dhaye jeno mor | rabindrasangeet | sourendro-soumyojit

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • in this present situation of communal, political, social intolerance all around-rabindranath tagore emerges with his torch of enlightenment, that lead us to the path of peace and harmony. paishe baisakh , being the birthday of the poet-we take this opportunity to produce a prayer that the poet composed a century ago. but we play his music in the backdrop of a harmonious coming together of different people, who has their faith in different religion. the video ends with Tagore merging with the sun. this is our humble tribute of revisiting Tagore -our way. hope you like it.
    credits
    vocals - soumyojit das
    church organ - sourendro mullick
    choir- saikat biswas, baidehi sengupta and tamalika Chakraborty, Sneha Chakraborty
    recorded at studio vibrations (kolkata)
    recordist gautam basu
    mixed and mastered : sanjoy ghosh
    studio ressonance (kolkata)
    video shot by shubhadeep bag, doyal das and mintu
    edited by : doyal das and kaushik
    production manager subhas das
    Click to Subscribe :- bit.ly/Sourendr...
    Facebook :- / sourendrosoumyojit
    Twitter :- / soumyosourendro
    #rabindranathtagore #rabindrajayanti #sourendrosoumyojit #২৫ শে বৈশাখ

КОМЕНТАРІ • 483

  • @deepankarchakraborty236
    @deepankarchakraborty236 2 роки тому +19

    ধায় যেন মোর সকল ভালোবাসা
    প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে।
    যায় যেন মোর সকল গভীর আশা
    প্রভু, তোমার কানে, তোমার কানে, তোমার কানে।
    চিত্ত মম যখন যেথায় থাকে,
    সাড়া যেন দেয় সে তোমার ডাকে,
    যত বাধা সব টুটে যায় যেন
    প্রভু, তোমার টানে, তোমার টানে, তোমার টানে।
    বাহিরের এই ভিক্ষাভরা থালি
    এবার যেন নি:শেষে হয় খালি,
    অন্তর মোর গোপনে যায় ভরে
    প্রভু, তোমার দানে, তোমার দানে, তোমার দানে।
    হে বন্ধু মোর, হে অন্তরতর,
    এ জীবনে যা-কিছু সুন্দর
    সকলি আজ বেজে উঠুক সুরে
    প্রভু, তোমার গানে, তোমার গানে, তোমার গানে।

  • @sonalisantra9001
    @sonalisantra9001 4 місяці тому +4

    অপূর্ব, এইভাবে গানের মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের বাণীকে মানুষের মধ্যে প্রচার করার প্রচেষ্টাকে আমি অন্তর থেকে সাধুবাদ জানাই। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। 🙏

  • @SamiulIslamPoluck
    @SamiulIslamPoluck 5 років тому +62

    There are so many Tagores in each one of us. One may differ from the other yet we love to celebrate each others Tagore, at times we fight too- i am facinated to disvover him through your eyes, i once again consider myself very lucky to speak the language, this man wrote in. Happy birthday to my Tagore, and to yours too.

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому +1

      Samiul Islam Poluck thank you for writing- let’s celebrate the Tagore in you 😊 please share it

  • @JibontoAnimation
    @JibontoAnimation 5 років тому +37

    বহুদিন থেকেই সৌম্যজিত দাদা'র গানের ভক্ত ছিলাম । আজ সৌরেন্দ্র দাদা ও সৌম্যজিত দাদা'র এই চ্যানেল টা খুঁজে পেয়ে মুগ্ধ হোলাম । প্রত্যেকটি গান এবার দিনের বেশ কিছুটা সময় দখল করে নেবে । খুব ভালো থেকো দাদারা।(সুজীব)

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому +5

      Jibonto Animation thank you for joining us. Stay tuned to our channel for many more of such videos to come

