Seed preservation method|| বীজ সংরক্ষণ পদ্ধতি||
Вставка
- Опубліковано 8 січ 2025
- 🙏******Thank you for watching*******🙏
++++++++++++++++++++++++++++++++++
This video has shared our experience.
Agriculture crop use only.
********************************************
subscribe the channel👇👇👇👇👇
/ @farmingadviseranathha...
********************************************
:::::::::::::::our channel Link::::::::::::::::::::
অধিক ফলন পেতে শসা চাষের পদ্ধতি👇
• cucumber cultivation||...
বরবটি চাষের পদ্ধতি 👇
• বরবটি চাষের সমস্যা ও স...
বিনা খরচে জৈব সার 👇
• বিনা খরচে জৈব সার তৈরি...
কম খরচে জৈব সার👇
• কম খরচে জৈব সার তৈরির ...
অতি বৃষ্টির হাত থেকে শব্জী গাছ বাঁচানোর উপায়👇
• How to save vegetable ...
সঠিক পদ্ধতি তে কুমড়ো চাষ👇
• kumro chas||pumkin cul...
বেগুন চাষের সমস্যা ও সমাধান 👇
• Brinjal cultivation||ব...
করলা চাষের সমস্যা ও সমাধান👇
• karala cultivation||কর...
কম খরচে ঝিঙা চাষ👇
• কম খরচে ঝিঙে চাষ,কোনো ...
--------------------------------------------------------------------
Note:- video is not any paid video. This video only provides education knowledge to farmer friends
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Disclaimer-
video is for education purpose only. copyright disclaimer under section 107 of the copyright Act 1976, allowance is made for "fair use"for purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
🔥🔥like👍 share and subscribe 🔔🔥🔥
++++++++++++++++++++++++++++++++++
অনেক অনেক ধন্যবাদ আপনাকে । শুনেছি, যে জিনিস আপনাকে ঘুমাতে দেয় না সেটা খাঁটি । আজ আমার সেই অবস্থাই হলো । সারা রাত আপনার সব কটা video দেখলাম । সত্যি বলছি ঘুম আসেনি। আপনার সান্নিধ্যে একবার আসার ইচ্ছা রাখি।
অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন
বা বীজ রাখার পদ্ধতিটা জেনে বেশ ভাল লাগল l
অসাধারণ সুন্দর একটা ভিডিও দেখেছি।
ধন্যবাদ জানাই ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
আপনার বোঝানোর ক্ষমতা খুবই সুন্দর...আমি আপনাকে খুব অনুসরণ করি
ধন্যবাদ জানাই ভালো থাকুন।
আর চলুন সকলে এগিয়ে চলি।
দাদা আপনার ভিডিও গুলো দেখে খুব উপকৃত হ ই
অনেক কিছু শিখলাম. খুব সুন্দর
অনেক উপকৃত হলাম।অসংখ্য ধন্যবাদ
খুব সুন্দর করে বুঝিয়ে বললেন।
ধন্যবাদ জানাই ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
I from Bangladesh. Thank you Sir for your instructions.
ওইভাবে সহজেই আপনি বাড়িতে বীজ সংরক্ষণ করতে পারবেন। কোনো ঠকতে হবে না ।ধন্যবাদ জানাই, ভালো থাকুন। আল্লাহ্ আপনার মঙ্গল করুন।
অনেক ধন্যবাদ দাদা,,এই ভিডিও-টার অপেক্ষায় ছিলাম।।।আপনি আমার প্রশ্নটার উল্লেখ করলেন খুব ভালো লাগলো।।অনেক কিছু শিখলাম, জানলাম।।। ভালো থাকবেন স্যার।💜
ধন্যবাদ
@@farmingadviseranathhalder7579আমি ৮০২ ধান চাষ করেছি নতুন কিছু জানিনা,রোয়া হয়েছে ১০ দিন হয়েছে কি দেবো সার?
আপনাকে অসংখ্যা ধন্যবাদ দিলেও ভুল হবে,,,,,,দোয়া করি সবসময় আমাদের পাসেই থাকবেন,,,,,
খুব ভালো পরামর্শ ।
ধন্যবাদ কাকু আপনার পদ্ধতি পালন করছি
নিশ্চয়ই তুমি আমার ভিডিওগুলো দেখলে এবং পদ্ধতি গুলো ফলো করলে অবশ্যই এগিয়ে যাবে ধন্যবাদ জানাই
ধন্যবাদ আমার খুব ভাল লাগল
খুব ভালো লাগলো ।
সপরিবারে ভালো থাকবেন সেইসঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ❤
Sir apni ati sahaj kore den samasta kothin bisoy guli. Amadar chokher samne sab ache tao amora jani na.Khub sundar kore bujhia bolen.Ae jannoe apni SIR. Amar kache samasto bisay guli ati sahaj hoe galo.DHYANNOBAD.
