""যদি কখনো এই লেখাটা চোখের সামনে আসে, তাহলে কষ্ট করে পড়ে নিও..তোমাকে পাওয়ার জন্য আমি কথই না পাগলামি করেছিলাম, এমনকি আমাকে ছেড়ে যেওনা বলে প্রতিদিন কান্না করতাম,, কিন্তু তুমি তোমার পরিবারের বাধ্য কন্যা, পরিবারকে আমার জন্য ছাড়তে পারবে না.. তাই আমাকে ছেড়ে গিয়ে বুঝিয়ে দিলে ভালোবাসা পবিত্র হলেও পাওয়ার যোগ্যতা সবার থাকেনা...তাই শুধু তোমাকে বলবো বলে বলা হয় নি.. ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা না কতোটা অসহ্যকর তা তুমি কখনো বোঝবেনা..😥 কারণ তোমার এখন নতুন ভুবন পরিপূর্ণ ভালোবাসায়,, তার অভাব তোমাকে স্পর্শ করতে পারবেনা..এই কমেন্ট টা যে বা যারা পড়বে তাদেরকে বলছি- ভালোবাসলে মন থেকে বাসো.! সে তুমি ছেলে হও বা মেয়ে.!! পরিবারের চাপে পড়ে ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়ে তুমি সুখে থাকবে ঠিকই, কিন্তু যাকে ছেড়ে চলে যাবে সে কখনোই ভালো থাকবে না, মোটেও না.!😥 ভালোবাসার নাম নিয়ে খেলা করো না সাজিয়ে রাখতে পারলে বাসো, আর নয়তো কারো জীবনে স্পর্শ করার প্রয়োজন নেই 😭😭😭
ম্যাচিউরিটির অযুহাত দেখিয়ে এভাবে ৭ টা বছর জীবন থেকে মুছে দেওয়ার জন্য ধন্যবাদ!💔🙂 ভালো থেকো নিজের আপজনদের সাথে!😊 " ও আমায় ভালোবাসেনি ; অসীম এই ভালোবাসা ও বুজেনি "💔
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হত না "Dear" ২ স্মৃতি রেখে গেলাম.. যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো " Dear
"আমি সমস্তই দেখিলাম, সমস্ত বুঝিলাম। যে গোপনেই আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই জানিতে পারিল না। নিঃশ্বাস ফেলিয়া পালকিতে উঠিয়া বসিলাম, দেখিলাম, বড় প্রেম শুধু কাছেই টানে না-ইহা দূরেও ঠেলিয়া ফেলে।" - শ্রীকান্ত
ও আমায় ভালবাসেনি ,অসিমে ভালবাসা ও বুঝেনি🖤 এই লাইনে আলাদাই একটা অর্থ আছে। শুনলেই তার কথা মনে পরে যায় চোখ দুটো অশ্রু পুর্ন হয়ে পরে। এই কমেন্ট বক্সে লিখে যেতে চাই , 💝
এই গানটা তাদেরকে উৎসর্গ করা যারা দীর্ঘদিন তিলে তিলে সম্পর্ক তৈরি করার পরও ছেড়ে চলে যায়।যারা নিজের সার্থের জন্য, নিজে ভালো থাকার জন্য অসম্ভব ভালোবাসতে থাকা মানুষকে জীবিত লাশে পরিনত করে চলে।অসহায়ের মতো অনুরোধ করার পরও সেই ভালোবাসাকে বুঝতে চাই না তাদেরকে। হয়ত প্রিয় মানুষের শূন্য স্থান পূরণের জন্য এই গান গুলোর জন্ম। তাকে পাওয়ার খুব ইচ্ছে ছিল 😅
এই গানটার মর্মটা কেবল সেই বুঝে,যাকে কেউ লক্ষবার ভালোবাসি ভালোবাসি বলেও ভালোবাসেনি। আগে গানটা তেমন একটা ভালো লাগতো না।আমার প্রাক্তনের এই গানটা প্রিয় ছিলো।তার চলে যাওয়ার পরে এই গানের মর্ম উপলব্ধি করতে পেরেছি।সে আমার প্রেমে পরেছিল ঠিকই কিন্তু "ও আমায় ভালোবাসেনি"
এই গানটা তো, যারা কষ্ট দিয়ে ছেড়ে চলে গেছে তাদের প্রতি উৎসর্গঃ করে।কিন্তু যারা পরিস্থিতির চাপে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, তাদের জন্য কোনো কি গান নাই!!যেটা প্রিয়জনের জন্য উৎসর্গ করা যায়!💔
১০ মাসের সম্পর্ক, তিলে তিলে গড়ে উঠা সম্পর্কে যখন বিশ্বাস, ভালোবাসা, সম্নান,ভরসা কিছুই থাকে না, অপর পাড়ের মানুষটার টান অন্য দিকে থাকে, যেই সম্পর্ক টিকে রাখার জন্য লড়াই করতে হয়, মানুষটা অন্যের জন্য পরিবর্তন হয়,আর যাই হোক সেই সম্পর্ক রাখার চেয়ে না রাখাই ভালো 🙂 আমার কোনো কষ্ট বা আক্ষেপ নেই কারণ আমি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবোচ্চ চেষ্টা করেছি 🖤🌸 এগুলো মনের ব্যাপার, একজন মন থেকে চাইলে অন্যজন কেও মন থেকে চাইতে হয় তবেই মিলে যায়🙂
হাজার হাজার ডিপ্রেশন যখন একসাথে মুক্তি চায়😓😪😪😓😓😓 নিজেকে সামলে রাখা সত্যি অসম্ভব হয়ে পড়ে যখন তোমার অভিনয় এর কাছে নিজেকে অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কিছুই যে করার ছিল না আমার