    • @moumitamaiti3956
      @moumitamaiti3956 3 роки тому

      Gggg

  • @nabamitasanyalbanerjee8807
    @nabamitasanyalbanerjee8807 5 років тому +7

    আপনাদের এই প্রচেষ্টা সত্যিই আমার মন ছুঁয়ে গেছে। অপূর্ব। গায়ে কাঁটা দিয়েছে বারবার শুনতে শুনতে। 'ঈশ্বর' বলে যে এক ও অদ্বিতীয় শক্তির অস্তিত্ব রয়েছে , তাঁর আশীর্বাদধন্য আপনারা। আরও এমন কাজ উপহার দিতে থাকুন।

    • @thebengalfiles6161
      @thebengalfiles6161 2 роки тому

      ঈশ্বর তো " এক ও অদ্বিতীয় ", কিন্তু " আল্লা আর গড সেই ধারণাকে পৃথক করেছে 😌😌😌

  • @himadrisekharchakraborty260
    @himadrisekharchakraborty260 4 роки тому +4

    তোমাদের গান যে কি ভালো লাগে দাদা বলার ভাষা নেই। এভাবেই গান শুনিয়ে যেও। তবু মনে রেখো প্রথম শুনেছিলাম। চোখে জল এসে গেছিল💖
    ভালো থেকো। এভাবেই গান উপহার দিও ঠাকুরের গান🥰

  • @minagomes5460
    @minagomes5460 2 місяці тому

    একদিকে রবীনদ৴সঙগীত, আজান সুর, অন্য দিকে চাচে৴র সংগীত সুর সব কিছু মিলে এক অনব্যদ গান টা মিলে মিশে পৃথিবী এক হয়ে গেছে।

  • @SumanDas-zj7nl
    @SumanDas-zj7nl Рік тому +2

    সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই!!🙏🌹💞

  • @mriduladas9259
    @mriduladas9259 2 роки тому +1

    ঈশ্বর যদি ধরা দেন মাটির কাছে, মানবের কাছে, তবে অনুভবে আর সুরে আপনারাই তার বাঙ্ময় রূপ....

  • @আয়নামহল
    @আয়নামহল 5 років тому +2

    অবশেষে অপেক্ষার অবসান হল...রবীন্দ্রজয়েন্তীর শ্রেষ্ঠ উপহার গুরুদেবকে...অভূতপূর্ব...🌹🌹

  • @pallavibera451
    @pallavibera451 5 років тому +2

    রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের আগেই তোমাদের অসাধারণ সৃষ্টিশীল নিবেদনে ভালোবাসা ধেয়ে গেল সত্যই💓❤👍

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому

      Pallavi Bera thank you for writing- let’s celebrate the Tagore in you 😊 please share it

  • @BarnaliRoyChoudhury
    @BarnaliRoyChoudhury 2 роки тому +1

    গানটি যতবার শুনি ততবার যেন নিজেকে সঁপে দিই সেই করুনাময় ঈশ্বর রের চরণে। এমন ভাবে উপস্থাপন করার জন্য শুভবার্তা আপনাদেরকে। 🙏

  • @bilkisislam8014
    @bilkisislam8014 5 років тому +6

    সুন্দরকে যেন শুনলাম, সৌম্যজিৎ-সৌরেন্দ্র তোমাদের থেকেই এমন আশা করি শুধু...
    শুভেচ্ছাসহ বিলকিস চাচী !

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому

      Bilkis Islam thank you so much 😊 keep your good wishes

  • @arundhatidaschandra2877
    @arundhatidaschandra2877 4 роки тому +2

    মনটা ভরে গেল। একেশ্বরবাদের তত্ত্বের সাথে বিভিন্ন ধর্মের আবহের সমন্বয়ে এক অপূর্ব কম্পোজিশন। আরো অনেক ভালো ভালো গান শোনার জন্য অপেক্ষায় রইলাম। অনেক শুভেচ্ছা।

  • @amalaghosh.4063
    @amalaghosh.4063 2 роки тому

    সৌমজিৎ ও সৌরেন্দ্র র ভীষণ ভক্ত আমি
    প্রায় প্রতিটি গান শুনি। রোজ সকালে তোমাদের গানেই আমার সকাল টা কাটে।
    মন ভরিয়ে দিলে।

