Muktodhara - Superhit Bengali movie - Rituparna Sengupta | Nigel Akkara | Debshankar | Blockbuster

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 751

  • @shemaroobengali
    @shemaroobengali  Рік тому +2

    For Best of Bengali Movies & Shows watch www.youtube.com/@shemaroobengali

  • @shankhadipschannel
    @shankhadipschannel 5 років тому +16

    বাঙালি তাই বাংলায় বোলছি...অসাধারণ, অনবদ্য, অতুলনীয়... ধন্যবাদ এতো সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য।।

  • @zainsvlog920
    @zainsvlog920 5 років тому +13

    কি দেখেছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এভাবে যদি সবাই ভাবতো, তাহলে আমাদের পুরো সমাজটা ই বদলে যেতো। অসাধারণ গল্প। আর ঋতুপর্ণা তো অসাধারণ । Respect for all who made & work for such a nice movie. Love from Bangladesh

  • @SaraSara-kj4jl
    @SaraSara-kj4jl 5 років тому +36

    এটি একটি বাস্তব গল্প...যিনি এই সিনেমায় ইউসুফ এর চরিত্রে আছেন তার নাম nigel akara, এই সিনেমাতে অভিনীত গল্প টি তারই ...উনার একটা seminar ছিল সেখানে সব কিছু জানতে পারি...সত্যি অসাধারণ।

    • @khokonsheikh6418
      @khokonsheikh6418 Рік тому

      স্যালুট জানাই তার প্রতি🙏

  • @pravasishchakraborty4308
    @pravasishchakraborty4308 5 років тому +41

    বাংলা শেষ হয়ে যাইনি।।।।যাবে না।।।।এই ছবি তা একটা ইতিহাস।।
    নন্দিতা শিবপ্রসাদ জুটি একটার পর একটা ইতিহাস তৈরি করছে।।অসাধারণ।।

  • @AdritaGuha
    @AdritaGuha 3 роки тому +44

    সিনেমাটি একবার দেখলে মন ভরে না।ঋতুপর্ণা সেনগুপ্তের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল, ছয়ে ঋতু নয়,একেই ঋতু(ঋতুপর্ণা)।ঋতুপর্ণা সেনগুপ্ত সত্যিই নিজের মধ্যে ঋতু বৈচিত্র্য এনেছেন। শিবপ্রসাদ এবং নন্দীতা রায় কে অসংখ্য ধন্যবাদ।❤

  • @sumafatiha6246
    @sumafatiha6246 5 років тому +105

    ঋতুপর্ণা এমন একজন অভিনেত্রী যাকে দিয়ে সব রকম চলচিত্র সম্ভব সুন্দর ভাবে।অসাধারণ বললেও কম হবে।

  • @sumaiyaafrintithi4235
    @sumaiyaafrintithi4235 6 років тому +7

    অসাধারণ কন্সেপ্ট। মহানবী (সঃ)ও কয়েদীদের শ্রদ্ধা করেছেন।তিনি এবংকি শিক্ষিত কয়েদীদের(তাদের অনেকে অমুস্লিম ও ছিলেন)বিদ্যা অনুগ্রাহীদের শিক্ষক বানিয়েছেন।এই মুভিটির মাধ্যমে বাল্মীকির কাহিনী জেনেও ভালো লাগল,সত্যিকার অর্থেই ইন্সপায়ারিং।অসাধারণ মেইকিং।কোন মানুষই ক্রিমিনাল হয়ে জন্মায় না।যারা সাময়িক বিবেক হারিয়ে অপরাধ করেন,তাদের বিবেকের বোধ ব্যাপারটাই সুপ্ত থাকে।সেটিকে জাগাতে প্রয়োজন ভালোবাসার।

  • @rakeshgope7426
    @rakeshgope7426 5 років тому +24

    সিনেমাটা অনেক দেরিতে দেখা হল....কিন্তু অবশ্যই এটা বলব অন্য ধারার ছবি তৈরিতে বাংলা সিনেমার জুরি মেলা ভার...বাল্মীকি রূপে নাইজেলের অভিনয় সত্যি চোখের কোনে জল এনে দেয়

  • @fabdotmarketing1597
    @fabdotmarketing1597 9 років тому +126

    'মূক্তধারা' এমন একটি বাংলা ছবি যা দেখলে মনের মুক্তি ঘঠে।এক কথায় অসাধারন!