তাঁর মতো করে আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। অন্যকারো হাত স্পর্শ করে স্বর্গীয় সুখ অনুভব করতে পারবো না। তাঁর একটা ফোন কল বা মেসেজ যেভাবে আমার বুকের ধুকপুকানি বাড়িয়ে দিতো সেটা আর কারো বেলায় হবে না। তাঁরে দেখলে যেভাবে আনমনা হয়ে যেতাম, হারিয়ে যেতাম, দেখে যাওয়ার ক্ষুধা আরো বেড়ে যেতো, সেটা অন্যকারো ক্ষেত্রে কখনোই অনুভব করতে পারবো না আমি। সে আমার এমন একজন ; এমন দামী একজন যেটা ভাষায় প্রকাশ করে কখনোই আমি বুঝাতে পারবো না কাউকে। 😢 সে আমাকে বলে ছিল তোমাকে ছেড়ে যাবোনা অথচ সেই মানুষটা, .আজকে সম্পর্ক টাকেই অস্বীকার করে.! 😭প্রতিদিনই চেষ্টা করি তাকে ছাড়া বাঁচার🙂
2007সাল থেকে আজও শুনি যদিও গান শুনার আর সময় হয়ে উঠে না যখন ই শুনতে ইচ্ছে করে তখনই আর্টসেল কেই শুনি যেমন আজ গভীর রাতে হঠাৎ গান শুনতে ইচ্ছে হলো আর্টসেল কেই শুনছি ❤
মনে হাজারো বেদনা আছে 🥲 এই সব গানের কমেন্ট গুলা পরলে কিছু বলার মত ভাষা থাকেন না। যারা যাদের প্রিয় মানুষ টাকে হারিয়েছেন সবার প্রতি একটা ভালোবাসা আছে আমার। সবাই মিলে এই গান টা শুনে সেই মানুষ টাকে আবারো মনে করি ম😢
তোমাকে না হারালে হয়তো এই গান শুনা হতো না। এর জন্য ধন্যবাদ জানাই তোমাকে আবার ধন্যবাদ জানাই তাদের কে যারা আমাদের কথা চিন্তা করে আমাদের এতো সুন্দর গান উপহার দিয়েছে।যতো দিন এ কমেন্ট থাকবে কেউ একটা করে লাইক দিবে আর আমার কাছে নোটিফিকেশন আসবে আবার তোমার কথা ভেবে এ গানটা শুনবো আর তোমাকে ভালোবাসবো দূর থেকে 🌸😇
এই গান যতবার শুনবে ততবার হাতে লুম উঠে যায়😥 এই গানের সাথে আমার ঐ সে মানুষ তার কথা মনে পড়ে যায় অথচ অনেক বছর হয়ে গেছে😥😅 তবুও এই গান কানে ভাসলে চোখের পানি ধরে রাখতে পারিনা এখনো 😥
৩ বছর এর প্রেম অতপর নিজের জীবন উৎসর্গ করে হাসপাতালের বিছানা থেকে ফিরে এসে বাবা মা এর পা ধরে তাকে নিজের করে পাওয়ার জন্য বায়না ধরেছিলাম। ২ টি বছর পর পূর্নতা আমাদের হবে বলে আশ্বস্ত করেছিল ২ পরিবার। তারপর আর কি ছলনা করে চলে গেলো অন্য এক পুরুষের হাত ধরে। পূর্ণতা শুনতে গিয়ে দেখি সে আমার জীবন টা দুঃখ বিলাস বানিয়ে গা ভাসিয়ে ছে পর পুরুষের ছায়াতলে ❤️🩹😅
যদি পুর্নজন্ম বলে কিছু থেকে থাকতো তবে আমি তোমায় অভিশাপ দিলাম তুমি আমি হয়ে জন্মাও তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া তোমার ভালোবাসার জন্য দিশেহারা মানুষটা হয়ে জন্মাও যে জন্মে তুমিও হাড়ে হাড়ে টের পাও আপন মানুষের কাছে আপন হতে না পারা কতটা যন্ত্রণার তুমিও টের পাও কয়েকশো কথার উত্তরে ছোট ছোট ম্যাসেজগুলো দেখতে কেমন বিশ্রী লাগে সেজন্য তুমি বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে অবহেলা স্বাদ কেমন ছোটখাটো দুঃখগুলো কেমন ভয়ঙ্কর মনে হয় বিশ্বাস করি না বলতে বলতেও অন্ধের মত বিশ্বাস এর সিদ্ধান্ত নিয়েছিলাম কারো শান্তনা রুকুতে যে কারো বিরক্তি হতে কেমন লাগে তুমি অনুভব করো! 💔
আজ থেকে অনেক বছর আগে যখন বয়স কম ছিলো,তখন গানটা শুনে ভালো লাগতো,কিন্তু তখন জানতাম নাহ,একদিন এই গান শুনতে শুনতে নিকোটিন ধোঁয়ার সাথে চোখের জল ও পরবে কোনো এক মায়াবি অপূর্ণতার জন্য🥀
২০০৬ এ আমাদের রিলেশন শুরু হয় এবং ২০১৮ তে আমাদের পারিবারিক ভাবে বিয়ে হয়। শত হাজার বাদা বিপর্যয় আসলে ও সে আমাকে ছেড়ে যায়নি। বর্তমান আমাদের একটা ছেলে সন্তান আছে।আমরা অনেক সুখে আছি। সাবাই আমাদের জন্য দুয়া করবে।
তার প্রতি আমি আসক্ত হয়ে যাবো বলে সে চলে গেলো 😊... যাইহোক আল্লাহ যা করেন ভালোর জন্যে ই করেন। তবে একটা কথা বলতে চাই ও আমায় ভালোবাসে নি... অসীম এ ভালোবাসা বুঝেনি...😊
যখন প্রেমে পড়েছিলাম তখন এই গানটা অনেক বার শুনেছি , কিন্তু কথা গুলো বুঝতে পারিনি । কিন্তু এখন সে চলে যাওয়ার পর গানের লিরিক্স গুলা অক্ষরে অক্ষরে বুজতেছি ।😊❤🩹ও আমায় ভালবাসেনি ,আমার ভালবাসা ও বুঝেনি 🖤যদিও সে ক্ষমার অযোগ্য , তবু তাকে আমি এখনো অসম্ভব ভালবাসি ......!!!😅💔🥀
এত ভিড়েও আজও আমি একা মনে শুধুই যে শূন্যতা এত ভিড়েও আজও আমি একা মনে শুধুই যে শূন্যতা আঁধারে যত ছড়াই আলো সবই আঁধারে মিলায় ও যে কোথায় হারালো ব্যথা কাকে যে শুধাই 😢😢😢😢