  • @siddharthabrahmachari7535
    @siddharthabrahmachari7535 2 роки тому

    গভীর তাৎপর্যপূর্ণ এই ব্রহ্মসঙ্গীত টি শুনলেই মন প্রাণ যেন ভরে যায় এক অপ্রার্থিব স্বর্গীয় আনন্দে। সঙ্গীত টি চলাকালীন অপ্রাসঙ্গিক চিত্র সমূহ শ্রোতার মনকে অযথা বিরক্ত করে।

  • @debashreenandy2696
    @debashreenandy2696 4 роки тому

    Joto mon din Rabindranath , Nazrul suni ba pori na janite chai..toto besi kore awe,love respect bere jai ...
    So soulful ,so perfect , so soothing, so peaceful,so full of understanding ❤️

  • @aninditasengupta705
    @aninditasengupta705 5 років тому +2

    Aha ki j boli.. Kaan ta aram hoye gelo .. Mon chuye gelo...sadhu sadhu

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому +1

      Anindita Sengupta thank you for writing- let’s celebrate the Tagore in you 😊 please share it

  • @shahnazbithi2484
    @shahnazbithi2484 5 років тому +8

    অসম্ভব রকমের ভালো লাগা। কী অসাম্প্রদায়িক সংগীত আয়োজন।

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому +1

      Shahnaz Bithi thank you for writing- let’s celebrate the Tagore in you 😊

  • @jesminsultana6770
    @jesminsultana6770 5 років тому +8

    অসাধারণ কম্পোজ, প্রান জুড়িয়ে গেলো

  • @ipsitaroy5425
    @ipsitaroy5425 Рік тому

    Mon chhue galo.

  • @addyfilmsmusic7543
    @addyfilmsmusic7543 5 років тому +1

    কিছু কিছু মুখ মায়ের মতোই মধুর,
    হয়তো দূরেই থাকে, তবু পরশটুকু দিয়ে যায় প্রাণের তারে।

  • @kobi_nagar
    @kobi_nagar 5 років тому +7

    আহা অসাধারণ অনুভূতি...👌👌👌
    এ কি সুগন্ধ...🙏🙏🙏

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому +1

      KobiNagar thank you for writing- let’s celebrate the Tagore in you 😊 please share it

  • @stockbrokerfellow
    @stockbrokerfellow 5 років тому +1

    asadharon sob comment porlaam.. songe gaan ti shunchhi.. chokhe jol.. sei balyo kaal theke songeet er songe jukto achhi.. chhatro hisebe. bhokto hisebe.. sadhok hisebe,. premik hisebe.. utthan patoner modhye diye benche achhi songe achhen.. buker modhye mathar modhye rokter modhye rabi thakur.. amar praner thakur.. amar moner thakur.. amar pratham pranam.. amar shesh ashroy... ! mathar upor achhen tini.. tai ami bhagyoban.. shilpi der anek dhonyobad.

  • @maitreyeechattopadhyay5712
    @maitreyeechattopadhyay5712 4 роки тому

    গানটির উপস্থাপনায় মুগ্ধ হলাম। অন্তর বা অন্তরের ফারাক টা গানের মাধুর্য্যকে ছাপিয়ে যেতে পারে নি বলেই মনে হয়েছে। রবি ঠাকুরের এমনই মহিমা।

  • @ritachowdhury57
    @ritachowdhury57 5 років тому +1

    এই গান টা সন্ধ্যা থেকে অনেক বার শুনেছি । কি অপূর্ব মন ছুঁয়ে গেলো।
    তোমাদের গানে খুব তৃপ্তি পাই ভাই।
    কি মিষ্টি কন্ঠস্বর আর কি দরদ দিয়ে গেয়েছো আর চোখে ‌জল এসে গেলো ভাই। তোমারা দুজন কে বলছি খুব ভালো থেকো।🌷🌷🌷🌷

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому +1

      Rita Chowdhury thank you for writing- be with our music. Keep your good wishes on us.

