নিজেকে খুব ভাগ্যবান মনে হয়, কেননা ফানি ভিডিও পছন্দ করা ব্যক্তিদের মধ্যে থেকে নিজেকে বের করে শিক্ষামূলক ভিডিও দেখাতে আগ্রহী করে তুলতে পারছি৷ বিশেষভাবে ধন্যবাদ জানাই এনায়েত স্যারকে, কারণ স্যারের মাধ্যমেই নাফিস ভাইয়ের মতো একজন ট্যালেন্টেড মানুষের সন্ধান পেয়েছি।
@@parvezpc6755 ভাই যতটুকু পাওয়ার সম্ভাবনা ছিলো তাও আপনার এই কমেন্ট হয়তো নষ্ট করে দিলো। কেননা এমন কমেন্ট দেখার পরে ভাইয়া হয়তো আর আমাকে বইগুলো দিবেন না। 😞
আগে ব্যবসা সম্পর্কিত ভিডিও বলতেই হিন্দি আর ইংরেজি ছিল ,আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আমরা বাংলা ভাষায় ব্যবসা সম্পর্কিত অসাধারণ ভিডিও পাচ্ছি । আল্লাহ আপনার কাজে রহমত দান করুন ।
এতো সুন্দর করে মার্কেটিং কন্টেন্ট এবং ট্রিকস গুলো ফ্রীতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার চ্যানেল এর ভিডিও গুলো অনেক তথ্য বহুল এবং ভিডিও এডিটিং ও মাশাল্লাহ।💖
অনেক ভালো লেগেছে। পুরো ভিডিও টা দেখেছি। অনেক কিছু জানতে পেরেছি,,শিখতেও পেরেছি। আমি STEM field এর একজন মানুষ। বলতে বাধ্য হচ্ছি পুরো ভিডিও জুড়ে আরো জানার আগ্রহ কাজ করেছে। অনেক ধন্যবাদ। দোয়া রাখছি ভালো ভিডিও র এই ধারাবাহিকতা যেন বজায় থাকে।
Pink Nia amr onek confession ajke clear holam, Amr age 19 (male) but Ami pink pochondonkori, I don't think pink only for girl, & thanks to you man you always give us informative information ❤️
মা শা আল্লাহ! মার্কেটিং জিনিসটা কত সুন্দর করে বুঝালেন আপনি। এছাড়া খুঁটিনাটি আরো অনেক কনসেপ্ট বুঝিয়ে দিলেন চোখের পলকেই। এক কথায় অসাধারণ! আরো ভিডিও চাই ভাইয়া।
Normal people: Watch Nafees Salim & learn about different business strategy. Legend: Learns about different business strategies by watching which strategy Nafees Salim use.
Means a lot to me, brother. Honestly speaking, I am trying to spread it up one bite at a time. Lifespring a kaaj Alhamdulillah going fantastic. Thank you for asking ❤️
ব্যবসা সম্পর্কে আগে আমার নেতিবাচক ধারণা ছিল অনেক। কিন্তু ব্যবসা সম্পর্কে যখন জানতে শুরু করলাম এবং আপনার ভিডিও দেখতে শুরু করলাম তখন ব্যবসা সম্পর্কে পজিটিভ ধারণা তৈরি হলো। আর, এখন এটা নিয়ে অনেক বেশি জানতে ইচ্ছে করে। এটার পিছনে আপনার ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
I am claiming your books as a big fan of yours. And even if the books were not given to me, at least the names were mentioned so that I could buy and read the books . 😁❤️🥀
আমি একজন ডিজিটাল মার্কেটার। মার্কেটিং এর দুনিয়ায় নতুন।গত কয়েক মাস থেকে ফেইসবুক মার্কেটিং এর কাজ করতেছি। আপনাকে চিনি ইয়াহিয়া আমিন ভাইয়ের পডকাস্ট থেকে। ওই পডকাস্ট দেখার পর আপনাদের দুজন কেই ভালো লাগে। তারপর থেকেই আপনাকেই ফলো করি। আপনার প্রত্যেকটি ভিডিও দেখি। আপনার ভিডিও দেখে অনেক কিছু আরো শিখতে পারতেছি। ধন্যবাদ নাফীস ভাই। ভবিষ্যতে আরো ভালো ভালো মার্কেটিং নিয়ে অনেক কিছু জানতে ও শিখতে পারবো ইনশা-আল্লাহ।
Such an instructive video for any learner of our country. We need more quality content in the future so that we can learn exceptional things. So keep it up brother!! Jazakallah
6:13 When Nafis Saleem Vai tries "Giveaway Technique".... Result: Coming soon... (Blooper: মেয়েরা গোল কালারের গোলাপী বই পেতে যাচ্ছে। আমরা ছেলেরা পেতে যাচ্ছি নীল কালারের কোনা বই 😆)
Even though I'm just a SSC candidate, marketing and insightful contents from your channel are motivating me to know about marketing related stuff and also making me a IBA aspirant! Undoubtedly your contents are helping me to break the boundary of my knowledge😃💜
ইউটিউবে বাংলায় এতো সুন্দর ও সুষ্ঠ ব্যাখ্যা করে খুবই কম ভিডিও পাওয়া যায়। তা-ও আবার বিজনেস বা মার্কেটিং নিয়ে! ব্যাপারটা খুবই ভালো লাগলো। ❤️ দিন দিন বাংলা কন্টেন্টের উন্নতি হচ্ছে ব্যাপার ভাবতেই অনেক ভালো লাগে। ভালো কাজ/কথা চর্চা হোক। আরও বেশি আলোচনা হোক, হোক গঠনমূলক সমালোচনা। শুভ কামনা রইল চ্যানেলের সাথে জড়িত সবার জন্য! ❤️
হঠাৎ করে একদিন এনামুল দার ভিডিওতে আপনাকে দেখেছিলাম, এবং অনেক সাজ করে সেই থেকে আপনার চ্যানেলেও চলে এসেছি বেশ কিছুদিন হলো, আমি ইন্ডিয়া থেকে আপনার চ্যানেলের ভিডিওগুলো ফলো করি এবং দেখি, খুব ভালো লাগে, কারন আপনি বাংলা ভাষায় খুব সুন্দর করে কথা বলে বোঝান। আপনার ভিডিও গুলো হেল্পফুল।
আপনার প্রত্যেকটা ভিডিও আমার দেখা,প্রতিটি ভিডিওই অসাধারণ। তবে আপনার প্রতিটা ভিডিও থেকে এই ভিডিও টা অন্যরকম অসাধারণ। বিশেষ করে এই ভিডিওটির অডিও কোয়ালিটি ছিলো চমৎকার। অডিওর মধ্যে সামান্য একটু ইকো ছিলো সেটা অডিওটিকে আরো অনেক অনেক অনেক বেশি চমৎকার করে তুলেছে। এরপর আসি ভিডিওতে সম্পূর্ণ ভিডিওর মধ্যে যে ট্যাম্পেডগুলো ব্যাবহার করা হয়েছে প্রত্যেকটাতে একটু গোলাপি রঙের ব্যাবহার চমকার ছিলো।আপনার অন্যান্য ভিডিও অপেক্ষায় এই ভিডিওটির ইডিটিং-এ অনেকবেশি ডিটেইলস ছিলো। এরপর আপনার প্রতিটি উদাহরণ ও এক্সপ্লেনিশন ছিলো আরো বেশি ইনফরমেটিভ। অসাধারণ নাফিজ ভাই। অসংখ্য ধন্যবাদ আমাদের এমন অসাধারণ কন্টেন্ড উপহার দেওয়ার জন্য।আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুন এটাই কামনা।দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে😊😊❤️❤️❤️ অনেক অনেক অনেক ভালোবাসা❤️❤️❤️।