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকুন।
আপনার প্রতিটা ভিডিও যথেষ্ট শিক্ষণীয়। আমি কিছুদিন ধরে বাড়ির ছাদে কিছু সবজির চাষ করছি। অনলাইনে কোথায় ভালো জাতের বীজ পাওয়া যায় সেই ব্যাপারে আপনার মতামত জানতে চাই
খুব সুন্দর কাকু
#SokherBagan
দাদা দয়া করে ঝি্ঙে চাষের উপর একটা ভিডিও দিলে খুব ভালো হত, ব্যবস্যার জন্যে
জবা বীজের সংরক্ষণ ।
sir. Very good
ভিডিওটি ভালো লাগার জন্য ধন্যবাদ জানাই ,সেইসঙ্গে সপরিবারে ভাল থাকুন ও চলুন সকলে এগিয়ে চলি।
কাকা ভালো লাগল।
Sir apni darun information dan.... Salute you sir...
Sir pepe chas er a to z video din na...
হ্যাঁ আমি চেষ্টা করছি ওটা করার ধন্যবাদ জানাই ভালো থেকো।
@@farmingadviseranathhalder7579 স্যার আমি বাংলাদেশ থেকে বলছি। খুব ভালো জাতের পেঁপের বীজ কোনটা ভালো?
এবং প্রতিটা গাছই মেয়ে হবে। ভালো ফলন হবে আর ২/৩ বছর ফল দেবে।
আর আপনাদের দেশের বীজ বাংলাদেশে কিভাবে পেতে পারি যদি একটু দয়াকরে বলতেন।
আপনার ভিডিও গুলো ভালো লাগছে আমার
আমি একটা ছোট্ট অনুরোধ করব চাষবাস ছাড়বেন না এতে মন খুব ভালো থাকবে সপরিবারে ভালো থাকুন সেইসঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই
🙏 গুরুকে জানাই প্রণাম 🙏
ধন্যবাদ জানাই ভালো থাকুন।
আর চলুন বিভিন্ন ফসল চাষ করে এগিয়ে চলি।
অনবদ্য ----
Very good information sir
উভয় পদের পাটরের বীজ তৈরির সময় ও পদ্ধতি আলোচনা করবেন। অনুরোধ রইল।
Sir apnar kache... Anek kichu sikhte chai.... ❤❤❤❤❤❤
দাদা আপনার ভিডিওটি খুব ভালো লাগলো, আমার একটা প্রশ্ন যে ডালিয়া ফুল গাছের বাল্ব কি ভাবে রাখবো
বীজ কথাই বিক্রি করবো
good information sir...
chandpur,bangladesh থেকে খোরশেদ,আপনার ভক্ত
ধন্যবাদ ভালো থাকবেন। চাষের মাধ্যমে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে চলুন
Khud bhalo sir
ধন্যবাদ জানাই ভাল থাকবেন।
Sir onek video din...apnar video dekher jonno opekha Kori...
ধন্যবাদ ভালো থাকবে
its helpful for me
Nice video
Dada aktu gadarbij theke kivabe punoray jenothoka gada hoy aktu alochona korle valo hoy amar sudhu fot ka gada hochhe
Thank-you sir
কাকা বাবু_ফ্রিজে বীজ রেখে দিলে ভালো থাকবে?
নমস্কার খুব সাধারণ তবে অনেক কার্যকারী তথ্য।দয়াকরে বীজ থেকে চারা তৈরি করতে হয় একটা প্রতিবেদন দিলে ভালো হত।আমার চারা হয় কেনো জানি একটু বড় হলে গোড়া পছে জায়।
প্রশ্ন-উত্তরের part 2 ভিডিও তে আপনার উত্তর পেয়ে যাবেন।
আপনার ভিডিও গুলো থেকে অনেক কিছু জানতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ।
বীজ আমি ফ্রিজের মাঝেরদিকের তাকে রাখি । অনেক দিন ভালো থাকে।
আমি আট নয় বছর আগে বীজ থেকে একটা সবেদা গাছ করেছি।ছাদে বড় গামলা টবে। গাছটা চার ফুট লম্বা আর ঝাঁকালো হয়েছে। কিন্তু ফুল বা ফল ধরেনি। কি করলে ফল ধরবে?
