‘একটা চাকুরির মধ্যে থাকলে আমার শরীরটাও ভাল থাকে, কিছু টাকা ইনকামও হইলো…’ - নূরজাহান
Вставка
- Опубліковано 6 лют 2025
- সৈয়দা পারভীন আক্তার: আপনার নাম কী ? শুনেছি আপনি অনেকদিন দেশের বাইরে ছিলেন; কোন দেশে ছিলেন, একটু বলবেন?
নূরজাহান: আমার নাম নূরজাহান। আমার বাড়ি কেরানিগঞ্জে। সামগ্রিকভাবে আমার সংসারে একটু অনটন, তো লোকে বলে বিদেশ গেলে ভাল হইব, একারণে বিদেশ গেছি। আমি লেবানন ছিলাম প্রথম। তিন বছর থাইক্যা আইছি। ম্যাডাম খুব ভাল ছিল। প্রথম বার আমি একটা বাসায় ছিলাম। একটা ছেলে একটা মেয়ে ছিল। স্বামী-স্ত্রী দুনোজনেই ম্যানেজার, চাকরি করে, বাড়িতে থুইয়া যাইত আমারে, আমারে বইলা গেছে যে মামা কাজ কইরো, তো কি কি কাজ করার সবই বলছে। তো কাজ করছি, কত সময় পাগলামি করছি, কান্নাকাটিও করছি, খালি বাড়ি নতুন অবস্থায় গেছি, তখন খুবি সহ্য করছি। তাতে আমারে কোন সময় উল্টা-পাল্টা একটা থাপ্পরও দেয় নাই, কোনরকম খারাপ ব্যবহারও করে নাই। তারপর তিন মাস হইল, মানে ওরাও মনে মনে রাখছে যে উনি ভাষা বুঝে না, কান্নাকাটি করে, খালি বাড়িতে যাইতে চায় ছেলে সন্তানের লাইগা। ছোটছোট ছেলে থুইয়া গেছি, মেয়ে নাই ছেলেই তিনজন। ছোট ছেলে সাত বছর আর দুইজন তো একটু বড়। পরে, আমি যখন বুঝতে পারছি, না আমারে টাকা-পয়সা পাঠাইবো, আমার সাথে ব্যবহার ভাল করতাছে, মাঝে মধ্যে ওদের মা-বাবার বাসায় নিয়ে যেত, ওরা আমাকে খুব যত্ন করতো, আমার মন থাইক্যা একটা জ্ঞান আইনা থাকার চেষ্টা করছি।
সৈয়দা পারভীন আক্তার: বিদেশে যে যেতে পারে মেয়েরা এটা আপনি কার কাছ থেকে শুনেছেন প্রথম?
নূরজাহান: এটা শুনছি মানে গ্রামের আরও মানুষ বিদেশে গেছে। আত্মীয়-স্বজনের মধ্যে ছেলেরা গেছে, আবার মহিলারাও গেছে, বিদেশে থাইক্যা আইছে। এ কারণে শুনার পরেই আমরা নিজেরা প্রস্তুতি নিছি।
সৈয়দা পারভীন আক্তার: আপনি লেবাননে গেছেন কত সালে?
নূরজাহান: কত সালে গেছি এটা আমার খেয়াল নাই। আট-দশ বছর তো হবেই।
সৈয়দা পারভীন আক্তার: বেতন কত ছিল আপনার?
নূরজাহান: তখন বেতন সাত হাজার (৭০০০) টাকা বেতন ছিল।
সৈয়দা পারভীন আক্তার: আপনি লেবাননে ছিলেন ৩ বছর। আপনি কি এ সময়ে এই বেতনই পেয়েছেন না বাড়িয়েছে?
নূরজাহান: না, না, বেতন পরে আমি ১২০০০ হাজার টাকা পর্যন্ত পাইছি।
সৈয়দা পারভীন আক্তার: ওখানে তো বললেন যে আপনাদের আশেপাশে কেরানিগঞ্জের অনেকে ছিল, আর অন্য কোন দেশের মেয়েদের সাথে কি আপনার পরিচয় হয়েছিল? তাদেরকে দেখেছেন, কথা হয়েছে এরকম কারো সাথে?
নূরজাহান: হ্যাঁ কথা হয়েছে। মেয়েরা আছে সুদানি, সিরিয়ান, তার পরে আছে হিন্দি।
সৈয়দা পারভীন আক্তার: তারা কেমন বেতন পেত?
নূরজাহান: ওগো বেতন আমাগো বাঙালিগো থাইকা ভালই।
সৈয়দা পারভীন আক্তার: আপনি কত ডলার বেতন পেতেন?
নূরজাহান: আমি প্রথমে বেতন পেতাম ১০০ ডলার। এছাড়া হের ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি যে মাঝে মধ্যে নিয়ে যেত হেরা আমাকে বকশিশ দিত।
সৈয়দা পারভীন আক্তার: আপনি কি মনে করেন অন্য দেশের মেয়েরা বেশি বেতন পায় আর আমাদের দেশের মেয়েরা কম বেতন পায়? এটা কেন?
আল্লাহ্ জানেন,আপনি কতটুকু সত্য কথা বলছেন।
আমি একজন প্রবাসী এই আপুর কথা গুলো রাইট একশত ভাগ সত্যি কথা ধন্যবাদ আপনাকে।
রেখা আমার ইমু নাম্বার 01816292189
রেখা আমার বন্ধু বন্ধু হবে দুবাই আছি 9710506263926
প্রবাসি মেয়ে চুদার কাই এর পরে টাকা বানাই
একন ভিশা দিতো পারবো কুয়েত আসবা।
আপুর কথা গুলো একেবারে সত্যি আমিও সৌদি আছি আমার ম্যাডাম খুব ভালো
তাই না কি বেশি বাল না কি....
@@akhterhossin2892 মাশাল্লাহ অনেক ভালো
আমি রিনা তোমার ফোন নামবার দাও
ইমু নাম্বার ০১৮১৬২৯২১৮৯
0533242039 রিনা কল মি...
এই মহিলার চেহেরাটা দেখে সব বুজা যাই, বড় মাপের খেলোয়ার।
হ্যাঁ একদম খাঁটি পাকা মাল তুমি
আপনি টি কথা বল
আপনের কথা টা ঠিক হয় নাই
@@llovemo1131 j
হে লেবালোনের মাকিল খুব ভালো
ভালো 💖💖💌
Akhane-kotha-asce-betoner-beparta-somponno-mu trir-kace-amader-hasina-kicu-bolena
কুব আদর করে মালিক মেডাম তাই না আফু
03988049
💋💋💋💋
আমি, সোদি আরব, থাকি একটি, মেয়ে কাজের লোক লাকভে, আপনে আসভেন, আসলে আমার সাথে কথা বলভেন ওকে,
Hallo
ছেলেদের কোন কি সুযোগ আছে জানাবেন প্লিজ
309880r0
Ami saudite achi 3bochor dore Amar kofil onek valo kunu somossa nai
দুই
01788459982ইমুতে
Al alam
এত মোককে সাপারী বলিয়েন না আমি জানি।
আপনি কি জানেন বলেন দেখি শুনি একটু নিজে ভালো হলে জগৎ ভালো এটাই মনে করবেন ওকে
আপাৱ।কথাসতি
তোমার বোদা নদী বানাইছ আমরা জানি সাফারী গাও না।
এরকম সাজানো নাটক কমে করেন
আই কেমন আছেন আপনি ভাই টি কথা
lebanon mohila guli paliye kaj kore plus beta niye thake...