Thanks vaiya apnar video theke marketing ,psychology ,critical thinking +business stretigy somporke better information pai . Insah Allah apni erokom video aro banaber sejonno dua kori ! Assalamwalaikum
অনেক শখ ছিল Marketing সম্পর্কে গভীরভাবে জানার! বাট, যেহেতু আমার স্বপ্ন হলো Computer Scientist & Programmer হওয়া, তাই Science এ ভর্তি হয়ে গেলাম। একদিন হঠাৎ করে আপনার একটা ভিডিও সামনে আসল মাকের্টিং নিয়ে, সেই থেকেই একেবারেই আনন্দে উৎপুল্ল হয়ে গেলাম, কারণ বাংলা ভাষায় মার্কেটিং নিয়ে আমি আর ভিডিও দেখি নাই, এত ভালো কন্টেন্ট ✍ তখন থেকেই Research শুরু করলাম মার্কেটিং নিয়ে। অনলাইন থেকে বিভিন্ন বই ডাউনলোড করে পড়তে লাগলাম, যদিও বই কেনার ইচ্চা আছে কিন্তু সামর্থ্য নাই। তাই, বিভিন্ন blog, video, books থেকে জানতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ্, মোটামুটি অনেক কিছুই জানি। Specially, Digital Marketing (Social Media Marketing, SEO নিয়ে) আর, আপনার ভিডিও দেখলে আরও একধাপ উপরের জ্ঞান আরহণ করি। যে 10টি Books এর কথা বলছেন, Plz bhaiya এগুলোর কি নাম বলা যাবে? অগ্রীম ধন্যবাদ!😍
আমি একজন মার্কেটিং এর ছাত্র। প্রতিনিয়ত মার্কেটিং রিলেটেড টপিকের ভিডিও দেখার চেষ্টা করি৷ আমি Dr. Vivek Bindra এর ভিডিও দেখে অনেক কিছুই শিখেছি। চিন্তা করতাম উনার মতো কেউ বাংলাদেশে ভিডিও বানায় না কেন। পরে ডোজ কয়েন নিয়ে বানানো আপনার ভিডিওটা দেখার পর থেকে আপনার অনুসারী হয়ে গেলাম। অনেক পর্যন্ত অনেক কিছুই শিখেছি আপনার কাছ থেকে৷ আশা রাখছি সামনে আরো অনেক কিছু শিখতে পারবো। দোয়া রইল আপনার জন্য ❤️
সত্যিটা বলাটাই ভালো। কমেন্ট টা করলাম কারন ১০ টা বিজনেস ও মার্কেটিং বই পাওয়ার সম্ভাবনার লোভেই 😄 আর আপনার ভিডিও বরাবরই আমাকে মুগ্ধ করে। সম্প্রতি একটা প্রতিষ্ঠানের রিক্রুটমেন্ট প্রসেসে কেইস সলভ করেছি। সেখানে আপনার থেকে পাওয়া হিস্টোরিক্যাল এন্ড ডেইলি মার্কেটিং টুলস যেগুলো বড় প্রতিষ্ঠানগুলো করে এসেছে সেগুলোর ব্যাখ্যা গুলো খুব কাজে লেগেছে। আপনাকে ধন্যবাদ ভাই।
খুব বেশি দিন হয়নাই আপনাকে চিনতে পেরেছি। এইতো দিন কয়েক হবে। কিন্তু এর মধ্যে অনেক গুলো ভিডিও দেখা হয়ে গিয়েছে। আপনার মার্কেটিং নিয়ে এতো এতো ভিডিও দেখে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। অনেক কিছু জানতে পারলাম আলহামদুলিল্লাহ। সামনে আরো নতুন নতুন বিষয় জানতে পারবো ইনশাআল্লাহ। jazakumullahu khair.
আসসালামু আলাইকুম ভাইয়া, মার্কেটিং সাবজেক্ট টা আপনি যত সহজে উপস্থাপন করেন,মনে হয় যেনো সব পানির মত সোজা!😇 আপনার সুস্থতা এবং নেক হায়াত কামনা করছি আল্লাহর কাছে,যাতে আপনি এভাবে আমাদের শিখিয়ে যেতে পারেন।❤️
সাইন্স এর স্টুডেন্ট হওয়াতে মার্কেটিং সমবন্ধে তেমন ধারণাও ছিলো না জানার ইচ্ছা ও ছিল না কিন্তু আপনার ভিডিও well ভাষায় উপস্থাপনা দেখে আমার এই সম্পর্কে জানার আগ্রহ আর বেরে গেছে।ধন্যবাদ It fascinates me that how business is so closely related with psychology. Nafis brother explains this in a spectacular way.
আসসালামু আলাইকুম আমি একটা প্রতিষ্ঠান মার্কেটিং ম্যানেজারে পদে কর্মরত আছি। মার্কেটিং জগতটা যে এত বড় হয়তোবা আপনার ভিডিও না দেখলে আমি জানতে পারতাম না ।আপনার ভিডিও দেখে আমি আমার কাজে অনেক improvement আনতে পেরেছি । অসংখ্য ধন্যবাদ আপনাকে আশা করি সামনে আরও শিক্ষনীয় ভিডিও নিয়ে আসবেন।
এই জেন্ডার রিভিল এর ট্রেন্ডের মধ্যে একেবারে সামঞ্জস্যপূর্ণ এই ছেলে মেয়ে আলাদা করার মেন্টালিটি থেকে এক সাইকোলোজিকাল ভাবে মেনুপুলেট করে পুজিঁ করার ব্যাপার টা একদম সুন্দর করে চোখের সামনে ধরিয়ে দিলেন, ধন্যবাদ, অসাধারণ ভিডিও সবসময়ের মতো, চালিয়ে যান। বেস্ট অব লাক
আসসালামু আলাইকুম, স্যার। আমি আপনার ভিডিও দেখে জীবনে ১ম বার এসব সম্পর্কে জানতে পারলাম। আগে জানতাম এগুলোকে লিঙ্গবৈষম্য হিসেবে। আমি এই সম্পর্কিত বিষয়গুলো আরও বিস্তারিত জানতে খুবই আগ্রহী। আশা করি আপনার বইগুলো পেলেএ আমি আরও বিস্তারিত জানতে পারব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন।🌷🌷
শুধু মাত্র বইয়ের লোভে কমেন্ট করলাম। বই আমার খুবই প্রিয় বন্ধু। যদি আমি না পাই, সমস্যা নেই মার্কেটিং সম্পর্কে বাংলায় সবচেয়ে ভালো মানের বই নিয়ে ভিডিও তৈরি করার অনুরোধ থাকল ধন্যবাদ। অগ্রিম রজমান মোবারক।
সুন্দর রিসার্চ এবং উপস্থাপনা। সত্যি কথা ভাই,২ সেইন্টস পডকাষ্ট বেশি বেশি চাই। যেকোনো ইউটিউবারকে ভালবাসতে বেশ কিছুদিন লেগে যায়,আপনাকে ভালোলাগাতে বেশি ক্ষণের দরকার পড়ে নাই। বেষ্ট অব লাক,ভাই।🤝🖤
Amazing, seriously amazing. I saw all for your videos. One of my favourite video is marketing a ব্রেনের খেলা। I saw that 10 times. Whatever i get books or not but i want the booklist.