যেকোনো পিজিয়ার 3 মিলি করে প্রতি লিটার জলে এখন স্প্রে করুন।
আষাঢ় মাসের 1,2 তারিখ হলে খুব ভালো হতো দেরি হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে দিন
পিজিআর বিকালে দেবেন
আপনার vdo নিয়মিত দেখি। একটা প্রশ্ন ছিল। ট্রাইকোডারমা দিয়ে বীজ শোধন করা যাবে কি?please help.
ধন্যবাদ
স্যার ধানের বীজ রাখার জন্য কি একই পদ্ধতি ব্যবহার করতে হবে না কি কিছু লাগবে না।
Thanks
আপনার ভিডিও খুবই সুন্দর এবং জ্ঞান সমৃদ্ধ।
গাছের ছায়াই বা বড়ো গাছের নিচে কিছু চাষ করা যায় কি ? জানালে খুব উপকৃত হয়
অবশ্যই চাষ করা যাবে আদা হলুদ তারপরে শীতকালের দিকে বিভিন্ন রকমের ফুল যেমন সাজাতে হয় জারবেরা বলুন বা পিটুনিয়া হয় বেগোনিয়া হয় ইত্যাদি স্ট্রবেরি ফলের চাষ শীতকালের জন্য অবশ্য এগুলো করতে পারেন
@@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ স্যার।
আসলে আমার বাড়িতে অনেক জায়গা যা বড়ো ফলের গাছ লাগিয়ে পূরণ হয়ে গেছে। নিচের অংশ গোটাটাই ফাঁকা কিন্তু রোদ নেই।
এই নিয়ে 1টা ভিডিও করা যায় কি ?
ফুল বীজ ১ বছর সংরক্ষণ করতে কি দিতে হবে?
স্যার ঢেড়শের বীজ উৎপাদন ও সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জানতে চাই।
আচ্ছা ভিডিও করে জানাবো।
Dada begun gacher begun a khub Dana hocche ki korte hobe?
Ke vabe saaf pauder deya sodon korbo sir, video ta dekhele khub valo hoi, karon ami chase
আসলে আমার অনেক ভিডিওতে আমি দেখিয়েছি হয়তো সেই ভিডিও গুলো আপনি দেখেন নি।
দু রকম ভাবে করা যায় ।একটা জলে গুলে সাফ পাউডারকে তারপর বীজ এক মিনিট
ঐ জলে ডুবিয়ে দিয়ে এক মিনিট পরে তুলে নিয়ে এই ব্যবস্থা করা যায় ।
আবার শুকনো বীজ এর সঙ্গে কিছুটা সাফ পাউডার ভালো করে মিশিয়ে দিলে শোধন করা হয়।
স্যার হাইব্রিড টমেটো চাষ নিয়ে দয়াকরে একটি ভিডিও করুন
হ্যাঁ অবশ্যই বলব
Jara শিক্ষিত tar diya বেশি মহানও জ্ঞানী আপনি
ধন্যবাদ ভালো থাকুন
নমস্কার, -যদি সম্ভব হয় নারকেল গাছ বসানো র নিয়ম বলবেন,
বলছি একটা video হলে খুবই উপকৃত হব
দাদা বেগুনের বীজ শুধু বালু দিয়ে রোপণ করা যায় ?
ধান গাছ থেকে বীজ কিভাবে সংরক্ষণ করা হয়
যখন ধান পাকে তখন মাঠে গিয়ে অফ টাইপের ধানের শীষগুলো কেটে ফেলে দিতে হবে ।
তারপর বীজ বাছাই করে ঝাড়াই মাড়াই করে 7 /8 টা রোদ্দুরখাইয়ে ঠান্ডা করে রাখতে হয় ।হাইব্রিড ধানবীজ রাখা যাবে না ।
অনেক ধন্যবাদ, এই custodia এর কম্পোজিশন আছে । এটা বা xelora use করলে আর roco কেনার দরকার নেই তাহলে ?? আরেকটি সমস্যা আমার Adenium গাছের বীজ germination এর সঙ্গে সঙ্গেই পচন ধরে নিচ্ছে,সাফ use করেছি ওখানে কি custodia use করলে ভালো ফল পাবো অথবা ridomil গোল্ড???? দয়া করে জানাবেন ।
কাসটোডিয়া দশ লিটার জলে সাত মিলি মিশিয়ে স্প্রে করবেন।
ছোটো চারা গাছ সেজন্য ওষুধের পরিমান কম করে স্প্রে করবেন।
Sir hybride sobjir bij rakhle hobe ki
Sabji Chas samporke sab kichu dekhaben
👏👏👏
জমিতে নোনা কাটানোর জন্য কি সার ব্যবহার করতে হবে
Mitha pater bijer colour kmon dadu?
