই জন বিজ্ঞ ও ক্ষূরধার সাংবাদিকের আলোচনা ও বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ মুগ্ধ হয়ে শুনছিলাম। ধন্যবাদ জনাব খালেদ সাহেব এবং নূরুল কবীর ভাই। শুভকামনা রইলো।
খালেদ মহিউদ্দিন. বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ.. বাংলাদেশে এসে সকল ভাল.মানুষ. সত্য বলার সাহসীদের.নিয়ে. জনগণের সামনেই তাহাদের কথা তুলে ধরেছেন......thank you very much for your all best program....thanks again 😄 Good luck 👍..
জনাব নুরুল কবীর মহোদয়ের আলোচনা শুনে মনে হয়েছে তিঁনি একজন সাহসী এবং লোভহীন মানুষ!! আলোচনাটি অনেক তাৎপর্যপূর্ন এবং তথ্য সমৃদ্ধ ছিল। ধন্যবাদ জনাব খালেদ মুহিউদ্দিনকে। ইনশাল্লাহ্ , সুদিন আসবেই✌✌
Sir Nurul Kobir is an outstanding, brilliant, intelligent, extra ordinary and magnificent and above all a great wise person, I realized very clearly. Excellent discussion! Thanks a lot both of you. ❤
নূরুল করির সময়ের সর্বশ্রেষ্ঠ সাহসী সাংবাদিক। ন্যায়, সত্য ও দেশপ্রেমের এক অনির্বাণ আলোক-বর্তিকা। সবথেকে গুরুত্বপূর্ণ হলো, মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি পাহাড়ের মতো স্থির অবিচল, সূর্যের মতো সাহসী। Hats off to you, Kabir Bhai, as always.
এই আলোচনার মধ্যে যে সব তথ্যগুলো উঠে এসেছে সম্পূর্ণ বস্তুনিষ্ঠু এবং বাংলাদেশের 18 কোটি মানুষের মনের কথা তুলে ধরেছেন নুরুল কবির ভাই আল্লাহ উনাকে দীর্ঘ হায়াত দান করুন স্যালুট জানাই নুরুল কবির ভাইয়াকে এবং খালেদ মহিউদ্দিন ভাই একজন নিরপেক্ষ সাংবাদিক এবং উপস্থাপক দুইজনকে অভিনন্দন
One of the most unbiased political analysis I have seen and heard in a long time. Kudos to Mr. Nurul Kabir for such a lovely and grounded analysis on the current political landscape. I will be subscribing to New Age to bolster your voice.
সত্য কথা অতি সাধারণভাবে বলার জন্য sir কে ধন্যবাদ। তথাকথিত বুদ্ধিজীবিরা দলকানা হয়ে গেছে! আমার কাছে মনে হয় sir ই আসল বুদ্ধিজীবি। যিনি তার বুদ্ধি দেশের মানুষের ভালর জন্য দেন। আমি যখন হতাশ হয়ে পরি, তখন খুজতে থাকি sir এর কোন আলোচনা অনুষ্ঠান। তখন আবার নতুন করে আশায় বুকটা ভরে উঠে। sir দলগতভাবে এমন একটা কিছু করুন যাতে সবার ভাল হয়। দিনশেষে দেশটা আমাদের সকলের।
খালেদ মহিউদ্দিন সাহেব, একটি সুন্দর ও তাৎপর্যপূণ আলোচনা পর্বের জন্য ধন্যবাদ। সাংবাদিক সমাজে নূরুল কবির সাহেব আমার একজন অতি পছন্দের এবং উচ্চমানের বাস্তবনিষ্ঠ সাংবাদিক। উনার আলোচনাতে জ্ঞানগর্ভ অনেক তথ্য জানা গেল । নূরুল কবির সাহেবও অনেক অনেক ধন্যবাদ।
খালেদ মহিউদ্দিন সাহেব নুরুল কবির সাহেব এর বিশ্লেসন চমৎকার। আমাদের দেশের মানুষের মুক্তির ও মঙ্গলের সাংবাদিকদের তাঁর কাছ থেকেই শিক্ষা গ্রহণ করা উচিত। রাজনৈতিক বিশ্লেসন গুলো খুবই মনঃপূত হয়েছে ও গ্রহণযোগ্যতা আছে বলে মনে করি। অনেক শ্রদ্ধার পাত্র হিসেবে বিবেচিত হবে। সত্য ভাষক।
"THE" best discussion in this series. I never listened to anyone for this long so carefully. Sometime I feel hopeful for my country, but I know its a lost cause for next 50 years at least.