প্রিয় তানহা কেন আমাকে ছেড়ে অন্য পুরুষকে বিয়ে করলে , তাহলে এই চার বছর কেন আমার জীবন এর সাথে ছিলে , আজ এক মাস তুমি অন্য কারও বউ , ঠিক ছয় বছর পর তোমার সাথে দেখা হবে সফলতা নিয়ে তারপর আসব তোমার সামনে ইতি তোমার মিহাদ 😊💔
তোমায় পেয়ে গেলে হয়তো এই গানটি আর শোনা হতো না প্রিয়..!😇 স্মৃতি রেখে গেলাম..!😢 যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ "লাইক" দিলে "নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসবো গানটা..!🙂
জীবন এ শুধু একটা চাওয়া এত করে চাইলাম থাকে। তারপর ও সেই আমার হলো না। অনেক কষ্ট করে রিলেশন টা ঠিকিয়ে রেখেছিলাম। কিন্তুু এক সময় গিয়ে রাগ কষ্টল করতে না পারে। থাকে উল্টা পাল্টা বলে পেলি তারপর এক প্রযায়ে রিলেশন শেষ করে দিয়েছি।😢😢😢 ১৮.৭.২০২৩
যদি সে ভালোবাসত তাহলে হয়ত তাহলে কখন ও এই গান শোনা হত না.. ধন্যবাদ তোমাকে না ভালোবাসার জন্য তোমার জন্য এত সুন্দর একটি গান শুনতে পারছি চিৎকারে করে বলতে পারছি ও আমায় ভালোবাসে নি🖤🌸
Ei gantar jonno akhono beche achi Tumake onk onk dhonnobad tumi chole na gele hoyto ei gan ta suna hoto na Abr o dhonnobad tumake একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে 😊
সে আমাকে বলেছিলো, তুমি কি আমাকে ভালোবাসো, কখনো ছেড়ে যাইবা না তো?আমি তাকে বলেছিলাম,মানুষ বদলায়, আর তুমি ও সময়ের সাথে ঠিক নিজেকে বদলায় পেলবা,,সে আমাকে বলেছিলো,হাতের ৫ আংগুল যেমন এক হয়না তেমনি আমিও সবার মতো এক না,, আর তখনি আমি তাকে বিশ্বাস করলাম আর ভালো বাসলাম। আর যেই না আমি তার ভালোবাসায় অভ্যস্ত হলাম,,তখনি সে আমায় ছেড়ে চলে যায়,😊🙃 ( ও আমায় ভালো বাসে নি )
আহারে! তোমাকে তো আমার প্রত্যেকদিন মনে পরে! জানো, তোমাকে মনে পড়লেই আমি এই গান শুনে নিজের দুঃখ ঘোচানোর চেষ্টা করি! ভালোবাসি এখনো, মিস করি অসম্ভব রকম! কিন্তু তারপরও চাই না যে আর ব্যাক করো ! আমি দূর থেকে কল্পনাতেই তোমাকে মনে রাখতে চাই!
প্রায় একবছর তোমার সাথে সম্পর্ক ছিলো .আজ একবছর হলো তোমার সাথে বিচ্ছেদ আমার . আমি মনে করতাম তুমি আমার মতো কষ্ট পাচ্ছো. তা ছিল আমার ভূল ধারনা তুমি অন্য কাউকে নিয়ে আছো আসলেই >ও আমায় ভালোবাসেনি< Love you ☘️ARTCELL✌️ 05/08/2022
সে নিজের স্বার্থের জন্য আমার ৫ বছরের ভালোবাসা ভুলে গেছে .. চোখের সামনে অন্যের হাত ধরে নিয়েছে.. আমাকে ঠকিয়ে... সে যদি আমাকে ভালবাসতো,, তাহলে এমনটা করতে পারত না 😔😔😔।।।। আসলে সে আমায় ভালোবাসেনি 😭.....
ও আমায় আসলে ভালোবাসে নি ভালোবাসলে আমার থেকে দূরে চলে যেতো না ৪ টা বছর এক সাথে ছিলাম ৪ টা বছর সে আমাকে যদি বুঝতে পারতো তাহলে সে আমাকে ১ টি দিন কেনো বুঝলো না আমার ভালোবাসা তো মিথ্যা ছিলো না সে ছলে যাবে বলে দিলে হতো বাহানা বানিয়ে নাটক এর দরকার ছিলো না সে চলে গিয়েছে আজকে তাই আজকের তারিখ টা আমি এই ভালোবাসার গানটার মধ্যে লিখে রাখলাম ০১/০১/২৯ তারিখ😓💔
তাঁকে পাই নাই এইটা আমার ভাগ্যে ছিলো না কিন্তু একটা কথা আমি বড় অসহায় অন পথে একটি নাটকীয় দেখি মহাকালের মঞ্চে ও আমায় ভালোবাসেনি অসীমে ভালোবাসা ও বুঝেনি 😅❤
""যদি কখনো এই লেখাটা চোখের সামনে আসে, তাহলে কষ্ট করে পড়ে নিও..তোমাকে পাওয়ার জন্য আমি কথই না পাগলামি করেছিলাম, এমনকি আমাকে ছেড়ে যেওনা বলে প্রতিদিন কান্না করতাম,, কিন্তু তুমি তোমার পরিবারের বাধ্য কন্যা, পরিবারকে আমার জন্য ছাড়তে পারবে না.. তাই আমাকে ছেড়ে গিয়ে বুঝিয়ে দিলে ভালোবাসা পবিত্র হলেও পাওয়ার যোগ্যতা সবার থাকেনা...তাই শুধু তোমাকে বলবো বলে বলা হয় নি.. ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা না কতোটা অসহ্যকর তা তুমি কখনো বোঝবেনা..😥
কারণ তোমার এখন নতুন ভুবন পরিপূর্ণ ভালোবাসায়,, তার অভাব তোমাকে স্পর্শ করতে পারবেনা..এই কমেন্ট টা যে বা যারা পড়বে তাদেরকে বলছি- ভালোবাসলে মন থেকে বাসো.!
