Popeye(Bangladesh) - Neshar Bojha Lyrics Video

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2017
  • One of The Best Songs of Popeye !
    Background Picture Is Taken By - Tod Grubbs
    Song used in the video - Neshar Bojha
    Original Artist - Popeye(Bangladesh) [ Facebook Page Link- / popeyebangladesh ]
    Original Album - Ja Icche Ta
    Licensed to UA-cam by - gseries_music (on behalf of GSeries); G Series Publishing, and 2 Music Rights Societies
    Peace ☮️

КОМЕНТАРІ • 4,7 тис.

  • @Miftahkhantamim
    @Miftahkhantamim 3 роки тому +3361

    ভালবাসা,ফ্যামিলি, মধ্যবিত্ত, হতাশা,পরাজয়,এই সব কিছুর সংঘাতে এই গানটি❤️

  • @sonjitdas536
    @sonjitdas536 3 роки тому +7710

    যারা ফ্যামিলি প্রবলেম এ পরে তারাই বোঝে এই গানটার মর্ম টা কি 🙂🙃💔

    • @raihansany7195
      @raihansany7195 3 роки тому +61

      😔

    • @mastime943
      @mastime943 3 роки тому +43

      Problem e porly ki koren

    • @rabeyaislam932
      @rabeyaislam932 3 роки тому +40

      Abar jigay

    • @ayurshistreetdancersassoci7689
      @ayurshistreetdancersassoci7689 3 роки тому +99

      Shudhu matro oitai na je kono problem a porlei bujhe:'( 💔 Amaro family problems since childhood I had a very traumatic life but that doesn't give me any right to disregard any other problems. Jara mon a aghat peye nesha kore tara bujhe💔

    • @shuvo6326
      @shuvo6326 3 роки тому +14

      Right bro

  • @baharuddinsakib9993
    @baharuddinsakib9993 2 місяці тому +17

    বাবার বয়স বাড়ছে, মা অসুস্থ, ছোট বোনটাকে ভালো কোন পাত্রস্ত করতে পারছি না, চাকরি নেই, জীবনের কোন কূল নেই শূন্যে ভেসে চলা মেঘের মত কোথায় ভেসে যাচ্ছি নিজেও বুঝতে পারছি না 😅
    জানি এই সব দিন একদিন কেটে যাবে। এসব হতাশা দুঃখ দুশ্চিন্তা। তবুও আমি চাই এই দিন গুলো স্মৃতি হয়ে থাকুক। পৃথিবী সাক্ষি থাকুক। কতটা আক্ষেপ নিয়ে বেঁচে ছিলাম আমি!

  • @shawonrahman1402
    @shawonrahman1402 8 місяців тому +96

    আব্বা আমার হাত টা ধরে রেখে আমার চোঁখের সামনে চলে গেলো।বড় ভাইয়া আব্বা চলে যাবার মাস খানেক এর মধ্যে আলাদা হয়ে গেলো। নতুন করে আবার কারো মায়ায় পোরলাম ভাবলাম হয়তো এবার আর ভুল করিনি মানুষ চিনতে। কিন্তু না সেও আজ অনেক অচেনা হয়ে গেছে। মাকে নিয়ে শুর করলাম স্ট্রাগল এর জীবন। হয়তো দিন বদলাবে, হয়তো সব ঠিক হবে, এই নিস্তব্ধ রাঁত নিজের ভেতরের এতো আবেগ এতো এতো কথা আমি কাকে বলবো। তাই এই গানটা শুনি। ভাবলাম একটা কমেন্টস রেখে যায়। হয়তো এই কমেন্টস দেখতে এসে আবার এই গানটা শোনা হবে।

    • @anirbansarkar3030
      @anirbansarkar3030 Місяць тому +3

      Don't know if you will watch this or not, I just want you to know everything will be alright brother. Put your trust in God and try to make the most out of everyday. You can do it, I know. :-)

    • @rhrakib6836
      @rhrakib6836 Місяць тому +2

      সব ঠিক বদলাবে, মনে শক্তি সঞ্চয় করে শুধু চলতে হবে। এমন বড় ভাই কারো না হোক 🙂

    • @user-jv9wb6gl5j
      @user-jv9wb6gl5j Місяць тому

      সব সয়ে যাবে ভাই, সময় সব শিখায় দেয়

  • @malihabintekarimrinty4469
    @malihabintekarimrinty4469 2 роки тому +514

    "ফেরা হলো না ঘরে, নাহি ফিরলো ঘর দিকে আমার! "
    মাঝরাতে হাই ওয়েতে বসে এই লাইন টার মর্ম বুঝলাম গতকাল রাতে। এমন দিন, রাত কারও না আসুক, সকলের সকল দুঃখ ঘুচে যাক৷ মানসিক শান্তি ফিরে আসুক জীবনে।

    • @sonjitdas536
      @sonjitdas536 2 роки тому +6

      সময় বাস্তবতা
      কাকে বলে
      এই গান টা শুনলেই বোঝা যায় 🙃🙂💔

    • @pranto1218
      @pranto1218 2 роки тому +3

      Same wish for you😌

    • @rifatshamim9097
      @rifatshamim9097 2 роки тому +2

      in sha allah

    • @saikat7545
      @saikat7545 2 роки тому +2

      🙂

    • @mdhasankarar5155
      @mdhasankarar5155 Рік тому +1

      কি হয়েছিলো আপনার

  • @sauravhassanprince7233
    @sauravhassanprince7233 5 років тому +2134

    প্রায় ১ বছর আগে ডিপ্রেশন এর চরম পর্যায় থাকাকালীন গান টা প্রচুর শোনা হতো।
    এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
    দুঃখের মূহুর্তে এই গানটাই পাশে ছিলো।
    সুখের মূহুর্তে ও পাশে রাখতে চাই

  • @sakkharsutar466
    @sakkharsutar466 11 місяців тому +95

    Back in 2021, I used to hear this song when my father got a sever heart attack and become hospitalized. My whole family was traumatized. Somehow, he managed to get rid of this after some major operations. Today is 28th July,2023 (2:34am) and all of a sudden this song is come to my timeline and remind me those unforgettable days.
    প্রত্যেকটা গান এক একটা টাইম মেশিনের মতো, আপনার হারিয়ে যাওয়া অনুভূতি গুলো আপনার চোখের সামনে নিয়ে আসবে.. ব্যাপারটা অদ্ভূত.. গান ছাড়া হয়তো এই ক্ষমতা আর কিছুতেই নেই.