  • @rinkudutta3073
    @rinkudutta3073 5 років тому +18

    ভাষায় প্রকাশ করার মত শক্তি নেই। এতো সুন্দর একটা মুভি। "মুক্তধারা"
    ভালোবাসা দিয়ে অমানুষ কে মানুষ করা যায়।

  • @RashedKhanArtist
    @RashedKhanArtist 6 років тому +8

    অসাধারণ...!! মুগ্ধ চোখে দেখলাম এই বাংলা সিনেমার এই অপরূপ সৃষ্টি.....অসাধারন কনসেপ্ট আর অভিনয়.... মাস্টারপিস... 👌👌

    • @ritabanerjee4574
      @ritabanerjee4574 4 роки тому

      Asadharon chabi. Ai chabi bananor jonno aponader dhannobad 👍

  • @ishikachakraborty8866
    @ishikachakraborty8866 3 роки тому +12

    "এই আমাদের জীবন ম্যাডাম..গুন্তির জীবন" ......আহা কি অপূর্ব লাইন😌

  • @ishitadutta1600
    @ishitadutta1600 6 років тому +12

    এই প্রথম বার দেখলাম 'মুক্তধারা'। অসাধারন সিনেমা। সিনেমাটা দেখতে দেখতে খুব কে‍ঁদেছি, আবার হেসেছিও। শেষে মনে হচ্ছিল এই সিনেমাটা যেন শেষ আর না হয়, যেন দেখতেই থাকি।

  • @shyamkishoremukherjee3265
    @shyamkishoremukherjee3265 5 років тому +49

    সত্যি, অসাধারণ। তবে এই ধরণের সিনেমা বানাবার জন্য, দৃঢ় ইচ্ছাশক্তি, আর অসাধারণ কল্পনাশীলতার দরকার হয়।
    ঋতুপর্ণা সেনগুপ্তর আর একটা বই দেখেছিলাম - "আলো", আর তারপর এই বইটা দেখলাম, এটা মানতে হবে কি উনি এক অসাধারণ অভিনেত্রী।
    সিনেমার অন্য প্রত্যেক অভিনেতারাও ভালো অভিনয় করেছেন।

  • @lionheart2663
    @lionheart2663 10 років тому +16

    After a long time .. a movie that is so simple .. yet so deep. After "Taare Zameen Pe" this is probably the best ever i have seen in Indian Cinema that touches a social issue in such a wonderful way. This is what is called Good Movie ... not arthouse or mainstream masala .. this is how you should make a movie ..Wonderful choreography . excellent dialogues .. simply MIND BLOWING !!!

    • @rushiwt
      @rushiwt 7 років тому

      LION HEART Do you have any link which has this movie with hindi or english subtitles?

    • @digantasengupta7187
      @digantasengupta7187 7 років тому

      I have this film with english subtitles.

  • @sulagnaadhikari6676
    @sulagnaadhikari6676 2 роки тому +2

    সত্যিই, নাইজেল আকারাই তো আসল বাল্মিকী, সত্যিকারের পুনর্জন্মের উদাহরণ❤️ কি দেখলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না🌸 I just have to say, "Muktodhara" is a masterpiece 🤍

  • @shapansarkar7572
    @shapansarkar7572 4 роки тому +1

    অসাধারণ সিনেমা।প্রত্যেকটি অভিনয়শিল্পীর অভিনয় মন ছুঁয়ে গেছে।আর কী ভালো ডিরেকশন!! হুম,কিছু সিনেমা দেখেছি যাতে অভিনয়+ডিরেকশন দুটোই ভালো,তবে এই ভালো পুরো সিনেমা জুড়ে রক্ষিত হয়নি।আর এক্ষেত্রে এ সিনেমায় প্রথম থেকে শেষ অবধি এ ভালোত্বটা বজায় রয়েছে।সত্যি মন ছুয়ে গেছে।ধন্যবাদ পরিচালক, অভিনয়শিল্পী ও সমস্ত কলাকোশলিকে।