সে তুমি ছেলে হও বা মেয়ে.!!
পরিবারের চাপে পড়ে ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়ে তুমি সুখে থাকবে ঠিকই, কিন্তু যাকে ছেড়ে চলে যাবে সে কখনোই ভালো থাকবে না, মোটেও না.!😥
ভালোবাসার নাম নিয়ে খেলা করো না সাজিয়ে রাখতে পারলে বাসো, আর নয়তো কারো জীবনে স্পর্শ করার প্রয়োজন নেই 😭😭😭
Vai 🥹😓😅
same kahini 🙂💔 o amy valobaseni
Same😅আমাকে ধ্বংস করে দিয়ে গেছে😭😭💔
😅
এই গানের মর্ম সম্পূর্ণ বোঝার জন্য হলেও সব মানুষের ১ জন প্রাক্তন থাকা প্রয়োজন।
>দুঃখ বিলাশ
Na taklao boja jai
First shight love
Hea thik bolsen💔😅
না ভাইয়া ✨
Thik bhai
লিংকন দাদু ছ্যাঁকা না খাইলে আজ এই গান আমরা তার কাছ থেকে পেতাম না । ধন্যবাদ সেই মহান নারী কে।
ম্যাচিউরিটির অযুহাত দেখিয়ে এভাবে ৭ টা বছর জীবন থেকে মুছে দেওয়ার জন্য ধন্যবাদ!💔🙂
ভালো থেকো নিজের আপজনদের সাথে!😊
" ও আমায় ভালোবাসেনি ;
অসীম এই ভালোবাসা ও বুজেনি "💔
তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হত না "Dear" ২ স্মৃতি রেখে গেলাম.. যুগ যুগ ধরে মানুষ যখন এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো " Dear
Vi sara line
Brother 😢❤
💔😢
Right vaiya
😅😅
কোন একটা আর্টসেলের কনসার্টে গিয়ে যদি গলা ফাটিয়ে চিৎকার করে গাইতে না পারো, "ও আমায় ভালোবাসেনি, অসীম এ ভালোবাসা ও বুঝেনি" তাহলে তোমার জীবনটাই বৃথা!
😌🤍
geye ci bai onek man obiman akase baseye diyeci 🙂🥀
Ei stage ei consert ei gaisi bro
বড় গাদা।
😂😂
২০২৪ এ এসেও কে কে এই গান্টা সুনছেন?!
যখন প্রেমে পড়েছিলাম,তখন শুধু গানটা শুনতাম..
এখন সে চলে যাওয়ার পর গানের লিরিক্স গুলা অক্ষরে অক্ষরে বুজতেছি❤️🩹
কলিজায় লাগে,, হারিয়ে ফেলেছি জন্য এতো সুন্দর গান শুনতে পারতেচি আমিও হারিয়ে জাবো,, এই কমেন্ট টা রেখে গেলাম ২০২৪
2024 এ যারা শুনবেন তাদের জন্য শুভ কামনা আমি শুনেছি ২০২৯
"আমি যখন ক্লাস সেভেন এ পড়ি তখন আমার ফ্রেন্ড এই গানটা শুনিয়েছিল" এই লাইনটা কেউ লক্ষ করেছেন?
He is vocalist of Apekhik 😊
হ্যা!!❤️💪
Hmm
Yes
Hmm Abeg
"আমি সমস্তই দেখিলাম, সমস্ত বুঝিলাম। যে গোপনেই আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই জানিতে পারিল না।
নিঃশ্বাস ফেলিয়া পালকিতে উঠিয়া বসিলাম, দেখিলাম, বড় প্রেম শুধু কাছেই টানে না-ইহা দূরেও ঠেলিয়া ফেলে।"
- শ্রীকান্ত
ও আমায় ভালবাসেনি ,অসিমে ভালবাসা ও বুঝেনি🖤
এই লাইনে আলাদাই একটা অর্থ আছে।
শুনলেই তার কথা মনে পরে যায় চোখ দুটো অশ্রু পুর্ন হয়ে পরে।
এই কমেন্ট বক্সে লিখে যেতে চাই ,
💝
Se vlo thak❤😅
এই গানটা তাদেরকে উৎসর্গ করা যারা দীর্ঘদিন তিলে তিলে সম্পর্ক তৈরি করার পরও ছেড়ে চলে যায়।যারা নিজের সার্থের জন্য, নিজে ভালো থাকার জন্য অসম্ভব ভালোবাসতে থাকা মানুষকে জীবিত লাশে পরিনত করে চলে।অসহায়ের মতো অনুরোধ করার পরও সেই ভালোবাসাকে বুঝতে চাই না তাদেরকে। হয়ত প্রিয় মানুষের শূন্য স্থান পূরণের জন্য এই গান গুলোর জন্ম।
তাকে পাওয়ার খুব ইচ্ছে ছিল 😅
এই গানটার মর্মটা কেবল সেই বুঝে,যাকে কেউ লক্ষবার ভালোবাসি ভালোবাসি বলেও ভালোবাসেনি।
আগে গানটা তেমন একটা ভালো লাগতো না।আমার প্রাক্তনের এই গানটা প্রিয় ছিলো।তার চলে যাওয়ার পরে এই গানের মর্ম উপলব্ধি করতে পেরেছি।সে আমার প্রেমে পরেছিল ঠিকই কিন্তু "ও আমায় ভালোবাসেনি"
ধন্যবাদ, সেই মহীয়সী নারীকে, যে লিংকন ভাইয়ের অমীম ভালোবাসা বুঝেনি
বুঝলে হয়তো আমাদের এত সুন্দর গান শোনা হতো না।
😅💝
এই গানটা তো, যারা কষ্ট দিয়ে ছেড়ে চলে গেছে তাদের প্রতি উৎসর্গঃ করে।কিন্তু যারা পরিস্থিতির চাপে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, তাদের জন্য কোনো কি গান নাই!!যেটা প্রিয়জনের জন্য উৎসর্গ করা যায়!💔
হুম,, হওয়া দরকার 🙃
right bro.