জনাব, 'নূরুল কবীর' সকলের পছন্দের মানুষ। ভালো বাসার মানুষ। হৃদয়ের মানুষ। উনার কথাগুলো শুধু শুনতেই ইচ্ছা করে। একদম গুছানো কথা। এমন একজন মানুষ ডঃ সলিমুল্লাহ খান । ডাঃ জাহেদের কথাও খুব ভালো লাগে।
My heartfelt respect for Nurul Kabir , especially his humility , honesty and overall moral visionary discussion and opinion. Fearless brave outspoken honest journalism are very much absent at the moment. A big thanks and kudos to Khaled Mohiuddin for presenting such an eye opening very knowledgable peson on the discussion table.
অসংখ্য ধন্যবাদ নুরুল কবির সাহেব, সাথে খালেদ মহিউদ্দিন ভাই আপনাকেও ধন্যবাদ আপনি বাংলাদেশ সফরকালীন যতগুলো সাক্ষাৎকার নিয়েছেন তার ভিতরে আজকের সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
সত্য বলতে, এমন অতিথি আশা করি আপনার অনুষ্ঠানে। আজ অনেক ব্যাপারে অনেক কিচ্ছু শিখলাম, জানি না কোন কিচ্ছু জীবনে কাজে লাগাতে পারবো কি না। কিন্তু তারপরও আপনারকে ধন্যবাদ এমন একজন অতিথিকে অনুষ্ঠানে আমন্ত্রণ করবার জন্য।
সত্যের কান্ডারি, সাহসের স্তম্ভ, ন্যায়ের কান্ডারি সর্বজন শ্রদ্ধেয় দেশপ্রেমিক নূরুল কবীরকে সালাম ও শুভেচ্ছা।।
নুরুল কবির স্যারকে অনেক অনেক ধন্যবাদ। দেশবাসীর মনের কথা তুলে ধরার জন্য।
উনি একজন বিএনপি পন্থী তাই হিন্দু বিদ্বেষ সম্পর্কে কিছুই নলেন নাই, 😂 ফ্রান্সের ধর্ম রাজনীতি নিয়ে উদ্বিগ্ন ও বিষণ্ণ।
এতো চমৎকার আলোচনা জীবনে খুব কম শুনেছি ❤
সময়ের সাহসী সাংবাদিক জনাব নূরুল কবীর, তিনি আমাদের প্রেরণা
শুধু সময়ের না, নুরুল কবির সবসময়ই সাহসী সাংবাদিক
@@Thirdeye720 qaaa
একজন নুরুল কবির এই দশকে বাংলাদেশের মহানায়ক, তিনি বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তিনি সাহসী, সৎ এবং দেশপ্রেমিক। নুরুল কবিরের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
সহমত
😂😂😂😂
@@bangla659qt qt y yards
উনি একজন বিএনপি পন্থী তাই হিন্দু বিদ্বেষ সম্পর্কে কিছুই নলেন নাই, 😂 ফ্রান্সের ধর্ম রাজনীতি নিয়ে উদ্বিগ্ন ও বিষণ্ণ।
@@muhammadgolammawla7891 উনি একজন বিএনপি পন্থী তাই হিন্দু বিদ্বেষ সম্পর্কে কিছুই নলেন নাই, 😂 ফ্রান্সের ধর্ম রাজনীতি নিয়ে উদ্বিগ্ন ও বিষণ্ণ।
একজন দেশ প্রেমিক স্যার নূরুল কবীর সাংবাদিক যুক্তি সম্মত বক্তব্য বিশ্লেষণ করে বুঝানোর চেষ্টা করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ❤
❤❤❤❤
Really l Respect My Fevreally Person Mr. Nurul Kabir, In This Regard.