  • @mamataghosh8997
    @mamataghosh8997 5 років тому +1

    Aha Aha manoshik santi holo
    Ki oshombhob sundor gayon bhongi.

  • @shanto1295
    @shanto1295 5 років тому +1

    অসাধারণ কম্পোজিশন। গান যে ধর্মের গন্ডির উর্ধ্বে - এটা তার ভালো একটা উদাহরণ। অসংখ্য ধন্যবাদ।

  • @poushalibhattacharjee1247
    @poushalibhattacharjee1247 2 роки тому +2

    My babbaa recommended to listen to this song... Absolute magicians 🥺

  • @nirmalyaneogi8174
    @nirmalyaneogi8174 2 роки тому

    apnader kache Ohe doyamoy gaan ti sonar iccha roilo

  • @sarmilaroy8986
    @sarmilaroy8986 3 роки тому

    কি অসাধারণ গানের গলা। আমি ছোট থেকে রবীন্দ্রনাথের গানের ভক্ত। আমি এনাদের গান সেভাবে শুনতাম না। এখন আমার প্রতি দিনের সঙ্গীত। রবীন্দ্রনাথের গান কে বিকৄতী না করে কি সুন্দর গাইছেন। অসাধারণ অসাধারণ ।

  • @mandirabanerjee8661
    @mandirabanerjee8661 2 роки тому

    আপনার অন্তরের অনুভূতি ফুটে উঠে আপনার কণ্ঠে। অজাগতিক এমন কন্ঠ নিত্যদিনের সঙ্গী আমার। আমার মতো শ্রোতাদের গুরুদেবের প্রতি প্রেম আপনার গানের মাধ্যমে পৌঁছে যায় ।।
    অনেক অনেক প্রনাম🙏

  • @madhujamukherjee1524
    @madhujamukherjee1524 2 роки тому +1

    Aha Gaye kata dilo.

  • @pampabandyopadhyay3275
    @pampabandyopadhyay3275 5 років тому +1

    রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের আগে গানটা শুনে বড় ভালো লাগলো। ধন্যবাদ।

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому

      thank you for writing- let’s celebrate the Tagore in you 😊 please share it

  • @alapanbhowmick9358
    @alapanbhowmick9358 5 років тому +53

    ধায় যেন মোর সকল ভালোবাসা
    প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে ।
    যায় যেন মোর সকল গভীর আশা
    প্রভু, তোমার কানে, তোমার কানে, তোমার কানে ।।
    চিত্ত মম যখন যেথা থাকে
    সাড়া যেন দেয় সে তব ডাকে,
    যত বাঁধন সব টুটে গো যেন
    প্রভু, তোমার টানে, তোমার টানে, তোমার টানে ।।
    বাহিরের এই ভিক্ষা-ভরা থালি
    এবার যেন নিঃশেষে হয় খালি,
    অন্তর মোর গোপনে যায় ভরে
    প্রভু, তোমার দানে, তোমার দানে, তোমার দানে ।
    হে বন্ধু মোর, হে অন্তরতর,
    এ জীবনে যা-কিছু সুন্দর
    সকলই আজ বেজে উঠুক সুরে
    প্রভু, তোমার গানে, তোমার গানে, তোমার গানে ।।

  • @gouriroy2579
    @gouriroy2579 3 роки тому

    Ki gailen mon bhore gelo. Bar bar sunchi.ak alada anubhuti.god bless you

  • @VlogDance_Culture_Travel007
    @VlogDance_Culture_Travel007 5 років тому +1

    Ei 25se boisakher ato sundor srodhha...Ami khub khushi

  • @maitreyeemitra2590
    @maitreyeemitra2590 2 роки тому

    Best singer.!! Amar motey.