    • @Soptoshipakhi-sm3so
      @Soptoshipakhi-sm3so 3 місяці тому

      I also heard this song because I life is totally black

    • @aritrasarkar1222
      @aritrasarkar1222 2 місяці тому

      কি অদ্ভুদ বলেছেন ভাইয়া, আপনি অনুভূতি তে বিশ্বাস রাখেন

  • @avoid_easin
    @avoid_easin Рік тому +64

    ভালবাসা,পরিবার, অসফলতা,হতাশা এই সব কিছুর রিলেটেড এই গানটি😢❤

  • @jonaidahmed6703
    @jonaidahmed6703 Рік тому +358

    বেঁচে থাকলে ২০৫০ সালেও শুনব, কারোর নোটিফিকেশন পেলেই মনে করব তার জীবনের অংকটাও গানটার সাথে মিলে গেছে 💔🥀

    • @rashedulhayat6498
      @rashedulhayat6498 Рік тому +1

      ভালোবাসা নিবেন ভাই

    • @fatimaaria5989
      @fatimaaria5989 Рік тому +1

      লাইক পাওয়ার ধান্দা

    • @Wow-Rono
      @Wow-Rono Рік тому

      Asen

    • @sahadatabir4291
      @sahadatabir4291 5 місяців тому

      ভাই আমার সাথে গানটা মিলে গেছে
      মনে হয় পদে পদে করিছি ভুল 😣🥹💔

    • @sayandas9678
      @sayandas9678 4 місяці тому

      রাত 2 টা বাজছে । আশা করি আপনার সমস্ত দুঃখ কেটে যাক❤

  • @ananmahamud4500
    @ananmahamud4500 Рік тому +2963

    আমি এই আশায় এখানে একটা কমেন্ট করে গেলাম যে,যখনি কেউ ভবিষ্যতে এটাতে একটা লাইক করবে আমি আরো একবার এই মাস্টারপিসটা শোনার সুযোগ পাব!🖤

    • @SoTTo55
      @SoTTo55 11 місяців тому +8

      O

    • @hmjahid8110
      @hmjahid8110 11 місяців тому

      মাদার*দ মার্কা কমেন্ট ইন এভরি নস্টালজিক সং

    • @asaduzzamansobuj6998
      @asaduzzamansobuj6998 11 місяців тому +4

      😶

    • @ariyanrumon1533
      @ariyanrumon1533 11 місяців тому +11

      এই গানটা হচ্ছে আমার জীবনের প্রের এবং আমার যতবার কোন সমস্যায় পড়ে তখন এই গানটা শুনি আর মনটা ভালো হয়ে যায় এবং প্রতিদিন মিনিমাম দশবার করে গানটাও আমি শুনে থাকি এবং যতদিন বাঁচবো ততদিন এই গানটা শুনে থাকবো 🧡❤️💚

    • @SMMasudOfficial7727
      @SMMasudOfficial7727 11 місяців тому +3

      Asadharon lyrics

  • @TheSRSTroy-pi7qq
    @TheSRSTroy-pi7qq 7 місяців тому +15

    আমি মিথ্যে বলেছি,কত মিথ্যে বলেছি নিজেকে,
    এক রুপকথার মত বদলে যাবে এই জীবন শেষে,।।
    এই লাইন টা So much relatable 😔

  • @RFRayhan-ix1sz
    @RFRayhan-ix1sz Місяць тому +48

    ২০২৪ সালে এসেও কে এই গানটা শুনছো একটা লাইক দিয়ে যেও ।💙

    • @movieexplainbangla822
      @movieexplainbangla822 6 днів тому

      প্রতিদিন ই শুনি,৫ বছর হলো🏗️

  • @kabbo3546
    @kabbo3546 2 роки тому +332

    বিশ্বাস করুন, পারিবারিক সমস্যার থেকে বড় মানুষের কোনো মানষিক সমস্যা হতে পারেনা। আর যারা এই ধরনের সমস্যায় থাকে, তারা সবচেয়ে বেশি গানটাকে অনুভব করতে পারে। ভালোবাসতে পারে! 🙂

  • @sakibmahmud962
    @sakibmahmud962 2 роки тому +698

    পারিবারিক অশান্তি, ব্যর্থতা, নিঃসঙ্গতা ও একাকীত্বে ছেয়ে যাওয়া ছন্নছাড়া মানুষ গুলোর জন্য এ যেন এক অমৃত প্রশান্তির সংগীত, মধ্যরাতের এক টুকরো স্বস্তি।'🖤

    • @shawrup73
      @shawrup73 Рік тому +4

      খুব ভালো লাগলো ভাই কথা

    • @its.mahmudul24
      @its.mahmudul24 Рік тому +1

      সত্য 🥀😅

    • @rahulhassan1945
      @rahulhassan1945 11 місяців тому +1

      @@shawrup73❤

    • @sumaiaislam3210
      @sumaiaislam3210 11 місяців тому +2

      সুন্দর ছিলো অনেক কথা গুলো 😅 হৃদয় ছুঁয়ে গেলো 😊

    • @MdMostak-nc4gt
      @MdMostak-nc4gt 11 місяців тому

      🥺🥺🥺🥺🥺🥺🌃

  • @mdbiplobhossendollton463
    @mdbiplobhossendollton463 3 місяці тому +3

    এই যে আপনি গানটি শুনছেন,আপনাকেই বলছি, আপনার মতো সুন্দর,আর রুচিশীল মানুষ খুব কম আছে।

  • @anikanik-pl9pr
    @anikanik-pl9pr 10 місяців тому +55

    প্রিয় গানগুলো 🖤
    ১. আমার দেহখান (odd signature)
    ২. ১৭ পৃষ্ঠা (ashes)
    ৩. ঘোরগাড়ি (Highway)
    ৪. অনুভূতি (Charpok)
    5. উৎসর্গ ( Tasnif)
    ৬. পূর্ণজন্ম (চন্দ্রপিঠ)
    ৭. নেশার বুঝা (popeye)
    ৮. একা বেচে থাকতে ( sobchup episode
    ৯. স্রোতস্বিনী (Encore)
    ১০. নিকষ কালো (paper rhyme)
    ১১. খোলা জানালা (swat)
    ১২. অবস্থান (either

    • @mia77674
      @mia77674 9 місяців тому +4

      Artcell er oniket prantor add korte paren 🖤

    • @mia77674
      @mia77674 9 місяців тому +3

      Aftermath er utshorgo ❤

    • @AhnafXD
      @AhnafXD 6 місяців тому

      ​@@mia77674 তার প্রিয় নাও লাগতে পারে অ্যাড করার দরকার কি

  • @alfatah2
    @alfatah2 2 роки тому +11

    সময়টা এখন ২০২২সালের মে-র ২২তারিখ।প্রস্তুতিমূলক পরিক্ষা দিয়ে হলে এসে শুয়ে শুয়ে গানটা শুনছি।এই গানটা শুনে আসলেই নিজের বর্তমান সময়টাকে গভীর ভাবে অনুভব করছি।বাবা-মায়ের স্যাপারেট,এসএসসি রেজাল্ট খারাপ,বন্ধুদের থেকে দুরে সরে যাওয়া,৩বছরের সম্পর্কের বিচ্ছেদ,সর্বপরি বাড়ি ঘড় ছেড়ে কলেজ হোস্টেলে ওঠা।সব মিলিয়ে এক জটিল কেমিস্ট্রি।তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • @Ton7998
    @Ton7998 2 роки тому +771

    পরিবারের চিন্তা, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে যখন ডিপ্রেশনে চলে যাই তখন এই গানগুলোই বন্ধু হিসেবে আগে চলতে সাহস জোগায়।❤️

  • @imranritu928
    @imranritu928 Рік тому +15

    গানটা প্রতিদিন ১০০ বার করে শুনি, কোন বিরক্তি কাজ করে না মনে শুধু শুনতে ইচ্ছে করে গানটা আসলে একটা নেশা