  • @user-bi4zd8vo5l
    @user-bi4zd8vo5l Рік тому +1

    অসাধারণ - অসাধারণ অসাধারণ
    ঋতুপর্ণা মানেই অন্যরকম কিছু😢

  • @durjoyde1521
    @durjoyde1521 2 роки тому +1

    অসাধারণ ছায়াছবি।
    ঋতুপর্ণা সেনগুপ্ত অসাধারণ অভিনয় করেছেন। বাল্মীকি চরিত্রে নিঙ্গেল আক্বারা দুর্দান্ত অভিনয় করেছেন।হ্যাপী ও প্রমাণিত সত্য একটা চরিত্র। কী সুন্দর ছায়াছবি এর আগে কখনও হয়নি। এই ছায়াছবিটা পুরষ্কৃত হবার যোগ্য। কিন্তু কেনো পেলোনা এটাই প্রশ্ন।
    ধন্যবাদ সবাইকে।

  • @polok4285
    @polok4285 2 роки тому +1

    অসাধারণ একটি সিনেমা দেখলাম
    কিছু দৃশ্যে আমার গায়ে কাটা দিলো।
    অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত শিল্পীদের।

  • @barshadas7569
    @barshadas7569 6 років тому +4

    Tv টাই দেখছিলাম মুভি টা হটাৎ কারেন্ট চলে যায় মন টা খুপ খারাপ হয়ে যায় ,,,,,ভাবতে পারেনি মুভি টা অনলাইনে পাবো ,,,,but পেলাম i am very happy ,,,মুক্তধারা মন ছুঁয়ে গেল

  • @indranisyoga09
    @indranisyoga09 5 років тому +22

    Alakananda Roy, Nigel Akkara, they are angel for this world. This movie is a life changing experience for all. Thanks to the whole team of this movie, for gifting us such a diamond.......

  • @tahzeevtastuba2524
    @tahzeevtastuba2524 2 роки тому +1

    ঋতুপর্ন কলকাতার সম্পাদ অসম্ভব ভাল অভিনেত্রী।আর এই সিনামা টা তো এওয়ার্ড পাওয়ার মতো,সবাই এতো ভাল অভিনয় আমি মুগ্ধ অভিভূত

  • @Xyzeman
    @Xyzeman Місяць тому

    "মা নিষাদ" স্লোকটা আমি প্রথম শুনলাম। যে ভাবে ডুকরে কেঁদে উঠেছি দেখতে দেখতে এমনটা আগে কখনও হয়নি। সত্যিই মুক্তধারা এমন একটি ছবি যা আত্মাকে মুক্ত করে। প্রতিটা চেতনাকে মনে করিয়ে দেয় তার মধ্যে থাকা অমিত সম্ভাবনার কথা।

  • @harishankarpati9838
    @harishankarpati9838 Рік тому +1

    মন ভরে গেলো।। ঋতুপর্ণা - নাইজেল-দেবশঙ্কর সকলেই অসাধারণ।।

  • @Omnamohshibay
    @Omnamohshibay 2 місяці тому

    অসাধারণ একটা সিনেমা। অপূর্ব অভিনয় প্রত্যেকের । পরিচালনা অসাধারণ ।

  • @munnakhan5636
    @munnakhan5636 7 років тому +8

    আমিজে কি বলবো,আমি নিজেই বুঝতে,পারছি না,, একটু কান্না একটু হাঁসি,, এক কথাই অসাধারন,অসাধারন,,

  • @sanjuktadeb9385
    @sanjuktadeb9385 5 років тому +13

    রুদ্ধশ্বাস একটা সিনেমা দেখলাম ... দারুণ

  • @begamjulfitara2796
    @begamjulfitara2796 Рік тому

    কে বলে ভালো বাংলা সিনেমা হয় না, অপূর্ব লাগলো, দেখতে দেখতে চরিত্রের সঙ্গে একাত্মতা অনুভব করলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

  • @shresthabhowmik9805
    @shresthabhowmik9805 Місяць тому

    নিজের অজান্তেই কখন যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো বুঝতেই পারিনি। কি অসাধারণ একটি সিনেমা ❤️🥺🥺