  • @aliatauhid9488
    @aliatauhid9488 4 роки тому +1

    এত দরদী কন্ঠ । মন ছুঁয়ে গেল ।

  • @SubhabrataNandi
    @SubhabrataNandi 5 років тому +1

    মনেহয় না এর থেকে সুন্দর প্রভুর কাছে অর্ঘ নিবেদন আরকিছু হতে পারে । কবিগুরুর জন্মদিনের প্রাক্কালে অসাধারণ প্রচেষ্টা। আপনাদের গায়কী প্রানভরে উপভোগ করলাম।

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому

      Subhabrata Nandi thank you for writing- let’s celebrate the Tagore in you 😊 please share it

  • @debarshisinha
    @debarshisinha 4 роки тому

    অনেক অনেক ভালোবাসা এভাবে গান টা কে ভাবানোর জন্য ।ছোটবেলা যখন এই গান টা শিখেছিলাম তখন শুধু নোটেশন মেনেছি, ভাবিনি এভাবে। বারবার শুনি বারবার আলাদা ভালো লাগে। অনেক ধন্যবাদ

  • @kaziratna
    @kaziratna 5 років тому +11

    অসাধারন ধীরতা কন্ঠে ও এক্সপ্রেশনে। আর পেছনের ছুটে চলা মানুষগুলোর মাঝে এত অসম্ভব স্থিরতা চোখ ও কানকে আরাম দিয়েছে। সব চাইতে ভালো লেগেছে, হোলা ক্লিক অন দা বেল আইকন লাইনটি নেই। গানের রেশটি রয়ে গেছে প্রাণে। আর গল্পের মেসেজটা ভালো হয়েছে। প্রভু একজনই.... শুভকামনা..

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому +1

      kazi ratna thank you for writing- let’s celebrate the Tagore in you 😊 please share it

  • @amritabandyopadhyay6831
    @amritabandyopadhyay6831 5 років тому +1

    Ashombhob soft singing
    Mon bhore galo

  • @APARNA7295
    @APARNA7295 5 років тому +1

    অসাধারণ কাজ। এটাই রবিকবির প্রতি শ্রেষ্ঠ অঞ্জলি । প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে তোমরা আরও আরও আরও গাও গান। শুভেচ্ছা সহ তন্ময় ।

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому

      ts thank you for writing- let’s celebrate the Tagore in you 😊 please share it

  • @samratdatta6187
    @samratdatta6187 Місяць тому

    Sheer brilliance 🙌🏽🙌🏽🙌🏽

  • @triparnabhattacharya5913
    @triparnabhattacharya5913 5 років тому +1

    mon pran hridoy jurie galo............

  • @minagomes5460
    @minagomes5460 2 місяці тому

    ভিডিও খুব সুন্দর উপস্থাপনা করেছেন।

  • @debamitamandal8335
    @debamitamandal8335 2 роки тому

    Apurbo...mon shanto haye gelo 🙏 apnara eirakam Ananda dilen 🙏

  • @ayanavadutta9973
    @ayanavadutta9973 Рік тому

    অনবদ্য, অসামান্য 👌
    "নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে।
    যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে।
    ওরে মন, হবেই হবে ॥"
    এই গানটা Soumyajit দার কন্ঠে শুনতে ভীষণ ইচ্ছে করছে। এই অনুরোধটা রাখলে খুব খুশি হব।

  • @sumantramukherjee2064
    @sumantramukherjee2064 4 роки тому

    আহা মন ছুঁয়ে গেলো

  • @suparnabhowmick5769
    @suparnabhowmick5769 Рік тому +2

    A very beautiful blend of Amazing grace with the song. 🙏

  • @titaschatterjee7823
    @titaschatterjee7823 5 років тому +2

    Jemon sundor Music Arrangements to tototai sundor Gan.Asadharan laglo Sir🙏🙏🙏

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому +1

      Titas Chatterjee thank you for writing- let’s celebrate the Tagore in you 😊

  • @tpasiroy6907
    @tpasiroy6907 10 місяців тому

    অসাধারন 🙏🙏🙏🙏🙏🙏

  • @Alo-mw8ld
    @Alo-mw8ld 3 роки тому

    অসাধারণ একটি গান আবারো শুনলাম আপনার কন্ঠে । প্রত্যেকটি গান ই অসাধারণ , তবে এই গান টি অন্তরে এমন ভাবেই পৌঁছাল , সারা শরীর এ কাঁটা দিয়ে উঠলো...