উনি একজন বিএনপি পন্থী তাই হিন্দু বিদ্বেষ সম্পর্কে কিছুই নলেন নাই, 😂 ফ্রান্সের ধর্ম রাজনীতি নিয়ে উদ্বিগ্ন ও বিষণ্ণ।
অসাধারণ একজন আলোচক নূরুল কবীর। আমি তার প্রাজ্ঞতা দেখে মুগ্ধ।
নুরুল কবির শাহিন স্যারের সাফল্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। নিপীড়ত মানুষের কণ্ঠস্বর আপনি
আমিন
Qqqma
😅@@arefinhoosain654
😊😊😅
সঠিক সত্য বলা মানুষ পাওয়া টা অনেক কষ্টকর, কবির সাহেবকে ধন্যবাদ ।
সহমত
একজন নূরুল কবির আছেন বলেই সাংবাদিকতা এখনো বুক উঁচিয়ে টিকে আছে। খালেদ মুহিউদ্দীনকে ধন্যবাদ তার মুখোমুখি হওয়ার জন্য, অনেক তিক্ত সত্যকে প্রকাশ্যে আনার জন্য।
ঠিক
নূরুল কবির ❤❤❤❤❤❤❤❤
@@arefinhoosain654❤❤❤
Ll0
@@arefinhoosain654❤❤❤
vV
bHF
বর্তমান তৈলমর্দন সংবাদিকতার মধ্যে সাহসীকতার সাথে কথা বলা একজন অত্যন্ত প্রিয় মুখ নুরুল কবির
অ্ত্যন্ত বস্তুনিষ্ঠ,সময় উপযোগী ও জনবান্ধব, জ্ঞান-গর্ভ আলোচনা।
আমাদের দেশের দুই জন বিজ্ঞ ও ক্ষূরধার সাংবাদিকের আলোচনা ও বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ মুগ্ধ হয়ে শুনছিলাম।
ধন্যবাদ জনাব খালেদ সাহেব এবং নূরুল কবীর ভাই।
শুভকামনা রইলো।
সময়ের সাহসী সাংবাদিক নুরুল কবির সাহেব একজন ভালো মানুষ ধন্যবাদ ।
কি অসাধারণ করেই আপনি কথাগুলো বললেন জনাব নূরুল কবির, মুগ্ধ হয়েই শুনলাম। ধন্যবাদ বাংলাদেশের পাশে সব সময় সাহসিকতার সাথে থাকার জন্য।
ধন্যবাদ নূরুল কবির স্যার কে যার কথাগুলো মুগ্ধ হয়ে শুনলাম৷
খালেদ মহিউদ্দিন. বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ.. বাংলাদেশে এসে সকল ভাল.মানুষ. সত্য বলার সাহসীদের.নিয়ে. জনগণের সামনেই তাহাদের কথা তুলে ধরেছেন......thank you very much for your all best program....thanks again 😄 Good luck 👍..
জনাব নুরুল কবীর মহোদয়ের আলোচনা শুনে মনে হয়েছে তিঁনি একজন সাহসী এবং লোভহীন মানুষ!! আলোচনাটি অনেক তাৎপর্যপূর্ন এবং তথ্য সমৃদ্ধ ছিল। ধন্যবাদ জনাব খালেদ মুহিউদ্দিনকে। ইনশাল্লাহ্ , সুদিন আসবেই✌✌
Excellent Talkshow.
The guest was excellent.
He had told frankly every issue.
Thanks Mr. Kaled Mohiuddin
Khaled Mohiuddin
স্যার আপনার সত্যবাদী বলিষ্ঠ কন্ঠস্বর শুনে আপনার প্রতি মনে থেকে শ্রদ্বা চলে আসলো
আলোচনাটি সরাসরি দেখেছি। খুব ভালো লেগেছে ।
একজন সত্যিকারের দেশপ্রেমিক। সাহসী, সত্যবাদী বাংলাদেশী দিনে দিনে কমতে কমতে এক সংখ্যায় দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ 🎉
নিকট অতীতে আপনি যতোগুলো সাক্ষাৎকার দিয়েছেন তার মধ্যে এটাই দারুণ ছিলো। খুব সুন্দর আলোচনা।
বর্তমান সময়ে সাহসী কয়েক জন লোকের মধ্য অন্যতম নুরুল কবীর।ওনার কথা যতশুনি তত ভাল লাগে❤
Unparalled subjects and expressions by Mr. Nurul Kabir.
Long live Mr. N. Kabir!
Thanks!
সত্যের সাহসী সাংবাদিক কবির ভাই
প্রশ্ন : যদি নৌকা বাদে অন্য কোন মার্কা জয়ী হয় প্রধানমন্ত্রী কে হবেন
কবীর ভাইকে দেখে আমরা এখনো অন্যায়ের প্রতিবাদ করার সাহস পাই। লাল সালাম , কবীর ভাই।
The talkshow was amazing. Mr. Nurul kabir seems honest and brave person so far.