বীজ ধান কি করে প্রস্তুত ও সংরক্ষণ করা হবে ? এই ভিডিওটি তাড়াতাড়ি বানান অনুরোধ করছি।
Sir watermelon seeds preservation method bolun
বীজ রাখা ঠিক হবে না।
কারন ওই তরমুজ গুলো সব হাইব্রিড জাতের ।
O P variety হলে করতে পারতেন।
Nice
পিয়াজ এর বীজ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি বললে ভাল হয় স্যার
আমি এবার নতুন শসা চাষ করেছি শসা গাছের কোন সময়ের বীজ সংরক্ষণ করবো জানাবেন দাদা।
Ekhon je Sasha hobe seta barsar.
Ekhonkar sashar bij agami batsor
Barshay hobe.
Goutam
Sir khub valo lago apnar vedio. But how can I contact with you.
খুব ভালো দাদা, এয়ার টাইট করে ডিপ ফ্রিজে রাখা যায়?
না ফ্রিজে রাখা যাবে না।
ফ্রিজে পেয়ারা সংরক্ষণের পদ্ধতি জানান
sir, apaner methodti bhlo laglo kintu kotha holo bazare-e bashirbhag bij vivinoyo copany dara toiari arthat with terminating gene ei khetra apni ki bolen?
হা সমস্যা ঠিকই বলেছেন আসলে এই জন্য ব্র্যান্ডেড কোম্পানি বলি আর যেটা দেখে নেবেন ।আর বিশ্বস্ত দোকান থেকে নিতে হবে বীজ । ভালো বীজ না হলে সব গোলমাল হয়ে যাবে। এজন্য একটু ভালো বীজ কোম্পানি দেখে কিনবেন এবং প্যাকেটিং ডেট এবং এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।
ভালো লাগলো। আমার লাউ হচ্ছে বর্তমানে। ওই লাউয়ের বীজ করে অন্য সিজেনে লাগালে কি একই ফল পাবো? শশা ও হয়েছে পাকিয়ে কি বীজ করলে অন্য সময়ে লাগাতে পারবো?
যে সময়ে শসা পাকালেন ওই বীজ যখন বুনেছিলেন ঐরকম সময় বীজ বুনবেন
যে কোনো শসার বীজ রাখলে হবে
Sir আমি ছাদ বাগানি।আমি কিছু সবজি যেমন কুমড়ো,ঝিঙে,শসা,চাল কুমড়ো,চিচিঙ্গা,টমেটো,ঢেঁড়স ইত্যাদি বীজ f1 ও হাইব্রিড বীজ কিনেছি।এখন কথা হলো ওই বীজ ,সবজির হবার পর ওর বীজ নিয়ে আমি পরে আবার ওর থেকে সবজি চারা করতে পারবো?ফলন একই পাবো?
Ek jomite por por two times korola lagano have ki ?
বীজ কি প্লাস্টিক প্যাকেটে রাখা যাবে? ফ্রিজে রাখলে কি ভালো থাকবে?
দাদা.... বীজ কে( মেনকোজিব/কারর্বনডাজিন) ছিটিয়ে রাখলে হবে না?
বীজ বোনার আগে এই কাজ করবেন।
স্যার খোরো ধান বীজ তলা তাড়াতাড়ি ফেলবো কোন মাসে
আলুর বীজ সংরক্ষণ করার পদ্ধতি একটু জানাবেন।
চাষের পর আলুটা কে কি ভাবে পরের বছর বীজ হিসেবে সংরক্ষণ করতে হবে???
প্লিজ জানাবেন 🙏🏼
Ami akjon house wife
Apnar palong Chas dekhe Ami o palong Chas korechi. Jekhane rodh khub kom. Amar palong ghach aj noydin holo . Ajke holud joler spray korechi kintu ghachgulo matite ghuke jachhe. ki korbo?