  • @soumitamondal6763
    @soumitamondal6763 5 років тому +1

    Tomader theke eso he eso he prane prano sokha gaan ta khub sunte iccha kore😯😯😯

  • @aninditaray3995
    @aninditaray3995 5 років тому +5

    What a wonderful way to pay homage to Kobiguru on his birth anniversary! Loved this soulful rendition.

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому

      Anindita Ray thank you for writing- let’s celebrate the Tagore in you 😊

  • @itichatterjee983
    @itichatterjee983 2 роки тому

    🙏🙏🙏🙏Khub bhalor laglo. Mon Pran ujar kore gyechen..Amar khub priyo gaan.. Aro eai rokom sundor gaan shonar Apakhai thaklam.......

  • @rajatchakraborty6381
    @rajatchakraborty6381 2 роки тому +5

    The concept of unity is clear in the presentation: The voice is itself spiritual and blended with nectars of tagore:

    • @ahmedtajbir
      @ahmedtajbir 2 роки тому

      rather we can say it diversity.''বৈচিত্রের মধ্যে ঐক্য

  • @jishnusar8032
    @jishnusar8032 2 роки тому

    আরো এক মুগ্ধ করা পরিবেশন, যেমনটা আপনাদের থেকে পেয়ে থাকি। 'অন্তর মোর গোপনে যায় ভরে' এই অংশে অন্তর শব্দটি অন্তরে হয়ে কানে বাজলো।

  • @himadrimahato436
    @himadrimahato436 5 років тому +1

    আজ আমাদের প্রাণের ঠাকুরের জন্মদিন 💐 আর সাথে তোমাদের গান অসাধারণ এই গরমে ১ গ্লাস ঠাণ্ডা সরবতের মত অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা 👌👌👌👌

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому +1

      Himadri Mahato thank you for writing- let’s celebrate the Tagore in you 😊 please share it

  • @alapanbhowmick9358
    @alapanbhowmick9358 5 років тому +3

    অসামান্য! অপূর্ব! অসাধারণ!
    জানি, শব্দের ত্রুটিটুকু কানে লাগছে.. তবে যেভাবে আপনারা present করলেন, তাতে মুগ্ধ হয়েছি.. আহত নয়..
    I remember the lines of the song, 'ক্ষমা কর মোরে তাত..' from 'কালমৃগয়া'.... ''না জেনে হয়েছি দোষী, মার্জনা নাহি কি মোর!''...
    Outstanding creation! Soumyojit da, have always been a big fan of your voice! And, Sourendro da, your fingers literally dance on every keyboard, you play, and deliver magic always!

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому +1

      Neel Strings thank you for writing this, this is so inspiring- stay tuned to our channel. For many more of such videos. We need audience like you 😊

  • @simantabhattacharjee1005
    @simantabhattacharjee1005 3 роки тому

    অসাধারন, এই গান টা আমার খুবই প্রিয়, অসাধারন উপস্থাপনা, সত্যি ভগবান প্রদত্ত না হলে,এটা সম্ভব নয়। এত ভালো কন্ঠ , মুগ্ধ করেছে।

  • @anweshachatterjee2752
    @anweshachatterjee2752 5 років тому

    এই বার্তার জয় হোক । সাম্য আসুক , শান্তি আসুক

  • @anweshakundu875
    @anweshakundu875 5 років тому +1

    চারপাশের সবকিছু শান্ত হয়ে গেল ❤️

  • @sudhasildasgupta5045
    @sudhasildasgupta5045 5 років тому +4

    Beautiful silky voice of Soumyojit. Sourendro on the organ sounds very nice. I liked the setting of the road..says a lot about the need to slow down in our busy lives and reflect upon ourselves, our thoughts our actions.