পরিস্থিতি বলতে কিছু নাই জারা ভালোবাসে তারা সতো বাধার মাজে ও পাশে থাকতে জানে সেটাই ভালোবাসা
@@AKONVLOG Thik
Eka beche thakte shekho priyo
boka premik
হাজারো ভাঙ্গা হৃদয়ের চিৎকার।🙂💔
Love forever.
ও আমায় ভালোবাসেনি 🥲🥲🥲
Riya amr vlobaseni💔😅🙂
৪ বছরের সম্পর্কে থাকার পর জানতে পারি ও অন্য কাউকে ভালোবাসে। সত্যিই,
ও অামায় ভালোবাসেনি, অসীম এ ভালোবাসা ও বুঝেনি।💔
একটা লাইভ কন্সার্ট এ গেলে বোঝা জায় কত কত শত শত ছেলের রিদয় ভাংগা আর্তনাদের চিৎকার স্যালুট জানাই তাদের জারা এই ক্ষত নিয়ে আজো বেচে আছে।।।🥹
না নেই প্রেম না হয় নি কোনো বিচ্ছেদ ।তাও এই গানগুলো ভালো লাগে আমাদের 🙃 স্বভাবগতভাবেই আমরা আবেগপ্রবণ 🖤
Amio 😊
সে চলে যাওয়ার পর দ্বিতীয় বারের মতো শুধু আর্টসেল কেই ভালোবেসেছি 💔🌸
কনসার্ট এ উপস্থিত থাকা মানে হাজারো মানুষের আর্তনাদ এ সাক্ষী থাকা। সবগুলা কস্ট যেন গান গেয়ে বের করে দেয়া
ekdom sotti kotha bro.
১০ মাসের সম্পর্ক, তিলে তিলে গড়ে উঠা সম্পর্কে যখন বিশ্বাস, ভালোবাসা, সম্নান,ভরসা কিছুই থাকে না, অপর পাড়ের মানুষটার টান অন্য দিকে থাকে, যেই সম্পর্ক টিকে রাখার জন্য লড়াই করতে হয়, মানুষটা অন্যের জন্য পরিবর্তন হয়,আর যাই হোক সেই সম্পর্ক রাখার চেয়ে না রাখাই ভালো 🙂
আমার কোনো কষ্ট বা আক্ষেপ নেই কারণ আমি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবোচ্চ চেষ্টা করেছি 🖤🌸
এগুলো মনের ব্যাপার, একজন মন থেকে চাইলে অন্যজন কেও মন থেকে চাইতে হয় তবেই মিলে যায়🙂
Amr mone hoy biccheder anondo duniyar shob anondo k har manay. Jar kokhono bicched hoyni tar jibon orthohin
valobasa beche thakuk.
Ke apni
Yes brother akjon chailai hoye ja na opor pramter manush takau chaite hoi
আমি যে জিনিস টা খুব বেশী করে চেয়েছি সেই জিনিসটাই হারিয়ে ফেলেছি 😅💔
Class 6 e thakte ei song ta suni ❤aj ekhono porjonto suni ❤
হাজার হাজার ডিপ্রেশন যখন একসাথে মুক্তি চায়😓😪😪😓😓😓 নিজেকে সামলে রাখা সত্যি অসম্ভব হয়ে পড়ে যখন তোমার অভিনয় এর কাছে নিজেকে অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কিছুই যে করার ছিল না আমার
এখানে আমারও চিৎকার ছিলো!🙂🌸
অজান্তে আমার চোখ দিয়ে পানি চলে আসছে।🥹
কেনো পূর্ণতা পায় না এ ভালবাসার গল্পঃ😮💨
যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্মকে উজ্জীবিত করবে দুঃখবিলাস 🥰
ভালবাসি ভাই😍
তাঁর মতো করে আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। অন্যকারো হাত স্পর্শ করে স্বর্গীয় সুখ অনুভব করতে পারবো না।
তাঁর একটা ফোন কল বা মেসেজ যেভাবে আমার বুকের ধুকপুকানি বাড়িয়ে দিতো সেটা আর কারো বেলায় হবে না। তাঁরে দেখলে যেভাবে আনমনা হয়ে যেতাম, হারিয়ে যেতাম, দেখে যাওয়ার ক্ষুধা আরো বেড়ে যেতো, সেটা অন্যকারো ক্ষেত্রে কখনোই অনুভব করতে পারবো না আমি।
সে আমার এমন একজন ; এমন দামী একজন যেটা ভাষায় প্রকাশ করে কখনোই আমি বুঝাতে পারবো না কাউকে। 😢
সে আমাকে বলে ছিল তোমাকে ছেড়ে যাবোনা অথচ সেই মানুষটা,
.আজকে সম্পর্ক টাকেই অস্বীকার করে.! 😭প্রতিদিনই চেষ্টা করি তাকে ছাড়া বাঁচার🙂
2007সাল থেকে আজও শুনি
যদিও গান শুনার আর সময় হয়ে উঠে না
যখন ই শুনতে ইচ্ছে করে তখনই আর্টসেল কেই শুনি
যেমন আজ গভীর রাতে হঠাৎ গান শুনতে ইচ্ছে হলো
আর্টসেল কেই শুনছি ❤
এই শত চিৎকারে আমার ভাঙ্গা মনের চিৎকারটাও ছিলো 🙂
মনে হাজারো বেদনা আছে 🥲 এই সব গানের কমেন্ট গুলা পরলে কিছু বলার মত ভাষা থাকেন না। যারা যাদের প্রিয় মানুষ টাকে হারিয়েছেন সবার প্রতি একটা ভালোবাসা আছে আমার। সবাই মিলে এই গান টা শুনে সেই মানুষ টাকে আবারো মনে করি ম😢