আমি science এর student, তবে আপনার ভিডিও দেখে marketing সম্পর্কে জানার একটা আগ্রহ কাজ করে। আপনার বইগুলা পেলে অনেক কিছু জানতে পারবো , না পেলে তা হয়তো এতো সহজে সম্ভব হবে না।
SSC,HSC science theke complete korar por ekhn eshe BBA te Marketing subject niyechi.Cause I am in love with this subject.and I crave for this types of videos.I want more videos like this.
সত্যি নাফীস ভাইয়া, আমাদের কে যাই জিনিস তাকে সব থেকে ভালো বলে বার বার দেখানো হয় ঐটাই আমরা সব সময় করে থাকি. কিন্তু আমরা যারা বিজনেস নিয়ে কাজ করতে চাই তাদের এই সব বিষয় অবসসই জানা দরকার। সেলস বাড়াতে হলে এই সব বিষয় এর উপর গুরুত্ব দিতে হবে । ধন্যবাদ ভাইয়া । If you have any opportunity don't miss it.
First time video click করেও subscribe করতে বাধ্য হলাম । খুব ই সুন্দর কনটেন্ট। শিক্ষণীয় ভিডিও গুলো সুন্দর করে উপস্থাপন করা যায় তাহলে মানুষ এই ভিডিও গুলোর প্রতি বেশি ঝুঁকবে।
আসসালামু আলাইকুম,ভাইয়া। বর্তমানে আমি কলেজ লেভেলের স্টুডেন্ট।মার্কেটিং বিষয়ে জানার খুবই আগ্রহ।অবসর সময়ে যাদের ভিডিও দেখা হয় তাদের মধ্যে আপনার ভিডিওগুলো থাকেই।ইনশাআল্লাহ্,সুযোগ হলে আপনার শেয়ার করা স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করবো।অনেক অনেক ধন্যবাদ আপনাকে এমন ভিডিওগুলো উপহার দেয়ার জন্য। কীপ ইট আপ,ব্রাদার❤️
একজন ক্ষুদ্র ব্যবসায়ি হয়ে আপনার ভিডিও থেকে ব্যবসার অনেক ট্র্যাকটিক্স সম্পর্কে জানছি এবং শিখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদি কখনো সুযোগ হয় তাহলে আপনার সাথে সশরিরে সাক্ষাৎ এর ইচ্ছা আছে
Hi, Mr. Nafees আপনার ভিডিও গুলো দেখি ভালো লাগে। বিশেষ করে 2 Cents Podcast এর কথা না বললেই নয়...নতুন অনেক কিছুই জানতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। By The Way, Mr. Nafees ছোট্ট একটা কথা - Pathao Ceo Hussain Muhammad Elias 2 cents এ দেখতে চাই। অনেক Strategy Study হবে ইনশাআল্লাহ।
ভাইয়া আপনার ভিডিও এত পছন্দ আর এত জোস লাগছে যে আমি ssc to hsc তে সাইন্স ব্যাকগ্রাউন্ড হয়েও অনার্স এ মার্কেটিং এ পড়ার খুব বেশি আগ্রহ জাগছে। আর আপনার ভিডিও গুলা এত বেশি এনজয় করি আর এত বেশি জানতে পারি ভিডিও থেকে যে মাঝে মধ্যে আমার মাধ্যমিক এ পড়া ছোট বোন কেও আপ্নার ভিডিও গুলার কথা বলি সব কিছু শেয়ার করি,আর ও অবাক হয়ে যায় এসব বিষয় শুনে। আর মজার বিষয় হচ্ছে আপনার ভিডিও দেখে কখনো বোরিং ফিল করিনা। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার আপনার ভিডিও এর জন্য অপেক্ষা করি। ভালোবাসা নিবেন ভাইয়া💖
ম্যাশ আল্লাহ খুব সুন্দর করে বলেছেন , আমি মার্কেটিং নিয়ে খুব আগ্রহী আর সবচেয়ে অনুপ্রেরণা পেয়েছি আপনাকে দেখে ভালোবাসার আরেক নাম Nafees Salim অনেক ভালোবাসা বস আপনার জন্য ,, কি খবর brother মার্কেটিং এর রঙে নিজেকে রাঙিয়ে দিয়েছো তাইনা NO tension আমি আছি তোমার সাথে , মার্কেটিং করবো দুজন মিলে , শুধু বই গুলো চাই সবার আগে ,,, ম তে মার্কেটিং, ব তে বিজনেস ক ,করবো এ একসাথে দ দুজন মিলে
আমি এইবার অ্যাডমিশন xm দিবো । যদিও সাইন্স থেকে পড়ি এবং মেডিক্যাল সাইন্স পড়ার ইচ্ছা । কিন্ত আপনার ভিডিও গুলা দেখার পর আমার BBA economics এইসব সাবজেক্ট এর প্রতি অনেক আগ্রহ হচ্ছে । আমি আমার পড়াশুনার পাশাপাশি এইসব বিষয়ে নিজে থেকে স্টাডি করবো ইনশাল্লাহ । আর একটা দারুন বিষয় যা শিখলাম তা হচ্ছে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিদের ছল চাতুরী । অনেক অপ্রয়োজনীয় জিনিষ কিনা ছেড়ে দিবো ইনশাআল্লাহ ।
আমরা প্রতিনিয়ত এন্টারটেইনমেন্ট এর ভিডিওগুলা দেখি, তবে পাশাপাশি শিক্ষণীয় ভিডিওগুলোর প্রতি মনোযোগ দেয়াটা সত্যিই অনেক কষ্টসাধ্য ছিলো। ভাইয়া আমি সাইন্সের স্টুডেন্ট হওয়া সত্যেও আমার হাল্কা পাতলা মার্কেটিং, বিজনেস এসবে ইন্টারেস্ট ছিলো তবো আপনার ভিডিও যেভাবে সহজ ভাষায় উপস্থাপন করেন সে কারণে দিন দিন বিজনেস, মার্কেটিং এ বেশি বেশি ইন্টারেস্ট বেড়েই যাচ্ছে।
বাংলা ভাষায় মার্কেটিং রিলেটেড এত কোয়ালিটিফুল ভিডিও! ভালো লাগছে অনেক। যাই হোক, 8:15 এ হালকা একটু স্লিপ অফ টাং হয়েছে 😁(১৯৮২ হবে)। এরকম কোয়ালিটিফুল ভিডিও রেগুলারলি আপলোড করে যান ভাইয়া। আমি আপনার নতুন সাবস্ক্রাইবার। আপনার সাথে যাত্রা টা ভালো হবে আশা করি 😁💖।
মার্কেটিং, কমিউনিকেশন স্কিল বা সূক্ষ্ম চিন্তা ভাবনা নিয়ে গ্রো করতে আপনার ভিডিও গুলা খুব কাজে দেয়, ভাই আপনার পডকাস্ট গুলাও অসাধারণ হচ্ছিলো ট্রাইনোমিয়াল শেষ হওয়ার পরে আপনিও দিতেসেন না, শুরু করেন আবার ভাই মিস করি ভাই আপনার প্রশ্ন গুলা। শুরু করেন ভাই আবার আর ভিডিও গুলাও দেখা চোখের শান্তি বেস্ট অফ লাক ভাই, এই টাইপ ভিডিওর ভিঊ কম কিন্তু ভাই যা থাকে সব লয়াল। আপনিও ছেড়ে দিয়েন নাহ...