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому +1

      Sudhasil Das Gupta how beautifully written. We are shortly coming up with some bright songs - stay tuned

  • @1989tuban
    @1989tuban 5 років тому +1

    Mon bhalo hoe gelo

  • @sahelibhattacharya1714
    @sahelibhattacharya1714 5 років тому +8

    প্রানের আরাম , আত্মার শান্তি, মনের আনন্দ। ভীষণ ভালো লাগলো স্যর।

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому

      Saheli Bhattacharya thank you for writing- let’s celebrate the Tagore in you 😊

  • @shrabanigan5305
    @shrabanigan5305 3 роки тому

    সাধু সাধু।

  • @shelikarmakar7895
    @shelikarmakar7895 5 років тому +1

    Osadharon,Mon chuye galo

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому

      Sheli Karmakar thank you for writing- let’s celebrate the Tagore in you 😊 please share it

  • @sudeshnachatterjee645
    @sudeshnachatterjee645 2 роки тому +1

    Incredible amalgamation. Prayer of the highest order. Deep respect to you.

  • @betterkontent715
    @betterkontent715 4 роки тому

    Besh Bhalo laglo. Shubhechcha roilo.

  • @debyenduroy8162
    @debyenduroy8162 5 років тому +1

    Osadharon sotti mon vorea galo...

  • @sudeeptomunshi1987
    @sudeeptomunshi1987 3 роки тому

    Apnar gaan shuney shokal shuru hoy Amar..aaj bikal eo shunchi

  • @hitangshuu
    @hitangshuu 5 років тому +1

    Sara diner klanti....r opekhha jeno sabta dhuye muchhe gelo....its really working....thank you sir(both of you...and your team)...

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому

      Hitangshu Das thank you for writing- let’s celebrate the Tagore in you 😊 please share it

    • @hitangshuu
      @hitangshuu 5 років тому

      @@SourendroSoumyojit already shared in my friends and family circle

  • @sumitadatta65
    @sumitadatta65 2 роки тому

    Amio bohu bochor dhore Gan sikhchi sir....Ei gan gulo geye je ki vison anondo r shanti hoi nijer mone se bojhano khub i sokto kaj...Kintu tmr golai sunei shanti holo r nijeke gaite hlona

  • @adrijadebnath972
    @adrijadebnath972 5 років тому +2

    ♥️♥️♥️
    Eto sundor kore bhabar jonyo onek onek congratulations and thank you.

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому +1

      Adrija Debnath thank you for writing- let’s celebrate the Tagore in you 😊 please share it

    • @adrijadebnath972
      @adrijadebnath972 5 років тому

      @@SourendroSoumyojit Tomader shomosto gaan amar bhishon pochhonder. Music arrangement porjonto mukhosto.
      In fact, I was one of the students of Srabani Sen who sang the chorus of Jaya Hey. I was also a part of the choir in the first World Music Day programme.
      Tomader dewa Gitanjali ta sojotne rakha achhe💝

  • @sunilkrishnasur5059
    @sunilkrishnasur5059 3 роки тому

    Simply 🙏 pronam
    Mon ta onnorakam hoye galo

  • @arundhatiray1224
    @arundhatiray1224 Рік тому

    Apurbo singing n piano ofcourse
    Thank you

  • @sanchitachatterjee7585
    @sanchitachatterjee7585 5 років тому +1

    Khub khub sundor. ..
    Khub bhalo laglo. ..