  • @arpitaganguly9877
    @arpitaganguly9877 4 роки тому +1

    Osadharon cinema....Ami to Eusuf ER preme pore gelam..prottekta drisshyo ato sundor laglo je bole bojhano osomvob...Amon cinema jano bare bare fire ase cinema jogote.. just love this..😘😘

  • @aniruddhabanerjee89
    @aniruddhabanerjee89 4 роки тому +3

    খুব ভালো একটা ছবি সমাজের জন্য, ধন্যবাদ জানাই ছবির সঙ্গে যুক্ত সকলকে।

  • @gargiroy3886
    @gargiroy3886 6 років тому +46

    যারা বলে বাংলা ভাষায় ভালো সিনেমা হয় না।।।।।তাদের বলবো একবার অন্তত এই মুভি টা দেখতে।।।
    অসাধারণ সিনেমা ।।।।

  • @avinoyavinoy1315
    @avinoyavinoy1315 5 років тому +13

    কে বলে বাংলা সিনেমা ভালোনয় । তাদের কে বলবো দেখুন এই সমস্ত ছবি ।।। বাংলা‌ সিনেমা এখন এগিয়ে।।

  • @pritidas2025
    @pritidas2025 5 років тому +1

    অসাধারণ একটা cinema ,...অনেকদিন পর এই রকম movie দেখলাম ..কতক্ষণ যে কেদেছি জানি না প্রত্যেক এর অভিনয় মারাত্মক.. আরও movie আশা করছি শ্রদ্ধেয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং শ্রদ্ধেয়া নন্দিতা রায়ের কাছে ...সকলের এই ছবিটি দেখা উচিৎ..

  • @atreyeedeymakeupartist4238
    @atreyeedeymakeupartist4238 5 років тому +1

    Ato sundor ekta movie o hoi. Nijel r ovinoy darun... Uni kono dokkho ovineta non. Kintu onar natural ovinoy amake kei mugdho koreche.... Tar sathe rituparna sengupta r ovinoy o. Recent movie ''gotro'' te onusshuya majumdar & nijel akarar bonding darun. Ake vabe sekhaneo nijel er natural ovinoy amai r amar maa k mugdho koreche

  • @exeption984
    @exeption984 Рік тому +2

    এই সিনেমাকে national award দেওয়া উচিত

  • @digantadutta8180
    @digantadutta8180 5 років тому +3

    Best ever bengali movie I have seen....Just speechless.Ritudi u r really amazing actress..Nizel Akora nd Shibuda seriously exceptional..

  • @sujatabanerjee9046
    @sujatabanerjee9046 5 років тому

    যতবার দেখি ত ত বার ই মনে হয় এই প্রথম দেখছি। আমার মন ভালো করার সঙ্গী। আমার মুক্তি। সবাই নিজের চরিত্রে অসাধারণ।

  • @giashuddin6176
    @giashuddin6176 4 роки тому +3

    ঋতুপর্ণা ম্যাডামের যে কয়টা ছবি দেখেছি সবগুলো অসাধারণ, অতুলনীয়।

  • @SankuletBK
    @SankuletBK Рік тому +1

    ক্ষমা চাই।
    দশ বছর পরে এই সিনেমাটা দেখলাম।
    যে সিনেমা মনের ভেতর উথাল-পাথাল করে দেয়,সেটাই প্রকৃত সিনেমা।
    একটি অসাধারণ নির্মাণ,কান্নায় ভিজিয়ে দেওয়া,খুশিতে ভরিয়ে দেওয়া সিনেমা।
    মনটা ভাল হয়ে গেল।

  • @GobindaMondl
    @GobindaMondl 21 день тому

    Ak kothai asdharon❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤

  • @sayanighosh663
    @sayanighosh663 7 років тому +2

    asadharon.....ami eto din vavtam movie ta baje oi jone dektam na...kintu movie ta akhon dekha mukdho hoy gelam...ki6u baar nai

  • @sovon2002
    @sovon2002 10 років тому +13

    Asadharan , anuprerona dayak(Inspiring) , touching movie, Rabindra sahithya ebong sangaskriti ( Culture) sattikaria manuser jibone anek paribarton ante pare.
    Marvelous, must watch movie.