  • @trtamim5541
    @trtamim5541 3 місяці тому +6

    প্রায় ৭-৮ বছর যাবত গানটি শুনি কখনো কমেন্ট করা হয় না। সেই প্রথম থেকে এখন পর্যন্ত গানটি শুনে আসছি, যখনই শুনি চোখে পানি চলে আসে। সে নেয়ায় তো বিদায়😅😅 😅

  • @sahjan-samit1804
    @sahjan-samit1804 Рік тому +102

    এই গানটি শুধুমাত্র মধ্যবিত্তদের হার না মেনে এক রাশ লুকোনো কষ্টে বিভিষীকাময় জীবন অতিক্রম করা মানুষদেরকে ডেডিকেটেড করে গাইছে মনে হয়।এমন কিছু গানের জন্য আরো কয়েকটি দিন বেঁচে থাকা যায়।♥️

  • @FahanNobin
    @FahanNobin Рік тому +39

    আজ ৩ বছর গানটা আমার সাথে অনেক পথ পারি দিয়েছে 😊।আমিও একসময় গভীর রাতে এই গানটা আর দেহখান গানের মতো গানগুলো শুনে শুনে চোখের জল ফেলেছি।তখন সদ্য কিশোর এ পদার্পন করে অনেক ঝড় তুফান সহ্য করেছি। ফ্যামিলি ভুলবোঝাবুঝি, একতরফা ভালোবাসা,বন্ধুত্ব ভাঙার মতো আরো অনেক কিছুই। এবং এসব কিছু আমাকে ম্যাচুরিটি দান করে চলে গেছে। আলহামদুলিল্লাহ এখন আমার জিবন অন্যরকম, সেই পুরোনোদিন গুলোর জন্য আমার একটুও আক্ষেপ নেই এবং ঐ দিনগুলোতে ডিপ্রেশনে থেকে এসব গান শুনার অনূভুতি গুলোকে অনেক মিস করি।🙂 । বিশ্বাস করেন সব সমস্যা একদিন না একদিন ঠিক হয়ে যাবে একটু শুধু দৈর্য ধরুন। আমরা সবাই জিবনে অনেক পরীক্ষা দিয়েই এগিয়ে চলি খারাপ সময় আসে আবার চলেও যায়
    আর কিছু বাস্তবতা স্মৃতি হিসেবে রেখে যায়। আপনার দিনও একদিন আসবে আস্থা রাখুন নিজের ওপরে। 😊

    • @ziauddinsamir7752
      @ziauddinsamir7752 Рік тому +1

      Vai apnar position e jete onk time lagtase☹

    • @mdnafiz3593
      @mdnafiz3593 Рік тому

      @@ziauddinsamir7752 amio aj ei obosthan a asi .ami chai amr nijer jibon ta sondhor vabe sajaty.ami chai ami perbo amr nijer jonno.🙂

  • @hasfeer4788
    @hasfeer4788 9 місяців тому +422

    বাবা নেই, স্ট্রাগল লাইফ!
    পড়াশোনা শেষ,চাকুরী নাই,গার্লফ্রেন্ড ও বিদায় দিল অন্যের সাথে বিয়ে হল!
    বৃদ্ধ আম্মাকে নিয়ে এক একলা দিন যাপন।
    কাকে শোনাবো এই দুখের কথা জানিনা!
    মধ্যরাতে এই গান গুলো শুনি আর স্মৃতি রোমন্থনে বালিশ ভিজে!
    হয়ত একদিন ঠিক ই দিন বদলাবে কিন্ত একটা কমেন্ট রেখে গেলাম যখন ই কেউ লাইক রিপ্লাই করবে তখন আবার ফিরব আর অতীতের স্ট্রাগল লাইফ টার কথা ভাববো!!

    • @RiyadMehediHasanRiyad
      @RiyadMehediHasanRiyad 9 місяців тому +11

      ভাই পৃথিবীটা তো একটা স্বাথপর। যেখানে কেউ কারো আবেগ বুঝে না। সফল হলে তুমি সবার কাছে শ্রেষ্ঠ , আর ব্যথ মানে তুমি সবার কাছে থাকলে কি আর না থাকলে কি।
      কষ্ট পাবেন না , চেষ্টা করেন, সফল না হত্তয়া পযর্ন্ত। ভালো থাকবেন।
      আমার লাইন এটা:- ভালো থেকে প্রিয়। তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর একটা আবেগ এর লাইন টা বা গানটা শুনতে পারতাম না। ভালো থেকো।💗

    • @user-wr4iw2dj4b
      @user-wr4iw2dj4b 9 місяців тому +1

      Vai same apnar e moto jibon japon korsi...

    • @youtubingwithmunna3432
      @youtubingwithmunna3432 8 місяців тому

      same vai amar life ta 💔💔

    • @heartroer5326
      @heartroer5326 8 місяців тому +1

      ভাই আবার আসবেন না কি 😅

    • @twofriendgamer9629
      @twofriendgamer9629 8 місяців тому

      😅😅😅😭

  • @user-qv8vu1nc3i
    @user-qv8vu1nc3i 10 місяців тому +9

    ফেরা হলো না ঘরে, নাহি ফিরলো ঘর দিকে আমার! "
    মাঝরাতে হাই ওয়েতে বসে এই লাইন টার মর্ম বুঝলাম গতকাল রাতে। এমন দিন, রাত কারও না আসুক, সকলের সকল দুঃখ ঘুচে যাক৷ মানসিক শান্তি ফিরে আসুক জীবনে।

  • @msjonytuhin2410
    @msjonytuhin2410 2 роки тому +172

    পরিবার থেকে মূল্যহিন, প্রেমিকার ছেড়ে চলে যাওয়া, বন্ধুবান্ধবদের থেকেও দূরে চলে যাওয়া, টাকার অভাব, মধ্যবিত্ত, ভাইদের জন্য ছাড় দিয়ে দিয়ে নিজেই এখন ছাড়া গরুর নেয় বাসায় থাকি। সবার প্রয়োজন পরলেই আমি৷ আমার প্রয়োজনে কেউ নেই। তারপরও আল্লাহ রাখছে দুনিয়া তে আমাকে আলহামদুলিল্লাহ । সুদিন আসবে ইনশাআল্লাহ৷

    • @mdtusharkhan380
      @mdtusharkhan380 2 роки тому +2

      Thik bolsen vai

    • @beyondtheprideofhuman6749
      @beyondtheprideofhuman6749 2 роки тому +4

      আপনার কথাটা অনেক গভীর

    • @ahmedakib702
      @ahmedakib702 2 роки тому +4

      Ekdom e same bhai.. family bolte ammu ar apu!
      Abbu jeno dekhe jete cailo na cheletar future..tai inter par howar agei biday nilo duniya theke!
      Ammu ar apu jothestho sahos dey..kintu nijei tw vitore sesh sahos diye ar ki hobe

    • @msjonytuhin2410
      @msjonytuhin2410 2 роки тому +2

      Ahmed akib.vai sahos haraben na. Inshaallah Allah amader pase / Sathe achen. Doya kori Allah sobai ke jeno Valo rakhe.