Nomoshkar Anathkaku, Fi hybrid seeds theke chara kore, vegetables korechilam. Shei shob vegetable er seeds theke ki abar kore chara korle vegetables pabo? Naki sudhu indigeneous variety seeds theke e sudhu vegetables pabo? pronam neben r khub bhalo thakben...Dhonnyabad
ফসল হবে তবে এফ---। যেমন ফলন হয় তেমন ফলন হবে না।
আপনাকে কি ভাবে ধন্যবাদ জানাব খুজে পাচ্চি না সুদু বলবো 33 শতাংশ জমিতে 35 ধান মন ধানের ফলম পেয়েছি এটা বাংলাদেশের fast record সুদু আপনার ভিডিও দেখে
অসংখ্য ধন্যবাদ জানাই।
এইভাবে এগিয়ে চলুন এই কামনা করবো।
আমি বাংলাদেশ থেকে বলছি আপনার পরামর্শ চাই শসা থেকে সংগ্রহ করে সেই বীজ এক মাস পরে কি রোপন করা যাবে
রোপন করা যাবে
তবে ফল তাড়াতাড়ি চলে আসবে আর
ফলন কম পাবেন।
ঐ বীজ টাই 6 মাস পরে বুনবেন বেশী ফলন পাবেন।
আমি চার মাস গমের বীজ সংরক্ষণ করে রাখতে চাই। স্বাভাবিকভাবে রাখলে কি বীজের ক্ষতি হবে না জৈব পদ্ধতি অবলম্বন করতে হবে?
একই জমির বীজ, ধরুন ধান, বার বার একই জমিতে ওই বীজ চাষ করলে কী ফলন কমে যায় ???
হ্যাঁ অবশ্যই কমে যায়
স্যার ধান বীজ কি ভাবে সংরক্ষণ করা যায় একটা ভিডিও দেন।
হ্যাঁ খুব ভালো পরামর্শ দিয়েছেন।
ধান পাকুক আমি নিশ্চিত দেখাবো।
ওটা দেখানোর বিষয় আছে।
@@farmingadviseranathhalder7579 ওকে স্যার ধন্যবাদ জানাই আপনাকে সাধারণ মানুষ বীজ কিনতে অনেক টাকা খরচ করিতে হয় তাই আপনার কাছে অনুরোধ করি।
শীতের বেগুন গাছের একটি বেগুন গাছে পেকে গিয়েছিল সেটাকে রোদে শুকিয়ে তার থেকে বীজ বার করে রোদে শুকিয়ে রেখেছি এই বীজ থেকে চারা রোপণ করা যায় এবং কবে চারা রোপণ করতে হবে জানালে উপকৃত হব। ধন্যবাদ নমস্কার নেবেন গনেশ পাল পশ্চিম বর্ধমান দুর্গাপুর
আর একমাস পরে বীজ বুনবেন। আমিও শীতের বেগুনের বীজ বুনবো।
MANCOZEB 75/:+(BYER)ANTRACALL...MIX KORE DEYA JABE??????
হাইড্রোপনিক ঘাস চাষের জন্য ভুট্টার বীজ কি ভাবে সংরক্ষণ সংরক্ষণ করা হয়.
বাড়িতে ভুট্টা বীজ কীভাবে তৈরি করব..
Sir swarna ধানের ভালো বীজের নাম বলুন
এভাবে স্ট্রবেরি বীজ সংরক্ষন করা যাবে??
ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে।আর
মাঝে মাঝে জল দেবেন।
Kumro er seed jomite bosabo saff power ki poriman diye sodhon korbo 600 gram seed ?
1 ekor Jomi er jonno local seed janaben .
জাম্বো , জয়দেব , ইন্দ্রজিৎ , বিমল
ইত্যাদি জাত চাষ করবেন।
ধান চাষের নিয়ে একটা ভিডিও বানান
Good night কাকু
আমার টবে সবেদা গাছে ফুল আসছে কিন্তু ফল হচ্ছেনা। কি করতে হবে। একটু জানান প্লিজ।
S. Thanks
ধন্যবাদ জানাই ভালো থাকবেন।
দয়া করে দশ কাঠা জমিতে রসুন চাষ কি ভাবে করবো সেই সম্মন্ধে কিছু জানান।
তরমুজ বীজ সংরক্ষণ পদ্ধতি কি ভাবে করতে হয়
দাদা ছোট অবস্থায় যে নারকেল চারাটি ফল ধরে কীভাবে পাওয়া যাবে সাহায্য করুন