চমৎকার কনটেন্ট নাফিস ভাইয়া, কালার এর মার্কেটিং সেঘমেন্টেশনের কারনে কম্পানি গুলো মানুষের সাথে মাইন্ড গেইম খেলছে। পিংক কালার ছেলেরা পছন্দ করে কিন্তু নিজে পিংক কালার না পড়ে মেয়েরা যদি পড়ে সেক্ষেত্রে সেটাকে বেশি সুন্দর বলে মনে করে। যেমন ধরেন পিংক কালার এর শাড়ি। এক্ষেত্রে একটা একটা বিষয় লক্ষ করা যায় যা আপনি ভিডিও তে বললেন ছোট থেকে কালার প্রতি আগ্রহ। গোলাপি মেয়েদের রঙ না হইয়ে যদি ছেলেদের রঙ হয়ে থাকে সেজন্য মেয়েদের রঙ বললেও ছেলেরা গোলাপি কালারে বেশি পছন্দ করছে। এটাই কি ব্যবসা প্রসারে বেশি ভূমিকা রাখছে?
Download Cheerag app:
play.google.com/store/apps/details?id=com.cheraag.cheraagapp
Bhai apner content na ekdom darun.
Koekta video dekhei subscribe kore fellam. Inshallah khub jolti 100k complete Hobe❤️
ভাইয়া বইগুলো আমার খুব প্রয়োজন
@@lipsonshl8149 shobari prowojon😅😅
গোলাপি বাদে সব রং
baya...business and marketing sommpor k book review koren Plzzz
নিজেকে খুব ভাগ্যবান মনে হয়, কেননা ফানি ভিডিও পছন্দ করা ব্যক্তিদের মধ্যে থেকে নিজেকে বের করে শিক্ষামূলক ভিডিও দেখাতে আগ্রহী করে তুলতে পারছি৷ বিশেষভাবে ধন্যবাদ জানাই এনায়েত স্যারকে, কারণ স্যারের মাধ্যমেই নাফিস ভাইয়ের মতো একজন ট্যালেন্টেড মানুষের সন্ধান পেয়েছি।
একদম।
Amio
ok
"mirror ayna" vai tumi to sure boi gula paiya jaba, Nafes vai je eto valo eita ami koite chaisilam,
@@parvezpc6755 ভাই যতটুকু পাওয়ার সম্ভাবনা ছিলো তাও আপনার এই কমেন্ট হয়তো নষ্ট করে দিলো। কেননা এমন কমেন্ট দেখার পরে ভাইয়া হয়তো আর আমাকে বইগুলো দিবেন না। 😞
আসলে এমন চ্যানেল সত্যি দরকার আমাদের জন্য।
তথ্যবহুল এবং শিক্ষাপ্রদ চ্যানেল।
সময় ব্যয় বা সময় অতিবাহিত এই সব চ্যানেলই করা উচিত।
আগে ব্যবসা সম্পর্কিত ভিডিও বলতেই হিন্দি আর ইংরেজি ছিল ,আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আমরা বাংলা ভাষায় ব্যবসা সম্পর্কিত অসাধারণ ভিডিও পাচ্ছি । আল্লাহ আপনার কাজে রহমত দান করুন ।
business inspector ইউটিউব চ্যানেলও আছে।
@@Ahmad-jp3ng *inspection
@@Ahmad-jp3ng Business Inspection এর ভিডিও গুলা একটু কঠিন ভাবে উপস্থাপন করা হয়।
ধন্যবাদ এসব মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের সাথে এতো সহজ ও সাবলীল ভাষায় আমাদের সাথে শেয়ার করার জন্য
আজকেই প্রথম আপনার ভিডিও দেখলাম। আর ভিডিও ০:৩৬ এ যেতেই ভিডিওতে লাইক করি। উপস্তাপনা, ভিডিও শুটিং, অডিও, ভিডিও এডিটিং সব কিছুই ফার্স্ট ক্লাস ছিল।
শিক্ষণীয় বিষয় এতো সুন্দরভাবে উপস্থাপন করা যায় আপনাকে না দেখলে জানতেই পারতাম না।অসাধারণ হেল্পফুল অনেক।চালিয়ে যান💓
As a student of BBA, This was an insightful video I was searching for.❤️❤️
এতো সুন্দর করে মার্কেটিং কন্টেন্ট এবং ট্রিকস গুলো ফ্রীতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার চ্যানেল এর ভিডিও গুলো অনেক তথ্য বহুল এবং ভিডিও এডিটিং ও মাশাল্লাহ।💖
13 minutes 19 seconds equivalent to 13 hour's BBA lecture.. ❤️
অনেক ভালো লেগেছে। পুরো ভিডিও টা দেখেছি। অনেক কিছু জানতে পেরেছি,,শিখতেও পেরেছি। আমি STEM field এর একজন মানুষ। বলতে বাধ্য হচ্ছি পুরো ভিডিও জুড়ে আরো জানার আগ্রহ কাজ করেছে। অনেক ধন্যবাদ। দোয়া রাখছি ভালো ভিডিও র এই ধারাবাহিকতা যেন বজায় থাকে।
Pink Nia amr onek confession ajke clear holam, Amr age 19 (male) but Ami pink pochondonkori, I don't think pink only for girl, & thanks to you man you always give us informative information ❤️
Pink amaro khub pochhonder akta color. Age amaro misconception chhilo.
মা শা আল্লাহ! মার্কেটিং জিনিসটা কত সুন্দর করে বুঝালেন আপনি। এছাড়া খুঁটিনাটি আরো অনেক কনসেপ্ট বুঝিয়ে দিলেন চোখের পলকেই। এক কথায় অসাধারণ! আরো ভিডিও চাই ভাইয়া।
অসাধারণ উপস্থাপনা আপনার।অনেক কিছু শেখার আছে আপনার ভিডিও দেখে।ধন্যবাদ আপনাকে স্যার।
আমি একজন চীনা নাগরিক, বাংলা ভাষা শিখেছি ভালোবাসা থেকেই।
খুব সুন্দর করে বুজিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো লাগলো
Normal people: Watch Nafees Salim & learn about different business strategy.
Legend: Learns about different business strategies by watching which strategy Nafees Salim use.
Marketing er proti alada ekta valobasha ache. R ei channel ta ekdom shuru thekei follow kora 🖤
Your 13 min video is like the full syllabus of Marketing 102 for people like me from STEM. Btw, Life Spring er job kemon choltese?
Means a lot to me, brother.
Honestly speaking, I am trying to spread it up one bite at a time.