    • @taksinahmedchoyon3064
      @taksinahmedchoyon3064 2 роки тому +2

      Apnar moto amar obostha vai 🙂

  • @HabiburRahman-es3vb
    @HabiburRahman-es3vb 2 роки тому +63

    হতাশা,,,,,হতাশা,,,,, আর শুধুই হতাশা নিয়ে এই গানটা বার বার শুনি,,,,💔
    পারি নি কোনদিন বাবা মাকে খুশি করতে,,,পারি নি প্রাক্তনকে নিজের কাছে আগলিয়ে রাখতে,,,পারি নি কোনদিন নিজের হয়ে বুক ফুলিয়ে গর্ব করতে,,,,,,তাই হতাশা নিয়ে এখনো বেঁচে আছি এই অবাক করা দুনিয়াতে,,,💔
    কিছু গান শুনলে মনে হয় এই যেন আমার জন্য কথাগুলা বলছে,,,ওই কিছু গানের মধ্যে এইটাও একটা,,,তাই রোজ রাতে আসে শুনি আর নিজের দুর্বলতা শরন করি

    • @shubhamutsuddy7080
      @shubhamutsuddy7080 2 роки тому +1

      হতাশা,,, হতাশা,,, আর শুধুই হতাশা নিয়ে এই গানটা বার বার শুনি,, 😔
      পারি নি কোনদিন বাবা মাকে খুশি করতে,,পারি নি কোনদিন নিজের হয়ে বুক ফুলিয়ে গর্ব করতে💔
      তাই হতাশা নিয়ে এখনো বেঁচে আছি এই অবাক করা দুনিয়াতে
      এই গানটা শুনলে মনে হয় এই যেন আমার জন্য কথাগুলো বলছে,,, তাই রোজ রাতে আসে শুনি আর নিজের দুর্বলতা শরণ করি

    • @aminarahman2429
      @aminarahman2429 Рік тому +2

      Please, try to get out of your current routine and build a new routine slowly. If you keep living in a loop, you'll see the same result, right?

  • @mujammilislam4813
    @mujammilislam4813 Рік тому +12

    মধ্যবিত্ত পরিবারের হতাশাগ্রস্ত প্রতিটি সন্তানের মনের অভিব্যাক্তি এই গানের প্রতিটি শব্দ 😢

  • @sadiaferdousprova
    @sadiaferdousprova 10 місяців тому +33

    পারিবারিক ডিপ্রেশন, ব্যর্থতা, অন্ধকার ভবিষ্যৎ, একাকিত্ব, সব মিলে এক টুকরো শান্তির গান ☘️😌🥀

  • @Pink-lq9cd
    @Pink-lq9cd 3 роки тому +389

    If you’re suicidal and listening to this. You’re never alone. Keep looking for the light. You will find it eventually.
    Sometimes life is like a dark tunnel, you can’t always see the light at the end of the tunnel, but if you just keep moving, you will come to a better place
    Wish you good luck!!!

    • @PvtLev
      @PvtLev 3 роки тому +22

      survived suicide attempt back in 2019. Now I am happily married with a wife. Life got a lot better. Never doing that again. Idk what I was thinking when I was ending my life.

    • @sheikhshamim4276
      @sheikhshamim4276 3 роки тому +7

      You can't be strong all the time sometimes you just need to be alone and let your tears out

    • @AkhiAkter-po4dq
      @AkhiAkter-po4dq 3 роки тому +3

      Thank you🙂

    • @ahsanhaque7669
      @ahsanhaque7669 2 роки тому

      @@sheikhshamim4276 Thanks

    • @nilaruna7575
      @nilaruna7575 Рік тому

      U r r8 bro

  • @limakhanam1484
    @limakhanam1484 Рік тому +20

    পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লিরিক্স গুলোর মধ্যে অন্যতম! সুর আর কথা শুনলে মনে হয় কলিজার উপর দিয়ে কেউ যেনো ছুরি না তলোয়ার দিয়ে খোদাই করে কষ্টের ডিজাইন টা আঁকছে আর একদম নিজের মতই ডিজাইন টা আকাও হয়ে যায় গানের শেষে! 🤍 ভালো থাকুক সকল ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাওয়া মানুষগুলো এপারে বা ওপারে। 😊

  • @faiyazahmed9765
    @faiyazahmed9765 Рік тому +5

    প্রায় ৪ বছরের সম্পর্ক ছিলো,হুট করে কোনো একটা এক্সিডেন্টে সিনেমার মতো ওর স্মৃতি হারিয়ে গেলো।আমাকে চিনতে পারছে না ও এখন।দিনগুলো গুনে গুনে পার করতেসি।আল্লাহ জানেন সবকিছু কি ঠিক হবে কি না হবে।এই গানটা আসলে নতুন শুনি না,খুব ভালো লাগে এই গানটা।কেমন জানি একটা ফিল কাজ করে গানটা শুনলে, বন্ধুদের নিয়ে গলা ছেড়ে কত গেয়েছি।এখন এই ভোরবেলা ৫:৩০ বাজে।সারা রাত ওর চিন্তায় নির্ঘুম কাটিয়ে এখন গানটা শুনতেছি অনেকক্ষণ থেকে।তাই ভাবলাম সবার সাথে নিজের মনের কথা শেয়ার করি।

    • @ahmedoishe
      @ahmedoishe Місяць тому

      হাস্যকর 😂

  • @ashikulislam2
    @ashikulislam2 4 місяці тому +53

    কমেন্ট টা সৃতি হিসেবে রেখে গেলাম। যখনই নোটিফিকেশন পাবো তখনই গানটি শুনবো।🙂

  • @helal_tahsan69
    @helal_tahsan69 2 роки тому +684

    অধিকাংশ মানুষ ২৫ বছর বয়স এর আগেই মারা যায়, আর তাদের কবর দেওয়া হয় ৭৫ বছর বয়সে🥀💔

    • @suppermathematics4343
      @suppermathematics4343 2 роки тому +6

      thik bolco bro💔🖤

    • @sweetymamroz1610
      @sweetymamroz1610 2 роки тому +5

      Deep

    • @aronmui
      @aronmui 2 роки тому +5

      এতোদিনে লাশ পচে যায় না?

    • @helal_tahsan69
      @helal_tahsan69 2 роки тому +10

      @@aronmui দেহের মৃত্যু হয়,আত্মার নয়!❤

    • @aronmui
      @aronmui 2 роки тому +5

      @@helal_tahsan69 কিন্তু ভাই কাহিনী তো উল্টা হওয়ার কথা ছিলো, আত্মা নাকি অমর আর দেহ নাকি নশ্বর?দেহের মৃত্যু হলেও আত্মা নাকি অমর??? I'm so much confused!!

  • @souravpaul1116
    @souravpaul1116 5 років тому +1434

    সকল হতাশাগ্রস্ত আত্মার আস্তানা এ গানের আসর!
    বেচে থাকুক এ মানুষগুলো!