Best wishes for both of them ❤
সময়ের সাহসী কন্ঠ নুরুল কবির স্যার গণমাধ্যমের আইডল।
Sir Nurul Kobir is an outstanding, brilliant, intelligent, extra ordinary and magnificent and above all a great wise person, I realized very clearly. Excellent discussion! Thanks a lot both of you. ❤
নূরুল করির সময়ের সর্বশ্রেষ্ঠ সাহসী সাংবাদিক। ন্যায়, সত্য ও দেশপ্রেমের এক অনির্বাণ আলোক-বর্তিকা। সবথেকে গুরুত্বপূর্ণ হলো, মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি পাহাড়ের মতো স্থির অবিচল, সূর্যের মতো সাহসী। Hats off to you, Kabir Bhai, as always.
সালাম জানাই একজন সত্যের পক্ষে জোরালো কন্ঠের ফেরিওয়ালাকে। ধন্যবাদ
নুরুল কবির স্যারকে অভিনন্দন ❤❤❤
Thank you so much.
I was expecting this and finally you appeared with Nurul Kabir ❤
নুরুল কবির সাহেবকে মন থেকে ধন্যবাদ
প্রিয় সাংবাদিক নুরুল কবীর সাহেব। যাকে দুর্দান্ত সত্যি কথা বলার জন্য মাস্তান সাংবাদিক বলা হয়।
এই আলোচনার মধ্যে যে সব তথ্যগুলো উঠে এসেছে সম্পূর্ণ বস্তুনিষ্ঠু এবং বাংলাদেশের 18 কোটি মানুষের মনের কথা তুলে ধরেছেন নুরুল কবির ভাই আল্লাহ উনাকে দীর্ঘ হায়াত দান করুন স্যালুট জানাই নুরুল কবির ভাইয়াকে এবং খালেদ মহিউদ্দিন ভাই একজন নিরপেক্ষ সাংবাদিক এবং উপস্থাপক দুইজনকে অভিনন্দন
নুরুল কবির ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমার বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসতেছি,উনি কোন সরকারের তাবেদারী করেন নাই।
উচিৎ কথা সব সময় উনি বলে এসেছেন।
শ্রদ্ধা সাহসী সাংবাদিকতার চিরন্তন প্রতিচ্ছবি নুরুল কবীর এর প্রতি...
জনাব নুরুল কবির দীর্ঘদিন ধরে দেশের সকল শ্রেণি পেশার মানুষের ভাবনা চিন্তা উপলব্ধি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে সত্যনিষ্ঠভাবে প্রকাশ করে চলেছেন।
আগের অনুষ্ঠান থেকে আজকের অনুষ্ঠানের সাউন্ড সিষ্টেম অনেক ভালো ছিল।
How a discussion can enrich your thought process. A great example. Highly appreciated to open up such discussion. Salute All
One of the most unbiased political analysis I have seen and heard in a long time. Kudos to Mr. Nurul Kabir for such a lovely and grounded analysis on the current political landscape. I will be subscribing to New Age to bolster your voice.