Lifespring a kaaj Alhamdulillah going fantastic. Thank you for asking ❤️
ব্যবসা সম্পর্কে আগে আমার নেতিবাচক ধারণা ছিল অনেক। কিন্তু ব্যবসা সম্পর্কে যখন জানতে শুরু করলাম এবং আপনার ভিডিও দেখতে শুরু করলাম তখন ব্যবসা সম্পর্কে পজিটিভ ধারণা তৈরি হলো। আর, এখন এটা নিয়ে অনেক বেশি জানতে ইচ্ছে করে। এটার পিছনে আপনার ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
I am claiming your books as a big fan of yours. And even if the books were not given to me, at least the names were mentioned so that I could buy and read the books . 😁❤️🥀
13.19 Minutes Video = 13.19 Minutes Knowledge. Love You Boss
সুন্দর উপস্থাপন।ধন্যবাদ স্যার
আমি একজন ডিজিটাল মার্কেটার। মার্কেটিং এর দুনিয়ায় নতুন।গত কয়েক মাস থেকে ফেইসবুক মার্কেটিং এর কাজ করতেছি। আপনাকে চিনি ইয়াহিয়া আমিন ভাইয়ের পডকাস্ট থেকে। ওই পডকাস্ট দেখার পর আপনাদের দুজন কেই ভালো লাগে। তারপর থেকেই আপনাকেই ফলো করি। আপনার প্রত্যেকটি ভিডিও
দেখি। আপনার ভিডিও দেখে অনেক কিছু আরো শিখতে পারতেছি। ধন্যবাদ নাফীস ভাই। ভবিষ্যতে আরো ভালো ভালো মার্কেটিং নিয়ে অনেক কিছু জানতে ও শিখতে পারবো ইনশা-আল্লাহ।
Such an instructive video for any learner of our country. We need more quality content in the future so that we can learn exceptional things. So keep it up brother!! Jazakallah
মনে হয় এই একটা ভিডিও থেকে হাজার টা টপিক শিখে ফেললাম।
ধন্যবাদ ভাইয়া।
Ishan Reza Forhad.
আপনার প্রত্যেকটা ভিডিও দেখা হয়।ভিডিওগুলো খুভই উপকারী।ইউটিউবে কাটানো সময়টা কাজে লাগে।❤️
6:13 When Nafis Saleem Vai tries "Giveaway Technique"....
Result: Coming soon...
(Blooper: মেয়েরা গোল কালারের গোলাপী বই পেতে যাচ্ছে।
আমরা ছেলেরা পেতে যাচ্ছি নীল কালারের কোনা বই 😆)
গোল কালারের গোলাপী! :-P
শুরু থেকেই পাশে ছিলাম। এখন পর্যন্ত সকল ভিডিও দেখেছি এবং মার্কেটিং এর অনেক কিছু শিখেছি।
Even though I'm just a SSC candidate, marketing and insightful contents from your channel are motivating me to know about marketing related stuff and also making me a IBA aspirant! Undoubtedly your contents are helping me to break the boundary of my knowledge😃💜
ইউটিউবে বাংলায় এতো সুন্দর ও সুষ্ঠ ব্যাখ্যা করে খুবই কম ভিডিও পাওয়া যায়। তা-ও আবার বিজনেস বা মার্কেটিং নিয়ে!
ব্যাপারটা খুবই ভালো লাগলো। ❤️
দিন দিন বাংলা কন্টেন্টের উন্নতি হচ্ছে ব্যাপার ভাবতেই অনেক ভালো লাগে। ভালো কাজ/কথা চর্চা হোক। আরও বেশি আলোচনা হোক, হোক গঠনমূলক সমালোচনা।
শুভ কামনা রইল চ্যানেলের সাথে জড়িত সবার জন্য! ❤️
চার বছর ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। আপনার ভিডিওটা মার্কেটিং নিয়ে শিখা চার বছরের সেরা ভিডিও।
Ekjon startup business runner hishabe apnar shob gula content dekha hoy... Onek beshi helpfull.. Btw book gula khub need amar.. 🥸🥸
বই এর লোভে কমেন্ট করলাম 🤣🤣 আর আপনি এমনিতেই সুন্দর ভিডিও বানান এডিটিং ও অনেক ভালো হয়
আপনার প্রতিটি ভিডিও দেখা মানে মার্কেটিং নিয়ে নতুন কিছু জানা।
যদিও সাইন্স এর স্টুডেন্ট।
তবে ভবিষ্যতে কোনো কাজে লাগবে ভেবে আপনার ভিডিও গুলি দেখা 🖤
অনেক ধন্যবাদ এত সুন্দর কনটেন্ট দেওয়ার জন্য। অন্য একটা ভিডিও দেখছিলাম কিন্তু ভাইয়ার ভিডিও দেখেই এটা তে চলে এসে দেখলাম
আপনার প্রতিটি ভিডিও দেখি ভাইয়া।
যদিও সাইন্সের স্টুডেন্ট, তবুও মার্কেটিং টপিক নিয়ে প্রচুর আপনার ভিডিও দেখি।
অনেক ধন্যবাদ ভাইয়া।
উপস্তাপনা, ভিডিও শুটিং, অডিও, ভিডিও এডিটিং সব কিছুই ফার্স্ট ক্লাস
হঠাৎ করে একদিন এনামুল দার ভিডিওতে আপনাকে দেখেছিলাম, এবং অনেক সাজ করে সেই থেকে আপনার চ্যানেলেও চলে এসেছি বেশ কিছুদিন হলো, আমি ইন্ডিয়া থেকে আপনার চ্যানেলের ভিডিওগুলো ফলো করি এবং দেখি, খুব ভালো লাগে, কারন আপনি বাংলা ভাষায় খুব সুন্দর করে কথা বলে বোঝান। আপনার ভিডিও গুলো হেল্পফুল।
বই দরকার, বই দরকার খুবই দরকার, হাহা।
কন্টেন্ট অনেক ভালো লাগে, প্রতিটা ভিডিও থেকেই নতুন কিছু শিখি আরো ভিডিও চাই, এগিয়ে যান ভাই ❤️
আপনার প্রত্যেকটা ভিডিও আমার দেখা,প্রতিটি ভিডিওই অসাধারণ।
তবে আপনার প্রতিটা ভিডিও থেকে এই ভিডিও টা অন্যরকম অসাধারণ। বিশেষ করে এই ভিডিওটির অডিও কোয়ালিটি ছিলো চমৎকার।
অডিওর মধ্যে সামান্য একটু ইকো ছিলো সেটা অডিওটিকে আরো অনেক অনেক অনেক বেশি চমৎকার করে তুলেছে। এরপর আসি ভিডিওতে সম্পূর্ণ ভিডিওর মধ্যে যে ট্যাম্পেডগুলো ব্যাবহার করা হয়েছে প্রত্যেকটাতে একটু গোলাপি রঙের ব্যাবহার চমকার ছিলো।আপনার অন্যান্য ভিডিও অপেক্ষায় এই ভিডিওটির ইডিটিং-এ অনেকবেশি ডিটেইলস ছিলো।
এরপর আপনার প্রতিটি উদাহরণ ও এক্সপ্লেনিশন ছিলো আরো বেশি ইনফরমেটিভ। অসাধারণ নাফিজ ভাই। অসংখ্য ধন্যবাদ আমাদের এমন অসাধারণ কন্টেন্ড উপহার দেওয়ার জন্য।আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুন এটাই কামনা।দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে😊😊❤️❤️❤️ অনেক অনেক অনেক ভালোবাসা❤️❤️❤️।
এতগুলো মন্তব্যের মধ্যে যে কি লিখব সেটা ভেবেই পাচ্ছি না।
তবে এই ভিডিওতে যা যা পেয়েছি সেটা কখনোই ভাবতে পারিনি। যাই হোক ভিডিওটা অসাধারণ ছিল।
আপনার ভিডিও দেখে মার্কেটিং সম্পর্কে ধারণায় পালটে গেছে। আমি আমার ক্ষেত্রে এটা এপ্লাই করবো। ইনশাআল্লাহ
আপনার ভিডিও দেখে অনেক কিছু জানতে ও বুঝতে পারলাম।আপনার উপস্থাপনা খুবই ভাল।আমি চাই আপনি এইরকম ভালো ভিডিও বেশি বেশি তৈরি করুন।অনেক ধন্যবাদ আপনাকে।
Thanks vaiya
apnar video theke
marketing ,psychology ,critical thinking +business stretigy somporke better information pai .