তোমাকে না হারালে হয়তো এই গান শুনা হতো না। এর জন্য ধন্যবাদ জানাই তোমাকে আবার ধন্যবাদ জানাই তাদের কে যারা আমাদের কথা চিন্তা করে আমাদের এতো সুন্দর গান উপহার দিয়েছে।যতো দিন এ কমেন্ট থাকবে কেউ একটা করে লাইক দিবে আর আমার কাছে নোটিফিকেশন আসবে আবার তোমার কথা ভেবে এ গানটা শুনবো আর তোমাকে ভালোবাসবো দূর থেকে 🌸😇
প্রিয় ফারিয়া তুমি কেন আমায় ভালোবাসোনি?তুমি কেন অন্য কাউকে তোমার জীবন সঙ্গী হিসেবে বেঁচে নিল?কি অপরাধ ছিলো আমার আজও জানতে ইচ্ছে করে।😢আমি বড় অসহায় তুমি বিহীন 😢
আমার চোখ দিয়ে পানি চলে আসছে।জানি না কেনো।শুভো কামনা ভাই আপনার জন্য 🥰পাশে আছি সর্বদা 🖤🖤
Thank you vai. subscribe pls
এই গান যতবার শুনবে ততবার হাতে লুম উঠে যায়😥 এই গানের সাথে আমার ঐ সে মানুষ তার কথা মনে পড়ে যায় অথচ অনেক বছর হয়ে গেছে😥😅
তবুও এই গান কানে ভাসলে চোখের পানি ধরে রাখতে পারিনা এখনো 😥
৪ বছর ধরে শুনছি।
এখনো পুরনো হয়নি গানটি।
ও আমায় ভালোবাসেনি
মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে💔
আর্টসেলের সাথে চিৎকার করতে করতে কান্না করেছিলাম সেদিন💔 প্রিয় আর্টসেলের দুঃখ বিলাস না থাকলে হয়তো সেই ফিলটা পেতাম না💔
ধন্যবাদ আর্টসেল🖤
মৃত দেহে আত্নাকে কিছুক্ষন চিৎকার করানোর জন্য🖤💔
৩ বছর এর প্রেম অতপর নিজের জীবন উৎসর্গ করে হাসপাতালের বিছানা থেকে ফিরে এসে বাবা মা এর পা ধরে তাকে নিজের করে পাওয়ার জন্য বায়না ধরেছিলাম। ২ টি বছর পর পূর্নতা আমাদের হবে বলে আশ্বস্ত করেছিল ২ পরিবার। তারপর আর কি ছলনা করে চলে গেলো অন্য এক পুরুষের হাত ধরে। পূর্ণতা শুনতে গিয়ে দেখি সে আমার জীবন টা দুঃখ বিলাস বানিয়ে গা ভাসিয়ে ছে পর পুরুষের ছায়াতলে ❤️🩹😅
মনের হাজারো চাপা কষ্ট এই লিরিক্সে ভিতর থেকে বের হয়ে আসে।
dada rasel
কোনো প্রেমিকাই দুঃখ বিলাশ গানের চেয়ে বড় না 🖤
যদি পুর্নজন্ম বলে কিছু থেকে থাকতো তবে আমি তোমায় অভিশাপ দিলাম তুমি আমি হয়ে জন্মাও
তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া তোমার ভালোবাসার জন্য দিশেহারা মানুষটা হয়ে জন্মাও যে জন্মে তুমিও হাড়ে হাড়ে টের পাও আপন মানুষের কাছে আপন হতে না পারা কতটা যন্ত্রণার তুমিও টের পাও কয়েকশো কথার উত্তরে ছোট ছোট ম্যাসেজগুলো দেখতে কেমন বিশ্রী লাগে
সেজন্য তুমি বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে অবহেলা স্বাদ কেমন
ছোটখাটো দুঃখগুলো কেমন ভয়ঙ্কর মনে হয়
বিশ্বাস করি না বলতে বলতেও অন্ধের মত বিশ্বাস এর সিদ্ধান্ত নিয়েছিলাম
কারো শান্তনা রুকুতে যে কারো বিরক্তি হতে কেমন লাগে তুমি অনুভব করো! 💔
মৃত্যুর আগ পর্যন্ত মনে রবে অসহায় হয়ে কেঁদেছিলাম তারপরও তুমি আমার হয়ে আসনি 💔😢😢
hope someday she will come back. plz subscribe
আজ থেকে অনেক বছর আগে যখন বয়স কম ছিলো,তখন গানটা শুনে ভালো লাগতো,কিন্তু তখন জানতাম নাহ,একদিন এই গান শুনতে শুনতে নিকোটিন ধোঁয়ার সাথে চোখের জল ও পরবে কোনো এক মায়াবি অপূর্ণতার জন্য🥀
এই ভিড়ে আমি ও ছিলাম 🙂
Ki awesome ekta crowd bhai 🤯 just goosebumps ❤ fantastic 🤘🏼
05:45 This is goosebumps 🔥🔥🔥
সেই স্কুল সময়ের ভালোবাসা তুমাকে দেকার জন্য ছুটে যাওয়া সব এখন অতীত ইচ্ছা করে ফিরে যায় সে সময়..
😢😢😢😢😢
সৌভাগ্য তো তখন হয়ে দাড়ায়, যখন সামনে থেকে এই গান শুনতে পারি । আর্টসেল 🖤
২০০৬ এ আমাদের রিলেশন শুরু হয় এবং ২০১৮ তে আমাদের পারিবারিক ভাবে বিয়ে হয়। শত হাজার বাদা বিপর্যয় আসলে ও সে আমাকে ছেড়ে যায়নি। বর্তমান আমাদের একটা ছেলে সন্তান আছে।আমরা অনেক সুখে আছি। সাবাই আমাদের জন্য দুয়া করবে।
তার প্রতি আমি আসক্ত হয়ে যাবো বলে সে চলে গেলো 😊...
যাইহোক আল্লাহ যা করেন ভালোর জন্যে ই করেন।
তবে একটা কথা বলতে চাই ও আমায় ভালোবাসে নি...