সাংবাদিক নুরুল কবির একজন সৎ সাহসী পুরুষ এবং সাংবাদিক যাকে অনুসরণ করা যায়।
সত্য কথা অতি সাধারণভাবে বলার জন্য sir কে ধন্যবাদ। তথাকথিত বুদ্ধিজীবিরা দলকানা হয়ে গেছে! আমার কাছে মনে হয় sir ই আসল বুদ্ধিজীবি। যিনি তার বুদ্ধি দেশের মানুষের ভালর জন্য দেন। আমি যখন হতাশ হয়ে পরি, তখন খুজতে থাকি sir এর কোন আলোচনা অনুষ্ঠান। তখন আবার নতুন করে আশায় বুকটা ভরে উঠে। sir দলগতভাবে এমন একটা কিছু করুন যাতে সবার ভাল হয়। দিনশেষে দেশটা আমাদের সকলের।
অসাধারণ বলেন নুরুল কবির সাহেব এবং সবসময়ই সত্যিই বলেন
খালেদ মহিউদ্দিন, নুরুল কবিরের মতো লোক আমাদের বেঁচে থাকার জন্য অনেক প্রয়োজন।
সততাই উৎকৃষ্ট পন্থা ! ফর অল টাইম ।❤
সঠিক সত্য বলা মানুষ পাওয়া টা অনেক কষ্ট কর, নুরুল কবীর সাহেবকে ধন্যবাদ । ❤❤❤
খালেদ মহিউদ্দিন সাহেব, একটি সুন্দর ও তাৎপর্যপূণ আলোচনা পর্বের জন্য ধন্যবাদ। সাংবাদিক সমাজে নূরুল কবির সাহেব আমার একজন অতি পছন্দের এবং উচ্চমানের বাস্তবনিষ্ঠ সাংবাদিক। উনার আলোচনাতে জ্ঞানগর্ভ অনেক তথ্য জানা গেল । নূরুল কবির সাহেবও অনেক অনেক ধন্যবাদ।
নূরুল কবীর ভাইয়ের কথাগুলো অসাধারণ লেগেছে।
সলিমুল্লাহ খানের সাথে খালেদ ভাইকে দেখতে চাই। অনুরোধ রইল।
স্যালুট জানাই কবীর সাহেবকে।
অনেক সুন্দর আলোচনা করেছেন নুরুল কবীর সাহেব।
খালেদ মহিউদ্দিন সাহেব
নুরুল কবির সাহেব এর বিশ্লেসন চমৎকার। আমাদের দেশের মানুষের মুক্তির ও মঙ্গলের সাংবাদিকদের তাঁর কাছ থেকেই শিক্ষা গ্রহণ করা উচিত। রাজনৈতিক বিশ্লেসন গুলো খুবই মনঃপূত হয়েছে ও গ্রহণযোগ্যতা আছে বলে মনে করি। অনেক শ্রদ্ধার পাত্র হিসেবে বিবেচিত হবে। সত্য ভাষক।
কবির সাহেবের আলোচনা এই প্রথম শুনলাম।
চমৎকার এবং প্রজ্ঞাবান একজন মানুষ। ❤
Nurul Kabir, এই একজন সাংবাদিককে সবসময় স্যালুট জানাই।
সবচেয়ে ভালো আলোচনা শুনলাম। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন এবং সত্যিকারের একজন বুদ্ধিজীবি নুরুল কবির।। সমান দৃষ্টিতে দুদলের সমালোচনা করলেন যার পুরোটাই সত্যি।।
"THE" best discussion in this series. I never listened to anyone for this long so carefully. Sometime I feel hopeful for my country, but I know its a lost cause for next 50 years at least.
আমাদের সবাইকে মনে প্রানে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশি হওয়া উচিত।।চাঁদপুর থেকে মোয়াজ্জেম হোসেন মনা।।
ধন্যবাদ স্যার সহ মত পোসন করছি❤❤❤❤❤
নুরুল কবির, একজন ভালো মানুষ, দেশ ও জনগণের কথা বলে,, জাতীয়তাবাদে বিশ্বাস করে,,
অনেক সুন্দর আলোচনা ।
খুব ভালো লাগলো ।
বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় সম্মানিত দেশ প্রেমিক নুরুল কবির স্যার।
90% বাংলাদেশের জনগণের হৃদয় আপনার স্থান অনেক গভীরে।
The best political analysis of the present time. Thank you.
একটা পরিপূর্ণ টকশো দেখলাম, একদম মনস্ফূত।❤❤
❤ Many Thanks for inviting Nurul Kabir.
Nicely explained about the opposition political understanding and their ability as well as activity.