Insah Allah apni erokom video aro banaber sejonno dua kori !
Assalamwalaikum
অনেক শখ ছিল Marketing সম্পর্কে গভীরভাবে জানার! বাট, যেহেতু আমার স্বপ্ন হলো Computer Scientist & Programmer হওয়া, তাই Science এ ভর্তি হয়ে গেলাম।
একদিন হঠাৎ করে আপনার একটা ভিডিও সামনে আসল মাকের্টিং নিয়ে, সেই থেকেই একেবারেই আনন্দে উৎপুল্ল হয়ে গেলাম, কারণ বাংলা ভাষায় মার্কেটিং নিয়ে আমি আর ভিডিও দেখি নাই, এত ভালো কন্টেন্ট ✍
তখন থেকেই Research শুরু করলাম মার্কেটিং নিয়ে। অনলাইন থেকে বিভিন্ন বই ডাউনলোড করে পড়তে লাগলাম, যদিও বই কেনার ইচ্চা আছে কিন্তু সামর্থ্য নাই। তাই, বিভিন্ন blog, video, books থেকে জানতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ্, মোটামুটি অনেক কিছুই জানি। Specially, Digital Marketing (Social Media Marketing, SEO নিয়ে)
আর, আপনার ভিডিও দেখলে আরও একধাপ উপরের জ্ঞান আরহণ করি।
যে 10টি Books এর কথা বলছেন, Plz bhaiya এগুলোর কি নাম বলা যাবে?
অগ্রীম ধন্যবাদ!😍
সত্যিই এমন কোয়ালিটিফুল ইনফরমেটিভ ভিডিও জানার আগ্রহ আরো বাড়িয়ে দেয়। ধন্যবাদ আপনাকে এমন অসাধারণ ভিডিও আমাদের দেয়ার জন্য।
আপনার প্রতিটি কন্টেন্ট খুবই তথ্যবহুল। ধন্যবাদ আপনাকে এমন গুরুত্বপূর্ণ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য।
অনেক ইনফরমেটিভ। ধন্যবাদ এমন সুন্দর সুন্দর কনটেন্ট উপহার দেওয়ার জন্য। ❤️❤️❤️
আমি একজন মার্কেটিং এর ছাত্র। প্রতিনিয়ত মার্কেটিং রিলেটেড টপিকের ভিডিও দেখার চেষ্টা করি৷ আমি Dr. Vivek Bindra এর ভিডিও দেখে অনেক কিছুই শিখেছি। চিন্তা করতাম উনার মতো কেউ বাংলাদেশে ভিডিও বানায় না কেন। পরে ডোজ কয়েন নিয়ে বানানো আপনার ভিডিওটা দেখার পর থেকে আপনার অনুসারী হয়ে গেলাম। অনেক পর্যন্ত অনেক কিছুই শিখেছি আপনার কাছ থেকে৷ আশা রাখছি সামনে আরো অনেক কিছু শিখতে পারবো।
দোয়া রইল আপনার জন্য ❤️
সত্যিটা বলাটাই ভালো। কমেন্ট টা করলাম কারন ১০ টা বিজনেস ও মার্কেটিং বই পাওয়ার সম্ভাবনার লোভেই 😄
আর আপনার ভিডিও বরাবরই আমাকে মুগ্ধ করে। সম্প্রতি একটা প্রতিষ্ঠানের রিক্রুটমেন্ট প্রসেসে কেইস সলভ করেছি। সেখানে আপনার থেকে পাওয়া হিস্টোরিক্যাল এন্ড ডেইলি মার্কেটিং টুলস যেগুলো বড় প্রতিষ্ঠানগুলো করে এসেছে সেগুলোর ব্যাখ্যা গুলো খুব কাজে লেগেছে।
আপনাকে ধন্যবাদ ভাই।
খুব বেশি দিন হয়নাই আপনাকে চিনতে পেরেছি। এইতো দিন কয়েক হবে। কিন্তু এর মধ্যে অনেক গুলো ভিডিও দেখা হয়ে গিয়েছে। আপনার মার্কেটিং নিয়ে এতো এতো ভিডিও দেখে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। অনেক কিছু জানতে পারলাম আলহামদুলিল্লাহ। সামনে আরো নতুন নতুন বিষয় জানতে পারবো ইনশাআল্লাহ। jazakumullahu khair.
আসসালামু আলাইকুম ভাইয়া,
মার্কেটিং সাবজেক্ট টা আপনি যত সহজে উপস্থাপন করেন,মনে হয় যেনো সব পানির মত সোজা!😇
আপনার সুস্থতা এবং নেক হায়াত কামনা করছি আল্লাহর কাছে,যাতে আপনি এভাবে আমাদের শিখিয়ে যেতে পারেন।❤️
সবকিছু অনেক সহজভাবে গুছিয়ে ভিডিও উপস্থাপনের জন্য ধন্যবাদ নাফিস ভাইয়া।
সাইন্স এর স্টুডেন্ট হওয়াতে মার্কেটিং সমবন্ধে তেমন ধারণাও ছিলো না জানার ইচ্ছা ও ছিল না কিন্তু আপনার ভিডিও well ভাষায় উপস্থাপনা দেখে আমার এই সম্পর্কে জানার আগ্রহ আর বেরে গেছে।ধন্যবাদ
It fascinates me that how business is so closely related with psychology. Nafis brother explains this in a spectacular way.
বেশ ভালো ভিডিও। আরো ঘনঘন ভিডিও আশা করছি।জানি যদিও এটা সম্ভব না, ব্যস্ত সময়ের মধ্যে কিছু সময় পেলে ভিডিওর অপেক্ষায় থাকব।
আপনার ভিডিও গুলো অসাধারণ।
আসসালামু আলাইকুম
আমি একটা প্রতিষ্ঠান মার্কেটিং ম্যানেজারে পদে কর্মরত আছি।
মার্কেটিং জগতটা যে এত বড় হয়তোবা আপনার ভিডিও না দেখলে আমি জানতে পারতাম না ।আপনার ভিডিও দেখে আমি আমার কাজে অনেক improvement আনতে পেরেছি । অসংখ্য ধন্যবাদ আপনাকে আশা করি সামনে আরও শিক্ষনীয় ভিডিও নিয়ে আসবেন।
আপনার দেয়া তথ্য গুলো সত্যি ই অসাধারণ...