  • @user-bp8tq8gi3l
    @user-bp8tq8gi3l 8 місяців тому +6

    গানটা আমি তেমন শুনতাম না....আপনি যখন প্রথমবার গিটার বাজিয়ে বেসুরো গলায় গানটা শুনালেন সেদিন বেশ অবাক এবং মায়া নিয়ে শুনলাম....আপনি জানেন গানটা মোটেও ভালো হয় নি তবে আমার মায়া দেখে আপনার বিশ্বাস হতে লাগলো আপনার গাওয়া গানটা সুন্দর হয়েছে....প্রায়ই শোনাতেন গানটা...যানেন এখন অন্তত একবার করে গানটা না শুনলে ঘুম আসে না....গানটা ভালোভাবে অনুভব করতে আমাকে সাহায্য করেছেন আপনি আমায় ছেড়ে গিয়ে....প্রতিটা লাইন এখন আমি বুঝি....আপনার কাছে ছোট আমি এখনো...তবে বাস্তবতা আমাকে অনেক বৃদ্ধ করে দিয়েছে....আপনি আর ফিরবেন না...যারা ভালোবাসে না তাদের পিছুটান নেই....আমি আপনাকে এখনো ভালোবাসি...অপেক্ষা করছি....করছি...করছি...
    অপেক্ষার শেষ আপনাকে দিয়ে হবে না হয় না....আমি অপেক্ষা করছি
    জানেন আমি এখন আগের মতো নেই...আপনি আমাকে বলেছেন না বলতে শিখতে...না বলা শেখাতে গিয়ে আমাকেই না এ বদ্ধ করে দিলেন...এখন আমিও না বলতে পারি....মায়া তেমন একটা কাজ করে না কারও জন্যই...আমি বুঝেছি কেউ ই কারও জন্য অপরিহার্য নয়.....আমি খুব কষ্টে আছি আপনাকে ছাড়া...সবাই বলে দূর্বলতা প্রকাশ করতে নেই…..কিন্তু আপনি জানেন আপনার কাছে আমি কিছুই লুকাতে পারি না....আমার দূর্বলতা ও না….ভালো থাকবেন...যতদিন বেঁচে আছি ভাববেন কোনো এক বোকা মেয়ে এখনো আপনার আশায় আছে।

  • @shuvomohonto2716
    @shuvomohonto2716 Рік тому +75

    ১-৬-২৩ তুমি এখন বাজে ৬:২২... আমি ও আমার বন্ধু বসে থেকে গানটি শুনতে চাই জীবনের সামনের দিনগুলো নিয়ে ভাবতেছি দুই মাস হয়ে গেল মালয়েশিয়াতে এসে পড়াশোনা করতেছি হতাশায় পড়ে গানটা শুনতেছি যখনই আমার কমেন্টে কেউ লাইক দিবে তখন হয়তো আরেকবার গানটি শোনা হবে

  • @srijangoswami9069
    @srijangoswami9069 2 роки тому +103

    রক্তে মিশে গেছে।
    রাতে একবার না শুনলে ঘুমই আসে না।সত্যিই এক অন্যরকম নেশা আছে গানটিতে।🌼🥀

  • @faizaafrin6130
    @faizaafrin6130 3 роки тому +189

    ২০১৭ থেকে ২০২১! কত যে শুনলাম তবুও প্রতিবার এই গানটা আলাদাভাবে মনে হিট করে❤️
    ইনশাআল্লাহ একদিন সত্যিই রুপকথার মতো জীবন বদলে যাবে ^_^ ❤️

    • @wtf-6969
      @wtf-6969 2 роки тому

      Thik bro:)

    • @md.sahadathossain774
      @md.sahadathossain774 2 роки тому +1

      Oh really

    • @donaralpine681
      @donaralpine681 2 роки тому +2

      আপনা আপনি কিছু পরিবর্তন হয় না,যতক্ষন না আপনি পরিবর্তন করছেন,আশা রাখা ভালো তবে প্রত্যাশা নয়;জীবন নিজে নিজে বদলায় না,বদলে নিতে হয় প্রয়োজনে,তবে সময় অনেক কিছুর সমাধান দিয়ে দেয়।

    • @blackwhite6138
      @blackwhite6138 2 роки тому

      Apu I'm alone .. would you like to make my partner 😊

    • @tanjiaakter7332
      @tanjiaakter7332 2 роки тому

      @@blackwhite6138 why do you alone?

  • @user-gf5lv7xv6j
    @user-gf5lv7xv6j Рік тому +18

    পারিবারিক অশান্তি বা অপ্রাপ্তি, ভবিষ্যত নিয়ে বিষন্নতা, পড়াশোনার চাপ, ফিনানশিয়াল ক্রাইসিস, ভালোবাসার মানুষকে না বোঝাতে পারা, হতাশা আর অতৃপ্তি নিয়ে সব মিলিয়ে এই গানটি যেনো স্বর্গীয় অনুভূতি দেয়....💔💔💔😭😭

  • @nuruddinahmad4680
    @nuruddinahmad4680 7 місяців тому +6

    গানের লেখক এবং গায়ক কে স্যালুট জানাই আমাদের মাঝে এত সুন্দর একটি গান উপহার দেবার জন্য
    তা না নিজের জিবনের সাথে মিলে যাওয়া এমন গান শুন্তেই পেতাম না

  • @AhmadUllah-rz4yl
    @AhmadUllah-rz4yl Рік тому +11

    এডমিশন সিজনে আছি। এতগুলো পরীক্ষা দেওয়ার পরও কোথাও আশানুরূপ সাফল্য খুজে পাচ্ছি না। বাসায় থেকে বন্ধুবান্ধব কোথাও কেউ বুঝেনি আমায়।কথা শুনানোর প্রতিযোগিতায় কেউ পিছিয়ে নেই। আমি না পারলাম সাফল্যের কাছে যেতে আর না পারলাম পরিবারের কোনো গর্বের কারণ হতে। নিজেকে অনেক মিথ্যে বলে সান্ত্বনা দিয়েছি।কিন্তু এখন আর পারছি না।নিজের প্রার্থনারাও আজ ব্যার্থ। শূণ্যতায় বসে হাহাকার দেখছি আজ।স্বপ্ন দেখতেও ভয় লাগে।
    নিজের কষ্টগুলো শেয়ার করার জন্য সৃষ্টিকর্তার পর সবচেয়ে কাছে যা পাই সেটা হলো এই গান।🖤
    সত্যিই "ফেরা হলো না ঘরে,নাহি ফিরলো ঘর দিকে আমার"

  • @mdjaforiqbal1981
    @mdjaforiqbal1981 Рік тому +17

    পৃথিবীর সমস্ত সুখ একদিন শেষ হয়ে যায়,মধ্যরাতে নির্ঘুম চোখে নেমে আসে জীবনের সমস্ত হতাশা,ব্যর্থতা,গ্লানি।গানটি তারই প্রতি-রুপ😭🖤🥀

  • @sumaiyayeasmin779
    @sumaiyayeasmin779 7 місяців тому +27

    আমাদের শখগুলোর একটা বয়স থাকে,
    যা পেড়িয়ে গেলে শুধুই অপ্রয়োজনীয় বস্তু বলে মনে হয়,
    অথচ..
    একটা সময় যা সুখের রাজ্য বলে মনে হয়

    • @Habiba01317
      @Habiba01317 2 місяці тому

      Sotti kotha😅😅😅😅😅

  • @DipDey-uo7fz
    @DipDey-uo7fz 10 місяців тому +4

    যখন হতাশা, ব্যর্থতা,শুন্যতা জীবনে মাত্রাতিরিক্ত হয়ে যায়।
    তখন এই গানটির আসল মর্ম বোঝা যায়।
    হাসির মতো এই মুখোশটার পেছনে যে কি কষ্ট রয়েছে তা এই গানটাই আমাদের বুঝিয়ে দেয়।
    স্মৃতি রেখে গেলাম।
    জীবন সুন্দর,,,, তাই বাইরের সৌন্দর্যকে গ্রাহ্য করার আগে জীবনের সৌন্দর্যটাকে মেনে নিলে জীবন হয়ে ওঠে সুন্দর।