মনের মত একজন মানুষ
নিউ এজ এর সম্পাদক নরুল কবির অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি সাংবাদিকদের আইডল। উনার সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করছি।
আল্লাহ সুবহানাতায়ালা বাংলাদেশের মানুষকে সঠিক বুঝ দান করুন
জাতি ধর্ম নির্বিশেষে এসো আমরা সকলে মিলেমিশে কাজ
বাংলাদেশ ❤
দেখার আগেই নুরুল কবির সাহেবকে ধন্য বাদ,আসা করি সঠিক ও সত্য কথা শুনবো।
মানুষ এখন অসহায় জনগণ জনগণের কথা কেউ বলে না।আপনাকে অনেক ধন্যবাদ স্যার।
নুরুল কবির সাহেব সবসময় সাহসী সত্য কথা বলেন।
সুস্পষ্ট সত্যবাদী উনার ক্ষেত্রে কথা বলা একজন মানুষ।
জনাব, 'নূরুল কবীর' সকলের পছন্দের মানুষ। ভালো বাসার মানুষ। হৃদয়ের মানুষ। উনার কথাগুলো শুধু শুনতেই ইচ্ছা করে। একদম গুছানো কথা। এমন একজন মানুষ ডঃ সলিমুল্লাহ খান । ডাঃ জাহেদের কথাও খুব ভালো লাগে।
বাংলাদেশের একমাত্র জীবিত সাংবাদিক । স্যালুট জনাব নূরুল কবীর । আপনার দীর্ঘায়ু কামনা করি ।
আসসালামু আলাইকুম নুরুল কবির স্যার,"মহান আল্লাহ" আপনাকে নেক হায়াত দান করুক। আপনাকে ধন্যবাদ আমাদের মতন সাধারণ মানুষের কথা বলার জন্য।
Excellent session. I respect and love Nurul Kabir as I watching and reading him
অসাধারণ বলেন নূরুল কবির সাহেব এবং সব সময় সত্যই বলেন
অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই জনাব নূরুল কবির স্যারকে।
দুজনই অনেক ভালো মানুষ। দুজনকেই শুভেচ্ছা ❤️🧡❤️
A truly courageous journalist.
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই স্যার সঠিক কথা বলার জন্য। ❤❤❤❤❤❤❤❤❤
নুরুল কবির দেশপ্রেম মানুষ ❤❤❤❤
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই খালেদ মুহিউদ্দীন।
আপনাদের এই সংলাপ টি অনেক শুদ্ধ চিন্তার উৎসারক ও প্রাণোচ্ছল,
খুবই উপভোগ্য।
সত্য সবসময় সুন্দর , বাংলাদেশের সামগ্রিক উন্নতির জন্য রাজনীতিতে ভালো সুশিক্ষিত মানুষ প্রয়োজন ।
খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যারা বোঝেন।
সম্ভবত ডিডব্লিউ এর সবচেয়ে ভালো আলোচনা।
নূরুল কবির স্যার,সত্যি বর্তমানের
বাস্তব একজন নৈতিক বিশ্লেষক,এবং একটু মহৎপ্রাণের
মানুষ মনে হয়।
একটি অসাধারণ এবং অপূর্ব আলোচনা যা অবহেলিত ও বঞ্চিত বাংলাদেশীদের উজ্জীবিত করবে। দুজনকেই সালাম এবং শুভকামনা।
My heartfelt respect for Nurul Kabir , especially his humility , honesty and overall moral visionary discussion and opinion. Fearless brave outspoken honest journalism are very much absent at the moment. A big thanks and kudos to Khaled Mohiuddin for presenting such an eye opening very knowledgable peson on the discussion table.
আমার ১০০% ভরসার মানুষ কে আলোচনায় আনার জন্য জনাব মহিউদ্দিন সাহেব কে ধন্যবাদ। পরিশেষে দু জনের সুন্দর জীবন কামনা করছি।
Great man ! Great speech. Mon ta joy kore nilen.❤
World class intellectual personal Mr. Nurul Kobir. As of today I never missed any episodes of DW but this is the best one.
এই নির্বাচনে আমি ভোট দিতে যাবনা কে কে আমার 🤔😍
আপনি ঘুমান,,,,,,আপনি না গেলেও অনেক জন আছে ভোট দিতে যাওয়ার।।😊😊😊
Shob tumar
Very good
কারা কারা নুরুল কবির স্যারের সাথে একমত....!!
অসংখ্য ধন্যবাদ নুরুল কবির সাহেব, সাথে খালেদ মহিউদ্দিন ভাই আপনাকেও ধন্যবাদ আপনি বাংলাদেশ সফরকালীন যতগুলো সাক্ষাৎকার নিয়েছেন তার ভিতরে আজকের সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
সত্য বলার জন্য সাহসী ব্যক্তইত্ব নুরুল কবির ❤❤❤❤
সত্য বলতে, এমন অতিথি আশা করি আপনার অনুষ্ঠানে। আজ অনেক ব্যাপারে অনেক কিচ্ছু শিখলাম, জানি না কোন কিচ্ছু জীবনে কাজে লাগাতে পারবো কি না। কিন্তু তারপরও আপনারকে ধন্যবাদ এমন একজন অতিথিকে অনুষ্ঠানে আমন্ত্রণ করবার জন্য।
Khalid Mohiuddin is an Awamy Journalist. Thanks.
What a brilliant and enlightened gentleman! Wonderful discussion