আর মনে রাখার জন্য আপনার ভয়েস টা আরো অসাধারণ...
জাজাকাল্লাহ প্রিয় ভাই ♥
Amar moto marketing department er student der jonno onek helpful video .
Thank you 😊
এই জেন্ডার রিভিল এর ট্রেন্ডের মধ্যে একেবারে সামঞ্জস্যপূর্ণ এই ছেলে মেয়ে আলাদা করার মেন্টালিটি থেকে এক সাইকোলোজিকাল ভাবে মেনুপুলেট করে পুজিঁ করার ব্যাপার টা একদম সুন্দর করে চোখের সামনে ধরিয়ে দিলেন, ধন্যবাদ, অসাধারণ ভিডিও সবসময়ের মতো, চালিয়ে যান। বেস্ট অব লাক
যদিও আমি সাইন্স ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট ছিলাম, তথাপি আপনার মার্কেটিং বিষয়ক ভিডিও গুলো দেখতে ও নতুন জিনিস জানার আগ্রহ পাচ্ছি.. আপনাকে ধন্যবাদ
ভাই একজন তরুণ উদ্যোক্তা হিসাবে, আপনার ভিডিও গুলি আমাকে যেমন উপকার করে তেমনি আপনার মার্কেটিং এর বইগুলোও আমার জন্য উপকারী হবে!
আসসালামু আলাইকুম, স্যার। আমি আপনার ভিডিও দেখে জীবনে ১ম বার এসব সম্পর্কে জানতে পারলাম। আগে জানতাম এগুলোকে লিঙ্গবৈষম্য হিসেবে। আমি এই সম্পর্কিত বিষয়গুলো আরও বিস্তারিত জানতে খুবই আগ্রহী। আশা করি আপনার বইগুলো পেলেএ আমি আরও বিস্তারিত জানতে পারব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন।🌷🌷
সত্যি কথা বলতে ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে।
অনেকগুলো নতুন ব্যাপার জানতে পারলাম।
ধন্যবাদ।
Best Information's...my dear Brother, God bless you.
নাফিস ভাই! শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন। আপনার ভিডিওগুলা অনেক ভালো লাগে। অনেক ইনফরমেটিভ।
আপনার চ্যানেলে প্রায় শুরু থেকে আছি ভাই।আপনার চ্যানেলের যখনই কোনো ভিডিওর নোটিফিকেশন আসে তখনই মনে হয় কখন ইউটিউবে যাব আর ভিডিওটা দেখব😑🥰
অনেক বেশি পড়াশুনা করার পর এক একটা ভিডিও মার্কেটে আসে, ভালো লেগেছে নাফিস ভাই।
অনেক ধন্যবাদ ভাই। আপনার ভিডিও গুলো থেকে অনেক বিষয়ে বিশদে জানতে পেরেছি, এভাবেই ইনফরমেটিভ ভিডিও আরও অনেক পাবো আশা করি ❤️
শুধু মাত্র বইয়ের লোভে কমেন্ট করলাম। বই আমার খুবই প্রিয় বন্ধু। যদি আমি না পাই, সমস্যা নেই মার্কেটিং সম্পর্কে বাংলায় সবচেয়ে ভালো মানের বই নিয়ে ভিডিও তৈরি করার অনুরোধ থাকল ধন্যবাদ। অগ্রিম রজমান মোবারক।
একটা ৩ ঘন্টার মার্কেটিং ক্লাসেও এতো শিখা হয় নি কখনো।
অপেক্ষায় থাকি ভিডিওর, এখন আপনার হাতের বইয়ের অপেক্ষা... ❤️
সুন্দর রিসার্চ এবং উপস্থাপনা। সত্যি কথা ভাই,২ সেইন্টস পডকাষ্ট বেশি বেশি চাই। যেকোনো ইউটিউবারকে ভালবাসতে বেশ কিছুদিন লেগে যায়,আপনাকে ভালোলাগাতে বেশি ক্ষণের দরকার পড়ে নাই। বেষ্ট অব লাক,ভাই।🤝🖤
Amazing, seriously amazing. I saw all for your videos. One of my favourite video is marketing a ব্রেনের খেলা। I saw that 10 times.
Whatever i get books or not but i want the booklist.
আমি science এর student, তবে আপনার ভিডিও দেখে marketing সম্পর্কে জানার একটা আগ্রহ কাজ করে। আপনার বইগুলা পেলে অনেক কিছু জানতে পারবো , না পেলে তা হয়তো এতো সহজে সম্ভব হবে না।
SSC,HSC science theke complete korar por ekhn eshe BBA te Marketing subject niyechi.Cause I am in love with this subject.and I crave for this types of videos.I want more videos like this.
আজকের টপিক টা অনেক বেশি ইনফরমেটিভ ছিল 😍😍🌷🌷
আসসালামু আলাইকুম ভাইয়া।
অনেক কিছু জানতে পারলাম, নতুন সাবস্ক্রাইবারের ফার্স্ট কমেন্ট।
সত্যি নাফীস ভাইয়া, আমাদের কে যাই জিনিস তাকে সব থেকে ভালো বলে বার বার দেখানো হয় ঐটাই আমরা সব সময় করে থাকি. কিন্তু আমরা যারা বিজনেস নিয়ে কাজ করতে চাই তাদের এই সব বিষয় অবসসই জানা দরকার। সেলস বাড়াতে হলে এই সব বিষয় এর উপর গুরুত্ব দিতে হবে । ধন্যবাদ ভাইয়া । If you have any opportunity don't miss it.
First time video click করেও subscribe করতে বাধ্য হলাম ।
খুব ই সুন্দর কনটেন্ট।
শিক্ষণীয় ভিডিও গুলো সুন্দর করে উপস্থাপন করা যায় তাহলে মানুষ এই ভিডিও গুলোর প্রতি বেশি ঝুঁকবে।
আসসালামু আলাইকুম,ভাইয়া।
বর্তমানে আমি কলেজ লেভেলের স্টুডেন্ট।মার্কেটিং বিষয়ে জানার খুবই আগ্রহ।অবসর সময়ে যাদের ভিডিও দেখা হয় তাদের মধ্যে আপনার ভিডিওগুলো থাকেই।ইনশাআল্লাহ্,সুযোগ হলে আপনার শেয়ার করা স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করবো।অনেক অনেক ধন্যবাদ আপনাকে এমন ভিডিওগুলো উপহার দেয়ার জন্য।
কীপ ইট আপ,ব্রাদার❤️
একজন ক্ষুদ্র ব্যবসায়ি হয়ে আপনার ভিডিও থেকে ব্যবসার অনেক ট্র্যাকটিক্স সম্পর্কে জানছি এবং শিখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদি কখনো সুযোগ হয় তাহলে আপনার সাথে সশরিরে সাক্ষাৎ এর ইচ্ছা আছে
🌹Probably the most underrated youtube channel in bd.Actually we bangalis don't know how to gather knowledge and appreciate.keep going brother❤️
Hi,
Mr. Nafees
আপনার ভিডিও গুলো দেখি ভালো লাগে। বিশেষ করে 2 Cents Podcast এর কথা না বললেই নয়...নতুন অনেক কিছুই জানতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।
By The Way, Mr. Nafees ছোট্ট একটা কথা - Pathao Ceo Hussain Muhammad Elias 2 cents এ দেখতে চাই। অনেক Strategy Study হবে ইনশাআল্লাহ।
ভাইয়া আপনার ভিডিও এত পছন্দ আর এত জোস লাগছে যে আমি ssc to hsc তে সাইন্স ব্যাকগ্রাউন্ড হয়েও অনার্স এ মার্কেটিং এ পড়ার খুব বেশি আগ্রহ জাগছে। আর আপনার ভিডিও গুলা এত বেশি এনজয় করি আর এত বেশি জানতে পারি ভিডিও থেকে যে মাঝে মধ্যে আমার মাধ্যমিক এ পড়া ছোট বোন কেও আপ্নার ভিডিও গুলার কথা বলি সব কিছু শেয়ার করি,আর ও অবাক হয়ে যায় এসব বিষয় শুনে।
আর মজার বিষয় হচ্ছে আপনার ভিডিও দেখে কখনো বোরিং ফিল করিনা। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার আপনার ভিডিও এর জন্য অপেক্ষা করি। ভালোবাসা নিবেন ভাইয়া💖
Watching my first on you channel, It wasn’t a bad experience indeed!