  • @snehadas8brollno-269
    @snehadas8brollno-269 2 місяці тому

    অসাধারণ লাগলো। খুব খুব ভালো লাগলো। মনটা ভালো হয়ে গেলো

  • @SamitKrPaul
    @SamitKrPaul 3 роки тому

    Amar dekha Sera bangla movie gulor madhye ekke bare prothom sarir....excellent...bar bar dekhetay ichcha hoy...

  • @sohinichakraborty8237
    @sohinichakraborty8237 5 років тому +12

    Sotti...EBHABEO PHIRE ASA JAY..
    No words can describe this film.. Just feel the film.. Feel the vibe of this film.. That's it..

    • @musicallifestyle8199
      @musicallifestyle8199 4 роки тому

      Feeling dance while watching or dancing changes the perception.....

  • @nanditamondal5937
    @nanditamondal5937 5 років тому +1

    এমন মুভি ,এমন অনুভব বাংলাতেই সম্ভব। আর বলার মতো ভাষা পাচ্ছি না.... 😢😢💚💙💛

  • @amitaroy6695
    @amitaroy6695 7 років тому +1

    asadharon 👏... gaa ay kata Diya uthe ato ato bhalo acting.... nijer opore rag hoche ato bhalo movie ato din keno Dekhi nei .....

  • @anchalpal5987
    @anchalpal5987 4 роки тому +3

    অনবদ্য একটা প্রয়াস ...ইউসুফ, নীহারিকা, আই জি স্যার চরিত্র টা মন ছুঁয়ে দিল ...

  • @nabanitaulal6811
    @nabanitaulal6811 5 років тому +106

    বাংলাতে নাকি ভালো কোনো সিনেমা নাই তাহলে এটা কি ?
    সত্যি বাকরুদ্ধ করে দিল সিনেমা টা
    ইউসুফ চরিত্র টাও খুব ভালো লাগল

  • @swarupasardar8258
    @swarupasardar8258 5 років тому +2

    আপসোস হচ্ছে এতো দিন পর এতো মারাত্মক ভালো সিনেমাটা দেখলাম❤️🙂ইসসস দেরি করে ফেললাম!

  • @pijushpaul5171
    @pijushpaul5171 Рік тому +2

    Rituparna oneake boro obhonetri.🌷👍🙏

  • @sarbarisingha235
    @sarbarisingha235 Місяць тому

    Ki opurbo cinema dekhlam. Mon pran juriye galo.

  • @amalenduhait4485
    @amalenduhait4485 7 років тому +9

    Hats off Shibu. U are great in both acting and direction. Staying long long distance from Bengal but live with the bengali culture and cinemas. Suddenly I saw in U tube. It is superb and a good message to the people inside and out side of the jail. Now it is called Correctional Cells. Hope for the best. Stay blessed.

  • @manjulinda5833
    @manjulinda5833 4 роки тому +1

    Such a beautiful movie ...অসাধারণ .Rituparna is d best actress

  • @piyalidas3876
    @piyalidas3876 2 роки тому

    কি দারুন একটা movie ❤️🌻
    যদিও আমি বাংলা movie খুবই কম দেখি,বুঝলাম দারুন movie, atto সুন্দর একটা মনোভাব ❤️

  • @shahariarhasan203
    @shahariarhasan203 3 роки тому

    choke ar pani dhore rakhte parlam na... half deklam... bakita dekhtasi... sottie oshadharon akta movie... amn movie to amra cai...

  • @rishitapahari9358
    @rishitapahari9358 3 роки тому +1

    আমার দেখা বাংলার সেরার সেরা সিনেমা মুক্তধারা 😌🤍🤍😌 , মনের মুক্তি সবার দরকার, আর সব মানুষের মধ্যেই প্রতিভা আছে শুধু অনেক কারনে সেটা প্রকাশ পায় না,,, মনকে মুক্ত করে দেখুন, আর মানবিকতার চোখ দিয়ে দেখুন, পৃথিবী টাই অন্যরকম হয়ে যাবে,,, দারুণ সিনেমা 🤍🤍🤍 আমি বাক্যহারা ,এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় 🤍🤍🤍🤍🤍🤍🤍🤍❤❤❤❤❤❤❤❤🤍🤍🤍🤍🤍🤍❤❤❤❤❤

  • @LEVIACKERMAN-im9xz
    @LEVIACKERMAN-im9xz 11 місяців тому +1

    *A MASTERPIECE MOVIE. WE ARE LUCKY TO HAVE SHIBU AND NANDITA* ✌

  • @giashuddin6176
    @giashuddin6176 4 роки тому +1

    আমার দেখা সবচেয়ে অসাধারণ ছবি এটা। Really i love it too much. I wanted to meet Rituparna madam.