অসীম এ ভালোবাসা বুঝেনি...😊
যখন প্রেমে পড়েছিলাম তখন এই গানটা অনেক বার শুনেছি , কিন্তু কথা গুলো বুঝতে পারিনি । কিন্তু
এখন সে চলে যাওয়ার পর গানের লিরিক্স গুলা অক্ষরে অক্ষরে বুজতেছি ।😊❤🩹ও আমায় ভালবাসেনি ,আমার ভালবাসা ও বুঝেনি 🖤যদিও সে ক্ষমার অযোগ্য , তবু তাকে আমি এখনো অসম্ভব ভালবাসি ......!!!😅💔🥀
দুঃখ বিলাস তুমি আমার পরাধিন জীবনের জাতীয় সংগীত 💔
এত ভিড়েও আজও আমি একা
মনে শুধুই যে শূন্যতা
এত ভিড়েও আজও আমি একা
মনে শুধুই যে শূন্যতা
আঁধারে যত ছড়াই আলো
সবই আঁধারে মিলায়
ও যে কোথায় হারালো
ব্যথা কাকে যে শুধাই
😢😢😢😢
ধন্যবাদ সেই নারী কে
যার জন্যে এই গান লেখা ❤️🩹🥀
তিন বছর সম্পর্ক রাখার পর এখন সে অন্য কাউকে ভালবাস,,
ও আমায় ভালোবাসি 🌼🖤
হাজারো জীবিত লাশের আত্মচিৎকার!💔🍁
প্রিয় তানহা
কেন আমাকে ছেড়ে অন্য পুরুষকে বিয়ে করলে , তাহলে এই চার বছর কেন আমার জীবন এর সাথে ছিলে , আজ এক মাস তুমি অন্য কারও বউ ,
ঠিক ছয় বছর পর তোমার সাথে দেখা হবে সফলতা নিয়ে তারপর আসব তোমার সামনে
ইতি তোমার মিহাদ 😊💔
ভাই তোমার ভালোবাসার মূল্য সে দিতে শিখেনি
তবে একদিন সব হবে কিন্তু সে ব্যক্তি পাশে থাকবে না
😢😢😢
আল্লাহ তোমার মনকে শান্ত করুক ভাই। দুয়া করি তুমি যেন সফল হও। সফল ছাড়া ছেলেদের মানায় না। আমিও তোমার পথের পথিক।
Vai takar jonno amio amar moner manusk pelamna....kintu aj amar sov ace sudu prio manusti ney....2 ta bocor jodi o opekka korto sov thik takto....valobasi onek tumai
লামিয়া তোমারে অনেক ভালো বাসি
আর সারা জীবোন বাসবো।
আমার জীবনের চেয়েও বেসি ভালো বাসি তোমারে। তুমি কেন বুজোনা কও 💔
😅💔
এই গানের মর্ম সম্পূর্ণ বোঝার জন্য হলেও সব মানুষের ১ জন প্রাক্তন থাকা প্রয়োজন 🙂
দুঃখ বিলাস 🫂
তোমায় পেয়ে গেলে হয়তো এই গানটি আর শোনা হতো না প্রিয়..!😇
স্মৃতি রেখে গেলাম..!😢
যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ "লাইক" দিলে "নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসবো গানটা..!🙂
কিছু ছিল অপূর্ণ যা পূর্ণ হয়নি...! কেউ একজন আমারও ছিল,
- যে আমার হয়নি...!😊💟স্মরণ কালে সর্ব সুখ তোমার হউক,তবুও তুমি ক্ষমার অযোগ্য..!! 😅🥀💔
THIS line was the touch my heart 💔🥀😊
গানটা কখনো পুরানো হবে না ❤❤
জীবন এ শুধু একটা চাওয়া এত করে চাইলাম থাকে। তারপর ও সেই আমার হলো না। অনেক কষ্ট করে রিলেশন টা ঠিকিয়ে রেখেছিলাম। কিন্তুু এক সময় গিয়ে রাগ কষ্টল করতে না পারে। থাকে উল্টা পাল্টা বলে পেলি তারপর এক প্রযায়ে রিলেশন শেষ করে দিয়েছি।😢😢😢 ১৮.৭.২০২৩
হাজারো মৃত আত্মার জীবিত চিৎকার
আসলে সে কখনও ভালোই বাসিনি
ভালবাসলে ছেড়ে যাওয়ার সাহস করতো না
যা কিছু আমরা দেখাই, তা সবই বিজ্ঞাপন। আর যা কিছু আমরা গোপন করি, সেটাই জীবন।🖤
যদি সে ভালোবাসত তাহলে হয়ত তাহলে কখন ও এই গান শোনা হত না.. ধন্যবাদ তোমাকে না ভালোবাসার জন্য তোমার জন্য এত সুন্দর একটি গান শুনতে পারছি চিৎকারে করে বলতে পারছি
ও আমায় ভালোবাসে নি🖤🌸
Ei gantar jonno akhono beche achi
Tumake onk onk dhonnobad tumi chole na gele hoyto ei gan ta suna hoto na
Abr o dhonnobad tumake
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে 😊
সে আমাকে বলেছিলো, তুমি কি আমাকে ভালোবাসো, কখনো ছেড়ে যাইবা না তো?আমি তাকে বলেছিলাম,মানুষ বদলায়, আর তুমি ও সময়ের সাথে ঠিক নিজেকে বদলায় পেলবা,,সে আমাকে বলেছিলো,হাতের ৫ আংগুল যেমন এক হয়না তেমনি আমিও সবার মতো এক না,, আর তখনি আমি তাকে বিশ্বাস করলাম আর ভালো বাসলাম। আর যেই না আমি তার ভালোবাসায় অভ্যস্ত হলাম,,তখনি সে আমায় ছেড়ে চলে যায়,😊🙃
( ও আমায় ভালো বাসে নি )