Keep going brother and do the good.Allah will definitely make you successful🤍
ম্যাশ আল্লাহ খুব সুন্দর করে বলেছেন ,
আমি মার্কেটিং নিয়ে খুব আগ্রহী
আর সবচেয়ে অনুপ্রেরণা পেয়েছি আপনাকে দেখে
ভালোবাসার আরেক নাম Nafees Salim
অনেক ভালোবাসা বস আপনার জন্য
,,
কি খবর brother মার্কেটিং এর রঙে নিজেকে রাঙিয়ে দিয়েছো তাইনা
NO tension আমি আছি তোমার সাথে ,
মার্কেটিং করবো দুজন মিলে ,
শুধু বই গুলো চাই সবার আগে ,,,
ম তে মার্কেটিং, ব তে বিজনেস
ক ,করবো এ একসাথে দ দুজন মিলে
বই পেতে কমেন্ট করলাম জাস্ট -_-
by the way, Video নিয়ে কিছু বলার নেই। Always best Masha-Allah. Carry On.
অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ভাইয়া।
আসলে দিনশেষে আমরা সবাই কাস্টমার, এটাই বাস্তবতা।
দারুন রিসার্চ ভিডিও, ভাইয়ার ভিডিওর জন্য আপেক্ষায় থাকি🥰
ভিডিওটা খুব ভালো লাগলো। বই পাওয়ার জন্যে কমেন্ট করেছি। জি ধন্যবাদ ;)
আপনার প্রতিটি ভিডিও দেখি আর কিছু না কিছু প্রতিনিয়ত শিখতে ও জানতে পারি।😊
আমি এইবার অ্যাডমিশন xm দিবো । যদিও সাইন্স থেকে পড়ি এবং মেডিক্যাল সাইন্স পড়ার ইচ্ছা । কিন্ত আপনার ভিডিও গুলা দেখার পর আমার BBA economics এইসব সাবজেক্ট এর প্রতি অনেক আগ্রহ হচ্ছে । আমি আমার পড়াশুনার পাশাপাশি এইসব বিষয়ে নিজে থেকে স্টাডি করবো ইনশাল্লাহ । আর একটা দারুন বিষয় যা শিখলাম তা হচ্ছে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিদের ছল চাতুরী । অনেক অপ্রয়োজনীয় জিনিষ কিনা ছেড়ে দিবো ইনশাআল্লাহ ।
BabyTube er event er por apnake khuje ber kore video dekhtesi. As a entrepreneurs student onk enjoy kortesi😍
Ami engineering student but apnr marketing er video gulo onek Valo lage.
এইটা আমার দেখা আপনার ২য় ভিডিও এবং আমি আপনার ফ্যান হয়ে গেলাম❣️
আমরা প্রতিনিয়ত এন্টারটেইনমেন্ট এর ভিডিওগুলা দেখি, তবে পাশাপাশি শিক্ষণীয় ভিডিওগুলোর প্রতি মনোযোগ দেয়াটা সত্যিই অনেক কষ্টসাধ্য ছিলো। ভাইয়া আমি সাইন্সের স্টুডেন্ট হওয়া সত্যেও আমার হাল্কা পাতলা মার্কেটিং, বিজনেস এসবে ইন্টারেস্ট ছিলো তবো আপনার ভিডিও যেভাবে সহজ ভাষায় উপস্থাপন করেন সে কারণে দিন দিন বিজনেস, মার্কেটিং এ বেশি বেশি ইন্টারেস্ট বেড়েই যাচ্ছে।
বাংলা ভাষায় মার্কেটিং রিলেটেড এত কোয়ালিটিফুল ভিডিও! ভালো লাগছে অনেক। যাই হোক, 8:15 এ হালকা একটু স্লিপ অফ টাং হয়েছে 😁(১৯৮২ হবে)।
এরকম কোয়ালিটিফুল ভিডিও রেগুলারলি আপলোড করে যান ভাইয়া। আমি আপনার নতুন সাবস্ক্রাইবার। আপনার সাথে যাত্রা টা ভালো হবে আশা করি 😁💖।
অনেক সুন্দর হয়েছে ভাই। অনেক কিছু জানতে পারলাম। ভালোবাসা নিয়েন।❤️
মার্কেটিং, কমিউনিকেশন স্কিল বা সূক্ষ্ম চিন্তা ভাবনা নিয়ে গ্রো করতে আপনার ভিডিও গুলা খুব কাজে দেয়, ভাই আপনার পডকাস্ট গুলাও অসাধারণ হচ্ছিলো ট্রাইনোমিয়াল শেষ হওয়ার পরে আপনিও দিতেসেন না, শুরু করেন আবার ভাই মিস করি ভাই আপনার প্রশ্ন গুলা। শুরু করেন ভাই আবার আর ভিডিও গুলাও দেখা চোখের শান্তি বেস্ট অফ লাক ভাই, এই টাইপ ভিডিওর ভিঊ কম কিন্তু ভাই যা থাকে সব লয়াল। আপনিও ছেড়ে দিয়েন নাহ...
One of the best channel for knowing about Business.Helps me to grow about my business strategy ❣️
চমৎকার কনটেন্ট নাফিস ভাইয়া, কালার এর মার্কেটিং সেঘমেন্টেশনের কারনে কম্পানি গুলো মানুষের সাথে মাইন্ড গেইম খেলছে। পিংক কালার ছেলেরা পছন্দ করে কিন্তু নিজে পিংক কালার না পড়ে মেয়েরা যদি পড়ে সেক্ষেত্রে সেটাকে বেশি সুন্দর বলে মনে করে। যেমন ধরেন পিংক কালার এর শাড়ি। এক্ষেত্রে একটা একটা বিষয় লক্ষ করা যায় যা আপনি ভিডিও তে বললেন ছোট থেকে কালার প্রতি আগ্রহ। গোলাপি মেয়েদের রঙ না হইয়ে যদি ছেলেদের রঙ হয়ে থাকে সেজন্য মেয়েদের রঙ বললেও ছেলেরা গোলাপি কালারে বেশি পছন্দ করছে। এটাই কি ব্যবসা প্রসারে বেশি ভূমিকা রাখছে?