  • @peterpan-ky5cm
    @peterpan-ky5cm 7 років тому +35

    মুগ্ধ নয়নে দেখলাম বালমীকের মঞ্চনাটক ... ইউসুফ কে দারুন মানিয়েছে josh ... ভাই মুভিটা সব বিবেকবান মানুষের দেখা দরকার ...

  • @saikatbosesvf2983
    @saikatbosesvf2983 5 років тому +1

    অসাধারণ সবার অভিনয়... ভাবা যায় না... শিবু দা বাংলা ছবির এই ভালো সময় এই ছবি সিনেমা দরকার ছিল

  • @nuzhatparveen8728
    @nuzhatparveen8728 Рік тому +1

    Nice movie
    Ritu Dsp officer Yousuf best to best work Amazing direction to good movie ending Awesome ❤

  • @albidakhatun6322
    @albidakhatun6322 5 років тому +1

    Asadharon asadharon darun darun darun darun darun darun darun movie

  • @Sudeshnasaha28
    @Sudeshnasaha28 10 років тому +6

    chokhe jol eshe jay...emon film dekhe...eto apurbo legeche je ki bolbo....

  • @prabirbaisya4489
    @prabirbaisya4489 3 місяці тому

    আমি স্তম্ভিত 😲, রুতুপর্নার অভিনয় অনবদ্য , নন্দিতা শিবপ্রসাদ জুটি অতুলনীয় ❤

  • @priyankabaidya4549
    @priyankabaidya4549 Рік тому

    প্রথমবার দেখলাম মুক্তধারা সিনেমা। অসাধারণ বললেও হয়তো কম হয়ে যায়, চোখের জল ধরে রাখতে পারলাম। 🙏🙏

  • @surathchatterjee9458
    @surathchatterjee9458 10 років тому +4

    asadharon movie......aro onek film chai arokom to change the society and their views.......

  • @PriyankaMitra9073
    @PriyankaMitra9073 3 місяці тому

    Neel mama r acting outstanding mind blowing 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌

  • @mahadebmajhi7169
    @mahadebmajhi7169 2 роки тому +1

    বাংলা সিনেমা যে এতটা ভালো হয় এই সিনেমাটা না দেখলে বুঝতেই পারতাম

  • @iamatraveller7704
    @iamatraveller7704 7 років тому +1

    onek onekdin por jibone lorayi korar prithibite kichu kore rekhe jaoar ichhe ta r o probol holo..odbhut sundor bhabe poribeshon kora ei movie ti..

  • @sayantikadas4697
    @sayantikadas4697 7 років тому

    Osadharon... Onoboddo.... Protita gaan jokhon hoeche,Gaye kata die utheche..... Saadhuu

  • @diyapaul9538
    @diyapaul9538 3 роки тому +1

    Osadharon ❤️ just speachless❤️ movie

  • @nusratpopy8724
    @nusratpopy8724 6 місяців тому

    বারবার দেখার মত মুভি, প্রতিবারই নতুন, প্রতিবারই নিজেকে-আশপাশ নিয়ে ভাবনার জায়গায় নাড়াচাড়া। অভিভূত ❤

  • @aisawriyabhowmik9674
    @aisawriyabhowmik9674 Рік тому

    Asadharon movie 🎥🎥

  • @anushkavumika6502
    @anushkavumika6502 Рік тому +1

    ঋতুপর্ণা গেইড অভিনেত্রী

  • @sudeshnacookbook
    @sudeshnacookbook 5 років тому

    Osadharon akta cinema dekhlam.... Express korte parbona kotota mon k chueche..... Dhonno....