  • @ferdousff4479
    @ferdousff4479 2 роки тому +262

    সারাদিন হাসিমুখে থাকার পরেও কত জন যে এই গানের সাথে চোখের পানি ঝরিয়েছে তার ঠিক নাই।😊🥀
    2022

  • @sahmmad
    @sahmmad 3 роки тому +42

    জীবন তো রুপকথার মতো বদলায় না, তাই আজ চেনা দুনিয়া থেকে অনেক দূরে। বেঁচে থাকা লাগে তাই বেঁচে আছি। হয়তো একটু হলেও গোছানো জীবন পেতাম। কিন্তু চলছি জীবন আর মৃত্যুর মাঝে।
    I'm unforgiven too... "DEAD LIFE"

  • @rabbichowdhury4342
    @rabbichowdhury4342 10 місяців тому +33

    যখনই শুনি শরীর কাঁটা দিয়ে ওঠে,অনেক অনুভূতির বহি প্রকাশ 🙂

  • @easinarafat6913
    @easinarafat6913 Рік тому +21

    -তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান আর শোনা হতো না, প্রিয়। স্মৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ Like দিলে Notification পেয়ে আমি আবারো শুনতে আসবো প্রিয় গানটা।

  • @kayessheikh8223
    @kayessheikh8223 4 роки тому +51

    চরম ব্যথায় যখন বন্ধু বান্ধব,,ঘুরাঘুরি কিছু ভাল লাগে না,,,
    তখন এইটা গানটাই আমার এক মাত্র সাথি,,😍😘

  • @rakib5_0_03
    @rakib5_0_03 Рік тому +46

    কতটা যন্ত্রণা নিয়ে ঘুরি -ফিরি তা একমাত্র সৃষ্টিকতাই জানেন!😊🌸

  • @Tonmoy_7
    @Tonmoy_7 11 місяців тому +8

    রুচিশীল মানুষদের কাছে এই গান কখনো পুরোনো হবে না 🖤✨

  • @samratmondal9524
    @samratmondal9524 13 днів тому +1

    '"কেউ বোঝেনি আমায়'" লাইনটি অনবদ্য❤💔💔💔

  • @hasanalok5276
    @hasanalok5276 2 роки тому +16

    ব্যর্থতা,ফ্যামিলি, মধ্যবিত্ত,প্রিয়জন হারানো/ছেড়ে যাওয়া/বদলে যাওয়া
    এই প্রবলেমগুলো যারা face করেছে তাদের জন্য এই সুন্দর masterpiece টা 💕🙂💔🥀

  • @niamulhassan7255
    @niamulhassan7255 3 місяці тому +2

    আজ থেকে প্রায় ৫ বছর আগে
    পরিবার , আর্থিক, মানসিক সমস্যায় চরম ডিপ্রেশনের সংগি সাথী ছিল মাদক ও এই গান।
    এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ও সুখে আছি।
    রেখে গেলাম স্মৃতি 😭😭😔😞

  • @haniammaria2310
    @haniammaria2310 9 місяців тому +19

    "আমি মিথ্যে বলেছি ,কত মিথ্যে বলেছি নিজেকে ........
    এক রূপকথার মতো, বদলে যাবে জীবন শেষেএএএএএএএ এ এ এ এএএএএ এএএএএএ........."
    এই লাইন টা যতবারই শুনি শরীর কাটা দিয়ে ওঠে!!!!

    • @maheranam318
      @maheranam318 9 місяців тому

      Favorite lines from this song!

  • @nahidhasan9586
    @nahidhasan9586 2 роки тому +28

    ভাই এটা গান না, এটা একটা জীবনচিত্র।
    আমি চোখ বন্ধ করে অনুভব করতে পারতেছি🖤

  • @badshaahmed9755
    @badshaahmed9755 Рік тому +52

    - মানুষ যদি প্রচুর একাকীত্বে ভোগে তখন হয়তো এই গান গুলো তার কাছে খুব প্রিয় হয়ে উঠে! ❤️‍🩹

  • @ShaonClick
    @ShaonClick 4 місяці тому +3

    অসংখ্য বার শুনেছি এই গান। গান টা শুনলে নিজেকে নিয়ে ভাবি।
    আমি আজো জানি না, কিসেরি পিছু..
    আমি মিথ্যে বলেছি কতো মিথ্যে বলেছি নিজেকে...!!
    নেশার মায়া কত যে বড় বোঝা..!! কত যে বোঝা..!😢

  • @md.adnanjulfikar2032
    @md.adnanjulfikar2032 4 місяці тому +2

    এখন রাত ১১ টা বেজে ২০। বেঁচে থাকলে গানটি শুনে যেতে চাই। এমনকি আজ থেকে ৩০ বছর ভবিষ্যতেও। যাতে করে সেই সময়ে মনে করিয়ে দেয় জীবনের এখনকার পরিস্থিতি।

  • @shiamsheikh2643
    @shiamsheikh2643 Рік тому +21

    পুরুষের এক চোখে তার প্রিয়তমা🌷 আরেক চোখে পরিবার...😊😊 তার তৃতীয় কোন চোখ নেই নিজেকে দেখিবার...💔🌷

  • @monowar_sajib
    @monowar_sajib Рік тому +34

    এসব গানের প্রকৃত অর্থ বোঝার কিংবা অনুভব করার ক্ষমতা সবার নাই। যাদের বোঝার ও অনুভব করার ক্ষমতা আছে শুধু তারাই জানে এসব গান প্রকৃত অর্থে কতটা সুন্দর! 🧡

  • @khanakashmd9839
    @khanakashmd9839 9 місяців тому +8

    প্রেমে পড়লে মানুষ গান শুনতে শিখে☺️ আর বিচ্ছেদের পর মানুষ গান বুঝতে শিখে😌🥀🖤

  • @CryptoBengal
    @CryptoBengal Рік тому +17

    These lines express the deep emotions and struggles of an individual's inner world. The speaker is disillusioned, feeling a lack of courage and hope in their dreams. Their prayers have gone unanswered, leaving them feeling defeated.
    They have lost everything that was once dear to them and find themselves immersed in emptiness and darkness. They long for someone to truly understand their pain and see beyond their outward facade. The speaker questions the authenticity of their own existence, unsure of who they truly are.
    Despite their yearning to return to a familiar place, they remain stuck in a state of uncertainty. They embark on a search for meaning and purpose, yet the answers elude them. Their sorrows persist, neither bidding farewell nor revealing their depths.
    The speaker acknowledges their own tendency to deceive themselves and others, unsure of what is real and what is fabricated. They feel like a broken arrow, lost in a desolate landscape. The intoxicating allure of illusions and false perceptions remains incomprehensible to those around them.
    In the midst of their inner turmoil, the speaker yearns for understanding and connection. They long for their struggles to be acknowledged, yet the burden of comprehension weighs heavily. The illusion of intoxication, symbolizing temporary escapism, holds both mystery and aching familiarity.
    Ultimately, the speaker reflects on the transient nature of life and the uncertainty of their own journey. They confess their vulnerability and the internal battles they face. The longing for truth and genuine comprehension remains unanswered, leaving them suspended in a state of longing and introspection.