  • @sudipakhan2750
    @sudipakhan2750 3 роки тому

    অপূর্ব। মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর উপস্থাপনা।

  • @santamahato307
    @santamahato307 4 роки тому

    Asadharn(gane)

  • @mayurikamukherjee8316
    @mayurikamukherjee8316 Рік тому

    মা শেষ কিছু দিন হল, হসপিটাল এ ভর্তি। বছর দু-এক আগে একটা লড়াই শুরু হয়েছিল, সেই লড়াই আজ আরও আরও কঠিন হয়ে গেছে। একটা সময় ছিল, যখন এই সময়টা কানে ভেসে আসত মা-এর সন্ধ্যে দেওয়া। শাঁখের আওয়াজ, সিরিয়াল এর ব্যাকগ্রাউন্ড স্কোর, আর চা এর ছাঁকনি আর সসপ্যান এর ঠোকাঠুকি। আর আজ, ফাঁকা বাড়ি, মৃত একটা সন্ধ্যে। আপনাদের কন্ঠ, সর্বোপরি রবীন্দ্রনাথ আজ যে বড় আশ্রয় দিল। আচ্ছা মা এখন হসপিটাল এর বেডে শুয়েও কি আশ্রয় খুঁজছে? 🙂

  • @soumyasarkar869
    @soumyasarkar869 4 роки тому

    যত শুনছি তত অবাক হয়ে যাচ্ছি
    বাক্য হারিয়ে ফেলেছি ।

  • @sangitaroy906
    @sangitaroy906 2 роки тому

    Khub sundor

  • @farjanajahan9895
    @farjanajahan9895 5 років тому +3

    অসাধারণ👍। শুধু শুনতেই ইচ্ছে করছে 💕

  • @payelchatterjee6022
    @payelchatterjee6022 Рік тому

    খুব ভালো লাগল❤❤❤

  • @ashmitaghosegini4731
    @ashmitaghosegini4731 5 років тому +3

    সুমধুর ❤❤❤❤❤

  • @srabonichatterjee5685
    @srabonichatterjee5685 5 років тому +2

    best ever rendition..... 👌👌👌👌

  • @chandanapaul6755
    @chandanapaul6755 4 роки тому

    apurbo

  • @sreemoyeeguha3435
    @sreemoyeeguha3435 Рік тому

    অপূর্ব

  • @arupghosh1265
    @arupghosh1265 Рік тому

    Beautiful. So profound.

  • @madhuridasgupta4866
    @madhuridasgupta4866 5 років тому +2

    অসাধারণ মেলবন্ধন🙏🙏🙏

    • @SourendroSoumyojit
      @SourendroSoumyojit  5 років тому +1

      Madhuri Dasgupta thank you for writing- let’s celebrate the Tagore in you 😊 please share it

  • @neelchatterjee774
    @neelchatterjee774 4 роки тому +1

    diff religions blended so perfectly in one song unity in diversity just awesome

  • @SKumar-rh4dj
    @SKumar-rh4dj 5 років тому

    Asadharon

  • @swapankumarchakrabarty9559
    @swapankumarchakrabarty9559 Місяць тому

    অপূর্ব্

  • @muzahidulhaq6047
    @muzahidulhaq6047 2 роки тому +1

    You are well trained, brilliant and versatile. Not merely that you possess the true spirit of music -- universalism!

  • @sagrik
    @sagrik 2 роки тому +2

    If one song can give you the sensation of being stuck in a limbo...and you didn't remember when you started crying and felt wet on the side of the face while lying with left face down...then this is the one...🫂

  • @TrishitaChakraborty
    @TrishitaChakraborty 3 роки тому

    অসাধারণ... যতবার শুনি ততবারই এক আশ্চর্য আনন্দানুভূতি জাগে। 🙏

  • @itichatterjee983
    @itichatterjee983 2 роки тому

    Apurbo!! Mon pran bhore galo.....Asha kori eai rokom Hridhoi ujar kore gaangeye amader mon bhoriye debe .....Anek anek Shuvhechha......🙏🙏

  • @sampabanerjee1329
    @sampabanerjee1329 3 роки тому

    অপূর্ব অসাধারণ। প্রান জুড়িয়ে গেল