  • @adhunikashreenaghosh9622
    @adhunikashreenaghosh9622 5 років тому +1

    Biswas ,valobasa r bibek ..... thakle sob ki6u joy kora jay .....sotti onk sundor cinema

  • @sourojeetmoitra5268
    @sourojeetmoitra5268 3 роки тому

    অসাধারণ লাগলো বলার ভাষা নেই... দারুণ❤️❤️👌🏻👌🏻❤️❤️

  • @debashreechakraborty7348
    @debashreechakraborty7348 5 років тому +2

    Asadharon muktodhara. Specifically nigel.

  • @supriyabhattacharjee9230
    @supriyabhattacharjee9230 3 роки тому

    Khub khub khub khub sundor 1 ta movie.konodin ettttto valo movie dekhini.sobai dekho khub valo lagbe.peomise

  • @sanchitaroy7719
    @sanchitaroy7719 2 місяці тому

    অপূর্ব ❤️

  • @aditideysarkar6999
    @aditideysarkar6999 4 роки тому +6

    ঋতুপর্ণ সেনগুপ্তর অভিনয় অসাধারণ ।।

  • @santoshghosh1434
    @santoshghosh1434 2 роки тому

    Osadharon mon vore galo.. sobai janai amr 🙏🙏🙏🙏

  • @sharanyamistry8289
    @sharanyamistry8289 3 роки тому +1

    Dekhe chok theke jol ese gelo

  • @user-co8oc1rm5w
    @user-co8oc1rm5w 5 років тому +1

    1.45 কি অসাধারণ অভিনয় আর dialogue delivery দেবশঙ্কর হালদারের।

  • @tuyapanja5108
    @tuyapanja5108 4 роки тому +3

    one of the best motivational movie in my life.... এভাবেও ফিরে আসা যায়....

  • @moukar8420
    @moukar8420 5 років тому +1

    Valo bote
    Ritu di tumi sotti e Mohanayika
    Tomar ovinoy tomake omor kore rakhbe
    R Yusuf er o ovinoy osadharon
    ..
    Koster bisoy etai je ei mukti gulo amra bastob jibone ante parina amra cinemate dekhei khoniker anando pai

  • @user-co8oc1rm5w
    @user-co8oc1rm5w 5 років тому

    এক কথায় অসাধারণ।প্রত্যেকের অভিনয় অনবদ্য।যতবার দেখেছি চোখে জল ধরে রাখা যায় না।সত্যি এভাবেও ফিরে আসা যায়।

  • @piuray7727
    @piuray7727 4 роки тому

    Asadharan movi. .. chokha jal ana. .. khub sundar laglo. ..

  • @pamelamukherjee355
    @pamelamukherjee355 6 років тому

    osadharan acting...osadharan script...cokh e jol ese galo...sotti aajo dassu ratnakar balmiki hoe jai sudhu ektu bhalobasa ektu somman r biswas pele...amar dakha onnotomo sundor 1ta flim...siboprasad da osomvob bhalo ovineta...r nigel er kono jobbab nei.....protteke khub bhalo....

  • @cookingzone6377
    @cookingzone6377 4 роки тому

    Sottie khub valo. Mon vore gelo..chokhe jol ase gelo..

  • @suramabiswas2318
    @suramabiswas2318 2 роки тому

    অসাধারণ .... খরাজ মুখোপাধ্যায়ের অভিনয় অনবদ্য ....

  • @hamimraj852
    @hamimraj852 5 років тому +1

    Eusuf r niharikar ovinoy osahadharon. nice story

  • @sharlinshupty3177
    @sharlinshupty3177 9 місяців тому

    ❤❤❤Asadharon movie.

  • @tasnimsinthiatusar9719
    @tasnimsinthiatusar9719 4 роки тому +1

    আমার দেখা এ এক অসাধারণ মুভি 💕💕💕💕

  • @nisithsharma4471
    @nisithsharma4471 4 роки тому

    অনবদ্য জীবনের ছায়াছবি, বিষয়বস্তু খুব প্রাসঙ্গিক.শিবপ্রসাদ নন্দিতাকে অভিনন্দন.

  • @premashisdas3502
    @premashisdas3502 6 років тому +5

    মুক্তি জীবনে খুবী দরকার
    অসাধারণ বাংলা ছবি