  • @shakibmahamud5940
    @shakibmahamud5940 2 роки тому +6

    এখন রাত ১;৫২, ঘুম না আসায় নিজেকে নিয়ে ভাবছি, কেন জানি জীবন থেকে সব রংগিন সময় হারিয়ে যাচ্ছে, এতো এতো পূর্ণতার ভিরে, কিছু অপূর্ণতা রাতের ঘুম কেরে নেওয়ার জন্য যতেষ্ঠ! পৃথিবীতে সব কিছুই চেঞ্জ হয়, আমারদের মন, অনুভুতি , কান্না, খুসির কারন, সব চেঞ্জ হয়,তবে স্মৃতি কখনো চেঞ্জ হয় না। ফেলে আসা দিন গুলোর স্মৃতি আকরে ধরে, জীবন এর তাগিতে, সব ছেরে ফ্যামিলির পাসে দারাতে হয়।
    আর এটাই বাস্তবতা ✌️

  • @sazzadul_hasan_naeem.
    @sazzadul_hasan_naeem. 2 роки тому +900

    প্রিয় গানগুলো 🖤
    ১. আমার দেহখান (odd signature)
    ২. ১৭ পৃষ্ঠা (ashes)
    ৩. ঘোরগাড়ি (Highway)
    ৪. অনুভূতি (Charpok)
    5. উৎসর্গ ( Tasnif)
    ৬. পূর্ণজন্ম (চন্দ্রপিঠ)
    ৭. নেশার বুঝা (popeye)
    ৮. একা বেচে থাকতে ( sobchup episode 4)🥰
    ৯. স্রোতস্বিনী (Encore)
    ১০. নিকষ কালো (paper rhyme)
    ১১. খোলা জানালা (swat)
    ১২. অবস্থান (either)

    • @robayet9102
      @robayet9102 2 роки тому +6

      ghum

    • @dailysports9593
      @dailysports9593 2 роки тому +6

      আমার দেহখান (majhaharul mikat)
      স্রোতস্বিনী(majhaharul mikat)

    • @mahedihasan4126
      @mahedihasan4126 2 роки тому +4

      সব এই ভালো লাগে।

    • @aditto4648
      @aditto4648 2 роки тому

      Same🤍🖤

    • @neyostartv710
      @neyostartv710 2 роки тому +12

      Oniket prantor--Artcell

  • @TasinRohman-sn6gx
    @TasinRohman-sn6gx 8 місяців тому +6

    যখনই শুনি শরীর কাঁটা দিয়ে ওঠে,অনেক অনুভূতির বহি প্রকাশ

  • @MrOsThiRYT
    @MrOsThiRYT 3 роки тому +79

    যার কোনো বন্ধু নাই সারাদিন একেলা কাটাই তারাই এই গানের মর্মটা বুঝে।💔

  • @nyloncreate
    @nyloncreate 2 роки тому +455

    Rest in peace to all the young people we've lost because of depression, you will be forever missed. ❤️

  • @hasibulhasanshanto8714
    @hasibulhasanshanto8714 11 місяців тому +4

    - সঙ্গ যদি স্বস্তি না দেয়!🙂
    - তাহলে সঙ্গীহীন থাকা'ই ভালো!🖤🌸

  • @sanjidaakter-ut3jj
    @sanjidaakter-ut3jj 10 місяців тому +2

    Ei gan ta 1st ami ACS er grand celebration er ekta video te dekhechilam.😊,,tokhon thekei jkn porte porte klanti cole ashe,tokhon ee ei gan ta shuni + nijer sopno take vabi then porte boshi,, Inspiration for me to study❤

  • @FactCheck_23
    @FactCheck_23 2 роки тому +20

    এই সহ ২ বার কান্না করছি, গানটা শুনে। জীবনের অনেক কিছু মিলে গেছে। পড়ালেখা করার ইচ্ছা থাকা সত্বেও অভাবের কারণে বিদেশ যেতে হচ্ছে। আলহামদুলিল্লাহ

    • @shuvobd21
      @shuvobd21 Рік тому

      ei dese poralekhar dam naire vai........
      bides a giye nije nije settel hoye jan...porasuna dorkar nai...manus hisebe valo holei hobe...

  • @mehedihasanemon6587
    @mehedihasanemon6587 Рік тому +21

    প্রাক্তন মানে কি জানেন ;- অপ্রকাশিত হাজার অনুভূতি ;-না বলা হাজার অভিযোগ ;-বুকের মধ্যে জমে থাকা ভয়ঙ্কর রকমের হাহাকার কষ্ট :-প্রাক্তন মানেই মধ্যরাতে নিশ্চুপে কাদতে কাদতে ইয়ার ফোনে সেড সং ছেড়ে ওই মানুষটার ছবিতে হাত বুলিয়ে ফোনটা বুকে ঝাপটে ধরে ঘুমানোর বৃথা প্রচেষ্টা - 🙂🌻

  • @miskatulmustakimsafollya7763
    @miskatulmustakimsafollya7763 Рік тому +12

    ঈদের দিনে যদি এইগান শুনে নিজেকে হালকা করতে হয় রে ভাই 😢
    জীবনে বেঁচে থাকার কোন মানেই মনেহয় আর নাই 😅

  • @sarahkhan333
    @sarahkhan333 Рік тому +68

    The deep meanings of this song heated that person's heart who suffers a lot daily! 🩶 Really salute the Popeye Family 🩶

  • @mdrakib1173
    @mdrakib1173 3 роки тому +415

    তারপর একদিন মায়া কেটে যায়, একজন মরে যায় ভেতরে ভেতরে, অপরজন অন্যের কাছে গিয়ে ভালো থাকতে শিখে যায় এটাই কঠিন বাস্তবতা!🖤

  • @saha-ra
    @saha-ra Рік тому +226

    জীবনের একটা পর্যায় এসে গানটা জীবনের সাথে মিলবেই🙂 যেমন আজকে আমি নিজে সার্চ করে শুনতেছি গানটা💛

    • @oashimvivek3567
      @oashimvivek3567 Рік тому +1

      আজ আমি ও গানটা খুঁজে বের করে শুনছি

    • @Rez32239
      @Rez32239 Рік тому +5

      আজ আমি নিজেও ইউটিউবে সার্চ করে গানটি শুনতে বাধ্য হইছি!
      এত মানসিক অশান্তি, দুঃখ-কষ্ট, পারিবারিক সমস্যা!
      আর নিতে পারতেছি না!💔

    • @riyad810
      @riyad810 Рік тому +1

      🙂🌸

    • @saha-ra
      @saha-ra Рік тому +1

      @@Rez32239 আপনি সুখী হন কামনা করি।সেই ৩ মাস আগের কমেন্ট আর আজকে সেই ৩ মাস পরে আমি দিব্যি সুখী আছি আলহামদুলিল্লাহ❤