ভালোবাসা বলতে এখন বুঝি, Artcell, Highway, Ashes,Carnival, odd signature. 😅🥀🖤
ও আমায় ভালোবাসে নি ,,,😢😢
অসীম এ ভালোবাসা বুঝে নি
তোমাকে এই গানে উৎসর্গ করলাম।তুমি আমার না জীবনও আমার হবে না।
তোমার তুমি টাকে খুজি।
রাদিয়া 💔
রেখে গেলাম আগামি প্রজন্মের জন্য সৃতি হিসেবে😢।
চিৎকার বলে দেয়,এ শহর ভালো নেই, হাজারো হ্দয়ে ভাঙ্গার কন্ঠ
ভালো থাক ভালোবাসার মানুষ গুলো, যাক দূরে সরে। আমরা না হয় দুঃখ বিলাস শুনেই আমাদের দুঃখ দূর করব। 💔😅🥀
সর্বকালের সেরা গান ও আমায় ভালোবাসেনি ধন্যবাদ লিংকন দা 🌸😄
এই গানের ফিলিংস বুঝতে হলে একবার হলেও প্রাক্তনের দেওয়া কষ্ট অনুভব করা প্রয়োজন, ❤️🩹😅
এই গানের মর্ম সম্পূর্ণ বোঝার জন্য হলেও একজনকে ভালোবাসা প্রয়োজন। 🌺
ভালোবাসা কে সম্মান করতে হয় , না হলে ভালোবাসা পালিয়ে যাবেই
30 সেকেন্ড হলো না প্লে করলাম, গায়ের লোম দাঁড়িয়ে গেলো ❣️
Same bro
Asholei😊
😮😮
দুঃখ বিলাস এ যেন পরাধীন রাজ্যের জাতীয় সংগীত 🖤🪄🖤🖤
লাইন টা সুনলেই শরিলের পসম দারিয়ে জায় এই গানের পতিটা লাইনে লুকানো আসে হাজারো সেলের দু:খ..!!🙂😥
আজকে এই গানটা শুনতে হতো না সে থেকে গেলে 😅🥀
ভালো থাকুক সে অন্য দলিল করা স্ত্রী হয়ে 😊🙂
😭😭😭 ai band akta valobasa amdr 90s er
Artcell 90’s er band ?
আহারে! তোমাকে তো আমার প্রত্যেকদিন মনে পরে!
জানো, তোমাকে মনে পড়লেই আমি এই গান শুনে নিজের দুঃখ ঘোচানোর চেষ্টা করি!
ভালোবাসি এখনো, মিস করি অসম্ভব রকম!
কিন্তু তারপরও চাই না যে আর ব্যাক করো !
আমি দূর থেকে কল্পনাতেই তোমাকে মনে রাখতে চাই!
5টা বছর একজনের সাথে থাকার পর যখন সে চলে গেছে তখন থেকে সঙ্গী আমার এই গান
প্রোতি রাতে এক বার হলেও সুনি এই গানটা,,,❤
আমার খুব পছন্দের একটা গান,,❤❤
প্রায় একবছর তোমার সাথে সম্পর্ক ছিলো .আজ একবছর হলো তোমার সাথে বিচ্ছেদ আমার . আমি মনে করতাম তুমি আমার মতো কষ্ট পাচ্ছো. তা ছিল আমার ভূল ধারনা
তুমি অন্য কাউকে নিয়ে আছো
আসলেই
>ও আমায় ভালোবাসেনি<
Love you ☘️ARTCELL✌️
05/08/2022
Valobasa more jay na. hoyto se sotti vlobaseni...Best of luck of Brother.
ও আমায় ভালোবেসে ছিল কিন্তু বাস্তবতার কাছে পায় নি।.... 18/8/2023
আমার চোখ দিয়ে পানি চলে এসেছে গানটা 🖤
সত্যি
জীবনের সান্তি জন্য আর কিছু চাই না
শুধু এই গানটা সাথে থাকলে জীবন সুন্দর হয়ে যাবে
🥰🌸😅🖤😓😊
সেদিন এর পর স্বপ্ন দেখাই বন্ধ করে
দিয়েছি..আসলেই আমার অসীম ভালোবাসা সে
বুঝতে পারেনি..।😅💔
ও আমায় ভালোবাসেনি, অসিম এ ভালোবাসা ও বুঝিনি 💔
Comment kora raklam notification paila Aber sunbo 😢😅 18-01-2023😊
সে নিজের স্বার্থের জন্য আমার ৫ বছরের ভালোবাসা ভুলে গেছে .. চোখের সামনে অন্যের হাত ধরে নিয়েছে.. আমাকে ঠকিয়ে... সে যদি আমাকে ভালবাসতো,, তাহলে এমনটা করতে পারত না 😔😔😔।।।।
আসলে সে আমায় ভালোবাসেনি 😭.....
তোমাকে এই গানে উৎসর্গ করলাম।
তুমি আমার না জীবনেও আমার হবে না।
তোমার তুমি টাকে খুজি।
তামিমা 💔।
রেখে গেলাম আগামীর প্রজন্মের জন্য।
Tumar jonno dowa roilo😢
সে আমায় ভালোবাসেনি।💔😭
ও আমায় আসলে ভালোবাসে নি ভালোবাসলে আমার থেকে দূরে চলে যেতো না ৪ টা বছর এক সাথে ছিলাম ৪ টা বছর সে আমাকে যদি বুঝতে পারতো তাহলে সে আমাকে ১ টি দিন কেনো বুঝলো না আমার ভালোবাসা তো মিথ্যা ছিলো না সে ছলে যাবে বলে দিলে হতো বাহানা বানিয়ে নাটক এর দরকার ছিলো না সে চলে গিয়েছে আজকে তাই আজকের তারিখ টা আমি এই ভালোবাসার গানটার মধ্যে লিখে রাখলাম ০১/০১/২৯ তারিখ😓💔
তাঁকে পাই নাই এইটা আমার ভাগ্যে ছিলো না কিন্তু একটা কথা আমি বড় অসহায় অন পথে একটি নাটকীয় দেখি মহাকালের মঞ্চে ও আমায় ভালোবাসেনি অসীমে ভালোবাসা ও বুঝেনি 😅❤