    • @MdBelal.143
      @MdBelal.143 Рік тому

      বার বার 😅

  • @maishamaliha8259
    @maishamaliha8259 Рік тому +5

    মা হারা সন্তান হয়তো বুঝবে কি কষ্ট পেতে হয় সবার অজান্তেই 😊

  • @ahsanulhaque2978
    @ahsanulhaque2978 Рік тому +4

    পারিবারিক অশান্তি, ব্যার্থতা, নিঃসঙ্গতা ও একাকীত্বে ছেয়ে যাওয়া ছন্নছাড়া মানুষ গুলোর জন্য এ যেন এক প্রশান্তির সঙ্গিত!
    মধ্যরাতে এক টুকরো স্বস্তি 😮‍💨💔

  • @raihan1376
    @raihan1376 2 роки тому +67

    বুকে কষ্টের পাহাড় জমা রেখে যারা এই গানটা শুনতেছে তারাই গানটার আসল ফিল পাইতেছে।।চিরকাল অমর তাকবে এই গান যুগের পর যুগ।

  • @UmmyeKhadija-dv1wb
    @UmmyeKhadija-dv1wb Рік тому +56

    এই গান মানেই অনেক অনুভূতি🙂
    কত না পাওয়া,কত হতাশা এই গানের মধ্যে লুকিয়ে আছে🖤

  • @Fahimkhanwtc5980
    @Fahimkhanwtc5980 Рік тому +4

    প্রিয় গানগুলো🖤
    ১.আমার দেহখান (odd signature)
    ২. ১৭ পৃষ্ঠা (ashes)
    ৩. ঘোরগাড়ি ( Highway)
    ৪. অনুভূতি (charpok)
    ৫. উৎসর্গ (Tasnif)
    ৬. পূর্ণজন্ম (চন্দ্রপিঠ)
    ৭. নেশার বুঝা (popeye)
    ৮. একা বেচে থাকতে ( sobchup episode 4)🥰
    ৯.স্রোতস্বিনী (Encore)
    ১০.নিকষ কালো (paper rhyme)
    ১১.খোলা জানালা (swat)
    ১২.অবস্থান (either)

  • @Soptoshipakhi-sm3so
    @Soptoshipakhi-sm3so 3 місяці тому +2

    আসলেই নেশার মায়া অনেক বড় বোঝা। এক আকাশ পরিমাণ আমার দুঃখে ও এই গান ছিল আমি চাই সুখে ও যেনো আমার কাছে থাকে 🖤🖤🖤🖤

  • @Mahadihasan-nf5qj
    @Mahadihasan-nf5qj Рік тому +17

    গানটা আগেও অনেকবার শুনেছি। কিন্তু আজকের শোনাটা মনে হচ্ছে, এ এক ডিপ্রেশনে এ থাকা মানুষের অন্তকথা। আশা করি বর্তমান সময়টা খুবই তারাতারি কেটে যাবে, ইনশাআল্লাহ ❤️

  • @kazirimon6021
    @kazirimon6021 2 роки тому +188

    ভাবতেই অবাক লাগে,,,
    একটা গানের প্রতিটা লাইন কীভাবে জীবনের সাথে মিলে যায় 🙂

  • @md.atikurrahman33
    @md.atikurrahman33 8 місяців тому +6

    "বেলাশেষে তুমিও কাঁদবে,, 🥺
    অন্য কারো অবহেলায়,, 🙂

  • @ArifulIslam-mu1oe
    @ArifulIslam-mu1oe 5 місяців тому +3

    নিশ্চয় তুমি এই গানটা শুনবে, আমি জানি। কারন তোমার অনেক প্রিয় এই গানটি। জানি না আমার এই কথা তুমি শুনবে কিনা। তবে একটায় প্রশ্ন আমার, কেনো আমার সাথে এমন করলে- প্রিয়তমেষু...!

  • @obydulislam3652
    @obydulislam3652 2 роки тому +12

    স্কুল লাইফে বন্ধু দের গালি দিতাম এমন গান শুনলে। তখন গান গুলোর গুরুত্ব বুঝিনি। সত্যিই হৃদয় ছুয়ে যায়৷ রক্তের সাথে যেন মিশে যায় 💜

  • @Mhanifrabbani
    @Mhanifrabbani 4 роки тому +25

    আমি মিথ্যে বলেছি কতো মিথ্যে বলেছি নিজেকে
    এক রুপকথার মতো বদলে যাবে এই জীবন শেষে ❤❤❤

  • @fardinrahmanrabbi7724
    @fardinrahmanrabbi7724 8 місяців тому +8

    আত্মহত্যা মহাপাপ তাই এই শহরের জীবন্ত লাশ হয়ে ঘুরছি😊

  • @user-ip5vv5vv5e
    @user-ip5vv5vv5e 8 місяців тому +2

    Ak kothai ganta joss😊

  • @tasnimahmed4038
    @tasnimahmed4038 Рік тому +24

    এসব গান বোঝার মতো ক্ষমতা সবার নাই। যাদের বোঝার ক্ষমতা আছে শুধু তারাই জানে এই গানগুলা কতটা সুন্দর! ❤❤

  • @tanjidallesrak6500
    @tanjidallesrak6500 3 роки тому +23

    মধ্যবিত্তরা প্রতিটি লাইন অনুভব করে🙂

  • @abirmahamud7579
    @abirmahamud7579 4 місяці тому

    জীবনের রঙ্গমঞ্চে এক অসহায় পথিকের মতো দ্বারে দ্বারে ঠোকর খাওয়ার পরই বোঝা যায় পৃথিবীটা কতই না নিষ্ঠুর....
    দিন শেষে রাত্রের নির্ঘুম প্রহরে একান্তই নিরিবিলিতে এই গানগুলা হয়ে ওঠে একান্তই আপনার ❤️❤️

  • @alomgirchowdhury4420
    @alomgirchowdhury4420 7 місяців тому +1

    আমার মতো মধ্যবিত্ত পরিবারের জন্য সুন্দর একটা গান 😅❤
    ভালোবাসা দাদা এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্য

  • @assassingaming3409
    @assassingaming3409 2 роки тому +34

    এই গানগুলো হাজার বছরেও পুরনো হবেনা ❤️ প্রায় প্রতিদিনই গানটা শোনা হয় ❤️

  • @ashimsutradhar8055
    @ashimsutradhar8055 Рік тому +5

    অস্থায়ী মানুষ তার চিরস্থায়ী স্মৃতি 😅🖤🌸

  • @MoinKhan-pm6od
    @MoinKhan-pm6od 4 місяці тому +2

    প্রতি রাতে এই গান শুনি..।

  • @Mohiuddin-et9lc
    @Mohiuddin-et9lc 4 роки тому +42

    ফেরা হল না ঘরে
    নাহি ফিরল ঘর দিকে আমার❤

  • @saikatbarua2715
    @saikatbarua2715 2 роки тому +24

    আমার মা-কে হারিয়েছি সেই ২০০৬ সালে। যখনই মা-কে মনে পড়ে তখনই এ গানটা শুনি আর কান্না করি। গানের লাইনগুলো কলিজায় লাগে 🙂

  • @tanveerevanrobin1250
    @tanveerevanrobin1250 11 місяців тому +16

    This song never gets old. No matter how much I listen, I never get bored.This will stay in my heart forever..❤